এপ্রিল ১২, ২০১৯
জলপাইগুড়ি জেলার উন্নয়ন- এক নজরে

রাজ্যে অন্যান্য জেলার সাথে তাল মিলিয়ে অভূতপূর্ব উন্নয়ন ঘটেছে জলপাইগুড়ি জেলায়। দেখে নিন এক নজরে:
নতুন সার্কিট বেঞ্চঃ ২০১৯ সালের ৯ই মার্চ জলপাইগুড়িতে নতুন সার্কিট বেঞ্চের উদ্বোধন হয়। ১১ই মার্চ এই সার্কিট বেঞ্চ কাজ শুরু করেছে।
উত্তরকন্যাঃ রাজ্য সরকারের শাখা সচিবালয় উত্তরকন্যা স্থাপন করা হয়েছে।
হাসপাতালঃ দুটি মাল্টি সুপার স্পেসালিটি হাসপাতাল তৈরী হয়েছে। সাতটি এসএনএসইউ চালু হয়েছে, তৈরী হচ্ছে নতুন মেডিক্যাল কলেজ।
স্কুলঃ ৩৭১টি স্কুল তৈরী করা হয়েছে, ৯০টি স্কুলকে উন্নীত করা হয়েছে। দুটি মডেল স্কুল তৈরী হয়েছে।
বৃত্তি: সাড়ে সাত বছরে প্রায় ৩.৬৭ লক্ষের বেশী মেয়েরা কন্যাশ্রী পেয়েছে। ২.৭৮ লক্ষের বেশী পড়ুয়া শিক্ষাশ্রী পেয়েছে।
উচ্চ শিক্ষাঃ দুটি সরকারি কলেজ, চারটি আইটিআই, দুটি পলিটেকনিক কলেজ তৈরী হয়েছে।
কিষাণ মান্ডিঃ ছটি কিষাণ মান্ডি তৈরী করা হয়েছে।
গ্রামীণ আবাসনঃ ১২ হাজার মানুষের উপকার পেয়েছে। ৪ হাজার জনকে আর্থিক অনুদান দেওয়া হয়েছে নিজের গৃহ নির্মাণের জন্য।
শিল্প: দুটি শিল্প উন্নয়ন কেন্দ্র, তিনটি ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ক্লাস্টার তৈরী হয়েছে। ২২৬৬কোটি টাকার বেশী ব্যাঙ্ক ঋণ দেওয়া হয়েছে।
সড়ক ও সেতুঃ ৪৯০ কিলোমিটারের বেশী রাস্তা তৈরী/মেরামত/চওড়া করা হয়েছে। চতুর্থ মহানন্দা সেতু, মাটিগাড়া-কার্সিয়াং রাস্তায় রক্তী নদীতে সেতু।
পর্যটনঃ গাজোলডোবায় ইকো ট্যুরিজম প্রকল্প ‘ভোরের আলো’, উত্তরবঙ্গ বন্যপ্রাণী পার্ক – ‘বেঙ্গল সাফারি’ পার্ক গড়া হয়েছে।
সামাজিক সুরক্ষা যোজনাঃ অসংগঠিত ক্ষেত্রের ২.৪০ লক্ষ শ্রমিককে এই যোজনার আওতায় আনা হয়েছে।
কর্মতীর্থঃ ১১টি কর্মতীর্থ তৈরী করা হয়েছে।
খেলাধুলাঃ ৮০টি মাল্টি জিম, ৯টি মিনি ইন্ডোর স্টেডিয়াম তৈরী করা হয়েছে। বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গন নতুনভাবে গড়া হয়েছে।
মহিলা পুলিশ ষ্টেশনঃ জলপাইগুড়ি মহিলা পুলিশ ষ্টেশন তৈরী করা হয়েছে।
ফাইল চিত্র