November 10, 2017
আজ নন্দীগ্রাম দিবস। দশ বছর আগে আজকের দিনে সিপিএমের হার্মাদ বাহিনী নন্দীগ্রামে যে বর্বরোচিত অত্যাচার শুরু করেছিল তা আজও আমাদের স্মৃতিতে উজ্জ্বল। আজ তাই স্মরণ করছি নন্দীগ্রাম, সিঙ্গুর, নেতাই, নানুর, কেশপুর সহ বাংলার সেই শহীদদের যারা সিপিএমের হিংসাত্মক রাজনীতির বলি হয়েছিলেন।
on social media, 10.11.2017