Latest News

November 15, 2017

State Govt to give farmers monetary aid totaling Rs 1,181.36 cr

State Govt to give farmers monetary aid totaling Rs 1,181.36 cr

The State Government has decided to give monetary aid to farmers affected by floods and other natural disasters, totalling an amount of Rs 1,181.36 crore. This was announced by the Agriculture Minister recently after a high-level meeting at the state secretariat, Nabanna.

Under the Chief Minister Mamata Banerjee-led Trinamool Congress government, Bengal has made massive progress in agriculture.

It may be mentioned, the average annual earning by a farmer during financial year 2010-11 was only Rs 91,011, which has increased significantly over the last six years; now it is Rs 2,39,123.

Source: Bartaman

প্রাকৃতিক বিপর্যয়ে ফসলের ক্ষতি, চাষিদের ১,১৮১ কোটি দেবে রাজ্য

চলতি আর্থিক বছরে বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ে ফসলের ক্ষতিপূরণের জন্য রাজ্য সরকার চাষিদের ১,১৮১ কোটি ৩৬ লক্ষ টাকা দেবে।

শুক্রবার নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠকের পর কৃষিমন্ত্রী জানিয়েছেন কেন্দ্রের কাছ থেকে এখনও ফসলের ক্ষতিপূরণের কোনও টাকা পাওয়া না যাওয়ায় রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকে চাষিদের টাকা দেবে। ক্ষতিপূরণের চেক বিলির প্রক্রিয়া শীঘ্রই শুরু হবে।

তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর চাষিদের পারিবারিক গড় আয় প্রায় আড়াই গুণ বেড়েছে। ২০১০-২০১১ সালে আয় ছিল মাত্র ৯১ হাজার ১১ টাকা। তা এখন বেড়ে ২ লক্ষ ৩৯ হাজার ১২৩ টাকা হয়েছে। আগামীদিনে চাষিদের আয় আরও যাতে বাড়ে, তার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এর জন্য খারিফ মরশুমের শুরু থেকে সরকারি উদ্যোগে ধান কেনার উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে।