এপ্রিল ১৯, ২০১৯
মুর্শিদাবাদ জেলার উন্নয়ন - এক নজরে

রাজ্যে অন্যান্য জেলার সাথে তাল মিলিয়ে অভূতপূর্ব উন্নয়ন ঘটেছে মুর্শিদাবাদ জেলায়।
দেখে নিন এক নজরে:
হাসপাতালঃ তিনটি মাল্টি সুপার স্পেশ্যালিটি হাসপাতাল, পাঁচটি ন্যায্য মূল্যের ওষুধের দোকান, তিনটি ন্যায্য মূল্যের রোগ নির্ণয় কেন্দ্র, ২৪টি এসএনএসইউ, ৬টি এসএনসিইউ স্থাপিত হয়েছে।
স্কুলঃ ৫৬২টি স্কুলকে উন্নীত করা হয়েছে। ১৩২টি স্কুলকে উন্নীত করা হয়েছে। নটি মডেল স্কুল তৈরী করা হয়েছে।
বৃত্তি: সাড়ে সাত বছরে ৪.৮২ লক্ষ মেয়েরা কন্যাশ্রী পেয়েছে। ২ লক্ষের বেশী পড়ুয়া শিক্ষাশ্রী পেয়েছে।
উচ্চ শিক্ষাঃ আটটি আইটিআই, একটি পলিটেকনিক কলেজ তৈরী হচ্ছে।
কিষাণ মান্ডিঃ ২১টি কিষাণ মান্ডি তৈরী করা হয়েছে।
গ্রামীণ আবাসনঃ প্রায় ২ লক্ষ ২৩ হাজার জন মানুষের উপকার পেয়েছে।
শিল্প: ২২টি ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ক্লাস্টার তৈরী হয়েছে। ৪৮৪৭ কোটি টাকার বেশী ব্যাঙ্ক ঋণ দেওয়া হয়েছে।
সড়ক ও সেতুঃ প্রায় ২৫০০ কিলোমিটারের বেশী রাস্তা তৈরী/মেরামত/চওড়া করা হয়েছে।
সামাজিক সুরক্ষা যোজনাঃ অসংগঠিত ক্ষেত্রের ৮.১৩ লক্ষ শ্রমিককে এই যোজনার আওতায় আনা হয়েছে।
কর্মতীর্থঃ ৫০টি কর্মতীর্থ তৈরী করা হয়েছে।
খেলাধুলাঃ ৪৭টি মাল্টি জিম, ৮টি মিনি ইন্ডোর স্টেডিয়াম তৈরী করা হয়েছে।
সংখ্যালঘু উন্নয়নঃ প্রায় ২৬ লক্ষ পড়ুয়াকে প্রায় ৬৫৩ কোটি টাকার স্কলারশিপ দেওয়া হয়েছে। প্রায় ১.৩৮ লক্ষ উপভোক্তাকে প্রায় ২৪৫ কোটি টাকার ঋণ দেওয়া হয়েছে। সংখ্যালঘু দুঃস্থ মহিলা পুনর্বাসন প্রকল্পে ৫৪৫৯টি বাসগৃহ গড়া হচ্ছে।
আইন-শৃঙ্খলাঃ বহরমপুর মহিলা থানা তৈরী হয়েছে।
পর্যটনঃ বহরমপুর-কর্ণসুবর্ণ-কান্দি সার্কিট ট্যুরিজমের কাজ সম্পন্ন হয়েছে।