22nd KIFF ends with the Golden Royal Bengal Tiger Award presented to the best film

The closing ceremony of the 22nd Kolkata International Film Festival (KIFF) on Friday evening at Nazrul Mancha saw Iranian director Nahid Hasanzadeh being handed over the Golden Royal Bengal Tiger Award for her film Another Time by actor Raveena Tandon. Chinese director Yao Tingting was also awarded for her film Cheer Me Up.

While addressing the gathering, Raveena Tandon lauded Chief Minister Mamata Banerjee for her efforts towards the empowerment of women.

Echoing Chief Minister Mamata Banerjee’s words, State Finance Minister Dr Amit Mitra said the city is the cultural capital of the whole world. Great directors like Satyajit Roy, Jean Renoir, Ritwik Ghatak had worked in Kolkata and made films of international standards. He said China was the theme for the film festival, and that “as cinema breaks all barriers of language and culture, people came and enjoyed the Chinese films without knowing the language”.

Senior ministers of the State Cabinet, the Mayor of Kolkata and distinguished guests and cinema lovers from all walks of life were present at the closing ceremony.

 

 

সেরা সিনেমাকে গোল্ডেন রয়েল বেঙ্গল টাইগার পুরস্কার প্রদানের মাধ্যমে শেষ হল ২২তম কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভাল

 

গতকাল ২২তম আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভালের সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হল নজরুল মঞ্চে যেখানে ভারতীয় অভিনেত্রী রবিনা ট্যান্ডন পারস্যের চিত্র পরিচালক নাহিদ হাসানজাদেহের হাতে গোল্ডেন রয়েল বেঙ্গল টাইগার পুরস্কার তুলে দিলেন তাঁর Another Time ছবিটি পরিচালনার জন্য। চৈনিক পরিচালক ইয়াও টিংটিংকেও পুরস্কৃত করা হয় তাঁর Cheer Me Up ছবিটি পরিচালনার জন্য।

রবিনা ট্যান্ডন বক্তব্য রাখতে গিয়ে নারী কল্যানে অসামান্য অবদানের জন্য মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেন।

মুখ্যমন্ত্রীর সঙ্গে একই সুরে অর্থমন্ত্রী অমিত মিত্র বলেন কলকাতা বিশ্ব সংস্কৃতির প্রাণকেন্দ্র। সত্যজিত রায়, জ্যাঁ রেনোয়াঁ, ঋত্বিক ঘটকের মতো বিশ্ববিখ্যাত চিত্র পরিচালকেরা কলকাতায় প্রচুর সিনেমা তৈরী করেছেন।

চীন ছিল এবারের থিম। তিনি বলেন, “যেহেতু সিনেমা ভাষা এবং সংস্কৃতির সব গন্ডি অতিক্রম করতে সাহায্য করে, তাই মানুষ চীনা ভাষা না জেনেও চীনা সিনেমা দেখতে এসেছেন ও আনন্দ পেয়েছেন।”

অনেক মন্ত্রী, কলকাতার মহানাগরিক ও অনেক বিশিষ্ট অতিথিরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

Trinamool corners Centre over demonetisation

Trinamool Congress cornered the Centre over the issue of demonetisation in both the Lok Sabha and the Rajya Sabha during the opening week of the Winter Session of Parliament.

On the opening day, that is, November 16, Trinamool Congress parliamentarians from both houses of Parliament staged a demonstration outside the Parliament in New Delhi, opposing the move of demonetisation by the Centre and demanding its rollback.

On the third day too, that is, November 18, too, the party’s MPs from both the Houses assembled near the Gandhi statue outside Parliament to stage a dharna, highlighting the plight of the common people due to demonetisation.

Trinamool Congress was the first political party to give a notice of suspension in the Rajya Sabha.

On November 17, in the Rajya Sabha, Derek O’Brien demanded voting after discussion on the issue of demonetisation. He said, “We think that beyond the debate there should be a voting”.

On the same day, in the Lok Sabha, Sudip Bandyopadhyay moved an Adjournment Motion under Rule 56 on the issue. He said, “Let this decision be withdrawn temporarily to chalk out a final plan”.

On November 18, Sudip Bandyopadhyay once again demanded a discussion under Rule 56 to censure the Central Government on demonetisation.

Thus ended an eventful week for the party, in which Trinamool Congress dominated the parliamentary proceedings.

 

 

কেন্দ্রীয় সরকারকে পার্লামেন্টে কোনঠাসা করল তৃণমূল কংগ্রেস

 

চলতি পার্লামেন্টের শীতকালীন অধিবেশনে লোকসভা ও রাজ্যসভা দু’জায়গাতেই কেন্দ্রীয় সরকারকে পুরো কোনঠাসা করল তৃণমূল কংগ্রেস।

শীতকালীন অধিবেশনের প্রথম দিন মানে ১৬ই নভেম্বর পার্লামেন্টের সদস্যরা পার্লামেন্টের বাইরে বিক্ষোভ প্রদর্শন করেন এই নোট বাতিলের বিরুদ্ধে।

তৃতীয় দিনেও একই ভাবে পার্লামেন্টের বাইরে তৃণমূল কংগ্রেসের পার্লামেন্টের সদস্যরা নোট বাতিলের ফলে সাধারণ মানুষের দুর্ভোগের প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করেন।

তৃণমূল কংগ্রেস প্রথম পার্টি যারা মুলতুবি প্রস্তাব আনেন রাজ্যসভায়।

১৭ই নভেম্বর রাজ্য সভায় ডেরেক ও ব্রায়েন আলোচনার পর ভোটের দাবি জানান।

একই দিনে লোকসভায় সুদীপ বন্দ্যোপাধ্যায় ৫৬ নম্বর নিয়ম অনুযায়ী মুলতুবি প্রস্তাব আনেন ও বলেন একটি সুপরিকল্পিত পরিকল্পনা গ্রহণ করে তারপর এই নোট বাতিল কার্যকর করা হোক।

পরের দিনও লোকসভায় সুদীপ বন্দ্যোপাধ্যায় একই দাবি তোলেন

বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শীতকালীন অধিবেশনের প্রথম সপ্তাহ অতিক্রান্ত হলো, যেখানে দাপিয়ে বেড়াল তৃণমূল কংগ্রেস।

 

This has gone beyond the stage of inconvenience: Derek O’Brien on Demonetisation

Yesterday the demonetisation discussion happened in the Rajya Sabha without the prime minister being present. What changed today?

We obviously prefer the prime minister to be there for the discussion. Yesterday was day one of the debate, today is day two. That’s the minimum. Even speeches will not help now. This has now become a people’s movement. Mamatadi has fought many battles for the people. This government has to act.

Today Mamata Banerjee gave the government three days to roll back its move. What will happen after that?

Within one hour of the announcement on November 8 , Mamatadi’s instincts and her understanding of grassroots politics made her respond quickly to the impending calamity. It is time for action now. People are suffering. In the next three days something serious has to be done. Otherwise this people’s movement will intensify. Things could spiral out of control. If you deprive people of money, food and baby food, you could have a civil uprising on your hands.

Is your party going to push for a vote?

We want a vote in both Houses because this is the time to stand up and be counted. We will do all that can be done within the parliamentary mechanism to raise this issue. Some parties want a joint parliamentary committee. They are entitled to their view and we respect their view . Even on Singur a decade ago, our view was our view. Today many parties and even the Supreme Court share our view…

When will Rajya Sabha function?

Different parties have different views on how to approach the subject. The name of my party is Trinamool which means grassroots. Our thinking and actions are guided by what we can do to reduce her suffering, her pain. Restore normalcy. This has gone beyond the stage of “inconvenience”.

Delhi CM Arvind Kejriwal skipped your march, yet West Bengal CM Banerjee went for his meeting.

Nothing like that. This is not some ego battle. Let’s focus on the task at hand: how to restore normalcy after this government rolled out a scheme in haste. The two CMs jointly addressed a huge gathering at the sabzi mandi. Mamata Banerjee is willing to work with all for this cause. She called the CPM general secretary, we walked with parties to Rashtrapati Bhawan. We don’t mind being in the third row. It’s about solving a problem.

 

First published on Indian Express 

 

West Bengal State Handicrafts Fair inaugurated

The West Bengal State Handicrafts Fair started from today.

The 24-day fair would continue till December 11 at Milan Mela Ground, opposite Science City. The fair timings are from 1 am to 8.30 pm. Entry to the fair is free.

The Handicrafts Fair is being organised by the Department of Micro and Small Scale Enterprises and Textiles.

Handicraft-makers from all over Bengal have come to this fair to sell their beautiful creations. Like every year, it is going to be a huge success.

 

শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ হস্তশিল্প মেলা

আজ থেকে শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ হস্তশিল্প মেলা।

২৪ দিনের মেলাটি চলবে আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত। সায়েন্স সিটির বিপরীতে মিলন মেলা প্রাঙ্গনে হবে এই মেলাটি। দুপুর ১ টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত খোলা থাকবে। কোন প্রবেশমূল্য লাগবে না।

এই হস্তশিল্প মেলাটি ক্ষুদ্র ও মাঝারি শিল্প দপ্তর এবং বস্ত্রশিল্প দপ্তর দ্বারা আয়োজিত।

বাংলার সব জায়গা থেকে হস্তশিল্পীরা এসেছেন তাদের তৈরি সুন্দর হাতের কাজের জিনিস বিক্রি করতে। প্রতি বছরের মত, এবছরও এই মেলাটি এক বিশেষ সাফল্য অর্জন করবে।

 

 

Mamata Banerjee gives ultimatum to Centre to withdraw demonetisation decision

Bengal Chief Minister Mamata Banerjee lashed out at the Centre, urging it to withdraw the decision to demonetise Rs 500 and Rs 1000 notes. She was addressing a rally at Azadpur Mandi in Delhi, where Delhi CM Arvind Kejriwal was also present.

In her speech, she highlighted the sad plight of the general public due to the sudden move of demonetisation. Mamata Banerjee said that before the election, the ruling party had said “good days are on their way”, while in reality, the poor are in tears. People have run out of supply of vegetables, she said, while accusing the Centre of inaction despite the plight of the people.

The Bengal Chief Minister pointed out that there has been a huge loss in GDP due to the Centre’s sudden decision. She referred to her interaction with the Punjabi community which has suffered a huge loss in the transportation sector. All the trucks carrying food and other goods are stalled at State borders, she said. She pointed out that the farmers have nothing to do and nothing to eat.

“Every day, the Government is coming out with new rules. This is an economic emergency and the entire country is suffering”, the CM said.

The Bengal Chief Minister strongly criticised the move by the Centre to mark the fingers of the common people who are depositing money with indelible ink and said that the people will blacken the Centre’s face for the mistrust being shown towards them. She maintained that joint parliamentary committees (JPC) are useless as seven such JPCs have been formed till date, none of which have yielded any results.

The Bengal Chief Minister pointed out that the Central ministers spend so much time in foreign countries that they have forgotten the country. She stated that the ruling party is out of sync with reality as it is talking about plastic economy. She also questioned the BJP on funds received from unknown sources.

Mamata Banerjee added that Trinamool Congress will cooperate with the Central Government if it is serious about bringing back black money from foreign countries. She also demanded to know what steps the Government is going to take regarding non-performing assets (NPA) of banks.

The Bengal Chief Minister said she has the people’s support in her struggle, which has made her fearless. The Chief Minister reiterated that it was not an ego battle; this is a fight for the people, she maintained. “We will not allow them to sell the country, we will not allow poor people to suffer”, said Mamata Banerjee while concluding her speech.

 

 

নোট বাতিল ইস্যুতে আজাদপুরে কেন্দ্রকে তুলোধোনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের ইস্যুতে আজ একটি জনসভার আয়োজন করে আম আদমি পার্টি। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল  ভাষণ দেন এই জনসভায়।

জনসভাটি হয় দিল্লির সবচেয়ে বড় সবজি ও ফলের পাইকারি বাজার আজাদপুর মাণ্ডিতে।

কেন্দ্রের এই হঠকারী সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়ে গতকাল রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের দ্বারস্থ হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং একটি স্মারকলিপিও জমা দেন।

তাঁর বক্তব্যের কিছু বিষয়ঃ

  • নির্বাচনের আগে ওরা বলেছিল আচ্ছা দিন আ রাহা হ্যায়। কিন্তু এখন গরীবরাও কাঁদছে
  • ওরা বলছে গরীবরা নিশ্চিন্তে ঘুমোচ্ছে,অথচ সাধারণ মানুষ ভোগান্তির শিকার
  • ঘরে সবজি না থাকলে কি এটিএম এ কি করবে মানুষ? রোটি-কাপড়া-মাকান, ইয়ে হ্যায় হিন্দুস্তান
  • মানুষ কাঁদছে আর ওরা মজা দেখছে
  • নোট বাতিলের জন্য জিডিপি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত
  • পাঞ্জাবী কমিউনিটি আমায় জানিয়েছে পরিবহন ব্যবস্থা সমস্যার সম্মুখীন, সব ট্রাক আটকে রয়েছে
  • কৃষকরা কি করবেন? তারা কি খাবেন? প্রত্যেকদিন সরকার নতুন নতুন নিয়ম আনছে। এটা কি তামাশা হচ্ছে?
  • নোট বাতিল সমস্যা অর্থনৈতিক বিপর্যয়ের সমান। সমগ্র দেশ এই সমস্যায় জেরবার
  • ওরা চায় সাধারণ মানুষের হাতে কালি লাগিয়ে দিতে। মানুষ ওদের মুখে কালি দেবে
  • ওরা মনে করে সবাই চোর আর ওরা সাধু
  • আজ অবধি সাতটা জেপিসি গঠিত হয়েছে কিন্তু কোনো ফল হয়নি
  • ওরা বিদেশে গিয়ে দেশের কথা ভুলে যাচ্ছে
  • ওরা প্লাস্টিক অর্থব্যবস্থার কথা বলছে। ওরা দেশের অবস্থা জানে না
  • কেন্দ্র সংবিধান বিরোধী কাজ করছে। দেশে জরুরি অবস্থার চেয়েও খারাপ অবস্থা
  • বিজেপি বলুক অজানা উৎস থেকে কত টাকা পেয়েছে তারা পার্টি তহবিলে?
  • কালো টাকা ওরা ফিরিয়ে আনুক বিদেশ থেকে। আমরা ওদের সাথে সহযোগিতা করব
  • ব্যাঙ্কগুলির নন-পারফর্মিং অ্যাসেট এর ব্যাপারে কি পদক্ষেপ নিচ্ছে কেন্দ্র
  • মানুষ আমাদের সাথে আছে। আমরা কাউকে ভয় পাইনা
  • এটা অহংকারের লড়াই নয়, এটা মানুষের লড়াই। আমরা লড়তে ভয় পাই না
  • আমরা লড়াই করি। আমাদের দমানো যাবে না। আমাদের জেলে পুড়লেও না, গুলি করে মেরে ফেললেও না
  • সরকারের উচিত আরও টাকার যোগান দেওয়া। বাজার খোলার জন্য ওদের পদক্ষেপ নেওয়া উচিত
  • আমরা ওদের দেশকে বিকিয়ে দিতে দেবনা। সাধারণ মানুষকে আর কষ্ট সহ্য করতে দেবনা

Bardhaman: On the path of development

The Trinamool Congress Government has brought about a lot of developmental initiatives to Bardhaman district. A lot of services are now reaching the people, which had never happened before.

There have been major developments in the sectors of rural development, agriculture, health, industry and education, among others.

 

Police

  • Four new police stations have been established: Durgapur women police station, Asansol-Durgapur women police station, Bardhaman women police station and Nadanghat police station.

 

Health and Family Welfare

  • Five special newborn care units (SNCUs) are already operational in Bardhaman Medical College and Hospital, Asansol District Hospital, Durgapur Sub-divisional Hospital, Katwa Sub-divisional Hospital, and Kalna Sub-divisional Hospital.
  • 23 sick newborn stabilisation units (SNSUs) are operational in the district.
  • Three critical care units (CCUs) are running in Durgapur, Asansol, and Bardhaman.

 

Education

  • Almost 2.45 lakh students have been presented with bicycles under the Sabuj Shathi Scheme.
  • 31 primary schools and 336 higher secondary schools have been established.
  • 24 primary schools have been upgraded to Madhyamik schools and 186 Madhyamik schools have been upgraded to Higher Secondary schools.

 

Agriculture and Land Reforms

  • We have developed Mati Tirtha to initiate dialogues on agriculture and other related sectors.
  • An Agriculture University has been established in Sadhanpur to bring in modern scientific techniques in the sphere of agriculture.
  • To aid unemployed youth, 160 Bengal Dairy kiosks have been established in the district.

 

Panchayat and Rural Development

  • The State Government has facilitated the building of 62,000 houses under Indira Awaas Yojana.
  • Under Mission Nirmal Bangla, around 3.74 lakh toilets have been built in the district. In 2014-15, Bardhaman was ranked 4th nation-wide and 3rd in West Bengal based on the number of household toilets built.

 

Minorities Development

  • Around Rs 110 crore have been spent on various schemes under the Multi-Sectoral Development Programme (MSDP).
  • 535 Anganwadi centres have been established at a cost of Rs 23.72 crore
  • Rs 141.25 crore has been spent to provide arsenic-free water.
  • Backward Classes and Adivasi Development
  • More than 3 lakh SC/ST/OBC certificates have been granted in the last four-and-a-half years.

 

Women and Child Development

  • Families which have severely malnourished children are being provided Rs 240 and 25 kg of rice as GR. This has led to the number of malnourished children going down from 2,513 to 586.

 

Khadya Sathi

  • The government is buying foodgrains at a rate higher than the minimum support price to help the farmers.

 

Industry

  • 35 clusters of micro, small and medium enterprises (MSME) have been established which has led to numerous employment opportunities.
  • 2 industrial estates have been set up in Durgapur and Shaktigarh.

 

PWD and Transport

  • Renovation of roads: NH-2B at a cost of Rs 17 crore, Saptagram-Tribeni-Kalna-Katwa at cost of Rs 35 crore, Muchipara-Shibpur at a cost of Rs 22 crore and Bhatar-Banprash at a cost of Rs 9 crore.

 

Power

  • To strengthen the electricity infrastructure, Rs 391 crore was spent in rural areas and Rs 262 crore in urban areas.

 

Irrigation

  • Rs 71 crore have been spent on upgrading canals and flood management.

 

Public Health and Engineering

  • To combat the problem of arsenic-polluted water, a surface water-based project has been set up in Purbasthali-2 block.

 

Labour

  • More than 22,000 people have been registered under West Bengal Transport Workers Social Security Scheme.
  • More than 9,000 people are receiving incentives under the Yuvashree Scheme.

 

Self-Help Groups and Schemes

  • 15 Karma Tirtha have been set up.

 

Urban Development

  • Around 20,000 homes have been built for the poor in urban areas.

 

Sports and Youth Affairs

  • Stadiums to be built in Bhatar and Memari

 

In 2007-11, the State Government had a budget of Rs 160 crore for developments in the region, which went up to Rs 609 crore in 2011-15, after the creation of Paschimanchal Unnayan Affairs Department. This shows the commitment of the Mamata Banerjee-led Trinamool Congress Government to West Bengal.

 

বর্ধমান জেলার উন্নয়নের জোয়ার 

রাজ্য ও অন্যান্য জেলার সঙ্গে তাল মিলিয়ে বিগত সাড়ে চার বছর সময়কালে অভূতপূর্ব উন্নয়ন ঘটেছে এই বর্ধমান জেলায়। এই জেলায় বিগত সাড়ে চার বছরে ৮৫ শতাংশ মানুষের কাছে বিভিন্ন সরকারী প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়া গেছে।

 

স্বরাষ্ট্র :-

প্রশাসনিক সুবিধার্থে ও উন্নয়নের স্বার্থে বর্ধমান (শিল্পাঞ্চল) ও বর্ধমান (গ্রামীণ) ২টি পৃথক জেলা গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। জেলায় নতুন থানা হিসাবে দুর্গাপুর মহিলা থানা, আসানসোল-দুর্গাপুর মহিলা থানা, বর্ধমান মহিলা থানা ও নাদনঘাট থানা স্থাপন করা হয়েছে।

 

স্বাস্থ্য পরিবার কল্যান :-

SNCU মোট ৫টি জায়গায়, চালু হয়ে গেছে।এগুলি হল:- বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, আসানসোল জেলা হাসপাতাল ও দুর্গাপুর মহকুমা হাসপাতালে, কাটোয়া মহকুমা হাসপাতাল, কালনা মহকুমা হাসপাতালে।

জেলায় মোট ২৩টি SNCU চালু হয়ে গেছে।

CCU মোট তিনটি জায়গায়:- দুর্গাপুর মহকুমা হাসপাতাল, আসানসোল জেলা হাসপাতাল, বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চালু হয়ে গেছে।

 

শিক্ষা:

এই জেলায় প্রায় ২ লক্ষ ৪৫ হাজার ছাত্র-ছাত্রীকে সবুজসাথী প্রকল্পে সাইকেল প্রদান করা হয়েছে।

বিগত সাড়ে ৪ বছরে জেলায় নতুন ৩১টি প্রাথমিক বিদ্যালয় ও ৩৩৬টি উচ্চ প্রাথমিক বিদ্যালয় গড়ে তোলা হয়েছে।

পাশাপাশি ২৪টি প্রাথমিক বিদ্যালয়কে উচ্চ প্রাথমিক বিদ্যালয় স্তরে এবং ১৮৬টি মাধ্যমিক বিদ্যালয়কে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় স্তরে উন্নীত করা হয়েছে।

 

ভূমি সংস্কার, কৃষি, মৎস্য পশুপালন

কৃষি, মৎসচাষ, পশুপালন ও সহযোগী ক্ষেত্রগুলির জন্য মত বিনিময় ও আদানপ্রদানের স্থায়ী পরিকাঠামো হিসাবে আমরা গড়ে তুলছি মাটি তীর্থঞ্চ। মাটি উৎসবের প্রাঙ্গণে এর স্থায়ী পরিকাঠামো গড়ে তোলা হয়েছে।

বৈজ্ঞানিক পদ্ধতিতে আধুনিক কৃষি শিক্ষা প্রচারের জন্যে আমাদের সরকার এক বলিষ্ট পদক্ষেপের মাধ্যমে বর্ধমান জেলার সাধনপুরে একটি নতুন কৃষি মহাবিদ্যালয় স্থাপন করেছে।

পাশাপাশি বেকার যুবক, যুবতীদের কর্ম সংস্থানের লক্ষে ১৬০টি আনশফতর ঈভতক্ষঁ ঔভষড়য জেলায় জেলায় গড়ে তোলা হয়েছে।

 

পঞ্চায়েত গ্রামোন্নয়ন:

গত সাড়ে ৪ বছরে জেলায় ৬২ হাজারের বেশি ইন্দিরা আবাসন ঘর করা হয়েছে। আগামী মে মাসের মধ্যে আরও ১৩ হাজার ঘর নির্মিত হয়ে যাবে।

জেলায় মিশন নির্মল বাংলা প্রকল্পে প্রায় ৩ লক্ষ ৭৪ হাজার শৌচালয় নির্মাণ সম্পূর্ণ হয়েছে। ২০১৪-১৫ সালে বর্ধমান জেলা পারিবারিক শৌচাগার নির্মাণের ক্ষেত্রে সারা ভারতবর্ষের মধ্যে চতুর্থ স্থান এবং রাজ্যে তৃতীয় স্থান অর্জন করেছে।২০১৬ সালের মার্চ মাসের মধ্যে বর্ধমান জেলার প্রতিটি পরিবারে শৌচাগার নির্মাণের কাজ ১০০ শতাংশ পূরন হবে।

 

সংখ্যালঘু উন্নয়ন :

MSDP- তে প্রায় ১১০ কোটি টাকা ব্যয় করে সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়নে বিবিধ প্রকল্প রূপায়িত করা হয়েছে।

জেলায় সংখ্যালঘু উন্নয়নে মোট ৫৩৫টি অঙ্গনত্তয়াড়ী কেন্দ্র ২৩.৭২ কোটি অর্থ ব্যয় করে নির্মিত হয়েছে।

 

অনগ্রসর কল্যাণ আদিবাসী উন্নয়ন:

বিগত সাড়ে ৪ বছরে প্রায় ৩ লক্ষ জাতি শংসাপত্র প্রদান করা হয়েছে।

 

নারী শিশু উন্নয়ন :

শিশুদের মধ্যে অপুষ্টি হার কমানোর জন্য আঙ্গনওয়াড়ী কেন্দ্রের মাধ্যমে পরিপূরক পুষ্টি সরবরাহ করা হচ্ছে।  অতিঅপুষ্টি শিশুদের পরিবারগুলিকে ২৪০ টাকা ও ২৫ কেজি চাল জি-আর হিসাবে দেওয়া হচ্ছে। অতিপুষ্টিজনিত শিশুদের পরিবারগুলিকে গ্রামীন কর্ম নিশ্চয়তা প্রকল্পের আওতায় আনা হয়েছে।তার ফলে এক বছরে অতিঅপুষ্টি শিশুর সংখ্যা ২৫১৩ থেকে কমে ৫৮৬ হয়েছে।

 

খাদ্য সুরক্ষা কর্মসূচী- খাদ্য সাথী প্রকল্প :

খাদ্য শস্যের যোগান সুনিশ্চিত করতে আমরা কৃষকদের থেকে বেশি দামে খাদ্য শস্য ক্রয় করা হচ্ছে। এতে কৃষকরাও বিশেষভাবে উপকৃত হচ্ছেন,তাঁরা ফসলের উপযুক্ত দাম পাচ্ছেন।

 

শিল্প:

জেলায় ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগের ৩৫টি ক্লাস্টার গড়ে তোলা হয়েছে। এর ফলে প্রচুর মানুষের কর্মসংস্থান সুনিশ্চিত করা গেছে।

দূর্গাপুরে ও শক্তিগড়ে ২টি শিল্প তালুক গড়ে তোলা হয়েছে।

 

পূর্ত পরিবহন :

৩৫ কোটি টাকা ব্যয়ে সপ্তগ্রাম-ত্রিবেণী- কালনা-কাটোয়া রাস্তার  সংস্কার, ২২ কোটি টাকা ব্যয়ে মুচিপাড়া-শিবপুর রাস্তা, ৯ কোটি টাকা ব্যয়ে ভাতার-বনপাস রাস্তা প্রভৃতি।

 

বিদ্যুৎ অচিরাচরিত শক্তি :-

বর্ধমান জেলার গ্রামীণ এলাকায় বিদ্যুতের পরিকাঠামো উন্নয়নে ৩৯১ কোটি টাকার ও বর্ধমান জেলার শহর এলাকায় বিদ্যুতের পরিকাঠামো উন্নয়নে ২৬২ কোটি টাকার দুটি প্রকল্পের কাজ শুরু হয়েছে।

 

সেচ :-

সেচ ব্যবস্থা উন্নতিকল্পে এবং বন্যা নিয়ন্ত্রনে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ৭১ কোটি টাকা ব্যায়িত হয়েছে।

 

জনস্বাস্থ্য কারিগরী  :

আর্সেনিক অধ্যুষিত এলাকায় আর্সেনিক দূষণের মোকাবিলায় পূর্বস্থলী-২ ব্লকে ১টি জল সরবরাহ প্রকল্প রূপায়িত হয়েছে।

 

শ্রম:-

অনুরূপভাবে,  WBTWS প্রকল্পে ২২ হাজারেরও বেশি পরিবহন কর্মী নথিভুক্ত হয়েছেন।

যুবশ্রী প্রকল্পে ৯ হাজারেরও বেশি যুবক-যুবতী উৎসাহ ভাতা পাচ্ছেন।

 

স্বনির্ভর দল স্বনিযুক্তি কর্মসূচী :-

জেলায় বিভিন্ন দপ্তরের মোট ২১টি কর্মতীর্থ নির্মাণের কাজ শুরু হয়েছিল, যার মধ্যে ইতিমধ্যেই ১৫টির কাজ সমাপ্ত হয়েছে, বাকী ৬টির কাজ চলছে।

 

পুর নগরোন্নয়ণ

বর্ধমান জেলায় শহরাঞ্চলে গরীবদের জন্যে প্রায় প্রায় ২০ হাজার বাসস্থান নির্মিত হয়েছে।

 

ক্রীড়া যুব কল্যাণ

বর্ধমান জেলায় ভাতার ও মেমারীতে স্টেডিয়াম নির্মাণের কাজ চলছে।

রাজ্য বাজেটে এই দপ্তরের পরিকল্পনা খাতে ব্যয় বরাদ্দ ২০০৭ -১১ সালে ছিল মাত্র ১৬০ কোটি টাকা, যা ২০১১-১৫ সালে বৃদ্ধি পেয়ে হয়েছে প্রায় ৬০৯ কোটি। জলসংরক্ষণ, সেচ, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, সড়ক নির্মাণ, পানীয় জলের ব্যবস্থা প্রভৃতি প্রকল্পগুলি এই দপ্তর অগ্রাধিকার ভিত্তিতে রূপায়ণ করছে।

 

————————————-

Demonetisation: Mamata Banerjee slames Centre for “black mechanism” with indelible ink

Bengal Chief Minister Mamata Banerjee said that she will be meeting the President of India tomorrow, no matter what.

“Old Rs 500/1000 notes are being allowed in railways, petrol pumps. NHAI too have been exempted. But no exemption for state sector agriculture, co-operatives… No exemption for patients in private hospitals, nursing homes or for non-prescription medicines. Why this discrimination? The situation is serious. Very grim. People are suffering. We will meet the Hon. President tomorrow, no matter what,” Mamata Banerjee tweeted.

The Bengal Chief Minister lashed out at the Government’s decision to mark the depositors with indelible ink.

“Desperate attempt to start a ‘black mechanism’ with indelible ink shows this Govt distrusts the common people… Also, there are by-elections on Nov 19. What will the EC say about this decision to put indelible on prospective voters?” the Bengal CM tweeted.

নোট বাতিল ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়

মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, আগামীকাল নোট বাতিল সমস্যা নিয়ে তিনি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন।

মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে বলেন, “পুরনো ৫০০ এবং ১০০০ টাকার নোট রেল এবং পেট্রোল পাম্প, ন্যাশনাল হাইওয়েতে নেওয়া হচ্ছে। রাজ্য সরকারের অধীন কৃষিক্ষেত্র  ও সমবায়কে কোন ছাড় দেওয়া হয়নি কেন? বেসরকারি হাসপাতাল, নার্সিং হোমে রোগীদের জন্য ওষুধে কোন ছাড় নেই। কেন এই বৈষম্য? পরিস্থিতি খুবই সংকটজনক ও ভয়াবহ। সাধারণ মানুষ এর জন্য চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন। আমরা আগামীকাল যেভাবেই হোক রাষ্ট্রপতির সঙ্গে দেখা করব”।

নোট বদলের পর হাতে কালি লাগানোর কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তকে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় সরকারের উদ্দেশে তাঁর টুইট, “কেন্দ্রীয় সরকার কি মানুষকে বিশ্বাস পর্যন্ত করে না? সাধারণ মানুষের হাতের কালি এবারে ওদের মুখে পড়বে। আগামী ১৯ নভেম্বর উপ-নির্বাচন। নির্বাচন কমিশন সরকারের এই সিদ্ধান্তকে কি বলবেন?”

 

Bengal Govt exempts agricultural tax for trucks stuck at border entry points

In a bid to check the hike in prices of essential goods due to demonetisation of higher denomination currency notes, Chief Minister Mamata Banerjee announced on Monday that no agricultural tax would be imposed on entry of trucks to Bengal from other states for the next three days.

The decision has been taken so that vegetables and other essential items loaded in trucks, which are stuck at different border entry points for failing to pay the tax, do not perish.

The supply of essential goods is likely to fall if trucks remain stranded at the borders for next few days.

In one of her tweets, Mamata Banerjee stated: “Thousands of trucks carrying vegetables & other essential products are stuck at different state borders because they cannot pay toll tax. Waiting for 3 days. To save farmers and commoners, perishable vegetables should not be allowed to spoil. Bengal government has decided not to impose any agricultural tax on movement of trucks for next 3 days.”

In another tweet, she stated: “Thousands of trucks all over the country carrying essential goods and perishables facing huge cash shortage crisis. This issue will become even more serious over next few days and push essential prices up beyond control. Quick action needed.”

Reports on trucks loaded with goods, including perishable ones, stranded at borders led to panic among traders in the state. They apprehended a hike in price of essential goods due to short supply as the trucks were not able to enter the state without paying the tax. At the same time, goods like fishes and vegetables worth crores of rupees were perishing in the trucks itself. It would leave a deep impact on the market.

The shortfall in the supply of essential goods would lead to inconvenience to the people as on the one hand they do not have the required money while on the other the prices of essential goods may go up.

Truck owners and traders in the state heaved a sigh of relief with Mamata Banerjee’s announcement on exemption of agricultural tax. They felt that the decision was crucial and timely or they had to stop bringing in goods from other states.

Bengal to directly transfer money for paddy procurement to farmers’ accounts

The Bengal Food and Supplies department has decided to transfer money for procurement of paddy directly to the bank account of farmers.

The step has been taken so that farmers do not get unnecessarily harassed while collecting cheques and again while depositing them in the Branch in which they have their accounts. Moreover, the system was time consuming.

With the introduction of the mechanism of direct transfer of money to their respective accounts, they do not have to wait for the cheque to get cleared. They just need to go to their banks and update their pass books to check whether the money is showing in the available balance of their account or not.

The State Food & Supplies Minister, said: “The new system of transferring money directly to the account of farmers would get introduced by mid December.”

Meanwhile, the State Food & Supplies department has constituted four Vigilance Squad Teams for inspection of godowns in different districts.

At the beginning of every Kharif season, the department needs to inspect the store houses in districts to tally the report given by them on the remaining stock of food grain and the reality.

This time four teams have been constituted and they started the inspection from Friday. The officials found that the report given on the remaining stock was correct during the inspection that was carried out in South 24-Parganas on Friday.

The inspection was conducted in South Dinajpur on Saturday. The State Food & Supplies Minister said: “Inspection would be carried out in distributor and dealer level this time. If needed, the department may also take the help of the Criminal Investigation Department and local police.”

Cooch Behar: Big gains in the past five years

As experienced in the rest of West Bengal, there has been unprecedented development in Cooch Behar district over the last five years. In the last four-and-a-half years, 95% of the people of the district have been brought under the ambit of various government schemes.

The much-awaited interchange of Chhitmahal enclaves between India and Bangladesh was a result of the treaty signed between the two countries on June 6, 2015 during the visit of Mamata Banerjee to Bangladesh. On July 31, 2015, India acquired 51 Chhitmahal territories, which were made a part of Cooch Behar. In exchange, Bangladesh received 111 Chhitmahal territories. As a result of this treaty, the population of Cooch Behar has gone up by 15,768.

 

Uttarkanya

For the benefit of the people of North Bengal, a branch secretariat of the State Government has been established in North Bengal, named Uttarkanya. Along with other departments, pension, provident fund and group insurance branch offices too have started operations here. As a result of this, the entire population of North Bengal do not have to travel to Kolkata any more. The Government now extends services to the people faster than ever before.

 

Health and family welfare

  • 2 medical colleges established
  • 6 fair-price medicine shops (FPMS) started, as a result of which more than 1.3 lakh people have benefitted to the tune of Rs 3.19 crore
  • Dialysis unit started at MJN Hospital
  • 12 sick newborn stabilisation units (SNSU) operating across 9 block hospitals and 3 sub-divisional hospitals
  • 1 sick newborn care unit (SNCU) started at MJN Sadar hospital
  • 1 critical care unit (CCU) with 12 beds already operating, as is the Antiretroviral Therapy (ART) Centre
  • High-dependency units (HDU) started in sub-divisional hospitals in Mathabhanga and Dinhata
  • 8 block primary health centres (BPHCs) upgraded

 

Education

  • Cooch Behar Panchanan Barma University has started
  • Government engineering college set up in Harinchaura
  • Construction of colleges in Ghoksadanga and Nishiganj completed
  • Colleges in Dewanhat and Bakshiganj upgraded
  • Industrial training institute (ITI) cnstructed in Mekhliganj
  • Tufanganj Polytechnic College has started classes
  • Classes started from April 2014 in Sitalkuchi Model School
  • 21 primary schools and 310 upper primary schools set up
  • 5 primary schools upgraded to upper primary level and 43 secondary schools to higher secondary
  • Mid-day meals being provided in all schools in the district
  • Separate toilets constructed for boys and girls in every school in the district
  • Agriculture, Land Reforms, Fisheries, Animal Resources Development
  • More than 9,000 landless families given patta under Nijo Griha Nijo Bhumi (NGNB) Scheme,
  • Kisan Credit Cards (KCC) distributed to almost 100% of farmers
  • 8 Kisan Mandis being set up
  • Animal Resources Development Department has distributed more than 6 lakh ducklings and chickens among self-help groups for rearing
  • Panchayat and Rural Development
  • 100 Days’ Work Scheme: Rs 642 crore spent to create 3.67 crore man-days
  • 312 km of rural roads built
  • Around 43,000 Indira Awaas Yojana homes built
  • Almost 1.91 lakh toilets built under Mission Nirmal Bangla

 

Minorities Development

  • 2.71 lakh minority students handed out scholarships worth almost Rs 41 crore
  • Rs 22 crore worth of loans provided to minority youths for self-employment purposes
  • Rs 100 crore spent on Multi-sectoral Development Programme (MSDP) for the development of minorities
  • Projects worth Rs 10.6 crore for students’ hostels
  • Backward Classes and Adivasi Development
  • More than 97,000 students getting benefit under the Sikshashree Scheme
  • About 1.87 lakh SC/ST/OBC certificates handed over

 

Women and Child Welfare

  • Almost 1.5 lakh girl students brought under the Kanyashree Scheme
  • Malnourished children being provided with nutritious food

 

Food Security

  • More than 21 lakh people getting foodgrains at Rs 2 per kg

 

Industry

  • Cooch Behar Industrial Growth Centre built on 130 acres at an investment of Rs 116 crore
  • Chakchaka Jute Park has come up on 33 acres
  • 5 micro, small and medium enterprise (MSME) clusters and 2 handloom clusters set up
  • Rs 2,000 crore worth of bank loans provided
  • 35,000 handicraft workers given identity cards and 52 handicraft workers given loans worth Rs 11 lakh

 

PWD and Transport

  • 114 projects for roads, bridges, etc., worth Rs 388 crore, completed, benefitting 10 lakh people
  • 570 km roads completed/re-built/widened
  • Teesta Bridge project, worth Rs 422 crore, is underway in Haldibari and Mekhliganj blocks, which, when completed, will cut down the travel distance between Haldibari and Mekhliganj from 85 km to 15 km

 

Power

  • Under the Sobar Ghore Alo Project, 100% rural electrification is near completion
  • Bamanhat power sub-station already commissioned
  • Mathabhanga sub-station to be commissioned

 

Irrigation

  • Irrigation dam conservation work of 86 km completed
  • Asphalt roads being laid on the Teesta dam in Haldibari block and on the Rakshakari dam at a cost of Rs 12 crore
  • Water Resources Investigation and Development Department, during 2014-15, built 413 diesel-powered irrigation projects having tube-wells, 42 electricity-powered irrigation projects and 2 electricity-powered projects of medium capacity

 

Public Health Engineering

  • 71 drinking water projects worth Rs 106 crore have been undertaken, benefitting 4 lakh people

 

Tourism

  • An eco-tourism and picnic spot, centred around the Dumduma Jheel in Bhogrampur in Mathabhanga-I block, is near completion

 

Labour

  • About 1.53 lakh unorganised workers registered under State-Assisted Scheme of Provident Fund for Unorganised Workers (SASPFUW)
  • About 79,000 lakh construction workers registered under Building and Other Construction Workers Welfare Act (BOCWA).
  • Similarly more than 10,000 transport workers registered under West Bengal Transport Workers’ Social Security Scheme (WBTWSSS)

 

Self-Help Groups and Schemes

  • Under the Anandadhara Scheme, around 5,000 self-help groups (SHGs) have been set up
  • Under the Swami Vivekananda Swanirbhar Karmasuchi, more than 7,500 projects, worth Rs 37 crore, have been sanctioned
  • Vocational training for making jute products, garments, etc being provided to 300 self-help groups comprising women
  • Under the Anandadhara Scheme, executive committees formed comprising groups skilled in processing jute products and dry foods; these have formed agreements with organisations like CII, FICCI, CINI and SIT for the sale of good produced by them

 

Urban Development

  • The six municipalities of Cooch Behar district spent more than Rs 135 crore on various projects
  • More than 2,500 homes built for the urban poor

 

Information and Broadcasting

  • Around 2,000 folk artistes getting retainer fees and pensions

 

Housing

  • More than 7,000 homes being built under Gitanjali and other schemes

 

Sports and Youth Affairs

  • Rs 74 lakh provided for building 37 multi-gym centres
  • The renovation work of Rajbati Stadium (phase-I) has been completed and a basketball court has also been built

 

Police

  • Cooch Behar Women Police Station has been formed

 

The government has continuously been executing development projects for the betterment of Cooch Behar district, and the result is there for all to see.

 

কোচবিহার জেলায় উন্নয়ন এক নজরে

ঐতিহাসিক ছিটমহল হস্তান্তর:

২০১৫ সালের জুন মাসের ৬ তারিখে মাননীয়া মুখ্যমন্ত্রীর বাংলাদেশ সফরের সময় যে ভারত-বাংলাদেশ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল তারই ফলশ্রুতি স্বরূপ সম্পন্ন হয়েছে বহু কাঙ্খিত ভারত-বাংলাদেশ ছিটমহল  হস্তান্তর।

উত্তরকন্যা

সমগ্র উত্তরবঙ্গের মানুষের সুবিধার্থে উত্তরবঙ্গে আমরা স্থাপন করেছি রাজ্য সরকারের শাখা সচিবালয়- উত্তরকন্যা। এর দরুন সমগ্র উত্তরবঙ্গের মানুষজনকে আজ আর সরকারি কাজের জন্য কলকাতায় ছুটে যেতে হয় না। সরকারি কাজ ও পরিষেবা মানুষের কাছে আরও দ্রুততার সাথে পৌছে যাচ্ছে।

রাজ্য ও অন্যান্য জেলার সঙ্গে তাল মিলিয়ে বিগত সাড়ে চার বছর সময়কালে অভূতপূর্ব উন্নয়ন ঘটেছে এই কোচবিহার জেলায়। এই জেলায় বিগত সাড়ে চার বছরে ৯৫ শতাংশ মানুষের কাছে বিভিন্ন সরকারী প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়া গেছে।

স্বাস্থ্য পরিবার কল্যান:

কোচবিহারে তৈরী হচ্ছে ২টি নতুন মেডিকেল কলেজ।

৬টি ন্যায্য মূল্যের ওষুধের দোকান খওগ সদর হাসপাতালে,দিনহাটা, মাথাভাঙ্গা, তুফানগঞ্জ, সিতাই ও মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে গড়ে তোলা হয়েছে।

৯টি আরষদয হাসপাতাল ও ৩টি মহকুমা হাসপাতাল মিলে মোট ১২টি SNSU চালু হয়েছে।

শিক্ষা:

কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় স্থাপন হয়ে, পঠনপাঠনও শুরু হয়ে গেছে।

হরিণচাওড়াতে সরকারী উশফভশননক্ষভশফ ইষররনফন নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে, আগামী শিক্ষা বর্ষ থেকে পঠন পাঠন শুরু হবে।

মেখলিগঞ্জ ব্লকের আই.টি.আই কলেজের কাজ সমাপ্ত হয়েছে।

তুফানগঞ্জ পলিটেকনিক কলেজের ক্লাস শুরু হয়ে গেছে।

বিগত সাড়ে ৪ বছরে জেলায় নতুন ২১টি প্রাথমিক বিদ্যালয় ও ৩১০টি উচ্চ প্রাথমিক বিদ্যালয় গড়ে তোলা হয়েছে।

পাশাপাশি ৫টি প্রাথমিক বিদ্যালয়কে উচ্চ প্রাথমিক বিদ্যালয় স্তরে এবং ৪৩টি মাধ্যমিক বিদ্যালয়কে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় স্তরে উন্নীত করা হয়েছে।

সব স্কুলে মিড-ডে-মিল চলছে যার ফলে পুষ্টি এবং উপস্থিতির হার বেড়েছে এবং স্কুল ছুট ছাত্রের সংখ্যা কমেছে।

প্রতিটি বিদ্যালয়ে ছেলে ও মেয়েদের জন্যে পৃথক শৌচাগার নির্মিত হয়েছে।

ভূমি সংস্কার, কৃষি পশুপালন

নিজ গৃহ নিজ ভূমি প্রকল্প:  উক্ত প্রকল্পে অদ্যাবধি ৯ হাজারেরও বেশি ভূমিহীণ পরিবারকে মোট ৩৮৭.৫৭ একর জমির পাট্টা প্রদান করা হয়েছে।

জেলার প্রায় ১০০% কৃষকদের কিষান ক্রেডিট কার্ড- প্রদান করা হয়েছে।

জেলায় ৮টি কিষাণ মান্ডি গড়ে তোলা হচ্ছে। এরমধ্যে তুফানগঞ্জ-১, মাথাভাঙ্গা-২ ও শীতলকুচি ব্লকে ৩টি কিষাণ মান্ডির কাজ সম্পূর্ণ হয়েছে।

পঞ্চায়েত গ্রামোন্নয়ন:

বিগত সাড়ে চার বছরে ১০০ দিনের কাজে ৬৪২ কোটি টাকা ব্যয় করে ৩ কোটি ৬৭ লক্ষ শ্রম দিবস সৃষ্টি হয়েছে।

গ্রামীণ সড়ক যোজনায় ৩১২ কি. মি. রাস্তা নির্মিত হয়ে গেছে। গত সাড়ে ৪ বছরে জেলায় প্রায় ৪৩ হাজার ইন্দিরা আবাসন ঘর করা হয়েছে।

জেলায় মিশন নির্মল বাংলা প্রকল্পে প্রায় ১ লক্ষ ৯১ হাজার শৌচালয় নির্মাণ সম্পূর্ণ হয়েছে।

সংখ্যালঘু উন্নয়ন:

জেলায় বিগত সাড়ে ৪ বছরে, প্রায় ২ লক্ষ ৭১ হাজার সংখ্যালঘু ছাত্র-ছাত্রীকে প্রায় ৪১ কোটি টাকা স্কলারশিপ প্রদান করা হয়েছে।

স্বনির্ভরতার জন্য সংখ্যালঘু যুবক-যুবতীদের প্রায় ২২ কোটি টাকা ঋণ প্রদান করা হয়েছে।

২টি ছাত্রাবাস নির্মিত হয়েছে এবং ৯টির নির্মানকার্য সম্পন্ন হওয়ার মুখে যার বরাদ্দকৃত অর্থের পরিমান ১০ কোটি ৬০ লক্ষ ৫১ হাজার টাকা।

কোচবিহার শহরে একটি কেন্দ্রীয় ছাত্রীনিবাস নির্মিত হয়েছে যার বরাদ্দকৃত অর্থের পরিমান ২ কোটি ৩১ লক্ষ টাকা।

অনগ্রসর কল্যাণ আদিবাসী উন্নয়:

৯৭ হাজারেরও বেশি ছাত্র-ছাত্রী শিক্ষাশ্রী প্রকল্পে সহায়তা পাচ্ছে।

বিগত সাড়ে ৪ বছরে প্রায় ১ লক্ষ ৮৭ হাজারেরও বেশি জাতি শংসাপত্র প্রদান করা হয়েছে।

নারী শিশু উন্নয়ন:

জেলায় প্রায় দেড় লক্ষ ছাত্রী কন্যাশ্রীর আওতায় এসেছে।

১লা মে, ২০১৫ থেকে গুরুতররূপে অপুষ্ট শিশুদের পুষ্টিখাদ্য দেওয়া শুরু হয়েছে।

খাদ্য সুরক্ষা কর্মসূচী:

জেলায় সাড়ে ২১ লক্ষেরও মানুষ ২/- টাকা কেজি দরে খাদ্যশস্য পাচ্ছেন।

শিল্প:

 

জেলায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ৫টি এবং হস্তচালিত তাঁতের ২টি ক্লাস্টার স্থাপন করা হয়েছে যার মাধ্যমে প্রচুর মানুষের কর্মসংস্থান হয়েছে।

ক্ষুদ্র শিল্পের ক্ষেত্রে বিগত সাড়ে চার বছরে এই জেলায় প্রায় ২ হাজার কোটি টাকা ব্যাঙ্ক ঋণ প্রদান করা হয়েছে।

কোচবিহার জেলায় এখন অবধি ৩৫ হাজার হস্তশিল্পীদের পরিচয় পত্র প্রদান করা হয়েছে। ৫২ জন হস্তশিল্পীদের ১১ লক্ষ টাকা ঋন দেওয়া হয়েছে।

পূর্ত পরিবহন:

জেলার সড়ক ব্যবস্থা উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। জেলায় বিগত সাড়ে চার বছরে ৫৭০ কিমি রাস্তা নির্মাণ/পুর্ননির্মাণ/সম্প্রসারণ ও উন্নীতকরণের কাজ সম্পন্ন হয়েছে।

এই জেলায় তিস্তানদীর উপরে বৃহত্তম সেতু নির্মাণের কাজ শুরু হয়েছে। ৪২২ কোটি টাকা ব্যয়ে, হলদিবাড়ি ও মেখলিগঞ্জ ব্লকের মধ্যে, সাড়ে ৫ কি.মি. দীর্ঘ এই সেতুটি নির্মিত হবে।

বিদ্যুৎ অচিরাচরিত শক্তি:

সমগ্র কোচবিহার জেলায় সবার ঘরে আলো প্রকল্পে ১০০% গ্রামীণ বৈদ্যুতিকরণের কাজ সম্পন্ন হয়েছে।

মাথাভাঙ্গা সাব-ষ্টেশন তৈরি হয়ে গেছে।

সেচ:

৮৬ কিমি দৈর্ঘ্যের বাঁধ সংরক্ষণের কাজ সম্পন্ন হয়েছে।

প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে হলদিবাড়ি ব্লকে তিস্তা নদীর বাঁধের উপর ও কোচবিহার জেলার শহর রক্ষাকারী নদীবাঁধের উপর সাড়ে ১২ কোটি টাকা ব্যয়ে পিচ রাস্তা নির্মাণের কাজ শুরু হয়েছে।

জনস্বাস্থ্য কারিগরী:

বিগত সাড়ে চার বছরে ৭১টি জলপ্রকল্পের কাজ শুরু হয়েছে, এর মধ্যে প্রায় ১০৬ কোটি টাকা ব্যয়ে ৩৭টির কাজ সমাপ্ত হয়েছে। এর ফলে জেলার প্রায় ৪ লক্ষ মানুষ উপকৃত হচ্ছেন। বাকী ৯টি জলপ্রকল্পের কাজ আগামী মে মাসের মধ্যে সমাপ্ত হবে।

পর্যটন:

মাথাভাঙ্গা ১ ব্লকের ভোগরামপুরে দমদম ঝিল কে কেন্দ্র করে ইকো টুরিজ্‌ম এবং পিকনিক স্পট তৈরীর কাজ শেষের পথে। আনুমানিক পরিকল্পনা ব্যয় ৪ কোটি ৬৯ লক্ষ টাকা।

প্রায় ২৩ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত রসিকবিল মিনি চিড়িয়াখানায় একটি পক্ষিশালার শুভ উদ্বোধন করা হয়েছে।

স্বনির্ভর দল স্বনিযুক্তি কর্মসূচী:

আনন্দধারা প্রকল্পে প্রায় ৫ হাজার স্বনির্ভর দল গঠিত হয়েছে।

বিগত সাড়ে চার বছরে স্বামী বিবেকানন্দ স্বনির্ভর কর্মসূচী প্রকল্পে সাড়ে ৭  হাজারেরও  বেশি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে এবং প্রায় ৩৭ কোটি টাকা অনুদান প্রদান করা হয়েছে।

জেলায় বিভিন্ন দপ্তরের মোট ৫টি কর্মতীর্থ নির্মাণের কাজ শুরু হয়েছিল, যার মধ্যে ইতিমধ্যেই মাথাভাঙ্গা-১ ব্লকে ১টির কাজ সমাপ্ত হয়েছে, বাকী গুলির কাজ চলছে।

পুর নগরোন্নয়ণ:

বর্তমানে কোচবিহার জেলায় ৬টি মিউনিসিপ্যালিটি বিগত সাড়ে চার বছরে প্রায় ১৩৫কোটি টাকার ও বেশি পরিকল্পনা খাতে ব্যয় করেছে। শহরাঞ্চলে গরীবদের জন্যে আড়াই হাজারেরও বেশি বাসস্থান নির্মিত হয়েছে।

তথ্য সংস্কৃতি:

বর্তমানে কোচবিহার জেলায় প্রায় ২ হাজার লোকশিল্পী রিটেনার ফি ও পেনশন পাচ্ছেন। আরও প্রায় ৬০০ লোকশিল্পী রিটেনার ফি ও পেনশন পেতে চলেছেন।

আবাসন:

জেলায় আর্থিক ভাবে দুর্বল মানুষদের জন্যে গীতাঞ্জলী ও অন্যান্য প্রকল্পে ৭ হাজারের বেশি বাসস্থান নির্মিত হচ্ছে, এর মধ্যে ৩ হাজারের বেশি বাসস্থানের নির্মাণ কাজ ইতিমধ্যেই সমাপ্ত হয়ে গেছে। আরও ৪ হাজার বাসস্থান নির্মাণ আগামী মে মাসের মধ্যে সম্পন্ন হবে।

ক্রীড়া যুব কল্যাণ:

ক্রীড়ার মান উন্নয়নে কোচবিহার জেলায় মোট ১৪৯টি ক্লাবকে অর্থ সাহায্য করা হয়েছে।

জেলায় ৩৭টি মাল্টি জিম সেন্টার গড়ে তুলতে ৭৪ লক্ষ টাকা প্রদান করা হয়েছে।

স্বরাষ্ট্র:

কোচবিহার জেলায় নতুন থানা হিসাবে, কোচবিহার মহিলা থানা স্থাপন করা হয়েছে।

উত্তরবঙ্গ উন্নয়ন:-

কোচবিহার জেলায় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর অনেকগুলি কাজ করছে, তার মধ্যে অন্যতম হল :- বক্সিরহাট, ঘোকষাডাঙা, দেওয়ানহাট ও নিশিগঞ্জ কলেজ ভবন নির্মাণ, মানসী নদীর পাড় বাঁধাই, কাপাইডাঙা থেকে বোচামারি পর্য্যন্ত রাস্তা নির্মাণ , পঞ্চানন বর্মা ইউনিভারসিটি নির্মাণ, মাথাভাঙায় নতুন পলিটেকনিক নির্মাণ, হরিণচাওড়ায় কোচবিহার ইঞ্জিনিয়ারিং কলেজ নির্মাণ, কালজানি নদীর উপর সেতু নির্মাণ , ভোগরামপুরে ইকো-ট্যুরিজিম ও পিকনিক স্পট নির্মাণ, শালবাড়ি-তে মারা রাইডাক নদীর উপর  সেতু নির্মাণ, অত্যাধুনিক বাতানকুল অডিটোরিয়াম নির্মাণ।