সাম্প্রতিক খবর

জুলাই ২৫, ২০১৮

মুখ্যমন্ত্রীর স্বপ্নের ‘রুপশ্রী’ প্রকল্প পেল বিপুল সাড়া

মুখ্যমন্ত্রীর স্বপ্নের ‘রুপশ্রী’ প্রকল্প পেল বিপুল সাড়া

১লা এপ্রিল ২০১৮ যাত্রা শুরু করে মুখ্যমন্ত্রীর স্বপ্নের ‘রুপশ্রী’ প্রকল্প। এই চার মাসেই বিপুল সাড়া পেয়েছে এই প্রকল্প। প্রায় ৭০০০০ দরখাস্ত জমা পড়েছে সরকারের কাছে, যার মধ্যে ৪৭২৩৩টি সরকার গ্রহণ করেছে। ইতিমধ্যেই রাজ্য সরকার ১১৮ কোটি টাকারও বেশী খরচ করেছে এই প্রকল্পে। এমনটাই বলছে নারী ও শিশু কল্যাণ দপ্তরের প্রদান করা তথ্য।

‘রুপশ্রী’ প্রকল্প অনুযায়ী, যেসকল পরিবারের বার্ষিক আয় ১.৫ লক্ষ টাকার কম, তাদের পরিবারের মেয়ের বিয়েতে সরকার এককালীন ২৫,০০০ টাকা আর্থিক সাহায্য করবে রাজ্য সরকার।

এই প্রকল্পের বাস্তবায়নে শীর্ষে রয়েছে মুর্শিদাবাদ জেলা। ৯ই জুলাই পর্যন্ত মুর্শিদাবাদ জেলায় ৯২৩৭টি আবেদন জমা পড়ে, ৫২৮৮টি আবেদন মঞ্জুর হয় এবং ১৩.২২ কোটি টাকা প্রদান করা হয়।

পুরুলিয়া, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর জেলাগুলি আছে যথাক্রমে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ স্থানে। পুরুলিয়ার ক্ষেত্রে ৫৮৭০টি আবেদন জমা পড়ে, ৫১৮৩টি আবেদন গ্রহণ হয়, এবং ১২.৯৫ কোটি টাকা প্রদান করা হয়।

দক্ষিণ ২৪ পরগণা জেলায় ৫৪৬০টি আবেদন জমা পড়ে, ৪৬৪০টি আবেদন মঞ্জুর হয় এবং ১১.৬ কোটি টাকা প্রদান করা হয়।

পশ্চিম মেদিনীপুরে ৫২৭৪টি আবেদন জমা পড়ে, ৪০২৬টি আবেদন মঞ্জুর হয় এবং ১ কোটি টাকা প্রদান করা হয়।

রাজ্য সরকার এই প্রকল্পের জন্য ১৫০০ কোটি টাকা বরাদ্দ করেছে। প্রায় ৬ লক্ষ পরিবার এর ফলে উপকৃত হবেন। প্রতিদিন গড়ে ২০০০ আবেদনপত্র জমা পড়ছে এই প্রকল্পের জন্য।