WB CM directs Irrigation Dept to take steps to fight floods

Expressing her annoyance over the release of water by Damodar Valley Corporation (DVC) that may lead to a flood-like situation, West Bengal Chief Minister Mamata Banerjee has taken a stock on the present situation of the South Bengal districts including Kolkata.

The Chief Minister on Saturday spoke to the State irrigation minister Rajib Banerjee and asked him to ensure round-the-clock vigil in all the districts and to take necessary steps immediately as and when required. She has also enquired about each and every district. All the District Magistrates have been alerted.

The State Irrigation Department has set up round-the-clock control room in every district and phone numbers of control rooms have also been circulated so that maximum numbers of people get it.

The Kolkata Municipal Corporation (KMC) is also prepared to fight with any odd situation so that the city dwellers do not face any trouble.

 

বন্যা মোকাবিলায় সেচ দপ্তরকে সবরকম পদক্ষেপ নেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যে বন্যা পরিস্থিতির মোকাবিলায় সমস্ত জেলাকে তৈরি থাকার নির্দেশ দেওয়ার পাশাপাশি দামোদর ভ্যালি কর্পোরেশন (ডিভিসির) জল ছাড়লে রাজ্যের বেশ কিছু জেলায় বন্যার পরিস্থিতি তৈরি হয়ে পারে  তাই নিয়ে বিরক্ত প্রকাশ করেছেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শনিবার মুখ্যমন্ত্রী রাজ্য সেচ মন্ত্রী রাজিব বন্দ্যোপাধ্যায়কে সব জেলায় সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। তিনি প্রতিটি জেলার সম্পর্কে খোঁজ করেছেন ও সকল জেলা শাসকদের এব্যাপারে সতর্ক থাকতে বলেছেন। সেচ দফতরকে ২৪ ঘণ্টা নজরদারির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ একইসঙ্গে মশাবাহিত রোগ নিয়েও প্রশাসনকে সতর্ক থাকতে বলেন মুখ্যমন্ত্রী৷

রাজ্য সেচ বিভাগ প্রতিটি জেলায় একটি কন্ট্রোল রুম খোলার ব্যবস্থা করেছে। এই ফোন নম্বরগুলি মানুষকে দেওয়া হচ্ছে যাতে তারা তাদের প্রয়োজনে সাহায্যের জন্য যোগাযোগ করতে পারেন।

নগরবাসী যাতে কোনো সমস্যার সম্মুখীন না হয় সেজন্য পরিস্থিতির সঙ্গে লড়াই করার জন্য প্রস্তুত কলকাতা পুরসভা।

 

West Bengal Govt to introduce community radio in rural areas to update farmers

The West Bengal Government is all set to introduce community radios in different rural areas to let farmers get all sort of updated “area specific” information related to agriculture.

The project will initiate with the setting up of community radio stations after demarking certain areas into four to five zones and it will be implemented all across the state including the hills with the success of the initial phase.

In first run, two community radios of different frequencies will be aired in two different areas in Bardhaman and Birbhum. Each of the community radios will be covering a radius of around 20 to 30 km radius.

The areas where there is the maximum yield compared to that of other places have been chosen for the initial phase of the project.

The state government had taken several steps after the change of guard in the state to educate farmers about the updated and modern technology.

Programmes including regular workshop for farmers where they get lessons from experts and scientists and also get information about various schemes are being organised in Mati Tirtha, in Bardhaman.

At the same time the State Agriculture Department has decided to set up automated weather stations in each and every block of the state so that farmers get weather updates without any loss of time.

 

কৃষকদের জন্য গ্রামাঞ্চলে কমিউনিটি রেডিও চালু করছে পশ্চিমবঙ্গ সরকার

বিভিন্ন গ্রামীণ এলাকায় কৃষকরা যাতে কৃষি সম্পর্কিত সমস্ত তথ্য পেতে পারেন সেজন্য নির্দিষ্ট এলাকায় কমিউনিটি রেডিও চালু করছে পশ্চিমবঙ্গ সরকার।

চার থেকে পাঁচটি অঞ্চলের মধ্যে নির্দিষ্ট এলাকায় কমিউনিটি রেডিও স্টেশন তৈরি করে এই প্রকল্পের সূচনা করা হবে এবং পরবর্তী পর্যায়ে সাফল্যের সঙ্গে সঙ্গে পাহাড় সহ সমস্ত রাজ্য জুড়ে বাস্তবায়িত হবে এই পরিষেবা।

প্রথম পর্যায়ে দুটি কমিউনিটি রেডিও বর্ধমান ও বীরভূম জেলার দুটি ভিন্ন অঞ্চলে প্রচারিত হবে। কমিউনিটি রেডিও’র প্রত্যেকটিকে প্রায় ২০ থেকে ৩০ কিমি ব্যাসার্ধের মাধ্যমে আচ্ছাদিত করা হবে।

যে এলাকায় ফলন সবচেয়ে বেশি হয় সেটিকেই প্রকল্পের প্রাথমিক পর্যায়ে জন্য মনোনীত করা হয়েছে।

কৃষকদের আধুনিক প্রযুক্তি সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য সরকার।

এছাড়া কৃষকরা যাতে বিশেষজ্ঞ এবং বিজ্ঞানীদের কাছ থেকে পাঠ পেতে পারে এবং বিভিন্ন প্রকল্প সম্পর্কে তথ্য পেতে পারে সেইজন্য নিয়মিত কর্মশালা সহ কর্মসূচির আয়োজন করা হচ্ছে বর্ধমানের মাটি তীর্থে।

কৃষকরা যাতে সময়মতো আবহাওয়ার আপডেট পেতে পারে সেজন্য রাজ্য কৃষি বিভাগ রাজ্যের প্রতিটি ব্লকে স্বয়ংক্রিয় আবহাওয়া স্টেশন তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে।

 

WB CM to visit north Bengal today

West Bengal Chief Minister Mamata Banerjee will start for north Bengal to hold the administrative review meeting of three districts – Malda, North and South Dinajpur.

The administrative review meeting of the three districts will be held at Islampur in North Dinajpur on Tuesday.

The West Bengal Chief Minister will leave the city on Monday evening for Bagdogra from where she will go to Sukana and the next day she would head towards the venue of the administrative review meeting.

After the meeting, she would be returning to Siliguri from Islampur. The Chief Minister will return to the city on August 24. The meeting is a crucial one as she will take stock of three districts at a time.

Like all other administrative review meetings, the Chief Minister will be discussing on the present status of progress of different projects and at the same time the projects those will be taken up for an overall development of the districts will also be discussed.

The Chief Minister will be inaugurating several projects and lay stone of some after the administrative review meeting on Tuesday. An elaborate security arrangement has been made to ensure that no untoward incident takes place in the area in the next two days.

 

আজ উত্তরবঙ্গ সফরে যাবেন মুখ্যমন্ত্রী

উন্নয়নে আরও গতি আনতে আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের তিন জেলায় – মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী।

মঙ্গলবার উত্তর দিনাজপুরের ইসলামপুরে চোপড়ার সোনাপুর মহাত্মা গান্ধী হাইস্কুল প্রাঙ্গণে তিন জেলার প্রশাসনিক পর্যালোচনা সভা হবে। সময় বিকেল তিনটে।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থেকে যেখানে তিনি শুকনা যেতে হবে এবং পরের দিন তিনি প্রশাসনিক পর্যালোচনা সভার ভেন্যু দিকে আগাইয়া হবে বাগডোগরা জন্য সোমবার সন্ধ্যায় শহর ছেড়ে চলে যেতে হবে.

এদিন দুপুরে বাগডোগরা বিমানবন্দরে নামবেন মুখ্যমন্ত্রী সেখান থেকে তিনি যাবেন শুকনায় এবং পরের দিন তিনি প্রশাসনিক বৈঠক করবেন। বৈঠক শেষে তিনি ইসলামপুর থেকে শিলিগুড়ি ফিরবেন। আগামী ২৪ আগস্ট মুখ্যমন্ত্রী কলকাতায় ফিরছেন।

সব অন্যান্য প্রশাসনিক পর্যালোচনা সভা মতো মুখ্যমন্ত্রী বিভিন্ন প্রকল্পের অগ্রগতি, বর্তমান অবস্থা এবং ঐ জেলার  সামগ্রিক উন্নয়ন নিয়ে আলোচনা করবেন। বৈঠকে বিভিন্ন কাজের খতিয়ান পর্যালোচনার পাশাপাশি উত্তরের উন্নয়নে বেশ কিছু নয়া প্রকল্পের সূচনা ও উদ্বোধন করার কথা মুখ্যমন্ত্রীর। বৈঠক শেষে বেশ কিছু ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে।

 

 

Mamata Banerjee tears into Central Govt. Here are 10 things she said

Mamata Banerjee tears into the Central Government. Here are 10 things she said:

  • The situation in the country is worse than Emergency now.
  • In the name of cooperative federalism, opinions of States are being bulldozed. This is dictatorship. This is against spirit of Constitution. The Centre is not taking States on board. We have never faced such discrimination before. Is the Centre following Presidential form of government? Where is federalism?
  • The Centre’s Kashmir policy failed. Their diplomacy is a disaster. Pakistan issue has become worse because of the Centre’s failure. I believe apart from Finance, Rail, Defence and External Affairs, Centre should not have any other subject in its jurisdiction. In the name of external affairs, the Centre goes on foreign trips. Rail Budget is also being done away with.
  • If States pay most of the funds, why should the schemes be named after leaders of the ruling party in the Centre. I have never seen a more arrogant Central Government. Do they want to do away with State governments? The Centre wants to control how States spend their Budget money? They want to appoint a person to State treasury. Why? They want to control the functioning of the States even at BDO level. Why will we allow that?
  • Few days ago, the Union Finance Minister paid tributes to Netaji on his “death anniversary”. Are these mistakes or planned actions? Bhashan on social media can get you votes. But what about nation-building? BJP is a hi-tech publicity oriented party. Under Narendra Modi’s government, the entire country has lost freedom again.
  • We are protesting against the Centre’s interference. We are being victimised. We will approach the President of India about the Centre’s undue interference in the business of States.
  • Federal structure is being bulldozed by the unilateral, arbitrary action of the Centre. This is a dangerous ‘red’ signal to stop democratic system. If the Centre does not correct its course, we will be forced to hit the streets.
  • Inflation is up. Development projects for weaker sections are stagnant. There is controversy over GDP numbers. Narendra Modi suddenly went to Pakistan on their PM’s birthday. Surprise visit. Many things happened after that. Total mishandling. In the name of gau-raksha there is violence across the country.
  • The Centre will be strengthened if the States are empowered.
  • Tamil Nadu has also expressed strong opinion on various issues. We will discuss with other Opposition-ruled States. Every party must come together to fight unitedly against the attempts by Modi Govt to thwart the federal structure.

West Bengal tourism department launches app

To boost the presence of Bengal on the traveler’s itinerary, the tourism department of the state has launched a mobile app based on the theme of ‘Experience Bengal’.

Alongside information on places of tourist interest, the app would be loaded with other facilities like maps and directions.

The sight would be powered by information on each and district of the state and the various places that can be visited and activities that can be taken up. There would also be information on the various festivals of the state.

Through some related links on the app, the users can also get access to Facebook, Twitter Page of West Bengal Tourism Development Corporation and Bengal cuisine website. Online booking facilities would also be available through the app available on android.

 

মোবাইল অ্যাপ চালু করলো পর্যটন দপ্তর

রাজ্যের পর্যটনের আরও বিকাশের লক্ষ্যে রাজ্য পর্যটন বিভাগ ‘এক্সপিরিয়েন্স বেঙ্গল’ এই থিমের ওপর ভিত্তি করে একটি মোবাইল অ্যাপ্লিকেশন চালু করেছে।

পর্যটকদের আগ্রহের জায়গাগুলির উপর বিভিন্ন তথ্যের পাশাপাশি মানচিত্র ও দিক নির্দেশও দেওয়া থাকবে এই অ্যাপলিকেশনে।

রাজ্যের প্রতিটি জেলার বিভিন্ন স্থান পরিদর্শন করার যাবতীয় তথ্য পাওয়া যাবে এই অ্যাপলিকেশনে। এছাড়া রাজ্যের বিভিন্ন উৎসব সম্পর্কিত তথ্যও  পাওয়া যাবে এখানে।

এর পাশাপাশি পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন দপ্তরের ফেসবুক, টুইটার ও ওয়েবসাইটের মাধ্যমেও সব রকম তথ্য পাওয়া যাবে। অনলাইন বুকিং সুবিধা ছাড়াও অ্যানড্রয়েড ফোনেও এই অ্যাপ্লিকেশন উপলব্ধ হবে।

 

French companies want to invest in Bengal, says Ambassador

Stating that West Bengal has witnessed a rapid development in almost all sectors, Alexander Ziegler, Ambassador of France in India, said that he is taking initiative to motivate more French companies to invest in the state.

He met the state Finance Minister Amit Mitra in Nabanna on Friday and said this after the meeting which he stated to be a “very successful” one.

Ziegler said that West Bengal is one of the best investment destinations at present. The reason being several initiatives were taken for its overall development and to attract investment here.

The state Finance Minister has invited him to be present in the Bengal Global Business Summit scheduled to be held on January 20, 2017.

 

বাংলায় বিনিয়োগ করতে চায় বহু ফরাসী সংস্থা, জানালেন রাষ্ট্রদূত

পশ্চিমবঙ্গ প্রায় সব খাতে দ্রুত উন্নয়ন করছে, দ্রুত এগোচ্ছে রাজ্য৷ তাই ফ্রান্স বাংলায় তার লগ্নির পরিমাণ আরও বাড়াতে চায়৷

এদিন ফ্রান্সের ভারতীয় রাষ্ট্রদূত আলেকজান্ডার জিয়েগলার বলেন, রাজ্যে বিনিয়োগ করার জন্য আরো ফরাসি কোম্পানিকে  উদ্বুদ্ধকরণের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

শুক্রবার নবান্নে  রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্রের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। শিল্প সংক্রান্ত বেশ কিছু বিষয়ে দু‘জনের আলোচনা হয়৷ বৈঠকের পর তিনি জানান, শিল্পমন্ত্রীর সঙ্গে আলোচনায় তিনি খুশি ৷ রাজ্যের শিল্প পরিস্থিতি ইতিবাচক৷

জিয়েগলার বলেন, বর্তমানে পশ্চিমবঙ্গ সবচেয়ে ভালো বিনিয়োগ গন্তব্যস্থলগুলির মধ্যে একটি।

রাজ্যের অর্থমন্ত্রী তাঁকে বিশ্ব বঙ্গ শিল্প সম্মেলনে আমন্ত্রণ জানান যা অনুষ্ঠিত হবে ২০১৭ সালের ২০ জানুয়ারি।

 

WB CM lauds police at ‘Jai Hey’ event

Dedicating the only recreational programme of the Kolkata Police “Jai Hey” to the family members of policemen, Chief Minister Mamata Banerjee said: “West Bengal is the safest place in the country and it had only become possible for the police”.

Chief Minister was speaking at the Kolkata Police’s programme “Jai Hey” on Friday evening at Netaji Indoor Stadium.

She said that the police work round the year to ensure safety of people. They need to work in all weathers braving the worst conditions. They sacrifice everything and give priority to their work. It would not be possible without the support of their family members.

“Instead of always criticising the police, we must appreciate their good work,” she said adding that she salutes their family members as they too sacrifice a lot to let the policemen work properly.

Chief Minister has also awarded the 10 officers of the Special Security Wing (SSW) who had taken part in the rescue operation when an escort car of the President’s convoy had fallen into the gorge while returning from Darjeeling.

 

 

জয় হে অনুষ্ঠানে পুলিশকে সম্বর্ধনা দিলেন মুখ্যমন্ত্রী

শুক্রবার সন্ধ্যায় নেতাজি ইনডোর স্টেডিয়ামে কলকাতা পুলিশ আয়োজিত ‘জয় হে’ অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “পশ্চিমবঙ্গ দেশের মধ্যে সবচেয়ে নিরাপদ এবং এটি শুধুমাত্র রাজ্যের পুলিশের জন্যই সম্ভব হয়েছে.”

অনুষ্ঠানের সূচনা করে মুখ্যমন্ত্রী বলেন, “পুলিশ দিন-রাত পরিশ্রম করে রাজ্যকে সুরক্ষিত রেখেছে৷ দুর্গাপুজো থেকে শুরু করে ইদ, যে কোনও উৎসবে পরিবারের সদস্যদের সঙ্গে সময় না দিয়ে পুলিশকর্মীরা দিন-রাত পথে নামেন শুধুমাত্র সাধারণ মানুষকে ভাল রাখার জন্য৷”

তিনি আরও বলেন, পুলিশের সমালোচনা করার পরিবর্তে তাদের ভালো কাজের প্রশংসা করা উচিত। তিনি পুলিশদের পরিবারকে স্যালুট জানান, কারণ পরিবার পাশে দাঁড়িয়ে সহযোগিতা না করলে পুলিশকর্মীরা তাঁদের কঠিন কর্তব্য পালন করতে পারতেন না৷

গত ১৫ জুলাই দার্জিলিং থেকে ফেরার সময় কার্শিয়াংয়ের কাছে খাদে পড়ে যায় রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কনভয়ের একটি গাড়ি৷ মুখ্যমন্ত্রী নিজে দাঁড়িয়ে থেকে উদ্ধারকার্যের নেতৃত্ব দেন৷ সেদিনের উদ্ধারকারী দশজন পুলিশকর্মীকে এদিনের অনুষ্ঠানে সাহসিকতার পুরস্কারে পুরস্কৃত করেন মুখ্যমন্ত্রী৷

 

 

 

WB CM inaugurates Kolkata Police Law Institute

West Bengal Chief Minister Mamata Banerjee inaugurated the Kolkata Police Law Institute today. This institute is yet another milestone in human resource development and skill development in West Bengal.

Located on Diamond Harbour Road, this institute will commence a special three-year LLB course from the 2016-17 academic session. The institute has been granted affiliation by Calcutta University.

The LLB course has been approved for serving officers of Kolkata Police and West Bengal Police, and is designed to enhance the standards of public service delivery by the police forces. The inauguration of this institute is yet another step towards providing an efficient, people-friendly administration.

 

আজ কলকাতা পুলিশ ল ইন্সটিটিউটের উদ্বোধন করলেন  মুখ্যমন্ত্রী

দ্য কলকাতা পুলিশ ল ইন্সটিটিউটের আজ উদ্বোধন করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ইনস্টিটিউটটি এখন পশ্চিমবঙ্গের মানবসম্পদ উন্নয়নের আরেকটি মাইলস্টোন।

এই ইন্সটিটিউটটি ৭ ডায়মন্ড হারবার রোডে অবস্থিত। এই এল এল বি পাঠ্যক্রম পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা বিভাগের নীতিগত অনুমোদন পাওয়া গেছে। আসন্ন ২০১৬-১৭ শিক্ষাবর্ষ থেকে একটি বিশেষ তিন বছরের এল এল বি পাঠ্যক্রম চালু হবে। কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক এই পাঠ্যক্রমের অনুমোদন প্রদান করা হয়েছে।

কেবলমাত্র কলকাতা পুলিশ ও পশ্চিমবঙ্গ পুলিশ কৃত্যকের কর্মরত আধিকারিকদের জন্য এই এল এল বি পাঠ্যক্রম অনুমোদিত হয়েছে। কর্মতৎপরতা, দক্ষ ও জনমুখী প্রশাসন গড়ে তোলার লক্ষ্যে এটি আরও একটি পদক্ষেপ।

 

West Bengal Govt’s tourism packages to liven up Durga Puja

With less than 50 days to go for Durga Puja, West Bengal Tourism Development Corporation Limited (WBTDCL) has unveiled a host of packages for tourists wanting to experience one of India’s biggest festivals.

Fifteen packages have been unveiled by WBTDCL covering Durga Puja pandals in Kolkata, on the outskirts of Kolkata and in north Bengal, and a cruise package and one for immersion trips.

The first tour is scheduled for September 30, on the occasion of Mahalaya.

There are three tours within Kolkata named Udbodhani, covering some of the grandest built pandals (pre-Puja whole-night tours on October 5, 6 and 7), and Sanatani-I and Sanatani-II, covering the Durga Pujas in the erstwhile zamindar households (morning tours on October 8, 9 and 10 for both I and II).

Another set of tours covers the traditional Durga Pujas on the outskirts of Kolkata. The different tours are Hooghly Safar, Rarbanger Puja-I, Rarbanger Puja-II, Surul Rajbari in Birbhum, Kashim Bazar Rajbari in Murshidabad and Bijaya Package to Bishnupur, covering the period from October 8 to October 13.

The various north Bengal tours are North Bengal Puja Package-I (pujas of Jalpaiguri and Cooch Behar Rajbari), North Bengal Puja Package-II (pujas of Jalpaiguri and Malbazar, and forest safari in Medhla) and North Bengal Puja Package-III (same as the package-II), from October 8 to October 10.

Besides these, there is a cruise package consisting of Durga Puja on board along with cultural programmes. There are morning and evening trips from October 7 to October 11.

There are also two trips covering the grand spectacles of the immersions of the idols at Babughat (two trips on October 13).

For some of the trips there are options of AC and non-AC buses, and some of the packages include lunch or dinner.

The details of all the trips, along with the prices can be obtained by clicking this link: SHARADOTSAV PACKAGES 2016.

 

দুর্গাপুজো উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকারের ভ্রমণ প্যাকেজ

দুর্গাপুজোর আর ৫০ দিনও বাকি নেই। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন কর্পোরেশন লিমিটেড (WBTDCL) একটি বিশাল প্যাকেজের ব্যবস্থা করেছে।

পনেরো প্যাকেজের আয়োজন করা হয়েছে পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন কর্পোরেশন লিমিটেডের তরফে। কলকাতা, কলকাতার উপকণ্ঠে এবং উত্তরবঙ্গের পুজো প্যান্ডেল মিলিয়ে মোট ১৫ টি প্যাকেজ রয়েছে। এর সঙ্গে একটি সমুদ্রভ্রমণ প্যাকেজ এবং একটি প্রতিমা বিসর্জন ভ্রমণের প্যাকেজও রয়েছে।

মহালয়া উপলক্ষে, প্রথম সফর নির্ধারিত হয়েছে ৩০ সেপ্টেম্বর।

কলকাতার মধ্যে তিনটি ট্যুর হবে যার নাম উদ্বোধনী,(৫,৬ ও ৭ অক্টোবর সারা রাত) সনাতনী-১, সনাতনী-২, এর সঙ্গে দেখানো হবে জমিদার বাড়ির পুজোগুলোও (৮,৯ ও ১০ অক্টোবর সকালে)।

এছাড়া কলকাতার বাইরে ঐতিহ্যবাহী দুর্গা পুজোগুলিরও একটি প্যাকেজ রয়েছে। সেগুলি হল হুগলী সফর, রাঢ়বঙ্গের পুজো-১, রাঢ়বঙ্গের পুজো-২, বীরভূমের সুরুল রাজবাড়ি, মুর্শিদাবাদের কাসিম বাজার রাজবাড়ী এবং বিষ্ণুপুরে বিজয়াপ্যাকেজ রয়েছে। ৮অক্টোবর থেকে 13 অক্টোবর পর্যন্ত এই ভ্রমণগুলির সময় নির্ধারণ হয়েছে।

উত্তরবঙ্গের বিভিন্ন ট্যুর প্যাকেজ রয়েছে। যেমন-উত্তরবঙ্গ পূজা প্যাকেজ-১ (জলপাইগুড়ি ও কোচবিহার রাজবাড়ির পূজো)  উত্তরবঙ্গের পূজা প্যাকেজ -২ ও উত্তরবঙ্গ পূজা প্যাকেজ -৩ (জলপাইগুড়ি ও মালবাজার, এবং মেধলার ফরেস্ট সাফারি) ৮ অক্টোবর থেকে ১০ অক্টোবর এর সময় নির্ধারিত হয়েছে।

এসবের পাশাপাশি, একটি ক্রুজ প্যাকেজ ও রয়েছে এবং সেখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা থাকবে। ৭ থেকে ১১ অক্টোবর প্রতিদিন সকাল ও সন্ধ্যায় ট্রিপ হবে।

এছাড়া ১৩ অক্টোবর বাবুঘাটে প্রতিমা বিসর্জনেরও দুটি ট্যুর প্যাকেজ রয়েছে।

কিছু কিছু ট্রিপের ক্ষেত্রে এসি ও নন এসি বাসেরও অপশন আছে এবং প্যাকেজের মধ্যে লাঞ্চ বা ডিনার অন্তর্ভুক্ত।

ভ্রমণের বিস্তারিত বিবরণসহ, প্যাকেজের মূল্য সংক্রান্ত সব তথ্য এই লিঙ্কে ক্লিক করে পাওয়া যাবে।

link: SHARADOTSAV PACKAGES 2016.

 

WB Govt forms GoS to speed up the deep sea port at Tajpur

The state government has formed a Group of Secretaries (GoS) to recommend the suitable investment model that to be taken up to develop the first state-owned deep sea port in Tajpur, West Bengal.

The policy was formed in the meeting of Cabinet Standing Committee on Industry headed by Chief Minister Mamata Banerjee in Nabanna on Wednesday.

In a press conference in Nabanna on Wednesday, Dr Amit Mitra that that the firm, CRISIL has submitted the report and they have also recommended a set of investment models besides assessing the profit to be generated once the port becomes fully functional.

The GoS will be headed by the Chief Secretary with principal secretaries of the departments who are related to the project like transport and finance, as other members.

The GoS has been formed to talk to experts in construction of ports and submit a report after studying the transaction advisory report of CRISIL suggesting the model that the state should take up within the next 10 to 15 days. The report of GoS will be the report of the state government complementing the report of CRISIL that had prepared the detailed project report. He said there are two basic models.

The State has to make an initial investment to attract investors if equity model is taken up or there is open tendering model that would need private investment from the very beginning or else there is also provision for “hybrid model”. But whatever the model would be, bidding through e-tendering will be done. Within a month after the GoS submits its report to the Chief Minister, the Request for Proposal for bidding will be issued and it would take around three to three and half years to complete the Phase-I of the project that will come up at a cost of Rs 5,000 crore.

In Phase-I, six of the total 15 berths will be constructed and rest of the nine berths will come up in Phase-II.

All the terminals will be multipurpose ones. There will be facilities to handle petroleum, dry bulk cargo and container cargoes in all the terminals. Moreover, there would be dredging work of only 18.8 km channels.

The silt that would be dredged out will be used again to form a reclaim land of a dimension of 2 km in length and 2.5 km in breadth on which the major portion of the port will come up. Thus there is no need of any land acquisition.

Vessels with a parcel size of 60,000 tonnes will able to avail the port with 15 metre draft which is several times more than that of the Haldia Port.

Dr Mitra said as per the projection of CRISIL, there will be 15.9 per cent post tax internal rate of return (IRR) and 20.2 per cent would be the post tax equity internal rate of return. Moreover, the next present value project cost would be Rs 2,199 crore over the next 30 years which suggests that it is going to be a highly profitable port.

The port is situated just at a distance of 8 km from the state highway. The nearest railway point is just 12 km away. Thus, there no much expenditure needed for infrastructure like construction of bridges as it is required for the Sagar port.

At the same time two ports will come up in Kulpi including one with a ship breaking and building unit.

 

তাজপুরে গভীর সমুদ্রবন্দর তৈরি করছে রাজ্য সরকার

কলকাতা, হলদিয়ার পর আরও চারটি বন্দর তৈরি হচ্ছে রাজ্যে৷ তাজপুর ও শঙ্করপুরের মাঝে তাজপুর গভীর সমুদ্র বন্দর তৈরি  করছে রাজ্য৷

পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনার কুলপিতেও একটি বন্দর তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে৷ এ ক্ষেত্রে প্রথম পর্যায়ে ৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে রাজ্য সরকার। বন্দরকে ঘিরে শিল্পতালুক গড়ে উঠবে ও প্রচুর কর্মসংস্থানের সুযোগ মিলবে বলে মনে করছেন রাজ্যের আধিকারিকরাও৷

বুধবার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে শিল্প বিষয়ক ক্যাবিনেট স্ট্যান্ডিং কমিটির বৈঠকে তাজপুরে গভীর সমুদ্র বন্দর তৈরির প্রক্রিয়া অনুমোদিত হয় ৷ রাজ্য সরকারের সচিবদের নিয়ে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হচ্ছে৷ ১৫ দিনের মধ্যে ‘গ্রুপ অফ সেক্রেটারিজ’ রিপোর্ট দেবে মুখ্যমন্ত্রীকে৷

শিল্প ও অর্থমন্ত্রী অমিত মিত্র জানিয়েছেন, আগামী তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যে প্রথম পর্যায়ের কাজ শেষ হবে৷ প্রথম পর্যায়ে প্রায় পাঁচ হাজার কোটি টাকা খরচ হবে৷ যেহেতু ১১৬ বি জাতীয় সড়ক থেকে ওই এলাকার দূরত্ব মাত্র আট কিলোমিটার ও কাঁথি রেলস্টেশন থেকে বড়জোর ২৩ কিলোমিটার, তাই পরিকাঠামোর ক্ষেত্রে খুব বেশি খরচ করতে হবে না রাজ্যকে৷

শিল্পমন্ত্রীর কথায়, “কোনও ব্রিজ করতে হবে না৷ কাছের রেল পয়েন্ট প্রায় ১২ কিলোমিটার৷ পরিকাঠামোয় খরচ করতে হবে ১৬০ কোটি টাকার মতো৷ সবমিলিয়ে প্রায় ১৫ মিটারের মতো গভীর হবে এই সমুদ্র বন্দর৷ সমুদ্র থেকে তৈরি করতে হবে প্রায় ১৮ কিলোমিটার চ্যানেল৷ এর ফলে বড় জাহাজ আসতে পারবে”।

তিনি আরও জানান, “প্রথম দফায় ছটি বার্থ তৈরি করা হবে৷ পরের দফায় হবে ৯টি বার্থ৷ তাজপুরের প্রত্যেকটি টার্মিনাল বহুমুখী কাজের হবে৷ ড্রাই কার্গোর সঙ্গে কন্টেনার কার্গো হিসাবেও কাজ করতে পারবে”।