No place for intolerance or riots in Bengal: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee today reiterated that there is no place for intolerance or riots in the State. Nobody has the right to incite people against each other, the Chief Minister said. She was speaking at a function of Bharat Sevasram Sangha.

“Everyone has the freedom of choice – which religion they want to follow, what they eat, what they wear. Hindu Muslim Sikh Isai, apas mein rehna bhai bhai. This is our motto,” she said adding that Ramakrishna Paramhansa taught us about Sarva Dharma Samannay and that there is no bigger Hindu than him.

Mamata Banerjee also said that true service does not discriminate on the basis of caste, creed or community. The CM commended Bharat Sevasram Sangha for their social work, specially during rescue operations after any disaster.

 

বাংলায় অসহিষ্ণুতা ও দাঙ্গার কোন জায়গা নেইঃ মমতা বন্দ্যোপাধ্যায়

বাংলায় অসহিষ্ণুতার কোন স্থান নেই, দাঙ্গার কোন জায়গা নেই। মানুষে মানুষে দাঙ্গা লাগানো চলবে না, ভারত সেবাশ্রম সংঘের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আজ মুখ্যমন্ত্রী একথা বলেন।

তিনি বলেন, “মানুষ কি করবে সেটা তার পছন্দ, কোন ধর্ম অনুসরণ করবে, কি খাবে, কি পরবে সেটা তাদের পছন্দ, হিন্দু-মুসলমান-শিখ সকলে ভাই ভাই”।  তিনি আরও বলেন, “রামকৃষ্ণ পরমহংস আমাদের সর্বধর্ম সমন্বয়ের শিক্ষা দিয়েছেন। তাঁর চেয়ে বড় হিন্দু কেউ নয়”।

মুখ্যমন্ত্রী আরও বলেন, সেবার কোনও জাত হয় না, এটাই প্রকৃত ধর্ম। যে কোনও বিপর্যয়ের পর উদ্ধারকাজে সবসময় ভারত সেবাশ্রম সঙ্ঘকে দেখা যায় বলে এই প্রতিষ্ঠানের প্রশংসাও করেন মুখ্যমন্ত্রী।

Bengal Govt allocates Rs 300 crore to aid demonetisation-hit workers

The state government has allocated a fund of Rs 300 crore to provide financial assistance to those who have lost their jobs due to demonetisation in other states and have come back home. The scheme to provide financial assistance has been named “Samarthan”.

It may be mentioned that state Finance Minister Amit Mitra had announced the unique step of providing financial assistance to “stand beside the skilled workers” while presenting the Budget in the Assembly on February 10. Bengal is the only State in the country to take such a step for demonetisation-hit workers.

On Monday, the state government has decided to allocate Rs 300 crore for the scheme initially in nine districts. Under the scheme, Rs 50,000 each will be given to 50,000 such workers to start their own business so that they can earn their livelihood and don’t have to suffer after losing their jobs due to the hasty decision of the Central government to demonetise high value notes.

 

নোটবন্দির ফলে ক্ষতিগ্রস্ত কর্মীদের পাশে দাঁড়াল রাজ্য সরকার

নোটবন্দীর ফলে ভিন রাজ্যে কর্মচ্যুতদের নতুন ব্যবসা শুরু করার জন্য  আর্থিক সাহায্য দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এই প্রকল্পের নাম ‘সমর্থন’।

উল্লেখ্য, গত ১০ই ফেব্রুয়ারি বাজেট পেশ করার সময়ই অর্থমন্ত্রী অমিত মিত্র নোটবাতিলের ফলে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদানের কথা ঘোষণা করেছিলেন।

এই প্রকল্পের জন্য ৯টি জেলা বেছে নেওয়া হয়েছে। সোমবার ৯ টি জেলায় এই প্রকল্পে ৩০০ কোটি টাকা বরাদ্দের সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। এই প্রকল্পের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের স্বনিযুক্তিকরণের জন্য মাথাপিছু ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেবে সরকার যাতে তারা তাদের নিজেদের ব্যবসা শুরু করতে পারেন। প্রতিটি জেলায় এই ধরনের কর্মহীনদের শনাক্ত করতে একটি কমিটিও গঠন করা হয়েছে।

 

Bengal takes up 10 Solid Waste Management projects

Bengal government led by Mamata Banerjee has taken up 10 integrated solid waste management projects for 14 urban local bodies, at a cost of Rs 421.69 crore, under Mission Nirmal Bangla.

The urban local bodies are in Kolkata, Dum Dum, North and South Dum Dum, Baranagar, Bhatpara, Naihati, Ashoknagar-Kalyangarh and Habra, Asansol, Krishnanagar, Santipur, Nabadwip and Jalpaiguri.

Tender process of these projects has been initiated and all the urban local bodies have been instructed to create massive awareness.

Under the mission, four districts – Nadia, North 24 Parganas, Hooghly and East Midnapore and its 55 urban local bodies – achieved open defecation free status by completing the construction of more than one lakh individual household laterine.

The government said that another 21 urban local bodies of Burdwan, South 24 Parganas and Coochbehar districts aim to construct more than 1.5 lakh household latrines to achieve open defecation free status by March 2017.

 

নির্মল বাংলা মিশনে নতুন মাত্রা যোগ করতে উদ্যোগ রাজ্যের

নির্মল বাংলা মিশনকে এক নতুন মাত্রা দিতে নতুন প্রকল্প চালু করার সিদ্ধান্ত নিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকার। আনুমানিক ৪২১.৬৯ কোটি টাকার এই প্রকল্প ১৪টি পৌরসভাকে কেন্দ্র করে হবে।

এই পৌরসভাগুলি হল কলকাতা, উত্তর দমদম, দক্ষিণ দমদম, বরানগর, ভাটপাড়া, নৈহাটি, অশোকনগর-কল্যাণগড়, হাবড়া, আসানসোল, কৃষ্ণনগর, শান্তিপুর, নবদ্বীপ ও জলপাইগুড়ি। নির্মল বাংলা মিশন সম্পর্কে সচেতনতা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত পৌরসভাগুলিকে ।

ইতিমধ্যেই নদীয়া, উত্তর ২৪ পরগণা, হুগলী ও পূর্ব মেদিনীপুর নির্মল জেলার স্বীকৃতি পেয়েছে। মার্চ মাসের মধ্যে বর্ধমান, দক্ষিণ ২৪ পরগণা, কোচবিহার জেলার অন্তর্গত ২১টি পুরসভায় ১.৫ লক্ষের বেশি শৌচাগার নির্মিত করা হবে ও তাদের নির্মল জেলার স্বীকৃতি দেওয়া হবে।

 

Toy train and ropeway among numerous projects to attract more tourists to Digha

From toy train to ropeway, from water ATMs to making the region plastic-free, numerous projects are being launched to make Digha more attractive to tourists. Digha Sankarpur Development Authority is taking up 39 schemes at a cost of Rs 50 crore.

Neglected during the Left Front regime, the Mamata Banerjee Government has brought about large-scale developments to the region. The district and local administrations have also done a lot.

Now, Digha Sankarpur Development Authority has initiated a project to run a toy train from Digha to Udaypur, near the border with Odisha. The train would run along the casuarina tree-lined coastline of Digha and New Digha.

A ropeway is also being planned from Digha to Sankarpur, which would enable tourists to view the beautiful coastline from up above.

New initiatives are also being planned to keep Digha clean, recruitments for which are being planned. Digha has been declared a plastic-free zone, so tourist cars would be checked before they enter Digha to ensure that no such material is being taken inside the resort town. The control on plastic waster would improve the sewage system of the area.

To improve the garbage collection system, garbage trucks running on hydraulic system would be introduced.

All these measure would ensure that Digha becomes a much more attractive place for tourists.

দিঘার পর্যটনে নতুন চমকঃ টয়ট্রেন, রোপওয়ে

পর্যটকদের কাছে আরও আরও আকর্ষণীয় করে তুলতে টয় ট্রেন থেকে রোপওয়ে, ওয়াটার এটিএম মেশিন থেকে প্ল্যাস্টিক ব্যবহার রোধ সহ একগুচ্ছ নতুন পরিকল্পনা গ্রহণ করেছে দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদ। মোট ৫০ কোটি টাকা খরচ করে ৩৯ টা নতুন প্রকল্প গ্রহণ করেছে পর্ষদ।

বাম আমলে অবহেলিত পূর্ব মেদিনীপুর জেলার সৈকত শহর দিঘাকে ক্ষমতায় এসেই বিশ্ব পর্যটন মানচিত্রে তুলে আনার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর জন্য ২০১১ সালে তৃণমূল ক্ষমতায় আসার পর থেকেই নানা প্রকল্প গ্রহণ করেছে সরকার থেকে জেলা প্রশাসন, স্থানীয় প্রশাসন থেকে দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদ। সেজে উঠেছে দিঘা।

এবার পর্যটকদের কাছে নতুন আকর্ষণ হতে চলেছে টয় ট্রেন। সমুদ্র উপকুলের ঝাউ বনের ভিতর দিয়ে নিউ দিঘার পিকনিক স্পট ধরে প্রতিবেশী রাজ্য উরিশার সীমান্তবর্তী উদয়পুর অবধি টয় ট্রেন চালানোর প্রাথমিক পরিকল্পনা নিয়েছে দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদ। জানা গেছে আগামী সপ্তাহের মধ্যেই সেই কাজ শুরু হয়ে যাবে।

শুধু টয় ট্রেন নয়, পর্যটকদের আকর্ষণের আরও একটা নতুন ডেস্টিনেশন হতে চলেছে রোপওয়ে। দিঘা থেকে শংকরপুর অবধি প্রায় চার কিমি এলাকায় সমুদ্রের ওপর দিয়ে যাবে এই রোপওয়ে। ফলে এবার আর সমুদ্রে স্নান করে কিংবা টয় ট্রেনের ভিতরে বসে ঝাউ বনের মধ্যে যেতে যেতে সমুদ্র দেখার আনন্দ নয়, সঙ্গে জুড়তে চলেছে আকাশের ওপর থেকেও সমুদ্র দেখার আনন্দ।

এমন ৩৯টি প্রকল্প গ্রহণ করেছে দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদ। পর্ষদের চেয়ারম্যান সাংসদ শিশির অধিকারী জানিয়েছেন সব মিলিয়ে প্রায় ৫০ কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে।

দিঘাকে সাজানোর সঙ্গে সঙ্গে এখানকার পরিবেশকে আরও পরিষ্কার-পরিচ্ছন্ন করে পর্যটকদের উপহার দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। দিঘায় ঢোকার আগেই পর্যটকদের গাড়ি পরীক্ষা করবে এই কর্মীরা। কারণ প্ল্যাস্টিকের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে প্ল্যাস্টিক মুক্ত হলে দিঘার জল নিকাশি ব্যবস্থা আরও বেশি আবর্জনামুক্ত হবে বলে জানান দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান সাংসদ শিশির অধিকারী। দিঘাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হাইড্রোলিক সিস্টেমের আবর্জনা বহনকারী গাড়ি কেনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

 

Mamata Banerjee’s statement on the death of Indian engineer in Kansas, USA

Bengal Chief Minister Mamata Banerjee today reacted on the unfortunate and tragic death of an Indian engineer in Kansas, USA.

She posted on Twitter, “The world is one big family. People from different countries live in different nations. We must all understand this.”

She added, “Saddened and shocked at incident of Indian engineer in Kansas USA who was an unfortunate victim. We don’t support the politics of hate.”

 

আমেরিকায় ভারতীয় ইঞ্জিনিয়ারের মৃত্যুতে দুঃখপ্রকাশ মুখ্যমন্ত্রীর

আমেরিকার কানসাসে ভারতীয় ইঞ্জিনিয়ার শ্রীনিবাস কুচিভোতলার মৃত্যুতে শোকজ্ঞাপন করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ টুইটারে তিনি বলেন, পৃথিবীটা এক বিরাট যৌথপরিবারের মত। পৃথিবী জুড়েই নানা মানুষ নানা দেশে থাকেন। আমেরিকার কানসাসে ভারতীয় ইঞ্জিনিয়ারের সাথে যে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে তাতে আমরা স্তম্ভিত ও মর্মাহত। আমরা ঘৃণার রাজনীতি সমর্থন করি না।

Bengal Govt to set up Tourist Amenity Centres beside national highways

Ever since she became Chief Minister, Mamata Banerjee’s aim has been to make Bengal an ideal destination for tourists. She has taken various measures towards this goal.

One of them being taken up now is the construction of Tourist Amenity Centres besides the national highways crisscrossing the State. West Bengal Tourism Corporation Limited is in talks with the various petrol pump owners who have facilities on the national highways, to use vacant land around their setups to build Tourist Amenity Centres, in collaboration with private organisations.

Each Tourist Amenity Centre would be equipped with a cafeteria, a restaurant with an in-house kitchen, a small medicine shop and a stationery store. Ramps would be built for wheelchair-bound people. Each centre would also have a special room where mothers would have the privacy to breast-feed their children.

Bengal is quickly becoming a hot destination for tourists, both Indian and international. A massive advertising campaign is already on, where Bengal has been dubbed as the “Sweetest Part of India”. Shah Rukh Khan has been appointed as the State’s brand ambassador.

Bengal is unique in the sense that it is the only State which stretches from the high mountains to the sea. Chief Minister Mamata Banerjee is aiming to make the State with such a diversity of ecosystems the number one in the country in terms of tourist visits, from the current number five.

 

 

জাতীয় সড়কের ধারে তৈরি হচ্ছে ‘সুবন্দোবস্ত সেন্টার’

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্য, পর্যটনে বাংলা আগামী দিনে দেশের মধ্যে এক নম্বর স্থান দখল করবে। এই লক্ষ্যে এগিয়ে চলেছে পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন কর্পোরেশন লিমিটেড। এবার পর্যটক টানতে নয়া উদ্যোগ গ্রহণ করল পর্যটন দপ্তর। দেশ ও বিদেশের পর্যটকদের আকর্ষণ করতে তৈরি করছে ‘ট্যুরিস্ট অ্যামিনিটি সেন্টার’ বা ‘পর্যটক সুবন্দোবস্ত সেন্টার’।

মূলত বাংলার পর্যটনে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ বাড়াতে এই পদক্ষেপ নিয়েছে পর্যটন বিভাগ। এর আগেই পর্যটন বিভাগ সারা বিশ্বের কাছে বাংলার পর্যটনকে তুলে ধরতে শাহরুখ খানকে বিজ্ঞাপনে ব্যবহার করেছে। পর্যটন দপ্তরের ট্যাগ লাইন ‘বেঙ্গল – দ্য সুইটেস্ট পার্ট অফ ইন্ডিয়া’ ইতিমধ্যেই যথেষ্ট সাড়া ফেলেছে দেশে ও বিদেশের পর্যটকদের কাছে।

এবার রাজ্যের মধ্যে দিয়ে যাওয়া জাতীয় সড়কের ওপর ‘সুবন্দোবস্ত সেন্টার’ তৈরি করে দেশ ও বিদেশের পর্যটকদের চমক দিতে চলেছে পর্যটন দপ্তর। দেশি ও বিদেশি পর্যটকদের কাছে ঝঞ্ঝাট মুক্ত ও নিশ্চিত যাত্রা তুলে ধরতে পর্যটন বিভাগ এই পরিকল্পনা নিয়েছে।

পর্যটকদের জন্য ‘সুবন্দোবস্ত সেন্টার’ গুলোর পরিকাঠামো কেমন হবে? প্রত্যেক ট্যুরিস্ট অ্যামিনিটি সেন্টারে থাকছে একটি করে ক্যাফেটেরিয়া, একটি রান্নাঘর সহ রেস্টুরেন্ট, ছোট ওষুধের দোকান এবং নিত্য প্রয়োজনীয় ও অপরিহার্য জিনিসের একটি করে দোকান। প্রতিবন্ধীদের প্রবেশের জন্য থাকবে আলাদা ঢালু রাস্তা। শিশুদের স্তন দুগ্ধ পান করানোর জন্য মহিলাদের জন্য থাকবে আলাদা ঘর। এ ছাড়াও মহিলা ও পুরুষদের জন্য থাকবে আলাদা শৌচালয়। এই সমস্ত সুযোগ-সুবিধার বাইরেও প্রত্যেক সুবন্দোবস্ত সেন্টারের মধ্যে থাকবে বিনা খরচে ওয়াইফাই ব্যবস্থা। সেন্টারের বাইরে থাকবে গাড়ি পার্কিঙের জন্য পর্যাপ্ত জায়গা।

কলকাতা থেকে বকখালি পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনায় ৪টি পর্যটকদের জন্য সুবন্দোবস্ত সেন্টার তৈরি করা হচ্ছে। বাকি ৩টে তৈরি হচ্ছে কলকাতা থেকে দিঘা রুটে।

 

Kanyashree empowers girls to beat poverty and sit for Madhyamik

Chief Minister Mamata Banerjee’s Kanyashree Scheme is playing a crucial role in lighting the lamp of knowledge in far corners of West Bengal. Consequently, school dropout rates are also going down significantly.

Lack of money had forced Srabani Maity to stop going to school. Thanks to Kanyashree, she has been able to sit for the Madhyamik exams this year.

Similar was the case of Sarada Pramanik of Diamond Harbour: the reason being the death of her father, when she was just four. She said that on completing 18 years she would get Rs 25,000, and so would continue her studies.

According to Firdausi Khatoon, student of Saswati Nahla High School at Chanpabar in Shyampur block of Howrah district, whose father is a labourer at a bakery in Kolkata, the Kanyashree scholarship money is a lot of help for her.

Somnath Dey, the father of Ayanika Dey of Siuri, is currently unemployed. According to her, lack of financial resources had, at one point of time, led her to almost abandon her studies; the Kanyashree Scheme came to her help at the right time.

Sathi Pal is a resident of Satish Chandra Ghosh Lane of Sreerampur. Her father is a labourer at a jute mill. According to her mother, Anima Pal, the scholarship money from Kanyashree Scheme and free books from schools enabled her daughter to go on with her studies; otherwise Sathi would have had to leave her studies.

Adri Chakravarty of Udaynarayanpur in Howrah district is giving Madhyamik exams this year. her father, Uttam Chakravarty, who is a priest by profession said that whatever be the amount of money, its value is immense for poor families. Had it not been for the Kanyashree money, he said, perhaps he would never have been able to let his daughter continue her studies.

Esha Chatterjee of Sreerampur is the first Madhyamik examinee from her family, giving the exams this year. Her father drives rented vehicles. Esha’s mother Pratima Chatterjee said that the opportunities they didn’t get, her daughter got because of the West Bengal Government’s Kanyashree Scheme. She can at least complete her Madhyamik.

Babita Mandal is a Madhyamik examinee of Khanakul in Jairampur. Her father Srikanta Mandal is a labourer. Babita said that Kanyashree has provided opportunities to her to continue her studies. She said that she would continue her studies as far as possible.

The above examples are not stray cases. Till now, 37 lakh girls have come under the Kanyashree Scheme, for a large percentage of whom the scheme is the sole reason for being able to write their Madhyamik exams. Not just helping to continue with their studies, Kanyashree has also helped in preventing their early marriages. The scheme has brought smiles on to the faces of countless families.

 

কন্যাশ্রীতে ভর করে মাধ্যমিকে বাংলার ছাত্রীরা

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ‘কন্যাশ্রী’ প্রকল্প’ এখন রাজ্যের সব প্রান্তে আলো জ্বালছে মেয়েদের শিক্ষা প্রসারে। উল্লেখযোগ্য ভাবে কমছে স্কুলছুটের হার।

টাকার অভাবে স্কুল যাওয়া বন্ধ করতে বাধ্য হয়েছিলেন শ্রাবণী মাইতি। কিন্তু ‘কন্যাশ্রীর’ দৌলতে সিনেমার মতোই পাল্টে গেল ছবিটা। এবারে মাধ্যমিক বসাটাই ছিল যার কাছে এক সময় ছিল মস্ত চ্যালেঞ্জ। কন্যাশ্রীর দৌলতে আর পাঁচ জনের মতোই এ বছর মাধ্যমিকে বসছে সে।

ডায়মন্ড হারবারের সারদা প্রামাণিকের লেখাপড়া চালিয়ে যাওয়ার লড়াইটাও ছিল আরও দুর্লঙ্ঘ। বাবা শ্রীমন্ত প্রামাণিকের মৃত্যুর সময় তার বয়স ছিল চার বছর। তিনি নিজেই বলেন, ’১৮ বছর বয়স হলে ২৫ হাজার টাকা পাব। লেখাপড়া চালিয়ে যাব।’

হাওড়ার শ্যামপুরের চাঁপাবারের শাশ্বতী নহলা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ফিরদৌসি খাতুনের বাবা ফরিদুল ইসলাম কলকাতার বেকারির সামান্য দিনমজুর। ফিরদৌসির কথায়, ‘কন্যাশ্রীর টাকা আমার জন্য অনেক।’

সিউড়ির অয়নিকা দে’র বাবা সোমনাথ বর্তমানে বেকার। অয়নিকা মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে বলে, ‘অনটনে এক সময় মেয়েটার পড়াশোনাই বন্ধ হওয়ার জোগাড় হয়েছিল। ভাগ্যিস কন্যাশ্রী ছিল।’

শ্রীরামপুর সতীশচন্দ্র ঘোষ লেনের বাসিন্দা সাথী পাল। বাবা সনাতন পাল চটকলের সামান্য শ্রমিক। সাথীর মা অনিমা পালের কথায়, ‘স্কুল থেকে বই পাওয়ায় আর সঙ্গে কন্যাশ্রীর টাকাতেই কষ্ট করে হলেও পড়াটা চালিয়ে যেতে পেরেছে মেয়ে। না হলে হয়তো মাঝপথেই বন্ধ করে দিতে হত লেখাপড়া।’

হাওড়ার উদয়নারায়ণপুরের অদ্রি চক্রবর্তী এবার মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। তাঁর বাবা উত্তম চক্রবর্তী (পেশায় পুজারি ব্রাহ্মণ) বলেন, ‘টাকার পরিমাণ যাই হোক না কেন, তার মর্ম গরিব পরিবারগুলি বোঝে। এই সাহায্য না পেলে মেয়ের পড়া চালানোর খরচই হয়তো টানতে পারতাম না।’

শ্রীরামপুরের তাপস চ্যাটার্জি ভাড়ার গাড়ি চালান। তার মেয়ে এষাই এই পরিবার থেকে প্রথম মাধ্যমিক পরীক্ষার্থী। এষার মা প্রতিমা চ্যাটার্জির বক্তব্য, ‘যে সুযোগ আমরা পাইনি, সরকারের কাছ থেকে সেই সুযোগ পাওয়ায় আমার মেয়েটা অন্তত মাধ্যমিক দিতে পারছে।’

খানাকুলের জয়রামপুরের মাধ্যমিক পরীক্ষার্থী ববিতা মণ্ডল, বাবা শ্রীকান্ত মণ্ডল দিনমজুর। ববিতার কথায়, ‘সুযোগ করে দিয়েছে কন্যাশ্রী। যতদূর পারব, লেখাপড়া চালিয়ে যাব আমি। চাকরি করে বাবার পাশে দাঁড়াতে চাই।’

সারদা, লাবণি, ফিরদৌসি, অয়নিকাদের নজিরগুলি বিক্ষিপ্ত নিদর্শন নয়। এখনও পর্যন্ত রাজ্যে প্রায় ৩৭ লাখ ছাত্রী কন্যাশ্রীর আওতায় এসেছে। যার একটি বড় অংশের কাছেই মাধ্যমিক পর্যন্ত লেখাপড়া চালিয়ে যাওয়াটাই এক সময়ে আকাশকুসুম ছিল। কিন্তু সরকারের কন্যাশ্রীর জেরে একদিকে যেমন ছাত্রীদের স্কুলছুটের হার কমানো যাচ্ছে, তেমনই কম বয়েসে বিয়ের প্রবণতাও কমানো যাচ্ছে। সব ধরনের পরিবারের মুখেই ফুটছে হাসি।

 

Organic colours made by Adivasi women of Jangalmahal to be available for Holi

The Bengal State Government, in collaboration with Jadavpur University, is training Adivasi women of Purulia district (part of the Jangalmahal region) to create organic red, blue and yellow-coloured powders for Holi (abir), from palash (flame-of-the-forest), aparajita (butterfly pea) and genda (marigold) flowers, respectively. These are going to be sold under the Biswa Bangla brand in bamboo containers of two sizes – 250 g (to be priced at Rs 90) and 500 g – from State Government stalls across the State.

Presently, 60 Adivasi women from seven gram panchayats of Purulia have been selected for the project, for which the West Bengal SC ST Development and Finance Corporation (WBSCSTDFC) is spending Rs 15.5 crore. This project has also fulfilled a long-standing demand of the State flower growers’ and flower sellers’ association.

These coloured powders would not be just like any ordinary ones – essential oils derived from these flowers would be mixed with them to create scented abir. The bamboo containers would be manufactured by members of the Kalindi family, traditionally famous in the Jangalmahal region for bamboo crafts.

 

 

জঙ্গলমহলের আদিবাসীদের তৈরি ভেষজ আবিরে রঙিন হবে এবছরের দোল উ९সব

এবার বাংলার দোল যাত্রাকে রাঙিয়ে দেবে পুরুলিয়ার আদিবাসীদের তৈরি ভেষজ আবির ‘বনপলাশী’।পশ্চিমবঙ্গ সরকারের এই উদ্যোগে সাহায্য করছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ। তাঁদের প্রশিক্ষণেই আবির তৈরির পদ্ধতি শিখছেন আদিবাসী মহিলারা।

পলাশ, অপরাজিতা, গাঁদা ফুল থেকে তৈরি এই আবির দোলের আগেই চলে আসবে প্রত্যেক সরকারি স্টলে। সব ঠিক থাকলে বিশ্ববাংলা ব্র্যান্ডের নামেই বাঁশের তৈরি পাত্র করে বিক্রি করা হবে এই ভেষজ আবির। আড়াইশো গ্রামের ছোট পাত্রের দাম হবে মাত্র নব্বই টাকা। আর বড় পাত্রে থাকবে ৫০০ গ্রাম আবির।

বর্তমানে সাতটি গ্রাম পঞ্চায়েতের ষাট জন আদিবাসী মহিলাকে প্রশিক্ষণের জন্য বেছে নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ তফশিলি জাতি, তফশিলি উপজাতি উন্নয়ন ও অর্থ নিগমের প্রায় সাড়ে পনেরো লক্ষ টাকায় সূচনা হয়েছে এই প্রকল্প। এই প্রকল্প ফুলচাষিদের দীর্ঘদিনের চাহিদা ও পূরণ করবে।

এই আবির একেবারে পরিবেশবান্ধব।ফুলের নির্যাস থেকেই আবিরে সুগন্ধী মেশানো হবে। আর বাঁশের পাত্র তৈরি করবে জঙ্গলমহলের বাঁশের কাজ করার জন্য বিখ্যাত কালিন্দী পরিবার।

 

Bengal Govt taking steps to ensure sufficient drinking water supply in rural areas

In a bid to ensure sufficient supply of drinking water in major parts of Basirhat and Bongaon in North 24-Parganas, the state government is planning to engage an international firm that will set up water treatment plants to produce potable water from salt water.

Subrata Mukherjee, minister, state Public Health Engineering department, said: “There is a necessity to take steps to ensure sufficient supply of potable water in areas including Basirhat, Taki, Hingalganj and Bongaon. There is no scarcity of salty water in the area. But they need to be recycled to potable condition so that they can be supplied to the people.”

Lakhs of people will be benefitted as there would be no shortage of water with setting up of the treatment plants. At the same time, the state government has taken initiative to ensure sufficient supply of drinking water in Bankura and Purulia. Water is supplied in half of the Bankura district from the Damodar River.

Initiatives have been taken to ensure supply of safe drinking water in the remaining parts of the district. ADB is funding the project for Bankura district. Quite a similar project has been taken up for Purulia district to ensure that scarcity of potable water becomes a thing of the past in the district. Japan International Cooperation Agency is funding the project in Purulia.

With implementation of the projects, people of the area would not have to face any trouble due to short supply of water.

 

গ্রামীণ এলাকায় জলের কষ্ট মেটাতে উদ্যোগী রাজ্য

উত্তর ২৪ পরগনার বসিরহাট ও বনগাঁ এলাকায় জলের কষ্ট মেটাতে উদ্যোগী হল রাজ্য সরকার।

পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী সুব্রত বাবু বলেন, সুন্দরবন এলাকার পানীয় জল সমস্যা চিরদিনের। সেই সমস্যা দূর করতে পরিকল্পিতভাবে এগোচ্ছে রাজ্য। বসিরহাট এলাকায় বিশেষ প্রকল্প নেওয়া হবে। এখানে জলে ৪০ শতাংশ লবণ রয়েছে। সেই জল শোধন করে মানুষকে দেওয়া হবে। এডিবি আর্থিক সাহায্য করবে। হিঙ্গলগঞ্জ, টাকি, হাসনাবাদ নিজে গিয়েছি, সমস্যা বুঝেছি। একটি বিদেশী সংস্থা এই ধরনের প্রকল্প গড়ে। ওই সংস্থার সাহায্য নেওয়া হবে।

মন্ত্রী বলেন, পুরুলিয়া ও বাঁকুড়ার মত রুখাশুখা এলাকার জন্যও জলপ্রকল্প নেওয়া হচ্ছে। বাঁকুড়ার একটি অংশে জল দিচ্ছে ডিভিসি। বাকি অংশের জন্য এক হাজার কোটি টাকা পাওয়া যাচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক থেকে। পুরুলিয়ার জন্য সাহায্যের হাত বাড়িয়েছে জাইকা। রাজ্যে ৮৩টি ব্লক আর্সেনিক, ফ্লোরাইড প্রবণ। সেই সমস্যাও মিটিয়ে ফেলা হচ্ছে। কাজ চলছে।

নদীয়া ও উত্তর ২৪ পরগনা জেলার সর্বত্র জলদি পাইপলাইনের কাজ শেষ হয়ে যাবে বলে দাবি করেন তিনি।

Full-fledged cultivation of Singur land by February end

Cultivation of crops on the entire 997 acre of land in Singur will start in full swing by the end of February.

The state government had returned the plots in cultivable condition to farmers in Singur following the Supreme Court’s verdict. The Apex Court had directed the state government to return the land within 12 weeks. The Mamata Banerjee government had completed the task much ahead of the deadline.

Mamata Banerjee government took elaborate schemes to ensure cultivation of crops on the acre of the land that had almost turned barren with construction of sheds and other facilities of the automobile factory. A total of 56 submersible pumps were installed and irrigation facility has also been restored. There was already full-fledged cultivation of mustard, potato and pulses on 500 acre of land and the growth of the crops in record time has removed doubts from the mind of the farmers who were brainwashed by some people with vested interest that cultivation would be next to impossible on the “barren land”. Sowing of paddy seeds has also started on the land.

Now, by the end of February, the remaining work to help farmers for a better cultivation would get completed.

 

সিঙ্গুরে চাষের অগ্রগতি নিয়ে হল উচ্চপর্যায়ের বৈঠক

সিঙ্গুরে চাষের অগ্রগতি নিয়ে এক উচ্চপর্যায়ের বৈঠক হল রবিবার। উপস্থিত ছিলেন রাজ্যের প্রধান কৃষি উপদেষ্টা, পিডব্লুডি–র প্রিন্সিপাল সেক্রেটারি, রাজ্য কৃষি দপ্তরের সহকারী আধিকারিক, জেলাশাসক, পুলিস সুপার, রবীন্দ্রনাথ ভট্টাচার্য, বেচারাম মান্না প্রমুখ। কাজের অগ্রগতি ছাড়াও কোথায় খামতি রয়েছে, কীভাবে তা কাটিয়ে ওঠা যায় তা নিয়েই হয় এদিনের বৈঠক।

এদিন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি বলেন, ‘‌রবিশস্য চাষ শুরু হয়েছে। ৫০০ একরের বেশি জমিতে চাষ হচ্ছে। চাষের জমি আরও বাড়ানোর কাজ চলছে। আগামী সপ্তাহে আলু তোলা হবে। সেই সময় আমি উপস্থিত থাকব।’‌

সিঙ্গুরের কৃষকদের জমি ফিরিয়ে দেওয়া হয়েছে। এবার মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী দ্রুততার সঙ্গে যাতে সিঙ্গুরের জমিতে উৎকর্ষ মানের চাষ সম্ভব হয়, সে–ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যেই প্রায় ৫০০ একরের বেশি জমিতে চাষ শুরু হয়েছে। ৫৬টি অগভীর নলকূপ বসানোর কাজও শেষ। একই সঙ্গে সেই নলকূপগুলি চাষের কাজে ব্যবহার শুরু হয়েছে। ধাপে ধাপে বাকি জমিতেও চাষ শুরু হবে।