Latest News

January 11, 2014

Information on blood banks in the state to go online

Information on blood banks in the state to go online

Health Department of the State Government is taking up a new scheme to digitise all the data regarding availability of blood in different government-run blood banks. In another two months, details like the number of units of different blood groups available and in which blood bank, will go online.

E-governance had been a prime initiative of the new government led by Trinamool Congress. Now, for helping the common people, details of the stocks of all the 58 Government Blood Banks will be available online. As a result, those in need of blood will not have to run from one blood bank to another in times of crisis.

Once all the blood banks are connected, the details will be available on public domains. The Swasthya Bandhu Helpline will also provide such details.

মাস দুয়েকের মধ্যেই কোন সরকারি ব্লাডব্যাঙ্কে কোন গ্রুপের রক্ত কত পরিমাণে মজুত আছে, সাধারণ মানুষ সেই তথ্য অনলাইনে পেয়ে যাবেন৷ স্বাস্থ্য অধিকর্তা বিশ্বরঞ্জন শতপথী জানান, 'ব্লাডব্যাঙ্কের তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে বদ্ধপরিকর সরকার৷ তাই আমরা চেষ্টা করছি সরকারি ৫৮টি ব্লাডব্যাঙ্ককে অনলাইন সিস্টেমের মাধ্যমে জুড়ে দিতে৷' ছাড়াও, সূত্রের খবর, অনেক সময় সরকারি ব্লাডব্যাঙ্কের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, রক্ত মজুত থাকা সত্ত্বেও রোগীকে রক্ত নাদেওয়ার৷ তাই কর্মীদের সত্যতা যাচাই এবং নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল করতেই এহেন উদ্যোগ নিয়েছে সরকার৷ 

কী কী তথ্য পাওয়া যাবে অনলাইনে? স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, রাজ্যের ৫৮টি ব্লাডব্যাঙ্কের কোথায় কোন ইউনিটের কত রক্ত মজুত রয়েছে, তার সম্পূর্ণ খতিয়ান মিলবে এই সুবিধা লাগু হওয়ার পর৷ অর্থাত্‍‌ ‍, চিকিত্সকের কাছ থেকে রিক্যুইজিশন পেলেই রোগীর আত্মীয়রা জেনে নিতে পারবেন, ঠিক কোন ব্লাডব্যাঙ্কে সেই মুহূর্তে সংশ্লিষ্ট ইউনিটের কত রক্ত মজুত রয়েছে৷ রোগীর পরিবার কী ভাবে নিতে পারবে এই সুবিধা? একবার সমস্ত ব্লাডব্যাঙ্ক ইন্টারনেট মারফত যুক্ত হয়ে গেলে, স্বাস্থ্যবন্ধুতে ফোন করে তো বটেই, পাবলিক ডোমেনেও (যেমন সরকারি ওয়েবসাইট) মিলবে এই তথ্য৷ 

সরকারের এহেন উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন চিকিত্সক থেকে রোগীর আত্মীয় সকলেই৷