April 11, 2017
Bengal gets India’s largest coal block

Bengal is set to develop the country’s largest coal mine in Birbhum district. The development rights for the Deocha-Pachami coal block were allotted to the State under the government route.
Chief Minister Mamata Banerjee said on Monday that her government was drawing up a Rs 12,000-crore plan to develop the block, which would create one lakh jobs and usher in rapid economic development in the area.
Addressing a public function at Kenduli on January 18, 2016, the Chief Minister had said the block will produce coal worth Rs 2.10 lakh crore and attract total investments of Rs 22,000 crore.
The block is located in the southwestern part of Birbhum coalfields, adjoining the Dewanganj block. It is spread over an area of 9.7 sq km and estimated to have in-place reserves of 2,102 million tonnes.
Mamata Banerjee has already put in place a SPV (special purpose vehicle) — Bengal Birbhum Coalfields Ltd (BBCL) — for developing the block.
দেউচা-পাঁচামি খনির দায়িত্ব পেল বাংলা
দেউচা-পাঁচামি খনি থেকে কয়লা তোলার প্রকল্পটি একাই রূপায়ণ করার দায়িত্ব আজ পশ্চিমবঙ্গের হাতে তুলে দিল কেন্দ্র।
বীরভূমের মহম্মদবাজার ব্লকে অবস্থিত ওই খনির মাটির প্রায় দেড়শো মিটার নিচে ২১৫ কোটি টনের কাছাকাছি কয়লা রয়েছে।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘কেন্দ্রের আন্তঃমন্ত্রক বৈঠকের পর ওই খনির দায়িত্ব রাজ্যের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এর ফলে ওই খনির কয়লা তোলার প্রকল্প পশ্চিমবঙ্গ একাই রূপায়ণ করবে। সব মিলিয়ে বিনিয়োগ হবে প্রায় সাড়ে বারো হাজার কোটি টাকা। কর্মসংস্থান হবে কয়েক হাজার মানুষের।’’
এই কয়লা পেলে সাগরদিঘি ও কাটোয়া তাপবিদ্যুৎ প্রকল্পে কয়লার কোনও অভাব হবে না, দাবি রাজ্যের।