#RealBengal Real Stories – How #Poriborton transformed lives in Bengal

Over the last four and a half years there has been an unprecedented growth and development across West Bengal. From Darjeeling to Jangalmahal, Cooch Behar to Kakdwip, Sagar to Sitalkuchi – people are smiling.

Here are some genuine stories of how good governance has changed people’s lives. Real people have shared their experiences.

From teenage girls to housewives, from doctors and entrepreneurs to senior citizens, from women who have been empowered through self-help groups to folk artistes who have got due recognition, from farmers who have increased their productivity to Kolkatans who have more reasons to cheer…

This series of short films is a shining testimony of how dreams have been fulfilled in our state.

Here are some of the stories:

Puja Mahali from Alipurduar can now fulfil her dream of pursuing higher education in Hindi due to the establishment of Banarhat Hindi College.

Kalipada Mura, a wood cutter from Amlashole in West Midnapore is one of 8 crore people in Bengal receiving rice at Rs 2 per kg under the ‘Khadya Sathi’ scheme.

Jaladhar Karmakar of Purulia, a daily wage-earner benefited from ‘Sishu Sathi’ scheme which provides free treatment for children with heart problems.

Life has changed for the better for Nakul Pramanik, a tourist guide in Purulia with peace and normalcy returning to Jangalmahal.

Ramanath Singh Mura, a Chhau artiste from Purulia, got due recognition under the Lokprasar Prakalpa.

Sanjay Pramanik, a former extremist, has now returned to the mainstream.

Sadhan Mohanta from Bankura, a Baul singer has got due recognition now.

Lakshi Tudu from Bardhaman whose life changed after she received loan for her self-help group.

Sheikh Ratan from Bardhaman who did not have a pucca house but now has a reason to smile.

Sukhmati Rai from Kalimpong received all assistance and support after a landslide in 2015.

Md. Jargis Alamgir from Dakshin Dinajpur is happy now, the farmers are happy now.

Suchita Mandal from Birbhum is associated with a self-help group which received a loan, bought sewing machines and started a business.

Chandidas Majhi from Birbhum is a Baul singer who has received his due recognition.

Amit Nayek from Dooars is a driver whose life has become easier due to increase in tourist inflow.

Many artistes, like Shanti Sharma from Darjeeling, are now getting monthly stipends.

Hafijur Rahman from Dakshin Dinajpur did not have any land earlier, now he has a roof on his head and is living in peace and prosperity.

Sheela Oraon is a tea-garden worker of Alipurduar who gets amenities under our Social Security.

Nandita Das from Nadia goes to school faster now thanks to her Sabuj Sathi cycle.

Khokon Debnath from Nadia has benefited due to better irrigation facilities.

Dalim Jana from North 24 Parganas has benefited immensely due to huge thrust on pisciculture.

Bishwanath Jana from North 24 Parganas has benefited immensely due to organic farming.

Prashanta Maity of North 24 Parganas, who struggled in a mud house in the past, has a pucca house now.

Great strides in the health sector brought Dr Sushmita Roy Chowdhury back to Bengal.

Maya Panja from South 24 Parganas is receiving financial assistance and living with dignity.

Bappa Das, a fish-seller from South 24 Parganas, is living happily now.

Like lakhs of farmers in Bengal, Kazi Abu Sajjad from Hooghly, is smiling now.

Anirban Saha is a young entrepreneur from Kolkata who is happy with the developments in MSME sector.

Sports journalist Boria Mazumdar whose heart belongs in Kolkata.

Entrepreneur Malavika Banerjee has proven that great brands can be created in Kolkata.

Moukchora Bibi Hooghly received financial assistance to build her own pucca house.

Kalyani Debgupta received hen and goats due to our thrust on alternative livelihood and is happy now.

Kanchan Rang is an example of how Anandadhara scheme has helped in making women from rural areas self-reliant.

Environmentalist Sanchita Sarkar is happy with progress made in the field of environment conservation.

Somnath Mahapatra from East Midnapore is happy as he is earning well from fish-farming now.

Habibur Mia, a farmer from Coochbehar, is smiling like lakhs of farmers in Bengal.

Carine Lepcha is a teacher from Kalimpong where a new school for Lepcha kids has been set up.

Kanailal Maity from East Midnapore used to live on the streets. Now he lives happily in a pucca house.

Anjupa Khatun from Coochbehar received financial assistance under Kanyashree. She can now study law.

Polling underway across 49 seats in North 24 Parganas and Howrah

Polling is currently underway in 49 Assembly constituencies in West Bengal today from 7 am to 6 pm. Today is the fifth day of the polls.

Polling is being held in 33 seats of North 24 Parganas district and 16 of Howrah district.

Total Booths – 6769 (North Kolkata – 4459, Howrah – 2310)

Total Voters – 1.08 crore

 

বিধানসভা নির্বাচনের আজ চতুর্থ দফার ভোটগ্রহণ

আজ পশ্চিমবঙ্গের দুটি জেলার মোট ৪৯টি আসনে ভোটগ্রহণ চলছে। ভোটগ্রহণ শুরু হয় সকাল ৭ টায় এবং শেষ হবে বিকেল ৬ টায়। আজ বিধানসভা নির্বাচনের চতুর্থ দফার ভোটগ্রহণ।

উত্তর ২৪ পরগনা জেলার ৩৩টি কেন্দ্র এবং হাওড়া জেলার ১৬টি কেন্দ্রে আজ ভোট গ্রহণ।

মোট বুথের সংখ্যা ৬৭৬৯টি (উত্তর ২৪ পরগনা – ৪৪৫৯, হাওড়া – ২৩১০)

মোট ভোটার সংখ্যা – ১ কোটি ৮ লক্ষ

 

 

Kolkata: On the path of progress

Kolkata has transformed in the last four and a half years, thanks to the vision of Mamata Banerjee. From well lit roads to beautified ghats, renovated parks to an improved transport sector – the City of Joy is on a path of progress.

Kolkata has been adjudged the ‘Best City in Crime & Safety’ category by India Today in the year 2014. Kolkata is the safest city in terms of incidents of crime against women, according to National Crime Records Bureau (NCRB).

The law and order system was completely overhauled in the city with creation of new police stations, installation of CCTVs, use of drones for crowd management.

Here are some achievements of the Ma, Mati, Manush government in the last four and a half years in transforming Kolkata:

  • An area of 132 sq km was included with the then existing area of Kolkata Police with effect from 1st September, 2011 making it co-terminous with KMC jurisdiction.
  • 3 community policing projects, like SAMPARK and SUKANYA, initiated by Kolkata Police for involving under-privileged youth as well as for providing self-defence training to school girls
  • Construction of Minority Bhavans sanctioned for all the districts including Kolkata to ensure easy access of the minorities by providing a single-window facility
  • West Bengal Livestock Development Corporation (WBLDC) is selling fair-price chicken through 48 outlets of its own and 46 outlets in collaboration with Kolkata Municipal Corporation, West Bengal Poultry Federation, Bengal Dairy and Government Dairy in Kolkata and its suburbs to maintain stability of price
  • To serve hygienic meat to the people, WBLDC has converted 20 outlets into Hygienic Meat Processing Units
  • Centre of excellence established in Mominpur in collaboration with Reynolds for imparting training in garment manufacturing
  • Training courses of 5 years initiated for skilling 5,000 people as jewellers by ASSOCHAM
  • Headquarters of 24X7 flood control rooms in the districts established in Kolkata, as well as toll-free helplines, flood data dissemination through e-governance
  • Operationalisation of Jai Hind (Dhapa) and Garden Reach Water Supply Scheme
  • Beautification and development of Hooghly riverfront on the Kolkata side, including the beautification and illumination of Millennium Park
  • 78 modern scientific waste compactor stations set up at various points in the city. Already 300 trash bins were set up on the roadside for use of pedestrians, shop-owners and commercial purpose

 

অগ্রগতির পথে কলকাতা

মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গত সাড়ে চার বছরে পাল্টে গেছে কলকাতা। আলোয় ভরা রাস্তাঘাট, সুসজ্জিতঘাট, নতুন করে ঢেলে সাজানো সব উদ্যান এবং আরো উন্নত পরিবহন ব্যবস্থা – এ সবই ‘সিটি অফ জয়’কলকাতাকে নিয়ে এসেছে অগ্রগতির পথে। 

 অপরাধ ও নিরাপত্তার নিরিখে কলকাতা পেয়েছে সেরার শিরোপা ২০১৪ সালে ইন্ডিয়া টুডে গোষ্ঠির কাছ থেকে।ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো (এন.সি.আর.বি)-র তথ্য অনুযায়ী নারীদের বিরুদ্ধে অপরাধের ঘটনারপরিপ্রেক্ষিতে দেশের সবচেয়ে নিরাপদ শহর হল কলকাতা।

শহরের আইন-শৃঙ্খলা ব্যবস্থাকে আরো উন্নত করার জন্য নতুন নতুন থানা স্থাপন করা হয়েছে, জায়গায়জায়গায় বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা এবং ভিড় পরিচালনার জন্য ব্যবহার করা হচ্ছে ড্রোন।

মা, মাটি, মানুষের সরকারের কলকাতাকে রূপান্তরিত করার পিছনে গত সাড়ে চার বছরের কিছু সাফল্য:-

 কলকাতা পৌরসংস্থার সঙ্গে সামঞ্জস্য স্থাপনের জন্য ১৩২ বর্গ কিলোমিটার এলাকা ২০১১সালের ১লা সেপ্টেম্বর নিয়ে আসা হয় কলকাতা পুলিশের আওঁতায়।

‘সম্পর্ক’ এবং ‘সুকন্যা’ সহ ৩টি  প্রকল্প কলকাতা পুলিশের উদ্যোগে চালু করা হয়েছে যা থেকেস্থানীয় যুব সম্প্রদায় উপকৃত হচ্ছে এবং মেয়েরা শিখে নিতে পারছে আত্মরক্ষার নানা কৌশল।

কলকাতা সহ সকল জেলার  জন্য সংখ্যালঘু ভবন তৈরির কাজ চলছে দ্রুত সিঙ্গেল উইন্ডোপদ্ধতির মাধ্যমে।

পশ্চিমবঙ্গ প্রাণিসম্পদ উন্নয়ন কর্পোরেশন (WBLDC) ৪৮টি ন্যায্যমূল্যের মুরগীবিক্রয়কেন্দ্র চালাচ্ছে কলকাতা ও তার আশেপাশের অঞ্চলে এবং কলকাতা পুরসভা, পশ্চিমবঙ্গ পোল্ট্রিফেডারেশন, বেঙ্গল ডেইরি এবং সরকারী ডেইরি-র সহায়তায় আরো ৪৬টি কেন্দ্র ইতিমধ্যেই কাজ শুরু করেদিয়েছে।

স্বাস্থ্যকর মাংস খাদ্য হিসেবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য WBLDC তাদের ২০টি কেন্দ্রেস্বাস্থ্যকর মাংস প্রসেসিং ইউনিট চালু করেছে।

মোমিনপুরে পোশাক প্রস্তুতকার্যের প্রশিক্ষণের জন্য রেনল্ডস সঙ্গে সহযোগিতায় একটিপ্রশিক্ষণকেন্দ্র গড়ে তোলা হয়েছে।

গয়না প্রস্তুতকার্যের জন্য ASSOCHAM দ্বারা ৫ বছরের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ৫,০০০মানুষের জন্য।

ই-গভর্নেন্স মাধ্যমে কলকাতায় প্রতিষ্টিত করা হয়েছে সর্বক্ষণের বন্যা নিয়ন্ত্রণ কেন্দ্র এবংটোল-ফ্রি হেল্পলাইন নম্বর।

জয় হিন্দ (ধাপা) ও গার্ডেনরিচ জল সরবরাহ প্রকল্প কাজ করে চলেছে।

হুগলি নদীর পার উন্নয়নের কাজ কলকাতাকে আরো সুন্দর করে তুলেছে ,যার মধ্যে আছে মিলেনিয়ামপার্কের সৌন্দর্যায়ন প্রকল্পও।

বর্জ্যপদার্থের জন্য ৭৮টি আধুনিক কম্প্যাক্টর কেন্দ্র স্থাপন করা হয়েছে শহরের বিভিন্নস্থানে। পথচারী, দোকানদারসহ সর্বসাধারণের সুবিধার্থে ৩০০টি ট্র্যাশ বিন বসানো হয়েছে শহরেররাস্তাঘাটে।

 

Image source: Wikimapia

Hooghly: A model of development

The district of Hooghly has kept pace with the rest of West Bengal in developing on all aspects. The Trinamool Congress Government ensured that 88% of the people have access to government services.

 

 

 

Health and Family Welfare

  • 6 fair-price medicine shops – Hooghly District Hospital, Chandannagar, Arambagh and Serampore Sub-divisional Hospitals, Uttarpara State General Hospital and Jangipara Rural Hospital; as a result, 7.5 lakh people have got discounts to the tune of Rs 10.49 crore
    Dialysis, CT Scan, digital X-ray facilities at Hooghly District Hospital and dialysis unit at Arambagh Sub-divisional Hospital
  • Sick newborn care units (SNCU) at Hooghly District Hospital and Arambagh Sub-divisional Hospital
  • Sick newborn sensitisation units (SNSU) at 16 block-level hospitals, Serampore Sub-divisional Hospital and Uttarpara State General Hospital
  • Work going on for Arambagh and Sreerampur Multi Super-Speciality Hospitals
  • Critical care unit (CCU) and high-dependency unit (HDU) at Hooghly District Hospital and Arambagh Sub-divisional Hospital
  • 10-bedded primary healthcare centres in Malaypur, Tarahat, Rajyadharpur and Ramchandrapur

 

Education

  • New building of Singur Government College, Hooghly Institute of Technology
  • Industrial training institute (ITI) built in Purshura, polytechnic college in Arambagh
  • Women’s hostel of West Bengal Survey College
  • New library building of Netaji Mahavidyalaya
  • 1.85 lakh bicycles given to students under Sabuj Sathi Scheme
  • 17 primary schools and 282 upper primary schools built
  • 34 primary schools upgraded to upper primary, 103 secondary schools to higher secondary
  • Mid-day meals served in all government schools
  • Separate toilets for boys and girls built in all government schools

 

Agriculture, Land Reforms

  • Kisan Credit Cards given to 5.1 lakh families (almost 100%) dependent on agriculture
  • 25,000 farmers have hired, at fair prices, farming equipment from 20 Custom Hiring Centres
  • 5 1000 MT-warehouses built in Sheoraphuli
  • 7 Krishak Bazaars – Singur, Dhonekhali, Arambagh, Balagarh, Jangipara, Parshura, Chinsura-Mogra block
  • 6,000 farming families given patta under Nijo Griha Nijo Bhumi Scheme
  • Model village created in Balagarh block

 

Panchayat and Rural Development

  • 100 Days’ Work Scheme: Rs 1,486 crore spent to create 7.33 crore man-days
  • 3 lakh toilets built under Mission Nirmal Bangla
  • State Government facilitated the construction of 404 km under Grameen Sadak Yojana
  • State Government facilitated the construction of 61,000 houses under Indira Awaas Yojana

 

Minorities’ Development

  • 3.02 lakh students given scholarships worth Rs 49 crore
  • Loans worth Rs 14 crore given to youths for starting self-employment sctivities

 

Backward Classes and Adivasi Development

  • Almost 1 lakh students getting financial aid under Shikshashree Scheme
  • 1.9 lakh SC/ST/OBC certificates given out

 

Women and Child Welfare

  • More than 1.92 lakh girl students getting financial aid under Kanyashree Scheme
  • Under the Integrated Child Development Scheme (ICDS), 14,000 children from 0 to 6 years of age and 68,000 pregnant and lactating women getting nutritious diet

 

Food security

  • 36 lakh people in the district getting foodgrains at Rs 2 per kg

 

Industry

  • 14 micro, small and medium enterprise (MSME) clusters
  • Loans worth Rs 5,000 crore given for small-scale industries

 

PWD and Transport

  • Roads, bridges, etc. numbering 290 built in the last four-and-a-half years
  • Dankuni road overbridge and Kamarkundu overbridge over Howrah-Bardhaman cord line

 

Power

  • 100% rural electrification
  • Modernisation of unit number 5 of Bandel Thermal Power Station

 

Irrigation

  • 50 km of irrigation dams renovated
  • Concrete bridges built over Kunti River in Polba-Dadpur and Balagarh blocks

 

Public Health Engineering

  • 33 drinking water projects completed at a cost of Rs 81 crore

 

Tourism

  • Work for Sabuj Dweep Eco-Tourism Project in Balagarh block going on
  • First phase of renovation work of Hanseswari Temple and Gazi Zafar Khan Dargah under Bansberia Municipality completed

 

Labour

  • A total of 4.08 lakh people brought under State-Assisted Scheme of Provident Fund for Unorganised Workers (SASPFUW), Building and Other Construction Workers Welfare Act (BOCWA) and West Bengal Transport Workers’ Social Security Scheme (WBTWSSS)
  • More than 6,500 youth getting monetary benefits under Yuvashree Scheme

 

Self-Help Groups

  • 7,500 self-help groups set up under Anandadhara Scheme
  • 6,000 projects sanctioned and Rs 47,000 crore given as grants under Swami Vivekananda Swanirbhar Karmasuchi Prakalpa
    11 Karma Tirtha set up

 

Urban Development

  • Furfurasharif Development Authority set up
  • Rs 400 crore worth developmental projects completed in the 13 municipalities in the district
  • 24,000 dwellings constructed for the urban poor

 

Information and Broadcasting

  • 2,500 folk artistes getting retainer fees and pensions

 

Housing

  • 7,000 dwellings for economically disadvantaged built under Gitanjali and other schemes

 

Youth Affairs and Sports

  • Rs 1.1 crore granted for the construction of 55 multi-gym centres

 

Police

  • Arambagh Chinsurah and Serampore Women Police Stations set up

 

Thus we see how, over the years of Trinamool Congress rule, Hooghly has progressed like never before. A lot of projects have been accomplished, and a lot more have been sanctioned.

 

হুগলী জেলায় উন্নয়ন- এক নজরে

 

রাজ্য ও অন্যান্য জেলার সঙ্গে তাল মিলিয়ে বিগত সাড়ে চার বছর সময়কালে অভূতপূর্ব উন্নয়ন ঘটেছে এই হুগলী জেলায়। এই জেলায় বিগত সাড়ে চার বছরে ৮৮ শতাংশ মানুষের কাছে বিভিন্ন সরকারী প্রকল্পের সুুবিধা পৌঁছে দেওয়া গেছে।

 

স্বাস্থ্য ও পরিবার কল্যান

  • জেলায় ৬টি ন্যায্যমূল্যের ঔষধের দোকান (ঊতভক্ষ ঙক্ষভদন খনধভদভশন জবষস) চালু হয়ে গেছে। এগুলি চালু হয়েছে – হুগলী জেলা সদর হাসপাতাল, চন্দননগর মহকুমা হাসপাতাল, আরামবাগ মহকুমা হাসপাতাল, শ্রীরামপুর মহকুমা হাসপাতাল, উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতাল ও জাঙ্গিপাড়া গ্রামীন হাসপাতালেজেলার এই সকল ন্যায্য মূল্যের ওষুধের দোকান থেকে ওষুধ কেনার ফলে প্রায় সাড়ে ৭ লক্ষ মানুষ ১০ কোটি ৪৯ লক্ষ টাকার ছাড় পেয়েছেন।
  • হুগলী জেলা সদর হাসপাতালে ডায়ালিসিস ইউনিট, সি.টি. স্ক্যান, ডিজিটাল এক্স-রে ও আরামবাগ মহকুমা হাসপাতালে ডায়ালিসিস ইউনিট চালু হয়ে গেছে।
  • হুগলী জেলার জেলা সদর হাসপাতাল ও আরামবাগ মহকুমা হাসপাতালে জগইঞ চালু হয়ে গেছে। এছাড়া চন্দননগর মহকুমা হাসপাতালে জগইঞ নির্মাণের কাজ চলছে।
  • শ্রীরামপুর মহকুমা হাসপাতালে জগইঞ মালটিস্পেশালিটি হাসপাতালের অর্ন্তভূক্ত করা হয়েছে।
  • জেলার মোট ১৮টি হাসপাতালে – ১৬টি ব্লক হাসপাতাল ও শ্রীরামপুর মহকুমা হাসপাতাল ও উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে জগজঞ বর্তমানে চালু হয়ে গেছে।
  • আরামবাগ ও শ্রীরামপুরে মালটি সুুপার স্পেশালিটি হাসপাতালের নির্মাণ কাজ দ্রুত গতিতে চলছে। প্রকল্প গুলির ব্যায় বরাদ্দ ৫২ কোটি টাকা হারে মোট ১০৪ কোটি টাকা।
  • বর্তমানে হুগলী জেলা সদর হাসপাতাল ও আরামবাগ মহকুমা হাসপাতালে ইইঞ ও এঈঞ চালু হয়ে গেছে।
  • প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত ১০ শয্যা বিশিষ্ট মলয়পুর, তারাহাট, রাজ্যধরপুর ও রামচন্দ্রপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ভবনের উদ্বোধন করা হয়েছে।

 

শিক্ষা

  • সিঙ্গুরের সরকারি ডিগ্রী কলেজে পঠন পাঠন শুরু হয়েছে ও প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে এর নতুন ভবনের স্থাপন করা হয়েছে।
  • প্রায় সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে হুগলী কারিগরী প্রতিষ্ঠান (এ.ঐ.ঝ.)-এর শিক্ষায়তনের নতুন ভবনের স্থাপন করা হয়েছে।
  • পুরশুড়াতে আইটি আই তৈরির কাজ শেষ হয়েছে। পান্ডুয়া ও জাঙ্গীপাড়ায় আইটি আই তৈরীর কাজ চলছে, নির্মাণের কাজ আগামী মে মাসের মধ্যে সমাপ্ত হবে।
  • আরামবাগে পলিটেকনিক তৈরির কাজ চলছে, নির্মাণের কাজ আগামী মে মাসের মধ্যে সমাপ্ত হবে।
  • ব্যান্ডেলে ১ কোটি টাকা ব্যয়ে নির্মিত পশ্চিমবঙ্গ সার্ভে কলেজর ৬০ শয্যা বিশিষ্ট ছাত্রী নিবাসের স্থাপন করা হয়েছে।
  • আরামবাগে ৫১ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত নেতাজী মহাবিদ্যালয়ের নুতন লাইব্রেরী বিল্ডিং স্থাপন করা হয়েছে।
  • এই জেলায় প্রায় ১ লক্ষ ৮৫ হাজার ছাত্র-ছাত্রীকে সবুজসাথী প্রকল্পে সাইকেল প্রদান করা হচ্ছে।
  • বিগত সাড়ে ৪ বছরে জেলায় নতুন ১৭টি প্রাথমিক বিদ্যালয় ও ২৪১টি উচ্চ প্রাথমিক বিদ্যালয় গড়ে তোলা হয়েছে।
  • পাশাপাশি ৩৪টি প্রাথমিক বিদ্যালয়কে উচ্চ প্রাথমিক বিদ্যালয় স্তরে এবং ১০৩টি মাধ্যমিক বিদ্যালয়কে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় স্তরে উন্নীত করা হয়েছে।
  • সব স্কুলে মিড-ডে মিল চলছে যার ফলে পুষ্টি এবং উপস্থিতির হার বেড়েছে এবং স্কুল ছুট ছাত্রের সংখ্যা কমেছে।
  • প্রতিটি বিদ্যালয়ে ছেলে ও মেয়েদের জন্যে পৃথক শৌচাগার নির্মিত হয়েছে।

 

কৃষি, ভূমি সংস্কার, মৎস্য ও পশুপালন

  • জেলার প্রায় ৫ লক্ষ ১০ হাজার (প্রায় ১০০%) কৃষক পরিবারকে কিষাণ ক্রেডিট কার্ড প্রদান করা হয়েছে।
  • সুুলভমূেল্েয কৃষি যন্ত্রপাতি ভাড়া নেওয়ার প্রকল্প জ্ঞকাষ্টম হায়ারিং েেসন্টারঞ্চ এর মাধ্যমে ২০টি সেন্টার থেকে ১৫ হাজার কৃষক উপকৃত হেেয়ছেন।
  • প্রায় সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে শেওড়াফুলি নিয়ন্ত্রিত বাজার চত্বরে নির্মিত ৫টি ১০০০ মেট্রিক টন ক্ষমতা সম্পন্ন গুদামঘরের উদ্বোধন করা হেেয়ছে।
  • ৭টি কৃষক বাজার নির্মান করা হয়েছে।
  • এই জেলার ৬ হাজারেরও বেশি পরিবারকে জ্ঞনিজ গৃহ নিজ ভূমিঞ্চ পা-া দেওয়া হয়েছে।
  • সম্প্রতি বলাগড় ব্লকের ওলাঞ্চ মৌজায় নিজগৃহ নিজভূমি প্রকল্পে পা-া প্রাপ্ত ২৪টি উপভোক্তা পরিবারকে ১.১৮ একর জমিতে সরকারী উদ্যোগে গৃহ নির্মাণ করে দিয়ে ও বিভিন্ন সুুবিধা প্রদানকে একত্রীকরণ করে একটি আদর্শ গ্রাম হিসাবে গড়ে তোলা হয়েছে।
  • এই জেলায় মাছ চাষ ও মৎস্য বিক্রেতাদের স্বাস্থ্যসম্মত তাপনিরোধক বাক্স ইত্যাদি বিতরণ প্রকল্প গ্রহণের ফলে প্রচুর মৎস্যজীবি এবং তাঁদের পরিবার উপকৃত হয়েছেন।
  • জেলায় প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তর বিগত সাড়ে চার বছরে প্রায় ১১ লক্ষ হাঁস ও মুরগীর বাচ্চা, বিভিন্ন স্বনির্ভর দলের মধ্যে বিতরণ করেছে।

 

পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন

  • বিগত সাড়ে চার বছরে ১০০ দিনের কাজে প্রায় ১৪৮৬ কোটি টাকা ব্যয় করে ৭ কোটি ৩৩ লক্ষ শ্রম দিবস সৃষ্টি হয়েছে। ২০১৬ সালের মে মাসের মধ্যে বিভিন্ন চালু প্রকল্প রূপায়ণের মাধ্যমে আরও অতিরিক্ত প্রায় ৪৩২ কোটি টাকা খরচ হবে।
  • গ্রামীণ সড়ক যোজনায় ৪০৪ কিমি রাস্তা নির্মিত হয়ে গেছে। আরও প্রায় ৫২ কিমি রাস্তা আগামী মে মাসের মধ্যে শেষ হয়ে যাবে।
  • গত সাড়ে ৪ বছরে জেলায় প্রায় ৬১ হাজার ইন্দিরা আবাসন ঘর করা হয়েছে। আগামী মে মাসের মধ্যে আরও ৪ হাজারেরও বেশি ঘর নির্মিত হয়ে যাবে।
  • জেলায় মিশন নির্মল বাংলা প্রকল্পে প্রায় ৩ লক্ষ শৌচালয় নির্মাণ সম্পূর্ণ হয়েছে। সারা দেশের পারিবারিক শৌচাগার নির্মাণের ক্ষেত্রে অগ্রগণ্য প্রথম চারটি জেলার মধ্যে অন্যতম হল হুগলী জেলা। ২০১২ সালের বেসলাইন সার্ভে অনুযায়ী পারিবারিক শৌচাগার নির্মাণের ক্ষেত্রে এই জেলা লক্ষ্যমাত্রা অর্জনে সাফল্য লাভ করেছে। এছাড়াও সম্পূর্ণ ভাবে জেলাকে নির্মল জেলা হিসাবে ঘোষনা করার লক্ষ্যে বাড়ি বাড়ি সার্ভে করে শৌচাগার বিহীন বাড়ির সংখ্যা নিরূপনের কাজ চলছে।

 

সংখ্যালঘু উন্নয়ন

  • বিগত সাড়ে ৪ বছরে, প্রায় ৩ লক্ষ ২ হাজার সংখ্যালঘু ছাত্র-ছাত্রীকে প্রায় ৪৯ কোটি টাকা স্কলারশিপ প্রদান করা হয়েছে। আরও প্রায় ৭৫ হাজার ছাত্রছাত্রী আগামী মে মাসের মধ্যে স্কলারশিপ পেতে চলেছে।
  • এছাড়া স্বনির্ভরতার জন্য সংখ্যালঘু যুবক-যুবতীদের প্রায় ১৪ কোটি টাকা ঋণ প্রদান করা হয়েছে। আরও প্রায় সাড়ে ৪ কোটি টাকা ঋণ প্রদান করা হবে আগামী মে মাসের মধ্যে।
  • জাঙ্গীপাড়া ব্লকের জাঙ্গীপাড়া, রাধানগর ও ফুরফুরা গ্রাম পঞ্চায়েত এবং চন্ডীতলা-১ ব্লকের শিয়াখালা গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত হয়েছে জ্ঞফুরফুরা শরিফ উন্নয়ণ সংস্থাঞ্চ, সংস্থার প্রথম মিটিংএ ১৭টি প্রকল্প রূপায়ণের জন্যে সাড়ে ১০ কোটি টাকা ইতিমধ্যেই আমরা অনুমোদন করেছি এবং ৫ কোটি টাকা বরাদ্দ করেছি।

 

অনগ্রসর কল্যান ও আদিবাসী উন্নয়ন

  • প্রায় ১ লক্ষ ছাত্র-ছাত্রী জ্ঞশিক্ষাশ্রীঞ্চ প্রকল্পে সহায়তা পাচ্ছে। আরও প্রায় ৫৯ হাজার ছাত্র-ছাত্রী আগামী মে মাসের মধ্যে প্রকল্পের আওতাভূক্ত হতে চলেছে।
    বিগত সাড়ে ৪ বছরে প্রায় ১ লক্ষ ৯০ হাজার জই/জঝ/ঘআই ইনক্ষঢ়ভপভদতঢ়ন প্রদান করা হয়েছে।

 

নারী ও শিশু উন্নয়ন

  • জেলায় ১ লক্ষ ৯২ হাজারেরও বেশি ছাত্রী কন্যাশ্রীর আওতায় এসেছে।
  • আই.সি.ডি.এস.-এর মাধ্যমে এই জেলায় ২০১৪-১৫ আর্থিক বছরে ৩ লক্ষ ১৪ হাজার জন ০-৬ বছরের শিশু, ৬৮ হাজার জন গর্ভবতী ও প্রসুুতি মাকে পরিপুরক পুষ্টি প্রদান করা হয়েছে এবং ১ লক্ষ ৪৭ হাজার জন শিশুকে প্রাক প্রাথমিক শিক্ষার আঙিনায় আনা হয়েছে। অপুষ্টি রুখতে তারকেশ্বর আই.সি.ডি.এস. প্রোজেক্টে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অন্যান্য প্রকল্পগুলিতে তা রূপায়ন করা হচ্ছে।

 

খাদ্য সুুরক্ষা কর্মসূচী- খাদ্য সাথী

  • আমরা রাজ্যের মানুষের জন্যে খাদ্যের যোগান সুুনিশ্চিত করেছি। রাজ্যের ৮ কোটিরও বেশি মানুষ ২ টাকা কেজি দরে খাদ্যশস্য পাচ্ছেন। এবং আরও ৫০ লক্ষ মানুষ বাজার দরের অর্দ্ধেক দামে খাদ্যশস্য পাচ্ছেন ।
  • খাদ্য শস্যের যোগান সুুনিশ্চিত করতে আমরা কৃষকদের থেকে খভশভলয়ল জয়সসষক্ষঢ় ঙক্ষভদন (খজঙ) এর চেয়ে বেশি দামে খাদ্য শস্য ক্রয় করছি। এতে আমাদের কৃষকরাও বিশেষভাবে উপকৃত হচ্ছেন,তাঁরা ফসলের উপযুক্ত দাম পাচ্ছেন। রাজ্যের ব্লকে ব্লকে কৃষকদের থেকে ধান্য ক্রয় কেন্দ্রের মাধ্যমে সরাসরি ধান কেনা ও চেকের মাধ্যমে দাম মেটানোর কাজ চলছে।
  • জেলায় প্রায় ৩৬ লক্ষ মানুষ ২/- টাকা কেজি দরে খাদ্যশস্য পাচ্ছেন।

 

শিল্প

  • জেলায় ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগের ১৪টি ক্লাস্টার গড়ে তোলা হয়েছে। এর ফলে প্রচুর মানুষের কর্মসংস্থান সুুনিশ্চিত করা গেছে।
  • ক্ষুদ্র শিল্পের ক্ষেত্রে বিগত সাড়ে চার বছরে এই জেলায় ৫ হাজার কোটি টাকার বেশি ব্যাঙ্ক ঋণ প্রদান করা হয়েছে, আগামী বছর মে মাসের মধ্যে আরও অতিরিক্ত ১৪০ কোটি ব্যাঙ্ক ঋণ দেওয়া হবে।

 

পূর্ত ও পরিবহন

  • বিগত সাড়ে চার বছরে এই জেলায় পূর্ত দপ্তর ২৯০টি রাস্তাঘাট, ব্রীজ ইত্যাদি প্রকল্প রূপায়ণের কাজ হাতে নিয়েছে, যার মধ্যে ২৩৮টি প্রকল্পের কাজ প্রায় ৫২৭ কোটি টাকা ব্যয়ে ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে। এর ফলে প্রায় ২৫ লক্ষ মানুষ উপকৃত হচ্ছেন। বাকি প্রকল্পের কাজ আগামী মে মাসের মধ্যে সমাপ্ত হবে।
  • জেলার সড়ক ব্যবস্থা উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। জেলায় বিগত সাড়ে চার বছরে ৮৭০ কিমি রাস্তা নির্মান/পুর্ননির্মান/সম্প্রসারণ ও উন্নীতকরণের কাজ সম্পন্ন হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল আরামবাগ-গৌড়হাটি বন্দর রাস্তা প্রভৃতি।
  • প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে ডানকুনি ছঘআ-এর কাজ সম্পন্ন হয়েছে।
  • প্রায় ১৭ কোটি টাকা ব্যয় করে দ্বারবাসিনি সানিহাটি রাস্তা, পোলবা কেশোয়ারা রাস্তা,বাঁধপুর ইছাপাসারা রাস্তা ও জনাই -বাকসা -কৃষ্ণরামপুর রাস্তার প্রশস্তিকরণ ও দৃঢ়ীকরণের কাজ সম্পন্ন করা হয়েছে।
  • জি.টি. রোডের এবং রাজ্য সড়ক নং-১৩ এর উন্নতিকরন কাজ সম্পন্ন করা হয়েছে।
  • বৈদ্যবাটী তারকেশ্বর চাঁপাডাঙা রাস্তার দৃঢ়ীকরণের কাজ সম্পন্ন হয়েছে।
    হাওড়া বর্ধমান কর্ড রেললাইনের উপর কামারকুন্ডু উড়ালপুল নির্মান প্রকল্পের কাজ চলছে।
    গোঘাট-২ নং ব্লকে দ্বারকেশ্বর নদীর উপরে আর.আই.ডি.এফ (ছ.ঐ.ঈ.ঊ-ডট) প্রকল্পে হুগলী জেলাপরিষদ কতৃক নির্মিত হয়েছে পুন্ডহিত সেতু। প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটির দৈর্ঘ্য ৩৫০ মিটার। হুগলী জেলার পুন্ডহিত এবং বর্ধমান জেলার উচালনের মধ্যে নির্মিত সেতুটি ছিল উভয় জেলার মানুষের দীর্ঘদিনের দাবী। সেতুটি নির্মানের ফলে একইসঙ্গে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া,বর্ধমান ও হুগলী জেলার বিস্তীর্ন অঞ্চলের প্রায় ১০ লক্ষ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উপকৃত হয়েছেন। এই সেতু বরাবর বর্ধমানের দূরত্ব ২৫ কি.মি. কমে গেছে।

 

বিদ্যৎ ও অচিরাচরিত শক্তি

  • সমগ্র হুগলী জেলায় জ্ঞসবার ঘরে আলোঞ্চ প্রকল্পে ১০০% গ্রামীণ বৈদ্যুতিকরণের কাজ ২০১৬, মার্চ মাসের মধ্যে সম্পন্ন হবে।
  • ব্যান্ডেল তাপবিদ্যুৎ কেন্দ্রের ৫ নং ইউনিট এর পুর্ননবীকরণ ও আধুনিকীকরণ কাজ সম্পন্ন হয়েছে। এর ফলে প্লান্টের বর্তমানের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ১২০ মেগওয়াট থেকে বৃদ্ধি পেয়ে হয়েছে ২১৫ মেগওয়াট। উন্নত প্রযুক্তির প্রয়োগে কর্মক্ষমতার মেয়াদ বৃদ্ধি পেয়েছে ২৫ বছর। ভারতে এই প্রথম তাপবিদ্যুৎ কেন্দ্রের পুরনো প্লান্ট ইউনিট বজায় রেখে, ইউনিট এর পুর্ননবীকরণ ও আধুনিকীকরণের কাজ সম্পন্ন হল।

 

সেচ

  • প্রায় ৫০ কিমি দৈর্ঘ্যের বাঁধ সংরক্ষণের কাজ সম্পন্ন হয়েছে।
  • এই জেলায় প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে পোলবা-দাদপুর ব্লকে কুন্তী নদীর উপর ধূমায় কংক্রীট ব্রীজ, বলাগড় ব্লকের দক্ষিণ গোপালপুর মৌজায় কুন্তী নদীর উপর কংক্রীট ব্রীজ নির্মাণের কাজ সুুসম্পন্ন হয়েছে।
  • তারকেশ্বর ব্লকের নছিপুরে দামোদর নদের ১ কিমি দৈর্ঘ্যের ভাঙন প্রতিরোধের কাজ শুরু করা হয়েছে।

 

জনস্বাস্থ্য কারিগরী

  • বিগত সাড়ে চার বছরে ৬৮টি জলপ্রকল্পের কাজ শুরু হয়েছে, এর মধ্যে ৮১ কোটি টাকা ব্যয়ে ৩৩টির কাজ সমাপ্ত হয়েছে। এর ফলে জেলার প্রায় ৩ লক্ষ মানুষ উপকৃত হচ্ছেন। আরও ১৫টি জলপ্রকল্পের কাজ আগামী মে মাসের মধ্যে সমাপ্ত হবে।

 

পর্যটন

  • বলাগড়ে সবুজদ্বীপ ইকো টুরিজম প্রকল্পে রাজ্যসরকার পি. পি. পি. মডেলে কাজ করছে। রাজ্য পর্যটন দপ্তরের অর্থানুকূল্যে এরমধ্যেই ঠআঝঈই দুটি কাঠের জেটি, হুগলি জেলা পরিষদ এর রাস্তা সংস্কার, ঙএউ র পানীয় জলের ব্যবস্থা এবং ঠআজউঈইক দ্বীপে বিদ্যুৎ সংযোগের কাজ দ্রুত রূপায়িত হচ্ছে।
  • এছাড়া চন্দননগর স্ট্যান্ডের সৌন্দর্যায়নের জন্য পর্যটন দপ্তর থেকে ১ কোটি ২০ লক্ষ টাকা অনুমোদন করা হয়েছে। ফুটপাত সংস্কারের কাজ বাদ দিয়ে বাকী সব কাজ এরমধ্যেই সম্পন্ন হয়েছে।
  • বাঁশবেড়িয়া পৌরসভার হংসেশ্বরী মন্দির এবং গাজীজাফর খান দরগা সংস্কারের জন্য প্রথম দফার সব কাজ এরমধ্যেই সম্পন্ন হয়েছে।
  • জাঙ্গীপাড়া ব্লকের আঁটপুরে মৎস্য বিভাগের একটি জলাশয়কে ঘিরে ছয়টি কটেজ, তৎসহ ডাইনিং হল এবং অন্যান্য পরিকাঠামো নির্মান কাজ এরমধ্যেই সম্পন্ন হয়েছে।

 

শ্রম

  • জঅজঙঊঞঠ (জঢ়তঢ়ন-অড়ড়ভড়ঢ়নধ জদবনলন ষপ ঙক্ষষৎভধনশঢ় ঊয়শধ পষক্ষ ঞশষক্ষফতশভড়নধ ঠষক্ষযনক্ষড়) প্রকল্পে অদ্যাবধি প্রায় ৩ লক্ষ ৩৭ হাজার অসংগঠিত কর্মী নথিভুক্ত হয়েছেন।
  • আঘইঠঅ প্রকল্পে এখনও পর্যন্ত প্রায় ৬৪ হাজার নির্মান কর্মী নথিভুক্ত হয়েছেন।
  • অনুরূপভাবে, ঠআঝঠজজজ (ঠনড়ঢ় আনশফতর ঝক্ষতশড়সষক্ষঢ় ঠষক্ষযনক্ষড়ঞ্চ জষদভতর জনদয়ক্ষভঢ়ঁ জদবনলন) প্রকল্পে সাড়ে ৭ হাজারেরও বেশি পরিবহন কর্মী নথিভুক্ত হয়েছেন।
  • জ্ঞযুবশ্রীঞ্চ প্রকল্পে সাড়ে ৬ হাজারেরও বেশি যুবক-যুবতী উৎসাহ ভাতা পাচ্ছেন।

 

স্বনির্ভর দল ও স্বনিযুক্তি কর্মসূচী

  • আনন্দধারা প্রকল্পে প্রায় সাড়ে ৭ হাজার স্বনির্ভর দল গঠিত হয়েছে, আগামী মে মাসের মধ্যে আরও প্রায় ৪ হাজার স্বনির্ভর দল গঠিত হতে চলেছে।
  • বিগত সাড়ে চার বছরে স্বামী বিবেকান্দ স্বনির্ভর কর্মসূচী প্রকল্পে সাড়ে ৬ হাজারেরও বেশি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে এবং ৪৭ কোটির বেশি টাকা অনুদান প্রদান করা হয়েছে।
  • জেলায় বিভিন্ন দপ্তরের মোট ১১টি কর্মতীর্থ নির্মাণের কাজ শুরু হয়েছিল, যার মধ্যে ইতিমধ্যেই ৩টির কাজ সমাপ্ত হয়েছে, বাকী গুলির কাজ চলছে।

 

পুর ও নগরোন্নয়ন

  • এই সময়কালের মধ্যে ফুরফুরাশরিফ ঈনৎনরষসলনশঢ় অয়ঢ়বষক্ষভঢ়ঁ (২০১৫) গড়ে উঠেছে।
  • হুগলী জেলায় ১৩টি মিউনিসিপ্যালিটি বিগত সাড়ে চার বছরে প্রায় ৪০০ কোটি টাকার ও বেশি পরিকল্পনা খাতে ব্যয় করেছে। শহরাঞ্চলে গরীবদের জন্যে প্রায় ২৪ হাজার বাসস্থান নির্মিত হয়েছে।

 

তথ্য ও সংস্কৃতি

  • বর্তমানে হুগলী জেলায় প্রায় আড়াই হাজার লোকশিল্পী রিটেনার ফি ও পেনশন পাচ্ছেন। আরও প্রায় ৪৫০ লোকশিল্পী রিটেনার ফি ও পেনশন পেতে চলেছেন।

 

আবাসন

  • জেলায় আর্থিক ভাবে দুর্বল মানুষদের জন্যে গীতাঞ্জলী ও অন্যান্য প্রকল্পে প্রায় সাড়ে ৭ হাজার বাসস্থান নির্মিত হচ্ছে, এর মধ্যে সাড়ে ৪ হাজার বাসস্থান নির্মিত হয়ে গেছে। বাকী বাসস্থান আগামী মে মাসের মধ্যে সম্পন্ন হবে।

 

ক্রীড়া ও যুব কল্যান

  • হুগলী জেলায় চুঁচুড়া উতড়ঢ়নক্ষশ ঋক্ষষয়শধ-এর সংস্কার, উদয়নী ব্যায়াম সমিতিতে সুুইমিং পুল নির্মাণের কাজ সমাপ্ত হয়েছে।
  • ক্রীড়ার মান উন্নয়নে বিগত দু বছরে ক্রীড়া দপ্তর জেলায় মোট ৮২২টি ক্লাবকে অর্থ সাহায্য কেেরেেছ।
  • জেলায় ৫৫টি মাল্টি জিম সেন্টার গড়ে তুলতে ১ কোটি ১০ লক্ষ টাকা প্রদান করা হয়েছে।

 

স্বরাষ্ট্র

  • জেলায় নতুন নতুন থানা হিসাবে আরামবাগ মহিলা থানা, চুঁচুড়া মহিলা থানা ও শ্রীরামপুর মহিলা থানা স্থাপন করা হয়েছে।

 

 

In conversation with Dr. Amit Mitra

You’ve been campaigning for a month now, so how has the response been from the people?

Dr Mitra: I think the response is quite amazing. Why? Because we have touched the lives of people in the real sense of the term. So there’s a road that is being constructed in front of their homes and you’ve touched them. Water system has been put in place, drinking water in particular. Schools have been upgraded. A girls’ school in Mahishpota, a remote village, has been not only upgraded, it is doing now a science curriculum because we have put in place a science laboratory for the girls and they’ve done outstanding results this year. This is known by the local people in the village because it is their children who go there. The other day I was walking in this heat in another remote village, when eight girls came up to me with flowers and garlands. I asked them about what was on and they said that all eight of them have got Rs 25,000 each under ‘Kanyashree’, and one of the mothers piped up and said that as mothers they had decided that they would keep this money for the education of the girls and would not touch it otherwise. So the key point in this election is – have you touched the lives of the people in terms of development? And in this respect, we have done vast amount of development.

Khardah is a constituency where we have done hundred crore rupees worth of social and physical infrastructure projects, which has touched the lives of the people. So I would say that the response is coming from hard facts, not from promises. And under Mamata Banerjee’s leadership what we have done at the state level is known to the people. They know that Jangalmahal is now smiling because the Maoists have run away, because of development. They know that Darjeeling has been visited by the honourable Chief Minister 55 times and now Darjeeling is attracting tourists. So the point is not only in Khardah, but they see development all around. Roads with specialised mastic asphalt, have never been seen in the state before anywhere outside Kolkata. Khardah has 10 mastic asphalt roads now. What is interesting to me is that drivers of ‘toto’ (the battery-driven vehicles) came to me and said ‘thank you’. When I asked them the reason, they said “We were spending Rs 2,500 a month in repairs of spring and suspension. Today the spending is zero because of the improved roads. The cycle-rickshaw-wallas have come in and congratulated the party for having built these roads – never done in 24 years of Asim Dasgupta’s MLA-ship or 34 years of the Left Front rule. And yet, they gave us 2 lakh crore rupees of debt! What did they do with the money? Some day history will tell us where that money went and who pocketed that money. So the key point is development.

The second reason why people are coming out in large numbers to vote for us is that the previous period was one of, what we call in Bengali as ‘sontrash’ (or terror) – complete anarchy and fascist process of governance. We have given them self-respect. As I walk into the villages, men and women come upto me and tell me “Can you not build this drain for us? Can you not put up an embankment on the pond that we have in the village?” They have the right to say this on my face, which never existed during the Left Front rule because there was complete terror everywhere. So there are two reasons why they are coming out today. One – development. And two – democratic rights and self-worth.

 

Continuing from there what is planned for your constituency in the next five years?

Dr Mitra: I think there are two or three things we have done which we want to build on. One – There was no electric furnace for crematorium; we’ve done it. What we’ve not been able to do, plans are on for them which will be materialised if I am blessed with representing this constituency for the next five years, I would do a flyover over the railway crossing. For that the railways and the PWD have already finished the survey. I think the key is that the people are looking forward to this flyover over the railways because there is a huge bottle-neck there.

The second thing I would like to do is to see if we can build a girls’ college in Khardah, for which unfortunately land was not available before. In the next five years we have to try and get some government land wherever available, to build this girls’ college because that’s a big demand of the people. 70% people have now got drinking water in the villages from zero. We will take it to 100% and more in terms of capacity. So these are three objectives that we will immediately start with the day I get re-elected.

 

The Union Finance Minister has recently said that on the mainland all the states have turned revenue-surplus except for the Leftist states of Kerala and West Bengal. What are your views on this?

Dr Mitra: I see that he is totally confused and for the last five years he seems out of touch. Rs 21,000 crore is what he received as revenues in 2010-11. That has gone up to Rs. 42,000 crore in the last reckoning or double in five years. This is a record in India. No state has ever been able to double its revenue. Because of massive e-governance, for which the Central Government has given us awards, this was possible. The Union Finance Minister knows that. So the point is we have even lowered the debt-GDP ratio because though the debt is immensely high, the GDP has grown so fabulously. The debt-GDP ratio was earlier 44% and it has come down to 33% now. Though we have still the highest debt-GDP ratio in the country because of the 2 lakh crore rupees of debt that was gifted by the Left, I think the Finance Minister ought to reflect on whether he should speak at all on this further.

 

Bengal is growing at 10%. How do you convey the significance of these numbers to the electorate?

Dr Mitra: Bengal is growing according to the last reckoning, in terms of GVA converted to GSDP. It is growing at 12.02%. Now what that means is, if you go to a market in Khardah, you will not get a place to stand properly because the market is so busy. That means people have earnings that they can spend, arising out of the GDP growth. And the minute they spend, fortunately the state gets revenue, gets VAT. So the cycle of GDP growth, purchasing power, tax payment and betterment of the lives of the people are all inter-connected. I am delighted that Bengal has grown in such phenomenal numbers – from 7.3% in India to 12.02% here. This is an indication of the thriving purchasing power of the consumers which you will see in any market that you go to, from the remotest areas of Bengal to the big cities of Bengal. Purchasing power means power to the people and the intention to vote us back in power.

 

You have said that Bengal may be a little crowded in terms of actual investments by 2021. Can you explain that?

Dr Mitra: This was not said by me but it was said to me by an industrialist, with whom I toured Pakistan some 15 years ago and had no contact with further. He called me up one day and said that he would invest in Bengal immediately and was sending his team for this. He has a cement business with a Rs 7,000 crore turnover. When I asked him on why suddenly he had woken up, he said that the buzz in his community of entrepreneurs is that if you don’t go to Bengal now, the competition will be so stiff two or three years later that it will be too crowded. So that is the reason he felt that he needed come right now. So he sent his team here, they bought land in our industrial park and I am expecting the construction process to start and machines to arrive any time now. It is he who said that if I don’t come here now, it may be a little too crowded later.

 

How do you measure the achievements of the Trinamool government in the last five years?

Dr Mitra: I think the only measure of Trinamool government is the aggregate statistics which speaks for itself – doubling of taxes, GDP growth, etc. A very important measure is asset-creating capital expenditure. Do you know that when we came to power, the growth of capital expenditure in 2010-11 in the budget was negative 26%? This is a record in the negative zone for all of India, that capital expenditure shrinks. We reversed it and we have grown it by six times. The capital expenditure of Bengal has grown from Rs 2,200 crore to more than Rs 13,300 crore, which is a growth of six times. That you are creating assets – schools, colleges, roads, hospitals and other things, is the ultimate test of development.

 

What is the going to be focus of the government after getting re-elected?

Dr Mitra: I think the focus of the government is to look at the entire spectrum of development that is taking place, and pick from that, social infrastructure, physical infrastructure, provision for other services and further reforms of governance. We have done one of the best reforms by governments in India for which we received the highest award from the Central government for e-taxation. We’ve got the highest award from the Central government for e-based governance for ‘Kanyashree’. We got 12 awards, 6 of which are from the Central government. As soon as we come back to office, Mamata Banerjee will look at what are the other things that we can do which will further deepen this process of development. The government is mandated to provide social infrastructure. The government will contribute in areas where there will be market failure. The government is expected to produce schools, colleges, universities wherever the private sector is not forthcoming. All of that has to be deepened.

The industry has to further deepen itself in Bengal. Already you have the largest cement company inflow in Bengal. In Salboni, you have the Dalmia India Cement, inaugurated by the honourable Chief Minister. You have the Emami who is building a new plant of Rs 700 crore during our regime. The Jindals are building a Rs 700 crore cement plant. And now the fourth cement company, Shree Cement, has expressed interest. Like this you have clusters of manufacturing. Today the largest investment made in Bengal is by Matix in fertilizers, with over a billion US dollars or Rs 6,500 crore. Now they want to expand into coal gasification to expand their plant. We have coal-bed methane which no other state has. Rs 2,000 crore of investment by one company and another similar investment by another company are coming up for this. Very interestingly, Tata Metallics wants to expand and has asked for 300 acres more of land which we are happy to provide in our industrial park. Tata Consultancy Services is building a 40 acre campus with 20,000 additional IT professionals. Similarly Cognizant has already finished constructions now and they are recruiting 5,000 additional professionals. All this development of industry and IT will have to be pushed forward in the next phase, so that Bengal becomes a competitive state, competitive to Maharashtra, Gujarat, Tamil Nadu and others in the next 5 years.

 

What is your approach to make the state more financially sound, given the big debt burden that you are carrying?

Dr Mitra: I think first of all one has to understand that India could give 10 billion dollars to Greece to restructure its debt but will not give even 1 rupee to Bengal to get it out of the debt trap. Despite of all of that, for 5 years we have continued to function, bringing in development at the highest pace possible. I think what is required is that the Central government must follow the 14th Finance Commission’s recommendations of debt restructuring. Then Bengal will move further forward. If it doesn’t, we will continue on our path that we are on today – lowering debt-GDP ratio, increasing tax-GDP revenue in every way, to make the state fiscally more sound.

 

Final question – It’s quite hot, so what are you doing to stay fit?

Dr Mitra: I stay fit by drinking fluids upto 3 litres a day and that includes electral and nimbupani. That’s the only way to bring all the minerals that go out of your body through perspiration, back into your system. And I am fighting fit!

 

North 24 Parganas: On a growth track

The district of North 24 Parganas has faced unprecedented development in the last four and a half years.

Eighty-six per cent of the people have benefited from numerous government schemes introduced in the district.

 

 

Administration

  • Women Police Stations have been established in Bidhannagar, Barrackpore, Barasat
  • Police stations have also been established in Madhyamgram, Duttapukur, Shashon and New Barrackpore

 

Health and Family Welfare

  • 4 sick newborn care units (SNCUs) established in Bongaon, Basirhat, Barackpore and Barasat Hospitals
  • 23 sick newborn care units (SNSUs) operational
  • 2 critical care units (CCUs) established in Basirhat and Barasat Hospitals.
  • A six-bedded high-dependency unit (HDU) unit operational in Bongaon Hospital

 

Education

  • Around 3.17 lakh students received bicycles under the Sabuj Sathi scheme
  • 17 primary schools and 226 high schools established

 

Agriculture

  • More than 6,000 landless farmers have received patta under the Nijo Griha Nijo Bhumi (NGNB) Scheme
  • More than 11 lakh ducklings and chickens distributed amongst various self-help groups

 

Panchayat and Rural Development

  • The State Government has facilitated the construction of around 74,000 homes under Indira Awaas Yojana
  • Under Mission Nirmal Bangla, around 2.62 lakh toilets have been built

 

Minority Welfare

  • A third Haj tower complex, Medina-Tul-Huzzaz has come up in Rajarhat
  • 7 Karma Tirtha have been built under multi-sectoral development programme (MSDP) schemes

 

Backward Classes Welfare and Adivasi Development

  • More than 4 lakh SC/ST/OBC certificates awarded

 

Women and Child Development

  • More than 100 schools have started Kanyashree groups which focus on vocational training to help girls become self-reliant, give self-defence classes and set up health check-up camps.

 

Industry

  • Industrial Hub has been established in Ashoknagar
  • Bank loans worth Rs 6,300 crore have been given out to aid micro enterprises

 

PWD and Transport

  • Rs 313 crore has been spent on constructing a four-lane flyover over Kazi Nazrul Islam Road

 

Power

  • Almost 40 circuit km of transmission lines laid

 

Irrigation

  • Under SERP, 12 km of dams are being restrored in Cyclone Aila-affected areas of the Sundarbans

 

Public Health Engineering

  • A surface water-based project, which can provide 100 million gallons per day, operational in New Town

 

Labour

  • Around 9,500 youth getting incentives under Yuvashree Scheme

 

Self-Help Groups

  • 12 Karma Tirtha projects have been completed

 

Urban Development

  • Over 48,000 houses built in urban areas for the poor

 

Sports and Youth Affairs

  • Rs 2.36 crore granted to establish 118 multi-gyms in the district

 

Sundarbans Development

  • 394 tube-wells have been dug

 

North 24 Parganas has seen a lot of development over the last four-and-a-half years. It has progressed on all aspects of governance, a far cry from the 34 years of Left Front rule.

 

উত্তর ২৪ পরগনা জেলায় উন্নয়নএক নজরে

রাজ্য ও অন্যান্য জেলার সঙ্গে তাল মিলিয়ে বিগত সাড়ে চার বছর সময়কালে অভূতপূর্ব উন্নয়ন ঘটেছে এই উত্তর ২৪ পরগনা  জেলায়।

জেলায় বিগত সাড়ে চার বছরে ৮৬ শতাংশ মানুষের কাছে বিভিন্ন সরকারী প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়া গেছে।

স্বরাষ্ট্র :

জেলায় নতুন থানা হিসাবে বিধাননগর মহিলা থানা, ব্যারাকপুর মহিলা থানা ও বারাসাত মহিলা থানা স্থাপন করা হয়েছে।

মধ্যমগ্রাম থানা, দত্তপুকুর থানা, শাসন থানা ও নিউ ব্যারাকপুর থানা স্থাপন করা হয়েছে।

স্বাস্থ্য পরিবার কল্যান :

বনগাঁ, বসিরহাট, বারাসাত ও ব্যারাকপুর হাসপাতালে ৪টি SNCU চালু হয়ে গেছে।

জেলায় মোট ২৩টি SNSU চালু হয়ে গেছে।

বসিরহাট ও বারাসাত হাসপাতালে ২টি CCU চালু হয়ে গেছে। সাগরদত্ত হাসপাতালে ১টি ইইঞ আগামী মে মাসের মধ্যে চালু হয়ে যাবে।

বনগাঁ মহকুমা হাসপাতালে একটি ৬-শয্যার এইচ.ডি.ইউ. চালু হয়ে গেছে।

শিক্ষা :

এই জেলায় প্রায় ৩ লক্ষ ১৭ হাজার ছাত্র-ছাত্রীকে সবুজসাথী প্রকল্পে সাইকেল প্রদান করা হয়েছে।

বিগত সাড়ে ৪ বছরে জেলায় নতুন ১৭টি প্রাথমিক বিদ্যালয় ও ২২৬টি উচ্চ প্রাথমিক বিদ্যালয় গড়ে তোলা হয়েছে।

কৃষি, ভূমি সংস্কার, মৎস্য পশুপালন :

বিগত সাড়ে ৪ বছরে, ৬ হাজারেরও বেশি ভূমিহীন পরিবারকে পাট্টা প্রদান করা হয়েছে।

জেলায় প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তর বিগত সাড়ে চার বছরে ১১ লক্ষেরও বেশি হাঁস ও মুরগীর বাচ্চা, বিভিন্ন স্বনির্ভর দলের মধ্যে বিতরণ করেছে।

পঞ্চায়েত গ্রামোন্নয়ন :

গত সাড়ে ৪ বছরে জেলায় প্রায় ৭৪ হাজার ইন্দিরা আবাসন ঘর করা হয়েছে।

জেলায় মিশন নির্মল বাংলা প্রকল্পে বিগত সাড়ে চার বছরে প্রায় ২ লক্ষ ৬২ হাজার শৌচালয় নির্মান সম্পূণ হয়েছে।

সংখ্যালঘু উন্নয়ন :

রাজারহাটে তৃতীয় হজ টাওয়ার কমপ্লেক্স মদিনা-তুল-হুজ্জাজ এর উদ্বোধন করা  হয়েছে।

৭টি কর্মতীর্থ এই জেলায় নির্মিত হয়েছে।

অনগ্রসর কল্যান আদিবাসী উন্নয়ন :

বিগত সাড়ে ৪ বছরে, সাড়ে ৪ লক্ষেরও বেশি জাতি শংসাপত্র প্রদান করা হয়েছে।

নারী শিশু উন্নয়ন :

উত্তর ২৪ পরগণা জেলায় কন্যাশ্রী মেয়েদের জন্য ১০০টি শিক্ষা প্রতিষ্ঠানে কন্যাশ্রী সঙ্ঘ গঠনের মাধ্যমে একটি বিশেষ প্রকল্প গ্রহণ করা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব এই বিশেষ প্রকল্পের জন্য মোট ৫০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে এবং ১০০টি শিক্ষা প্রতিষ্ঠানে মোট ১০,০০০ কন্যাশ্রী মেয়ে উপকৃত হবে।

শিল্প :

অশোকনগরে ১টি শিল্প তালুক গড়ে তোলা হয়েছে।

ক্ষুদ্র শিল্পের ক্ষেত্রে বিগত সাড়ে চার বছরে এই জেলায় ৬৩০০ কোটি ব্যাঙ্ক ঋণ প্রদান করা হয়েছে, আগামী বছর মে মাসের মধ্যে আরও অতিরিক্ত ৩০০ কোটি ব্যাঙ্ক ঋণ দেওয়া হবে।

পূর্ত পরিবহন :

৩১৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত কাজী নজরুল ইসলাম সরণির উপর ৪-লেন বিশিষ্ট উড়ালপুল (কেস্টপুর থেকে জোড়া মন্দির ) নির্মিত হয়েছে।

বিদ্যু অচিরাচরিত শক্তি :

প্রায় ৪০ সার্কিট কিলোমিটার ট্রান্সমিশন লাইন টানার কাজ সম্পন্ন হয়েছে।

সেচ :

সুন্দরবন এলাকায় আয়লা বিধ্বস্ত এলাকায় জউছঙ তে প্রায়১২ কিমি বাঁধ সংরক্ষণের কাজ চলছে।

জনস্বাস্থ্য কারিগরী :

নিউটাউন ও তার সংলগ্ন এলাকার জন্যে একটি ১০০ গ্যালনের জল সরবরাহ প্রকল্প চালু হয়েছে।

জনস্বাস্থ্য ও কারিগরী দপ্তর বিশুদ্ধ পানীয় জলের পরিসেবা পৌঁছে দিতে ৫৭৮ কোটি টাকা ব্যয়ে হাবরা-গাইঘাটা জল প্রকল্প রূপায়ণের কাজ শুরু করেছে। এই প্রকল্পের নামকরণ করা হয়েছে জলতৃপ্তি।

শ্রম :

যুবশ্রী প্রকল্পে সাড়ে ৯ হাজারেরও বেশি যুবক-যুবতী উৎসাহ ভাতা পাচ্ছেন।

স্বনির্ভর দল স্বনিযুক্তি কর্মসূচী :

জেলায় বিভিন্ন দপ্তরের মোট ১৭টি কর্মতীর্থ নির্মাণের কাজ শুরু হয়েছিল, যার মধ্যে ১২টির কাজ সমাপ্ত হয়েছে, বাকী গুলির কাজ চলছে।

পুর নগরোন্নয়ন :

শহরাঞ্চলে গরীবদের জন্যে প্রায় ৪৮ হাজার বাসস্থান নির্মিত হয়েছে।

ক্রীড়া যুব কল্যান :

জেলায় ১১৮টি মাল্টি জিম সেন্টার গড়ে তুলতে ২ কোটি ৩৬ লক্ষ টাকা প্রদান করা হয়েছে।

সুন্দরবন উন্নয়ন :

সুন্দরবন এলাকার বাসিন্দাদের নিরাপদ পানীয় জলের সংস্থানের জন্য এই জেলায় ৩৯৪টিটিউবওয়েল খনন করা হয়েছে।

 

Mamata Banerjee to address rallies in North 24 Parganas today

Mamata Banerjee will address three election rallies at North 24 Parganas today, covering assembly constituencies in Barasat, Dum Dum and Basirhat.

Yesterday Didi addressed four mass rallies in Howrah district at Jagatballavpur, Amta, Uluberia and Sankrail.

At Amta the victims of Kandua were also present. In 1991, their wrists were chopped off by CPI(M) goons because they voted for the Congress. Mamata Banerjee had led a mass movement in Amta back then.

In spite of the scorching summer heat, the Trinamool Chairperson has been travelling to the furthest corners of the State to reach out to the people and spread the message of  the developmental works done by the Trinamool Government.

 

আজ উত্তর ২৪ পরগনায় প্রচার করবেন মমতা বন্দ্যোপাধ্যায়

উত্তর ২৪ পরগনায় আজ নির্বাচনী প্রচার করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বারাসাত, দমদম, ও বসিরহাটে তিনটি জনসভা করবেন নেত্রী।

গতকাল হাওড়ায় প্রচার করেন তিনি। হাওড়ার জগৎবল্লভপুর, আমতা, উলুবেড়িয়া এবং সাকরাইলে জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রত্যেকটিতেই বিপুল জনসমাগম হয়েছিল।

সিপিএমের আমলে বর্বরতার শিকার কান্দুয়ার দুই ব্যক্তি আমতার জনসভায় এদিন দিদির সঙ্গে উপস্থিত ছিলেন।  ১৯৯১ সালে কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য সিপিএমের দুষ্কৃতিরা তাদের হাত কেটে নিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় কান্দুয়ায় গিয়ে এই ঘটনার প্রতিবাদ করেন বেশ কিছুদিন ধরে।

এই প্রচণ্ড গরমেও সারা রজ্য জুড়ে নির্বাচনী প্রচার করছেন তৃণমূল নেত্রী এবং মানুষের কাছে গত সাড়ে চার বছরের উন্নয়নমূলক কাজের বার্তা পৌঁছে দিচ্ছেন।

Howrah: On the fast track to development

There has been unprecedented development in Howrah district, along with the rest of West Bengal.

The State Secretariat was shifted from Writers’ Building in Kolkata to Nabanna.

In the last four-and-a-half years, 95% of the people have access to various government schemes.

 

Health and Family Welfare

  • 7 fair-price medicine shops set up in hospitals, as a result of which 7.5 lakh people got a total discount of Rs 11.8 crore – Howrah Sadar, Gabberia, Liluah, Uluberia, Udaynarayanpur, Fort Gloster, Belur
  • 2 fair-price diagnostic centres – Howrah Sadar and Uluberia Sub-divisional Hospitals
  • 2 special newborn care units (SNCUs) – Howrah Zila and Uluberia Sub-divisional Hospitals – and 9 sick newborn sensitisation units (SNSUs)
  • 2 CCUs and 1 HDU
  • Mother and Child Care Hub (MCH) at Uluberia Sub-divisional Hospital
  • Multi super-speciality hospital being constructed in Uluberia
  • New hospital building at Amta Rural Hospital
  • New outdoor unit at Belur State General Hospital

 

Education

  • 3 industrial training institutes (ITIs) – Chengail, Shyampur-2 and Bauria blocks
  • 1.25 lakh students given bicycles under Sabuj Sathi Scheme
  • 5 secondary and 156 higher secondary schools built
  • 17 primary schools upgraded to upper primary schools, and 63 secondary schools upgraded to higher secondary
  • Separate toilets for boys and girls built in all schools

 

Agriculture, Land Reforms, Fisheries and Animal Husbandry

  • Kisan Credit Cards distributed among 2.3 lakh (95%) farming-based families
  • 3 Krishak Bazaars – Amta-1, Uluberia- and Udaynarayanpur blocks
  • Almost 4,000 families given patta under Nijo Griha Nijo Bhumi Scheme
  • Rs 1 crore worth minikits, special vehicles for selling fishes, temperature-controlled fish-selling boxes distributed in 14 blocks by Fisheries Department
  • 10 lakh ducklings and chickens distributed for rearing among self-help groups (SHGs)

 

Panchayat and Rural Development

  • 100 Days’ Work Scheme: Rs 257 crore spent to create 1.13 crore man-days
  • State Government facilitated construction of 129 km of rural roads under Grameen Sadak Yojana
  • State Government facilitated construction of 32,000 houses under Indira Awaas Yojana
  • 56,000 toilets built under Mission Nirmal Bangla

 

Minorities Development

  • 4.13 lakh students given scholarships worth Rs 66 crore
  • Loans worth Rs 20 crore to the youth to encourage self-employment
  • Rs 56 crore spent on projects under Multi-sectoral Development Programme (MsDP)
  • English-medium government madrasa in Chengail
  • 4 boys’ hostels in Amta-2, Shyampur-1, Domjur and Panchla blocks

 

Backward Classes and Adivasi Development

  • Almost 45,000 students getting financial aid under Shickshashree Scheme
  • 88,000 SC/ST/OBC certificates handed out

 

Women and Child Development

  • 1.5 lakh girl students covered under the Kanyashree Scheme

 

Food security

  • Foodgrains being bought from farmers at prices above the minimum support prices (MSPs)
  • More than 60 lakh people getting foodgrains at Rs 2 per kg

 

Industry

  • Industrial hubs at various units of completion – Food Park and Poly Park in Sankrail, Industrial Park in Uluberia, Textile and Hosiery Park in Jagdishpur, Prefabricated Units Parks in Gummandingi and Panchla, Hosiery Park in Jaipurbil, Rubber Park in Dhulagarh, Gems and Jewellery Park in Ankurhati
  • Rs 3,100 crore has already been spent on these and provided employment for 17,000
  • 10 micro, small and medium enterprise (MSME) clusters – for machinery for prefabricated structures in Jagdishpur, for small instruments in Bargachhia, for prefabricated structures in Liluah, for shuttle cocks in Uluberia, for jewellery and imitation jewellery in Domjur, for zari work in Sankrail, for optical lenses in Munshirhat, for embroidery work in Pipulan, for rubber goods in Raghudebpur
  • Belur Mega Powerloom Park, named Belur Shilpa Tritha by Mamata Banerjee, coming up on 100 acres at a cost of Rs 150 crore
  • ITC has plans for investing Rs 4,500 crore in the State, among them in integrated consumer goods manufacturing facilities in Panchla and Uluberia
  • Single-Window Unique Clearance Centre set up to solve cases of mutation and conversion quickly
  • Handloom Haat coming up in Udaynarayanpur
  • To encourage MSMEs, loans worth Rs 12,000 crore provided
  • Balitikuri, Bauria and Shibpur Industrial Estates have come up

 

PWD and Transport

  • 113 projects for roads, bridges, etc. completed at a cost of Rs 383 crore, benefitting 25 lakh people
  • 380 km of roads built/rebuilt/widened/modified, including roads connecting Bagnan with Amta and with Kamalpur, and Uluberia and Panpur
  • Bagnan Road Overbridge built at a cost of Rs 40 crore

 

Power

  • 100% rural electrification work completed under the Sabar Ghare Alo project

 

Irrigation

  • 90 projects worth Rs 136 crore completed
  • 70 km of irrigation dam renovated
  • Projects for preventing floods in Bagnan-1, Bagnan-2, Amta-2, Udaynarayanpur, Domjur, Uluberia-2, Shyampur-1 and Bali-Jagachha blocks

 

Public Health Engineering

  • 18 drinking water projects completed at a cost of Rs 9 crore, benefitting almost 2 million people

 

Tourism

  • Tourism projects implemented in Garachumuk and adjacent areas

 

Labour

  • 3.93 lakh unorganised workers, 93,000 construction workers and 13,000 transport workers covered under SASPFUW, BOCWA and WBTWSSS, respectively
  • Nearly 3,000 young people getting Incentives under Yuvashree Scheme

 

Self-Help Groups (SHGs)

  • 3,000 SHGs created under Anandadhara Scheme
  • More than 5,000 people given grants worth Rs 29 crore under Swami Vivekananda Swanirbhar karmasuchi Prakalpa
  • 5 Karma Tirthas set up

 

Urban Development

  • Projects worth Rs 396 crore implemented by Howrah Municipal Corporation
  • A waste-to-energy project worth Rs 3650 crore taken up in collaboration with a German company
  • Yokohama in Japan has been taken as the model for modernising the city of Howrah

 

Information and Culture

  • More than 1,000 folk artistes getting retainer fees and pensions

 

Youth Affairs and Sports

  • Uluberia Stadium being modernised
  • Rs 72 lakh given as grant to set up 36 multi-gym centres

 

Police

  • Howrah Police Commissionerate set up
  • 2 women’s stations set up – Uluberia and Howrah
  • 6 more police stations set up – Belur, Nischinda, Dasnagar, Satgachhi, Chatterjee Haat and AJC Bose Botanic Garden

The district has progressed like never before in all aspects of governance. Once considered the poorer cousin of Kolkata, Howrah is now on the fast track to development.

 

হাওড়া জেলার অভূতপূর্ব উন্নয়ন

রাজ্য ও অন্যান্য জেলার সঙ্গে তাল মিলিয়ে বিগত সাড়ে চার বছর সময়কালে অভূতপূর্ব উন্নয়ন ঘটেছে এই হাওড়া জেলায়।এই জেলায় বিগত সাড়ে চার বছরে ৯৫ শতাংশ মানুষের কাছে বিভিন্ন সরকারী প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়া গেছে।

স্বাস্থ্য পরিবার কল্যান :

৭টি ন্যায্য মূল্যের ওষুধের দোকান চালু হয়ে গেছে। এগুলি নির্মিত হয়েছে :- হাওড়া সদর, গাববেড়িয়া, লিলুয়া, উলুবেড়িয়া, উদয়নারায়ণপুর, ফোর্ট গ্লস্টার ও বেলুড়.

২টি ন্যায্য মূল্যের ডায়াগ্নস্টিক কেন্দ্র (হাওড়া সদর ও উলুবেড়িয়াতে ) চালু হয়ে গেছে।

হাওড়া জেলা হাসপাতাল ও উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ২টি SNCU চালু হয়ে গেছে।

জেলায় মোট ৯টি SNSU চালু হয়ে গেছে।

হাওড়া জেলা হাসপাতাল, উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ২টি CCU ও আমতা গ্রামীন হাসপাতালে ১টি HDU চালু হয়ে গেছে।

উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে MCH চালু হয়ে গেছে।

উলুবেড়িয়ায় মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালের নির্মাণ কাজ চলছে।

আমতা গ্রামীন হাসপাতালে আধুনিক সুবিধাসহ নতুন বিল্ডিং ও বেলুড় ষ্টেট জেনারেল হাসপাতালে নতুন আউটডোর চালু হয়েছে।

শিক্ষা :

৩টি নতুন আই.টি.আই গড়ে তোলা হয়েছে চেঙ্গাইল ,শ্যামপুর-২ ও বাউড়িয়ায় ।

এই জেলায় প্রায় ১ লক্ষ ২৫ হাজার ছাত্র-ছাত্রীকে সবুজসাথী প্রকল্পে সাইকেল প্রদান করা হচ্ছে।

বিগত সাড়ে ৪ বছরে জেলায় নতুন ৫টি প্রাথমিক বিদ্যালয় ও ১৫৬টি উচ্চ প্রাথমিক বিদ্যালয় গড়ে তোলা হয়েছে।

পাশাপাশি ১৭টি প্রাথমিক বিদ্যালয়কে উচ্চ প্রাথমিক বিদ্যালয় স্তরে এবং ৬৩টি মাধ্যমিক বিদ্যালয়কে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় স্তরে উন্নীত করা হয়েছে।

প্রতিটি বিদ্যালয়ে ছেলে ও মেয়েদের জন্যে পৃথক শৌচাগার নির্মিত হয়েছে।

কৃষি, ভূমি সংস্কার, মৎস্য পশুপালন :

জেলার প্রায় ২ লক্ষ ৩০ হাজার (৯৫%) কৃষিজিবী পরিবারের হাতে কিষাণ ক্রেডিট কার্ড  তুলে দেওয়া হয়েছে।

জেলায় ৩টি কিষান মান্ডি তৈরীর কাজ শেষ হয়েছে। এগুলি নির্মিত হয়েছে আমতা-১, উলুবেড়িয়া-১ ও উদয়নারায়ণপুর ব্লকে। বাগনান-১ ও শ্যামপুর-২ ব্লকে আরো ২টি কিষান মান্ডির কাজ চলছে।

এই জেলার প্রায় ৪ হাজার পরিবারকে জ্ঞনিজ গৃহ নিজ ভূমি প্রকল্পে পাট্টা দেওয়া হয়েছে।

এই জেলায় প্রায় ১ কোটি টাকা ব্যয়ে মৎস্য দপ্তরের মিনিকিট, মৎস্যযান, তাপনিরোধক বাক্স সহ সাইকেল ইত্যাদি বিতরণ প্রকল্পে ১৪টি ব্লরেরওৎস্যজীবি উপকৃত হয়েছেন।

জেলায় প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তর বিগত সাড়ে চার বছরে প্রায় ১০ লক্ষ হাঁস ও মুরগীর বাচ্চা, বিভিন্ন স্বনির্ভর দলের মধ্যে বিতরণ করেছে।

পঞ্চায়েত গ্রামোন্নয়ন :

বিগত সাড়ে চার বছরে ১০০ দিনের কাজে প্রায় ২৫৭  কোটি টাকা ব্যয় করে ১ কোটি ১৩ লক্ষ শ্রম দিবস সৃষ্টি হয়েছে। ২০১৬ সালের মে মাসের মধ্যে বিভিন্ন চালু প্রকল্প রূপায়ণের মাধ্যমে আরও অতিরিক্ত প্রায় ৫০  কোটি টাকা খরচ হবে।

গ্রামীণ সড়ক যোজনায় প্রায় ১২৯ কিমি রাস্তা নির্মিত হয়ে গেছে। আরও প্রায় ৯১ কিমি রাস্তা আগামী মে মাসের মধ্যে শেষ হয়ে যাবে।

গত সাড়ে ৪ বছরে জেলায় প্রায় ৩২ হাজার ইন্দিরা আবাসন ঘর করা হয়েছে। আগামী মে মাসের মধ্যে আরও প্রায় ৭ হাজার ঘর নির্মিত হয়ে যাবে।

জেলায় মিশন নির্মল বাংলা প্রকল্পে বিগত সাড়ে চার বছরে প্রায় ৫৬ হাজার শৌচালয় নির্মান সম্পূণ হয়েছে।

সংখ্যালঘু উন্নয়ন :

বিগত সাড়ে ৪ বছরে, প্রায় ৪ লক্ষ ১৩ হাজার সংখ্যালঘু ছাত্র-ছাত্রীকে প্রায় ৬৬ কোটি টাকা স্কলারশিপ প্রদান করা হয়েছে। আরও ১ লক্ষ ছাত্রছাত্রী আগামী মে মাসের মধ্যে স্কলারশিপ পেতে চলেছে।

এছাড়া স্বনির্ভরতার জন্য সংখ্যালঘু যুবক-যুবতীদের ২০ কোটি টাকা ঋণ প্রদান করা হয়েছে। আরও সাড়ে ৩ কোটি টাকা ঋণ প্রদান করা হবে আগামী মে মাসের মধ্যে।

চেঙ্গাইলে ৬ কোটি ৪০ লক্ষ টাকা ব্যয়ে একটি ইংরাজি মিডিয়াম সরকারী মাদ্রাসা গড়ে তোলা হচ্ছে।

আমতা-২, শ্যামপুর-১, ডোমজুড় ও পাঁচলা ব্লকে সংখ্যালঘু ছাত্রদের জন্য সাড়ে চার কোটি টাকা ব্যয়ে ৪টি নতুন হস্টেল নির্মাণ হচ্ছে।

অনগ্রসর কল্যান আদিবাসী উন্নয়ন :

প্রায় ৪৫ হাজার ছাত্র-ছাত্রী শিক্ষাশ্রী প্রকল্পে সহায়তা পাচ্ছে। আরও ২৬ হাজার ছাত্র-ছাত্রী আগামী মে মাসের মধ্যে প্রকল্পের আওতাভূক্ত হতে চলেছে।

বিগত সাড়ে ৪ বছরে প্রায় ৮৮ হাজার জাতি শংসাপত্র প্রদান করা হয়েছে।

নারী শিশু উন্নয়ন :

জেলায় প্রায় দেড় লক্ষ ছাত্রী কন্যাশ্রীর আওতায় এসেছে।

খাদ্য সুরক্ষা কর্মসূচী- খাদ্য সাথী :

জেলায় সাড়ে ৩০ লক্ষেরও বেশি মানুষ ২/- টাকা কেজি দরে খাদ্যশস্য পাচ্ছেন।

শিল্প :

হাওড়া জেলার শিল্পক্ষেত্রে উন্নয়নের জন্যে আমরা অনেকগুলি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছি:-

এই জেলায় কয়েকটি ইন্ডাষ্ট্রিয়াল হাব তৈরী করা হচ্ছে। সেগুলি হল- সাঁকরাইলে ১৩৭ একর জমির উপর ফুড পার্ক, সাঁকরাইলে ৬১ একর জমির উপর পলি পার্ক, উলুবেড়িয়াতে ১২২ একর জমির উপর ইন্ডাস্ট্রিয়াল পার্ক, জগদীশপুরে ১২০ একর জমির উপর টেক্সটাইল ও হোসিয়ারী পার্ক, গুম্মানডিঙিতে ৫৫০ একর জমির উপর ঢালাই কাজের পার্ক, জয়পুরবিলে ২৪ একর জমির উপর হোসিয়ারী পার্ক, ৬০০ একর জমির উপর পাঁচলাতে ঢালাইয়ের কাজের পার্ক, ৯২ একর জমির উপর ধুলাগড়ে রাবার পার্ক,৭ একর জমির উপর অঙ্কুরহাটিতে গয়না শিল্পের পার্ক।

এই ইন্ডাষ্ট্রিয়াল পার্কগুলিতে ইতিমধ্যেই ৩১০০ কোটি টাকা বিনিয়োগ হয়েছে এবং ১৭ হাজার কর্মসংস্থান হয়েছে। ভবিষ্যতে প্রায় ২২,০০০ কোটি টাকা বিনিয়োগ এবং ১ লক্ষ কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে।

হাওড়া জেলায় ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের ১০টি ক্লাস্টারের কাজ শেষ হয়েছে। এগুলি হল:- জগদীশপুরে ঢালাই কলের, বড়গাছিয়ায় খুচরো যন্ত্রপাতি, লিলুয়ায় ঢালাই কারখানা, উলুবেড়িয়ায় শাটল কক, ডোমজুড়ে গয়নার, সাঁকরাইলে জরির কাজ, মুন্সিরহাটে অপটিক্যাল লেন্সের, ডোমজুড়ে ইমিটেশন গয়নার, পিপুলানে এমব্রয়ডারী, রঘুদেবপুরে রবারের বিভিন্ন জিনিস।

এছাড়া ১৫টি নতুন ক্লাষ্টারের চালু করার প্রক্রিয়া শুরু হয়েছে।

১০০ একর জমির উপর ১৫০ কোটি টাকা ব্যয়ে বেলুড়ে মেগা পাওয়ারলুম পার্র্ক গড়ে তোলা হচ্ছে- যার নাম দেওয়া হয়েছে বেলুড় শিল্প তীর্থ।

আই.টি.সি. আমাদের রাজ্যে প্রায় ৪ হাজার ৫০০ কোটি টাকার বিনিয়োগের পরিকল্পনা করেছে।

হাওড়ার পাঁচলা ও উলুবেড়িয়াতে আই.টি.সি. প্যাকেটজাত খাদ্য প্রস্তুতিকরণের দুটি প্রকল্প তৈরি করছে।

প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে উদয়নারায়ণপুরে একটি হ্যান্ডলুম হাট গড়ে তোলা হচ্ছে।

ক্ষুদ্র শিল্পের ক্ষেত্রে বিগত সাড়ে চার বছরে এই জেলায় প্রায় ১২ হাজার কোটি টাকা ব্যাঙ্ক ঋণ প্রদান করা হয়েছে, আগামী বছর মে মাসের মধ্যে আরও অতিরিক্ত প্রায় ৬০০ কোটি ব্যাঙ্ক ঋণ দেওয়া হবে।

বালিটিকুড়ী, বাউড়িয়া, শিবপুরে শিল্প তালুক (ঐশধয়ড়ঢ়ক্ষভতর উড়ঢ়তঢ়ন) গড়ে তোলা হয়েছে।

ডোমজুড়ে ১টি আই.টি পার্ক গড়ে উঠছে।

পূর্ত পরিবহন :

বিগত সাড়ে চার বছরে এই জেলায় পূর্ত দপ্তর ১৩০টি রাস্তাঘাট, ব্রীজ ইত্যাদি প্রকল্প রূপায়ণের কাজ হাতে নিয়েছে, যার মধ্যে ১১৩টি প্রকল্পের কাজ প্রায় ৩৮৩ কোটি টাকা ব্যয়ে ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে।

জেলার সড়ক ব্যবস্থা উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। জেলায় বিগত সাড়ে চার বছরে ৩৮০ কিমি রাস্তা নির্মান/পুর্ননির্মান/সম্প্রসারণ ও উন্নীতকরণের কাজ সম্পন্ন

প্রায় ৪০ কোটি টাকা ব্যয়ে বাগনান ওভার ব্রিজের কাজ সম্পন্ন হয়েছে।

বিদ্যুঅচিরাচরিত শক্তি :

সমগ্র হাওড়া জেলায় জ্ঞসবার ঘরে আলোঞ্চ প্রকল্পে ১০০% গ্রামীণ বৈদ্যুতিকরণের কাজ ২০১৬ মার্চ মাসের মধ্যে সম্পন্ন হবে।

সেচ :

সেচ দপ্তর হাওড়া জেলায় গত ৪ বছরে প্রায় ২৭৫ কোটি টাকা ব্যয়ে ১৩২টি বিভিন্ন ধরনের কাজ হাতে নিয়েছিল। এর মধ্যে প্রায় ১৩৬ কোটি টাকা ব্যয়ে ৯০টি প্রকল্পের কাজ শেষ হয়ে গেছে। প্রায় ৭০ কিমি দৈর্ঘ্যের বাঁধ সংরক্ষণের কাজ সম্পন্ন হয়েছে।

জেলায় বন্যা প্রতিরোধে ও সেচ ব্যবস্থার উন্নতির জন্য আমরা একাধিক প্রকল্প রূপায়ণে উদ্যোগী হয়েছি:-

বাগানান-১ ও ২ নম্বর ব্লকে সেচের উন্নতির জন্য ১৯ কোটি টাকা ব্যয়ে মেদিনীপুর খালের সংস্কার হচ্ছে। এর দ্বারা প্রায় ৫২ হাজার মানুষ উপকৃত হবেন।

জনস্বাস্থ্য কারিগরী :

বিগত সাড়ে চার বছরে ৩৭টি জলপ্রকল্পের কাজ শুরু হয়েছে, এর মধ্যে ২৯ কোটি টাকা ব্যয়ে ১৮টির কাজ সমাপ্ত হয়েছে। এর ফলে জেলার প্রায় ২ লক্ষ মানুষ উপকৃত হচ্ছেন।

পর্যটন :

গড়চুমুকে ও তার সংলগ্ন এলাকায় পর্যটন প্রকল্প রূপায়িত হয়েছে।

স্বনির্ভর দল স্বনিযুক্তি কর্মসূচী :

আনন্দধারা প্রকল্পে প্রায় ৩ হাজার স্বনির্ভর দল গঠিত হয়েছে, আগামী মে মাসের মধ্যে আরও প্রায় আড়াই হাজার স্বনির্ভর দল গঠিত হতে চলেছে।

বিগত সাড়ে চার বছরে স্বামী বিবেকান্দ স্বনির্ভর কর্মসূচী প্রকল্পে ৫ হাজারেরও বেশি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে এবং প্রায় ২৯ কোটি টাকা অনুদান প্রদান করা হয়েছে।

জেলায় বিভিন্ন দপ্তরের মোট ১৬টি কর্মতীর্থ নির্মাণের কাজ শুরু হয়েছিল, যার মধ্যে ইতিমধ্যেই ৫টির কাজ সমাপ্ত হয়েছে, বাকী গুলির কাজ চলছে।

পুর নগরোন্নয়ন :

উন্নততর পরিষেবা প্রদানের লক্ষ্যে বালি মিউনিসিপ্যালিটিকে হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনে অর্ন্তভূক্ত করা হয়েছে ।

হাওড়া জেলায় মিউনিসিপ্যাল কর্পোরেশন বিগত সাড়ে চার বছরে প্রায় ৩৯৬ কোটি টাকার ও বেশি পরিকল্পনা খাতে ব্যয় করেছে। শহরাঞ্চলে গরীবদের জন্যে প্রায় সাড়ে চার হাজার বাসস্থান নির্মিত হয়েছে।

জাপানের ইওকোহমা শহরের মতো করে হাওড়া শহরকে মডেল হিসাবে গড়ে তোলা হবে। এর মধ্যে থাকছে গঙ্গা পারাপারের জন্য রোপওয়ে, ১০টি উড়ালপুল, ১০০ মিলিয়ন গ্যালন লিটারের পানীয় জলের প্রকল্প।

তথ্য সংস্কৃতি :

বর্তমানে হাওড়া জেলায় ১ হাজারেরও বেশি লোকশিল্পী রিটেনার ফি ও পেনশন পাচ্ছেন। আরও ১৫০ লোকশিল্পী রিটেনার ফি ও পেনশন পেতে চলেছেন।

ক্রীড়া যুব কল্যান :

হাওড়া জেলায় উলুবেড়িয়া স্টেডিয়ামের প্রথম পর্যায়ের সংস্কারের কাজ সম্পন্ন হয়েছে।

ক্রীড়ার মান উন্নয়নে বিগত দু বছরে ক্রীড়া দপ্তর জেলায় মোট ৩৭৮টি ক্লাবকে অর্থ সাহায্য করেছে।

স্বরাষ্ট্র :

জেলায় ৮ টি নতুন থানা স্থাপন করা হয়েছে। এগুলি হল :- উলুবেড়িয়া মহিলা থানা, হাওড়া মহিলা থানা, বেলুড় থানা, নিশ্চিন্দা থানা, দাসনগর থানা, সাঁতরাগাছি থানা, চ্যাটার্জিহাট থানা ও এজেসি বোস বোটানিক গার্ডেন থানা।

 

North 24 Parganas: On a growth track

The district of Nadia has faced unprecedented development. in the last four and a half years. Eighty-six per cent of the people have benefited from the numerous government schemes introduced in the district.

Administration

  • Bashirhat is being developed as a separate district
  • Police commissionerates has been set up for Bidhannagar and Barrackpore

 

Health and Family Welfare

  • 12 fair-price medicine shops opened
  • 4 fair-price diagnostic centres set up

 

Education

  • Ramakrishna Mission Vivekananda Centre for Human Excellence Social Sciences being developed in Rajarhat at a cost of Rs 175 crore
  • 2 industrial training institutes (ITIs) established in Bagda and Haroa
  • Gaighata PR Thakur Government College and New Town Government College in Rajarhat established

 

Agriculture

  • 4.55 lakh (98%) agriculture-dependent families have received Kisan Credit Cards
  • 8 Krishak Bazaars set up

 

Panchayat and Rural Development

  • Under the 100 Days’ Work Scheme, more than 4.83 lakh man-days have been created at a cost of R. 1,095 crore
  • 656 km of roads built

 

Minority Welfare

  • More than 6.85 lakh students have received scholarships worth Rs 119 crore
  • Around Rs 39 crore has been disbursed amongst the youth to create self-employment

 

Backward Classes Welfare and Adivasi Development

  • Almost 1.23 lakh students are receiving assistance under Shikshashree Scheme

 

Women and Child Development

  • 3.53 lakh girl students are getting benefits under Kanyashree scheme

 

Khadya Sathi

  • Around 61 lakh people are getting foodgrains at Rs 2 per kg

 

Industry

  • 100-acre Industrial Growth Centre being developed in Rishi Bankim Industrial Park in Naihati
  • 11 clusters of micro, small and medium enterprises (MSMEs) developed

 

PWD and Transport

  • The PWD department has completed 224 projects at a cost of Rs 1,423 crore
  • 920 km of roads have been built/renovated/restored in the district

 

Power

  • Under the Sobar Ghore Alo Scheme, 100% rural electrification has been done
  • 132 KV gas-insulated sub-stations (100 MVA powered) are operational

Irrigation

  • 113 km of dams fortified

 

Public Health Engineering

  • 43 water-based projects completed at a cost of Rs 132 crore

 

Labour

  • Under the State Assisted Scheme of Provident Fund for Unorganised Workers, almost 5.6 lakh workers registered
  • More than 21,000 people registered under the West Bengal Transport Worker’s Social Security Scheme

 

Self-Help Groups (SHGs)

  • Under the Anandadhara Scheme, 4,800 self-help groups have been created
  • Under Swami Vivekananda Swanirbhar Karmasuchi 8,500 developmental projects sanctioned worth Rs 48 crore

 

Urban Development

  • Around Rs 1,100 crore spent on developmental work for 25 municipalities

 

Information and Broadcasting

  • 2,000 folk artistes are getting a retainer fee and pension

 

Housing

  • Around 10,000 homes built for the economically weak under Gitanjali Scheme

 

Sports and Youth Affairs

  • Rs 28 crore spent on renovating Vivekananda Yuva Bharati Stadium

 

Relief and Rehabilitation

  • Permanent relief shelters built in Baogachi and Kashipur in Habra-1 block and in Bidhannagar

 

Sundarbans Development

  • 174 km of roads and 29 jetties ha built, covering eight blocks

North 24 Parganas has seen a lot of development over the last four-and-a-half years. It has progressed on all aspects of governance.

 

উত্তর ২৪ পরগনা জেলার উন্নয়নের খতিয়ান

রাজ্য ও অন্যান্য জেলার সঙ্গে তাল মিলিয়ে বিগত সাড়ে চার বছর সময়কালে অভূতপূর্ব উন্নয়ন ঘটেছে এই উত্তর ২৪ পরগনা  জেলায়।এই জেলায় বিগত সাড়ে চার বছরে ৮৬ শতাংশ মানুষের কাছে বিভিন্ন সরকারী প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়া গেছে।

স্বরাষ্ট্র :

প্রশাসনিক সুবিধার্থে বসিরহাট নতুন জেলা গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

জেলায় নতুন থানা হিসাবে বিধাননগর মহিলা থানা, ব্যারাকপুর মহিলা থানা ও বারাসাত মহিলা থানা এবং মধ্যমগ্রাম থানা, দত্তপুকুর থানা, শাসন থানা ও নিউ ব্যারাকপুর থানা স্থাপন করা হয়েছে। বসিরহাটকে পৃথক স্বাস্থ্য জেলা হিসাবে গড়ে তোলা হয়েছে ।

স্বাস্থ্য পরিবার কল্যান :

জেলায় ১২টি ন্যায্য মূল্যের ওষুধের দোকান চালু হয়ে গেছে। এগুলি নির্মিত হয়েছে বারাসাত জেলা হাসপাতাল , সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতাল , ভাটপাড়া , হাবড়া , বরানগর , পানিহাটি , সল্টলেক , অশোকনগর , বসিরহাট , বনগাঁ , ব্যারাকপুর ও নৈহাটি হাসপাতালে ।

৪টি ন্যায্য মূল্যের ডায়াগ্নস্টিক কেন্দ্র – বারাসাত, ব্যারাকপুর, বসিরহাট ও সাগরদত্ত হাসপাতালে চালু হয়ে গেছে।

শিক্ষা :

যুব সমাজের চরিত্র গঠন ও মূল্যবোধ বিকাশের লক্ষ্যে রাজারহাটে প্রায় ১৭৫ কোটি টাকা ব্যয়ে, স্বামীজির স্মৃতি বিজড়িত শিকাগো আর্ট ইন্সটিটিউটের আদলে, রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টার ফর হিউম্যান এক্সেলেন্স এন্ড সোশাল সায়ন্সেস -বিবেক তীর্থ গড়ে তোলা হচ্ছে।

গাইঘাটায় পি.আর. ঠাকুর গভ: কলেজ এবং রাজারহাটে নিউটাউন গভ: কলেজ স্থাপন করা হয়েছে, ক্লাসও শুরু হয়ে গেছে।

বাগদা ও হাড়োয়া ব্লকে গড়ে তোলা হয়েছে ২টি নতুন আই.টি.আই।

কৃষি, ভূমি সংস্কার, মৎস্য পশুপালন :

এই জেলার প্রায় ৪ লক্ষ ৫৫ হাজার (৯৮%) কৃষিজিবী পরিবারের হাতে কিষাণ ক্রেডিট কার্ড তুলে দেওয়া হয়েছে।

জেলায় ৮টি কিষাণ মান্ডি তৈরী হয়েছে।

পঞ্চায়েত গ্রামোন্নয়ন :

বিগত সাড়ে চার বছরে ১০০ দিনের কাজে ১০৯৫ কোটি টাকা ব্যয় করে ৪ কোটি ৮৩ লক্ষ শ্রম দিবস সৃষ্টি হয়েছে।

গ্রামীণ সড়ক যোজনায় ৬৫৬ কিমি রাস্তা নির্মিত হয়ে গেছে।

সংখ্যালঘু উন্নয়ন:

বিগত সাড়ে ৪ বছরে, ৬ লক্ষ ৮৫ হাজারেরও বেশি সংখ্যালঘু ছাত্র-ছাত্রীকে প্রায় ১১৯ কোটি টাকা স্কলারশিপ প্রদান করা হয়েছে।

এছাড়া স্বনির্ভরতার জন্য সংখ্যালঘু যুবক-যুবতীদের প্রায় ৩৯ কোটি টাকা ঋণ প্রদান করা হয়েছে।

অনগ্রসর কল্যান আদিবাসী উন্নয়ন:

প্রায় ১ লক্ষ ২৩ হাজার ছাত্র-ছাত্রী শিক্ষাশ্রী প্রকল্পে সহায়তা পাচ্ছে।

নারী শিশু উন্নয়ন :

উত্তর ২৪ পরগনা জেলায় ৩ লক্ষ ৫৩ হাজারেরও বেশি ছাত্রী কন্যাশ্রী সুবিধা পাচ্ছে।

খাদ্য সুরক্ষা কর্মসূচী – খাদ্য সাথী :

জেলায় প্রায় ৬১ লক্ষ মানুষ ২/- টাকা কেজি দরে খাদ্যশস্য পাচ্ছেন।

শিল্প :

১০০ একর জমির উপর ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ সেন্টার গড়ে উঠেছে। এখানে  প্রায় ৩০০ কোটি টাকা বিনিয়োগের সম্ভাবনা সৃষ্টি হয়েছে এবং ৫০০০ মানুষের কর্মসংস্থান হতে চলেছে।

জেলায় ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগের ১১টি ক্লাস্টার গড়ে তোলা হয়েছে।

পূর্ত পরিবহন :

বিগত সাড়ে চার বছরে এই জেলায় পূর্ত দপ্তর রাস্তাঘাট, ব্রীজ নির্মাণ সহ ২৮৯টি প্রকল্প রূপায়ণের কাজ হাতে নিয়েছে, যার মধ্যে ২২৪টি প্রকল্পের কাজ প্রায় ১৪২৩ কোটি টাকা ব্যয়ে ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে।

জেলায় বিগত সাড়ে চার বছরে ৯২০ কিমি রাস্তা নির্মান/পুর্ননির্মান/সম্প্রসারণ ও উন্নীতকরণের কাজ সমাপ্ত হয়েছে।

বিদ্যুৎ ও অচিরাচরিত শক্তি :

সমগ্র উত্তর ২৪ পরগনা জেলায় সবার ঘরে আলোঞ্চ প্রকল্পে গ্রামীণ বৈদ্যুতিকরণের কাজ মার্চ মাসের মধ্যে সম্পন্ন হবে।

জনস্বাস্থ্য কারিগরী :

বিগত সাড়ে চার বছরে ৯৩টি জলপ্রকল্পের কাজ শুরু হয়েছে, এর মধ্যে ১৩২ কোটি টাকা ব্যয়ে ৪৩টির কাজ সমাপ্ত হয়েছে।

স্বনির্ভর দল স্বনিযুক্তি কর্মসূচী :

আনন্দধারা প্রকল্পে ৪৮০০টি স্বনির্ভর দল গঠিত হয়েছে, আগামী মে মাসের মধ্যে আরও ৪৪০০টি স্বনির্ভর দল গঠিত হতে চলেছে।

বিগত সাড়ে চার বছরে স্বামী বিবেকান্দ স্বনির্ভর কর্মসূচী প্রকল্পে সাড়ে ৮ হাজার উদ্যোগ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে এবং প্রায় ৪৮ কোটি টাকা অনুদান প্রদান করা হয়েছে।

পুর নগরোন্নয়ন :

জেলায় ২৫টি মিউনিসিপালিটি সাড়ে চার বছরে প্রায় ১১০০ কোটি টাকা পরিকল্পনা খাতে ব্যয় করেছে। শহরাঞ্চলে গরীবদের জন্যে প্রায় ৪৮ হাজার বাসস্থান নির্মিত হয়েছে।

তথ্য সংস্কৃতি :

বর্তমানে উত্তর ২৪ পরগনা জেলায় প্রায় ২ হাজার লোকশিল্পী রিটেনার ফি ও পেনশন পাচ্ছেন। আরও প্রায় ১০০ লোকশিল্পী রিটেনার ফি ও পেনশন পেতে চলেছেন।

আবাসন :

উত্তর ২৪ পরগনা জেলায় আর্থিক ভাবে দুর্বল মানুষদের জন্যে গীতাঞ্জলী ও অন্যান্য প্রকল্পে প্রায় ১৯ হাজার বাসস্থান নির্মিত হচ্ছে, এর মধ্যে প্রায় ১০ হাজার বাসস্থান নির্মিত হয়ে গেছে। বাকি বাসস্থান আগামী মে মাসের মধ্যে সম্পন্ন হবে।

ক্রীড়া যুব কল্যান :

প্রায় ২০ কোটি টাকা ব্যয় করে বিবেকান্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনের সংস্কার কাজ সুসম্পন্ন হয়েছে।

ত্রাণ পুর্নবাসন

জেলায়  ত্রাণ ও পুর্নবাসন দপ্তরের ৩টি নতুন প্রকল্পের উদ্বোধন  করা হয়েছে।

সুন্দরবন উন্নয়ন :

বিগত চার বছরে সুুন্দরবন বিষয়ক দপ্তর কর্তৃক উত্তর ২৪ পরগনা জেলার ৮টি ব্লকে ১৭৪ কিমি রাস্তা তৈরী হয়েছে। ২৯টি জেটি তৈরী করা হয়েছে জলপথে যোগাযোগ ব্যবস্থা উন্নীতকরনের লক্ষ্যে। বর্তমানে ১৯৪ কিমি রাস্তার ও ১৪টি জেটির কাজ চলছে।

 

Image source: Wikipedia 

I won’t tolerate Bengal being insulted: Mamata Banerjee in Memari

Mamata Banerjee addressed rallies in Pandua and Memari, in Hooghly and Bardhaman districts, respectively, today.

This is her tenth rally in Bardhaman, spanning five days in total. The Pandua rally was her first in Hooghly district. She also led thousands of people in a padyatra at Bardhaman Town.

On the opposition

I won’t tolerate Bengal being insulted. You (the opposition parties) have insulted me, insulted the people of Bengal. I will take accounts from all those people who are slandering Bengal. We don’t want a repeat of the mass murders at Nandigram, Singur, Sainbari, Netai. I will do my best to provide help whenever needed. All my life I have fought against the terror of the CPI(M) and the fundamentalism of the BJP. On May 19 our government will be completing five years. We are not scared of threats issued by the BJP. The only thing the BJP has done in Bengal is to instigate riots. It is only because I had created Trinamool Congress that I have been able to out the CPI(M). The BJP people are coming from Delhi and spreading terror here, I won’t tolerate this injustice. Just because I’ve stood for elections, doesn’t mean I’ll bow my head in front of anyone. (On the show-cause notice) Whether I answer or the Chief Secretary answers is not crucial. If a letter is sent to the party, the reply would be given on party letterhead. If a letter is sent to the government, the reply would be given on government letterhead.

On developments in the State

We have started Khadya Shathi, Kanyashree, Sabuj Shathi and reservation for minority communities. We have set up farmers’ markets, built stadiums. We have brought in a wave of development; starting from schools to roads, we have built everything. In Bengal, you will get healthcare free of cost. Every household is now electrified, load-sheddings are a thing of the past. Delhi is deducting from our funds yet Bengal is surging ahead. We are number one in the 100 Days’ Work Scheme. In terms of the top four open defaecation free (ODF) district, three are from West Bengal. Among these, first is Nadia and second is Hooghly. You have to know how to work. All schools are being served mid-day meals. All schools have separate toilets for boys and girls. Fair-price medicine shops have been opened all over West Bengal. Forty-one multi super-speciality hospitals have been planned, of which 30 have been inaugurated. Three SNCU units, 16 Mother and Child Care (MCH) hubs, nine medical colleges, 80 police stations (including 30 women police stations), 10 coastal police stations, 19 human rights courts, 45 special women’s courts, 88 fast-track courts, five police commissionerates, 15 universities, 46 government colleges, 300 it is and polytechnic colleges, and 171 Kisan Bazaars. We have turned around Bengal within a span of four years. Over the 34 years before that, the CPI(M) had run a reign of terror and torture. Numerous secondary schools have been upgraded to higher secondary. In the coming days, Sabuj Dweep in Balagarh is going to become a major tourism centre. Bengal has come a long way.

On the financial turnaround

We have got the political right to rule but have still not got the financial right to govern our government of ‘poriborton’ the way we want to. We have been able to increase our annual revenue from Rs 20,000 crore to Rs 40,000 crore in four years. Over the past five years, Rs 1.40 lakh crore has been deducted from our revenues to repay the debt left behind by the Left Front.

|| Ma-bonera bendhe jot
Jora phule sob vote ||

 

বাংলার অসম্মান সহ্য করব না: মমতা বন্দ্যোপাধ্যায়

আজ হুগলির পাণ্ডুয়া এবং বর্ধমানের মেমারিতে জনসভা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর বর্ধমান শহরে একটি পদযাত্রায় অংশগ্রহণ করেন তিনি। বর্ধমানে এটি তার দশম জনসভা।

বিরোধীদের উদ্দেশ্যে

বাংলার অসম্মান সহ্য করব না। বাংলাকে যেভাবে অপমান ও অসম্মান করা হচ্ছে আমরা তার জবাব দেব ইঞ্চিতে ইঞ্চিতে। দিল্লি থেকে এসে বাংলায় সন্ত্রাস চালাচ্ছে, এই অন্যায় অত্যাচার আমারা সহ্য করব না। নির্বাচনে দাঁড়িয়েছি বলে আমরা কারো কাছে মাথা নত করব না। সব টাকা দিল্লি কেটে নিয়ে যাচ্ছে তাও বাংলা এগিয়ে যাচ্ছে।আমরা আর নন্দিগ্রাম, সিঙ্গুর, সাঁইবাড়ি, নেতাইয়ের গণহত্যা চাই না।বিজেপির ধমককে আমি ভয় পাই না। বাংলায় দাঙ্গা লাগানো ছাড়া আর কিছু করেনি বিজেপি। ৩৪ বছর ধরে বাংলায় সন্ত্রাস আর অত্যাচার করেছে সিপিএম। আমি আমার সারা জীবন সিপিএমের সন্ত্রাস আর বিজেপির সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করেছি।

নির্বাচন কমিশনের শো-কজ করার প্রসঙ্গে তিনি বলেন, আমাকে তৃণমূল নেত্রী হিসেবে চিঠি পাঠালে পার্টি লেটারহেডে উত্তর দিতাম,মুখ্যমন্ত্রী হিসেবে চিঠি পাঠিয়েছে তাই সেভাবেই উত্তর দেওয়া হয়েছে।

উন্নয়ন

তৃণমূল কংগ্রেস ২ টাকা কেজি চাল দিয়েছে, কন্যাশ্রী দিয়েছে, সবুজ সাথী দিয়েছে, সংখ্যালঘুদের সংরক্ষণের ব্যবস্থা করেছে। কৃষক বাজার, স্টেডিয়াম তৈরি করেছি আমরা। আমরা ঢেলে কাজ করেছি, রাস্তাঘাট থেকে স্কুল কলেজ সব তৈরি করেছি আমরা। বিনা পয়সায় স্বাস্থ্য পরিষেবা পাওয়া যায় বাংলায়। সবার ঘরে আজ আলো পৌঁছে গেছে, এখন আর লোডশেডিং নেই বাংলায়। ১০০ দিনের কাজে বাংলা আজ এক নম্বরে। স্বচ্ছ ভারতের প্রথম ৪টি জেলার মধ্যে তিনটি জেলা বাংলার। প্রথম নদিয়া এবং দ্বিতীয় হুগলি।

আজ সব স্কুলে মিড ডে মিল চালু হয়ে গেছে, সব স্কুলে ছেলে ও মেয়েদের জন্য পৃথক শৌচাগার তৈরি হয়েছে সারা বাংলা জুড়ে তৈরি হয়েছে ন্যায্য মূল্যের ওষুধের দোকান। ৪১টি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি হয়েছে, এর মধ্যে ৩০টি উদ্বোধন করা হয়ে গেছে, বাচ্চাদের জন্য ৩০০ টি এস এন এস ইউ ইউনিট তৈরি হয়েছে, ১৬টি মাদার ও চাইল্ড কেয়ার হাব তৈরি হয়েছে, ৯টি মেডিকেল কলেজ তৈরি হয়েছে, ১৯টি মানবাধিকার কোর্ট তৈরি হয়েছে, ৮০টি নতুন থানা হয়েছে এর মধ্যে ৩০ টি মহিলা থানা। আরও ৮টা কোস্টাল থানা তৈরি হয়েছে, ৪৫টি বিশেষ মহিলা আদালত, ৮৮টি ফার্স্ট ট্র্যাক কোর্ট, ৫টি পুলিশ কমিশনারেট, ১৫টি বিশ্ববিদ্যালয়, ৪৬টি সরকারি কলেজ, ৩০০টি আইটিআই আর পলিটেকনিক কলেজ, ১৭১টি কিষাণ বাজার তৈরি হয়েছে।

চার বছরের মধ্যে বাংলা ঘুরে দাঁড়িয়েছে। যে কাজ গুলো আমরা হাতে নিয়েছি আগে সেগুলো সম্পূর্ণ করব তারপর নতুন কাজ শুরু করব। বলাগড়ের সবুজ দ্বীপ আগামীদিন এক জনপ্রিয় পর্যটন কেন্দ্র তৈরি হবে, এর কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। বাংলা আজ অনেক এগিয়ে। এলাকার মাধ্যমিক স্কুলগুলিতে উচ্চ মাধ্যমিক স্কুলে পরিণত করা হয়েছে। ১৯শে মে আমাদের সরকারের পাঁচ বছর পূর্ণ হবে। আমি আমার সাধ্যমতো চেষ্টা করে যাব মানুষকে সব রকমভাবে সাহায্য করার।

অর্থনৈতিক দিক

১৯৯৮ সালে তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলাম বলেই বাংলা থেকে বিতাড়িত করতে পেরেছি। আমরা গণতান্ত্রিক অধিকার পেয়েছি কিন্তু আমাদের পরিবর্তনের সরকার আজও অর্থনৈতিক অধিকার পায়নি।

আমাদের মাথার ওপর ২ লক্ষ কোটি টাকার দেনা রেখে গেছে সিপিএম। আগে বাংলার রোজগার ছিল ২০ হাজার কোটি টাকা, আমাদের আমলে সেটা বেড়ে হয়েছে ৪০ হাজার কোটি টাকা। পাঁচ বছরে ১ লক্ষ ৪০ হাজার কোটি টাকা কেটে নিয়ে গেছে কেন্দ্র।