সাম্প্রতিক খবর

এপ্রিল ২৬, ২০১৯

এখানকার সাংসদ বাংলার সংস্কৃতি জানেন না: রানীগঞ্জে বললেন দিদি

এখানকার সাংসদ বাংলার সংস্কৃতি জানেন না: রানীগঞ্জে বললেন দিদি

আজ পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জে একটি জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এখানকার সাংসদ কোনও কাজ করেন না, শুধু দাঙ্গা লাগানোর চেষ্টা করেন। তিনি আরও বলেন যে সেই সাংসদ বাংলার সংস্কৃতি জানেন না। তিনি মানুষের কাছে আবেদন জানান বিজেপির ঔদ্ধত্যকে হারাতে তৃণমূলকে ভোট দিতে।

ওনার বক্তব্যের কিছু অংশঃ

  • এখানকার সাংসদ, কি ভাষা তার? কি audacity? শুধু গালাগালি দেয় আর দাঙ্গা লাগায়। বাংলার সাথে ওর কোন সম্পর্ক নেই, বাংলার কোন সংস্কৃতি জানে না। কোন লেভেলে কথা বলতে হয় তাও জানে না। ও আমার নখের যোগ্য না, আমি অনেক দিন ধরে রাজনীতি করছি। আমাকে বিচার করার ও কে?
  • ঝাড়খণ্ড থেকে টাকা এনে, বোমা এনে, গুন্ডা এনে আসানসোলের মানুষের ওপর অনেক অত্যাচার করা হয়েছে, কিন্তু আমরা লড়াই চালিয়ে গেছি আগামীদিনেও লড়াই করব
  • এখানকার সাংসদকে সারা বছর দেখা যায় না। পরিযায়ী পাখির মত শুধু নির্বাচনের সময় এখানে আসে। ও খুব অহংকারী এবং audacious, ওকে ভোট দেবেন না
  • আগে আসানসোল পুরসভা ছিল আর এখন করপোরেশন হয়েছে
  • রানীগঞ্জ খনি এলাকা, এখানে জলের খুব কষ্ট তাই আমরা এখানে বেশ কিছু জল প্রকল্পের কাজ শুরু করেছি। ২৮০০০ কোটি টাকার একটি জল প্রকল্পের কাজ শুরু হয়েছে। কুলটিতে প্রথম দফার কাজ শেষ হয়ে গেছে
  • রানীগঞ্জ ধ্বস প্রবণ এলাকা, এখানে কোন দুর্ঘটনা হলে মানুষের ক্ষতি হবে। তাই ৪৫০০০ বাড়ি বানানো হচ্ছে মানুষের জন্য
  • আসানসোল নতুন জেলা হয়েছে, নতুন পুলিশ কমিশনারেট, হিন্দি কলেজ, কলেজ ক্যাম্পাস, উর্দু কলেজ হয়েছে
  • হিন্দি, অল চিকি, গুরুমুখী, নেপালি, উর্দু সহ সব ভাষাকে পরিচিতি দেওয়া হয়েছে
  • এই জেলায় ৩০০ বেডের একটি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল হচ্ছে, আসানসোল জেলা হাসপাতাল সংস্কার করা হয়েছে
  • পানাগড় ও দুর্গাপুরে ইন্ডাস্ট্রিয়াল পার্ক হচ্ছে। ইস্কো কোম্পানি এখানে ৪০,০০০ কোটি টাকা বিনিয়োগ করবে
  • এখানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কয়লা খনি দেউচা পাচামি কয়লা খনি হচ্ছে, এর ফলে অনেক মানুষের কর্মসংস্থান হবে
  • অণ্ডালে গ্রিনফিল্ড এয়ারপোর্ট তৈরী হচ্ছে। পানাগড়ে একটি six-lane bypass তৈরী হচ্ছে
  • এখানে কোল মাফিয়ারা কয়লা খনিগুলি অপারেট করে। এই কয়লা খনিগুলি কেন্দ্রের হাতে, সিআইএসএফ এর আওতায়, রাজ্য পুলিশের নয়
  • বিজেপির অধিকাংশ টাকা আসে এই কোল মাফিয়াদের থেকেই, আর এখানকার সাংসদ বলে বেরায় তৃণমূল কংগ্রেসের সঙ্গে কোল মাফিয়ারা যুক্ত, তাই যদি হয় তাহলে ওদের পুলিশ কি করছে? কেন কোন action নেয়নি?
  • দেশে আজ সবচেয়ে বড় চুরি কে করছে, বড় মিথ্যে কথা কে বলছে? বিজেপি
  • ৫ বছর আগে নির্বাচনের সময় নিজেকে চাওয়ালা বলত আর এখন উনি হয়েছেন চৌকিদার, আর চৌকিদার কি আছে? (জনতা বলছে চোর)
  • এই ৫ বছরে উনি শুধু বিদেশে ঘুরে বেড়িয়েছেন। কোন কাজ করেননি।
  • ৫ বছর আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন কালো টাকা ফিরিয়ে আনার, সকলের ১৫ লক্ষ টাকা ফিরিয়ে দেবে বলেছিলেন, দিয়েছে?
  • মানুষের পকেটে টাকা দেওয়ার বদলে নোট বাতিল করে মানুষের পকেট কেটে নিয়েছে। কৃষক শ্রমিক কাঁদছে ওরা এসব দেখছে না, জোর জুলুম হচ্ছে, গরিব মানুষকে দেখার কেউ নেই।
  • মানুষ কি আগে পুজো করত না? আমরা কি বিজেপির জন্মের পর পুজো করা শুরু করেছি? হিন্দু ধর্ম অনেক প্রাচীন আর বিজেপির জন্ম হয়েছে সবেমাত্র। ওরা হিন্দু ধর্মকে অপমান করছে, এই ধর্মের বদনাম করছে
  • আমরা তারাপীঠ, তারকেশ্বর, বক্রেশ্বর, কঙ্কালীতলা সহ অনেক মন্দিরের সংস্কার করেছি
  • শুধু নির্বাচন এলে বিজেপির রাম আর সীতার কথা মনে পরে অথচ ৫ বছরে একটা রাম মন্দিরও ওরা বানাতে পারেনি
  • বিজেপির দুটো দুর্যোধন দুঃশাসন – দুই জগাই মাধাই শুধু মিথ্যে কথা বলে বেড়ায়। গদা আর তরোয়াল নিয়ে বেরোয় সভা করতে, কাকে মারবে? ধর্ম কাউকে মারার জন্য নয়, ধর্ম এক পবিত্র জিনিস।
  • বাংলায় সব ধর্মের মানুষ মিলেমিশে থাকে, কোন তফাত নেই, সবাই সব উৎসব পালন করে
  • এর আগে আসানসোলে কখনো দাঙ্গা হয়নি। কিন্তু এই সাংসদ নির্বাচিত হয়ে আসার পর এইসব এখানে দাঙ্গা হচ্ছে, অশান্তি হচ্ছে, এতদিন মন্ত্রী থেকে কি কাজ করেছে যে এখন ভোট চাইতে এসেছেন?
  • বিজেপি শুধু দাঙ্গা, রক্ত আর ভাগাভগিতে বিশ্বাস করে
  • নোটবাতিল হওয়ার পর মানুষের কাছে টাকা পয়সা নেই, বেকারের সংখ্যা বেড়েছে আর ওরা শুধু ঘুরে বেড়িয়েছে। উনি নোট বাতিল করেছেন এবার আপনারা ওনাকে বাতিল করে দিন
  • শুধু গুণ্ডামি করছে আর বড় বড় কথা বলে,ওদের অনেক টাকা হয়েছে। ঝাড়খণ্ড থেকে টাকা নিয়ে এসে এখানে বিলোচ্ছে আর ঝামেলা করছে
  • ঝাড়খণ্ডে বিজেপির অবস্থা খুব খারাপ, আগে ওরা ঝাড়খণ্ড সামলাক তারপর বাংলা নিয়ে ভাববে
  • বাংলায় আমরা অনেক উন্নয়ন করেছি। স্কলারশিপ থেকে শুরু করে ২ টাকা কেজি দরে চাল, বিনামূল্যে চিকিৎসা অনেক কাজ হয়েছে
  • মুনমুন সেন খুব ভালো মানুষ, খুব ভালো পরিবারের মেয়ে। উনি কোন দাঙ্গা করবেন না সকলকে নিয়ে মিলেমিশে থাকবেন, আগেও বাঁকুড়ায় উনি জিতেছেন
  • এরকম নীচু মানের প্রধানমন্ত্রী আমরা আগে কখনো দেখিনি। আর শুধু মিথ্যে কথা বলেন, এইসব মিথ্যেবাদীকে দেখে লজ্জা হয়
  • বিএসএনএলের লোকেরা মাইনে পাচ্ছে না, জেট এয়ার বন্ধ করে দিয়েছে, বার্ন স্ট্যান্ডার্ড বন্ধ করে দিয়েছে, ওরা মানুষের কথা ভাবে না
  • সব রাজ্যের আঞ্চলিক দল মিলে আমরা কেন্দ্রের সরকার গঠন করব
  • বাংলায় যখন বন্যা হয় প্রধানমন্ত্রী তখন আসেন না। সারা বছর ওনার দেখা পাওয়া যায় না, নির্বাচনের সময় ভোট পাখি হয়ে ভোট চাইতে আসে
  • ওরা কিসের হিন্দু? এখানে দুর্গা পুজো হয় না? এখানে ছট পুজো হয় না? এত মিথ্যে কথা বলে এরা
  • আমি সব ধর্মের উৎসব পালন করি, সব পুজো করি। বিজেপি হিন্দু ধর্মের বদনাম করে। রাজনীতির জন্য রামের নামে বদনাম করে
  • হিন্দু-মুসলমান কেউ দাঙ্গা করে না। শুধু বিজেপি আর আরএসএস দাঙ্গা করে রাজনীতির স্বার্থে
  • আমারা দাঙ্গা নয় শান্তি চাই, দেশের সর্বনাশ চাই না। আমরা বেকার চাই না – শুধু বড় বড় ভাষণ দেয়
  • আমরা জওয়ানদের স্যালুট করি, জওয়ানরা শহীদ হচ্ছেন আর উনি তাই নিয়ে রাজনীতি করছেন
  • বিজেপি আর মোদীর অনেক অহংকার তাই ওদের কেন্দ্রের ক্ষমতা থেকে ওদের অপসারণ করতে হবে
  • দেশের নেতাকে দেখে এখন মানুষ ভয় পায়, কিন্তু আমরা ভয় পাই না। উনি সবাইকে ভয় দেখান কিন্তু আমি ওনাকে ভয় পাই না। বারানসীতে গিয়েও ভয়ে বাংলা নিয়ে কথা বলছে