PricewaterhouseCoopers to set up Cyber Security Excellence Centre in Kolkata

PricewaterhouseCoopers (PwC) announced setting up its first global cyber security excellence centre in Kolkata. The announcement was made by a top official of PwC at the third edition of Bengal Global Business Summit.

It would be the first cyber security excellence centre of PwC across the globe. It will be set up at Salt Lake’s Sector V at the company’s Kolkata unit.

The government has decided to set up a centre of excellence in cyber security, which the state Cabinet approved recently. The universities will soon include the subject of cyber safety management in their curriculum.

The government has been taking up different measures to combat threats from cyber attacks. Many such research and development (R&D) are going on at present. The state data centre has been upgraded. The state owned cyber excellence centre will have experts equipped with the best and most sophisticated instruments.

 

কলকাতায় ‘গ্লোবাল সাইবার সিকিউরিটি এক্সেলেন্স’ কেন্দ্র গড়তে চলেছে প্রাইসওয়াটারহাউস কুপার

বিশ্ববিখ্যাত সংস্থা প্রাইসওয়াটারহাউস কুপার (PWC) কলকাতায় একটি ‘গ্লোবাল সাইবার সিকিউরিটি এক্সেলেন্স’ কেন্দ্র গড়তে চলেছে। গত শনিবার মিলন মেলা প্রাঙ্গনে আয়োজিত তৃতীয় বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে ওই সংস্থার এক উচ্চপদস্থ আধিকারিক একথা ঘোষণা করেন।

বিশ্বে এই প্রথম এমন একটি কেন্দ্র গড়তে চলেছে PWC। কেন্দ্রটি তৈরী হবে সল্ট লেকের সেক্টর ফাইভে সংস্থার দপ্তরে।

রাজ্য সরকার ইতিমধ্যেই সাইবার সিকিউরিটির এক্সেলেন্স কেন্দ্র গড়ার সিদ্ধান্ত নিয়েছে; রাজ্য মন্ত্রিসভা ইতিপূর্বেই অনুমোদন করেছে এই উদ্যোগকে। বিশ্ববিদ্যালয়গুলির পাঠ্যক্রমে সাইবার সেফটি ম্যানেজমেন্টও সংযোজিত হবে, সিদ্ধান্ত নিয়েছে রাজ্য।

সাইবার সিকিউরিটির জন্য রাজ্য সরকার ইতিমধ্যেই অনেক পদক্ষেপ গ্রহন করেছে। এই বিষয়ে গবেষণাও চলছে। রাজ্যের ডাটা সেন্টারকে আরও উন্নত করা হয়েছে। রাজ্য সরকারের সাইবার এক্সেলেন্স কেন্দ্রেটিকে আরও উন্নত করার লক্ষ্যে নানা অত্যাধুনিক যন্ত্রপাতি আনা হচ্ছে।

Bengal Govt to revive four Darjeeling trekking trails

Tourists visiting the Hills this April or May will get to walk through the original forest area of Darjeeling.. The wildlife division is set to revive four popular trekking routes that have now become mostly unused.

An initiative of chief minister Mamata Banerjee, the wildlife division is working on a project to renovate the Nature Interpretation Center (NIC) at Tiger Hill and revive the four trekking paths.

The trekking routes to be revived are:

  • 5.5 km Tiger Hill-Rambhi path, which is one of the oldest of the region,
  • 7 km Tiger Hill-Chatakpur,
  • 6 km 3rd Mile-Dabaipani and
  • Keventer’s Road-Tiger Hill, butterfly trail.

 

The routes offer birding experience and, if lucky, one can catch glimpses of wild animals too. The wildlife division has started training locals as guides to help tourists with the trails that will officially be open to the public from May.

 

রাজ্য সরকারের উদ্যোগে দার্জিলিঙে পুনরুজ্জীবিত হতে চলেছে ট্রেকিং

পর্যটকদের জন্য সুখবর। এবছরের মে মাস থেকে দার্জিলিঙে থাকছে নতুন চমক। এবার থেকে পর্যটকরা ঘন জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেকিং করতে পারবেন। বন্যপ্রাণ বিভাগ ৪টি প্রায় অবলুপ্ত ট্রেকিং রুটকে পুনরুজ্জীবিত করতে চলেছেন।

মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় বন্যপ্রাণ বিভাগ টাইগার হিলের নেচার ইন্টারপ্রিটেশান সেন্টারের সংস্কারের কাজ ইতিমধ্যেই শুরু করেছে।

যে ৪টি ট্রেকিং রুট নতুন করে চালু হবে সেগুলি হলঃ-

  • ৫.৫ কিঃ মিঃ দীর্ঘ টাইগার হিল-রাম্ভি পথ
  • ৭ কিঃ মিঃ দীর্ঘ টাইগার হিল-চতকপুর
  • ৬ কিঃ মিঃ দীর্ঘ থার্ড মাইল-ডাবাইপানি
  • কেভেন্টার্স রোড-টাইগার হিল বাটারফ্লাই ট্রেল

 

এই রুটগুলিতে নানারকম পাখির পাশাপাশি বন্য প্রাণীরও দেখা মিলতে পারে। বন্যপ্রাণ বিভাগ ইতিমধ্যেই স্থানীয় লোকজনদের প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু করে দিয়েছে যাতে মে মাসে আনুষ্ঠানিকভাবে রুটগুলি চালু হলে তারা পর্যটকদের জন্য গাইডের কাজ করতে পারে।

 

 

Railways facing neglect: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee expressed grief over the loss of lives  in the derailment of Jagdalpur-Bhubaneswar Hirakhand Express and alleged the Railways is now neglected and given less priority with curtailment in the Budget.

Mamata Banerjee, who had previously served as the Rail Minister, took to Twitter hours after the derailment. She wrote: “Railways carries crores of people every day. It is the lifeline of the nation. We are proud of our Indian Railways employees. However, now Railways is neglected & being given less priority. The Budget is being curtailed. Safety and security are being compromised.”

“We don’t blame the minister, he is earnest in his efforts. But govt needs to address issues urgently,” the CM said in another tweet.

Mamata Banerjee also offered condolences to the family of the deceased.

 

রেলকে কম গুরুত্ব দিচ্ছে কেন্দ্রীয় সরকারঃ মমতা বন্দ্যোপাধ্যায়

শনিবার রাতে হীরাখণ্ড এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেলকে কম গুরুত্ব দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী।

টুইটারে মুখ্যমন্ত্রী জানান, “ভারতীয় রেল দৈনিক কয়েক কোটি যাত্রী বহন করে। এটাই দেশের জীবনরেখা। আমরা ভারতীয় রেলের কর্মচারীর কাজে গর্বিত। অথচ রেল বিভাগ অবহেলার শিকার। রেলকে খুব কম গুরুত্ব দেওয়া হচ্ছে। রেলের জন্য বাজেট কমানো হচ্ছে। যাত্রীদের সুরকশা ও স্বাচ্ছন্দ্যের সঙ্গে আপস করা হচ্ছে। আজকের দুর্ঘটনায় আমি মর্মাহত। অনেক যাত্রী প্রাণ হারিয়েছেন। তাঁদের আত্মার শান্তি কামনা করি,। তাদের নিকটজনকে আমার সমবেদনা জানাই”।

তিনি আর একটি টুইটে লেখেন, ‘আমরা মন্ত্রীকে দোষ দেব না। তিনি যথাসাধ্য চেষ্টা করছেন। এই বিষয়টিকে দ্রুত গুরুত্ব দেওয়া উচিত সরকারের।’

 

Netaji had a clear vision for the country: Mamata Banerjee

West Bengal Government is celebrating ‘Subhas Utasav’ to commemorate the 120th birth anniversary of Netaji Subhas Chandra Bose. The festival is being organised by the Department of Youth Affairs, Govt of West Bengal. The festivities began on 22nd January and will also continue today.

The official function of the State government to observe Netaji’s birth anniversary took place at Darjeeling Mall today at 12 noon. Chief Minister Mamata Banerjee and other dignitaries were present.

Speaking on the occasion, the Chief Minister said: “Netaji’s birthday is as important for us just like Independence Day or Republic Day.”

“The birth anniversary of Netaji is observed every year but nobody knows about his death. This is a tragedy,” she said

The Chief Minister said, “Netaji was a leader of the country and a true leader does not discriminate but works for all. Netaji had a very clear vision for the country, he conceived the Planning Commission.” She also paid her respects to those who served in the Indian National Army.

The Chief Minister reiterated that the State Government had declassified all Netaji Files in possession with the government. She announced that the Government has allotted Rs 10 lakh for the renovation of the house where Netaji stayed in the Hills.

Celebrations in the past took place in Kolkata but on the initiative of Chief Minister Mamata Banerjee, the official celebration of Netaji’s birth anniversary is held in Darjeeling since 2014.

Many programmes and competitions including processions, exhibitions on the life and work of Subhas Chandra, quizzes on him, debates, sit & draw competition, essay writing and other events are being organised across the State to mark Netaji’s 120th birth anniversary.

 

দেশের ভবিষ্যতের ব্যাপারে নেতাজীর পরিকল্পনা ছিল সুস্পষ্ট: মমতা বন্দ্যোপাধ্যায়

নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২০তম জন্মবার্ষিকী রাজ্যজুড়ে পালিত হচ্ছে ‘সুভাষ উ९সব’। রাজ্য যুবকল্যান দপ্তরের উদ্যোগে গতকাল শুরু হয়েছে এই উ९সব।

অনুষ্ঠানে  বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবসের মত নেতাজীর জন্মদিনও আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, “আমরা প্রতি বছর নেতাজীর জন্মদিন পালন করি কিন্তু তাঁর মৃত্যুদিন সম্পর্কে কোন তথ্য আমাদের জানা নেই। এটা একটা ট্রাজেডি”।

তিনি আরও বলেন, “নেতাজী দেশের নেতা ছিলেন। প্রকৃত নেতা কখনো বিভেদ করে না। কোনো বিভেদকারী দেশের নেতা হতে পারে না।নেতাজী দূরদর্শী ছিলেন। দেশের ভবিষ্যতের ব্যাপারে নেতাজীর পরিকল্পনা ছিল সুস্পষ্ট। তিনি প্ল্যানিং কমিশনের পরিকল্পনা করেছিলেন”। আজাদ হিন্দ বাহিনীর সেনানীদের প্রতিও শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী আরও জানান, নেতাজী পাহাড়ে যে বাড়িতে থাকতেন তা সংস্কারের জন্য রাজ্য সরকার ১০ লক্ষ টাকা বরাদ্দ করেছে এবং নেতাজীর ফাইলও প্রকাশ করেছে রাজ্য সরকার।

এর আগে সরকারি অনুষ্ঠান হত কলকাতায়; মুখ্যমন্ত্রীর উদ্যোগে ২০১৪ সাল থেকে নেতাজীর জন্মবার্ষিকী দার্জিলিঙে পালন করা হয়। নেতাজীর জন্মবার্ষিকী উপলক্ষে সারা রাজ্যজুড়ে বসে আঁকো, প্রবন্ধ লেখার প্রতিযোগিতা, পদযাত্রা, প্রদর্শনী, ক্যুইজ ও বিতর্কসভার আয়োজন করা হয়েছে।

 

 

Do Saraswati bandana not YOUR bandana on Feb 1: Mamata Banerjee to Centre

Taking a dig at the Centre for deciding to present Union Budget on the day of Saraswati Pujo, Chief Minister Mamata Banerjee tweeted on Saturday stating: “Why don’t we celebrate Saraswati Pujo in big way instead of presenting Union Budget on February 1?”

She added, “Do Saraswati bandana and not YOUR bandana.”

The tweet reads: “February 1 is Saraswati Pujo. This special day for the goddess of learning is a big day celebrated in schools, colleges, homes and clubs.”

The Chief Minister further tweeted that the day of Saraswati Pujo is a state government holiday. “We worship Ma Saraswati and celebrate in a special way in every school, college, university, home and everywhere,” she tweeted.

I want the Hills to prosper: Mamata Banerjee in Kurseong

Chief Minister Mamata Banerjee today inaugurated the sixth edition of Uttar Banga Utsab. The inaugural ceremony was held at Kurseong.

The CM inaugurated the 100-bedded ESI Hospital at Siliguri, HDU at Kurseong sub-divisional hospital, SNCU at Darjeeling hospital, and the newly-renovated blood bank at Siliguri District Hospital. The CM also launched the tiger safari at Bengal Safari Park in north Bengal.

Speaking on the occasion, she said: “We want Hills to prosper. We want peace. Violence will bear no fruit. GTA Board and local municipalities are not run by us or else we could have done much more work for the people.”

She added, “We have already formed 12 development boards in the Hills. Three more (Gurung, Khas and Hill Minority) will be set up. We have allotted Rs 264.78 crore to the various boards for carrying out developmental work. I will come back to the Hills again. I want my brothers and sisters in the Hills to be happy.”

She will also be holding the administrative review meeting for the district on January 24 where she will take a stock of the progress of the development works undertaken by the state government. She will return to Kolkata on January 25.

 

আমি পাহাড়ের উন্নতি চাইঃ কার্শিয়াঙে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

আজ উত্তরবঙ্গে ষষ্ঠতম উত্তরবঙ্গ উৎসবের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্বোধনী অনুষ্ঠান হয় কার্শিয়াঙে।

অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় মুখ্যমন্ত্রী বলেন, “আমি পাহাড়ের উন্নতি চাই, পাহাড়ে শান্তি বজায় থাকুক। জিটিএ এবং স্থানীয় পুরসভা আমাদের হাতে থাকলে আমরা মানুষের জন্য আরও কাজ করতে পারতাম”।

তিনি আরও জানান, ইতিমধ্যেই তিনি বিভিন্ন জনজাতির জন্য ১২টি উন্নয়ন বোর্ড গঠন করে দিয়েছেন। আজ আরও ৩টি উন্নয়ন বোর্ডের ঘোষণা করলেন। সেগুলি হল – গুরুং ডেভেলপমেন্ট বোর্ড, খস হিতকারি ফাউণ্ডেশন অ্যান্ড ডেভেলপমেন্ট বোর্ড ও পাহাড়িয়া মাইনরিটি ডেভেলপমেন্ট বোর্ড। তিনি বলেন, আমি আবারও পাহাড়ে আসব। আমি চাই আমার পাহাড়ের ভাই-বোন খুশি থাকুক।

রবিবার সন্ধ্যেবেলায় তিনি দার্জিলিং পৌঁছবেন। প্রতি বছরের মত এবারও ২৩ জানুয়ারি দার্জিলিং ম্যালে নেতাজীর জন্মজয়ন্তী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন মুখ্যমন্ত্রী। হাজার হাজার মানুষের জনসমাগম হবে এই অনুষ্ঠানে।

পাহাড়ের জাতীয় এবং রাজ্য সড়ক সংস্কারের জন্য ২২০ কোটি টাকা বরাদ্দের ঘোষণাও করেছেন মুখ্যমন্ত্রী। জঙ্গল মহলের মতোই পুলিশের হিমাল, তরাই ডুয়ার্স স্পোর্টসের বিভিন্ন খেলায় জয়ীদের চাকরি দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

আগামী ২৪ জানুয়ারি একটি প্রশাসনিক বৈঠকও করবেন মুখ্যমন্ত্রী সেখানে জেলার উন্নয়নমূলক কাজের পর্যালোচনা হবে। আগামী ২৫ জানুয়ারি তিনি কলকাতা ফিরবেন।

Rs 2.35 lakh crore investment proposals received at Bengal Global Business Summit 2017: Bengal CM

Speaking at the Plenary Session of the Day 2 of Bengal Global Business Summit, Bengal Chief Minister Mamata Banerjee announced that the Summit has received an investment proposal to the tune of Rs 2 lakh 35,200 crore (US$ 36 billion).

 

 

The Chief Minister announced that the investments in the major sectors as follows:

  •         Manufacturing sector: Rs 61,765 crore
  •         MSME sector: Rs 50,710 crore
  •         Urban Development sector: Rs 46,600 crore
  •         Transport sector: Rs 36,801 crore

The Chief Minister said that China will invest Rs 27,200 crore in the State while South Korea will be investing in Green City project and MoU has been signed with HIDCO in this regard

The Bengal Chief Minister said that this was the first time 29 countries participated in the Bengal Global Business Summit. In the previous two years Bengal received investment proposals worth Rs 4.93 lakh crore, she informed.

For detailed sector-wise report click here.

২.৩৫ লক্ষ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন ২০১৭য়: মমতা বন্দ্যোপাধ্যায়

বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন ২০১৭র দ্বিতীয় দিনে প্লেনারি সেশনে বক্তব্য রাখতে গিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, এবারের সম্মেলনে ২ লক্ষ ৩৫ হাজার ২০০ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছে।

প্রধান খাতে বিনিয়োগ:

নির্মাণ শিল্প: ৬১,৭৬৫ কোটি

ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প: ৫০,৭১০ কোটি

নগর উন্নয়ন: ৪৬,৬০০ কোটি

পরিবহণ: ৩৬,৮০১ কোটি

রাজ্যে চিন ২৭,২০০ কোটি টাকা বিনিয়োগ করবে, দক্ষিণ কোরিয়া বিনিয়োগ করবে গ্রীন সিটি প্রকল্পে। এই বিষয়ে হিডকো’র সঙ্গে মৌ সাক্ষরিত হয়েছে।

মুখ্যমন্ত্রী জানান, এই প্রথম বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে ২৯টি দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আগের দু’টি বাণিজ্য সম্মেলনে মোট ৪.৯৩ লক্ষ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব পেয়েছিল বাংলা।

 

 

 

Day 1 Highlights: Bengal Global Business Summit 2017

The first day of the Bengal Global Business Summit 2017 received accolades from the President of India on Bengal emerging as an investment destination.

11 AM: The day started with former Indian cricket team captain Sourav Ganguly making an impassioned appeal to investors to tap into the potential of Bengal. It was followed by an AV presentation on the investment opportunities in the State.

11:30 AM: Various captains of industries (YP Modi, Sanjeev Goenka, Kishore Biyani, Rakesh Bharti Mittal, Pankaj Munjal) shared their experience of running businesses in Bengal.

Sanjeev Goenka announced investment worth Rs 10000 crore in Bengal over the next few years in FMCG sector. Rakesh Bharti Mittal announced investment worth Rs 3-4000 crore more in Bengal in the next three years. YK Modi announced investments close to one billion rupees in coal bed methane project in Bengal in the next 6 years. TCG Chairman Purnendu Chatterjee announced investments close to Rs 1000 crore for HPL expansion. Hero Motors Group Chairman & MD Pankaj Munjal announced announced investments close to Rs 450 crore for cycle manufacturing.

GAIL has also decided invest Rs 6000 Crore in Bengal in the next 2-3 years including gas pipeline project.

12:00 PM: This was followed by the address by Chief Minister Mamata Banerjee. Read her full speech here.

12:30 PM: During the plenary session, the Hon’ble President of India, Pranab Mukherjee, congratulated the Chief Minister for moving ahead despite legacies of the past. He hoped when the delegates will be go back, they will be taking a part of Bengal back with them. Bengal has truly emerged as an investment destination; the presence of so many delegates is a proof of it, he said.

He later tweeted:

“Bengal Global Business Summit showcases investment opportunities in West Bengal. Growth in State GDP and revenue buoyancy of West Bengal has been impressive. Large participation in the forum, including from 29 countries shows level of interest in West Bengal amongst investors.”

1:00 PM: Delegates from partner countries and other foreign delegates graced the stage and shared their views on the opportunities for business ties with Bengal.

3 PM: The second half of the first day witnessed a Plenary Session on Start Ups and Entrepreneurship. Startups that were present in the session included big names like Naukri and Foodpanda. The session was moderated by Mohandas Pai. Five home-grown startups of Bengal were showcased in the session.

During the session, Bengal Chief Minister Mamata Banerjee said that the Government wants to encourage startups but we must ensure the money does not reach only a select few. There must be privacy in data bank, she said. Whatever business people are doing, it must be fully protected, she said. The Government wants young entrepreneurs to come up and work for the betterment of the people, she said.

Bengal Finance and Industry Minister, while speaking at the session stressed on critical thinking and innovation that is bankable. “Be a startup, be disruptive, but how do you engage common people, how do you include them into mainstream,” he asked the entrepreneurs present in the hall. He asked the people not take a job, but be an entrepreneur and create jobs. “This is the Bengal everybody wants to see,” he said.

5 PM: The last session of the day was an ‘International Multi-Country Session’ which saw representatives from Italy, Romania, Netherlands, Poland, Norway, Canada, Russia, China, Japan, Bahrain, Bangladesh, Australia, Belgium and other countries.

The Ambassador of Italy to India praised the economic and infrastructure growth in Bengal.

The delegate from Belgium focused on three sectors where Bengal and Belgium can cooperate: trading hubs, agriculture, river tourism.

The delegate from Russian Foreign Ministry announced a Russian company is planning to invest in Bengal, in chemical sector.

The delegate from the Silesia province of Poland discussed opportunities for partnership between Bengal and Silesia

The delegate from Bahrain pitched for closer business ties with Bengal.

The delegation from South Korea invited to visit the Bengal Chief Minister to visit their country.

 

 

Bengal has emerged as a business destination: President of India at Bengal Global Business Summit 2017

Hon’ble President of India inaugurated the third edition of Bengal Global Business Summit today. During his speech he said complemented the current State government for moving with liberal policies for suitable investment climate despite huge debt-stress.

The Hon’ble President said that the Bengal government is focused on growth. He also praised the Sabuj Sathi scheme of the state government.

The two-day long summit is being organised at Milan Mela Grounds, Kolkata. Business delegations from 29 countries including Japan, Germany, Poland, Netherlands, Korea, Belgium, Bangladesh, United States of America, UK, Canada, Italy, Russia, China are participating in the two-day meeting.

 

 

মাননীয় রাষ্ট্রপতির উপস্থিতিতে শুরু হল বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন

ভারতের মাননীয় রাষ্ট্রপতি আজ তৃতীয় বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের উদ্বোধন করলেন। দুদিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে মিলন মেলা প্রাঙ্গনে। আমেরিকা, ব্রিটেন, কানাডা, ইতালি, রাশিয়া, চীন সহ নানা দেশের প্রতিনিধিরা উপস্থিত এই সম্মেলনে।

বন্দর, খনি, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে। শিল্প ও বানিজ্য দপ্তর ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অন্তর্গত বস্ত্র, রত্ন, গয়না, চামড়া, পাট, কামারশিল্প, ঢালাই ও হস্তশিল্পকেও তুলে ধরবে।

বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন ২০১৭য় স্টার্ট-আপ হতে চলেছে ‘মধ্যমণি’। সাম্প্রতিককালের কিছু নামকরা স্টার্ট-আপের প্রতিনিধিরা রয়েছেন এই সম্মেলন।

 

Bengal has turned around under CM Mamata Banerjee

The third edition of Bengal Global Business Summit is being held at Milan Mela Grounds with participation from business delegates from around the world.

In the last five years, Bengal has witnessed unprecedented growth under the leadership of Mamata Banerjee. Power cuts are a thing of the past; the State has formulated new policies for industry, MSME, land use, textile, maritime, tourism.

There has been a large-scale growth in infrastructure and Bengal is now the fourth largest State economy in the country. The humane-government has also excelled in social-sector development.

Here are some hard figures of the unprecedented development in Bengal since 2011:

Economic Parameters

Growth Rate of Bengal is far above the Growth Rate of India at Macroeconomic level –

India
(% Growth, 2015-2016)

Bengal
(% Growth, 2015-2016)

Gross Value Added (GVA)

7.3 12.02

Industrial Sector

7.3

10.59

Agricultural Sector

1.1

5.55

Services Sector

9.2

13.99

 

1. GSDP (at current Prices)
2010-11                                 –              Rs 4,60,959 Cr

2015-16                                 –              Rs 9,39,471 Cr

2. Fiscal Deficit (as a percentage of GSDP) has been brought down
2010-11                                 –              4.24%

2015-16                                –              2.68%

3. Revenue Deficit has been brought down
2010-11                                 –              3.75%

2015-16                                 –              1.03%

4. State’s own Taxes has doubled in four years
2010-11                                 –              Rs 21,129 Cr

2015-16                                 –              Rs 49,920 Cr

5. Plan expenditure of the Government has gone up by 3 times
2010-11                                 –              Rs 14,615 Cr

2015-16                                –              Rs 54,069 Cr

Plan Expenditure in social sector has increased by 4.5 times

  • Agriculture and Agri-allied sector has grown by 7 times
  • Physical Infrastructure has grown by 4 times

Capital Expenditure has grown by 7 times
2010-11                                 –              Rs 2,226 Cr

2015-16                                –              Rs 15,947 Cr

Growth of Infrastructure and Human Capital

  • 10,663 kms of new highways constructed and upgraded in the last 5 years
  • 10,000 kms of rural roads constructed and upgraded in the last 5 years
  • 100% electrification with quality power provided – No power cuts
  • 2,510 new Primary Schools and 3,452 Junior High Schools opened in the last 5 years
  • 1,852 Secondary Schools have been enhanced to Higher Secondary stage in the last five years
  • 46 new Government Colleges have been opened in the last five years
  • 7 new State-aided Universities and 8 new Private Universities have been set up in the last five years
  • 81 new Polytechnic Colleges have been opened in the last five years compared to 65 in 2011, thus totaling to 146
  • 170 new Industrial Training Institutes (ITIs) have been opened in the last five years compared to 80 in 2011, thus totaling to 250 ITIs
  • Significant Investment Flows between 2011 and March 2016