Bengal again no. 1 in 100-Days’ Work

Another feather has been added to the cap of Bengal as the State has recently been declared the country’s number one in 100-Days’ Work, in the aspect of convergence and livelihood augmentation, for financial year 2015-16.

This was conveyed to the State Government by the Union Ministry of Rural Development on June 2. The fact was announced to by Chief Minister Mamata Banerjee in a Facebook post.

This is not the first time though. Bengal has consistently performed very well in the 100-Days’ Work Scheme, formally known as Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme.

Another achievement, along with being overall number one, is that the districts of Nadia and Cooch Behar have won awards under different categories for performing especially well.

The way Mamata Banerjee and her Government has driven the scheme forward in the State and, as a result, brought a huge change to the rural landscape of Bengal has been acknowledged as exemplary across the country.

 
The full text of the Facebook post is given below:

Bengal does it again!

We are No.1 in the country in 100-days work on convergence and livelihood augmentation for financial year 2015-16, as per announcement of the Ministry of Rural Development, Government of India yesterday.

Also among the districts in the country for awards under various categories of 100-days work are our Nadia and Cooch Behar districts.

Congratulations and best wishes to all.

Click here to visit the page

 

১০০ দিনের কাজে ১ নম্বরে বাংলা

১০০ দিনের কাজে আর একবার সাফল্য অর্জন করল রাজ্য। ২০১৫-১৬ অর্থবর্ষে ১০০ দিনের কাজের খাতে বরাদ্দ অর্থসম্পদের যথোপযুক্ত ব্যবহার ও সম্পদ বৃদ্ধির হিসাবে দেশের সব রাজ্যকে পিছনে ফেলে এক নম্বরে পশ্চিমবঙ্গ। শুক্রবার এ বিষয়ে ঘোষণা করেছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক।

মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকে বরাবরই ১০০ দিনের কাজের খাতে বরাদ্দ অর্থ যথোপযুক্ত ব্যবহার করায় শীর্ষস্থানে পশ্চিমবঙ্গ। আবারও এই ঐতিহ্য বজায় রাখা সম্ভব হয়েছে।

এই উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ফেসবুকে মুখ্যমন্ত্রী লেখেন, “আর একবার আমরা এক নম্বরে”।

মুখ্যমন্ত্রীর ফেসবুক পোস্ট পড়তে এখানে ক্লিক করুন

 

 

 

Bengal Irrigation Dept takes numerous steps to avoid flood-like situations 

The state Irrigation and Waterways department has taken a slew of measures to avoid even flood-like situations during the forthcoming monsoon. Rajib Banerjee, the state Irrigation minister, has decided to hold meetings separately with district magistrates of each of the flood-prone districts to take stock of the situation and to know whether any further work needs to be done to ensure that not a single person gets affected if any flood-like situation arises.

On Monday, the State Irrigation Minister held a meeting with District Magistrates of Howrah, Hooghly, North and South 24 Parganas. Soon, he will be going to other districts including Burdwan to assess the situation.

This is the first time when the state Irrigation department is planning to install big screens at five different places on which live video footages of water level in different reservoirs will be shown. At the same time, different data related to those reservoirs will also be made available on the screens. Plans have been made so that the screens could be at places including Nabanna, Jalosampad Bhavan and Malda. CCTV cameras will be installed at all the reservoirs in the state from where live footages will be made available on the screens so that people can easily realise the situation at a particular time.

One round-the-clock control room each in North and South Bengal has already started functioning. There are toll free numbers in which people can contact for any queries. Separate groups comprising officials of the department have been formed and they are keeping watch on the dams. Moreover, a system has been developed using which 333 officials of the department including junior level engineers will keep getting updates on the situation at different reservoirs through SMSs in every 15 minutes. The step has been taken to ensure better communication among the officials and fast execution of the needed task at a moment of emergency.

The state Irrigation department has also developed a cell phone app to help people get related information. Since some parts of North Bengal get more affected due to floods, the state Irrigation department has taken all necessary steps. During Monday’s meeting, the Irrigation minister has also taken stock of the present preparation to check flood-like situations from the respective District Magistrates.

 

বন্যার পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বেশ কিছু পদক্ষেপ নিল সেচ দপ্তর

আগামী বর্ষায় যাতে রাজ্যের কোথাও বন্যার পরিস্থিতি না হয়, সেজন্য বেশ কিছু পদক্ষেপ নিচ্ছে রাজ্য সেচ দপ্তর।

তার জন্য নিয়েছে প্রচুর পদক্ষেপ। রাজ্যের যে সমস্ত অঞ্চলে বন্যার পরিস্থিতি সাধারণত হয়, সেসব অঞ্চলের জেলা শাসকদের সঙ্গে বৈঠক করেন সেচ মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। সোমবার হাওড়া, হুগলী ও দক্ষিণ ২৪ পরগণার জেলাশাসকদের সঙ্গে মন্ত্রী বৈঠক করেন। পরিস্থতির সরেজমিনে তদন্ত করতে শীঘ্রই তিনি বর্ধমান সহ অন্যান্য জেলায় যাবেন।

এই প্রথম পাঁচটি জায়গায় পাঁচটি বড় স্ক্রিন লাগানোর পরিকল্পনা নিয়েছে সেচ দপ্তর। যেখানে বিভিন্ন রিজার্ভারের জলের স্তরের ভিডিও ফুটেজ দেখানো হবে। এ ছাড়া ওই রিজার্ভার সংক্রান্ত আর যাবতীয় তথ্যও দেখানো হবে ওই স্ক্রিনে। ওই স্ক্রিনগুলি লাগানো হবে নবান্ন, জলসম্পদ ভবন ও মালদায়। প্রতিটি রিজার্ভারে সিসিটিভি ক্যামেরা লাগানো হবে।

ইতিমধ্যেই ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম খোলা হয়েছে উত্তর ও দক্ষিণ বঙ্গে। জনসাধারণের সুবিধার্থে রয়েছে টোল ফ্রি নম্বর, যেখানে তাঁরা যাবতীয় তথ্য পেতে পারবেন। দপ্তরের আধিকারিকদের নিয়ে আলাদা টীম তৈরি হয়েছে যারা বাঁধের পরিস্থিতির ওপর নজর রাখবেন। একটি সিস্টেমও তৈরি হয়েছে যেখানে আধিকারিক ও নতুন ইঞ্জিনিয়র নিয়ে ৩৩৩ জনের একটি দল প্রতি ১৫ মিনিটে এসএমএসের মাধ্যমে পরিস্থিতির খবর পাবেন। বিপদের সময় যাতে সব আধিকারিকরা নিজেদের মধ্যে খুব সহজে যোগাযোগ রাখতে পারেন ও খুব শীঘ্রই সব প্রতিকূল অবস্থার সমাধান করতে পারেন, তাঁর জন্যও নেওয়া হয়েছে প্রচুর পদক্ষেপ।

একটি মোবাইল অ্যাপ তৈরী করা হয়েছে যাতে সাধারন মানুষ সব ধরনের তথ্য পেতে পারেন। যেহেতু উত্তরবঙ্গের কিছু অঞ্চল অতিরিক্ত ক্ষতিগ্রস্ত হয়, তার জন্যও বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে।

 

Bengal Government takes major steps for a greener environment

Under the able leadership of Chief Minister Mamata Banerjee, the Bengal Government has taken numerous steps for a greener environment in the last six years.

Here are the most important achievements:

 

 

POLLUTION CONTROL/REGULATION

  • From May 2011 to May 2017, Air Quality Monitoring Systems have been installed at 80 places.

 

  • Water Quality Monitoring Systems have been installed at 102 points in the rivers Ganga, Damodar, Ichhamati, Rupnarayan, Tista and Mahananda for monitoring on a regular basis.

 

  • Forty projects have been completed under Rain Water Harvesting Structure at 40 educational institutions in Bankura, Purulia, Birbhum and Paschim Medinipur districts. In addition, 90 Wetland Ecological Conservation Projects have been completed in the wetlands of Kolkata, Howrah, Bidhannagar, North 24 Parganas, South 24 Parganas, Purba Medinipur and Cooch Behar with a financial involvement of Rs 29 crore.

 

  • Online Industrial Clearance System has since being introduced to make the process of giving permission for setting up industries simple, speedy and flawless.

 

  • In 2010, the Haldia, Howrah and Asansol had been declared as Critically Polluting Areas. But things are now in control and as a result, lots of industries have come up in these places – oil installation, gas installation, port activities and ferro-alloy manufacturing in Haldia, expansion of coal mines in Asansol and steel manufacturing in Howrah. In addition, twenty green (that is, non-polluting) buses have been introduced in the Durgapur-Asansol industrial area using coal bed methane as fuel.

 

  • Thirty-nine industries under the ‘Grossly Polluting Industries’ category in the Ganga river basin have installed Online Effluent Quality Monitoring Systems.

 

CLIMATE CHANGE

  • In order to achieve climate change mitigation, two hundred solar photovoltaic cells have been installed in educational institutions and health centres.

 

  • In collaboration with the Forest Department, intensive plantation has been done in the Durgapur-Asansol and Paschim Medinipur industrial areas with a financial involvement of Rs 10 crore.

 

  • One demonstrative model for Rooftop Rainwater Harvesting System has been installed in each of the 20 districts (except in the recently constituted districts of Kalimpong and Jhargram) to show their mitigative impact on climate change in the wetlands. Five other such fully functional units have been formally installed in the districts of Bankura, Hooghly and Purba Medinipur.

 

  • A mass-scale rooftop rainwater harvesting project has been started in Darjeeling Municipal Corporation to provide water to poorer sections of the hilly town to benefit an estimated 3,200 families directly and indirectly. A total of Rs 23.121 crore has been granted by the Ministry of Environment, Forest and Climate Change under the National Adaptation Fund for Climate Change (NAFCC) in 2016.

 

  • The project, Enhancing Adaptive Capacity and Increasing Resilience of Small and Marginal Farmers of Purulia and Bankura District, facilitated by DRCSC (Development Research Communication and Service Centre), had been sanctioned US$ 2.5 million (approx. Rs 15 crore) under the first Adaptation Fund Project of India in 2015.

 

  • State Action Plan on Climate Change (SAPCC) had been prepared in 2012 and follow-up actions with regard to adaptation/implementation are going on.

 

  • A vulnerability assessment project in the context of climate change has been started in 2016 for Darjeeling and Kalimpong districts at a cost of Rs 2.16 crore as part of the National Mission for Sustaining Himalayan Ecosystem (NMSHE), under the Department of Science & Technology.

 

  • West Bengal is the first State in India to implement the project of ‘Downscaling of Global Climate Change Model (GCM)’ to district-level projections in 2017 through the expertise of IIT Bombay.

 

ENVIRONMENT CLEARANCE STATUS

  • From May 2011 to May 2017, the State Environment Impact Assessment Authority (SEIAA) has given environmental clearance to 230 industrial, thermal power, mining, infrastructure and building construction, and township and area development projects.

 

INTEGRATED COASTAL ZONE MANAGEMENT PROJECT (ICZMP) (A WORLD BANK-funded project):

  • 100% electrification of Sagar Island.

 

  • Construction of Nat Mandir at Sagar Island as part of the ‘Eco-Tourism Project in Sagar Island’ project.

 

  • Laying of 11.33 km sewer line and a 6.7 MLD sewage treatment plant as part of the ‘Sanitary Sewerage Scheme for Digha’ project for providing efficient municipal/public health services. Treated effluents will be discharged into the sea, which in turn will reduce coastal pollution.

 

  • Under the ‘Beachfront Development in Digha’ project, beach beautification Phase-I for improving facilities and reducing the pollution level has been completed, which includes two watch towers, an open-air theatre, rehabilitation of 219 hawkers through temporary and permanent kiosks.

 

  • Under the ‘Multipurpose Cyclone Shelter in Five Coastal Blocks’ project, 25 multipurpose cyclone shelters have been constructed.

 

EAST KOLKATA WETLAND MANAGEMENT

  • From May 2011 to May 2017, the State Department of Environment has done 15.575 km of canal desiltation, 6 km of road renovation, plantation of 6,000 seedlings and excavation of a bheri (fish cultivation farm) in the East Kolkata Wetland.

 

 

Picture courtesy: thebeaconkolkata.co.in

 

I come to the Hills every month. This is my home: Mamata Banerjee

Bengal CM Mamata Banerjee began her visit to north Bengal today with a programme in Mirik.

She addressed an administrative review meeting at  Mirik today. She laid foundation stones and inaugurates a bouquet of developmental projects from today’s programme.

Trinamool Congress became the first mainstream political party to win an election in the Hills in almost three decades when it won the Municipal Board election in Mirik last month.

Recently, Kalimpong was declared the 21st district of the State and then Mirik was declared a sub-division.

Excerpts of her speech: 

  • Many many thanks and congratulations to the people of Mirik
  • Shanta Chhetri is becoming an MP of Rajya Sabha. My congratulations to her also
  • My best wishes and congratulations to all the development boards in the Hills
  • Common people want progress
  • I always fulfill the promises I make
  • Everyone in Mirik will get land pattas within a month
  • I am allocating Rs 12 crore for road project in Mirik
  • On 12 June, we will lay foundation stones for 18000 km roads across Bengal
  • We are allocating Rs 10 crore for drainage project in Mirik
  • We have inaugurated fire brigade in Mirik
  • We are allocating Rs 10 crore for the renovation of Mirik Lake
  • We have started a drinking water project in Mirik
  • We will lay stress on eco-tourism in Mirik. If tourism flourishes, economy will improve
  • We are allocating Rs 10 crore to beautify Mirik with lights
  • It is our Govt which gave recognition to Nepali language. Public service exam can also be taken in Nepali now
  • Those who want to study Nepali can do it. If you want to study English, do it. But let Bengali be one option
  • It is important to know Nepali is a Nepali area. In a Bengali area one must know Bengali
  • We have started 3 language formula. You can study any language as first language. But have Bengali as an option
  • I come to the Hills every month. This is my home
  • I want to make Darjeeling an international tourist attraction
  • We will conduct a Cabinet Meeting in the Hills
  • We started an institute of Presidency University in the Hills
  • Few days ago I met with the Nagaland CM. He was speaking to me in Hindi. I responded in Nagamese. He was very happy
  • We want to work for the people of the Hills but the powers are with GTA
  • Some leaders here think of themselves as Gods. They are ‘shaitan’ not God
  • Some people tried to intimidate me today. When confronted, they ran away
  • I cannot be intimidated even at gun point. Kanchenjunga cannot be hidden with black flags
  • Some people want to create divisions between communities. Do they know how many languages are there in the Hills?
  • Jo humse takrayega, chur chur ho jayega
  • They only seek votes in the name of Gorkhaland. From landslide to earthquake, I am always by your side
  • GTA elections are coming. They do not have any issue. So they are trying to drive a wedge between Nepali and Bengali
  • We never said Bengali will be compulsory in the Hills. This is a BIG LIE. We never lie in politics
  • They want to live in darkness. What do they want to do in darkness?
  • We will do special audit of the funds given to GTA. No one will be spared
  • They want hotels to close down, tourism to suffer. People will suffer losses, they will make commission
  • We do not believe in communal, divisive politics. We want people of Hills to smile
  • We do not believe in political vendetta. Law will take its own course

 

 

আমি প্রতি মাসে পাহাড়ে আসি, এটা আমার বাড়ি:  মুখ্যমন্ত্রী

আজ থেকে শুরু হল মুখ্যমন্ত্রীর পাহার সফর। প্রায় তিন দশক পর পাহাড়ে কোনও পুরসভায় জয় পেয়েছে সমতলের কোন দল।

ক্ষমতায় আসার পর থেকে মুখ্যমন্ত্রী হিসাবে যতবার পাহাড়ে গিয়েছেন, ততবারই পাহাড়বাসীর জন্য নিয়ে গিয়েছেন উন্নয়নের গুচ্ছডালি। এবারও তার ব্যতিক্রম হল না। তাঁর আহ্বানে সাড়া  দিয়েই এবার ‘সিলেকশন’ নয়, ‘ইলেকশনে’ অংশ নিয়ে গণতন্ত্রের প্রতি ভরসা দেখিয়েছে পাহাড়।

পাহাড়বাসীকে তাঁর প্রতি আস্থা রাখার জন্য এবং পাহাড়ে এক নতুন অধ্যায়ের সূচনার জন্য কৃতজ্ঞতা জানিয়ে আগামী আজ মিরিকে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ কিছু প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন।

তাঁর বক্তব্যের কিছু বিষয়ঃ

  • মিরিক বাসীকে আমার অভিনন্দন
  • শান্তা ছেত্রী রাজ্যসভার সাংসদ হচ্ছেন, তাকেও আমার অভিনন্দন
  • সব উন্নয়ন পর্ষদগুলিকে আমার শুভেচ্ছা ও অভিনন্দন
  • সাধারণ মানুষ উন্নয়ন চায়
  • আমি কথা দিয়ে কথা রাখি
  • এক মাসের মধ্যে মিরিকের সকলে জমির পাট্টা পাবেন
  • মিরিকের রাস্তার জন্য ১২ কোটি টাকা বরাদ্দ করা হল
  • আগামী ১২ জুন আমরা ১৮০০০ কিমি রাস্তার শিলান্যাস করব
  • মিরিকের ড্রেনেজের জন্য ১০ কোটি টাকা বরাদ্দ করা হল
  • মিরিকে একটি দমকল কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে
  • মিরিক লেকের সংস্কারের জন্য ১০ কোটি টাকা বরাদ্দ করা হল
  • মিরিকের জন্য একটি পানীয় জল সরবরাহ প্রকল্প শুরু হয়েছে
  • মিরিকের ইকো ট্যুরিজমের ওপর গুরুত্ব দেওয়া হবে। পর্যটন উন্নত হলে অর্থনৈতিক ব্যবস্থাও উন্নত হবে
  • মিরিককে আলো দিয়ে সাজানোর জন্য ১০ কোটি টাকা বরাদ্দ করা হল
  • নেপালি ভাষাকে আমাদের সরকার স্বীকৃতি দিয়েছে। এখন পাবলিক সার্ভিস পরীক্ষাও নেপালি ভাষায় নেওয়া হয়
  • যারা নেপালি ভাষায় পড়াশোনা করতে চায় তারা তাই পড়বে। কেউ ইংলিশে পড়তে চাইলে পড়বে; সাথে বাংলাও পড়বে
  • নেপালে থাকলে যেমন নেপালি ভাষা জানা প্রয়োজন, তেমনই বাংলায় থাকলে বাংলা ভাষাও জানা দরকার
  • আমরা ত্রিভাষা নীতি চালু করেছি। যে কেউ তাঁর পছন্দমতো ভাষায় পড়তে পারেন কিন্তু সাথে বাংলাও পড়বে
  • আমি প্রতি মাসে পাহাড়ে আসি, এটা আমার বাড়ি
  • আমি চাই দার্জিলিং আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হোক
  • পাহাড়ে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের একটি শাখা চালু করেছি
  • পাহাড়ে আমরা মন্ত্রীসভার বৈঠক করব
  • কয়েকদিন আগে আমি নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলাম। উনি হিন্দিতে কথা বললেন আমি নাগামিসে উত্তর দিয়েছি, উনি খুব খুশি
  • আমরা পাহাড়ের মানুষের জন্য কাজ করতে চাই, কিন্তু ক্ষমতা GTA র হাতে
  • এখানকার কিছু নেতারা নিজেদের ভগবান মনে করেন। ওরা ভগবান নয় ‘শয়তান’
  • আজ কেউ কেউ আমায় ভয় দেখাতে চেয়েছিল। আমি সামনাসামনি কথা বলতেই পালিয়ে গেল
  • আমায় বন্দুক দেখিয়েও ভয় দেখানো যাবে না। কাঞ্চনজঙ্ঘা কালো পতাকায় ঢাকা যাবেনা
  • কিছু মানুষ বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে। ওরা কি জানে পাহাড়ে কত রকমের ভাষা আছে?
  • সামনেই GTA নির্বাচন আসছে। ওরা তাই নেপালি ও বাঙালিদের মধ্যে বিভেদ তৈরীর চেষ্টা করছে
  • আমরা কখনো বলিনি পাহাড়ে বাংলা বাধ্যতামূলক করা হবে। এটা পুরো মিথ্যে কথা। আমরা মিথ্যে কথার রাজনীতি করি না
  • আমরা রাজনৈতিক প্রতিহিংসায় বিশ্বাস করি না। আইন আইনের পথে চলবে
  • ওরা বলছে লোডশেডিং করে দিতে। সবাইকে অন্ধকারে রাখবে। কেন?
  • ওরা গোর্খাল্যান্ডের নামে ভোট চায়। যে কোনো বিপর্যয়ের সময় আমি আপনাদের পাশে থেকেছি
  • ওরা চায় হোটেল বন্ধ হয়ে যাক, পর্যটকরা ফিরে যাক, সাধারণ মানুষের ক্ষতি হোক আর ওরা কমিশন পাবে
  • আমরা সাম্প্রদায়িকতা ও বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা চাই পাহাড়ের মানুষ হাসুক
  • সরকার থেকে GTA যা টাকা পেয়েছে আমরা তার স্পেশাল অডিট করব। কাউকে রেয়াত করা হবে না

 

 

 

Light Hub coming up in Chandannagar

State Govt to set up a Light Hub in Chandannagar in Hooghly district. This was announced during administrative review meeting for Hooghly district held in Tarakeswar.

Chandannagar is famous for its lighting displays, especially during Jagaddhatri Puja. The technicians provide their expertise at Durga Pujas in Kolkata and other places. A few have spread their wings to Durga Pujas outside Bengal too.

Mamata Banerjee’s initiative is meant to give a structured boost to this industry. After the Mishti Hubs, Muslin Hub and similar clusters comes Light Hub. These hubs have given a huge boost to traditional small-scale industries. They provide a steady source of income for the families and also help in preserving the crafts.

 

লাইট হাব তৈরী হবে চন্দননগরে

হুগলী জেলার চন্দননগরে লাইট হাব তৈরী করবে রাজ্য সরকার। বৃহস্পতিবার তারকেশ্বরে প্রশাসনিক বৈঠকে একথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আলোর জন্য বিখ্যাত চন্দননগর। জগধাত্রী পুজোর সময় চন্দননগরের আলোকসজ্জার সারা দেশ বিদেশে সুখ্যাতি রয়েছে।

মিষ্টি হাব, মসলিন হাবের পর অনুরূপ ক্লাস্টার স্বরুপ আলোর হাব তৈরীর সিদ্ধান্ত নেয় রাজ্যসরকার। নিঃসন্দেহে এতি এক অভিনব উদ্যোগ। এর মাধ্যমে এক শ্রেণীর লোকের কর্মসংস্থানের সুযোগ হবে।

 

Courtesy: paxnews.com

 

 

 

Silk Hub soon in Serampore

The Bengal Government is going to set up a Silk Hub in Serampore in Hooghly district. This was announced recently by Chief Minister Mamata Banerjee.

Like her other innovative hubs which have opened up new horizons in the world of traditional crafts and trades, like the Mishti Hubs, Muslin Hub, etc., the Silk Hub is also expected to bring in new opportunities to silk craftsmen.

The hub would draw skilled craftsmen from across Bengal. It would enable sharing of skills and other ideas, including marketing ideas. The Silk Hub would become a centre of innovation and is expected to become a major base for export of silk in the future.

The hub would provide a steady source of income for many families and also help in preserving their craftsmanship.

 

শীঘ্রই শ্রীরামপুরে তৈরী হবে সিল্ক হাব

রাজ্য সরকার খুব শীঘ্রই হুগলী জেলার শ্রীরামপুরে তৈরী করতে চলেছে সিল্ক হাব। কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘোষণা করেন।

তাঁর অন্যান্য উদ্যোগগুলো যেমন মিষ্টি হাব, মসলিন হাব যেগুলো পারম্পরিক শিল্পে দিয়েছে এক নতুন মাত্রা, তেমনই আশা করা যায় এই সিল্ক হাব তৈরি হলে সিল্ক তাঁতিরা পাবে এক নতুন সুযোগ।

এই হাবে রাজ্যের সকল প্রশিক্ষিত সিল্কের তাঁতিরা যোগ দেবেন। এর মাধ্যমে তাঁতিদের মধ্যে নানারকম ভাবনার আদান প্রদানের পাশাপাশি বিপণনের ব্যাপারেও নিত্যনতুন চিন্তা ভাবনার আদান প্রদান হবে। এ

ই সিল্ক হাব তৈরী হলে এটি সিল্ক সংক্রান্ত নতুন ধ্যানধারণার অন্যতম কেন্দ্র হবে ও ভবিষ্যতে সিল্ক রপ্তানির অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হতে চলেছে।এই হাব অনেক পরিবারের রোজগারের পথ খুলে দেবে।

 

 

Bengal CM expresses shock over Centre’s RTI reply on Netaji

Bengal Chief Minister Mamata Banerjee today expressed shock over the Central Government’s recent reply to an RTI query regarding Netaji Subhas Chandra Bose.

“I am shocked to see this unilateral decision of the Central Government without evidence. Netaji is a great son of the soil. Our state, the country and the whole world are proud of him,” she said.

“Any matter involving a person of his stature does not deserve to be handled in such a casual manner. I have drawn the attention of Hon’ble Prime Minister to this matter and has sought the considered stand of Central Government in this regard,” the CM wrote on her Facebook page.

Bengal Government had declassified all files related to Netaji in September, 2015.

নেতাজিকে নিয়ে কেন্দ্রের আরটিআই এর উত্তরে বিষ্ময় প্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের

নেতাজি সুভাষ চন্দ্র বসুর মৃত্যুরহস্য সংক্রান্ত এক আরটিআই প্রশ্নে কেন্দ্রীয় সরকারের জবাবে দিয়েছে তাতে বিষ্ময় প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, “নেতাজির মৃত্যুরহস্যের ব্যাপারে কোনও প্রমাণ ছাড়া কেন্দ্রীয় সরকার যেভাবে একতরফা জবাব দিয়েছে তাতে আমি বিস্মিত। নেতাজি এদেশের এক কৃতি সন্তান। আমাদের রাজ্য, আমাদের দেশ তথা সারা বিশ্ব তাঁকে নিয়ে গর্ব অনুভব করে।”

তিনি ফেসবুকে লেখেন, “তাঁর মতো মর্যাদাপূর্ণ কোনও ব্যাক্তির কোনও গুরুত্বপূর্ণ ব্যাপার এত দায়িত্বজ্ঞ্যানহীনভাবে দেখা উচিত নয়। আমি এই ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি; কেন্দ্র এই ব্যাপারে তাদের অবস্থান স্পষ্ট করুক”।

BJP does not know Bengali culture: Mamata Banerjee

At a public meeting in Tarakeswar today, Chief Minister Mamata Banerjee once again slammed the BJP for its policies.

The Central Government is taking away Rs 40,000 crore per year for servicing debts, leaving nothing for the State Government to spend for the development of the State.

Another strong complaint she had against the Centre was that it had stopped 90 per cent of the money due to the States under various schemes; despite that, she said, “I am continuing with ICDS with our own funds”.

She said that she had tweeted during the early stages of demonetisation that GDP would fall by almost 2 per cent, and it has been proved true by the latest data. Another consequence of demonetisation, she said, is that “lakhs of people have been rendered jobless due to demonetisation”.

While mentioning the blood donation camps that the party is organising across Bengal, she said that “when we are organising blood donation camps, the CPI(M) and the BJP are engaging in bloodshed, hurling bombs and brandishing swords”.

Continuing on the topic of bloodshed, Mamata Banerjee said, “They (BJP) are terrorising farmers for possessing cattle. They are inciting riots, pelting stones. What one can eat or wear is one’s own choice, not for others to dictate”.

“Sarva Dharma Samanyaya is our culture. But do they follow Bengali culture? Their culture is an outsider’s culture. BJP does not believe in religion. They indulge in adharma not dharma”.

 

 

বিজেপি বাংলার সংস্কৃতি জানে নাঃ মমতা বন্দ্যোপাধ্যায়

 

আজ হুগলীর জনসভা থেকে আরও একবার বিরোধীদের তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের থেকে ৪০ হাজার কোটি টাকা কেটে নিয়ে যাচ্ছে কেন্দ্র তা সত্ত্বেও উন্নয়নের কাজ অব্যাহত রয়েছে। অনেক প্রকল্পে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে কেন্দ্র, রাজ্য নিজের টাকায় সেই সব প্রকল্পের কাজ সম্পন্ন করছে।

কেন্দ্রের নোটবাতিলের সিদ্ধান্তের ফলে গোটা দেশের অবস্থার জন্য আবারও কেন্দ্রকে আক্রমন করে মুখ্যমন্ত্রী বলেন, নোট বাতিলের ফলে জি ডি পি ২% কমে গেছে। রাজ্যের অনেক মানুষ কর্মহীন হয়েছেন।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, “সিপিএম আন্দোলনের নামে বোমা ছুড়ছে আর বিজেপি আন্দোলনের নামে তরোয়াল দেখাচ্ছে। তিনি আরও বলেন, আমাদের বর্ষপূর্তিতে আমরা রক্তদান শিবিরের আয়োজন করেছিলাম। যখন আমরা রক্তদান শিবিরের আয়োজন করছি তখন সিপিএম বাংলায় রক্ত ঝরাচ্ছে”।

এ রাজ্যে বিজেপি দাঙ্গা লাগানোর চেষ্টা করছে বলে এদিন তিনি বলেন, “গরুর নামে কৃষকদের ভয় দেখাচ্ছে ওরা, দাঙ্গা লাগাতে চাইছে। পাথর, বোমা মারছে। কে কি খাবে কি পরবে সেটাও ওরা ঠিক করে দিচ্ছে। আমাদের সরকার সব ধর্ম সমন্বয়ে বিশ্বাসী। ওরা বাংলার সংস্কৃতি মানে না। যারা ধর্মকে ধর্মীয় পথে পরিচালনা করে আমি তাদের শ্রদ্ধা করি, অধর্মকে নয়। ওদের বাংলায় কোন স্থান নেই”।

My apprehensions proved – GDP down, rampant job loss: Mamata Banerjee

Chief Minister Mamata Banerjee today came down heavily on the Centre for the state of the country as a result of demonetisation. She posted her views on Facebook today.

Among other things, the Quarter 4 GDP figure during 2016-17 has come down to 6.1 per cent, a decline of nearly 2 per cent, and there has been rampant job loss across India, with the agriculture and the unorganised sectors being the worst affected.

Mamata Banerjee was the first person to slam the draconian legislation of demonetisation, within an hour of its announcement, on November 8, 2016.
The Facebook post is given below:

Right at the time demonetisation was announced by the Central Government, I had voiced my concern that the country would have to face severe loss of jobs and drastic decline in productivity due to demonetisation.

My apprehension is now proven to be true.

The Q4 GDP figure this fiscal has come down to 6.1%. The corresponding GDP figure in the previous fiscal was 7.9%. So, the decline is nearly 2 per cent point.

Rampant job loss has been reported across the country with the agriculture and unorganised sector in worst shape.

What have the people, who pushed the country to this crisis, to say?

 

Click here to read the post

 

কেন্দ্রের নোটবাতিলের সিদ্ধান্তের ফলে গোটা দেশের অবস্থার জন্য কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রীর

কেন্দ্রের নোটবাতিলের সিদ্ধান্তের ফলে গোটা দেশের অবস্থার জন্য আবারও কেন্দ্রকে আক্রমন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন এই প্রসঙ্গে তিনি একটি ফেসবুক পোস্ট করেন।

২০১৬-১৭ সালে চতুর্থ ত্রৈমাসিক জিডিপির হার কমে হয়েছে ৬.১ শতাংশ।  ইতিমধ্যেই নোটবাতিলের ফলে রাজ্য জুড়ে অনেক মানুষ কর্মহীন হয়েছেন। কৃষি সহ বিভিন্ন অসংগঠিত ক্ষেত্রের অবস্থার অবনতি হয়েছে। আজ দেশ আর এক সংকটের সম্মুখীন।

২০১৬ –র ৮ ডিসেম্বর নোট বাতিলের এই সিদ্ধান্ত ঘোষণা হওয়ার এক ঘণ্টার মধ্যে প্রথম এর বিরুদ্ধে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

 

ফেসসবুক পোস্টটি পড়তে এখানে ক্লিক করুন

 

 

State Govt to launch 10,000 e-rickshaws

The Bengal Government has decided to launch 10,000 e-rickshaws in the State before the panchayat elections in 2018. It would entail a cost of Rs 365 crore on the part of the State Government.

The primary aim of this scheme is giving a means of employment to the youth in rural areas. The scheme is part of the Swami Vivekananda Swanirbhar Prakalpa, one of the glittering successes of the Chief Minister Mamata Banerjee-led Trinamool Congress Government.

These e-rickshaws are battery-run and hence environment-friendly. Each charge lasts for a few days, depending on the usage.

Of the cost of Rs 1.25 lakh for each e-rickshaw, 30 per cent would be borne by the Government as a grant, 55 per would be given as loan by banks and 5 per cent would have to be given directly by the buyer.

The Department of Self-Help Group & Self Employment would be in charge of running this scheme.

The State Government is also thinking of permitting e-rickshaws to run in the suburbs of Kolkata.

 

১০হাজার ই -রিকশা নামাতে তৎপর রাজ্য সরকার

রাজ্য জুড়ে জেলাগুলিতে মোট ১০ হাজার ই -রিকশা নামানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। ন ‘মাসের মধ্যে সেগুলি প্রাপকদের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এর জন্য খরচ ধরা হয়েছে ৩৬৫ কোটি টাকা।

গ্রামের বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষেই সরকারের এই অভিনব উদ্যোগ। সরকারি সূত্রের খবর ,স্বামী বিবেকানন্দ স্ব -নিযুক্ত কর্মসংস্থান প্রকল্পে বেকার যুবকদের হাতে ই – রিকশা তুলে দেওয়া হবে।

চিনা প্রযুক্তিতে তৈরী ই -রিকশা কিনতে গড়ে খরচ পড়বে ১ লক্ষ ২৫ হাজার টাকা। তার মধ্যে ৩০ % টাকা রাজ্য অনুদান হিসাবে দেবে। ৫% টাকা গ্রাহককে মেটাতে হবে। বাকি ৫৫% অর্থ ব্যাঙ্ক দেবে ঋণ হিসাবে। প্রকল্প রূপায়ণের দায়িত্বে রয়েছে স্ব -নিযুক্তি দপ্তর।