জুলাই ২০, ২০১৮
রাত পোহালেই ২১শে জুলাই, কলকাতা জুড়ে সাজো সাজো রব

ডেস্টিনেশন ধর্মতলা। রাত পোহালেই ২৫শে পড়বে ২১। রজতজয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে সাজো সাজো রব। জোরকদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
দূরদূরান্তের জেলা থেকে শিয়ালদা-হাওড়ায় এসে পৌঁচ্ছছেন তৃণমূল কর্মীরা। কেউ এসেছেন দক্ষিণ দিনাজপুর থেকে, কেউ আবার জলপাইগুড়ি থেকে। স্টেশন পা দিতেই তাদের হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে চিরকুট। তাতে লেখা বাসের নম্বর। সেই বাসে চড়েই নিরাপদে মিলন মেলা-গীতাজ্ঞলি কিংবা ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে পৌছে যাচ্ছেন কর্মীরা। মিলনমেলা-গীতাজ্ঞলি স্টেডিয়ামে কর্মীদের থাকা খাওয়া সুবন্দোবস্ত রয়েছে। পিছিয়ে নেই মহিলা, যুব কিংবা তৃণমূল ছাত্র পরিষদও। তৈরি হয়েছে অসংখ্য টেন্ট।
এবারের বিশেষ আকর্ষণ শুক্রবার সাতসকালেই বর্ধমানের ঘোড়দৌড়চটি থেকে ২১ জন যুব তৃণমূল কংগ্রেস কর্মী পায়ে হেঁটে রওনা দিয়েছেন ধর্মতলার উদ্দেশে। শনিবার সকালেই তাঁরা পৌঁছে যাবেন ধর্মতলায়। ২ নম্বর জাতীয় সড়ক ধরে মোট ১১০ কিলোমিটার পথ অতিক্রম করবেন যুব কর্মীরা। পদযাত্রা শেষ হবে ধর্মতলায় সভাস্থলে। তাঁদের সঙ্গে থাকছেন ৪ জন তৃণমূল কংগ্রেস কর্মী। কোনও যুব কর্মী অসুস্থ হয়ে পড়লে তাঁদের জায়গায় এই কর্মীরা পদযাত্রায় যোগ দেবেন। পদযাত্রায় উপস্থিত রয়েছে মেডিক্যাল টিম ও ট্যাবলোও।