January 27, 2017
27 January 2017
জননেত্রীর হাত ধরে বাংলায় শিল্পায়নে নবদিগন্ত
কলকাতায় এবার আশিয়ানা
নোটবাতিল বা বিমুদ্রাকরণের মধ্যেও এখনই এত বিনিয়োগ প্রস্তাব উল্লেখযোগ্য। ২৯ টা দেশের অংশগ্রহণে সারা বিশ্বই পরিবার হয়ে উঠেছে। বাংলায় আবার আসুন। বাংলা স্বাগত জানায়। বাংলা বাণিজ্য চায়, আশা করে এবং বাংলা এর যোগ্য। বিশ্বাস করি, আগের সরকারের দেনা সত্ত্বেও কঠোর পরিশ্রমে জিতব।