সাম্প্রতিক খবর

জুলাই ১৮, ২০১৮

সুন্দরবনকে ইকো-ট্যুরিজম হাব হিসেবে তুলে ধরতে চায় রাজ্য সরকার

সুন্দরবনকে ইকো-ট্যুরিজম হাব হিসেবে তুলে ধরতে চায় রাজ্য সরকার

সুন্দরবনকে দেশের অন্যতম সেরা পর্যটনকেন্দ্র হিসেবে তুলে ধরতে উদ্যোগ নিল রাজ্য সরকার। ঝড়খালিতে একটি ইকো ট্যুরিজম পার্ক গড়ে তোলার পরিকল্পনা রয়েছে রাজ্যের। এখানে বিশ্বমানের পরিকাঠামো তৈরী করে বিদেশী পর্যটকদের আকর্ষিত করতে পর্যটন, সুন্দরবন উন্নয়ন সহ বিভিন্ন দপ্তর একযোগে কাজ করছে।

এই ইকো-ট্যুরিজম হাবে পাঁচতারা রিসর্টও যেমন থাকবে, তেমন থাকবে বাজেট হোটেল, কটেজ, সুইমিং পুল, হ্রদ ও ক্লাব হাউস। এই হাব তৈরী হবে পিপিপি মডেলে। পরিকাঠামো উন্নত করতে রাজ্য সরকার ঝড়খালি সংলগ্ন অঞ্চলে রাস্তা ও ব্রিজ বাবদ ৯০ কোটি টাকা ব্যয় করছে। সমগ্র অঞ্চলের উন্নয়নের অংশ হিসেবে সুন্দরবনের সকল দ্বীপগুলির মধ্যে সংযোগ স্থাপন করা হবে।

সুন্দরবন অঞ্চলের মানুষদের আর্থ সামাজিক অবস্থার উন্নয়ন করতে ইতিমধ্যেই রাজ্য সরকার অনেক প্রকল্প বাস্তবায়িত করেছে। যুবাদের দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। হস্পিটালিটি মানাজেমেন্টের প্রশিক্ষণও দেওয়া শুরু হয়েছে যাতে বেকার যুবক, যুবতীরা কাজ পায়। প্লাম্বিং ও ইলেক্ট্রিকাল মেরামতির ওপর অনেক কোর্স করানো হচ্ছে বিভিন্ন ব্লকে