Bengal Safari Park to roll out Tiger Safari soon

Bengal Safari Park in north Bengal will soon roll out the much-awaited Royal Bengal Tiger safari by the end of January. Two Royal Bengal tigers brought from Odisha have already arrived at the park.

Two tigers – a male and a female – are being kept in isolation for at least three weeks before being put inside the enclosure and put up for public viewing. Park authorities have already constructed a tiger enclosure over 20 hectares.

The park is the biggest jungle safari in the state and is fast emerging as a major tourist attraction. The park is spread over 297 hectares of natural forest land consisting of sal and other trees. The park will have four large safaris like mixed herbivore safari (91 ha) and tiger safari (20 ha).

The mixed herbivore safari is already doing brisk business while the tiger safari would add to the attraction. Visitors are taken to these safaris in specially designed vehicles.

Lesser cats, fresh water crocodile and gharial and representative birds of North Bengal are displayed in large enclosures in the park here.

Night shelters, pavilions and gardens will be created for the tigers. Artificial hills and streams will also be created to give the park a completely natural look. Visitors would be able to watch tigers from a separate enclosure. A hospital for injured tigers is almost ready too.

 

উত্তরবঙ্গের ‘বেঙ্গল সাফারি পার্কে’ চালু হতে চলেছে ‘টাইগার সাফারি’

উত্তরবঙ্গের ‘বেঙ্গল সাফারি পার্কে’ খুব শিগগিরি চালু হতে চলেছে ‘টাইগার সাফারি’; জানুয়ারী মাসের শেষেই এর উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উড়িষ্যা থেকে দুটি রয়াল বেঙ্গল টাইগার হয়েছে এই সাফারি পার্কে।

লোকসমক্ষে আনার আগে বাঘ দুটিকে তিন সপ্তাহ ‘আইসোলেশনে’ রাখা হবে। এর জন্য একটি ২০ হেক্টরের ‘টাইগার এনক্লোজার’ বানানো হয়েছে।

এই পার্কটি রাজ্যের সবচেয়ে বড় জঙ্গল সাফারি পার্ক। পর্যটন কেন্দ্র হিসেবে খ্যাতিও অর্জন করেছে বেঙ্গল সাফারি পার্ক। ২৯৭ হেক্টরের এই পার্কটি তৈরী হয়েছে প্রাকৃতিক জঙ্গলেই। টাইগার সাফারি ছাড়াও এই পার্কে থাকছে তৃণভোজী প্রাণীর সাফারি। বিশেষ গাড়ি করে এই সাফারিতে নিয়ে যাওয়া হয় পর্যটকদের।

বাঘ ছাড়াও এখানে রয়েছে অন্যান্য বিড়াল প্রজাতির পশু, কুমির, ঘড়িয়াল ও নানা প্রজাতির পাখি। তৈরী হচ্ছে বাঘেদের জন্য নাইট শেল্টার। কৃত্তিম পাহাড় ও ঝর্ণা তৈরী করার পরিকল্পনাও রয়েছে। বিশেষ ‘এনক্লোজার’ থেকে বাঘ দেখতে পারবেন পর্যটকরা।

My life has been one of struggle. I’m not afraid of them: Mamata Banerjee, throwing down the gauntlet to the BJP

A day before the 50-day deadline for depositing demonetised Rs 500 and Rs 1,000 currency notes is due, Bengal Chief Minister Mamata Banerjee hit out strongly at this anti-poor policy of the Prime Minister.

She said that the “country went through a tumultuous situation” as a result of demonetisation yet the Prime Minister “has not been able to” “bring back black money” that he had promised.

“Poor people are suffering because the Centre wanted to help 50 families”, she said, referring to certain high-profile people who are alleged to have put their black money in foreign accounts. “This is an anti-poor Government”.

Mamata Banerjee thanked the President “for his comments on intolerance” as a “regime of fear has been created in the country”.

She also castigated the BJP’s using the state broadcaster for its own ends, saying “Doordarshan has become Modidarshan”.

Mamata Banerjee said that because of the wrong polices and wrong decisions of the BJP-led Central Government, “the country is not safe under this Government”.

She outlined in brief the widespread ill-effect that demonetisation has had on the economy of the country: “Recession has set in. Farmers are suffering. The unorganised sector is in crisis. The revenues of States have shrunk by 25%”.

She reiterated that she and her party “will fight for the people”. She prophesied the victory of people power: “Ultimately this Government will lose and the people will win”.

The Chief Minister also criticised the Reserve Bank of India (RBI) for “not disclosing how much money it has released to which State”.

She lambasted the BJP for conducting a politics of vendetta by “targeting everyone who are speaking against them”. As an example, she said: “They have raided Arvind Kejriwal’s officer. Even today they carried out raids in Delhi”.

She also reminded the people about the BJP patriarch Atal Bihari Vajpayee asking “Modi to follow Raj Dharma after the Gujarat riots”.

Mamata Banerjee further pointed out the complete lack of sympathy that the Central Government has had for the sufferings it has brought on to the people: “111 people have lost their lives. How many BJP leaders have visited their houses?”

Further, the BJP’s “political vindictiveness can boomerang on them“ as “they are in power today but tomorrow they will not be”.

She exhorted the people of the country to teach the BJP a lesson by “defeating them in UP, Punjab, Uttarakhand and wherever else elections are going to be held”.

Mamata Banerjee also questioned the Centre’s asking “a State (Bengal) to foot the bill” for its sending the CRPF to the State.

Mamata Banerjee though said that she is “not afraid of them” as her “life has been one of struggle”; she does not mind to put up a further struggle.

The Chief Minister ender her press conference by making an announcement that is sure to bring a smile to the faces of State Government employees: “The West Bengal Government will give 10% DA (dearness allowance) to employees in January”.

 

আমি জীবনে অনেক লড়াই করেছি, লড়াইকে আমি ভয় পাই নাঃ মমতা বন্দ্যোপাধ্যায়

নোট বাতিলের পঞ্চাশ দিন পূর্তিতে মোদি সরকারকে গরীব বিরোধী সরকার বলে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

তিনি বলেন প্রধানমন্ত্রীর ঘোষণার যে উদ্দেশ্য ছিল, তা ব্যর্থ হয়েছে। উনি বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে আনতে পারেননি।

তিনি ৫০ জন ধনীর জন্য ১১০ কোটি ভারতবাসীর দুর্দশার কারণ হয়েছেন। দেশের নিরাপত্তা বিক্রি করে দেওয়া হয়েছে। হাই প্রোফাইল লোকেরা যারা নিজেদের কালো টাকা বিদেশে রেখেছেন তাদের উদ্দেশ্যে তিনি বলেন ‘এই সরকার গরীব মানুষের বিরোধী”।

দেশের মানুষকে আজ ভয় দেখানো হচ্ছে, অসহিষ্ণুতার প্রতি রাষ্ট্রপতির মন্তব্যের জন্য তাঁকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী।

বিজেপির সমালোচনা করে তিনি বলেন, “দূরদর্শন এখন মোদীদর্শন হয়ে গেছে”।

তিনি আরও বলেন বিজেপি পরিচালিত সরকাররের ভুল নীতি ও সিদ্ধান্তের কথা  ফলে দেশ আজ চরম বিপদের সম্মুখীন। এই সরকারের অধীনে দেশ সুরক্ষিত নয়।

নোট বদলের জন্য দেশে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তার পরিপ্রেক্ষিতে এদিন  জাতীয় সরকার গড়ার ডাক দেন মুখ্যমন্ত্রী।

তিনি বলেন, নোট বাতিল দেশের অর্থনীতির ওপর গভীর প্রভাব ফেলেছে। অর্থনৈতিক মন্দা তৈরি হয়েছে। কৃষকরা ভুগছে। অসংগঠিত সংস্থাগুলো সংকটে। রাজ্যের অ্যায় ২৫ শতাংশ কমে গেছে। দেশে একটা সমান্তরাল অর্থীনীতি চালানোর চেষ্টা চলছে। সেই অর্থনীতিতে জনতার সর্বনাশ হবে। আগে ব্যাঙ্ক ছিল ন্যাশনালাইজড, এখন হয়েছে ডিমরালাইজড।

তিনি মানুষের জন্য লড়াই চালিয়ে যাবেন এবং শেষ পর্যন্ত সরকার হারবে আর সাধারণ মানুষের জয় হবে। যারা ওদের বিরোধিতা করছে ওরা তাদের পেছনে এজেন্সি লাগিয়ে দিচ্ছে। উদাহরণস্বরূপ তিনি বলেন,  কয়েকদিন আগেই কেজরিওয়ালের অফিসে রেড করেছে ওরা।

মুখ্যমন্ত্রী দুঃখ প্রকাশ করে বলেন, কেন্দ্রীয় সরকারের নোট বাতিলের এই ড্রাকোনিয়ান সিদ্ধান্তের ফলে ১১১ জন মানুষ প্রাণ হারিয়েছেন। তাদের কত জনের বাড়িতে গেছেন বিজেপি নেতারা এই প্রশ্নও তোলেন মুখ্যমন্ত্রী।

বিজেপির এই প্রতিহিংসামূলক রাজনীতি বুমেরাং হয়ে তাদের কাছে ফিরে যেতে পারে কোনদিন। আজ তারা ক্ষমতায় আছে কিন্তু আগামীকাল নাও থাকতে পারে। জনসাধারণের কাছে আসন্ন উত্তরপ্রদেশ, পাঞ্জাব ও উত্তরাখণ্ডের নির্বাচনে বিজেপিকে পরাজিত করে তাদের উচিত শিক্ষা দেওয়ার আবেদন জানান তিনি।

তিনি বলেন লড়াই করতে তিনি ভয় পান না এর আগেও তিনি অনেক সংগ্রাম করেছেন। নতুন সংগ্রামের জন্যও তিনি প্রস্তুত।

সাংবাদিক বৈঠকের শেষে তিনি জানান, আগামী ১ জানুয়ারি থেকে রাজ্য সরকারী কর্মীদের ১০ শতাংশ মহার্ঘ্য ভাতা (ডি এ) দেওয়া হবে।

 

 

 

 

 

 

From darkness to light, through Swabalamban Special & Muktir Aalo

Chief Minister Mamata Banerjee, since coming to power, has strived hard to bring about a significant change in Bengal; and she has succeeded to a large extent, though efforts and new ideas are ever-flowing.

Among the many innovative schemes introduced by the Trinamool Congress-led State Government, two schemes have tried to bring about a major change to the lives of a group of people who have hitherto been mostly neglected – prostitutes.

Through ‘Swabalamban Special’ and ‘Muktir Aalo’, the Government has tried to bring back into the mainstream prostitutes and girls who had been trafficked and rescued, but have not been accepted back into society (many of whom live in Government-maintained homes).

A hundred women, many of whom are illiterate, have been trained in three things – acting, block printing and spice-making. After undergoing a four-month training, divided into two sets of workshops, conducted by the Department of Women & Child Development and Social Welfare, these women received their certificates from the concerned Minister, Dr Sashi Panja.

It is hoped that this training would help these women to reconstruct their lives in a meaningful manner. These courses have proved to be a boon for many women.

 

রাজ্য সরকারের ‘স্ববলম্বন স্পেশ্যাল’ ও ‘মুক্তির আলো’ প্রকল্পে ঘুরে দাঁড়াচ্ছে অবহেলিতা নারীরা

ক্ষমতায় আসার পর থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় এক যুগান্তকারী পরিবর্তন আনায় সচেষ্ট হয়েছেন। নিত্যনতুন চিন্তা ভাবনা ও কর্ম প্রয়াসের মাধ্যমে তিনি অনেক ক্ষেত্রে সফলও হয়েছেন।

তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারের প্রচুর অভূতপূর্ব প্রকল্পের মধ্যে দু’টি প্রকল্প সমাজের একটি অবহেলিত অংশকে আশার আলো দেখাতে খুব সাহায্য করছে।

বিভিন্ন সরকারি হোমে থাকা পাচার হওয়া থেকে উদ্ধার হওয়া মেয়েদের সমাজের মুলস্রোতে ফিরিয়ে আনতে সরকারের দুটি প্রকল্প স্ববলম্বন স্পেশ্যাল ও মুক্তির আলো।

একশো জন মহিলাকে যাদের বেশিভাগই নিরক্ষর, তিনটি কাজে হাতেখড়ি দেওয়া হচ্ছে – অভিনয়, ব্লক পেন্টিং এবং মশলা তৈরি। নারী-শিশু ও সমাজ কল্যান বিষয়ক দপ্তরের তত্ত্বাবধানে দু’টি কর্মশালায় ভাগ করে চার মাসের প্রশিক্ষণ দেওয়ার পর তাদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়।

আশা করা যায়, এই প্রশিক্ষণের মাধ্যমে এই সকল মহিলারা আবার তাদের জীবন নতুনভাবে শুরু করতে পারবে। ইতিমধ্যেই এই ধরনের প্রশিক্ষণের মাধ্যমে অনেক মহিলাকে উপকৃত হয়েছেন।

‘Modi hatao, Desh bachao’ is our slogan: Mamata Banerjee

Trinamool Chairperson today came down heavily on the Narendra Modi government at Centre over the issue of demonetisation and said that a man who does not even trust his own countrymen, is not fit to lead the nation. She announced that Trinamool will launch statewide protests across 1 January and 8 January, 2017 with the slogan ‘Modi hatao, Desh bachao’.

Addressing the media after a meeting of the party’s core committee at Trinamool Bhavan, Mamata Banerjee said the Nadrendra Modi government has lost credibility and had no moral right to remain in office. “A person who started his career with riots, cannot govern the country,” she added.

Calling demonetisation the biggest scam since independence, Mamata Banerjee said it was a matter of concern that people were losing their trust on the banks. India is on the brink of an economic disaster, she added.

Upping the ante against the Centre, the Chairperson said, “They have modified their decision from dawn to dusk. Who is running the country? Alibaba and his four associates are bulldozing their opinion on the country.”

“We understood the dangerous effects of demonetisation and reacted in 40 minutes. Good others have joined. More will. Better late than never,” Mamata Banerjee said.

 

মোদি হাটাও দেশ বাঁচাও আমাদের স্লোগানঃ মমতা বন্দ্যোপাধ্যায়

আজ আবারও নোট বাতিল ইস্যুতে কেন্দ্রীয় সরকারের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এমন একজন মানুষ সরকার চালাচ্ছেন যে নিজের দেশের মানুষকেই বিশ্বাস করে না। তিনি ঘোষণা করেন যে আগামী ১ জানুয়ারি থেকে ৮ জানুয়ারি তৃণমূল কংগ্রেস রাজ্য জুড়ে নোট বাতিলের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচীর আয়োজন করবে, স্লোগান হবে মোদি হাটাও দেশ বাঁচাও।

তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলন করার সময় তিনি বলেন, মোদি সরকার মোদী সরকার ক্ষমতায় থাকার নৈতিক অধিকার হারিয়েছে। তাদের বিশ্বাসযোগ্যতা শেষ হয়ে গেছে। তিনি আরও বলেন, “যিনি দাঙ্গার মাধ্যমে নিজের রাজনৈতিক জীবন শুরু করেছে তিনি দেশ চালাতে পারে না”।

স্বাধীনতার পর থেকে নোট বাতিল সবচেয়ে বড় কেলেঙ্কারি একথা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন “মানুষ ব্যাঙ্কের প্রতি বিশ্বাস হারাচ্ছে। এটা খুব চিন্তার বিষয়। অর্থনৈতিক বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে দেশ।সূর্যোদয় থেকে সূর্যাস্ত দিনরাত ওরা নিয়ম বদল করছে, দেশটা চালাচ্ছে কে? আলিবাবা ও তাঁর চার সাঙ্গপাঙ্গ জোর করে নিজেদের মতামত দেশের ওপর চাপিয়ে দিচ্ছে”।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “নোট বাতিলের বিপজ্জনক প্রভাবের কথা বুঝতে পেরে আমরা শুরু থেকেই এর বিরোধিতা করছি।এখন আরও অনেকে বিরোধিতা শুরু করেছেন। বেটার লেট দ্যান নেভার”।

 

Sabujshree Scheme initiated in Singur

The Sabujshree Scheme, which is a brainchild of Chief Minister Mamata Banerjee, was initiated in Singur last Wednesday by State Education Minister, Partha Chatterjee by handing over saplings of mahogany and sandalwood to new mothers.

Sabujshree is an innovative scheme which connects two noble causes – protecting the environment and promoting girl children.

Under the scheme, the mother of a new-born girl child is handed over saplings for free to plant in some place where she or her family can take care of it – so the tree grows up under her care just like her girl child.

After the ceremony for Sabujshree, the Minister participated in an administrative meeting on agriculture.

At the press conference following the meeting, the Education Minister said that, after the Supreme Court had restored the land in Singur to the farmers who originally owned them, Mamata Banerjee had re-started cultivation there by planting mustard and potato seeds. Next, the Government is looking into ways to help the farmers to start planting crops for the boro season.

He also said that the Mamata Banerjee-led State Government is very keen that cultivation is re-started on the same scale as earlier. As an incentive, the State Government is giving Rs 10,000 as well as other benefits to the farmers who start cultivating their lands.

 

সিঙ্গুরে সূচনা হল সবুজশ্রী প্রকল্প

বুধবার সিঙ্গুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সবুজশ্রী প্রকল্প চালু করলেন পার্থ চট্টোপাধ্যায়। এদিন সিঙ্গুরের বিডিও অফিসে একটি অনুষ্ঠানে সদ্যোজাত মায়েদের হাতে মেহগনি ও চন্দন গাছের চারা তুলে দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

সবুজশ্রী প্রকল্পের লক্ষ্য পরিবেশ রক্ষার পাশাপাশি কন্যা সন্তানদের ভবিষ্যৎ কিছুটা হলেও সুরক্ষিত করা এবং তাদের স্বনির্ভর করে তোলা।

এই প্রকল্পের আওতায় নবজাতকের নামে পরিবারকে একটি করে অর্থকরী গাছের চারা দেবে সরকার। শিশুটির নামেই গাছটিকে বড় করে তুলবে তার পরিবার। ২০-২৫ বছর পরে সেই গাছ বিক্রি করে যে-টাকা পাওয়া যাবে, সেটাই তখন সাবালক হয়ে ওঠা সন্তানের ভবিষ্যৎ গড়ে তোলার কাজে লাগবে।

অনুষ্ঠানের পর শিক্ষামন্ত্রী কৃষি সংক্রান্ত একটি প্রশাসনিক বৈঠক করেন।

বৈঠকে পর সাংবাদিকদের মন্ত্রী বলেন, সিঙ্গুরে জমি ফেরতের পর মুখ্যমন্ত্রী এখানে চাষের সূচনা করেছিলেন। এরপর এখানে সরষে ও আলু চাষ শুরু হয়েছে। এখন তাদের লক্ষ্য বোরো চাষ শুরু করা।

তিনি আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত মা-মাটি-মানুষ সরকারের একান্ত ইচ্ছা কৃষকরা চাষ করুন। যারা চাষ করবেন তাদের ১০ হাজার টাকা ও অন্যান্য আনুষঙ্গিক সাহায্য দেওয়া হবে।

 

 

Mamata Banerjee slams Centre on Tamil Nadu Chief Secretary raid

Bengal Chief Minister Mamata Banerjee today slammed the Centre after central agencies carried out raids at the residence of the Chief Secretary of Tamil Nadu.

Calling it “vindictive” and “unethical”, the Chief Minister wondered if the raid was aimed at disturbing the federal structure. She also demanded to know why raids are not conducted on Amit Shah or others who collect money.

Here is her full statement:

Earlier the Principal Secretary of Arvind Kejriwal was raided and harassed. Now I read Chief Secretary of Tamil Nadu has also been raided. Why this vindictive, unethical, technically improper action? Is it only to disturb the federal structure? Why don’t they raid Amit Shah and others who are collecting money?

While corruption needs to be condemned strongly, the raid on Chief Secretary of Tamil Nadu by Central agencies devalues the institution of head of the civil service.

The proper procedure should have been to take the State leadership into confidence and removing him from the post prior to any preemptive action, based on information.

 

তামিলনাড়ু মুখ্যসচিব এর বাসভবনে আয়কর ভবনের তল্লাশির তীব্র নিন্দা করলেন মুখ্যমন্ত্রী

কেন্দ্রীয় সংস্থা তামিলনাড়ু মুখ্যসচিব এর বাসভবনে অভিযান চালানোয় কেন্দ্রের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এই পদক্ষেপকে “প্রতিহিংসাপরায়ণ” এবং “অনৈতিক” বলে মুখ্যমন্ত্রী জানান যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে আঘাত করাই পদক্ষেপের লক্ষ্য।  কেন অমিত শাহ বা যারা টাকা সংগ্রহ করছে তাদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে না বলেও প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী।

টুইটারে মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়াঃ

আগে অরবিন্দ কেজরিওয়ালের প্রধান সচিবকে হেনস্থা করেছে। এখন তামিলনাড়ুর মুখ্য সচিবের কথা পড়লাম। তাঁর বাড়িতে তল্লাশি চালাচ্ছে আয়কর দপ্তর।

কেন এমন উদ্দেশ্যপ্রণোদিত, প্রতিহিংসাপরায়ণ, অনৈতিক পদক্ষেপ? যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত করতেই এই পদক্ষেপ/ চক্রান্ত?

কেন ওরা অমিত শাহ এবং অন্যান্যরা যারা টাকা সংগ্রহ করছে তাদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে না?

দুর্নীতি দমনের তীব্র নিন্দা করা উচিত কিন্তু কেন্দ্রীয় সংস্থাগুলি যেভাবে তামিলনাড়ু মুখ্যসচিবের বাড়িতে অভিযান চালালো তা সিভিল সার্ভিসেস ব্যবস্থার অবমাননা।

এমন ঘটনায় শীর্ষ আমলাদের সঙ্গে গুরুত্বের অবনমন হয়। রাজ্য নেতৃত্বের সঙ্গে আলোচনাই সঠিক পদ্ধতি।

Bengal CM warns of stern action against sand mafia

Chief Minister Mamata Banerjee on Tuesday instructed the administration to take stern action against the sand mafia.

During the administrative meeting held with senior state government officials, she said “Do not spare the sand mafia. Take stringent action against them.”

The CM said the sand mafia were involved in illegal excavation from river bed and said it would have to be stopped. “If anyone is caught, he/she will not be spared and stern action will be taken against him/her,” she maintained.

 

বেআইনি বালি খাদানের বিরুদ্ধে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক কর্তাদের নির্দেশ দেন বালি মাফিয়াদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা নিতে।

উচ্চপদস্থ সরকারি আধিকারিকদের সঙ্গে প্রশাসনিক বৈঠক চলাকালীন তিনি বলেন, “বালি মাফিয়াদের কোনও ভাবেই ছাড়া যাবে না, ওদের বিরুদ্ধে
কঠিন ব্যাবস্থা গ্রহন করুন।“

মুখ্যমন্ত্রী বলেন, এই বালি মাফিয়ারাই নদীগর্ভ থেকে বালি চুরি করে নিচ্ছে, এটা বন্ধ করতে হবে। যারা ধরা পড়বে, তাদের রেয়াত করা হবে না, কঠোর ব্যাবস্থা নেওয়া হবে।

There is cash crunch as well as bank crunch: Mamata Banerjee in Bankura

Bengal Chief Minister Mamata Banerjee slammed the Centre today yet again saying that the situation on ground due to demonetisation is grim. She later took to Twitter to post her views.

The Chief Minister said, as an effect of demonetisation, labourers were not getting wages under the 100 Days’ Work Scheme. Earlier, 30,000 people used to work under the scheme in Bankura, which has now come down to 10,000.

She said that the money received for paying those who work under the scheme has also come down drastically – less by Rs 135 crore.

The CM said, “The situation on ground is very grim. With weekly limit of Rs 24000, banks were supposed to give Rs 96000 per month. For 100 Days’ Work, workers get Rs 5000+ in a month. Banks are unable to give this amount also. What will the people eat?”

The rural economy is in tatters. “The rural economy is dependent on cooperative banks. Even they are not receiving money” the CM said.

Mamata Banerjee added, “There are no workers to harvest paddy. Crores of people have lost their jobs. The rural people are suffering immensely. This is an area where there is bank. Imagine the situation where there is no bank”.

She went on: “There is cash crunch as well as bank crunch”.

She admonished the Central Government and asked it to “first create the infrastructure for cashless economy; only bhashan won’t do. Every day a decision is changed it means this is an unstable government.”

 

টাকা ও ব্যাঙ্ক দুইই অমিলঃ নোট বাতিল ইস্যুতে বাঁকুড়ায় বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

নোটবাতিলের বিরুদ্ধে আবারও সুর চড়ালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, নোটবাতিলের ফলে পরিস্থিতি খুবই ভয়ঙ্কর হয়ে উঠেছে।

তিনি বলেন, নোটবাতিলের ফলে ১০০ দিনের কাজে নিযুক্ত শ্রমিকরা তাদের মজুরি পাচ্ছে না। যেখানে আগে বাঁকুড়ায় ১০০ দিনের কাজে ৩০,০০০ শ্রমিক কাজ করত, সেই সংখ্যা আজ মাত্র ১০,০০০ – এ এসে নেমেছে।

১০০ দিনের কাজে বাঁকুড়া জেলা বরাদ্দের ১৩৫ কোটি টাকা কম পেয়েছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী বলেন, “বাস্তবের চিত্রটি খুবই ভয়ঙ্কর। সপ্তাহে সর্বোচ্চ ২৪,০০০ টাকা তুলতে পারার কথা, সেই হিসেবে ব্যাঙ্ক মাসে ৯৬,০০০ টাকা দিতে পারে। ১০০ দিনের কাজে নিযুক্তরা মাসে ৫,০০০ টাকার মত পেয়ে থাকেন। ব্যাঙ্ক এই টাকাও দিতে পাছে না। মানুষ খাবে কি করে? গ্রামীণ অর্থনীতি খুব সংকটে।”

তিনি বলেন, “গ্রামের অর্থনীতি প্রধানত নির্ভর করে সমবায় ব্যাঙ্কগুলির ওপর। সমবায় ব্যাঙ্কগুলি পর্যন্ত টাকা পাচ্ছে না।”

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “ধান তোলার জন্য কোনও মজুর পাওয়া যাচ্ছে না। কোটি কোটি মানুষ তাদের জীবিকা হারিয়েছেন। গ্রামের মানুষরা ভয়ঙ্কর কষ্টে আছে। এখানে ব্যাঙ্ক আছে, তাতেই পরিস্থিতি এইরকম, তাহলে ভাবুন যেখানে ব্যাঙ্ক নেই, সেখানে কি অবস্থা।”

তিনি বলেন, “টাকা ও ব্যাংক দুইই অমিল।”

তিনি কেন্দ্রকে সাবধান করে বলেন, “প্রথমে ক্যাশলেস অর্থনীতির জন্য পরিকাঠামো তৈরি করুন, শুধু ভাষণে কাজ হবে না। প্রতিদিন সরকার নিজেদের একটি করে সিদ্ধান্ত বদলাচ্ছেন; এই সরকারের স্থিতিশিল নয়।”

Bengal Govt to set up leopard safari, deer park in Khoyerbari

In a unique move, the State Government has decided to set up a leopard safari park of international standards at Khoyerbari in Madarihat block, which will be one of the major tourist attractions in Bengal.

The State Government also wants to set up a deer park and a bird watching centre, where visitors can see various species of birds.

Several initiatives have also been taken to give a new look to Eco Park in Kunjanagar and the tiger rehabilitation centre in Khoyerbari, close to the Jaldapara forest.

Leopards that often enter residential localities would be rehabilitated in the proposed safari park. The deer park would have a breeding centre that would help in increasing the number of the deer species on the verge of extinction.

Once the projects are completed, they are expected to become tourist hot spots. The number of tourists to Bengal have increased in recent years, with the State securing the 5th position in terms of tourist inflow.

খয়েরবাড়িতে চিতা সাফারি ও ডিয়ার পার্ক শুরু করতে উদ্যোগী রাজ্য সরকার

উত্তরবঙ্গে পর্যটনের আরও বিকাশ ঘটাতে মাদারিহাট ব্লকের খয়েরবাড়িতে একটি আন্তর্জাতিক মানের চিতা সাফারি পার্ক তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ওখানে একটি ডিয়ার পার্ক ও পক্ষিরালয় নির্মাণেরও সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। জলদাপাড়ার নিকটস্থ কুঞ্জনগরের ইকো পার্ক ও ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রটিকেও নতুন ভাবে সাজিয়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

রাজ্য বন দপ্তরের ২৩ হেক্টর জমির ওপর গড়ে উঠবে এই চিতা সাফারি ও ডিয়ার পার্ক। পুরো জমির জরিপ ও বাকি প্রয়োজনীয় রিপোর্ট তৈরির কাজ প্রায় শেষের দিকে।

যে সব চিতা মাঝে মাঝে লোকালয়ে ঢুকে পড়ে, তাদের ওই পার্কে পুনর্বাসিত করা হবে।

প্রকল্পটি শেষ হলে আশা করা যায়, এটি পর্যটনের প্রাণকেন্দ্র হয়ে উঠবে। বিগত পাঁচ বছরে বাংলায় প্রচুর পর্যটকদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। পর্যটকদের সংখ্যা অনুসারে রাজ্যগুলির মধ্যে পঞ্চম স্থানে রয়েছে বাংলা।

 

2016 Winter Session of Parliament: Centre refuses Oppn’s just demands, leading to disruptions

All through the 2016 Winter Session of Parliament, the Opposition parties, including the Trinamool Congress, demanded discussion on demonetisation, the draconian decision that the Central Government had thrust on the people of the country.

However, the ruling dispensation repeatedly refused to heed this just demand from the Opposition parties, leading to constant disruptions.

The Trinamool Congress cornered the Centre over the issue of demonetisation in both the Lok Sabha and the Rajya Sabha right from the opening week.

On the opening day, that is, November 16, Trinamool Congress parliamentarians from both houses of Parliament staged a demonstration outside the Parliament in New Delhi, opposing the move of demonetisation by the Centre and demanding its rollback.

On the third day too, that is, November 18, too, the party’s MPs from both the Houses assembled near the Gandhi statue outside Parliament to stage a dharna, highlighting the plight of the common people due to demonetisation.

Trinamool Congress was the first political party to give a notice of suspension in the Rajya Sabha.

On November 17, in the Rajya Sabha, Derek O’Brien demanded voting after discussion on the issue of demonetisation. He said, “We think that beyond the debate there should be a voting”.

On the same day, in the Lok Sabha, Sudip Bandyopadhyay moved an Adjournment Motion under Rule 56 on the issue. He said, “Let this decision be withdrawn temporarily to chalk out a final plan”.

On November 18, Sudip Bandyopadhyay once again demanded a discussion under Rule 56 to censure the Central Government on demonetisation.

The second week of the 2016 Winter Session of Parliament was quite eventful. On November 24, Derek O’Brien in the Rajya Sabha gave a scathing reply to the Centre’s decision on demonetisation, outlining the hardships that the people of the country have been facing for the last 15 days (since demonetisation).

A day earlier, Sudip Bandyopadhyay in the Lok Sabha, as the voice of the united Opposition, had demanded a discussion on the issue of demonetisation under Rule 56, which entails voting after the debate.

On November 23, the opposition parties represented in Parliament, including Trinamool Congress, had staged a joint protest against the Government’s decision on demonetisation at the statue of Gandhi Ji inside the Parliament complex.

On November 25, Derek O’Brien strongly criticised the attitude of the Centre towards those who oppose its views and policies: “I said this in the House yesterday. If we oppose the Government’s policy it does not mean we are in favour of corruption”. He also asked for the Prime Minister to come to the Rajya Sabha and apologise for his comments earlier in the morning. He said, “Does the Prime Minister think he alone is a saint and we are all devils? The Prime Minister must come to the House and apologise”.

On the same day, Sudip Bandyopadhyay also came down severely on the Prime Minister’s insult to those opposing the draconian decision of demonetisation through his comments earlier that day. As he said, “On a day when we are trying to find a solution as to how the House can function, the Prime Minister has made comments that have hurt the Opposition. We demand that the Prime Minister withdraws his comments and apologises for the comments he has made”.

The third week of the 2016 Winter Session of Parliament saw the major Opposition parties demanding discussions on demonetisation and the presence of the Prime Minister during those debates as well.

Two major incidents were brought to the notice of the Parliament by the Trinamool Congress.

On the last day of the week, December 2, there was a furore in both Houses of Parliament over the issue of the sudden deployment of the Army in 19 places in Bengal, without discussing with the State Government.

In the Rajya Sabha, Sukhendu Sekhar Roy gave a notice under Rule 267 (suspension of business) and raised the issue, which was supported by all Opposition parties.

During the discussion, Derek O’Brien, the Leader of the Party in the Rajya Sabha, raised a Point of Order regarding the placing of selective documents by the Minister regarding the role of the Army.

Sudip Bandyopadhyay, the Leader of the Party in the Lok Sabha, raised the same issue.

A day before, on December 1, Derek O’Brien had demanded an enquiry to be instituted by the Government on the issue of the flight carrying Bengal Chief Minister Mamata Banerjee being denied immediate permission to land at Kolkata Airport, despite the pilot reporting the plane being short on fuel.

Sukhendu Sekhar Roy in the Rajya Sabha had made an important intervention after the Minister’s reply on the issue of the flight snag.

Sudip Bandyopadhyay had taken up the same issue in the Lok Sabha.

Earlier, on November 28, Sudip Bandyopadhyay had demanded the adoption of Adjournment Motion to enable discussion on demonetisation.

The next day, November 29, saw Sudip Bandyopadhyay asking for the clubbing of the discussions on demonetisation and the amendments brought in the Taxation Laws (Second Amendment) Bill, 2016, since the latter is related to demonetisation.

On the same day, Saugata Roy in the Lok Sabha demanded a full-fledged discussion on the Taxation Laws (Second Amendment) Bill, 2016, strongly criticising the Government’s decision to pass the Bill in a hasty manner.

On November 30, Derek O’Brien, demanded the presence of the Prime Minister in the Rajya Sabha during the debate on demonetisation.

Sukhendu Sekhar Roy in the Rajya Sabha gave a Notice under Rule 267, asking the Chairman to enable the House to make obituary references for the army jawans killed in clashes with terrorists in Jammu and Kashmir and for the people who had died as a consequence of the implementation of demonetisation.

In the Lok Sabha, on November 30, Sudip Bandyopadhyay again pressed the Speaker to grant the Opposition’s demand for a discussion on demonetisation, followed by voting.

Later in the day, Derek O’Brien demanded the Prime Minister withdraws his remarks on the Opposition outside Parliament before the debate on demonetisation can begin.

In the Lok Sabha, Sudip Bandyopadhyay repeated his earlier demand of the discussion on demonetisation to be taken up, along with voting.

Trinamool Congress staged a series of protests at the Parliament complex all through the fourth week of the Winter Session to protest against demonetisation.

December 8 was celebrated as Black Day by Opposition parties, being the completion of one month since the decision of demonetisation was announced. Members of Parliament from Trinamool Congress as well as other parties in the Opposition staged a protest at Parliament.

On the first day of the fourth week, December 5, Trinamool Congress staged a protest against demonetisation and its ill-effects at the statue of Mahatma Gandhi inside the Parliament complex.

On Friday, December 9, another protest was staged by Trinamool Congress MPs outside Parliament, who displayed a banner carrying the full list of names of the 93 people who have died so far as a consequence of demonetisation, while waiting in queues outside banks and ATMs.

Inside Parliament, the first day of session during this week, that is, December 5, saw Sudip Bandyopadhyay asking the Speaker of the Lok Sabha to enable the initiation of the discussion on demonetisation as early as possible, asking why the Government is shirking from a discussion time and again.

On December 7, Sukhendu Sekhar Roy in the Rajya Sabha raised a Point of Order regarding a BJP leader from Bengal being caught with lakhs of cash and arms.

On December 8, he asked the Deputy Chairman inside the House that the Rajya Sabha be allowed to mourn the tragic deaths due to demonetisation.

Sukhendu Sekhar Roy raised the issue of mourning the deaths once again on December 9.

Through the week, Congress had given a Notice for discussion under Rule 184 and the Trinamool Congress under Rule 56, while some others wanted it to take place under Rule 193.

On December 9, even a No Rule discussion on demonetisation was agreed upon by the Opposition parties in the Lok Sabha, wherein discussion was to have taken place under no specific rules. The MPs of the treasury benches (ruling coalition), though, refused to relent, disrupting the House repeatedly, preventing the Opposition members from speaking. Ultimately the House had to be adjourned for the day.

The final week of Parliament also saw the Opposition parties, including Trinamool Congress, demand discussions on demonetisation. However, the treasury benches continuously tried to disrupt proceedings.

On December 14, 16 leading Opposition parties held a joint press conference in New Delhi. Sudip Bandyopadhyay of Trinamool Congress said that the “voice of Opposition is being gagged” in Parliament and that “what is happening is not just unfortunate but disgraceful”.

In the Rajya Sabha, on December 14, Nadimul Haque spoke on behalf of the party supporting the Right of Persons with Disabilities Bill, 2014. A speech supporting the same Bill was given by Saugata Roy in the Lok Sabha on December 16.

On December 15, the Trinamool Members of Parliament held a protest against demonetisation outside Parliament.

On that same day, in the Lok Sabha, Sudip Bandyopadhyay even said that “a discussion could have been initiated, without any Rules”. However, the ruling party did not let it happen.

The 241st session of Parliament (Winter Session) ended on December 16.

 

একনজরে ২০১৬ সালের সংসদের শীতকালীন অধিবেশন: বিরোধীদের বৈধ দাবী মানল না সরকার

 

২০১৬র সংসদের পুরো শীতকালীন অধিবেশনে তৃণমূল সহ বিরোধী দলগুলি কেন্দ্রীয় সরকারের সারা দেশবাসীর ওপর চাপিয়ে দেওয়া নোটবাতিলের মর্মান্তিক সিদ্ধান্তের ওপর আলোচনার দাবি জানিয়ে গেল। সরকারের তরফ থেকে ক্রমাগত বাধা প্রদান করে আলোচনার থেকে তারা বিরত থাকল।

চলতি পার্লামেন্টের শীতকালীন অধিবেশনে লোকসভা ও রাজ্যসভা দু’জায়গাতেই কেন্দ্রীয় সরকারকে পুরো কোনঠাসা করল তৃণমূল কংগ্রেস। শীতকালীন অধিবেশনের প্রথম দিন মানে ১৬ই নভেম্বর পার্লামেন্টের সদস্যরা পার্লামেন্টের বাইরে বিক্ষোভ প্রদর্শন করেন এই নোট বাতিলের বিরুদ্ধে। তৃতীয় দিনেও একই ভাবে পার্লামেন্টের বাইরে তৃণমূল কংগ্রেসের পার্লামেন্টের সদস্যরা নোট বাতিলের ফলে সাধারণ মানুষের দুর্ভোগের প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করেন।

তৃণমূল কংগ্রেস প্রথম পার্টি যারা মুলতুবি প্রস্তাব আনেন রাজ্যসভায়। ১৭ই নভেম্বর রাজ্য সভায় ডেরেক ও ব্রায়েন আলোচনার পর ভোটের দাবি জানান। একই দিনে লোকসভায় সুদীপ বন্দ্যোপাধ্যায় ৫৬ নম্বর নিয়ম অনুযায়ী মুলতুবি প্রস্তাব আনেন ও বলেন একটি সুপরিকল্পিত পরিকল্পনা গ্রহণ করে তারপর এই নোট বাতিল কার্যকর করা হোক। পরের দিনও লোকসভায় সুদীপ বন্দ্যোপাধ্যায় একই দাবি তোলেন।

নানারকম ঘটনার মধ্যে দিয়ে কাটল পার্লামেন্টের শীতকালীন অধিবেশনের দ্বিতীয় সপ্তাহ। ২৪শে নভেম্বর রাজ্য সভায় ডেরেক ও ব্রায়েন উপযুক্ত জবাব দেন কেন্দ্রের এই দিশাহীন নোট বাতিলের তুঘলকি সিদ্ধান্তের ও তা কার্যকর করে বিগত ১৫ দিনের দেশের মানুষের কি পরিমান ভোগান্তি বাড়ানো হয়েছে, তার জবাব হিসেবে। তার আগের দিন সুদীপ বন্দ্যোপাধ্যায় লোকসভায় সকল বিরোধী দলের পক্ষ থেকে ৫৬ নম্বর নিয়ম মেনে নোট বাতিলের ওপর আলোচনা ও তার পর ভোটাভুটির দাবি তোলেন। ২৩শে নভেম্বর তৃণমূল কংগ্রেস সহ বিরোধী দলগুলি সংসদের সামনে গান্ধী মূর্তির তলায় একসঙ্গে বিক্ষোভ প্রদর্শন করেন কেন্দ্রের নোট বাতিলের তুঘলকি নীতির প্রতিবাদে।

যে সকল দল সরকার ও তার এই কার্যকলাপের বিরোধিতা করছে, তাদের প্রতি সরকারের আচরণের তীব্র সমালোচনা করেন ডেরেক ও ব্রায়েন। ২৫শে নভেম্বর, তিনি বলেন, “আমি গতকাল কক্ষে বলেছি, আমরা যদি সরকারের নীতির সমালোচনা করি, তার মানে এই না যে আমরা কালো টাকার পক্ষে”, তিনি প্রধানমন্ত্রীকে রাজ্যসভায় আসার ও সেদিন সকালে বিরোধীদের ব্যাপারে এরকম কটূক্তি করার জন্য ক্ষমা চাওয়ার দাবি জানান। তিনি বলেন, “প্রধানমন্ত্রী কি ভাবেন যে সব বিরোধীরা চোর আর উনি একা সাধুপুরুষ? প্রধানমন্ত্রী এই সভায় আসুন ও বিরোধীদের কাছে ক্ষমা চান।”

ওই দিনই তার কিছুক্ষন আগে সুদীপ বন্দ্যোপাধ্যায় লোকসভায় তীব্র প্রতিবাদ জানান প্রধান মন্ত্রীর বিরোধীদের ব্যাপারে কটূক্তির বিরোধিতা করে। তিনি বলেন , “যে সময় আমরা একটি উপায় খুঁজছি কি করে সভা চালানো যায়, সেসময় প্রধানমন্ত্রীর এরকম একটি উক্তি বিরোধী দলগুলিকে খুব বেদনা দিয়েছে। আমরা দাবি জানাই প্রধানমন্ত্রী তাঁর বক্তব্য ফিরিয়ে নিন ও বিরোধীদের থেকে ক্ষমা চান।”

২০১৬ সালের সংসদের শীতকালীন অধিবেশনের তৃতীয় সপ্তাহেও বিরোধীরা নোটবাতিল নিয়ে আলোচনার দাবিতে ও প্রধানমন্ত্রীর উপস্থিতিতে তর্ক করার দাবীতে সংসদ সরব রাখল।

দুটি বড় দুর্ঘটনা সংসদের নজরে আনল তৃণমূল কংগ্রেস। দোসরা ডিসেম্বর তৃতীয় সপ্তাহের অন্তিম দিনে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে কোনওরকম আলোচনা না করে রাজ্যের ১৯টি স্থানে সেনাবাহিনী মোতায়েন করার জন্য সংসদের উভয় কক্ষই উত্তাল রাখেন বিরধিরা। ২৬৭ নম্বর নিয়ম অনুযায়ী রাজ্যসভায় নোটিশ দেন রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়, যা সকল বিরোধীদল সমর্থন করেন। আলোচনা চলাকালীন রাজ্যসভায় তৃণমুলের দলনেতা ডেরেক ও ব্রায়েন পয়েন্ট অফ অর্ডার ঘোষণা করেন যেখানে তিনি উল্লেখ করেন, সেনা মোতায়েন নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী কিছু বাছাই করা নথি পেশ করেছেন সংসদে।
লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ও একই ব্যাপারে কথা তোলেন। তার আগের দিন ডেরেক ও ব্রায়েন দাবি তোলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বান্দ্যপাধ্যায়ের বিমানচালক জ্বালানি কম থাকার কারনে বারবার বিমানবন্দরকে অনুরধ করা সত্তেও কেন তার বিমানকে নামতে দেওয়া হয়নি, সেই ব্যাপারে সরকার যাতে অনুসন্ধান করেন। কেন্দ্রীয় মন্ত্রী এই ব্যাপারে উত্তর দেওয়ার পর সুখেন্দু শেখর রায় একটি খুব মুল্যবান কথা বলেন।লোকসভায় সুদীপ বন্দ্যোপাধ্যায়ও একই ব্যাপারে কথা তোলেন।

২৮শে নভেম্বর সুদীপ বন্দ্যোপাধ্যায় মুলতুবি প্রস্তাব আনেন ও নোটবাতিলের ব্যাপারে আলোচনার দাবি জানান। তার পরের দিন, ২৯শে নভেম্বর সুদীপ বন্দ্যোপাধ্যায় নোট বাতিল ও আয়করের দ্বিতীয় সংশোধনী আইনের ব্যাপারে আলোচনার দাবি করেন কারন ওই দুটি বিষয় একে অপরের সঙ্গে জড়িত। ওইদিনেই লোকসভায় সৌগত রায় হঠকারী ভাবে সংসধনি আইন পাস করানোর তিব্র নিন্দা করেন ও বিস্তারিত আলোচনার দাবি জানান।

৩০শে নভেম্বর ডেরেক ও ব্রায়েন প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নোটবাতিলের অপর তর্কের দাবি তোলেন। ২৬৭ নম্বর নিয়ম মেনে রাজ্য সভায় সুখেন্দু শেখর রায়, রাজ্যসভার চেয়ারম্যানকে অনুরোধ করেন কাশ্মিরে নিহত সেনাদের সঙ্গে সঙ্গে নোটবাতিলের ফলে যারা মারা গেছেন তাদেরকেও শ্রদ্ধা জানাতে। ওইদিন লোকসভায় সুদীপ বন্দ্যোপাধ্যায় আবারও অধ্যক্ষকে দাবি জানান, নোটবাতিলের ওপর আলোচনা ও তারপর ভোটের। ওইদিনই ডেরেক ও ব্রায়েন দাবি করেন নোট বাতিলের ওপর আলোচনা শুরু করার আগে প্রধানমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে সংসদের বাইরে করা বিরোধীদের ব্যাপারে তাঁর কতুক্তি নিয়ে। লোকসভায় সুদীপ বন্দ্যোপাধ্যায় সেই একই দাবি তোলেন, নোটবাতিলের ওপর আলোচনা ও তারপর ভোটের।

সংসদের শীতকালীন অধিবেশনের চতুর্থ সপ্তাহে নোটবাতিলের বিরুদ্ধে সংসদ চত্বরে একগুচ্ছ ধর্না কর্মসূচীতে অংশগ্রহণ করল তৃণমূল কংগ্রেস।

নোটবাতিল ঘোষণার একমাস পুরন হয় ডিসেম্বরের ৮ তারিখ, ওইদিন সমস্ত বিরোধী দলগুলি মিলে কালা দিবস পালন করে। সংসদ চত্বরে তৃণমূল সহ অন্যান্য বিরোধী দলগুলি বিক্ষোভ দেখান। চতুর্থ সপ্তাহের প্রথম দিন অর্থাৎ ডিসেম্বরের ৫ তারিখ গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূল এই নোটবাতিল ও তাঁর খারাপ প্রভাবের বিরুদ্ধে ধর্না দেয়।

ডিসেম্বরের ৯ তারিখ আরেকটি বিক্ষোভ প্রদর্শন করেন তৃণমূল সাংসদদরা সংসদের বাইরে যেখানে তাঁরা একটি প্রতিলিপি প্রদর্শন করেন যেখানে ওই ৯৩ জন ব্যাক্তির নাম রয়েছে যারা এই নোটবাতিল ঘোষণার ফলে ব্যাঙ্ক ও এটিএমের লাইনে দাড়িয়ে জীবন দিয়েছেন। ডিসেম্বরের ৫ তারিখ লোকসভায় সুদীপ বন্দ্যোপাধ্যায় অধ্যক্ষর কাছে নোটবাতিলের ওপর দ্রুত আলোচনার দাবি জানান। সঙ্গে এও জানতে চান শাসক দল কেন এই আলোচনা থেকে পিছিয়ে যাচ্ছে?

ডিসেম্বরের ৭ তারিখ রাজ্যসভায় সুখেন্দু শেখর রায় বিজেপি নেতার বহু লক্ষ টাকা নিয়ে ধরা পড়ার ব্যাপারে পয়েন্ট অফ অর্ডার আনেন। ডিসেম্বরের ৮ তারিখ তিনি রাজ্য সভায় দাবি জানান এই নোটবাতিলের ফলে যেসকল মানুষ প্রান দিয়েছেন তাদের উদ্দেশ্যে রাজ্যসভায় শোক প্রকাশ করা হোক। ডিসেম্বরের ৯ তারিখেও তিনি রাজ্যসভায় একই দাবি রাখেন। পুরো সপ্তাহ ধরে কংগ্রেস নোটিশ দেন ১৮৪ নম্বর নিয়মে আলোচনা করার ও তৃণমূল ৫৬ নম্বর নিয়মে ও অন্যান্য দলগুলি ১৯৩ ধারায় নোটিশ দেন আলোচনার জন্য।

ডিসেম্বরের ৯ তারিখে কোনও নিয়ম না মেনেই বিরোধীরা আলোচনার জন্য রাজি হন। সরকার পক্ষের সাংসদরা এর বিরোধিতা করেন ও বারংবার সভা উত্তাল করে তোলেন ও বিরোধীদের কথা বলতে বাধা দেন। শেষ অবধি ওইদিনের মত কক্ষ মুলতুবি হয়ে যায়।

সংসদের শীতকালীন অধিবেশনের শেষ সপ্তাহেও নোটবাতিল নিয়ে আলোচনা হল না। বিরোধী দলগুলি আলোচনার দাবি জানালেও সরকার পক্ষ সমানে বাধা দিয়ে আলোচনা হতে দিল না।

ডিসেম্বরের ১৪ তারিখ বিরোধী দলগুলি যৌথ সাংবাদিক সম্মেলন করে। লোকসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, “বিরোধীদের কণ্ঠস্বর রোধ করা হচ্ছে। যা ঘটছে তা খুবই অনভিপ্রেত ও দুর্ভাগ্যজনক।” রাজ্যসভায় ডিসেম্বরের ১৪ তারিখ, নাদিমুল হক তৃণমূল কংগ্রেসের তরফ থেকে “The Right of Persons with Disabilities Bill, 2014″র পক্ষে সওয়াল করেন।
ডিসেম্বরের ১৫ তারিখ তৃণমূল কংগ্রেসের সাংসদরা নোটবাতিলের বিরোধিতায় সংসদ চত্বরে ধর্ণা দেন। ওই দিনই লোকসভায় সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, “কোনও নিয়ম ছাড়াই আলোচনা হতে পারে।“ যদিও সরকার পক্ষ সেটা হতে দেয় নি।

সংসদের শীতকালীন অধিবেশন শেষ হয় ডিসেম্বরের ১৬ তারিখ।