Bengal felicitates 40 people on International Day of Persons with Disabilities

The Bengal Government felicitated forty specially-abled people on the International Day of Persons with Disabilities on December 3.

The State Government organised various programme all through the day at different parts of the city to celebrate the occasion.

While handicrafts made by specially-abled people are on display at different fairs, camps for vaccination, health check-ups, etc for specially-abled people are also being organised.

On this occasion, around 500 flower plants were distributed among visitors to the Eco Park in Rajarhat, Newtown, which had the participation of more than hundred specially-abled people.

 

 

Image source: un.org

 

 

আন্তর্জাতিক প্রতিবন্ধকতা দিবসে ৪০ জনকে পুরস্কৃত করল রাজ্য

 

গত ৩ ডিসেম্বর আন্তর্জাতিক প্রতিবন্ধকতা দিবস উপলক্ষে রাজ্যের নারী, শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ দপ্তরের উদ্যোগে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশেষ প্রতিভা সম্পন্ন প্রতিবন্ধী ব্যক্তিদের পুরস্কার প্রদান করা হয়।

কলকাতা ও বিভিন্ন জেলা থেকে আসা এরকম ৪০ জন প্রতিবন্ধকতা যুক্ত ব্যক্তিদের কুর্নিশ জানাল রাজ্য সরকার। এছাড়াও এঁদের নিয়ে কাজ করছে এরকম কিছু স্বেচ্ছাসেবী সংস্থাকেও পুরস্কৃত করা হয়।

গত দু’‌বছরের মতো এ বছরও কলেজ স্কোয়্যারে রোজগার মেলার আয়োজন করা হয়েছে। ৪ ও ৫ ডিসেম্বর দুপুর ২টো থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। মেলায় প্রতিবন্ধকতা যুক্ত ব্যক্তিদের হস্তশিল্পের প্রদর্শনী হবে, বিভিন্ন সংস্থাও অংশগ্রহণ করবে।

এদিনের অনুষ্ঠানে প্রতিবন্ধীদের সফলতার কাহিনী নিয়ে নিয়ে বই ‘‌স্ফূরণ’ প্রথম সংখ্যা উদ্বোধন করা হয়।

আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে এদিন রাজারহাটের ইকো পার্কে ঘুরতে আসা মানুষদের পাঁচশো‌রও বেশি ফুলের গাছ উপহার হিসেবে দেওয়া হয়।

 

Bengal Ministers visit various markets to take stock of demonetisation effect on traders

The Bengal Agriculture Minister and the Agriculture Marketing Minister on Thursday visited several wholesale and retail markets in the city to assess the present situation with flow of money yet to improve after 23 days of demonetisation of notes.

The Ministers were also accompanied by the local MLA when they visited Koley Market near Sealdah and Manicktala market near Ultadanga.

After inspecting the markets and speaking to farmers and vegetable traders, the Agriculture Minister said that they would submit a report to the Chief Minister Mamata Banerjee in this regard.

The Ministers spoke to both the farmers who come to the markets from different villages to sell their produce and wholesale traders who import onions and potatoes from other states.

THey said that there is a wide gap between the price at which vegetables were procured from farmers and the rate at which the same is sold by traders in local market.

“A wholesaler said that he is selling capsicum at Rs 12 per kg while we are buying it at Rs 30 per kg in local markets. It shows that there are some middlemen who are playing nasty games. As a result, farmers are getting the minimum price and on the other hand common people are buying the same at a much higher price. Stringent measures would be taken against these middlemen,” the State Agriculture Minister said.

He further said that the Centre’s decision of demonetisation has left a deep impact on the market. Both buyers and sellers are affected due to the cash crunch. Business volume has come down drastically.

“I spoke to an onion wholesaler who procured the vegetable from South India. He said that his per day sale was around 100 kg and now it has gone down to 40 kg. I found stock of comparatively bigger size onions in Koley Market. These onions would perish if not sold within the next few days. The traders would incur huge loss if they cannot clear the stock. Still the price of vegetables are under control, but I apprehend price rise if the situation doesn’t improve soon,” he said, adding that they had also urged the Centre’s representatives, who visited the state in recent time, to visit the markets to get the real picture and to know how people are suffering due to the Centre’s hasty decision.

Besides taking up the issue politically, the State Government is also doing the necessary to let the country know how the people are suffering.

The inspections will continue and the Ministers would often visit the markets in the next few.

The State Agriculture Marketing Minister said: “The visit was essential to know the real picture. Steps would be taken accordingly to reduce the suffering of the farmers.”

 

ব্যবসায়ীদের ওপর নোটবাতিলের প্রভাব দেখতে বিভিন্ন বাজার ঘুরে দেখলেন রাজ্যের মন্ত্রীরা

নোটবাতিলের ২৩দিন পরেও টাকার জোগান কিরকম আসছে ও তার ফলে ব্যাবসায়ীদের মধ্যে কি প্রভাব পড়ছে তা দেখতে শহরের বিভিন্ন পাইকারি ও খুচরো বাজার ঘুরে দেখেন কৃষি মন্ত্রী ও কৃষি বিপনন মন্ত্রী।

স্থানীয় বিধায়করাও ওনাদের সঙ্গে ছিলেন যখন ওনারা কোলে বাজার ও মানিকতলা বাজার পরিদর্শন করেন। চাষি ও সবজি বিক্রেতাদের সঙ্গে কথা বলে কৃষি মন্ত্রী জানান, তিনি বিশদ রিপোর্ট মুখ্যমন্ত্রীর কাছে জমা দেবেন।

দুরের গ্রাম থেকে আসা চাষিদের পাশাপাশি যেসকল পাইকারি বিক্রেতারা আলু ও পেঁয়াজ আমদানি করে থাকেন, তাদের সঙ্গেও আলোচনা করেন।

তাঁরা জানান চাষিদের থেকে যে দামে সবজি কেনা হয় ও বাজারে বিক্রেতারা যে দামে আনাজ বিক্রি করছেন, তার মধ্যে অনেক তফাৎ আছে।

কৃষি মন্ত্রী বলেন, তিনি এক পাইকারি সবজি বিক্রেতার সঙ্গে কথা বলে জেনেছেন, পাইকারি সবজি বিক্রেতা ১২ টাকা কিলো দরে ক্যাপসিকাম বিক্রি করেন কিন্তু ক্রেতারা খুচরো বিক্রেতাদের থেকে সেটা পাচ্ছে ৩০ টাকা কিলো দরে। তার মানে ফড়েরা খুব বাজে ধরনের পদ্ধতিতে দাম বাড়াচ্ছে, যার ফলে চাষি ও ক্রেতা উভয়ই বঞ্ছিত হচ্ছে।

তিনি আরও বলেন, নোটবাতিলের ফলেও খুব খতিগ্রস্ত হয়েছেন ক্রেতা ও বিক্রেতা উভয়পক্ষ। ব্যাবসার পরিধি অনেক কমে গেছে।

তিনি বলেন, তিনি আর এক আনাজ বিক্রেতার সঙ্গে কথা বলে জানতে পেরেছেন, ওই বিক্রেতা দক্ষিন ভারত থেকে আনাজ আনিয়ে থাকেন, আগে রোজ ১০০ কিলো বিক্রি ছিল যা এখন কমে ৪০ কিলোতে এসে পৌঁছেছে। এইসব আনাজ খুব তাড়াতাড়ি পচে যাবে যদি না সামনের সপ্তাহের মধ্যে বিক্রি করা যায়। সেক্ষেত্রে ব্যাবসায়ীরা বিশাল খতিগ্রস্ত হবেন। মন্ত্রী বলেন, তাও আনাজের দাম নিয়ন্ত্রনের মধ্যে আছে, কিন্তু এই নোটের আকাল আর কিছুদিন চললে পরিস্থিতি বীভৎস রুপ নিতে চলেছে। মন্ত্রী কেন্দ্রীয় প্রতিনিধিদের আবেদন করেন তারা যেন এইসব বাজারগুলো ঘুরে দেখেন ও মানুষের কষ্টের কথা দেখে যান নোট বাতিলের ফলে।

রাজনৈতিক উদ্দেশ্যে না গিয়ে রাজ্য সরকার সারা দেশবাসীকে জানাতে চান এখানে মানুষ কিরকমভাবে প্রতিনিয়ত কষ্টের সম্মুখীন হচ্ছে।

এই পরিদর্শন চলতে থাকবে ও মন্ত্রীরা বাকি বাজারও ঘুরে দেখবেন।

কৃষি বিপনন মন্ত্রী জানান, এই পরিদর্শন খুব জরুরি ছিল আসল পরিস্থিতি জানতে। কৃষকদের দুর্গতি কমাতে উপযুক্ত পদক্ষেপ গ্রহন করা হবে।

After tremendous success in retail stores, Tantuja looks to capture e-commerce platform

The huge profits are enough to tell the story of Tantuja, which recently launched a successful partnership with Flipkart and Amazon. Tantuja’s products, especially sarees, are now available on these most popular of e-commerce platforms.

Once ailing due to financial crisis, the organisation under West Bengal State Handloom Weavers Cooperative Society made a record operational profit of Rs 3.5 crore against a turnover of Rs 123.19 crore in the financial year 2015-16.

The profit margin was Rs 2.05 crore in 2014-15 against a turnover of Rs 106.67 crore.

In the current year, that is, 2016-17, the turnover has already crossed crossed Rs 125 crore.

“We have tied up with Amazon. We were selling Tantuja sarees through Flipkart and have clocked sales of Rs 50 lakh”, said state MSME Minister Swapan Debnath. Tantuja, a State Government undertaking, has 48 stores as of now and plans to open at least two more stores in Digha and Mumbai soon.

“We are expanding our stores and also harnessing the multiple e-commerce marketplace portals to expand our reach”, the Minister added.

Biswa Bangla stores at airports and at a few major locations, including the national capital, sell Tantuja products as well. However, Tantuja products will not offer any special discounts in the online marketplace and will maintain the same price strategy for both online and offline stores.

Meanwhile, Tantuja is planning an exclusive line of Banarasi wedding sarees by roping in weavers from Varanasi. These exclusive sarees will cater to niche clientele across the world. This measure will help in raking in higher revenues in the years to come, MSME Department officials believe.

The State Government would consider capex support for expansion of Tantuja, but the Government will not subsidise operational expenses.

Tantuja has been churning out profits over the last three years. The profits have made it one of the best turnaround stories of Bengal. Chief Minister Mamata Banerjee has undertaken a personal endeavour to revitalise the organisation; her Tant Sathi Scheme has played a vital role. An amount of Rs 120 crore has now been allotted to Tant Sathi for paying as compensation to ‘tant’ (handloom) weavers.

Speaking about the use of multiple marketing channels by Tantuja, a senior official at the State secretariat, Nabanna said that the adoption of ‘omni-channel marketing route’ to expand Tantuja’s reach is also the Chief Minister’s brainchild. It will help in reaching out to more customers, besides introducing new products.

Tantuja, set up in 1945, has been awarded the esteemed Images Retail Award by a private organisation in Mumbai.

It has also been acknowledged as the ‘Best Turnaround Story’ by Indian Retail Forum, the biggest retail platform in India. This award was given for Tantuja’s innovative branding, marketing and retailing strategies and for concept building, after having been a loss-making company for the last 25 years.

The erstwhile State Government established Tantuja to give healthy promotion to the weaving and craftsmanship which are a part of Bengal’s unique culture.

However, militant trade unionism and poor work culture turned it into a loss-making entity and eventually became a burden to the Government. Now, it is once again on the path of growth.

 

 

খুচরো ব্যাবসায়ে সাফল্যের পর ইকমার্সেও ঢুকতে চলেছে তন্তুজ

 

ইকমার্সে অন্যতম জনপ্রিয় সংস্থা ফ্লিপকার্ট ও অ্যামাজনের সঙ্গে অংশীদারিতে ব্যাবসার এক নতুন দিক খুলে খুব সাফল্যের সঙ্গে ব্যাবসা করছে তন্তুজ। এই সকল ওয়েবসাইটে তন্তুজর শাড়ি এখন খুবই জনপ্রিয়।

একসময় সরকারের এই সংস্থা ধুঁকতে থাকলেও এই ২০১৫-১৬ অর্থবর্ষে সাড়ে তিন কোটি টাকা লাভ করেছে তন্তুজ। আগের বছর লাভ করে দুকোটি টাকারও বেশি।

এই বছরের ব্যাবসা ইতিমধ্যেই ১২৫ কোটি টাকা ছাড়িয়ে গেছে।

ওই দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ জানান, আমরা অ্যামাজনের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছি, ফ্লিপকার্টের মাধ্যমে আমরা ৫০ লাখ টাকার ব্যাবসা করতে পেরেছি। তিনি আরও বলেন, এই মুহূর্তে আমাদের ৪৮তি বিপনন কেন্দ্র আছে, তবে খুব শীঘ্রই আমরা দিঘা ও মুম্বাইতে দুটি কেন্দ্র খুলতে পরিকল্পনা করছি। আমরা আমাদের বিপনন কেন্দ্রের পাশাপাশি আরও ইকমার্সের সংস্থার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি আমাদের ব্যাপ্তি বাড়াতে।

বিশ্ববাংলার বিপনন কেন্দ্রগুলি যা দিল্লি, বিমানবন্দর ও বিভিন্ন উল্লেখযোগ্য জায়গায় আছে, তারাও তন্তুজর সামগ্রি বিক্রয় করে থাকে। তন্তুজ ইকমার্সে আলাদা কোন ছাড় দেবে না দামের ক্ষেত্রে।

ইতিমধ্যে, কাশীর বেনারসি শাড়ি প্রস্তুতকারক তাঁতিদের সঙ্গে যোগাযোগ করে বেনারসি শাড়িও তৈরি করা শুরু করতে চলেছে। এইধরনের শাড়িগুলি বিশ্বব্যাপী উচ্চবিত্ত মানুষদের উদ্দেশ্য করে তৈরি করা হবে। ওই সংস্থার আধিকারিকরা আশা করেন, এর ফলে সংস্থার বেশ ভাল আয় হবে।

রাজ্য সরকার এই প্রকল্পে কোন ভর্তুকি দেবে না কিন্তু সর্বপ্রকার সাহায্য করবে।

তন্তুজ সবেমাত্র গত তিনবছর ধরে লাভের মুখ দেখছে। মুখ্যমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় তাঁত সাথী প্রকল্প এতে একটি গুরুত্তপূর্ণ ভুমিকা পালন করে। ওই প্রকল্পের মাধ্যমে এখনও পর্যন্ত ১২০ কোটি টাকা দেওয়া হয়েছে তাঁতিদের সাহায্যার্থে।

নবান্নের এক উচ্চপদস্থ সচিব জানান, বিপননের জন্য শুধু বিপনন কেন্দ্রর ওপর ভরসা না করে আরও নানা ভাবে বিক্রয় করার উদ্যোগটিও মুখ্যমন্ত্রীর ভাবনা থেকেই এসেছে। নতুন দ্রব্য তৈরির পাশাপাশি নতুন নতুন ভাবে পণ্য বিক্রয় করলে নতুন অনেক ক্রেতা পাওয়া যাবে।

১৯৪৫ সালে প্রতিষ্ঠিত হওয়া এই সংস্থাটি, মুম্বাইয়ের এক বেসরকারি সংস্থার দ্বারা “খুচরো ব্যাবসায়ে সম্মানিত প্রতিচ্ছবির” জন্য পুরস্কৃত।

ভারতীয় খুচরো ব্যাবসায়ী ফোরাম এই সংস্থাকে ভূষিত করেছে “সেরা ঘুরে দাঁড়ানোর রুপকথা” আক্ষায়। টানা ২৫ বছর লোকসানে থাকা সংস্থাটি নিজের প্রচেষ্টায় ঘুরে দাঁড়ানোর জন্য।

বাংলার সংস্কৃতির ধারা অব্যাহত রেখে রাজ্য সরকার প্রধানত তাঁতি ও শিল্পীদের উন্নয়নের জন্যই এই সংস্থাটি গড়ে তোলে।

জঙ্গি শ্রমিক ইউনিয়ন ও কর্মসংস্কৃতি খারাপ থাকার কারনে সময়ের সঙ্গে সঙ্গে এই সংস্থাটি লোকসানের মুখ দেখতে শুরু করে ও আসতে আসতে সরকারের বোঝা হয়ে দাড়ায়। এখন আবার এই সংস্থাটি রাজ্যের কাছে গর্বের বিষয়।

 

Rajya Sabala Mela from December 3 to 11 in Kolkata

The Bengal Government is organising the Rajya Sabala Mela from December 3, that is, today to December 11 at Central Park in Salt Lake, Kolkata.

The fair is a Bengal Government initiative to promote the creations of self-help groups (SHG). Handifcrafts and handloom products, food products and various other types of products made by members of SHGs across the State are being sold at the fair.

Through the Muktidhara scheme, a project initiated by Chief Minister Mamata Banerjee, SHGs have been successful in creating a thriving employment scenario in the rural regions of the State.

The Sabala Mela was inaugurated yesterday by the Bengal Self-Help Group & Self-Employment Minister. The eighth edition of this fair has 250 stalls.

Many of these self-help groups are run by and employ rural women. Hence, the SHGs have also been successful in empowering women, many of whom are now the key earners in their families.

The Minister, during his speech at the inauguration ceremony, also informed that the State Government recently sent some SHGs to India International Trade Fair in Delhi, where, happily for them, most of their products were sold out.

স্বনির্ভর গোষ্ঠীর সবলা মেলা শুরু হলো

সল্টলেকের সেন্ট্রাল পার্কে শুরু হলো রাজ্য ‘সবলা মেলা’। রাজ্য সরকারের স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি দফতরের উদ্যোগে আয়োজিত এই মেলা। জেলার স্বনির্ভর গোষ্ঠীর প্রতিনিধিদের তৈরি সামগ্রী নিয়ে আড়াইশোর বেশি স্টল হয়েছে সবলা মেলায়। মেলার সূচনা করেন রাজ্যের স্বনির্ভর ও স্বনিযুক্তি দফতরের মন্ত্রী।

বাংলার নিজস্ব হস্তশিল্পকে তুলে ধরা হলে এই মেলার মধ্যে দিয়ে। ২৫০টি স্টলে পাওয়া যাচ্ছে বাংলার দেশজ হস্তশিল্পের অনন্য ভান্ডার।

স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি বিভাগের পৃষ্টপোষকতায় এবং প্রশাসনিক নিয়ন্ত্রণে ‘মুক্তিধারা’ প্রকল্পটির আওতায় স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের জন্য সুদূরপ্রসারী কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে এর আগেই। সেই সব স্বনির্ভর গোষ্ঠীর মহিলারাই এবার সবল মেলার অষ্টম বর্ষের প্রধান মুখ।

 

 

Week 3: Trinamool Congress again leads the Opposition chorus in Parliament

The third week of the 2016 Winter Session of Parliament saw the major Opposition parties demanding discussions on demonetisation and the presence of the Prime Minister during those debates as well.

Two major incidents were brought to the notice of the Parliament by the Trinamool Congress.

On the last day of the week, December 2, there was a furore in both Houses of Parliament over the issue of the sudden deployment of the Army in 19 places in Bengal, without discussing with the State Government.

In the Rajya Sabha, Sukhendu Sekhar Roy gave a notice under Rule 267 (suspension of business) and raised the issue, which was supported by all Opposition parties.

During the discussion, Derek O’Brien, the Leader of the Party in the Rajya Sabha, raised a Point of Order regarding the placing of selective documents by the Minister regarding the role of the Army.

Sudip Bandyopadhyay, the Leader of the Party in the Lok Sabha, raised the same issue.

A day before, on December 1, Derek O’Brien had demanded an enquiry to be instituted by the Government on the issue of the flight carrying Bengal Chief Minister Mamata Banerjee being denied immediate permission to land at Kolkata Airport, despite the pilot reporting the plane being short on fuel.

Sukhendu Sekhar Roy in the Rajya Sabha had made an important intervention after the Minister’s reply on the issue of the flight snag.

Sudip Bandyopadhyay had taken up the same issue in the Lok Sabha.

Earlier, on November 28, Sudip Bandyopadhyay had demanded the adoption of Adjournment Motion to enable discussion on demonetisation.

The next day, November 29, saw Sudip Bandyopadhyay asking for the clubbing of the discussions on demonetisation and the amendments brought in the Taxation Laws (Second Amendment) Bill, 2016, since the latter is related to demonetisation.

On the same day, Saugata Roy in the Lok Sabha demanded a full-fledged discussion on the Taxation Laws (Second Amendment) Bill, 2016, strongly criticising the Government’s decision to pass the Bill in a hasty manner.

On November 30, Derek O’Brien, demanded the presence of the Prime Minister in the Rajya Sabha during the debate on demonetisation.

Sukhendu Sekhar Roy in the Rajya Sabha gave a Notice under Rule 267, asking the Chairman to enable the House to make obituary references for the army jawans killed in clashes with terrorists in Jammu and Kashmir and for the people who had died as a consequence of the implementation of demonetisation.

In the Lok Sabha, on November 30, Sudip Bandyopadhyay again pressed the Speaker to grant the Opposition’s demand for a discussion on demonetisation, followed by voting.

Later in the day, Derek O’Brien demanded the Prime Minister withdraws his remarks on the Opposition outside Parliament before the debate on demonetisation can begin.

In the Lok Sabha, Sudip Bandyopadhyay repeated his earlier demand of the discussion on demonetisation to be taken up, along with voting.

Thus ended the third week of the 2016 Winter Session, during which the Trinamool Congress once again led the Opposition chorus in Parliament.

 

 

তৃতীয় সপ্তাহেও বিরোধীদের নেতৃত্ব দিল তৃণমূল

 

২০১৬ সালের সংসদের শীতকালীন অধিবেশনের তৃতীয় সপ্তাহেও বিরোধীরা নোটবাতিল নিয়ে আলোচনার দাবিতে ও প্রধানমন্ত্রীর উপস্থিতিতে তর্ক করার দাবীতে সংসদ সরব রাখল।

দুটি বড় দুর্ঘটনা সংসদের নোটিশে আনল তৃণমূল কংগ্রেস।

দোসরা ডিসেম্বর তৃতীয় সপ্তাহের অন্তিম দিনে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে কোনওরকম আলোচনা না করে রাজ্যের ১৯টি স্থানে সেনাবাহিনী মোতায়েন করার জন্য সংসদের উভয় কক্ষই উত্তাল রাখেন বিরধিরা।

২৬৭ নম্বর নিয়ম অনুযায়ী রাজ্যসভায় নোটিশ দেন রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়, যা সকল বিরোধীদল সমর্থন করেন।

আলোচনা চলাকালীন রাজ্যসভায় ত্রিনমুলের দলনেতা ডেরেক ও ব্রায়েন পয়েন্ট অফ অর্ডার ঘোষণা করেন যেখানে তিনি উল্লেখ করেন, সেনা মোতায়েন নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী কিছু বাছাই করা নথি পেশ করেছেন সংসদে

লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ও একই ব্যাপারে কথা তোলেন

তার আগের দিন ডেরেক ও ব্রায়েন দাবি তোলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বান্দ্যপাধ্যায়ের বিমানচালক জ্বালানি কম থাকার কারনে বারবার বিমানবন্দরকে অনুরধ করা সত্তেও কেন তার বিমানকে নামতে দেওয়া হয়নি, সেই ব্যাপারে সরকার যাতে অনুসন্ধান করেন

কেন্দ্রীয় মন্ত্রী এই ব্যাপারে উত্তর দেওয়ার পর সুখেন্দু শেখর রায় একটি খুব মুল্যবান কথা বলেন

সুদীপ বন্দ্যোপাধ্যায়ও একই ব্যাপারে কথা তোলেন

২৮সে নভেম্বর সুদীপ বন্দ্যোপাধ্যায় মুলতুবি প্রস্তাব আনেন ও নোটবাতিলের ব্যাপারে আলোচনার দাবি জানান

তার পরের দিন, ২৯সে নভেম্বর সুদীপ বন্দ্যোপাধ্যায় নোট বাতিল ও আয়করের দ্বিতীয় সংশোধনী আইনের ব্যাপারে আলোচনার দাবি করেন কারন ওই দুটি বিষয় একে অপরের সঙ্গে জড়িত

ওইদিনেই লোকসভায় সৌগত রায় হঠকারী ভাবে সংসধনি আইন পাস করানোর তিব্র নিন্দা করেন ও বিস্তারিত আলোচনার দাবি জানান

৩০সে নভেম্বর ডেরেক ও ব্রায়েন প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নোটবাতিলের অপর তর্কের দাবি তোলেন

২৬৭ নম্বর নিয়ম মেনে রাজ্য সভায় সুখেন্দু শেখর রায়, রাজ্যসভার চেয়ারম্যানকে অনুরোধ করেন কাশ্মিরে নিহত সেনাদের সঙ্গে সঙ্গে নোটবাতিলের ফলে যারা মারা গেছেন তাদেরকেও শ্রধধা জানাতে

৩০সে নভেম্বর লোকসভায় সুদীপ বন্দ্যোপাধ্যায় আবারও অধ্যক্ষকে দাবি জানান, নোটবাতিলের ওপর আলোচনা ও তারপর ভোটের

ওইদিনই ডেরেক ও ব্রায়েন দাবি করেন নোট বাতিলের ওপর আলোচনা শুরু করার আগে প্রধানমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে সংসদের বাইরে করা বিরোধীদের ব্যাপারে তাঁর কতুক্তি নিয়ে

লোকসভায় সুদীপ বন্দ্যোপাধ্যায় সেই একই দাবি তোলেন, নোটবাতিলের ওপর আলোচনা ও তারপর ভোটের

এভাবেই ২০১৬ সালের সংসদের শীতকালীন অধিবেশনের তৃতীয় সপ্তাহ সেশ হল যেখানে বিরোধীদের সকলকে নেতৃত্ব দিল তৃনমূল।

 

Point of Order raised by Derek O’Brien on placing of selective documents by MoS Defence

Sir, this is a Point of Order under Rule 249 – authentication of papers being placed on the table. As per your request, the Minister has placed a paper on the table on the issue of the Army in Bengal. Sir, these documents, which have been placed in the House, are dated November 27-29.

Sir, my contention is that this is selective placing of documents. I want to put on record here, Sir – give me the permission – on Monday morning I will present documents here which are contrary to that because they are dated November 30 and December 1.

The issue is about December 1, not November 27-28. Please allow me permission to place those documents. And by the way, Sir, even for these documents, they are not being authenticated as per the rules of the Rajya Sabha. I will also place on record that the Chief Secretary of Bengal and the Kolkata Police Commissioner have given them in writing.

Demonetisation: Trinamool stages dharna outside Tea Board office in Kolkata

Intensifying the protest against demonetisation, the Trinamool Trade Union leaders on Thursday staged a dharna in front of the Tea Board in Kolkata.

Addressing the demonstration programme of Trinamul Congress’s trade wing INTTUC involving the tea garden workers right in front of Tea Board, Sovandeb Chatterjee said, “Workers in tea gardens are on the brink of starvation due to the present cash crunch. The tea garden owners are unable to pay wages to them. This Tea Board is non-functional.”

INTTUC on Thursday submitted a deputation before the chairman of the Tea Board, seeking its intervention to alleviate the poor condition of the tea garden workers in the state.

Rajya Sabha MP and INTTUC leader Dola Sen alleged discrimination by the Central Government in regard to the tea gardens in Assam and Bengal. “There are no ATM’s in tea gardens. The workers have to travel  a distance of 10 km for drawing cash and in most cases they are finding that the machines are unable to dispense cash. The tea garden workers will have no other option but to commit suicide if this situation continues,” Ms Sen said.

 

নোট বাতিল ইস্যুতে চা শ্রমিকদের পাওনার দাবিতে টি বোর্ড অফিসের বাইরে ধর্ণা তৃণমূলের

নোটবাতিলের বিরুদ্ধে আন্দোলন আরও তীব্রতর করতে তৃণমূলের শ্রমিক ইউনিয়ন বৃহস্পতিবার কলকাতার টি বোর্ডের অফিসের সামনে ধর্ণা দেয়।

টি বোর্ডের  ঠিক সামনে চা বাগানের কর্মীদের নিয়ে তৃণমূলের শ্রমিক ইউনিয়ন আইএনটিটিইউসির ধর্ণার মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, “চা বাগানের মালিকরা টাকার অভাবে শ্রমিকদের তাদের পারিশ্রমিক দিতে পারছে না, তাই, শ্রমিকদের অনাহারে দিন কাটাতে হচ্ছে। এই টি বোর্ড কি কাজ করছে?”

আইএনটিটিইউসির পক্ষ থেকে এদিন টি বোর্ডের চেয়ারম্যানকে ডেপুটেশন জমা দেওয়া হয়। ওই ডেপুটেশনে চা বাগানের কর্মীদের চরম দুর্ভোগ উপশম করার জন্য টি বোর্ডের সাহায্য চাওয়া হয়েছে।

রাজ্যসভার সাংসদ ও আইএনটিটিইউসির নেত্রী দোলা সেন অভিযোগ করেন বাংলা ও অসমের চা বাগানের কর্মীদের মধ্যে বৈষম্যমূলক আচরণ করেছেন কেন্দ্রীয় সরকার। তিনি বলেন, “চা বাগানের কোথাও কোনো এটিএম নেই, শ্রমিকদের অন্তত ১০ কিঃ মিঃ আস্তে হয় নিকটস্থ এটিএমটির জন্য, কিন্তু, সিংহভাগ ক্ষেত্রেই মেশিনগুলিতে কোনো টাকাই থাকছে না। এই অচলাবস্থা আর কিছুদিন চললে চা বাগানের শ্রমিকদের জন্য আত্মহত্যা ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না।”

 

Picture courtesy: Sangbad Pratidin

RBI’s disbursement of new notes discriminatory: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee on Thursday alleged that the Reserve Bank of India’s (RBI) disbursement of new currency notes to States has been discriminatory.

With long queues outside banks and ATMs running dry on the first day of the month, Mamata Banerjee took to Twitter and wrote, “The salaried class people are not getting their own money from banks for their livelihood”, adding that if the organised sector was facing such serious crisis then one could easily imagine how grim the situation in the unorganised sector was.

Taking the country’s central bank head on, the Trinamool Congress supremo alleged that the RBI had “not given many state governments critically necessary funds despite announcements & promises”.

Rare Commodity

Terming the new Rs 500 note as a “rare commodity”, Mamata Banerjee alleged that the new notes have not been seen in most parts of Bengal.

“There is total discrimination in disbursement of cash between States,” she wrote on Twitter, adding that the RBI must release figures regarding how much currency was given to each state.

Demonetisation “draconian”

Ever since the Modi government’s announcement on demonetisation, Mamata Banerjee has been steadfast in her criticism of the move. The Trinamool Congress has demanded a complete rollback of the decision, terming it “draconian”.

In fact, Mamata Banerjee was the first Chief Minister to oppose the move. She has led protests against the move in Delhi, Lucknow and Patna.

 

নতুন নোট পাঠানো নিয়ে বৈষম্যমূলক আচরণ করছে রিজার্ভ ব্যাঙ্ক: মমতা বন্দ্যোপাধ্যায়

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার অভিযোগ তোলেন, রাজ্যগুলোতে নতুন নোট পাঠানোর ক্ষেত্রে বৈষম্যমূলক আচরণ করছে রিজার্ভ ব্যাঙ্ক।

মাসের প্রথম দিন ব্যাঙ্ক ও এটিএম কাউন্টারগুলোর বাইরে সুদীর্ঘ লাইন হলেও ব্যাঙ্ক ও এটিএমগুলির ভাঁড়ার শুন্য। দিদি টুইটারে লেখেন “চাকুরীজীবি মানুষেরা নিজেদের সংসার চালানোর জন্য নিজেদের হকের বেতনের টাকাও পাচ্ছেন না।”

তিনি গভীর উদ্বেগের সঙ্গে জানান, যদি সংগঠিত ক্ষেত্রে এই পরিস্থিতির সম্মুখীন হতে হয়, তাহলে অসংগঠিত ক্ষেত্রে পরিস্থিতি কি ভয়ানক তা অনুমান করা যায়।

তৃণমূল নেত্রী বলেন, “অনেক ঘোষণা ও প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও রাজ্যগুলিকে প্রয়োজনীয় নোটের প্রায় কিছুই পাঠানো হয়নি।”

বিরল বস্তু

নতুন ৫০০ টাকার নোটকে “বিরল বস্তু” আখ্যা দিয়ে মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলা সহ দেশের বেশির ভাগ জায়গাতেই এই নোট দেখা যাচ্ছে না।

তিনি টুইট করে দাবি জানান যে রিজার্ভ ব্যাঙ্কের এখনই জানিয়ে দেওয়া উচিত কোন রাজ্যকে তারা কত টাকা পাঠিয়েছেন।

 

 

Flight carrying Mamata Banerjee denied permission to land despite low fuel, Derek O’Brien demands an enquiry | FULL TRANSCRIPT

I have given a Notice under Rule 267 because members of this House and the country needs to know what happened last night. The Chief Minister of Bengal was coming from Patna on an one-hour flight. The pilot, when the plane was 200 km away from Kolkata, announced that they were eighth in the sequence of landing. Subsequently, the pilot has gone on record, saying that he informed the ATC that he was short of fuel, so he be allowed to land.

The landing was delayed. The flight hovered around for – some people are saying 15, some people are saying 30 minutes – but a considerable amount of time. Now after that, which the ATC is saying, another flight was allowed to land. The bottom line is that the pilot had no other option; they had to land that and there was a full emergency situation, there were fire engines, there were ambulances out there. An emergency-like situation was created.

The question here is, is there more to it than meets the eye. Sir, this is not a one-off occasion. I am not making any insinuations. Today it is one Opposition leader. Is it a coincidence that this Opposition leader is today at the forefront? There are other Opposition leaders – there is Behenji, there is Sharad Yadav Ji, there is Congress, there is JD(U). Sir, I am not making any allegation.

Sir, please understand. I am not an aviation expert, but I can tell you that when a pilot seeks landing, and you tell him don’t land, and the plane is short on fuel, this can’t happen. Why was it denied to land in the first place? That is why I am saying, today it is one Opposition leader, tomorrow it can be anyone. This is more and more suspicious, because this kind of “ultra-authoritarianism” is happening in many, many spheres. So I seek your protection.

Now, we don’t want to know what could have happened. Three pilots would be called for an enquiry. But this is about the Chief Minister of a State, along with a hundred other passengers. If the Chief Minister of a State is under so much pressure, what happens to normal people in the State?

Sir, I am not insinuating anything but there is a school of thought that believes that this too may be a controversy. This is “tanashahi” of another kind.

Intervention by Derek O’Brien’s intervention Minister’s reply on Mamata Banerjee’s flight snag

If nobody’s life was at stake, why were the emergency services like fire engines and ambulances at the runway?

 

Trinamool’s Derek O’Brien demands the presence of the Prime Minister in RS during the debate on demonetisation | FULL TRANSCRIPT

Sir, this is a serious issue. We want a debate in this House. We want the debate to continue. But the Prime Minister has said a lot of things outside the House, painting all political parties in a very poor light. He needs to come here and tender an apology. Let us carry on with the debate after that.