Mamata Banerjee attacks CPM-Congress alliance in Murshidabad & Nadia rallies

Mamata Banerjee addressed three rallies today in Nadia and Murshidabad districts.

The first rally was held at Karimpur. After that she addressed two more rallies at Jalangi and Kandi.

Mamata Banerjee today strongly criticised the BJP at an election rally in Kandi. She also came down heavily on the Congress and the CPI(M).

Here are the highlights of her speech:

  • While our government is working relentlessly, I would like to know from those who only spread lies on television, the list of development work they have done here in Kandi.
  • The Kandi master-plan was drawn up by our government.
  • A Kisan Bazar is nearly complete here.
  • We have given here land for starting a campus of the Aligarh University in Murshidabad.
  • We have started Fair Price Medicine Shops and free healthcare services in our state.
  • We have created a Mother and Child Hub (MCH) in Murshidabad on a budget of Rs 16 crore and several Sick Newborn Stabilisation Units (SNSUs).
  • 3 multi super-speciality hospitals have been started in the district at Jangipur, Domkal and Sagardighi.
  • New units at Sagardighi power plant have been started with Rs 6,000 crore.
  • An eco-tourism park has been set up here.
  • Our Muslim brothers and sisters have received reservation after coming under the OBC category. The minority students have got success in medical college entrance exams, WBCS and judicial service exams.
  • Our government also supports the imams and the muezzins. Reservation by including them in the OBC category. The minority students have got success in medical college entrance exams, WBCS and judicial service exams. Our government also supports the imams and the muezzins.
  • We have started women police stations, 50 courts for women, 88 fast-track courts, 19 human rights courts. 46 government colleges and 171 kisan bazars have been created. 300 polytechnics and Industrial Training Institutes (ITIs) have been set up.
  • Those who have only one ear fear of losing the other ear. But the CPI(M) and Congress here have lost both the ears and do not fear of losing anything more. They have lost their balance and and all senses.
  • The CPI(M) had once raised the slogan “Gali gali mein shor hai, Rajiv Gandhi chor hai”. Today the Congress is begging the CPI(M) for votes and the comrades are now Cong-reds. The Congress is like the uchchhe-pata, the CPI(M) is the neem-pata and the BJP is like the Babla-kata tree.
  • Some migratory birds are coming from Delhi for votes. Narendra Modi has come to Bengal and said that he could not see any signs of development here. We can get him treated for cataracts at our eye-hospitals here.
  • Other leaders look at things from a party point of view. But I do not believe in viewing things with a party bias . I do not attack others personally.
  • I do not fear these people from Delhi who try to give me lessons on Hindutva. I believe in respecting all religions and all religious places, unlike them.
  • The Prime Minister should not utter words that threaten the federal structure of this country. There have been threats from these leaders from the Centre to separate Cooch Behar and Darjeeling from West Bengal. The Prime Minister of our country is trying to divide our state and we strongly oppose this.
  • Those who are themselves mountains of corruption, should not give us moral lessons. We did not create the Saradha, it was created by the Left. We made the first arrests on this in 2012, and that is why other parties were angry with us.

 

আমি অন্যদের ব্যক্তিগত আক্রমণ করি না: দিদি

আজ কান্দিতে এক নির্বাচনী জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায়  বিজেপি এবং কংগ্রেস-সিপিএম জোটকে তীব্র আক্রমণ করেন।

এখানে তার বক্তব্যের কিছু অংশঃ 

  • আমাদের সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যারা টিভির পর্দায় বসে শুধু মিথ্যে বলে চলেছেন, তাদের উদ্যেশ্যে আমার প্রশ্ন – কান্দির জন্য আপনারা কী কাজ করেছেন?
  • আমাদের সরকার কান্দির জন্য মাস্টার প্ল্যান তৈরী করেছে।
  • কিষাণ বাজারের কাজ এখানে প্রায় শেষের মুখে।
  • মুর্শিদাবাদে আলিগর বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা ইতিমধ্যেই জমি দিয়েছি।
  • বাকি রাজ্যের মতো এই রাজ্যেও আমরা ন্যায্য মূল্যের ওষুধের দোকান আর সরকারী হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থা চালু করেছি।
  • মুর্শিদাবাদে আমরা ১৬ কোটি টাকা ব্যয়ে একটি Mother and Child Hub (MCH) শুরু করেছি। SNSU-ও চালু হয়েছে এখানে।
  • জেলার ৩টি মাল্টি সুপার-স্পেশালিটি হাসপাতাল শুরু হয়েছে জঙ্গিপুর, ডোমকল এবং সাগরদিঘীতে।
  • সাগরদিঘী বিদ্যুত কেন্দ্রে ৬,০০০ কোটি টাকায়ে নতুন ইউনিট চালু হয়েছে।
  • এখানে একটি eco-tourism উদ্যান তৈরি হয়েছে।
  • মুসলমান ভাইবোনেদের সংরক্ষণের ব্যবস্থা করা হয়ে গেছে তাদের OBC তালিকাভুক্ত করে। সংখ্যালঘু ছাত্রছাত্রীরা এখন মেডিকেল কলেজে, WBCS পরীক্ষায়ে এবং জুডিশিয়াল পরীক্ষায় বিপুল সংখ্যায় সাফল্য পাচ্ছে। আমাদের সরকার ইমাম ও মুএজিনদেরও সহায়তা দিচ্ছে।
  • আমরা প্রচুর মহিলা থানা, ৫০টি মহিলা আদালত, ৮৮টি ফাস্ট-ট্র্যাক আদালত, ১৯টি মানবাধিকার আদালত, ৪৬টি সরকারী কলেজ, ১৭১টি কিষান বাজার এবং ৩০০টি পলিটেকনিক ও ITI স্থাপন করেছি।
  • সিপিএম এবং কংগ্রেস-এর দুটি কানই কাটা। তাই ওদের আর কান কাটা যাওয়ার ভয় নেই।
  • সিপিএম একদা স্লোগান তুলেছিল “গলি গলি মে শোর হে, রাজীব গান্ধী চোর হে” আর আজ সেই কংগ্রেসই সিপিএম-এর কাছে ভোট ভিক্ষে করছে। কমরেডরা এখন হলো কং-রেড।  কংগ্রেস হল উচ্ছেপাতা, সিপিএম হল নিমপাতা আর বিজেপি হল বাবলা গাছের কাঁটা।
  • বসন্তের কোকিলের মত নরেন্দ্রবাবু পশ্চিমবঙ্গে আসেন আর এসে বলেন যে উনি উন্নয়নের কিছুই দেখতে পাচ্ছেন না এখানে। ওনার চোখে ছানি পরে থাকলে আমরা ওনার চিকিৎসা করে দিতে পারি।
  • আমি সবকিছু পার্টির চোখ দিয়ে দেখি না। আমি অন্যদের ব্যক্তিগত আক্রমণ করি না।
  • যারা দিল্লি থেকে এসে আমায়ে হিন্দুত্ব নিয়ে জ্ঞান দেওয়ার চেষ্টা করেন, আমি তাদের ভয় করিনা। আমি সব ধর্মকেই সমানভাবে শ্রদ্ধা করি।
  • দেশের প্রধানমন্ত্রীর এমন কিছু বলা উচিত নয় যা দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে আঘাত করতে পারে। এখানে ওরা কোচ বিহার ও দার্জিলিং-কে ভাগ করার কথা বলে। আমরা এর প্রতিবাদ করি।
  • যারা নিজেরাই দুর্নীতির পাহাড়ে চড়ে বসে আছেন, তারা আমাদের দিকে আঙ্গুল তুলবেন না। আমরা সারদা তৈরী করিনি। এটা তৈরী করেছিল বামেরা। আমরা যখন ২০১২ সালে প্রথম গ্রেপ্তার করা শুরু করলাম, তখন সবার অস্বস্তি বেড়ে গেল।

 

Developments galore in Bardhaman district

The Pashchimanchal Unnayan Development Board has given shape to many development projects in 74 blocks in five districts, including in Bardhaman. As a result, State Government services to even the most far-flung areas have become easily available.

 

Health and Family Welfare

  • Asansol is being developed as a separate health district to enable better services.
  • Two multi super-speciality clinics coming up in Asansol and Kalna
  • Fair-price medicine shops have been opened in Bardhaman Medical College Hospital, Katwa Sub-divisional Hospital, Memari Rural Hospital, Asansol District Hospital, Durgapur Sub-divisional Hospital and Kalna Sub-divisional Hospital, through which 14 lakh people have got a discount of Rs. 26.74 crores.
  • Two fair-price diagnostic centres (FPDC) have been established in Bardhaman and Asansol.

 

Education

  • Kazi Nazrul University has been established in Asansol.
  • Two government colleges have been established in Kalna and Mangalkote which have started their academic sessions from 2015-16.
  • New industrial training institutes (ITIs) have been established in Purbasthali-1, Mangalkot and Bhatar blocks.

 

Agriculture and Land Reforms

  • 24,000 families have received patta under the Nijo Griha Nijo Bhumi scheme.
  • 100% of the families dependent on agriculture have received Kisan Credit cards.
  • Krishak Bazaars have been set up in 10 blocks: Ketugram-1, Bardhaman, Jamalpur, Purbasthali-1, Galsi-1, Bhatar, Ketugram-2, Memari-1 and Kalna.

 

Panchayat and Rural Development

  • Under the 100 Days’ Work programme, almost Rs 2,204 crore have been spent which has led to the creation of 10.7 crore work-days. This has led to Bardhaman district being awarded by the Central Government.
  • Under Gram Sadak Yojana, the State Governemnt has facilitated the construction of 263 km of road.

 

Minorities’ Development

  • In the last four-and-a-half years, more than 6 lakh students from minority communities have received scholarships worth more than Rs 100 crore.
  • Rs 36 crore have been given as credit to help youth from minority communities.

 

Backward Classes and Adivasi Development

  • 1.8 lakh children have received assistance under the Shikshashree Scheme.

 

Women and Child Development

  • More than 2.5 lakh students have received scholarships under the Kanyashree Scheme.

 

Irrigation

  • 52 km of dams has been strengthened.
  • Water distributed for irrigation in 2014-15: Kharif season – 5.83 lakh acres, Rabi season – 20,000 acres, Boro season – 30,000 acres.

 

Self-Help Groups and Schemes

  • Around 6,000 self-help groups have been formed under the Anandadhara Scheme.
  • More than 10,000 self-help schemes have been initiated and around Rs 70 crore has been given out as grants under Swami Vivekananda Swanirbhar Karmasuchi Prakalpa.

 

Information and Broadcasting

  • 5,000 artistes are receiving a retainer fee and pension.

 

Sports and Youth Affairs

  • 71 multi-gym centres will be built at an estimated cost of Rs. 1.42 lakh.

The State Government’s services are now easily available to everyone. Governance and development are the trump cards of the West Bengal Government.

 

বর্ধমান জেলার অভূতপূর্ব উন্নয়ন

বিগত সাড়ে চার বছরে তৃনমূল কংগ্রেস বর্ধমান জেলায় উন্নয়নের জোয়ার নিয়ে এসেছে। মমতা বন্দ্যোপাধ্যায় এই জেলার উন্নয়নের জন্য প্রচুর সরকারি প্রকল্প এবং উদ্যোগ চালু করেছেন।

র্ধমান জেলার মাটি তীর্থ-কৃষি কথা ইউনাইটড নেশন্স অরগানাইজেশান দ্বারা স্বীকৃত।

স্বাস্থ্য পরিবার কল্যান

আসানসোলকে পৃথক স্বাস্থ্য জেলা হিসাবে গরে তোলা হয়েছে।

৭টি ন্যায্য মূল্য ওষুধের দোকান চালু করা হয়েছে বর্ধমান মেডিকাল কলেজ ও হাসপাতাল, কাটোয়া মহকুমা হাসপাতাল, মেমারি রুরাল হাসপাতাল, আসানসোল জেলা হাসপাতাল, দুর্গাপুর মহকুমা হাসপাতাল, কালনা মহকুমা হাসপাতাল, ও অনাময় হাসপাতাল।

শিক্ষা

কাজী নজ্রুল ইসলাম বিশ্ববিদ্যালয় স্থাপিত করা হয়েছে আসানসোলে।

২টি সরকারি কলেজ চালু হয়ে গেছে কালনা ও মঙ্গল্কটে।

পুরবাস্থলি-১, মঙ্গল্কোট এবং ভাতারে ITI স্থাপন করা হয়েছে।

ভুমি সংস্কার কৃষি

২৪ হাজার পরিবারকে ‘নিজ গৃহ নিজ ভুমি’ প্রকল্পে পাট্টা দেওয়া হয়েছে।

মোট কৃষক পরিবারের ১০০ শতাংশ কিষাণ ক্রেডিট কার্ড পেয়েছে।

কৃষক বাজার নির্মিত হয়েছে ১০টি ব্লকেঃ কেতুগ্রাম-১, বর্ধমান, জামালপুর, পুরবাস্থলি-১, গালসি-১, ভাতার, কেতুগ্রাম-২, মেমারি-১ আর কালনা।

পঞ্চায়েত  গ্রামোন্নয়ন

১০০ দিনের কাজে প্রায় ২২০৪ কোটি টাকা ব্যয় করে ১০.৭০ কোটি শ্রম দিবস সৃষ্টি হয়েছে। এর জন্যে বর্ধমানকে কেন্দ্রীয় সরকার বিশেষ পুরস্কারে পুরস্কৃত করেছে।

গ্রামীণ সড়ক যোজনায় ২৬৩ কিমি. রাস্তা নির্মিত হয়েছে। আরও ৮ কিমি. আগামি মে মাসের মধ্যে শেষ হয়ে যাবে।

সংখ্যালঘু উন্নয়ন

বিগত সাড়ে চার বছরে সাড়ে ৬ লক্ষেরও বেশি সঙ্খালঘু ছাত্র-ছাত্রীদের ১০০ কোটিরও বেশি টাকা স্কলারশিপ প্রদান করা হয়েছে।

স্বনির্ভরতার জন্য সংখ্যালঘু যুবক যুবতিদের প্রায় ৩৬ কোটি টাকা ৠণ প্রদান করা হয়েছে। আরও ৮ কোটি টাকা প্রদান করা হবে মে মাসের মধ্যে।

অনগ্রসর কল্যান আদিবাসি উন্নয়ন

১.৮০ লাখেরও বেশি ছাত্র শিক্ষাশ্রী প্রকল্পে সহায়তা পাচ্ছে এবং আরও ১.৭ লাখ ছাত্ররা মে মাসের মধ্যে এই প্রকল্পের আওতাভুক্ত হবে।

নারী শিশু উন্নয়ন

জেলায় প্রায় ২.৫ লাখ ছাত্রী কন্যাশ্রীর আওতায় এসেছে।

সেচ

৫২ কিমি. দীর্ঘের বাঁধ সংরক্ষণের কাজ সম্পন্ন হয়েছে। ২০১৪-১৫ সালে সেচের জল সরবরাহঃ খারিফ মরশুম-৫.৮৩ লক্ষ একর, রবি মর্শুম-২০,০০০ একর, বোরো মরশুম-৩০,০০০ একর।

স্বনিরভর দল

আনন্দধারা প্রকল্পে ৬ হাজার স্বনিরভর দল গঠিত হয়েছে।

স্বামী বিবেকানন্দ স্বনির্ভর কর্মসূচী প্রকল্পে ১০ হাজারেরও বেশি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে এবং প্রায় ৭০ কোটি টাকা অনুদান প্রদান করা হয়েছে।

তথ্য সংস্কৃতি

৫ হাজার লোকশিল্পী রিটেনার ফি ও পেনশান পাচ্ছেন।

ক্রীড়া যুব কল্যান

৭১টি মাল্টি জিম সেন্টার গড়ে তুলতে ১.৪২ কোটি টাকা প্রদান করা হয়েছে।

পশ্চিমাঞ্চল উন্নয়ন বিষয়ক দপ্তর এক গুচ্ছ উন্নয়নমূলক কর্মসূচী রূপায়ন করে চলেছে ৭৪টি ব্লকে ৫টি জেলায় (মেদিনীপুর, বাঁকুড়া, পুরূলিয়া, বীরভূম ও বর্ধমান)। ২০০৭-১১ সালে এই দপ্তরের পরিকল্পিত বাজেট ছিল ১৬০ কোটি টাকা যা ২০১১-১৫ সালে বৃদ্ধি পেয়ে হয়েছে প্রায় ৬০৯ কোটি টাকা।

 

Didi’s four-point chargesheet against CPI(M) in Narayangarh

Mamata Banerjee today delivered a four-point chargesheet against the CPI(M).

She was addressing a huge election campaign rally at Narayangarh in West Midnapore. She spoke at length about the dark days under CPI(M) misrule, which was rife with violence and bloodshed.

“It is shameful that the CPI(M), responsible for the despicable incidents in Netai, Nandigram, and Garbeta are once again talking about revenge”, she said.

Here is the four-point chargesheet by Mamata Banerjee:

  • Why was the Netai incident allowed to happen? Who was responsible?
  • CPI(M) should explain why people in Nandigram were attacked. It certainly cannot be the responsibility of Buddhadeb and Lakshman Seth alone; which other leaders were involved?
  • CPI(M) should explain why there were so many murders in Jangalmahal. Who killed Paresh Kumar, Dumri Hansda, Chitto Pal, Sambhu Hansda, Gangaram Das, Sunil Das, Amalendu Dey, Raitun Bibi and Upendu Khatua among many others? Who was responsible?
  • The former Health Minister should answer why there was no health infrastructure in Narayangarh as well as in West Midnapore district.

Those who had turned Jangalmahal into a graveyard are now speaking of peace. The people of Jangalmahal will give befitting reply, she said.

She went on to highlight the development ushered-in in the last four and a half years  – six multi super hospitals in West Midnapore alone while 41 multi super hospitals are coming up across the State in addition to numerous SNCUs, SNSUs and Fair Price Medicine Shops. People are getting benefits of new ITIs, Kanyashree, Kisan Credit Cards, Sikhsashree, Sabuj Sathi, Kisaan Bazaars and many other projects.

She promised that after coming into office for the second time, the first rally will be held at Narayangarh, if people defeat Suryakanta Mishra.

 

নারায়ণগড়ে সিপিএমের বিরুদ্ধে চার্জ শিট মমতার

আজ নারায়ণগড়ের জনসভা থেকে সিপিএমের বিরুদ্ধে চার্জ শিট দাগলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে একটি প্রচার সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি তার বক্তব্যে তিনি সিপিএম আমলের কালো, রক্তাক্ত, প্রতিহিংসামূলক রাজনৈতিক দিনগুলির কথা আবার মনে করিয়ে দেন সাধারণ মানুষকে।

তিনি বলেন, “নেতাই, নন্দীগ্রাম, গড়বেতার জন্য দায়ী সিপিএম, এরপর ওরা আবার বদলা নেওয়ার কথা বলছে এটা লজ্জাজনক”।

দেখে নিনি সিপিএমের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের চার্জ শিটঃ

  • নেতাই এর ঘটনা কেন হয়েছি? কে দায়ী এর জন্য?
  • নন্দীগ্রামের মানুষের ওপর কেন অত্যাচার করা হয়েছে, সিপিএমের জবাব চাই। শুধুমাত্র বুদ্ধদেব ভট্টাচার্য ও লক্ষ্মণ শেঠ এর জন্য একা দায়ী নন, আর কোন কোন নেতারা এর পিছনে ছিলেন সিপিএমকে এর জবাব দিতে হবে।
  • জঙ্গলমহলে এত মানুষ কেন খুন হয়েছে? সিপিএমকে জবাব দিতে হবে। পরেশ কুমার, দুমড়ি হাঁসদা, চিত্ত পাল, শম্ভু হাঁসদা,গঙ্গাধর দাস,গঙ্গারাম দাস, সুনিল দাস,অমলেন্দু দে, রাইতুন বিবিকে, উপেন্দু খাঁটুয়া কে খুন করেছে? এর জন্যও কে দায়ী?
  • কেন সমগ্র পশ্চিম মেদিনীপুর জেলাসহ নারায়ণগড়ে কোন স্বাস্থ্য পরিকাঠামো হয়নি এর জবাব দিতে হবে প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রীকে।

যারা জঙ্গলমহলে সন্ত্রাসের রাজনীতি করত আজ তারাই শান্তির বার্তা দিচ্ছে। জঙ্গলমহলের মানুষ তাদের যোগ্য জবাব দেবে।, তিনি বলেন।

গত সাড়ে চার বছরে সারা বাংলা জুড়ে উন্নয়নের কর্মযজ্ঞ হয়েছে – সারা রাজ্যে ৪১টি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি হচ্ছে, পশ্চিম মেদিনীপুরে ইতিমধ্যেই ৬টি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি হয়েছে। অনেকগুলি ন্যায্য মূল্যের ওষুধের দোকান, SNCUs, SNSUs তৈরি হচ্ছে। আইটিআই, পলিটেকনিক কলেজ, কন্যাশ্রী, শিক্ষাশ্রী, কিষাণ ক্রেডিট কার্ড, সবুজ সাথীসহ আরও অনেক প্রকল্প চালু হয়েছে বাংলার জন্য।

তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, যদি মানুষ সূর্যবাবুকে পরাজিত করেন তাহলে জেতার পর তিনি তার প্রথম সভা করবেন নারায়ণগড়ে।

Mamata Banerjee files her nomination from Bhowanipore constituency

Trinamool Congress Chairperson Mamata Banerjee on Friday filed her nomination papers for the state assembly elections from the Bhowanipore constituency in South Kolkata district.

A large number of supporters chanted slogans as Banerjee, flanked by several party leaders, undertook a road show on her way to the office of the District Election Officer, Kolkata.

The Trinamool Congress supremo was flanked by Subrata Bakshi as she went through the paperwork at the Alipore Survey Building in South Kolkata.

আজ মনোনয়ন পত্র জমা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে আজ তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার মনোনয়ন জমা দিলেন। তিনি দক্ষিণ কলকাতার ভবানীপুর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আলিপুরের সার্ভে বিল্ডিং-এ মনোনয়ন পত্র জমা দেন তৃণমূল নেত্রী। তার সঙ্গে উপস্থিত ছিলেন দলীয় নেতা সুব্রত বক্সী।

আজ একটি রোড শো করে তিনি সার্ভে বিল্ডিং-এ মনোনয়ন পত্র জমা দিতে যান। সেই সময় প্রচুর সমর্থক তাকে স্লোগানের মাধ্যমে তাকে অভিনন্দন জানান।

 

What PM said was unbecoming of his high office: Derek

Statement by Derek O’Brien:

We heard the comments the Prime Minister made about our party. Making up a clever-by-half abbreviation, based on wild allegations and using the initials letters of the name of our political party, was in poor taste to say the least.

These are not words befitting of the Prime Minister of India. They bring his high office to disrepute. Mr Prime Minister, maybe we need to remind you that you are the Prime Minister of this great nation and of all Indians, irrespective of community and region. Do not reduce yourself to a Shakha Pramukh. Please grow with your job.

The Trinamool Congress is far from being a corrupt party. We don’t run advertising campaigns for elections running into billions of unaccounted and unaccountable dollars. Neither do we play cheap politics over a tragedy. As for terror, we are all for combating it but not by raising paranoia, targeting innocent fellow citizens and raising communal temperatures. But then you, Mr Shakha Pramukh, would know about terror, given your record in 2002.

 

প্রধানমন্ত্রীর মুখে এরকম বক্তব্য শোভা পায় না: ডেরেক

আমাদের দল সম্পর্কে প্রধানমন্ত্রীর বক্তব্য আমরা শুনলাম। কিছু অমূলক অভিযোগের ওপর ভিত্তি করে আপনি আমাদের দলের আদ্যাক্ষরগুলি দিয়ে যে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন তা কোনও প্রধানমন্ত্রীর মুখে শোভা পায় না।

আপনি যে পদে আসীন, সেই পদমর্যাদার অবমাননা করেছেন আপনি। আপনাকে হয়তো মনে করানো দরকার যে আপনি সারা দেশের প্রধানমন্ত্রী, কোনও শাখা প্রমুখ নন। আপনি নিজের কাজে মননিবেশ করুন।

তৃনমূল আদপেই দুর্নীতিপরায়ণ দল নয়। আমাদের দল হিসেব বহির্ভূত কোটি কোটি টাকা ব্যয় করে নির্বাচনী প্রচার চালায় না। আমরা কোনও মর্মান্তিক দুর্ঘটনা নিয়ে সস্তার রাজনীতি করি না।

সন্ত্রাসের মোকাবিলা আমরাও করছি। কিন্তু তার নামে নির্দোষ দেশবাসীদের বিরুদ্ধে ভীতি সৃষ্টি করি না। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করি।

শাখা প্রমূখ মহাশয়, ২০০২ সালের অভিজ্ঞতা থেকে সন্ত্রাস সম্বন্ধে আপনার জ্ঞান নিশ্চই প্রচুর।

Unprecedented growth in rural infrastructure in Bengal

West Bengal is one of the most progressive States in terms of rural infrastructure. Trinamool Congress has ensured, over the last five years, that Bengal stands out in terms of the infrastructure created for the rural population – be it roads, irrigation system, funds to self-help groups and everything else.

The Plan expenditure in rural development has increased more than four times to Rs 38,214.1 crore during 2011-16, with respect to that during 2006-11.

Rural roads: In the last three years, 9,979.32 km, with a total value of Rs 10,585.53 crore, were sanctioned. In 2013-14, 1,356 habitations were connected – a fact which stands highest in the country.

Rural Infrastructure Development Fund (RIDF): Under RIDF, projects for roads, bridges, drainage systems, anganwadi centres, shishu shiksha kendra/Madhyamik shiksha kendra, rural haat/markets, etc. were implemented across the State, contributing to overall rural development. Rural roads constructed under RIDF has increased from 606 km during 2007-11 to 1,222 km during 2011-15.

Strengthening of the three-tier panchayat system: There has been reservation of 50% of seats and offices in panchayats for women and reservation of 50% of seats and offices, including those reserved for women, in favour of SC, ST and BC. The accounts of all panchayats fully computerised

Training infrastructure has been expanded to encompass the State Institute of Panchayats & Rural Development, five extension training centres and 30 district training centres. This expansion has been adjudged by the Government of India as one of the best in the country.

The World Bank-supported Institutional Strengthening of Gram Panchayats (ISGP) Project has generated innumerable good practices.

Anandadhara: Under the Anandadhara Scheme, books and registers for self-help groups (SHGs) have been standardised. The average amount of bank credit per SHG has increased. A State-wide digital SHG directory compiled, with data of over four lakh SHGs.

National Social Assistance Programme (NSAP): The State, under NSAP, has ensured regular financial assistance to over 23 lakh below poverty line (BPL) beneficiaries.

Backward Regions Grant Fund (BRGF): The State has utilised this fund to bridge critical gaps among the flagship programmes, for purposes like construction of ICDS centres, roads, passenger sheds, arsenic-free drinking water sources, market complexes and minor irrigation systems, and for provision of supplementary nutrition.

West Bengal is among the best in India in terms of rural development. None other than the World Bank has certified that its panchayat programmes have achieved tremendous success.

 

গ্রামীণ পরিকাঠামোর অভূতপূর্ব উন্নয়ন বাংলায়

গ্রামীণ পরিকাঠামোর পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গ সবচেয়ে উন্নত রাজ্যগুলির মধ্যে অন্যতম। গত পাঁচ বছর ধরে তৃণমূল কংগ্রেসের সরকারের উদ্যোগে পশ্চিমবঙ্গ গ্রামীণ পরিকাঠামোর সকল মাপকাঠি – যেমন রাস্তা, সেচ ব্যবস্থা, স্বনির্ভর দলগুলিকে ঋণপ্রদান ইত্যাদিতে ব্যাপক সাফল্য ছুঁয়েছে।

পল্লী উন্নয়ন খাতে পরিকল্পিত ব্যয় ২০০৬-১১ থেকে চারগুন বেড়ে ২০১১-১৬ সময়কালে হয়েছে ৩৮,২১৪.১ কোটি টাকা।

গ্রামীণ সড়ক: বিগত তিন বছরে মোট ১০,৫৮৫.৫৩ কোটি টাকা বরাদ্দ হয়েছে ৯,৯৭৯.৩২ কিমি রাস্তা তৈরীর জন্য। ২০১৩-১৪ সালে এই প্রকল্পে ১,৩৫৬ লোকালয় সংযুক্ত করা হয় – যা দেশে সর্বোচ্চ।

গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন তহবিল (RIDF): RIDF-এর আওতায় সড়ক, সেতু, নিকাশী ব্যবস্থা, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, শিশু শিক্ষা / মাধ্যমিক শিক্ষা কেন্দ্র, গ্রামীন হাত, ইত্যাদি গড়ে তোলা হয় যা গ্রাম বাংলাকে আরো উন্নত করেছে। RIDF-এর আওতায় গ্রামীণ সড়ক নির্মানের কাজ ২০০৭-১১ কালে ৬০৬ কিমি থেকে বেড়ে ২০১১-১৫ কালে হয়েছে ১,২২২ কিমি।

ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা: সব পঞ্চায়েতগুলিতে ৫০ শতাংশ সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে মহিলাদের জন্য এবং SC/ST/OBC তলিকাভুক্ত মানুষদের জন্যেও রয়েছে সংরক্ষণ। সব পঞ্চায়েত অ্যাকাউন্ট এখন সম্পূর্ণরূপে কম্পিউটারাইজড। প্রশিক্ষণ পরিকাঠামো এখন পঞ্চায়েত ব্যবস্থার মধ্যে আরো দৃঢ়ভাবে সামিল করা হয়েছে এবং ভারত সরকার থেকে তার স্বীকৃতি মিলেছে।

আনন্দধারা: আনন্দধারা প্রকল্পের অধীনে স্বনির্ভর দলগুলির জন্য বই ও রেজিস্টার তৈরী, ব্যাঙ্ক ঋণ বৃদ্ধি ও ডিরেক্টরি তৈরির কাজ সম্পন্ন হয়েছে।

জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচি (NSAP): NSAP-এর অধীনে রাজ্য, দারিদ্র্যসীমার (বিপিএল) নীচে মানুষদের জন্য ২৩ লক্ষ টাকা আর্থিক সহায়তা নিশ্চিত করেছে।

অনগ্রসর অঞ্চল অনুদান তহবিল (BRGF): আই সি ডি এস সেন্টার, রাস্তাঘাট, যাত্রী প্রতীক্ষালয়, আর্সেনিকমুক্ত পানীয় জল, বাজার, ক্ষুদ্রসেচ ও পরিপুরক পুষ্টির ব্যবস্থা তৈরির জন্য BRGF তহবিল ব্যবহৃত হয়েছে।

পশ্চিমবঙ্গ গ্রামীণ উন্নয়নের নিরিখে ভারতে সেরা রাজ্যগুলির মধ্যে একটি, যার স্বীকৃতি মিলেছে  বিশ্বব্যাংকের থেকেও।

 

Do not allow the dark days of CPI(M) rule to come back: Didi at Asansol

Mamata Banerjee addressed two rallies in Pandabeswar and Raniganj, in the coal belt of West Bengal today. This was the second day of her campaign trail in Bardhaman district. Later she also addressed a rally at Kharagpur.

In her speeches, she challenged the opposition parties to fight her politically, instead of resorting to slander. She also disparaged the “divisive religious politics” of some parties “just before elections.”

She went on to highlight the development that her Trinamool Congress Government had wrought during its first term in power – schools, hospitals, roads, water supply projects, scholarships to students from minority communities, and much more.

Highlights of her speech: 

  • We will work for the people if given the opportunity
  • We work for everyone, irrespective of the caste, creed, religion, language
  • A new district is coming up in Asansol
  • The CPI(M) candidate in Raniganj destroyed Asansol for 34 years
  • We have worked hard for farmers, labourers, backward castes, minorities, girls
  • We have given scholarships to over 1 crore minrotity students
  • We have given cycles to 45 lakh students under Sabuj Sathi scheme
  • We have built a new airport in Asansol. A new university has come up
  • This is a dry area. We have taken up a new water supply project for this area
  • We are working with the Centre to regularise illegal coal mines. It will generate employment
  • I thank all of you for being present here in large numbers despite the scorching heat
  • Hindu-Musalman bendhe jot, joraphool ey sob vote
  • Do not allow the dark days of CPI(M) to come back. Vote for Trinamool
  • We are setting up 41 multi super speciality hospitals out of which 31 have been inaugurated
  • We have registered 33 lakh girls under Kanyashree scheme
  • 171 Kisan Bazaars are being set up across the Sate. We have given houses under Geetanjali scheme
  • We have built roads, stadiums, airports. What has CPM done in 34 years?
  • The CPI(M) only killed people in Singur, Netai, Nandigram, Amta
  • I challenge the CPI(M) to even perform 1% work of what i have done
  • The Opposition only knows how to criticise me
  • Congress and CPI(M) have lost their ideologies. They are struggling for existence
  • They are fighting in Kerala and showing camaraderie in Bengal
  • Let BJP manage Delhi first then focus on Bengal. What have they done in Asansol for 2 years?
  • The Centre even stopped funds for water supply project in Asansol under JNNURM
  • Bengal will show the way for the entire country
  • Ghar ghar mein ek hi awaaz, Trinamool Congress zindabad

সিপিএম আমলের কালো দিন আর ফিরিয়ে আনবেন না: মমতা বন্দ্যোপাধ্যায়

আজ পাণ্ডবেশ্বর এবং রানিগঞ্জে প্রচার করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ তার বর্ধমানে প্রচারের দ্বিতীয় দিন। বর্ধমানে প্রচার শেষ করে এরপর তিনি খড়গপুরে একটি সভা করবেন।

গতকাল তিনি বিরোধীদের চ্যালেঞ্জ করে বলেন কু९সা ও অপপ্রচার না করে তারা যেন রাজনৈতিকভাবে তার সঙ্গে মোকাবিলা করেন। তিনি আরও বলেন কিছু কিছু দল নির্বাচনের আগে সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টির চেষ্টা করছে।

এদিনও তার বক্তব্যের মূল বিষয় ছিল উন্নয়ন। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর স্কুল-কলেজ, হাসপাতাল, রাস্তা, জল সরবরাহ প্রকল্প, ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান থেকে শুরু করে সবরকম উন্নয়ন করেছে।

তৃণমূল নেত্রীর বক্তব্যের কিছু বিষয়ঃ  

  • মানুষ আমাদের সুযোগ দিলে আমরা আবার মানুষের জন্য কাজ করব
  • আমরা জাত-পাত, ভাষা-ধর্মের বিচার করি না, আমরা সকলের জন্যও কাজ করি
  • আসানসোল একটি নতুন জেলা হবে
  • গত ৩৪ বছরে রানিগঞ্জের সিপিএম প্রার্থীরা ধ্বংস করেছে আসানসোলকে
  • আমরা কৃষক, সংখ্যালঘু ও অনগ্রসর শ্রেণীর লোকেদের জন্যও অনেক কাজ করেছি
  • ১ কোটিরও বেশি সংখ্যালঘু ছাত্রছাত্রীরা স্কলারশিপ পেয়েছে
  • সবুজ সাথী প্রকল্পে ৪৫ লক্ষ ছাত্রছাত্রীদের সাইকেল দেওয়া হয়েছে
  • আসানসোলে আমরা একটি নতুন বিমানবন্দর চালু করেছি। একটি নতুন বিশ্ববিদ্যালয়ও তৈরি হচ্ছে
  • এটি অত্যন্ত শুষ্ক অঞ্চল, তাই আমরা এখানে বেশ কয়েকটি জল প্রকল্প শুরু করেছি
  • আমরা কেন্দ্রের সাথে কাজ করছি যাতে illegal কয়লা খনিকে বৈধ করা যায়, এখানে অনেক কর্মসংস্থান হবে
  • এত গরমেও আপনারা আমার সভায় এসেছেন তার জন্য আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি
  • হিন্দু-মুসলমান বেঁধে জোট, জোড়াফুলে সব ভোট
  • সিপিএম কালো দিন যাতে ফিরে না আসে তাই তৃণমূলকে ভোট দিন
  • ৪১টি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি হয়েছে, এর মধ্যে ৩১টি উদ্বোধন করা হয়ে গেছে
  • ৩৩ লক্ষ ছাত্রী কন্যাশ্রী পেয়েছে
  • ১৭১টি কিষাণ বাজার তৈরি করছি
  • আশ্রয়হীন মানুষ এখন গীতাঞ্জলি প্রকল্পে বাড়ি পাচ্ছে
  • রাস্তা, স্টেডিয়াম, বিমানবন্দর সব কিছু তৈরি করেছি আমরা
  • গত ৩৪ বছরে কি করেছে সিপিএম? ওরা শুধু সিঙ্গুর, নেতাই, নন্দীগ্রাম আর আমতার লোকজনদের খুন করেছে
  • আমি সিপিএমকে চ্যালেঞ্জ করে বলছি ওরা এর ১ শতাংশ কাজ করে দেখাক
  • বিরোধীদের কাজ শুধু আমার কু९সা ও অপপ্রচার করা
  • কংগ্রেস আর সিপিএম তাদের আদর্শকে বিসর্জন দিয়েছে
  • ওরা কেরালায় লড়াই করছে আর বাংলায় জোট করছে
  • বিজেপি আগে দিল্লি সামলাক, তারপর বাংলা দেখুক, গত ২ বছরে ওরা আসানসোলের জন্য কি কাজ করেছে?
  • আসানসোলের জন্যও যেসব জল প্রকল্পগুলি শুরু হয়েছিল, কেন্দ্র সেগুলোর টাকা বন্ধ করে দিয়েছে
  • আগামী দিনে বাংলাই সকলকে পথ দেখাবে
  • ঘর ঘর মে এক হি আওয়াজ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ

Health Department: Path-breaking achievements

Under Mamata Banerjee, the Health Department has been one of the best-performing departments over the last five years in West Bengal. Concepts like special care units for babies, fair-price medicine shops, fair-price diagnostic centres and multi super-speciality hospitals have brought about a huge change in the health scenario in the State.

Recently, the Government has taken the path-breaking decision of withdrawing all user charges from all Government hospitals, including medical college hospitals. These user charges include those of drugs, surgical implants and of usage of costly devices.

Mother and child care: The number of sick newborn care units (SNCU) is up from six to 49 and sick newborn stabilisation units (SNSU) are up from zero to 302. There has been a significant improvement in institutional delivery, from 68% in 2011 to 87% in November 2015; all 671 functional delivery points now have newborn care corners (NBCC). Two Mother and Child Care Hubs (MCHs) have been built in Kolkata and Howrah; seven more are coming up by the end of 2016. Thirty-five Nutritional Rehabilitation Centres (NRCs) centres have been set up for the management of severely malnourished children, and for counselling their mothers.

Fair-price medicine shop (FPMS): The 109 FPMSs achieved a gross sale of Rs 940 crore, with discount of Rs 585 crore availed by 2013 lakh patients between December 2012 and December 2015.

Fair-price diagnostic centre (FPDC): FPDCs are meant to provide medical diagnostic facilities at an affordable rate. There is also provision for free services to the poor and vulnerable sections of society. So far, 82 FPDCs have been set up in government hospitals.

Multi super-speciality hospitals: These hospitals with advanced healthcare facilities are coming up in all the districts. Thirty-two have been opened, out of the scheduled 41.

Emergency care: West Bengal is the only State to set up modern critical care and emergency management facilities in districts and sub-divisions. Fifty-five such CCUs and HDUs (high-dependency units) are functional, and 17 more are to open soon.

Hospital beds: The bed strength has been increased by 27,000. A hundred eighty non-bedded primary healthcare centres (PHCs) were upgraded to 10-bedded PHCs and 144 block primary healthcare centres (BPHCs) were upgraded to rural hospitals.

Madhur Sneha and Cord Blood Bank: Eastern India’s first human milk bank, named Madhur Sneha, and a cord blood bank have been set up at SSKM Hospital.

Sishu Sathi: This scheme is meant to enable free surgical treatment for children with cardiac diseases at State Government-run hospitals; more than 7,400 children have been treated till now.

Rashtriya Swasthya Bima Yojana (RSBY): The West Bengal Government has ensured extension of RSBY services to all hospitals up to blocks. The State tops in India with 61 lakh families covered, extending benefits of free cashless treatment for surgical and medical management to 12 lakh patients, amounting to Rs 700 crore in the last four years. This has been appreciated by the World Bank and the German Society for International Cooperation (GIZ in German).

Under the rule of the Trinamool Congress, the health scenario in West Bengal is better than ever. There has been a significant increase in the allocation for the Health & Family Welfare Department over the last five years; it is Rs 2999.22 crore for 2016-17. The people all over the State are highly impressed by the all-round change.

 

স্বাস্থ্য ক্ষেত্রে বাংলায়  অভূতপূর্ব উন্নয়ন  

মমতা বন্দোপাধ্যায়-এর নেতৃত্বে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তর বিগত পাঁচ বছরে ব্যাপক সাফল্য অর্জন করেছে। নায্যমূল্যের ওষুধের দোকান, নায্যমূল্যের ডায়াগনস্টিক কেন্দ্র এবং মাল্টি -সুপার স্পেশালিটি হাসপাতাল স্বাস্থ্য ক্ষেত্রে অসাধারণ পরিবর্তন এনেছে।

রাজ্য সরকারের এক অভূতপূর্ব সিদ্ধান্তের ফলে এখন রাজ্যের সকল হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি, রাজ্যে সরকারি হাসপাতালগুলিতে ভর্তি সকল রোগীদের বিনমূল্যে ওষুধপত্র ও অনান্য  সুযোগ সুবিধে দেওয়া হচ্ছে।

জননী ও শিশু কল্যাণ: Sick Newborn Care Unit (SNCU)-এর সংখ্যা ৬ থেকে বেড়ে এখন ৪৯ হয়েছে এবং Sick Newborn Stabilisation Units (SNSU)-এর সংখ্যা শূন্য থেকে বেড়ে এখন হয়েছে ৩০২। হাসপাতালে প্রসবের উল্লেখযোগ্য উন্নতি ঘটেছে – ২০১১ সালে ৬৮ শতাংশ থেকে ২০১৫ সালে ৮৭ শতাংশ। সকল ৬৭১ পরিসেবা কেন্দ্রে এখন রয়েছে Newborn Care Corners (NBCC)। ২টি Mother and Child Care Hub (MCH) তৈরী হয়েছে কলকাতা এবং হাওড়ায়। অপুষ্ট শিশুদের জন্য ৩৫ Nutritional Rehabilitation Centre (NRC) খোলা হয়েছে।

নায্যমূল্যের ওষুধের দোকান: ১০৯টি নায্যমূল্যের ওষুধের দোকান থেকে ডিসেম্বর ২০১২- ডিসেম্বর ২০১৫ সময়কালে মোট ৯৪০ কোটি টাকার ওষুধ কেনা হয়েছে, যার মধ্যে ৫৮৫ কোটি টাকার ছাড় দেওয়া হয়।

নায্যমূল্যের ডায়াগনস্টিক কেন্দ্র: রাজ্যের মানুষরা এখন ন্যায্য মূল্যে ডায়াগনস্টিকের সুবিধা লাভ করছেন। সমাজের দরিদ্র ও অসহায় মানুষদের বিনামূল্যে এই পরিষেবা দেওয়ার ব্যবস্থাও রয়েছে। এখন অবধি এই ডায়াগনস্টিকগুলির সংখ্যা ৮২।

মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল: সকল আধুনিক স্বাস্থ্য ব্যবস্থাসম্পন্ন ৩২টি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল ইতিমধ্যেই গড়ে তোলা হয়েছে রাজ্যের বিভিন্ন জেলায়ে।

জরুরি পরিষেবা: পশ্চিমবঙ্গ ভারতবর্ষের একমাত্র রাজ্য যেখানে সবকটি জেলা এবং মহকুমায় রয়েছে critical care ও জরুরি পরিষেবার ব্যবস্থা। ৫৫টি Critical Care Unit (CCU) এবং High Dependency Unit (HDU) ইতিমধ্যেই চালু হয়ে গেছে।

হাসপাতালের শয্যা: হাসপাতালে শয্যা সংখ্যা এখন আরো ২৭,০০০ বেড়ে গিয়েছে। ১৮০টি Primary Healthcare Centre (PHC)-এর সবকটিতে এখন ১০টি করে শয্যা রাখা হয়েছে। ১৪৪টি Block Primary Healthcare Centre (BPHC) এখন গ্রামীন হাসপাতালে পরিনত হয়েছে।

মধুর স্নেহ ও কর্ড ব্লাড ব্যাঙ্ক: এস এস কে এম হাসপাতালে পূর্ব ভারতের প্রথম Milk Bank ও কর্ড ব্লাড ব্যাঙ্ক গড়ে তোলা হয়েছে।

শিশু সাথী: এই প্রকল্পে রাজ্যের সরকারী হাসপাতালগুলিতে হৃদরোগে আক্রান্ত শিশুদের জন্য বিনামূল্যে অস্ত্রোপচার ব্যবস্থা শুরু করা হয়েছে, যার অধীনে এখন অবধি ৭,৪০০-র বেশি শিশুরা উপকৃত হয়েছে।

রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনা: পশ্চিমবঙ্গ সরকার ব্লক স্তর পর্যন্ত সকল হাসপাতালে রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনার সুবিধা শুরু করেছে। এর আওতায় এখন অবধি ৬১ লক্ষ পরিবার উপকৃত হয়েছেন, যা সারা দেশে সর্বোচ্চ। এই সুবিধার অন্তর্গত ১২ লক্ষ রোগীদের মোট ৭০০ কোটি টাকার cashless পরিষেবা প্রদান করা হয়েছে গত চার বছরে, যার বাহবা মিলেছে বিশ্ববাঙ্কের তরফ থেকেও।

স্বাস্থের জন্য বরাদ্দ অর্থ ২০১৬-১৭ সালে বেড়ে হয়েছে ২,৯৯৯.২ কোটি টাকা। তৃণমূল কংগ্রেসের শাসনকালে পশ্চিমবঙ্গে স্বাস্থ্য ব্যবস্থার পরিস্থিতি আগের তুলনায়ে দুর্দান্ত। রাজ্যের মানুষ এই উন্নতি দেখে রীতিমত সন্তুষ্ট।

Didi blasts ABP, Aveek Sarkar for being most destructive elements in Bengal

The CPI(M) has completely ruined Bengal. They have ruined three generations because of their whims. They sent their own children to America and England, but did not let our children study ‘twinkle twinkle little star.’

If they come and stand in front of me, I will take the full account of all their misdeeds. The CPI(M) has cut off people’s hands for voting, plucked out people’s eyes, captured village after village with guns and killed 55,000 people. In one year, 400 people were killed in Jangalmahal, and during our term not one person was killed.

I speak the truth and the truth hurts, said Mamata Banerjee, while addressing a huge election rally in Durgapur, Bardhaman today.

The BJP has spent crores on their election campaign. There is a jugglery of words going on. They are showing people taking Rs 50 and Rs 100 and that is bad, then what about those who are selling out the country for thousands of crores.

Trinamool Congress is the poorest party in India; you must understand why they are after us. We are the only party that has capability, transparency, accountability and Mamata Banerjee, who works tirelessly day and night for the people. I am saying this with a heavy heart.

Go tell ABP that they are the most destructive element in Bengal. They are conspiring against us because they asked me to forcefully acquire land from farmers. They wanted me to remove urban land ceiling. I cannot do that.

Aveek Sarkar tells me that “whatever I serve the people, they will be forced to eat that.” This is on record. They wanted to control the government. Jyoti Babu never cared about them, so he never failed; but Buddhadeb Babu, under their influence, gave them Singur which led to his fall.

After the BJP’s victory in the general election, they had bhajans playing for BJP. Today they have become the chairman of the alliance between CPI(M) and Congress.

I challenge him (Aveek Sarkar) to contest in the election. He goes to Delhi and meets Rajnath Singh and asks him to arrest Abhishek. What interest could the owner of a newspaper have in such a situation? He meets Rahul Gandhi often in Delhi.

I do not speak anything without proof. I challenge him to prove to me otherwise. He even planned who will be the Congress candidate from which seat.

He dictates to news channels and some companies to create the stories he wants.

He has been spreading slander about Bengal to the diplomats of various countries for a long time. He calls them to his house, feeds them not just food, but with all the slander about Bengal.

He made it such that industrialists had to visit him before investing in Bengal. Today we have changed that completely with our transparent policy. So now he does not get anything.

 

এবিপি আনন্দ গ্রুপ বাংলার সবচেয়ে সর্বনাশা: দুর্গাপুরে নির্বাচনী সভায় মমতা বন্দ্যোপাধ্যায়

সিপিএম বাংলাকে ধ্বংস করেছে। সিপিএম বাংলার পাপ। এরা কংগ্রেসের মদতে বাংলার তিনটে জেনারেশনকে নষ্ট করে দিয়েছে। নিজেদের ছেলেমেয়েদের আমেরিকা, ইংল্যান্ডে বিলেতে পাঠিয়ে ‘twinkle twinkle little star’ পড়িয়েছে, আমাদের ছেলেমেয়েদের কোন সুযোগ দেয়নি।

আজ কারা বড় বড় গণতন্ত্রের কথা বলছে! ৫৫০০০ লোক খুন করেছে,  হাত দিয়ে ভোট দেওয়ার পর হাত দুটো কেটে দিয়েছে, চোখ উপড়ে নিয়েছে, বন্দুক নিয়ে গ্রামের পর গ্রাম দখল করেছে। সমস্ত এলাকায় সন্ত্রাস চালিয়েছে। এক বছরে জঙ্গলমহলের ৪০০ জনকে খুন হয়েছিল, আর আমাদের আমলে একটা খুনও হয়নি।

আমি অপ্রিয় সত্য কথা বলি যা অনেকে বলতে পারে না, দুর্গাপুরে একটি নির্বাচনী জনসভায় আজ বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।

লোকসভা নির্বাচনে বিজেপি প্রচারে কোটি কোটি টাকা খরচ করেছে। কথার jugglery হচ্ছে চারিদিকে। ওরা ছবিতে দেখাচ্ছে যে মানুষ ৫০-১০০ টাকা নিচ্ছে সেটা খুব খারাপ আর যারা চুরি করে হাজার হাজার কোটি টাকায় দেশকে বিক্রি করে দিয়ে কোটি কোটি টাকা তুলছে তাতে কি?

তৃণমূল কংগ্রেস একমাত্র রাজনৈতিক দল যারা দেশের সব রাজনৈতিক দলের মধ্যে সবচেয়ে গরীব, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এত কথা উঠছে কারণ তাদের কিছু নেই। আমরা একমাত্র দল যাদের capability আছে, transparency আছে, accountability আছে, আর তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় আছে যে দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে সাধারণ মানুষের জন্য। আজ অনেক দুঃখে এই কথা বলছি।

এবিপি আনন্দ গ্রুপ বাংলার সবচেয়ে সর্বনাশা। তারা আমাদের বিরুদ্ধে চক্রান্ত করছে কারণ ওরা আমায় বলেছিল কৃষকদের জমি জোর করে দখল করতে দিতে হবে। আমায় বলেছিল গ্রামাঞ্চলে land ceiling তুলে দিতে হবে, আমি তা করিনি, কারণ আমি মাথা নত করে মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করব না।

অভীক সরকার আমায় বলেছিল, আমরা মানুষকে যেটা খাওয়াব, মানুষ সেটা খেতে বাধ্য, এগুলো রেকর্ড আছে। ওরা চায় সরকারকে পরিচালনা করতে। জ্যোতি বাবু ওদের পাত্তা দিতেন না, তাই তিনি কখনো হেরে যাননি। আর বুদ্ধদেববাবু তো ওনার দ্বারা প্রভাবিত হয়ে পুরো সিঙ্গুর দান করে দিয়েছিলেন, তাই পরাজিত হয়েছিলেন।

এরা যা বলে তার উল্টোটা হয়। সাধারণ নির্বাচনে বিজেপি জয়ী হওয়ার পর যে বিজেপির জন্য ভজন গান বাজিয়েছিল, আজ তিনি সিপিএম-কংগ্রেস জোটের চেয়ারম্যান হয়ে গেছেন।

আমি সত্য কথা বিকৃত করব না, ওনাকে বলুন চ্যালেঞ্জ করতে, আমাকে মিথ্যে প্রমান করুন উনি। ওনার হাতে কাগজ আছে কিন্তু আমার আমার হাতে কাগজ নেই, মাইক আছে।

আমি ওনাকে (অভীক সরকার) চ্যালেঞ্জ করছি নির্বাচনে লড়াই করার জন্য। উনি দিল্লি গিয়ে রাজনাথ সিংএর সঙ্গে দেখা করে বলেন অভিষেক আর মুকুলকে গ্রেফতার করতে। একজন কাগজের মালিক হয়ে কি ইন্টারেস্ট থাকতে পারে ওনার? উনি প্রায়ই দিল্লিতে গিয়ে রাহুল গান্ধির সঙ্গে দেখা করেন।

আমি প্রমাণ ছাড়া কোন কথা বলি না। আমি ওনাকে চ্যালেঞ্জ করছি। কংগ্রেসের কে কোথায় প্রার্থী হবে সেটাও উনি ঠিক করেন।

আজ চার বছর ধরে এই সব চক্রান্ত চলছে। তিনি সংবাদ মাধ্যম এবং কিছু কোম্পানিকে নতুন গল্প তৈরি করতে বলেন তার পছন্দমত।

চারদিকে বাংলা সম্পর্কে কু९সা ও অপপ্রচার করে বেড়াচ্ছেন। সকলকে নিজেদের বাড়িতে ডাকেন, তাদেরকে শুধু খাবার খাওয়ান না, সঙ্গে বাংলার কু९সা ও অপপ্রচারও শোনান।

আগে বাংলার বুকে শিল্প গড়তে গেলে ওনার বাড়ি ছুঁয়ে যেতে হত। আজ তা আমরা সম্পূর্ণভাবে বদলে দিয়েছি, স্বচ্ছতা এনেছি, তাই তিনি কিছু পান না।

 

Opposition bowled out in Jangalmahal: Abhishek Banerjee in Bankura

Trinamool Youth Congress President and MP Abhishek Banerjee said that the people of Jangalmahal have hit sixes in every ball of the 18-over match and ousted the Opposition beyond the boundaries, while referring to the first day of the first phase of the Assembly elections in Bengal.

The young leader held three rallies in the district on Tuesday, in Saltora, Bishnupur and Indus.

He said that the developmental work in the last four-and-a-half years has brought a huge wave of change in West Bengal, which had been made barren prior to 2011.

He pointed out that while the main intention of the CPI(M)-Congress alliance is just to come to power, Trinamool is more inclined to serve the people of the State with developmental programmes like Kanyashree, Yuvashree, rice at Rs 2 per kg and many such benefits.

 

১৮ ওভারেই বাউণ্ডারির বাইরে বিরোধীরা: অভিষেক বন্দ্যোপাধ্যায়

তৃণমূল যুব কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন তার প্রচারসভায় বলেন আসন্ন বিধানসভা নির্বাচনের প্রথম দফার নির্বাচনে জঙ্গলমহলের মানুষ সত্যি ১৮ ওভারের খেলায় ছক্কা মেরেছেন যাতে বিরোধীরা একেবারে বাউণ্ডারির বাইরে চলে যায়।

মঙ্গলবার বাঁকুড়ার শালতোড়া, বিষ্ণুপুর এবং ইন্দাসে জনসভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

গত সাড়ে চার বছরে সারা রাজ্যজুড়ে যে উন্নয়ন হয়েছে গত ৩৪ বছরে তার ১০ শতাংশ কাজও বাংলায় হয়নি।

তিনি বলেন আজ ক্ষমতায় আসার জন্য সিপিএম-কংগ্রেস জোট করেছে। তৃণমূল ক্ষমতায় এসে শুধু উন্নয়নের জন্য কাজ করেছে। সবুজ সাথী থেকে কন্যাশ্রী, যুবশ্রী সহ ২ টাকা কেজি চাল পাচ্ছে রাজ্যের মানুষ।