জুলাই ২৪, ২০১৮
দুর্ঘটনা কমাতে ১২০০ জন বাস চালককে প্রশিক্ষণ দেবে রাজ্য পরিবহন দপ্তর

দুর্ঘটনা কমাতে এবং যাত্রীর সুরক্ষার স্বার্থ রক্ষার্থে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নগমের প্রায় ১২০০ জন বাস চালককে প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য পরিবহণ দপ্তর। উত্তর কলকাতা টালা পার্কের কাছে ট্র্যাফিক ট্রেনিং স্কুলে পরিবহনমন্ত্রী এই কর্মসূচীর উদ্বোধন করেন। প্রতিটি ক্লাসে ৩০ জন করে চালক আগামী দের মাস ধরে প্রশিক্ষণ নেবেন। রাজ্য সরকারের ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচীর আওতায় বাস চালকদের এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। বাস চালকদের প্রশিক্ষণ দেওয়ার দায়িত্বে রয়েছেন ট্র্যাফিক।
রাজ্যে দুর্ঘটনা কমাতে নির্দিষ্ট গাইডলাইন মেনেই বাস চালকদের প্রশিক্ষণ দেবে পরিবহণ দপ্তর। এদিকে পরিবহণ দপ্তরের সম্প্রতি পরিসংখ্যান বলছেন, রাজ্যজুড়ে ৪৩৯টি মোটর ট্রেনিং স্কুল রয়েছে। এর মধ্যে পরিবহণ দপ্তরের নেওয়া পরীক্ষায় ভালো ফল করেছে ১৩৯টি স্কুল এবং খারাপ ফল করেছে ৪১টি স্কুল। পরীক্ষায় মাঝারি ফল করেছে ১৮৪টি স্কুল। তবে যে সমস্ত মোটর ট্রেনিং স্কুল পাস করতে পারেনি, তাদের বাড়তি সময় দেওয়া হবে সংশোধন করার জন্য বলে জানিয়েছেন পরিবহন মন্ত্রী।
তিনি আরও বলেন, এই বাড়তি সময় দেওয়া হচ্ছে কারন, এদের সঙ্গে অনেক কর্মসংস্থানের বিষয় জড়িয়ে রয়েছে। সেফ ড্রাইভ সেভ লাইফ-এর নির্দিষ্ট গাইডলাইন ও পাঠ্যক্রম অনুযায়ী ওদের সঠিকভাবে প্রশিক্ষণ দিতে হবে।