এপ্রিল ৬, ২০১৯
১০০ দিনের কাজে বিজেপি শাসিত ভারত সেরা বাংলা

জাতীয় গ্রামীণ কর্মনিশ্চয়তা প্রকল্পে বছরে ১০০ দিনের বাংলার সাফল্য ঢের বেশী গুজরাট, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, কর্নাটক, তামিলনাড়ুর চেয়ে।
তৃণমূলের ইস্তাহার প্রকাশ অনুষ্ঠানে গ্রামের গরীব মানুষের আয় সুনিশ্চিত করতে ১০০ দিনের কাজকে ২০০ দিন করার প্রতিশ্রুতি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, প্রকল্পে দৈনিক মজুরিও দ্বিগুণ করার আশ্বাস দিয়েছেন তিনি।
কেন্দ্রীয় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রকের সর্বশেষ রিপোর্ট অনুসারে, চলতি আর্থিক বছরে মানরেগা-য় বাংলায় পরিবার-পিছু কাজ পাওয়ার হার প্রায় ৭৭ শতাংশ। সেখানে প্রধানমন্ত্রীর রাজ্য গুজরাটে তা মাত্র ৪৫.৭ শতাংশ। কর্নাটকে ৪৮.৯৫ শতাংশ, ঝাড়খণ্ডে ৪১.৬৬ শতাংশ, উত্তরপ্রদেশে ৪১.৫৭ শতাংশ, মহারাষ্ট্রে ৪৬.২৩ শতাংশ, তামিলনাড়ুতে ৪৪.৪৮ শতাংশ, অন্ধপ্রদেশে ৫৫.৯২ শতাংশ, মধ্যপ্রদেশে ৫১.২৭ শতাংশ।
কাজের নিশ্চয়তা থাকলে এবং মজুরি বাড়লে সাফল্যও নিশ্চিতই বাড়বে।
সৌজন্যেঃ এই সময়