From farmer suicides to medical negligence, Trinamool MPs raise matters of public importance in Parliament

Today, Trinamool Congress MPs raised a variety of issues of public importance in Parliament ranging from medical negligence in private hospitals to the issue of farmer suicides, from manual scavenging to the Union Budget.

In the Rajya Sabha, Md Nadimul Haque raised the issue of medical negligence in private hospitals. He pointed out to the fact that the West Bengal Government has passed an Act which seeks to bring more transparency in healthcare, and urged the Central Government and other States to pass a similar law.

In the same House, Vivek Gupta raised the issue of alleged reports of the shifting of the headquarters of Hindustan Paper Corporation from Kolkata to Guwahati. Later, Vivek Gupta raised another important issue – that of compensation for manual scavengers.

In the Lok Sabha, Ratna De Nag spoke on the Demands for Grants for the Agriculture Ministry, raising the issue of the increase in the number of suicides by farmers in the last three years, and urging the Ministry for adequate financial assistance for farmers under various heads.

Cooch Behar MP Partha Pratim Roy asked a Supplementary Question on the electrification of villages during Question Hour.

Sugata Bose, in his erudition, took the government to task for not allocating enough funds for defence modernisation. He also rued the lack of initiatives on part of the government for defence manufacturing. He called for a strategic vision rather than jingoism in defence sector.

Later in the Rajya Sabha, during a discussion of the Union Budget, Vivek Gupta spoke on some important issues related to the Finance Ministry, like bringing the illegal black money stashed abroad back to the country and depriving States of revenue collected from various cess and surcharge.

Bengal Govt launches bike-taxi service in Rajarhat-Newtown

Bengal Transport Minister today flagged off bike-taxi service in the Rajarhat-Newtown area. The service, described as Last Mile Connectivity, is a pilot project and will be introduced elsewhere soon.

The bike-taxis, which will ferry a single passenger by trained motorcyclists, can be booked through a mobile-based app. The trained motorcyclists will maintain safe speed thus providing pace as well as safety to its passenger.

Techies who have problems in reaching their workplaces on time in Sector V and Rajarhat, where the majority of the software firms are in place,  or find difficult to return home at wee hours will be hugely benefited.

 

রাজারহাট-নিউটাউনে চালু হল ‘বাইক-ট্যাক্সি’ পরিষেবা

রাজ্য পরিবহন দপ্তরের উদ্যোগে রাজারহাট নিউটাউনে উদ্বোধন হল বাইক-ট্যাক্সি পরিষেবার। এই পাইলট প্রকল্পের উদ্বোধন করেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী।

মোবাইল অ্যাপের মাধ্যমে এই পরিষেবা বুকিং করা যাবে। সুদক্ষ এক বাইক চালক বাইক নিয়ে এসে যাত্রীকে তার গন্তব্যে পৌঁছে দেবে। এই প্রশিক্ষিত বাইক চালক বাইকের গতি নিয়ন্ত্রণ রাখার পাশাপাশি যাত্রীর নিরাপত্তারও খেয়াল রাখবে।

রাজারহাট ও সেক্টর ৫-এর তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের কর্মীরা প্রায়ই নির্দিষ্ট সময় নিজেদের কর্মস্থলে পৌছতে সমস্যায় পড়েন বা বাড়ি ফিরতে অসুবিধায় পড়েন। তারা এই পরিষেবার ফলে খুব উপকৃত হবেন।

রাজ্যের অন্যান্য জায়গাতেও এই পরিষেবা চালু করার পরিকল্পনা রয়েছে।

Bengal Govt to develop new tourism circuits

The Bengal government has taken up a plan to develop new tourism circuits covering places of historical interest on priority basis, Tourism Minister Goutam Deb said.

The Tourism Minister told the Assembly last week that the state government has plans to develop a tourism circuit covering places in Bankura district like Bishnupur, famous for terracotta temples belonging to 17th and 18th centuries and Mukutmanipur, where the second biggest earth dam of the country is located.

The Minister said another circuit covering Plassey in Nadia, where the British won a decisive battle in 1757 and historical sites of Hazar Duari and Lal Bagh in Murshidabad was also being planned.

The state tourism department decided to start various degree and diploma courses on tourism and hotel management at various institutions across the state.

 

বাংলায় আরও নতুন পর্যটন সার্কিট তৈরি করছে রাজ্য সরকার

গত সপ্তাহে রাজ্য বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে পর্যটন মন্ত্রী গৌতম দেব বিধায়কদের জানান রাজ্যের ঐতিহাসিক স্থানগুলিকে নিয়ে একটি পর্যটন সার্কিট তৈরি করছে রাজ্য সরকার। এর মধ্যে থাকবে যেমন থাকবে বিষ্ণুপুরের শতাব্দী-প্রাচীণ টেরাকোটার মন্দির, তেমনই থাকবে মুকুটমণিপুরে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মাটির বাঁধ।

আরেকটি পর্যটন সার্কিট গড়া হবে নদীয়া জেলার পলাশী ও মুর্শিদাবাদের হাজার দুয়ারি-লালবাগ কে নিয়ে।

রাজ্য পর্যটন দপ্তর সিদ্ধান্ত নিয়েছে যে রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হোটেল ম্যানেজমেন্ট ও পর্যটনের ওপর ডিগ্রী ও ডিপ্লোমা কোর্স চালু করা হবে।

Bengal CM offers subsidy to potato farmers

The Mamata Banerjee government will procure potatoes from farmers across the state.

“The government will directly purchase 28,000 tonnes from farmers at Rs 4.60 a kg for mid-day meal and Integrated Child Development Services (ICDS),“ the CM said on Tuesday.

The CM also announced a 50 paisa subsidy for every kilo of potato exported by railways and ship given the demand for Bengal potatoes in Sri Lanka and Bangladesh.

The government also said the government has provided soil health cards to 20 lakh farmers. “We test the soil to ascertain properties and give them to farmers so that they can choose the crops suitable for the soil of their land. This would also make optimum use of fertilizer and pesticides,“ the CM said.

 

আলু চাষিদের পাশে রাজ্য সরকার

আলু চাষিদের পাশে দাঁড়াতে উদ্যোগী হলো রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন যে এখন থেকে মিড ডে মিলের জন্য আলু সরাসরি কৃষকদের কাছ থেকে কিনবে সরকার। রাজ্যের বাইরে রপ্তানির ক্ষেত্রেও মিলবে সরকারি ভর্তুকি।

মিড ডে মিলের জন্য প্রয়োজনীয় আঠাশ হাজার মেট্রিক টন আলু সরাসরি কৃষকদের থেকে কিনে নেবে সরকার। সিদ্ধান্ত হয়েছে চার টাকা ষাট পয়সা কিলো দরে কেনা হবে এই আলু।

মাননীয়া মুখ্যমন্ত্রী আরও বলেন যে ২০ লক্ষ কৃষককে রাজ্যে ‘সয়েল হেলথ কার্ড’ দেওয়া হচ্ছে যার মাধ্যমে তারা মাটির গুণমান সম্বন্ধে অবগত হতে পারবেন। মাটি পরীক্ষা করে সেই মাটিতে কি কি চাষ করা যেতে পারে, এই তথ্যও পাওয়া যাবে এই কার্ডের মাধ্যমে।

 

Bengal Govt brings ‘Pathadisha’ app and smart cards for bus commuters

Gone are those days when you wasted precious minutes waiting for the bus to your workplace. Thanks to ‘Pathadisha’ – an app the state transport minister will launch on Wednesday – you will get to track your bus from your home and plan your journey accordingly.

The transport department is also introducing a smart card for the commuters – quite similar to the Metro card – that would help a commuter get rid of the perpetual problem of change. For every recharge, there will be some free rides as promotional offer.

“To begin with, commuters will get to track and use smart cards on 700 government buses but gradually , all private buses, trams and vessels will be covered by the Vehicle Tracking System (VTS),“ said the Transport Minister.

Once the smart card is introduced, commuters will be able to swipe the card with a machine available with the bus conductor. It will help us in curbing revenue pilferage.

 

 

বাসযাত্রীদের জন্য ‘পথদিশা’ অ্যাপ ও স্মার্ট কার্ড নিয়ে এল রাজ্য সরকার

কর্মস্থলে যাওয়ার জন্য এখন আর বাসের জন্য রাস্তায় দাঁড়িয়ে মূল্যবান সময় নষ্ট করতে হবে না। বাস যাত্রীদের জন্য রাজ্য পরিবহন দপ্তর নিয়ে এল ‘পথ দিশা’ অ্যাপ। আজ এই অ্যাপ চালু করবেন পরিবহন মন্ত্রী।

স্মার্ট ফোনে ‘পথ দিশা’ অ্যাপের মাধ্যমে ঘরে বসে সরকারি বাসে রিয়েল টাইম যাতায়াতের খবর পাওয়া যাবে। WBTC –র ‘AC’ ও ‘S’ বাসগুলিতে আপাতত এই সুবিধা চালু হচ্ছে।

পরিবহন দপ্তর একটি ট্রান্সপোর্ট কার্ড চালু করছে। এটি মেট্রোর স্মার্ট কার্ডের মতো। এবার প্রি-পেড ইলেক্ট্রনিক কার্ডের মাধ্যমে ভাড়া দিয়ে WBTC –র বাসে যাতায়াত করা যাবে।  প্রতি রিচার্জে প্রমোশনাল অফার হিসেবে বেশ কিছু ফ্রি রাইড থাকবে।

পরিবহন মন্ত্রী জানান, “এই পরিষেবা চালু হলে যাত্রীরা যেমন সবকিছু ট্র্যাক করতে পারবে তার সঙ্গে সঙ্গে সরকারী বাসে এই ট্রান্সপোর্ট কার্ডও ব্যবহার করতে পারবে। আসতে আসতে এই পরিষেবা বেসরকারি বাস, ট্রাম ও জলযানের ক্ষেত্রেও চালু করা হবে”।

একবার স্মার্ট কার্ড চালু হয়ে গেলে যাত্রীরা বাস কন্ডাক্টরের কাছে থাকা মেশিনে সোয়াইপ করতে পারবেন।

Bengal Govt to convert totos to e-rickshaws

In the ongoing operation to replace the totos plying in the state, one thousand e-rickshaws were introduced in North 24 Parganas on Friday.

State Transport minister Suvendu Adhikari officially introduced the vehicles at an event in Barasat. So far, 4,000 totos have been replaced by e-rickshaws all over Bengal.

This is a major step by the state government towards promoting e-vehicles. There are around one lakh totos and another one lakh vanos, both of which are indigenously-built passenger ferrying vehicles, in the state. Steps have already been taken to replace the vanos by e-carts.

Chief Minister Mamata Banerjee had asked the Minister to ensure that no toto driver is rendered jobless after the totos are replaced.

 

টোটোর জায়গায় ই-রিক্সা চালু করবে রাজ্য সরকার

টোটোর জায়গায় ই-রিক্সা চালু করার যে সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার, সেই লক্ষ্যে গতকাল উত্তর ২৪ পরগনার বারাসাতে ১০০০টি ই-রিক্সা চালু করলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী। সমগ্র বাংলায় ৪০০০ টোটোর বদলে ই-রিক্সা নামানো হয়েছে।

সারা রাজ্য জুড়ে ১ লক্ষ টোটো এবং ১ লক্ষ ভ্যানো চলাচল করে। ভ্যানোর জায়গায় ই-কার্ট চালু করার পদক্ষেপ নেওয়া হয়েছে। পথ নিরাপত্তার স্বার্থেই চালু করা হয়েছে এই ই-রিক্সা।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগ ছিল টোটোচালকদের স্বার্থ রক্ষা হবে এবং কেউ রোজগার হারাবেন না।

 

Week 1 of the second leg of Budget Session: Trinamool plays responsible Opp

The second leg of the 2017 Budget Session of Parliament began with the Members of Parliament (MP) of the Trinamool Congress staging a protest near the statue of Mahatma Gandhi inside the Parliament complex on the issue of the killing of two Indians in America.

Inside Parliament also, the party played the role of a responsible Opposition by raising important issues, speaking on key legislations and opposing the Government where required.

LOK SABHA

March 9, 2017

Adjournement Motion
Saugata Roy spoke on the issue of the killing of two Indians in USA.

Bills
Ratna De Nag spoke on The Maternity Benefit (Amendment) Bill, 2016.
Kakoli Ghosh Dastidar spoke on The Maternity Benefit (Amendment) Bill, 2016.

Zero Hour
Pratima Mandal raised the issue of installing sanitary napkin vending machines for girls in schools.

March 10, 2017

Bills
Kalyan Banerjee spoke on The Admiralty (Jurisdiction & Settlement of Maritime Claims) Bill, 2016.

Question Hour
Ratna De Nag asked Supplementary Questions on chronic diseases.
Saugata Roy asked Supplementary Questions on the confiscation of assets of economic offenders.

Zero Hour
Pratima Mandal raised the issue of the need for the awareness on generic medicines.
Ratna De Nag raised the issue of the need for subsidies for potato growers.
Md Idris Ali raised the issue of the need for the setting up of Central schools in his constituency and on the need for the waiver of interest on loans for farmers.

RAJYA SABHA

March 10, 2017

Bills
Sukhendu Sekhar Roy spoke on The Enemy (Amendment & Validation) Bill, 2016. Trinamool walked out in protest of the manner in which the Bill was taken up in the House.

Question Hour
Vivek Gupta asked Supplementary Questions on the providing of free Wi-Fi facilities by the Railways to stations in eastern India.

 

Thus, during the first week, Trinamool Congress raised the crucial issue of the security of Indians living in USA, to underline the importance of which its MPs even staged a protest inside the Parliament complex and raised important points while supporting the Bill on maternity benefits. On March 10, it staged a walkout in protest against the inadequate discussion before the passing of The Enemy (Amendment & Validation) Bill, 2016. The party’s MPs also raised various issues of local as well as regional and national importance through during the Question Hours and Zero Hours.

Vivek Gupta asks a Supplementary Question on the providing of free Wi-Fi facilities by the Railways in stations in eastern India

FULL TRANSCRIPT

Sir, through you I would like to know from the Hon’ble Minister that, if you look at the stations as part of the reply, in the northern part of the country, the central part of the country, the southern part of the country, even the western part of the country – there are more than 15 stations in each part of the country, but when it comes to the east, there are only two or three stations.

I would like to know from him, Sir, when does he plan to remove this discrimination and ensure that the eastern part of the country also enjoys Wi-Fi as the other parts of the country do.

Sir, I want to know is RailTel Corporation outside the Government of India? I thought it was a subsidiary of the Government, because in the answer to my question on the details of funds allocated and spent, that it is done by RailTel Corporation without any fund allocation from the Government? Sir, I want to know whether RailTel Corporation is a 100 per cent subsidiary, because the figures are not mentioned.

About the Wi-Fi being given free, we want to know from the Minister till when would it be given free? When do they plan to charge?

 

Bengal Govt allots Rs 3300 crore to spruce up state-run health system

After proposing a regulatory body to keep tabs on private health facilities, Bengal Chief Minister Mamata Banerjee on Wednesday turned the focus on the government healthcare system, raising the plan budget from Rs 2,999.22 crore in 201617 to Rs 3,299 crore, as a first step to augment the infrastructure. The Rs 300-crore raise seems to be in sync with the steady increase in budgetary allocation since 2011-12, when the plan budget was merely Rs 871.87 crore.

A total of 42 multi and super-speciality hospitals, each with 300-500 beds, are being built in 15 districts at a cost of Rs 2,714 crore. Besides, 33 critical care units (CCU) and 21 high-dependency units (HDU) are already functional in tertiary and secondary hospitals. Fourteen more such CCUs and HDUs will operate by 2017-’18.

Eight health districts have been created at Nandigram, Jhargram, Bishnupur, Rampurhat, Diamond Harbour, Bashirhat, Asansol and Kalimpong to streamline the functioning of the district health administration. 27,000 beds have been added in the new and existing government hospitals together. To cater to the pressure, 4,544 doctors, 6,535 nurses, 833 pharmacist and 1,001 technicians have been added to the existing medical and paramedical force of the state.

At present, 113 Fair Price Medicine Shops offer discount up to 72%. 52 Fair Price Diagnostic Centres offer CT scan, MRI and Digital X-ray at low rate. Four State-run and three private Medical colleges offer 3150 MBBS seats, 133 PG seats and 31 post-doctorate seats. At present there are nine nursing training schools and five more are coming up. The Milk Bank at SSKM and the cord blood bank at Calcutta School of Tropical Medicine are now functioning. The number of sick newborn stabilization unit now stands at 370 while there are 70 sick newborn care units.

 

স্বাস্থ্য খাতে ৩৩০০ কোটি টাকা বরাদ্দ করলো রাজ্য সরকার

বেসরকারি হাসপাতালের গতিবিধির ওপর নজর রাখতে রেগুলেটরি কমিশন তৈরীর পর বুধবার বিধানসভায় পেশ হল স্বাস্থ্য বাজেট। ২০১৬-১৭ আর্থিক বছরে এই বাজেটে বরাদ্দ অর্থের পরিমাণ ২,৯৯৯.২২ কোটি টাকা থেকে বৃদ্ধি করে ৩২৯৯ কোটি টাকা করা হয়েছে। ২০১১-১২ সালে যেখানে স্বাস্থ্য বাজেটে বরাদ্দ টাকার তুলনায় এবারের বাজেটে বরাদ্দ টাকার পরিমাণ ৩০০ কোটি টাকা বৃদ্ধি করা হয়েছে যখন পরিকল্পনা খাতে বরাদ্দ টাকার পরিমাণ ৮৭১,৮১ কোটি টাকা।

১৫টি জেলায় ২,৭১৪ কোটি টাকা খরচে মোট ৪২টি মাল্টি সুপার স্পেশালিটি হসপিটাল তৈরী হয়েছে। এগুলির প্রত্যেকটিতে ৩০০-৫০০টি বেড রয়েছে। এর পাশাপাশি ৩৩টি সিসিইউ, ২১টি এইচ ডি ইউ চালু হয়ে গেছে।২০১৭-১৮ সালে এই রকম আরও ১৪টি সিসিইউ, ২১টি এইচ ডি ইউ চালু হবে।

নন্দীগ্রাম, ঝাড়গ্রাম, বিষ্ণুপুর, রামপুরহাট, ডায়মন্ড হারবার, বসিরহাট, আসানসোল ও কালিম্পং সহ ৮টি স্বাস্থ্য জেলা তৈরী হয়েছে। নতুন ও পুরনো সরকারী হাসপাতালগুলিতে বেডের সংখ্যা ২৭০০০ বৃদ্ধি করা হয়েছে। রাজ্যের বিভিন্ন মেডিকেল ও প্যারামেডিকেল সেন্টারগুলিতে ৪৫৪৪ জন ডাক্তার, ৬৫৩৫ জন নার্স, ৮৩৩ ফার্মাসিস্ট এবং ১০০১ জন টেকনিশিয়ানকে নিযুক্ত করা হয়েছে।

বর্তমানে ১১৩ টি ন্যায্য মূল্যের ওষুধের দোকান রয়েছে যেখানে প্রায় ৭০% ছাড়ে ওষুধ পাওয়া যায়। ৫২ টি ন্যায্য মূল্যের ডায়াগনস্টিক সেন্টার রয়েছে যেখানে কম খরচে সিটি স্ক্যান, এম আর আই এবং ডিজিটাল এক্স-রে করা হয়। ৪টি সরকারী ও ৩টি বেসরকারী মেডিকেল কলেজ রয়েছে যেখানে এম বি বি এস এর আসন সংখ্যা ৩১৫০, পিজি-র আসনসংখ্যা ১৩৩ এবং পোস্ট ডক্টরেটের আসন সংখ্যা ৩১। বর্তমানে ৯টি নার্সিং ট্রেনিং স্কুল রয়েছে আরও ৫টি স্কুল তৈরী হচ্ছে। এস এস কে এমে মাতৃদুগ্ধ ব্যাঙ্ক, ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে কর্ড ব্লাড ব্যাঙ্ক পরিষেবা চালু হয়ে গেছে। ৩৭০টি এসএনএসইউ তৈরী হয়েছে আগে এই সংখ্যা ছিল ৭০।

 

Bengal’s gram panchayat system among world’s best-managed organisations: World Bank

The gram panchayat system of Bengal has been able to deliver the highest standards of services in terms of e-governance, general working and financial management even in areas outside the purview of regular work.

This has been acknowledge by none other than the World Bank, which has said in a recent letter from its vice-president, South Asia, Annette Dixon addressed to the State Government that in terms of efficiency, ease of doing things and transparency, the State’s panchayat system can be easily compared to the best-governed institutions in the world, and that this has been maintained for the last six years.

 

At the beginning of this financial year, 23 per cent of the targets set were accomplished by the panchayats. During the first three months of this year, the thousand gram panchayats achieved 80 per cent of their targets.

To bring transparency to the working of gram panchayats, the Panchayats Department of the State brought out an app. Details of all developmental work carried out by the gram panchayats, including the costs incurred as well as photographic evidence, are logged into the app, which are then verified by the Department. In the interest of transparency, too, it has been made mandatory by the Bengal Government that all tenders published by zilla parishads have to be published online, in the form of e-tenders.

According to data from this World Bank report, if the target is considered 100 per cent, the gram panchayats of Bengal have accomplished work equivalent to 235 per cent, such is their efficiency.

Under the able leadership of Chief Minister Mamata Banerjee, the gram panchayat system of Bengal has become the best in the country. In terms of all major parameters, and as attested by the World Bank itself, the gram panchayats of the State are the most transparent and efficient, bringing prosperity to all corners of rural Bengal.

 

স্বচ্ছতায় বিশ্বসেরার তকমা পেল বাংলার পঞ্চায়েত

রোজকার রুটিন কাজের বাইরে গিয়েও ই-গভর্ন্যান্স, পরিচালনা ও আর্থিক ব্যাবস্থাপনায় উৎকর্ষের নিরিখে বিশ্বসেরার শিরোপা পেল পশ্চিমবঙ্গ। বিশ্ব ব্যাঙ্কের অভিমত, সক্ষমতা, সাবলীলতা ও স্বচ্ছতায় বিশ্বের যে কোনও প্রতিষ্ঠানের শীর্ষে রয়েছে এরাজ্যের পঞ্ছায়েতগুলি এবং গত ছয় বছর ধরে এই ধারাবাহিকতা বজায় রয়েছে।

সামগ্রিকভাবে এক্ষেত্রে বিশ্বের শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের মর্যাদা দেওয়া হয়েছে বাংলার পঞ্ছায়েতকে। বিশ্ব ব্যাঙ্কের ভাইস প্রেসিডেন্ট অ্যানিটি ডিক্সন সম্প্রতি রাজ্য সরকারকে চিঠি দিয়ে নিজেদের অভিমত স্পষ্ট করেছেন।

রাজ্যের অন্তত এক হাজার গ্রাম পঞ্চায়েতের উপর লাগাতার সমীক্ষা চালানো হয়েছিল। দৈনন্দিন কাজের বাইরে গিয়ে গ্রামবাসীদের অর্থনৈতিক মানোন্নয়ন, মহিলাদের আর্থিক উন্নতি, ই-গভর্ন্যান্স, পঞ্চায়েত পরিচালনায় স্বচ্ছতাকে অগ্রাধিকার দেওয়া হয়েছিল। গত অর্থবর্ষের গোড়ায় শুরুতে ধার্য লক্ষ্যমাত্রার ২৩ শতাংশ ছাড়িয়ে গিয়েছিল। চলতি বছরের প্রথম তিন মাসেই এই এক হাজার গ্রাম পঞ্চায়েত ৮০ শতাংশের বেশি লক্ষ্যমাত্রা অর্জন করেছে।

গ্রামে রাস্তা, পানীয় জল সরবরাহ, নিকাশির কাজ যেমন চলছে তা গ্রামবাসীদের জানানোর জন্য মোবাইল অ্যাপ চালু করেছিল পঞ্চায়েত দপ্তর। এরই পাশাপাশি কর্মচারীদের বেতনও নির্দিষ্ট সময়ের মধ্যে দেওয়া নিশ্চিত করা হয়েছে। সেইসব কাজের বিস্তারিত তথ্য ও ছবি মোবাইলবন্দি করে পঞ্চায়েত দপ্তরে পাঠানোর পাশাপাশি কম্পিউটার করা হয়েছে। প্রকল্পর খরচও মোবাইলে জানিয়ে দেওয়া হয়।

বস্তুত আর্থিক স্বচ্ছতা বজায় রাখতেই এই উদ্যোগ। জেলা পরিষদ থেকে যেসব বড় প্রকল্প নেওয়া হয় সেগুলির ই-টেন্ডার বাধ্যতামূলক করা হয়েছে। এরই পাশাপাশি কেন্দ্র বা বিশ্ব ব্যাঙ্ক থেকে বিভিন্ন প্রকল্প খাতে বরাদ্দ অর্থ নির্দিষ্ট সময়ের মধ্যে খরচও করা হচ্ছে। গত ছয় বছর ধরে এই ধারাবাহিকতা বজায় রয়েছে।
বিশ্ব ব্যাঙ্কের তথ্য বলছে, লক্ষ্যমাত্রা যদি একশো শতাংশ ধরা হয় তাহলে পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েতগুলি ২৩৫ শতাংশ কাজ করেছে। যা কার্যত রেকর্ড।