January 15, 2014
এ বার লোকসভা নির্বাচনে দলের প্রার্থীদের হয়ে অন্যান্য রাজ্যেও প্রচার করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

গত আড়াই বছরে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় দলের জেলাওয়াড়ি সংগঠনকে সুসংহত করেছেন। বিরোধী থেকে শাসকের আসনে বসার পরে স্বভাবতই বেশ কিছু রাজনৈতিক এবং প্রশাসনিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলকে। সে সব সামলে সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়ের মাধ্যমে কখনও উত্তর–পূর্বাঞ্চল, কখনও উত্তরপ্রদেশে ভোটে লড়ার পরিকল্পনা তৈরি করা হয়।
২০১৪ সালের লোকসভা নির্বাচন সম্পর্কে তৃণমূলের নিজস্ব বিশ্লেষণের ভিত্তিতেই ভিন্ রাজ্যেও দলকে ভোটে নামানোর কথা ভাবা হয়েছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি অন্যত্রও লড়াই করে আঞ্চলিক দলগুলির মধ্যে সবচেয়ে বেশি আসন কুড়োনোই লক্ষ্য তৃণমূলের। সেই লক্ষ্যে পৌঁছলে সর্বভারতীয় রাজনীতিতে নির্ধারক শক্তি হয়ে উঠবেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী কে হবেন, তা মমতা বন্দ্যোপাধ্যায়ই ঠিক করবেন।
মুকুলবাবুর কথায়, “সাধারণ মানুষ বুঝবেন যে, মমতা বন্দ্যোপাধ্যায় ধূমকেতুর মতো রাজনীতিতে এসে হঠাৎ আমজনতার কথা বলতে শুরু করেননি। এক দীর্ঘ রাজনৈতিক লড়াইয়ের মধ্যে দিয়ে ধাপে ধাপে সংসদ সদস্য, কেন্দ্রীয় মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী হয়েছেন।”
পশ্চিমবঙ্গে ভোট শুরু হবে এপ্রিলের মাঝামাঝি থেকে। এ রকম একটি নির্ঘণ্ট হলে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ ছাড়াও অন্য রাজ্যে প্রচারে যাওয়ার সুযোগ পাবেন। আগামী নির্বাচনে দেশ জুড়ে এক নতুন ভূমিকায় নামতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।