Bengal Education Minister expresses concerns over Blue Whale game

Bengal Education minister Partha Chatterjee expressed concerns over the allegations of a number of students getting victimised by the Blue Whale game across the state.

On the sidelines of an event to organise Public Library Day by the Department of Mass Education & Library Sciences, Chatterjee said: “The Blue Whale game should be stopped immediately. We have asked the schools to ensure that students do not carry mobile phones to schools and the authorities should be on alert.”

s many as 25 government schools in the city have been identified where UNICEF will conduct workshops regarding use of “safe Internet” by school children. Simultaneously, a workshop will be conducted in a few private schools as well.

Among the government schools, Hindu School, Jodhpur Park School, Binodini Girls are few of the schools that have been selected where such workshops will be conducted. Students of nearby schools will also be asked to attend.

The association of ICSE schools in Bengal will hold a sensitisation workshop on online gaming and Internet addiction, covering around 200 schools.

 

ব্লু হোয়েল নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়

রাজ্যে ক্রমশ বাড়ছে ব্লু হোয়েল গেমের দাপট। তাই এই মারণ কেলার হাতছানিতে রাস টানতে কড়া অবস্থান নিল শিক্ষা দপ্তর।

শিক্ষামন্ত্রী জানালেন স্কুল চলাকালীন শিক্ষক এবং পড়ুয়ারা মোবাইল ব্যবহার করতে পারবেন না। এদিকে শহরের ৩০টি স্কুলের পড়ুয়াদের ইন্টারনেট ব্যবহারের সুফল ও কুফল নিয়ে সচেতন করতে কর্মশালা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ব্লু হোয়েল নিয়ে উদ্বিগ্ন শিক্ষামন্ত্রী বলেন, “ব্লু হোয়েলের মতো খেলা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। অনেকে এই খেলায় অংশ নিয়ে মারা গেছে। এই খেলা আটকাতেই হবে। এটা কি কোনও খেলা হল?‌”পড়ুয়াদের ব্লু হোয়েলের হাত থেকে রক্ষা করতে বই পড়ার অভ্যেস বাড়ানোর দিকেও জোর দেন শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, ‘‌আমাদের কাছে অভিযোগ এসেছে ক্লাস চলাকালীন পড়ানো থামিয়ে শিক্ষক–শিক্ষিকারা মোবাইলে কথা বলছেন। সেই সুযোগে পড়ুয়ারা মোবাইলে গেম খেলছে। এটা চলতে পারে না। আমরা চাই স্কুলে পড়াশোনার সময়টুকুতে যেন পড়াশোনাই হয়। স্কুল চলাকালীন শিক্ষক–পড়ুয়া সবাইকেই মোবাইল বন্ধ রাখতে হবে। তবে এটা কোনও বিজ্ঞপ্তি দিয়ে হবে না। স্কুলগুলিকেও স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসতে হবে।’‌

ইন্টারনেটের ব্যবহার নিয়ে কর্মশালায় ২৫টি সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল ও ৫টি বেসরকারি স্কুল অংশ নেবে। রাজ্যের আইসিএসই বোর্ডের অধীনস্থ স্কুলগুলিও ইন্টারনেটের ব্যবহার এবং ব্লু হোয়েল নিয়ে পড়ুয়াদের সচেতন করতে কর্মশালা করতে চলেছে। সিবিএসই স্কুলগুলিও এ ব্যাপারে নজরদারি বাড়াতে বলেছে। ‌

Source: Bartaman

Bengal govt to give small traders free software for filing GST returns

Bengal government will provide free software to small traders for filing goods and services tax (GST) returns, state Finance Minister Dr Amit Mitra said on August 30.

“We are in touch with the NIC (National Informatics Centre) and work is on to develop the software,” Dr Mitra said while addressing a seminar on GST.

Bengal would be one of the few states to provide free GST software under the new tax regime in the country.

Addressing the seminar on phone, Chief Minister Mamata Banerjee said that the State was never against GST but opposed the hurried implementation of the new system.She assured that the State would continue to fight for the right of small enterprises.

 

জি এস টি-র জন্য ব্যবসায়ীদের বিনামূল্যে সফটওয়্যার পরিষেবা দেবে রাজ্য

জি এস টি নিতে সমস্যায় পড়েছেন রাজ্যের ব্যবসায়ীরা। সেই সমস্যা কাটাতে একটি সফটওয়্যার তৈরি করছে রাজ্য সরকার। তৈরি হয়ে গেলে ব্যবসায়ীদের বিনামূল্যে পরিষেবা দেওয়া হবে, একথা জানান, অর্থমন্ত্রী অমিত মিত্র।

এই অনুষ্ঠানে টেলিফোনে মুখ্যমন্ত্রী জানান, রাজ্য জিএসটির বিরোধী নয়। কিন্তু যে ভাবে তাড়াহুড়োয় নতুন কর ব্যবস্থা ব্যবসায়ীদের উপর চাপিয়ে দেওয়া হল, তা ঠিক হয়নি। ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার জন্য রাজ্য সব সময় লড়াই চালিয়ে যাবে।

এদিন শিল্পমন্ত্রী বলেন, পরিকাঠামো ছাড়াই গোটা প্রক্রিয়া চালু করে দিলে কি হয় তা এখন স্পষ্ট বোঝা যাচ্ছে। ব্যবসায়ীদের সমস্যার কথা মাথায় রেখেই জিএসটি সংক্রান্ত হিসেব রাখতে এই সফটওয়্যার আনা হচ্ছে। ন্যাশনাল ইনফরমেতিক্স সেন্টার এই সফটওয়্যার তৈরির কাজ করছে।

Source: Bartaman

State Govt facilitating delivery of ‘Ashwin Package’ for Bengalis residing overseas

Only a few weeks are left for Durga Puja. So orders for articles used during Durga Puja are coming thick and fast to exporters and vendors in Bengal.

The Bengali Association of Yorkshire in England has placed orders with the State Government for 8,000 of the red lotuses of Bankura. The government-run West Bengal Agro Industries Corporation Ltd. (WBAIC) is coordinating with the lotus growers in Bankura district.

Quite a few associations in London have conveyed to the State Government the need for other essential articles too – dhan (paddy leaves), durba (a type of grass), baelpata (leaves of wood apple trees), kola-bou (a stem of a banana plant decked up as a woman), etc. WBAIC is facilitating all requirements for these overseas Durga Puja committees.

After England, now the Bengali associations of USA too are showing a lot of interest in asking the Bengal Government to fulfil their requirements.

Naturally, all this is also leading to farmers and cultivators feeling happy, and what better gift than this during the Puja season.

 

লন্ডনে মিলবে কলাবউ, ধান-দূর্বা’র ‘আশ্বিন প্যাকেজ’

পুজো শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। এর মধ্যেই ইয়র্কশায়ার বাঙালি অ্যাসসিয়েশন আট হাজারটি বাঁকুড়ার লাল পদ্মের অর্ডার পাঠিয়েছে রাজ্যের কাছে। রাজ্যের কৃষি শিল্পোন্নয়ন নিগমের কর্তারা বাঁকুড়ার জলপদ্মের চাষিদের সঙ্গে যোগাযোগ করেছে।

লন্ডনের বেশ কিছু ক্লাব আগে থেকেই রাজ্যের কাছে জানিয়েছিল, শুধু পদ্মফুলই নয়, পুজোর অন্যান্য সরঞ্জাম হিসেবে ধান, দূর্বা, বেলপাতা, কলা-বউ এরও চাহিদা আছে তাদের। এবার সব চাহিদা পূরণ করতে এগিয়ে এসেছে রাজ্য কৃষি শিল্পোন্নয়ন নিগম তাদের ‘আশ্বিন প্যাকেজ’ নিয়ে।

লাল পদ্ম, ধান, দূর্বা, কলা বউ নিয়ে আশ্বিন প্যাকেজে থাকছে পুজোর প্রয়োজনীয় নানান ধরনের উপকরণ।

লন্ডনের দুর্গাপুজো কমিটিগুলোর বিপুল চাহিদার ফলে লাভের মুখ দেখছে বাংলার চাষিরা। এরফলেই আরও উৎফুল্ল হয়েছে কৃষি ও শিল্পোন্নয়ন নিগম। আশ্বিন প্যাকেজের কথা জানতে পারছে আমেরিকার কিছু পুজো উদ্যোক্তারা। ‘লন্ডনের পরে এবার আমেরিকা যাবে বাংলার কলা বউ’ গৌরবের সঙ্গে বললেন রাজ্যের এক শীর্ষ আধিকারিক।

Source: Khabar 365 Din

 

Abhishek Banerjee demands filling of vacancies of judges in High Court

Trinamool Congress MP Abhishek Banerjee has urged the Centre and the Union Ministry of Law and Justice to take initiatives to appoint an adequate number of judges in Calcutta High Court. Banerjee is all set to raise the issue in the next session of Parliament.

Out of the sanctioned strength of 72 judges, there are only 34 functional judges. Therefore, there are 38 vacancies, or approximately 53 per cent. Taking into account retirements and routine transfers, this percentage would rise to 66 in the next six months.

Abhishek Banerjee said, “Such colossal vacancies will lead to a substantial increase in the burden of judicial and administrative work to be discharged by the existing judges, despite higher disposal rates compared to other High Courts”.

He further stated that Calcutta High Court has faced the brazen apathy and indifference of the political executive with respect to the filling up of vacancies.

Firstly, he said that the names of seven members of the Bar have been recommended by the collegium of the Supreme Court to the Central Government for elevating them as judges of Calcutta High Court along with recommendations for the elevation of judges of other High Courts a long time back. Yet no action has been taken on those recommendations.

Secondly, while the functional strength of the other High Courts has increased by the day, vacancies of judges of the Calcutta High Court have remained.

However, he further stated, an appointment of seven or some more judges, if at all, would also not bring any substantial change in the functional strength because of the ensuing retirements. He therefore urged that immediate action be taken to appoint a maximum number of judges to prevent the justice delivery system from collapsing.

The MP also observed that by adopting a step-motherly attitude a particular High Court would be rendered ineffective.

Source: Millennium Post

 

হাইকোর্টে বিচারপতির পদ পূর্ণ করতে হবেঃ অভিষেক বন্দ্যোপাধ্যায়

হাইকোর্টে অর্ধেকের বেশি বিচারপতির পদ শূন্য। এই নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যের প্রতি বৈষম্যমূলক আচরণের অভিযোগে করলেন তৃণমূল যুবনেতা ও লোকসভার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সংসদের আসন্ন অধিবেশনে এই বিষয়ে তিনি সরব হবেন বলেও জানিয়েছেন।

কলকাতা হাইকোর্টের বরাদ্দকৃত বিচারপতি পদের সংখ্যা ৭২। অথচ বর্তমানে মাত্র ২৮ জন বিচারপতি রয়েছেন। লিখিত বিবৃতিতে অভিষেক কেন্দ্রের ওই আচরণকে স্বৈরাচারী বলে দাবি করেছেন। তিনি বলেন, হাইকোর্টে বিচারপতির পদ শূন্য পড়ে থাকলে বিচার ব্যবস্থাই বিপন্ন হবে।

অভিষেকের দাবি, রাজ্যের বিচারপ্রার্থীদের হয়রানি সত্ত্বেও কেন্দ্রের সরকার উদাসীন। তিনি বলেন, এই রাজ্যের ক্ষেত্রে কেন্দ্রের সর্বোচ্চ কর্তার নেপথ্যে মদত রয়েছে। রাজ্যকে বেকায়দায় ফেলাই তাদের একমাত্র উদ্দেশ্য।

তাঁর মতে রাজ্যের শূন্যপদে বিচারপতি নিয়োগে এই উপেক্ষা আসলে কেন্দ্রের রাজনৈতিক চাল। নানা ক্ষেত্রে কেন্দ্রের এনডিএ সরকার রাজ্যের প্রতি যে বৈষম্যমূলক আচরণ করে চলেছে, হাইকোর্টের বিচারপতি পদ পূরণে অবহেলা তারই অঙ্গ বলে মনে করে তৃণমূল। কেন্দ্রের আইন মন্ত্রীর কাছেও অবিলম্বে এই বিষয়ে পদক্ষেপ করার আবেদন জানিয়েছেন।

 

Haringhata Meat to sell lip-smacking snacks at Durga Puja pandals

Haringhata Meat, run by the Department of Animal Husbandry of the Bengal Government, will set up stalls at Durga Puja pandals to sell healthy snacks. Popular food items like chicken cutlet, kebabs, nuggets, chicken sausage, chicken popcorn etc will be sold at attractive prices.

Ready-made food items have already become a rage at ‘Haringhata Meat’ outlets in the city. Apart from raw meat, snacks like chicken cutlet or kebabs are popular among people at these outlets. This is the first time that ‘Haringhata Meat’ has decided to set up stalls at Durga Pujo pandals.

Durga Puja pandals receive a footfall of lakhs of people. It is expected that the stalls of ‘Haringhata Meat’ will receive an overwhelming response from the people.

 

কাবাব, কাটলেট, চিকেন পপকর্নের পসরা সাজিয়ে মণ্ডপে মণ্ডপে হরিণঘাটা মিট

শারদোৎসবে একশো শতাংশ স্বাস্থ্যসম্মত খাবারের স্টল নিয়ে হাজির হচ্ছে পশ্চিমবঙ্গ প্রাণিসম্পদ উন্নয়ন নিগমের ‘হরিণঘাটা মিট’। এইসব স্টলে বাজারচলতি দামের চেয়ে কমেই মিলবে হাতে গরম চিকেন কাটলেট, বাহারি কাবাব, মুচমুচে নাগেটস, চিকেন সসেজ কিংবা চিকেন পপকর্ন।

হরিণঘাটা মিটের যেসব আউটলেট রয়েছে, সেখানে কাঁচা মাংসের পাশাপাশি চিকেন কাটলেট, চিকেন কাবাবসহ একাধিক রেডিমেড খাবারের আইটেম রয়েছে।

কলকাতার বিগ বাজেটের পুজোমণ্ডপে ‘হরিণঘাটা মিট’ এর নিজস্ব স্টল নজর কাড়বে। এভাবে বিগ বাজেটের একাধিক পুজোমণ্ডপে স্টল দেওয়ার সিদ্ধান্ত এই প্রথম।এবার পুজোয় নামীদামি একাধিক মণ্ডপের পাশে সুস্বাদু খাবারের গন্ধে ভিড় বাড়বে খাদ্যরসিকদেরও।

পশ্চিমবঙ্গ প্রাণিসম্পদ উন্নয়ন নিগমের পক্ষ থেকে পুজোমণ্ডপে স্টল চালানো হবে। পুজোর প্যান্ডেলে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। সেখানে স্টল থাকলে সহজেই মানুষের কাছে পৌঁছানো যাবে।

Source: Bartaman

Mamata Banerjee – The face of land movement in Bengal

Mamata Banerjee has been the face of the land movement in Bengal. It was she who fearlessly fought against the tyranny of the Left Front Government during the Singur and Nandigram movements.

In 2006, the Left-led Govt made acquisition of 997 acres of multi-crop land required for the car factory in Singur. The forcible acquisition which was made under the colonial Land Acquisition Act of 1894, led to protest from all over Bengal, led by Mamata Banerjee. She even went on a hunger strike for 26 days for the sake of farmers’ rights.

In 2011, Mamata Banerjee became the Chief Minister of Bengal after the people voted in large numbers for a change of guard in the State. Since then, the Government has taken up numerous initiatives for Land reforms.

Here are some of the most important achievement of the Government:

Singur Verdict:

In compliance of the landmark verdict by the Hon’ble Supreme Court of India, possession of land amounting to almost 980 acre (situated within the erstwhile Singur Project Area) has been returned to almost 12,000 families dispossessed due to the project, after making the land suitable for cultivation.

New Land Bill:

Following the footsteps, the Bengal the Right to Fair Compensation and Transparency in Land Acquisition, Rehabilitation and Resettlement (Amendment) Bill, 2015 was introduced in the Lok Sabha on February 24, 2015.  The Bill replaces the Right to Fair Compensation and Transparency in Land Acquisition, Rehabilitation and Resettlement (Amendment) Ordinance, 2014.

 Land Policy:

• During 2011-2017, many important policy decisions have been taken for achieving better administration, regulation and management of land:

• In a bold policy initiative, the State Government has decided to waive tax on agricultural land. This will go a long way in not only mitigating hardship faced by the farmers but also boost agricultural output and income in future.

• Land Allotment Policy has been formulated in 2012-13 in order to introduce uniformity, reduce discretion and ensure transparency while dealing with public assets. The policy laid down a transparent process for allotment of land along with the terms for such allotment.

• Land Purchase Policy has been introduced in 2014-15 in order to enable the State Government and its parastatal agencies to purchase land for infrastructure projects through a process of direct negotiations with willing land owners against just compensation and incentive. The scope of this policy has been extended to land purchase for central government departments as well in 2016-17.

The stated policy of the State Government is that there will be no forceful acquisition of land. The purchase policy of the Government is thus consent based and transparent. So far the Standing Committee on Industry, Infrastructure and Employment has cleared direct purchase of about 950 acre of land for various projects of public importance.

• State Land Use Board has developed a Land Bank of available land in respect of all districts of West Bengal with a view to ensuring availability of land for infrastructural development for industries and other developmental works including ­agship projects of the state.

• Amendment to Section 14Y of the West Bengal Land Reforms Act, 1955 has been carried out in 2014 which broadened the scope of the section. Now, entrepreneurs may with prior permission of government, utilize ceiling surplus lands to set up units for various industrial and social infrastructural activities in sectors namely IT, shipbuilding, township, transportation terminal, logistics hub, etc., in addition to existing sectors.

Land Use Map:

Utilising the concept of index-linked land use zoning maps has been introduced in the year 2011-12 for use of investors. Land Use Maps broadly contain parameters like Dry / Barren land, Single Crop land, Double / Multi-crop land, Forest land, Metal roads, National / State Highway, Railway Network, Water bodies, etc.

 ‘Nijo Griha Nijo Bhumi’:

• NGNB (launched in 2011) provides up to 5 decimal land to eligible beneficiary families (all rural landless and homeless agricultural labourers / artisans /fishermen). Almost 2.2 lakh NGNB Pattas have been distributed under this scheme, so far.

• During 2011-2017, more than 3 lakh Pattas (NGNB / Agricultural / Forest Pattas) have been distributed, so far.

 

মমতা বন্দ্যোপাধ্যায় – বাংলার জমি আন্দোলনের কান্ডারি

বাংলার জমি আন্দোলনের কাণ্ডারি হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্বতন বাম সরকারের শাসনকালে সিঙ্গুর ও নদীগ্রামের কৃষকদের ওপর অত্যাচারের বিরুদ্ধে তিনিই সোচ্চার হয়েছিলেন; রুখে দাঁড়িয়েছিলেন বলপূর্বক জমি অধিগ্রহনের বিরুদ্ধে।

বাংলার জমি আন্দোলনের কাণ্ডারি হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্বতন বাম সরকারের শাসনকালে সিঙ্গুর ও নদীগ্রামের কৃষকদের ওপর অত্যাচারের বিরুদ্ধে তিনিই সোচ্চার হয়েছিলেন; রুখে দাঁড়িয়েছিলেন বলপূর্বক জমি অধিগ্রহনের বিরুদ্ধে।
২০০৬ সালে বাম সরকার সিঙ্গুরে বহুফসলি জমি বলপূর্বক অধিগ্রহণ করে। এর বিরুদ্ধে আন্দোলনে নামেন মমতা বন্দ্যোপাধ্যায়; কৃষকদের স্বার্থ রক্ষার্থে ২৬ দিনের অনশনও করেন তিনি।

বিপুল জনসমর্থন পেয়ে ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকার গড়ে তৃণমূল কংগ্রেস। সেই থেকে ভূমি সংস্কারের লক্ষ্যে একাধিক পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার।

কিছু উল্লেখযোগ্য পদক্ষেপ:-

সিঙ্গুর রায়ঃ

মহামান্য সুপ্রিম কোর্টের ঐতিহাসিক নির্দেশ মান্য করে (পূর্বতন সিঙ্গুর প্রকল্প এলাকার মধ্যে থাকা) প্রায় ৯৮০ একর জমি চাষযোগ্য করে প্রায় ১২০০ পরিবার, যারা ওই প্রকল্পের কারণে জমি থেকে উচ্ছেদ হয়েছিল, তাদের জমির অধিকার ফেরত দেওয়া হয়েছে।

জমি নীতি:

২০১১-১৭ সালে জমি বিষয়ে অপেক্ষাকৃত উন্নততর প্রশাসন, নিয়ন্ত্রণ এবং ব্যবস্থাপন সুচিসচিত করার জন্য অনেক গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছেঃ

রাজ্য সরকার কৃষিজমির কর মকুব করে একটি বলিষ্ঠ সিদ্ধান্ত গ্রহণ করেছে। এতে যে শুধুমাত্র কৃষকদের দুঃখ -কষ্ট (যা তারা ভোগ করেছেন ) লাগব হবে তাই নয় ,কৃষিজ উৎপাদনও কৃষকদের ভবিষ্যতের উপার্জনও বৃদ্ধি পাবে।

সরকারি সম্পত্তি নিয়ে কাজ করার খেত্রে সাদৃশ বজায় রাখা ,বৈষম্য হ্রাস করা এবং স্বচ্ছতা সুনিশ্চিত করার লক্ষ্যে ২০১২-১৩ সালে জমি বন্টন নীতি প্রণয়ন করা হয়েছে। এই নীতি জমি বন্টনের শর্তাবলি-সহ জমি বন্টনের জন্য একটি স্বচ্ছ প্রক্রিয়ার উদ্ভব ঘটিয়েছে।

রাজ্য সরকার এবং তার অধিনস্থ সংস্থাগুলি যাতে কেবল ক্ষতিপূরণ ও প্রোৎসাহোন মূল্যের বিনিময়ে ইচ্ছুক কৃষকদের সঙ্গে সরাসরি আলাপ আলোচনা করে পরিকাঠামো গড়ার প্রকল্পের জন্য জমি কিনতে পারে, সেদিকে দৃষ্টি রেখে ২০১৪-১৫ সালে জমি ক্রয় নীতি প্রণয়ন করা হয়েছে।

এ ব্যাপারে রাজ্য সরকারের ঘোষিত নীতি হল এই যে, জোর করে কোনও জমি অধিগ্রহণ করা হবে না। সুতরাং সরকারের জমি কেনার নীতি হচ্ছে সম্মতি-ভিত্তিক এবং স্বচ্ছ। বিভিন্ন জনস্বার্থ-কেন্দ্রিক গুরুত্বপূর্ণ প্রকল্পের জন্য এযাবৎ শিল্প। পরিকাঠামো ওকর্মসংস্থান বিষয়ক স্থায়ী কমিটি প্রায় ৯৫০ একর জমি সরাসরি কেনার অনুমোদন দিয়েছে।

রাজ্যের বিভিন্ন অগ্রণী প্রকল্প-সহ শিল্পের জন্য পরিকাঠামো উন্নয়ন এবং অন্ন্যান্য উনন্নয়নমূলক কাজের জন্য সুনিশ্চিত করতে রাজ্য ভূমি ব্যবহার পর্ষদ পশ্চিমবঙ্গের সমস্ত জেলারক্ষেত্রে জমির একটি জমি ব্যাংক প্রস্তুত করেছে।

২০১৪ সালে পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার আইন, ১৯৯৫ -এর ১৪Y ধারার সংশোধন করা হয়েছে ,যার ফলে উক্ত ধারার কার্যপরিধি অনেক প্রসারিত হয়েছে। বর্তমানে উদ্যোগপতিরাসরকারের অনুমতি নিয়ে সিলিং -বহির্ভুত জমি তাদের স্বাভাবিক ক্ষেত্রের বাইরে বিভিন্ন শিল্প ও সামাজিক পরিকাঠামোগত কাজকর্ম যথা ,তথ্যপ্রযুক্তির ,জাহাজনির্মান ,উপনগরীস্থাপন ,পরিবহন টার্মিনাল ,লজিস্টিক হাব ইত্যাদি কাজে নিয়োজিত করতে পারেন।

২০১১-১২ সালে বিনিয়োগকারীদের ব্যবহারের জন্য সূচক -সংশ্লিষ্ট জমি ব্যবহারের এলাকা বিভাজন মানচিত্রের ধারণাকে কাজে লাগিয়ে জমি ব্যবহার মানচিত্র প্রবর্তিত হয়েছে। শুল্কবা পতিত জমি,একফসলি জমি ,দো -ফসলি /বহু -ফসলি জমি,বনভূমি ,পাকা রাস্তা,জাতীয় /রাজ্য সড়ক ,রেল -সংযোগ ব্যবস্থা ,জলাশয় প্রভৃতি উপাদানগুলিকে জমি ব্যবহারমানচিত্রের অন্তভুক্ত করা হয়েছে।

নিজ গ্রহ নিজ ভূমিঃ

নিজ গ্রহ নিজ ভূমি (NGNB) প্রকল্পে (২০১১ সালে প্রবর্তিত) যোগ্য উপকারভোগী পরিবারকে (সকল গ্রামীণ ভূমিহীন ও গৃহহীন খেতমজুর/কারিগর/মতস্যজীবী শ্রেনিভুক্ত) ৫ ডেসিমেল পর্যন্ত জমি দেওয়ার ব্যবস্থা হয়েছে। এখনো পর্যন্ত এই পরিকল্পের অধীনে প্রায় ২.২ লক্ষ নিজ গ্রহ নিজ ভূমি পাট্টা বিতরণ করা হয়েছে।

২০১১-১৭ সময়কালে ৩ লক্ষেরও বেশী পাট্টা (নিজ গ্রহ নিজ ভূমি/কৃষি/বন পাট্টা) বিতরণ করা হয়েছে।

 

 

ODF Plus for women engaged in 100 Days’ Work in North 24 Pgs

The North 24 Parganas district administration is making special arrangements to make more women join the 100 Days’ Work Scheme and thus become self-reliant. From August 19, every woman joining 100 Days’ Work would be handed ‘hygiene kits’. This is part of a programme named ODF Plus.

North 24 Parganas was declared an ODF (open-defecation free) district on September 29, 2016.

The district administration reasons that since the views of women are crucial for health and financial issues of their families, giving them lessons on these issues would help in percolating the views down to every member of the family.

The hygiene kit, among other things, would contain information on health issues and on insect-borne diseases. From August 19, women engaged in 100 Days’ Work in the district would have access to temporary toilets too. Usage of proper toilets would help prevent the spread of pollution and diseases.

 

১০০ দিনের প্রকল্পে গ্রামীণ মহিলাদের কর্মসংস্থানে উদ্যোগ উত্তর ২৪ পরগনায়

 

১০০ দিনের কাজের প্রকল্পে গ্রামীণ এলাকার মহিলাদের কর্মসংস্থান এবং সু-স্বাস্থ্যের লক্ষ্যে বিশেষ সচেতনতামূলক কর্মসূচি নিচ্ছে উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসন। আগামী ১৯ আগস্ট জেলাজুড়ে যতজন মহিলা ১০০ দিনের প্রকল্পে কাজ করবেন, তাঁদের প্রত্যেককে একটি করে ‘হাইজিন-কিট’ দেওয়া হবে। প্রশাসনের কর্তাদের দাবি, যেহেতু পরিবারের স্বাস্থ্য ও আর্থিক বিষয়ে মহিলাদের ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ, তাই তাঁদের উপরেই এবার বিশেষ নজর দেওয়া হচ্ছে। যাতে তাঁরা বাড়ির শিশু ও অন্যান্য সদস্যদের সচেতন করতে পারেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ২০১৬ সালের ২৯ সেপ্টেম্বর উত্তর ২৪ পরগনা জেলাকে ওডিএফ জেলা তথা নির্মল জেলা ঘোষণা করা হয়েছে। বর্তমানে জেলাজুড়ে ওডিএফ প্লাস কর্মসূচি চলছে। সেই কর্মসূচিতেই ১০০ দিনের কাজের প্রকল্পের মাধ্যমে গ্রামীণ মহিলাদের অংশগ্রহণ করানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এই জেলার ২২টি ব্লকে ১০০ দিনের কাজের প্রকল্পে পুরুষ ও মহিলা মিলিয়ে প্রায় সাত লক্ষ জবকার্ড দেওয়া হয়েছে। তবে এই কর্মসূচিতে কেবলমাত্র মহিলাদেরই নেওয়া হবে।

উত্তর ২৪ পরগনার জেলাশাসক অন্তরা আচার্য বলেন, মহিলাদের কর্মসংস্থান ও স্বাস্থ্য বিধান—এই দু’টি কর্মসূচি একসঙ্গে হাতে নেওয়া হয়েছে। আজ, শুক্রবার জেলার প্রতিটি গ্রাম পঞ্চায়েতে মহিলারা ১০০ দিনের এই প্রকল্পে কাজের জন্য নিজেদের নাম নথিভুক্ত করবেন। অর্থাৎ নিজের কাজ নিজেই চাইবেন। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে, ‘রোজগার দিবস’। আগামী ১৯ আগস্ট প্রতিটি গ্রাম পঞ্চায়েতে তাঁরা ১০০ দিনের কাজের প্রকল্পে কাজ করবেন। এতে তাঁরা টাকার পাশাপাশি প্রত্যেকেই একটি করে হাইজিন-কিট পাবেন। সেখানে স্বাস্থ্য বিধান সম্পর্কিত বিভিন্ন প্রয়োজনীয় জিনিস থাকবে। সেই সঙ্গে তাঁদের স্বাস্থ্য এবং ওডিএফ সম্পর্কে সচেতন করা হবে। পতঙ্গ বাহিত রোগ সম্পর্কেও তাঁদের অবগত করা হবে। কারণ, পরিবারে মা হল শিশুদের প্রাথমিক শিক্ষক। তাই মায়েদের সচেতন করা জরুরি। তিনি বলেন, আমরা আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ করছি। যেখানে মহিলারা ১০০ দিনের কাজের প্রকল্পে কাজ করবেন, সেখানে অস্থায়ী টয়লেটও তৈরি করা হবে। যাতে দূষণ ও রোগ না ছড়ায়। এটাও ওডিএফ প্লাসের একটি অভিনব সিদ্ধান্ত।

Source: Bartaman

 

New initiatives taken by Bengal Govt to encourage apiculture

After the jute and handloom industries, it is now the turn of the beekeepers to benefit from the Bengal Government’s people-centric policies. Chief Minister Mamata Banerjee has, over the last six years, done a lot for promoting the traditional livelihood avenues in order to save and sustain the heritage of the state.

Apiculture is an age-old method of earning a livelihood in the state. Bees also play a vital role in conserving nature as they are the essential elements in the pollination and through it, the reproduction of plants.

Every year, the third Saturday of August is celebrated as World Honey Bee Day. To celebrate the occasion, the State Department of Food Processing Industries and Horticulture held an awareness programme about the crucial role honey bees play in maintaining the balance of nature, and also an exhibition.

The State Government has chalked up plans to make the women-based self-help groups and those involved in the 100 Days’ Work Scheme take to apiculture as a viable source of income. The government is also taking steps to stop the sale of fake honey.

Bengal is the second-highest honey-producing state in the country. Opportunities exist for the state to export honey and products made from honey.

 

মৌ -পালনের নয়া উদ্যোগ সরকারের

পাট ,তাঁত শিল্পের পর এবার রাজ্যে মৌ -পালনের বিষয়ে নয়া উদ্যোগ নিল রাজ্য সরকার। মানবজাতি রক্ষার্থে একান্ত প্রয়োজনীয় মৌমাছি সংরক্ষণ।

প্রতি বছর আগেস্টর তৃতীয় সপ্তাহের শনিবার পালিত হয় ‘ বিশ্ব মৌমাছি দিবস ‘। তাই এই দিনটি উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প এবং উদ্যান পালন দফতরের উদ্যোগে একটি সচেতনতামূলক অনুষ্ঠান ও প্রদর্শনীর আয়োজন করা হয়। মূলত , মৌমাছি সংরক্ষনের মাধ্যমে মানবজাতির ওপর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধিই ছিল এই অনুষ্ঠানের মুল উদ্দেশ্য।
এইদিন অনুষ্ঠানে গ্রামীণ উন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় রাজ্যে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ও ১০০ দিনের কর্মীদের মৌপালনের উদ্যোগে সামিল করার প্রস্তাব রাখেন। এছাড়াও তিনি জানান ‘ মৌচাষ বৃদ্ধি ও তার সংরক্ষণ নিঃসন্দেহে একটি সচেতনমূলক কাজ ।

আমাদের রাজ্যে মধু চাষের সুযোগ অনেক বেশি। মৌচাক থেকে শুধু মধু সংগ্রহই নয় উৎকৃষ্ট মানের শাক -সবজি ও ফল পাওয়ার জন্য পরাগ সংযোগেও মুখ্য ভূমিকা পালন করে মৌমাছি। তবে অনেক সময় দেখা যায় কৃষকরা মৌমাছির বিষয়ে ভুল ধারণার বর্শবর্তী হয়ে পরাগ সংযোগে বাধা সৃষ্টি করে। তবে এই ধারণা থেকে বেরিয়ে আসার জন্যই বিভিন্ন জেলা ও ব্লক স্তরে সচেতনতা দিবস ,প্রশিক্ষণ শিবির ও সমীক্ষার ব্যবস্থা করা হবে।

মধু উৎপাদনে দেশে দ্বিতীয় এই রাজ্য। মধু ছাড়াও মধুজাত দ্রব্য থেকে উৎপাদিত দ্রব্য থেকে রফতানির সুযোগ আছেই এই রাজ্য।

 

Source: Khabar 365 Din

Process of dialogue for restoring normalcy in the Hills has begun: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee today held a meeting with political parties from the Hills to end the ongoing impasse in the Darjeeling Hills and restore normalcy in the region.

Four major political parties (GJM, JAP, GNLF and TMC) were present at the meeting.

 

Here is what the Chief Minister said after the meeting:

Today’s meeting was positive and cordial. A dialogue process has been initiated to restore normalcy in the Hills and bring back peace in the region.

Dialogue is a continuous process. Regular interaction will continue. We will meet again on September 12 in Uttarkanya at 3 PM.

We are all in favour of restoring peace and normalcy in the Hills. We requested them (the Hill parties) to withdraw the bandh, as common people are suffering. Tea, tourism, transport sectors have been hampered.

Let them take their time. They have their own political considerations. Government is bound by its constitutional mandate. But the process of dialogue should continue.

We thank the representatives of all the Hill parties who were present today. We want peace and progress in the Hills.

 

 

পাহাড়ের স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে আলোচনা প্রক্রিয়া চলবে: মমতা বন্দ্যোপাধ্যায়

 

পাহাড়ে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য বিভিন্ন রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের সঙ্গে আজ নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পাহাড়ের ৪ টি বড় রাজনৈতিক দল (GJM, JAP, GNLF and TMC) আজকের এই বৈঠকে উপস্থিত ছিল।

 

মুখ্যমন্ত্রীর বক্তব্যের কিছু অংশ:

আজকের এই বৈঠক ইতিবাচক হয়েছে। আজকের এই বৈঠকের মাধ্যমে একটি আলোচনা প্রক্রিয়া শুরু হয়েছে। পাহাড়ের সমস্যার সমাধান করতে এবং স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে আজকের এই বৈঠক।

এখন থেকে নিয়মিত আলোচনা হবে। আগামী ১২ সেপ্টেম্বর বেলা ৩ টেয় উত্তরকন্যায় বৈঠক হবে।

আমারা চাই পাহাড়ে শান্তি ফিরে আসুক, সমস্যার সমাধান হোক। বনধ তুলে নেওয়ার জন্য আমরা ওদের (পাহাড়ের দলগুলিকে) অনুরোধ করেছি। চা বাগান বন্ধ হয়ে গেছে; পর্যটন, পরিবহণ সব কিছুর ক্ষতি হচ্ছে।

পাহাড় নিয়ে আলোচনা শুরু হল, বৈঠক হয়েছে মানেই আলোচনার পথ এগিয়েছে। এবার ওদের (পাহাড়ের দলগুলি) নিজেদের আলোচনা করতে দিন, ওদের কিছু সেট আপ রয়েছে। তবে নিয়মিত আলোচনা হবে।

পাহাড়ের সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের আমার ধন্যবাদ। পাহাড়ের ভাই-বোন ভালো থাকুক, শান্তিতে থাকুক। পাহাড়ের উন্নয়ন হোক।

2019 will be a fight for ‘poriborton’ at Centre: Mamata Banerjee at TMCP Foundation Day rally

A rally to commemorate the foundation day of Trinamool Chhatra Parishad was held at Mayo Road in Kolkata today. Like every year, Trinamool Chairperson Mamata Banerjee addressed the students on the occasion.

Mamata Banerjee said youths and students are the future of the country and they have to lead the fight for ‘poriborton’ (change) at Centre in 2019. She also advised them to be active on social media to counter the ‘fake narrative’ of BJP.

 

Highlights of Mamata Banerjee’s speech:

The students are the future of the country. You will be the architects of the nation’s future. You will shape the society. Students must focus on building bonds with people. Leaders of the future will emerge from among the student community.

Becoming a political activist does not make anyone bad. My political career started as a student activist.

Life is not just about education. You have to become good human beings. Swami Vivekananda had said development of character is the most important thing in life.

28 August is a historic day for us. We renew our pledge today to serve the people, to live up to the ideals we fight for.

Students must use social media wisely. Some political parties have turned Facebook into ‘Fakebook’ using money power.

We have struggled for 34 years against the Left. And now the Leftists have bowed down before the Right-Wing. Ram had fought Ravan, not Rahim. ‘Fake’ Ram has come from Delhi and ‘Bam’ (Left) have joined them.

Trinamool-led Bengal Government took a stand in favour of right to privacy and the Supreme Court gave a verdict in favour of that right.

From birth to death, the Centre wants to impose Aadhaar on everything. They will have access to your personal details – what you say, what you do, where you go, what you eat – by linking Aadhaar with phone. What will happen if the data is hacked? What about individual right to privacy?

Some leaders give only bhashan not ration. Where is the achhe din? People cannot even have sweets, thanks to the burden of taxes. We are doing all the work – from building toilets to digitisation – and they are taking all the credit.

The youth and students will have to bring ‘poriborton’ in 2019. You will have to make ‘New India’ by infusing fresh blood.

They have started ‘Beti Bachao, Beti Padhao’ project and the budget for entire country is Rs 100 crore. That means roughly Rs 2.5 crore per State. What is the use? In Bengal, we have ‘Kanyashree’ scheme and have allotted Rs 5000 crore for it.

They are trying to incite violence between Hindus and Muslims in Bengal over Durga Puja. Do not fall prey to their incitement. In our culture, bishorjon never happens on Ekadoshi. Why is the BJP so insistent on having bishorjon on that day? They could not handle the situation in Panchkula. If Ganapati Visarjan and Muharram fall on the same day, can they manage? Let them set their own house in order. Manage Panchkula and Uttar Pradesh first.

In Panchkula, they could not handle one incident. More than 30 people lost their lives. If some incident happens in BJP-ruled State, Army is immediately called in. But no help is offered to non-BJP States.

Trinamool is ‘naram-garam’. In the service of people, we are ‘naram’ but if someone crosses our path, we are ‘garam’.

Our slogan is ‘BJP Hatao, Desh Bachao’. Bengal will show the way.

 

২০১৯ এর লড়াই পরিবর্তন নিয়ে আসুকঃ মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের ছাত্র পরিষদের সভায়

আজ তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। প্রতি বছরের মত এ বছরও গান্ধীমূর্তির সামনেও সমাবেশ অনুষ্ঠিত হল। অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন তিনি বলেন ছাত্ররাই দেশের ভবিষ্যৎ। ২০১৯ এর লড়াই সারা দেশে পরিবর্তন নিয়ে আসবে।

বিজেপি সোশ্যাল মিডিয়ায় যে কুৎসা ছড়াচ্ছে, তার বিরুদ্ধে ছাত্রছাত্রীদের আরও সরব হওয়ার পরামর্শ দেন তিনি।

তাঁর বক্তব্যের কিছু বিষয়ঃ

ছাত্ররাই আমাদের দেশের ভবিষ্যৎ। সবুজের দল কোন বাধা মানে না। এরাই দেশ গড়বে, সমাজ গড়বে। শিক্ষক – ছাত্রছাত্রীদের এই সুদৃঢ় বন্ধন আরও সংগঠিত করতে হবে।

রাজনীতি করলে কেউ খারাপ হয় না। আমার রাজনৈতিক কেরিয়ার ছাত্রজীবন থেকেই শুরু।

শুধু পড়াশোনা করার নাম জীবন নয়। আমরা চাই ছাত্ররা ভালোভাবে সমাজসেবা করুক, ভালো মানুষ হোক, প্রকৃত মানুষ হোক। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, ‘আমি চাই উন্নততর মানুষ’।

২৮ আগস্ট আমাদের কাছে একটি ঐতিহাসিক দিন। এটি ভবিষ্যৎকে পাথেয় করে এগিয়ে যাওয়ার দিন, শপথ নেওয়ার দিন, অঙ্গীকার করার দিন, মানুষকে সঙ্গবদ্ধ  করা দিন।

ছাত্রছাত্রীরাই নিশ্চয়ই সোশ্যাল মিডিয়া ব্যবহার করে। কোন কোন রাজনৈতিক দল টাকার জোরে ফেসবুককে ফেকবুকে পরিণত করছে। ছাত্রছাত্রীদের এই ব্যাপারে আরও সতর্ক হতে হবে।

৩৪ বছর ধরে আমরা সিপিএমএর বিরুদ্ধে লড়াই করেছি। এখন ওরা এখন দক্ষিণপন্থী দলের কাছে মাথা নত করছে। রাম রাবণের সাথে যুদ্ধ করেছিলেন, রহিমের সাথে নয়। দিল্লি থেকে এসেছে ‘নকল’ রাম, আর তার সাথে জুটেছে বাম।

আজ মানুষের privacy কেড়ে নেওয়া হচ্ছে। আমরা মাননীয় সুপ্রিম কোর্টের কাছে কৃতজ্ঞ যে তারা বলে দিয়েছিলেন – গোপনীয়তা মানুষের মৌলিক অধিকার। তৃণমূল প্রথম stand নিয়েছিল।

একটা বাচ্চার জন্ম হলেই আধার কার্ড বাধ্যতামূলক। আরে, বাচ্চাদের চোখ matured হতে সময় লাগে।  মূর্খের মত সব বলে দিচ্ছে। আপনার সব personal details এর access থাকবে ওদের কাছে। কি বলছেন, কি করছেন, কোথায় যাচ্ছেন, কি খাচ্ছেন – সব জানা যাবে মোবাইল ও আধার লিঙ্ক করলে। মানুষের কোন নিরাপত্তা নেই। যদি সব তথ্য হ্যাক হয়ে যায় তখন কি হবে?

মোহাব্বাত কাম সে হোতা হ্যায়, ভাষনো শে নেহি। কোথায় গেল আচ্ছে দিন? বলছে মিষ্টি খাওয়া বাদ দিন, সিঙ্গারা খাওয়া বাদ দিন, চাকরি বাদ দিন, বেকার বাড়িয়ে দিন, হিন্দু মুসলমান ভাগ করে দিন, সব্বাইকে বাদ দিন। আমরা করলাম ডিজিটাল, রাস্তা পরিষ্কার, বাথরুম নির্মাণ আর ভাষন বাজি দিচ্ছে ওরা।

 ২০১৯ এর লড়াই পরিবর্তন নিয়ে আসুক ভারতবর্ষের বুকে, বাংলা থেকেই ডাক দিতে হবে পুরো ইন্ডিয়াতে পরিবর্তন দরকার আছে। স্টুডেন্ট ও ইউথ জেনারেশন নিউ ব্লাড দিয়ে নিউ ইন্ডিয়া গঠন করবে।

 বলছে বেটি বাঁচাও বেটি পড়াও, এই প্রজেক্ট পুরো দেশে ১০০ কোটি টাকার, আড়াই কোটি করেও একটা রাজ্যের জন্য হবে না।আমাদের কন্যাশ্রী প্রজেক্ট ৫,০০০ কোটি টাকা খরচ করেছি শুধু বাংলায়।

 রাম রহিমের নামে আমাদের এখানে রোজ দাঙ্গা লাগানোর চেষ্টা করে। গণপতি পুজোর বিসর্জন ও মহরম একসঙ্গে পড়লে সামলাতে পারবে তো? পেরেছে কোনোদিনও? একাদশীর দিন আমরা মাকে বিসর্জন দিই? অমাবস্যার দিন দিই? না। কোনও কোনও জেলায় গিয়ে বিজেপির একটা পরিকল্পনা হয়েছে ধর্মীয় সুড়সুড়ি দিয়ে দাঙ্গা লাগানোর।

 আগে পঞ্চকুলা সামলাও তারপর বাংলার দিকে তাকাও, আগে উত্তরপ্রদেশ সামলাও তার পর বাংলার দিকে তাকাও, আগে মধ্যপ্রদেশে কৃষক হত্যা সামলাও তার পর বাংলার দিকে তাকাও।

 একটা রামরহিমকে ঠেকাতে গিয়ে ৩০ জনের ওপর মানুষ মোড়ে গেল একদিনে, কত মানুষ আহত। দার্জিলিঙের জন্যও ৪ ব্যাটেলিয়ান সেনা চেয়েছিলাম,  কোর্টের অর্ডারের পরে পেয়েছি। আর হরিয়ানা পেয়েছে ৪০ ব্যাটেলিয়ান। বিজেপির রাজ্য হলে একরকম, অন্য রাজ্য হলে আরেকরকম।

 তৃণমূল কখনও নরম, কখনও গরম, যখন জনগণের জন্যও প্রয়োজন, তৃণমূল মানবিক, আর কেউ যদি মনে করে দলটাকে শেষ করে দেব, তাকে তৃণমূল কিন্তু রুখে দাঁড়ায়, প্রতিবাদ করে, গর্জন করে।

 বাংলায় স্লোগান উঠবে, “বিজেপি হাটাও, দেশ বাঁচাও”। বাংলাই আগামী দিনে পথ দেখাবে।