জুলাই ১৬, ২০১৮
ধর্মতলায় ‘একুশে’-র খুঁটিপুজো

এবার একুশে জুলাই সমাবেশ আক্ষরিক অর্থেই হতে চলেছে অঙ্গীকার দিবস। তার খুঁটিপুজো হয়ে গেল ছ’দিন আগেই। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা দক্ষিণ কলকাতার সাংসদ সুব্রত বক্সির হাত ধরে খুঁটি পুজো হল।
এবছর একুশে জুলাইয়ের ২৫ বছর পূর্তি। ফলে এবারের শহীদ সমাবেশকে অঙ্গীকার দিবস হিসেবে পালন করার শপথ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জেলায় জেলায় প্রস্তুতি তুঙ্গে। রাজ্যজুড়ে প্রস্তুতি সভা করছেন দলের নেতা-কর্মীরা।
উল্লেখ্য, ১৯৯৩ সালের ২১ জুলাই ‘নো ভোটার কার্ড, নো ভোটে’র দাবিতে রাইটার্স বিল্ডিং অভিযানে নেমেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই রাইটার্স বিল্ডিং অভিযান রুখতে পুলিশ গুলি চালিয়েছিল। সেই ঘটনায় ১৩ জন যুব কর্মী নিহত হয়েছিলেন। এরপর থেকেই এই দিনটি শহীদ দিবস হিসেবে পালিত হয়।