Financial rights of the people have been snatched away: Mamata Banerjee on demonetisation

Attacking the Central Government sharply, Bengal Chief Minister Mamata Banerjee Wednesday said that the Centre snatched away the financial freedom of the common people of India through demonetisation.

“People are not able to withdraw their own money from banks. Democratic and political rights are meaningless without financial rights. Central govt has once again made us dependent despite so many years of independence,” she said while addressing reporters at Sukna.

She made an appeal to the Centre to take back all limits on cash withdrawal immediately. She maintained that people will not forgive the Centre for causing them so much suffering due to demonetisation.

Mamata Banerjee also said that Trinamool is being targeted because the party protested against demonetisation. “Sudip Bandyopadhyay is innocent. He has committed no fault. This is political vendetta, nothing else,” she said.

 

সাধারণ মানুষের অর্থনৈতিক অধিকার কেড়ে নেওয়া হয়েছেঃ মমতা বন্দ্যোপাধ্যায়

কেন্দ্রীয় সরকারকে কড়া ভাষায় আক্রমণ করে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, নোট বাতিলের মাধ্যমে কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের অর্থনৈতিক অধিকার কেড়ে নিয়েছে।

মুখ্যমন্ত্রী বলেন, “সাধারণ মানুষ ব্যাঙ্ক থেকে নিজের টাকা তুলতে পারছেন না। অর্থনৈতিক অধিকার কেড়ে নিলে রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার অর্থহীন হয়ে পড়ে। স্বাধীনতার এত বছর পরেও কেন্দ্রীয় সরকারের হঠকারী সিদ্ধান্তের জন্য আজ মানুষ পরাধীন”।

তিনি কেন্দ্রীয় সরকারের কাছে সব বিধি নিষেধ প্রত্যাহারের দাবি জানান। তিনি বলেন এই গণতান্ত্রিক শোষণ ও শাসন আগামীদিনে ভারতের মানুষ ক্ষমা করবে না।

সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারি প্রসঙ্গে তিনি বলেন, “উনি কোন অপরাধ করেননি, উনি নির্দোষ। এটা রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া আর কিছু নয়”।

 

HIDCO Inks MoU With South Korea’s Handong Global University

West Bengal Housing Infrastructure Development Corporation (HIDCO) has signed a MoU with Handong Global University of South Korea during the Bengal Global Business Summit for technical cooperation. The areas that will be covered under the MoU include green city, renewable energy, e-governance and start ups.

New Town is coming up as a green city. Around 40,000 saplings were planted in connection with Vanmahotsav to increase green cover of the area. Nurseries have been set up to grow tall trees. Also, a floating jetting is coming up on Bagjola canal. Several parks meant for children, senior citizens and even for pets have come up.

Steps have been taken to replace the old street lights by LED lights. Green buildings have been given additional FAR as an incentive. Rooftop gardens have been encouraged and organic vegetables are being grown on rooftop. Collaboration with a foreign university will help HIDCO to exchange views to develop new ideas.

HIDCO, Nabadiganta Industrial Township Authority (NDITA) and New Town Kolkata Development Authority (NKDA) have already introduced e-governance and attempts have been made to make the offices paperless ones. Already complaints to the residents are registered online and actions are taken. HIDCO has taken up a project to recycle sewer water. As New Town is coming up as a modern city, exchange of views with different institutions is essential to adapt state of the art methods.

 

দক্ষিণ কোরিয়ার হ্যানডং গ্লোবাল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মউ হিডকোর

 

তৃতীয় বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে দক্ষিণ কোরিয়ার হ্যানডং গ্লোবাল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মউ স্বাক্ষর করলো হিডকো। গ্রীন সিটি, নবীকরণযোগ্য

শক্তি, ই-গভরনেন্স ও স্টার্ট আপের ক্ষেত্রে সহযোগিতার জন্য স্বাক্ষরিত হয়েছে এই মউ।

নিউটাউনকে গ্রীন সিটি বানানোর উদ্যোগ ইতিমধ্যেই নিয়েছে রাজ্য সরকার। বনমহো९সব উপলক্ষে আনুমানিক ৪০ হাজার চারাগাছ রোপণ করা হয়েছে এখানে। গাছগুলিকে বড় করতে নার্সারি তৈরি করা হয়েছে। বাগজোলা খালে একটি ভাসমান জেটি তৈরি করা হবে। পরিবেশ বান্ধব বাড়িগুলিকে অতিরিক্ত FAR দেওয়া হচ্ছে। অনেক পার্ক তৈরি করা হচ্ছে শিশু, বৃদ্ধ ও সারমেয়দের জন্য। রাস্তার ধারে পুরনো সব আলো বদলে LED আলো লাগানো হচ্ছে। বাড়ির ছাদের ওপর বাগান গড়তে উ९সাহ দেওয়া হচ্ছে।

আশা করা যায় এই মউ এর ফলে নবউদ্যমে গ্রীন সিটি তৈরির কাজ এগোবে। HIDCO, NDITA ও NKDA ইতিমধ্যেই ই-গভরনেন্স চালু করেছে ও পরিকল্পনা আছে দপ্তরগুলিকে সম্পূর্ণ ভাবে ‘পেপারলেস’ করার। HIDCO একটি প্রকল্প নিয়েছে নর্দমার জল পরিশ্রুত করার জন্য। যেহেতু নিউ টাউনকে অত্যাধুনিক শহর হিসেবে রূপায়িত করা হচ্ছে, ফলে এখানে আরও উন্নতি করতে বিভিন্ন সংস্থার সঙ্গে আলোচনা ও মত বিনিময় খুব প্রয়োজন।

I-T Dept to set up digital depository to store important documents

State Information Technology and Electronics department will set up a digital depository in which government departments and educational institutions will be able to store important documents such as school leaving certificates, college degrees, academic awards, mark-sheets and licenses and other important testimonials.

This will make administration transparent and the files will be properly preserved. To ensure that only the authentic documents are uploaded in the system, the issuer departments, private agencies will be given the right to upload the documents whereas government to citizen services will be made available for viewing and downloading the documents.

The digital depository will benefit the people immensely. Firstly, the issuer departments will directly upload necessary citizen testimonials and also departmental documents onto a secure online platform after digitally signing the same.

Secondly, the depository will ease validation of the authenticity of documents as they will be issued directly and will be digitally signed by the registered issuers.

Thirdly, it will help create a highly secured centralised depository of digitally signed e documents with easy update, retrieval and administration facilities for departments and organisations with the state.

It will eliminate administrative overhead of government and private entities by minimising the use of paper and by uploading digital documents. Authorised people can request for access to important citizen records and digital documents anytime and anywhere.

 

ডিজিটাল ডিপোজিটোরি তৈরি করতে চলেছে রাজ্য সরকার

রাজ্য তথ্য প্রযুক্তি ও ইলেকট্রনিক্স দপ্তর একটি Digital Depository তৈরি করতে চলেছে যেখানে সরকারি দপ্তরগুলি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলি নানা গুরুত্বপূর্ণ নথি জমা রাখতে পারবেন। শিক্ষা প্রতিষ্ঠানগুলি ছাত্র ছাত্রীদের স্কুল ছাড়ার সার্টিফিকেট, ডিগ্রী, বিভিন্ন পুরস্কারের নথি যেমন রাখতে পারবে, তেমনই সরকারি দপ্তরগুলি বিভিন্ন লাইসেন্সের ডিজিটাল প্রতিলিপিও জমা করে রাখতে পারবে এই ডিজিটাল ডিপোজিটোরিতে।

এই উদ্যোগের ফলে সরকারি কাজে যেমন স্বচ্ছতা আসবে, তেমনই পাশাপাশি গুরুত্বপূর্ণ নথিও যথাযথ ভাবে সংরক্ষিত হবে।

এই উদ্যোগের ফলে জনসাধারন খুব উপকৃত হবেন কারণ তারা যেকোনো সময় যেকোনো জায়গা থেকে তার প্রয়োজনীয় নথি দেখতে ও প্রয়োজন হলে ডাউনলোড করতে পারবেন।

 

Biswa Bangla Convention Centre to come up in New Town soon

Work is going on a war footing to complete eastern India’s largest Biswa Bangla Convention Centre. The centre will be thrown open sometime later this year.

The Biswa Banlga Convention Centre is 18 storeys tall and covers an area of 4.57 lakh square feet. The construction of the centre began following the direction of Chief Minister Mamata Banerjee. The centre houses a mega conference hall, with seating capacity of 3000, and has a state-of-the-art conference facility.

It also boasts of two seminar rooms, each with 376 seats, four banquet rooms and a 100 key hotel as annexe within the same campus. The convention centre also has a multi-level car parking facility. Bookings have already started for the convention centre.

The Centre is situated close to Eco Park, the most popular tourist destination in the city, and Mother’s Wax Museum. A stretch on the Bagjola canal, situated close to the Convention Centre, is being beautified. The banks have been developed and a floating jetty will be constructed.

New Town is fast coming up as a medical and educational hub, with St. Xavier’s University and Presidency University soon to start construction of their second campuses.

 

বিশ্ববাংলা কনভেনশন সেন্টারের কাজ দ্রুত শেষ করার প্রক্রিয়া চলছে

পূর্ব ভারতের সর্ববৃহৎ বিশ্ববাংলা কনভেনশন সেন্টারের কাজ দ্রুত সম্পন্ন করার প্রক্রিয়া চলছে। এই বছরের শেষ দিকেই এটি খোলার পরিকল্পনা রয়েছে।

আঠারো তলার এই সেন্টারটি তৈরি হচ্ছে ৪.৫৭ লক্ষ বর্গফুট এলাকার ওপর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই কনভেনশন সেন্টারের কাজ শুরু হয়। এখানে রয়েছে একটি কনফারেন্স রুম যেখানে প্রায় ৩০০০ সিট রয়েছে। একইসঙ্গে শিল্প সম্মেলনের সুবিধাও রয়েছে।

এই সেন্টারে ২টি সেমিনার কক্ষ থাকবে, তার প্রতিটিতে থাকবে ৩৪৬টি সিট। একই ক্যাম্পাসের মধ্যে ৪ টি খাবার ঘর সহ ১০০ টি হোটেল রুম থাকবে। এছাড়া এখানে মাল্টি লেভেল গাড়ী পার্কিং সুবিধা থাকছে। ইতিমধ্যেই এই কনভেনশন সেন্টারের জন্য বুকিং শুরু হয়ে গেছে।

এই সেন্টারটি শহরের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র ইকো পার্কের মাদার ওয়াক্স মিউজিয়ামের কাছেই অবস্থিত। কনভেনশান সেন্টারের কাছে অবস্থিত বাগজোলা খালটিরও সৌন্দর্যায়ন করা হচ্ছে। খালের পাড় সংস্কার করা হচ্ছে। ভাসমান জেটিও তৈরি হবে।

নিউ টাউনেই প্রথম মেডিকেল ও এডুকেশানাল হাব তৈরি হবে। সেন্ট জেভিয়ার্স ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজও শুরু হবে খুব শীঘ্রই।

 

 

Bengal showed exceptional development in last 3 years: Assocham

Bengal showed an exceptional development in last three years, which was never seen before in this state, feels the president of The Associated Chambers of Commerce of India (ASSOCHAM).

The negative image which was hampering in bringing in industry here has gone under the leadership of Chief Minister Mamata Banerjee. The ASSOCHAM President was one of the invited industry guests at the third edition of Bengal Global Business Summit.

He felt that the Bengal government’s focus on MSME is really a great step. MSME will garner huge revenue and profit. It will generate employment in large scale, which big industry could not do at a time.

The Bengal government is ready to give away land, they are industry friendly and the state is bringing reforms to do business easily. The investments will follow the state now, he said.

 

 

গত ৩ বছরে অভূতপূর্ব উন্নতি করেছে বাংলাঃ অ্যাসোচাম

গত ৩ বছরে অভূতপূর্ব উন্নতি করেছে বাংলা, এমনটাই মনে করেন ASSOCHAM এর সভাপতি।

তিনি বলেন, “অতীতে এরাজ্যের যে শিল্পবিরুপ ভাবমূর্তি ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তা দূর হয়েছে, এখন সময় এসেছে এগিয়ে চলার।”

তিনি আরও বলেন, ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্পের ওপর জোর দেওয়া খুব ভালো পদক্ষেপ। কারণ ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প থেকে প্রচুর লাভ হয় ও এর ফলে খুব বেশি পরিমান কর্মসংস্থান হয় যা ভারি শিল্পেও হয় না।

তিনি এও বলেন যে রাজ্য সরকার শিল্পবান্ধব এবং নানা সংস্কারের মাধ্যমে রাজ্যে বিনিয়োগের পথ প্রশস্ত করে দিয়েছে।

 

 

PricewaterhouseCoopers to set up Cyber Security Excellence Centre in Kolkata

PricewaterhouseCoopers (PwC) announced setting up its first global cyber security excellence centre in Kolkata. The announcement was made by a top official of PwC at the third edition of Bengal Global Business Summit.

It would be the first cyber security excellence centre of PwC across the globe. It will be set up at Salt Lake’s Sector V at the company’s Kolkata unit.

The government has decided to set up a centre of excellence in cyber security, which the state Cabinet approved recently. The universities will soon include the subject of cyber safety management in their curriculum.

The government has been taking up different measures to combat threats from cyber attacks. Many such research and development (R&D) are going on at present. The state data centre has been upgraded. The state owned cyber excellence centre will have experts equipped with the best and most sophisticated instruments.

 

কলকাতায় ‘গ্লোবাল সাইবার সিকিউরিটি এক্সেলেন্স’ কেন্দ্র গড়তে চলেছে প্রাইসওয়াটারহাউস কুপার

বিশ্ববিখ্যাত সংস্থা প্রাইসওয়াটারহাউস কুপার (PWC) কলকাতায় একটি ‘গ্লোবাল সাইবার সিকিউরিটি এক্সেলেন্স’ কেন্দ্র গড়তে চলেছে। গত শনিবার মিলন মেলা প্রাঙ্গনে আয়োজিত তৃতীয় বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে ওই সংস্থার এক উচ্চপদস্থ আধিকারিক একথা ঘোষণা করেন।

বিশ্বে এই প্রথম এমন একটি কেন্দ্র গড়তে চলেছে PWC। কেন্দ্রটি তৈরী হবে সল্ট লেকের সেক্টর ফাইভে সংস্থার দপ্তরে।

রাজ্য সরকার ইতিমধ্যেই সাইবার সিকিউরিটির এক্সেলেন্স কেন্দ্র গড়ার সিদ্ধান্ত নিয়েছে; রাজ্য মন্ত্রিসভা ইতিপূর্বেই অনুমোদন করেছে এই উদ্যোগকে। বিশ্ববিদ্যালয়গুলির পাঠ্যক্রমে সাইবার সেফটি ম্যানেজমেন্টও সংযোজিত হবে, সিদ্ধান্ত নিয়েছে রাজ্য।

সাইবার সিকিউরিটির জন্য রাজ্য সরকার ইতিমধ্যেই অনেক পদক্ষেপ গ্রহন করেছে। এই বিষয়ে গবেষণাও চলছে। রাজ্যের ডাটা সেন্টারকে আরও উন্নত করা হয়েছে। রাজ্য সরকারের সাইবার এক্সেলেন্স কেন্দ্রেটিকে আরও উন্নত করার লক্ষ্যে নানা অত্যাধুনিক যন্ত্রপাতি আনা হচ্ছে।

Bengal Govt to revive four Darjeeling trekking trails

Tourists visiting the Hills this April or May will get to walk through the original forest area of Darjeeling.. The wildlife division is set to revive four popular trekking routes that have now become mostly unused.

An initiative of chief minister Mamata Banerjee, the wildlife division is working on a project to renovate the Nature Interpretation Center (NIC) at Tiger Hill and revive the four trekking paths.

The trekking routes to be revived are:

  • 5.5 km Tiger Hill-Rambhi path, which is one of the oldest of the region,
  • 7 km Tiger Hill-Chatakpur,
  • 6 km 3rd Mile-Dabaipani and
  • Keventer’s Road-Tiger Hill, butterfly trail.

 

The routes offer birding experience and, if lucky, one can catch glimpses of wild animals too. The wildlife division has started training locals as guides to help tourists with the trails that will officially be open to the public from May.

 

রাজ্য সরকারের উদ্যোগে দার্জিলিঙে পুনরুজ্জীবিত হতে চলেছে ট্রেকিং

পর্যটকদের জন্য সুখবর। এবছরের মে মাস থেকে দার্জিলিঙে থাকছে নতুন চমক। এবার থেকে পর্যটকরা ঘন জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেকিং করতে পারবেন। বন্যপ্রাণ বিভাগ ৪টি প্রায় অবলুপ্ত ট্রেকিং রুটকে পুনরুজ্জীবিত করতে চলেছেন।

মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় বন্যপ্রাণ বিভাগ টাইগার হিলের নেচার ইন্টারপ্রিটেশান সেন্টারের সংস্কারের কাজ ইতিমধ্যেই শুরু করেছে।

যে ৪টি ট্রেকিং রুট নতুন করে চালু হবে সেগুলি হলঃ-

  • ৫.৫ কিঃ মিঃ দীর্ঘ টাইগার হিল-রাম্ভি পথ
  • ৭ কিঃ মিঃ দীর্ঘ টাইগার হিল-চতকপুর
  • ৬ কিঃ মিঃ দীর্ঘ থার্ড মাইল-ডাবাইপানি
  • কেভেন্টার্স রোড-টাইগার হিল বাটারফ্লাই ট্রেল

 

এই রুটগুলিতে নানারকম পাখির পাশাপাশি বন্য প্রাণীরও দেখা মিলতে পারে। বন্যপ্রাণ বিভাগ ইতিমধ্যেই স্থানীয় লোকজনদের প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু করে দিয়েছে যাতে মে মাসে আনুষ্ঠানিকভাবে রুটগুলি চালু হলে তারা পর্যটকদের জন্য গাইডের কাজ করতে পারে।

 

 

Railways facing neglect: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee expressed grief over the loss of lives  in the derailment of Jagdalpur-Bhubaneswar Hirakhand Express and alleged the Railways is now neglected and given less priority with curtailment in the Budget.

Mamata Banerjee, who had previously served as the Rail Minister, took to Twitter hours after the derailment. She wrote: “Railways carries crores of people every day. It is the lifeline of the nation. We are proud of our Indian Railways employees. However, now Railways is neglected & being given less priority. The Budget is being curtailed. Safety and security are being compromised.”

“We don’t blame the minister, he is earnest in his efforts. But govt needs to address issues urgently,” the CM said in another tweet.

Mamata Banerjee also offered condolences to the family of the deceased.

 

রেলকে কম গুরুত্ব দিচ্ছে কেন্দ্রীয় সরকারঃ মমতা বন্দ্যোপাধ্যায়

শনিবার রাতে হীরাখণ্ড এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেলকে কম গুরুত্ব দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী।

টুইটারে মুখ্যমন্ত্রী জানান, “ভারতীয় রেল দৈনিক কয়েক কোটি যাত্রী বহন করে। এটাই দেশের জীবনরেখা। আমরা ভারতীয় রেলের কর্মচারীর কাজে গর্বিত। অথচ রেল বিভাগ অবহেলার শিকার। রেলকে খুব কম গুরুত্ব দেওয়া হচ্ছে। রেলের জন্য বাজেট কমানো হচ্ছে। যাত্রীদের সুরকশা ও স্বাচ্ছন্দ্যের সঙ্গে আপস করা হচ্ছে। আজকের দুর্ঘটনায় আমি মর্মাহত। অনেক যাত্রী প্রাণ হারিয়েছেন। তাঁদের আত্মার শান্তি কামনা করি,। তাদের নিকটজনকে আমার সমবেদনা জানাই”।

তিনি আর একটি টুইটে লেখেন, ‘আমরা মন্ত্রীকে দোষ দেব না। তিনি যথাসাধ্য চেষ্টা করছেন। এই বিষয়টিকে দ্রুত গুরুত্ব দেওয়া উচিত সরকারের।’

 

Netaji had a clear vision for the country: Mamata Banerjee

West Bengal Government is celebrating ‘Subhas Utasav’ to commemorate the 120th birth anniversary of Netaji Subhas Chandra Bose. The festival is being organised by the Department of Youth Affairs, Govt of West Bengal. The festivities began on 22nd January and will also continue today.

The official function of the State government to observe Netaji’s birth anniversary took place at Darjeeling Mall today at 12 noon. Chief Minister Mamata Banerjee and other dignitaries were present.

Speaking on the occasion, the Chief Minister said: “Netaji’s birthday is as important for us just like Independence Day or Republic Day.”

“The birth anniversary of Netaji is observed every year but nobody knows about his death. This is a tragedy,” she said

The Chief Minister said, “Netaji was a leader of the country and a true leader does not discriminate but works for all. Netaji had a very clear vision for the country, he conceived the Planning Commission.” She also paid her respects to those who served in the Indian National Army.

The Chief Minister reiterated that the State Government had declassified all Netaji Files in possession with the government. She announced that the Government has allotted Rs 10 lakh for the renovation of the house where Netaji stayed in the Hills.

Celebrations in the past took place in Kolkata but on the initiative of Chief Minister Mamata Banerjee, the official celebration of Netaji’s birth anniversary is held in Darjeeling since 2014.

Many programmes and competitions including processions, exhibitions on the life and work of Subhas Chandra, quizzes on him, debates, sit & draw competition, essay writing and other events are being organised across the State to mark Netaji’s 120th birth anniversary.

 

দেশের ভবিষ্যতের ব্যাপারে নেতাজীর পরিকল্পনা ছিল সুস্পষ্ট: মমতা বন্দ্যোপাধ্যায়

নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২০তম জন্মবার্ষিকী রাজ্যজুড়ে পালিত হচ্ছে ‘সুভাষ উ९সব’। রাজ্য যুবকল্যান দপ্তরের উদ্যোগে গতকাল শুরু হয়েছে এই উ९সব।

অনুষ্ঠানে  বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবসের মত নেতাজীর জন্মদিনও আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, “আমরা প্রতি বছর নেতাজীর জন্মদিন পালন করি কিন্তু তাঁর মৃত্যুদিন সম্পর্কে কোন তথ্য আমাদের জানা নেই। এটা একটা ট্রাজেডি”।

তিনি আরও বলেন, “নেতাজী দেশের নেতা ছিলেন। প্রকৃত নেতা কখনো বিভেদ করে না। কোনো বিভেদকারী দেশের নেতা হতে পারে না।নেতাজী দূরদর্শী ছিলেন। দেশের ভবিষ্যতের ব্যাপারে নেতাজীর পরিকল্পনা ছিল সুস্পষ্ট। তিনি প্ল্যানিং কমিশনের পরিকল্পনা করেছিলেন”। আজাদ হিন্দ বাহিনীর সেনানীদের প্রতিও শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী আরও জানান, নেতাজী পাহাড়ে যে বাড়িতে থাকতেন তা সংস্কারের জন্য রাজ্য সরকার ১০ লক্ষ টাকা বরাদ্দ করেছে এবং নেতাজীর ফাইলও প্রকাশ করেছে রাজ্য সরকার।

এর আগে সরকারি অনুষ্ঠান হত কলকাতায়; মুখ্যমন্ত্রীর উদ্যোগে ২০১৪ সাল থেকে নেতাজীর জন্মবার্ষিকী দার্জিলিঙে পালন করা হয়। নেতাজীর জন্মবার্ষিকী উপলক্ষে সারা রাজ্যজুড়ে বসে আঁকো, প্রবন্ধ লেখার প্রতিযোগিতা, পদযাত্রা, প্রদর্শনী, ক্যুইজ ও বিতর্কসভার আয়োজন করা হয়েছে।

 

 

Do Saraswati bandana not YOUR bandana on Feb 1: Mamata Banerjee to Centre

Taking a dig at the Centre for deciding to present Union Budget on the day of Saraswati Pujo, Chief Minister Mamata Banerjee tweeted on Saturday stating: “Why don’t we celebrate Saraswati Pujo in big way instead of presenting Union Budget on February 1?”

She added, “Do Saraswati bandana and not YOUR bandana.”

The tweet reads: “February 1 is Saraswati Pujo. This special day for the goddess of learning is a big day celebrated in schools, colleges, homes and clubs.”

The Chief Minister further tweeted that the day of Saraswati Pujo is a state government holiday. “We worship Ma Saraswati and celebrate in a special way in every school, college, university, home and everywhere,” she tweeted.