Bengal celebrates Subhas Utsab

Across Bengal, Subhas Utsab was celebrated to commemorate the 121st birth anniversary of one of the bravest sons of the soil, Netaji Subhas Chandra Bose. His patriotism has an abiding influence on Indians even today.

Chief Minister Mamata Banerjee led the celebrations, organised by the State Youth Affairs and Sports Department. The celebrations started yesterday and would continued for the whole of today.

The celebrations were being held across 341 blocks, 118 municipalities, six municipal corporations, the 144 wards under the jurisdiction of Kolkata Municipal Corporation (KMC), the GTA-administered regions and all the district capitals.

Among the programmes organised on this occasion were street marches, exhibitions on the life and work of Netaji, quiz shows based on the person, debates, sit-and-draw competitions, essay-writing competitions and various other cultural competitions and programmes.

A special programme was organised at Maidan by the State Government. The Chief Minister garlanded the statue of the great leader, after which she gave a speech.

 

Salient points from her speech

  • We feel pride in speaking of qualities like patriotism, self-respect, dedication, determination, devotion and unity.
  • It is a well-known fact that Netaji wanted to free the country and unite the people of India. He is a national leader.
  • Though we know the birthday of Netaji, till date, his fate is unknown. India has become independent, but it is a matter of shame for us that we do not know the full life story of such a national leader.
  • Netaji worked taking everyone along. He created the Indian National Army, led the Azad Hind Fauj, whose motto was ‘Jai Hind’.
  • Netaji was far-sighted. He thought of not only making India independent, but thought of her development as an independent country too – he created the Planning Commission; yet it is a matter of shame that the Planning Commission has been abolished.
  • My appeal to the youth is to hold your heads high. Fight for your rights with confidence. It is the youth who will build up the future India and spread the message of unity and communal harmony.
  • We follow the paths shown by great leaders. That is why we want that national leaders remain above controversy. The leader of a country is the leader of everyone.
  • The whole country wants an end to the mystery of what happened to Netaji in the end. I think this should be solved.
  • Even today Netaji has not got his due. The Bengal Government has given January 23 and January 12 as holidays, but the Centre has not. Can’t we give them even this much respect?
  • The person who taught Bengal to fight, rousing the attention of the whole world, remains a marvel to the world. Netaji will live forever though his ‘Jai Hind’ slogan.

 

রাজ্য জুড়ে পালন হচ্ছে সুভাষ উৎসব

নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১২১তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে আয়োজিত হচ্ছে সুভাষ উৎসব। উৎসব শুরু হয়েছে গতকাল থেকে। চলবে আজ পর্যন্ত।

এই উৎসব পালিত হচ্ছে রাজ্যের ৩৪১টি ব্লক, ১১৮টি পৌরসভা, ৬টি কর্পোরেশন, কলকাতা পৌর সংস্থার অধীনে ১৪৪টি ওয়ার্ড এবং জি.টি.এ. সহ রাজ্যের প্রতিটি জেলা সদরে।উৎসব ঘিরে আয়োজিত হয়েছে পদযাত্রা, সুভাষ চন্দ্রের জীবন ও কর্মবিষয়ক প্রদর্শনী, সুভাষ চন্দ্র বিষয়ক ক্যুইজ, বিতর্ক, বসে আঁকো, প্রবন্ধ রচনা সহ অন্যান্য সাংস্কৃতিক প্রতিযোগিতা ও অনুষ্ঠান।

এদিন নেতাজির জন্মদিন উপলক্ষে ময়দানে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে রাজ্য সরকার।সেখানে নেতাজির মূর্তিতে মাল্যদান করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।অনুষ্ঠানের পর বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী।

 

তাঁর বক্তব্যের কিছু অংশঃ

  • দেশভক্তি, দেশকে ভালোবাসা , আত্মমর্যাদা, ডেডিকেশন, ডিটারমিনেশন, ডিভোশন, ইউনিটি এই সব কথা বলে আমরা গর্ববোধ করি।
  • নেতাজি সুভাষ চন্দ্র বোস স্বদেশের মুক্তির জন্য সমগ্র ভারতবাসীকে এক করেছিলেন, সেকথা কারো অজানা নয়। উনি আমাদের জাতীয় নেতা।
  • নেতাজির জন্মদিন জানলেও আজ পর্যন্ত তাঁর ভবিষ্যৎ আমাদের অজানা।ভারতবর্ষ স্বাধীন হয়েছে ঠিকই কিন্তু একজন দেশনেতার জীবনের এই রহস্য আজ আমাদের লজ্জা।
  • নেতাজি সবাইকে নিয়ে কাজ করেছিলেন। ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি তৈরি করেছিলেন। আজাদ হিন্দ বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন। যার স্লোগান ছিল জয় হিন্দ।
  • শুধু স্বদেশকে মুক্ত করা নয় তার উন্নয়নের কথা ভেবে নেতাজি প্ল্যানিং কমিশন তৈরি করেছিলেন। অথচ দুঃখের বিষয় সেই প্ল্যানিং কমিশন তুলে দেওয়া হয়েছে।
  • যুব সমাজের প্রতি আমার আবেদন মাথা উঁচু করে চলুন। আত্মবিশ্বাসের সঙ্গে লড়াই করুন। যুব সমাজই আগামীদিনে ভারতবর্ষকে গড়ে তুলবে এবং সারা দেশে একতা সংহতি ও সম্প্রীতির বার্তা দেবে।
  • আমরা মনিষীদের কথাগুলোকে পাথেয় করেই পথ চলি। আমরা চাই দেশের মনিষীরা সমস্ত বিতর্কের উর্দ্ধে থাকুক। দেশের নেতা সবার নেতা।
  • নেতাজির অন্তিম সময়ে কি হল তা দেশবাসী যানতে চায়, আমার মনে হয় এটা প্রকাশ্যে আসা উচিত।
  • আজও নেতাজি তাঁর প্রাপ্য মর্যাদা পায়নি। রাজ্য ২৩ জানুয়ারি ছুটি ঘোষণা করলেও আজও ২৩ জানুয়ারি ও ১২ জানুয়ারি জাতীয় ছুটি হিসেবে ঘোষণা হয়নি। আমরা কি তাদের এটুকু সম্মান দিতে পারিনা?
  • সমগ্র পৃথিবীকে আলোড়ন করে বাংলাকে যে লড়াই শিখিয়ে গেছেন তা সমগ্র পৃথিবীর মানুষের কাছে একটা বিস্ময় হয়ে আছে, থাকবে। নেতাজি বেঁচে থাকবেন ‘জয় হিন্দ’ স্লোগানের মাধ্যমে।
  • এদিন নেতাজির জন্মদিন উপলক্ষে ময়দানে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে রাজ্য সরকার।সেখানে নেতাজির মূর্তিতে মাল্যদান করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।অনুষ্ঠানের পর বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী

 

Mega tourism push for north Bengal

As part of the Destination East tourism conference, being jointly organised by the Bengal Tourism Department and the CII North Bengal Zonal Council, all the 52 foreign delegates from 30 countries will be taken on familiarisation trips to Darjeeling, and the Terai and Dooars regions.

The visits will start from January 21, and are also being organised by the Tourism Department and CII (Confederation of Indian Industry). They are meant to get the delegates acquainted with these places and get a first-hand experience, so that they can promote them in their respective countries.

Destination East is being organised from January 18 to 25 at Biswa Bangla Convention Centre in Kolkata. One hundred and two delegates from the travel industry, including from India and 30 other countries, will be attending the summit.

First they will be taken to ‘Bhorer Alo’, the eco-tourism destination developed at Gajoldoba in Jalpaiguri district, in the Dooars region, by the Bengal Government. At Bhorer Alo, various activities for tourists like forest safaris, boating, cycling trails, orchid park walks, angling, elephant rides, scenic walkways, tethered hot air balloons are being developed, along with an eco-park, an amphitheatre, a 10-bed tourist health clinic, a mini fire station, a tourist police station, a helipad, resorts and a youth hostel.

After Gajoldoba, the foreign delegates will be divided into groups. Eleven will be visiting the Bengal Himalaya Circuit (Kalimpong and Darjeeling), 19 will be visiting the Hills and Forests Circuit (Darjeeling and the Dooars), eight will be visiting the Darjeeling Heritage Circuit, six will be visiting the Tea Heritage Circuit (Darjeeling and Glenburn Tea Estate) and eight will be visiting the Hills and Lakes Circuit (Darjeeling and Mirik).

Similar familiarisation trips are also being organised for south Bengal too, where the delegates will be taken along circuits like Sunderbans, Purulia, Beaches of Bengal and Kolkata Heritage.

 

এবার পাহাড়ে হবে শিল্প সম্মেলন

আগামী ২১ জানুয়ারি ৩০ দেশের ৫২ জনের বাণিজ্য প্রতিনিধি দল উত্তরবঙ্গে আসছে। গন্তব্যস্থল মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প গাজলডোবা মেগা ট্যুরিজম হাব। সেখান থেকে ৫২ জনের প্রতিনিধি দল ৫টি ভাগে ভাগ হয়ে উত্তরবঙ্গের বিভিন্ন পর্যটনস্থল পরিদর্শন করতে যাবে। সেখানকার সম্ভাবনা দেখবেন। তার ওপরে ভিত্তি করেই উত্তরবঙ্গের পর্যটনে আসবে বিদেশি বিনিয়োগ।

যে ৩০টি দেশ থেকে প্রতিনিধিরা আসছেন তার মধ্যে আছে অস্ট্রেলিয়া, আমেরিকা, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, ভুটান, নেদারল্যান্ড, কলম্বিয়া ইত্যাদি। যে ৫টি সার্কিটে প্রতিনিধি দল ভাগ করা হয়েছে তা হল বেঙ্গল হিমালয়া, হিল অ্যান্ড ফরেস্ট, দার্জিলিং হেরিটেজ, দার্জিলিং টি এবং দার্জিলিং, মিরিক লেক।

বেঙ্গল হিমালয়ার মধ্যে রাখা হয়েছে দার্জিলিং এবং কালিম্পঙের উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্রগুলি। সেখানে ১১ জন প্রতিনিধি পাঠানো হবে। হিল অ্যান্ড ফরেস্টের মধ্যে দার্জিলিং এবং ডুয়ার্স। সেখানে প্রতিনিধি যাচ্ছেন ১৯ জন। দার্জিলিঙের হেরিটেজ বাড়ি, মন্দির, হোটেল–‌সহ নানা বিষয় পরিদর্শন করবেন ৮ জন প্রতিনিধি। চা পর্যটনের সম্ভাবনা দেখবেন ৬ জন প্রতিনিধি। মিরিক লেক পরিদর্শনে থাকবেন ৮ প্রতিনিধি।

আরো বেশি বিদেশি পর্যটক এখানে আসতে আকৃষ্ট হবে কারণ, ওই প্রতিনিধি দলে বিনিয়োগকারীদের সঙ্গে থাকছেন বিভিন্ন দেশের ট্যুর অপারেটর এবং ভ্রমণ–‌লেখক।

এর ফলে গোটা বিশ্বের মানচিত্রে জায়গা করে নিতে পারবে উত্তরবঙ্গের পর্যটন।‘ডেস্টিনেশন ইস্ট ২০১৮’–র মাধ্যমে এভাবেই তুলে ধরার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। গাজলডোবাকে ঘিরে নতুন পর্যটন কেন্দ্র গড়ে তোলা হচ্ছে, যার রূপকার মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গের পর্যটনকে নতুন করে প্রাণ দেবে। বাড়বে বিদেশি পর্যটকের সংখ্যা। বিশ্বের মানচিত্রে উত্তরবঙ্গ আরও বেশি করে পরিচিতি পাবে।
Source: Millennium Post

Mega clean-up mission post Ganga Sagar Mela

South 24 Parganas district administration carried out a mega clean-up mission post Ganga Sagar Mela. Sagartat, Benuban, Kochuberia, Kakdwip Lot-8, Namkhana and other areas were cleaned up as part of this mission.

Thousands of people including officials of district administration, police, Sagar Gram Panchayat, Panchayat Samiti, NGOs took part in this clean-up. Officials who were in-charge of safety and security of pilgrims were seen with brooms cleaning up fair grounds.

The DM of South 24 Parganas, local MLA Bankim Hazra, Additional DM, and other officials were present at fair grounds for cleaning.

This year 40 lakh pilgrims took the holy dip at Ganga Sagar on Makar Sankranti. Several steps were taken by the Bengal Government for smooth running of the fair.

সাগরমেলার পর মেগা সাফাই অভিযান

সাগরতট, বেণুবন, কচুবেড়িয়া, কাকদ্বীপ লট-৮, নামখানা সহ তার চারপাশ জঞ্জালমুক্ত করতে মেগা সাফাই অভিযান হল।

বিভিন্ন জায়গাতে সরকারি আধিকারিক, পুলিস, সাগর গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য মিলিয়ে দেড় হাজারের বেশি মানুষ এই সাফাই অভিযানে অংশ নেন। মেলার সময় যে সমস্ত অফিসারের দায়িত্ব ছিল তীর্থযাত্রীদের নিরাপদে পারাপার থেকে সাগরে স্নানের বিষয়ে সহায়তা করা, তাঁরাই এদিন ঝাঁটা হাতে সাফাই কাজে নেমেছিলেন।

মেলা প্রাঙ্গণের সাফাইয়ের দায়িত্বে ছিলেন জেলাশাসক, বিধায়ক বঙ্কিম হাজরা, অতিরিক্ত জেলাশাসক তথা মেলা অফিসার সহ আধিকারিকরা। ঝাঁটা, কোদাল, বালতি সহ সাফাইয়ের নানা সরঞ্জাম হাতে ছিল আধিকারিকদের। সারাদিন ধরে এই মেগা সাফাই চলে।

গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে রাজ্য সরকার নিয়েছিল একাধিক উদ্যোগ। এবছর ৪০ লক্ষ পুণ্যার্থী সাগরে পুণ্যস্নান করেন।

 

Image is representative 

 

Joint venture set to boost industrial and logistics parks in Bengal

Embassy Industrial Parks is entering a joint venture (JV) with Warbug Pincus and Embassy Group, that have partnered with PATTON Group of Kolkata to develop industrial and logistics parks in the state.

Embassy Industrial Parks has committed to invest Rs 1,000 crore in industrial and logistics parks in Bengal. A senior official of PATTON Group said that there will be phase-wise investment on a 1.1 million sq feet area in 50 acres of land of PATTON, with investment of Rs 400 crore.

Embassy and PATTON will explore more opportunities to develop industrial and logistics parks in the state.

State Urban Development Minister said that the state is eyeing investment in the logistics sector in a big way and will be laying special emphasis on the sector, with businessmen attending the summit expressing interest to invest in logistics.

“We do not need to take agricultural land. There are a number of factories that are lying closed. We will go for vertical expansion at these places and set up godowns and warehouses,” he added.

It may be mentioned that a new policy on Logistics Park Development and Promotion was announced at the summit.

রাজ্যে ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়বে প্যাটন-এমব্যাসি গ্রুপ

রাজ্যে ইন্ডাস্ট্রিয়াল পার্ক এবং লজিস্টিক পার্ক গড়ে তুলবে প্যাটন গ্রুপ। চতুর্থ বিশ্ব বঙ্গ বানিজ্য সম্মেলনের মঞ্চে বেঙ্গালুরুর সংস্থা এমব্যাসির সঙ্গে মউ স্বাক্ষর করল কলকাতার প্যাটন গ্রুপ।

উলুবেড়িয়ার বম্বে রোড এর পাশে প্যাটন গ্রুপের ৫০ একর জমির ওপর ১১ লক্ষ বর্গফুট এলাকা জুড়ে তৈরি হবে একটি লজিস্টিক পার্ক এবং একটি ইন্ডাস্ট্রিয়াল পার্ক। প্রাথমিকভাবে প্রকল্পটিতে ৪০০ কোটি টাকা বিনিয়োগ করবে এই দুই গ্রুপ।

অণ্ডালে একটি মাল্টি মোডাল লজিস্টিক পার্ক গড়ে তোলা হবে। ইতিমধ্যেই লজিস্টিক পার্ক ডেভেলপমেন্ট অ্যান্ড প্রমোশান নীতি এনেছে রাজ্য সরকার।

ভারতের উত্তর পূর্বের রাজ্য এবং দক্ষিণ পশ্চিম এশিয়ার দেশগুলির প্রবেশদ্বার হিসেবে ক্রমেই গুরুত্ব বাড়ছে পশ্চিমবঙ্গের। তার সাথেই তাল মিলিয়ে বাড়ছে গুদামঘর ও পণ্য সরবরাহের চাহিদাও।ইতিমধ্যেই রাজ্যে মোট ১.১৬ কোটি বর্গফুট গুদামঘর রয়েছে। ভবিষ্যতে এর আয়তন আরও বৃদ্ধি পাবে।

Image is representative 

Gems & jewellery sector to get State Govt support, assures Dr Mitra

The Bengal Government will help make the gems and jewellery industry the best in India as well as the world. This was stated by the Bengal Finance Minister, Dr Amit Mitra during a discussion with a delegation of the All India Gems and Jewellery Trade Federation (GJF) on the sidelines of the 2018 Bengal Global Business Summit (BGBS).

During the round table conference, Dr Mitra assured a space of 20,000 square feet (sq ft) to the gems and jewellery industry to start a common facility centre (CFC). This space is in addition to the 25,000 sq ft space already allotted to GJF by the State Government for skilling and training artisans.

He also discussed leading a delegation of jewellers to Italy, a top fashion hub, to enable tie-ups between Italian jewellery clusters and Indian jewellers.

Later, during a press conference at the end of BGBS, he said one lakh jobs will be created in the sector.

The GJF expects that, with support of the Bengal Government, the industry would be able to produce products of a quality at par with international standards.

 

গয়না শিল্পকে সবরকম সাহায্যের আশ্বাস অর্থমন্ত্রীর

শুধু দেশেই না বিদেশেও এরাজ্যের গয়না শিল্পকে প্রসারিত করতে সবরকম সাহায্য করবে রাজ্য সরকার। চতুর্থ বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে ‘অল ইন্ডিয়া জেমস অ্যান্ড জুয়েলারি ট্রেড ফেডারেশনের’ এক প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার পর একথা বলেন রাজ্যের শিল্প ও অর্থমন্ত্রী অমিত মিত্র।

গয়না শিল্পের জন্য কমন ফেসিলিটি সেন্টার গড়ে তুলতে ২০০০০ বঃফুঃ জমি দেওয়ার কথা ঘোষণা করেন তিনি। এর আগে এই ফেডারেশনকে ২৫০০০ বঃফুঃ জমি দেওয়া হয়েছে শিল্পীদের প্রশিক্ষন দেওয়ার জন্য।

জেমস ও জুয়েলারি হাবের এক প্রতিনিধি দলকে ইতালি নিয়ে যেতে আগ্রহী মন্ত্রী। এর ফলে ইতালীয় ও ভারতীয় গয়না শিল্পের এক মেলবন্ধন ঘটবে।
বাণিজ্য সম্মেলনের শেষে এক সাংবাদিক সম্মেলনে অর্থমন্ত্রী বলেন, গয়না শিল্পে এক লক্ষ কর্মসংস্থান হবে।

অল ইন্ডিয়া জেমস অ্যান্ড জুয়েলারি ট্রেড ফেডারেশন আশাবাদী রাজ্য সরকারের এহেন সহযোগিতার ফলে তাদের উৎপাদনের মান আন্তর্জাতিক স্তরের হয়ে উঠবে।

Source: Millennium Post

In Conversation With Dr Amit Mitra

Dr Amit Mitra, Honourable Ministry for Finance, Commerce and Industries, West Bengal Government, in conversation with CNBC TV18 anchor Shereen Bhan

On past BGBS Summits

I think it is important for us to take a look at the three summits that have taken place: 2015, 2016 and 2017. I want to tell you that I am so delighted that close to 50% of the projects proposed are on the ground today. Mamata Banerjee, in fact, speaking in the concluding session, mentioned this specifically, because we are looking at implementation, not of offer only.

I know another State that I don’t want to name, two summits before they had 1.4% of their investment offers fructified. The minute the summit gets over, our entire team and department sits together and every month they have to explain how much of this has been done, and Mamata Banerjee herself takes a meeting every three months, saying, “where are we?” So result of that is, close to 50% of these three summits, this being the fourth has in fact fructified on the ground.

The result of that is that our GDP growth is phenomenally higher than India. Our GDP has more than doubled in 5 years, from 4.5 lakh crore to 10.5 lakh crore. Obviously investment is happening. Keynesian multiplier effect is happening. But we have to take it deeper.

And this year’s summit, as you know, was the creme-de-la-creme. I mean Mukesh Ambani, Lakshmi Mittal, Mr. Jindal, who opened his plant for cement, inaugurated by Mamata Banerjee day before. 2.5 million tons, going to 5 million tons. He said he will double in one year. So that is an example that things are happening.

Does anybody know that 1 billion USD has been invested in a fertilizer plant, the only plant in the world using coal-bed methane, in West Bengal. Rs 7,700 crore on the ground.
On BGBS 2018

There are two elements for this year’s summit which are really interesting. One is, out of the 2.2 lakh crore offered, majority of it is in manufacturing and infrastructure. That means Bengal is rising. It used to be the manufacturing capital of India, competing only with Maharashtra at one point of time. This is very interesting to me, that much more than half, 1.5 lakh crore is in manufacturing and infrastructure, which are asset creating.

The second element of this time’s summit is jobs, jobs and jobs. I mean, imagine, the Kanpur leather people came and signed an MOU and said, “We want to come to Bengal, and we are going to give you 1 lakh jobs”. Now that is something stunning. Mr. Mukesh Ambani said that “I am going to invest 5000 crore and I am going to provide 1 lakh or even more jobs”. Jobs. So labour intensive sectors, whether it is leather, gems and jewellery, whether it is food processing.

So the two elements are: on one hand you are manufacturing, which is the predominant offer of investment. Pranab Adani said,”This is what I am going to do” and Jindal has already done so. So jobs on one hand and manufacturing and infrastructure on the other. This is the winning combination along with the fact that 9 countries became partner countries spontaneously. We have no danda. It has to be spontaneous. China came with a big delegation.
On Bengal’s economic potential

Let me tell you, the export from Bengal in 2016-17 has 8.5 billion USD. Now, quite a bit of that export is an integrative export with the North-East. Bangladesh today is working with us. Nepal, Bhutan. And now the new development in this summit was the fact that from ASEAN the largest industrialists of Thailand, Mr. Aloke Lohia, 7.5 billion USD turnover, was here in this summit.

These are things we have never seen before. Therefore we are reaching into the ASEAN territory for investment reaching into West Bengal which then goes back and exports to us here. So I think things are beginning to move. Now Poland becomes a partner country. Why? They are from outside of this region. Because they have the deepest mines in the world – 1,200 metres deep coal mine and 1,400 metres deep copper mine. We have the world’s second largest coal deposit – at Deocha-Pachami.

So there’s a synergy there. It is not only this region. We are seeing synergies with many Europeans who have come as partner countries, and not just saying in words – Italy, France, Germany Poland, Czech Republic and the UK. A governor from South Korea has come, whose state has the largest steel-producing plant in the world and the largest petrochemical plant in the world. He comes here with a big delegation. Why? Because we are becoming the hubs for these kinds of industries, which would then connect us with the ASEAN countries and everybody else.

 

ON GST returns

Let me submit to you that I have written a formal letter to the Union Finance Minister, since I couldn’t be there, giving exact details let me tell your listeners that the GST Network was to process 300 crore invoices per month, or 30 billion. Can you imagine that? Now obviously, the system is not working. The small and medium enterprises are not able to uplink. Every state is being compensated by the Centre because they are not being able to reach the 14 per cent rate of growth.

Now West Bengal is doing better, it is being compensated by a small amount because we have completely digitised. So our people could migrate more easily but the small and medium enterprises are in a very bad shape. I had repeatedly said to please not to launch GST on July 1 because you are not prepared. You had done a beta test on 200 companies per state, and 30 per cent of those tests have failed.

Forms… You have GSTR-1, GSTR-2, GSTR-3, and you have GSTR-3b, which is a kind of a small form. So the question is very simple. It is a question of converging them into one. The idea is to converge in a manner that it is uplinked successfully. Why are the states not getting any taxes through GST? Most of their taxes have gone up – some have come down, some have gone up – because it is a complete mess. First you introduce three forms, you fail, then you introduce one single form which is supposed to be good but people are not able to uplink.

Now my question is, is this the way to do the world’s largest fiscal reforms? You do tryst with destiny in the Central Hall of Parliament on July 1 but the systems are not ready. I said repeatedly on July 1. A lot of finance ministers have come privately, including some BJP ministers, saying you are right, let’s fight to see if we can get a better deal for our small and medium enterprises.

 

On the E-Way Bill

You may be interested to know that West Bengal has an electronic E-Way Bill for which we have no check posts for the last two years – 1 per cent entry tax, self-declared, electronically carrying it with the driver – no checkposts. Now ours is one of the most successful electronic models which you are calling the E-Way Bill. So we don’t have a problem. But do you know the status of the whole of the north-east with respect to the E-Way Bill. At least five larger states don’t have E-Way Bill.

Now look at Bihar. They have checkposts, there were different rates for entry taxes earlier – they have huge corruption, according to their own former Finance Minister who is now the Deputy Chief Minister. He called me up to ask me as to how are you able to manage this in an electronically?

Absolutely, I support the E-Way Bill because we have experimented with it and we are successful. But the problem is that there are many states which are not prepared. Has there been a white paper on that? Has there been a white paper on GST as a whole? At least respect the GST Council and present a white paper, saying that this is the state of things. As far as the E-Way Bill is concerned, we are way ahead of the E-Way Bill.  We are doing it for the last three years. But are all states ready?

February 1 is a good date. But I would say, empower the states to be able to implement it. The, please don’t forget the Inter-State Way Bill, which is supposed to be implemented from June 1. Can you imagine what a mess that can make? Every 20, 30, 40 km, you’ll be stopped and electronically checked – is that a simple system? But at least we have to work towards it. Where is the white paper on that? What will happen to the whole north-east – seven sister states and Sikkim? What would happen to at least five other states whose Finance Minister are telling me we are not yet ready? So we have to work together in the way federalism is talked about by the Centre.

 

On GST Council Meet

I just said that even without knowing the outcome the returns are in a mess and so I fully understand why they could not come to conclusion, because you have three different forms and then you have a fourth form. Now you cannot uplink 300 crores in a month. The GST is not ready, so you can have a video conference, fine. But are we ready, we have to proceed on this. If you do this on a hurry, on July 1, without knowing what unchartered process you are going into, like demonetisation, unfortunately the revenue of States will suffer, Centre will forced to compensate them as per Constitutional requirements, Centre’s own revenues will be at risk and fiscal deficit will become a challenge for the Centre.

 

On GST revenue collections 

See, if you look at July, our revenue collections were pretty reasonable, it started coming down, in October it fell to Rs 83,000 crore. Now if you look at the Gujral Committee report to the Parliament, you will find that the Gujral Committee says that even for exports, exporters earlier did not pay any taxes, they just filled the ‘H’ form. Now they have to first pay taxes and the seek refund and do you know that Rs 40 crore per company of the medium sized companies are stuck with the government, not getting refund. So the exports are going to suffer badly.

It has already started and the Gujral Committee report to the Parliament already says October was terrible. And they say from 15% being blocked, if it goes to 20%, you are on danger line and the biggest question your listeners must understand that the minute you cannot get that refund from the government, your working capital goes down and who gets hurt, the contract workers, the job workers. In West Bengal, my Gold job workers have lost their job because the companies are stuck with their refunds with central government. This is terrible.

So it’s going to hurt exports, it’s going to hurt common small businesses. Please do something about that. I’ve written all these in my letter.

 

On Union Budget 2018-19 

Well, I can only say, that, during this period since demonetisation, your GDP growth rate has fallen, fallen, fallen. Four year’s low. At the same time due to the introduction of GST after demonetisation, we are stumbling. Do you know that gross capital formation grew by 0.59%? That is, investment grew by less than 1%. So what is he going to do in the budget? It is going to be populist budget, because it is the last budget, before the elections. So, let’s give away money and have a problem with the fiscal deficit, revenue deficit issues.

 

On Govt borrowings

What I’m saying to you is FRBM act, which restricts your borrowing, we as states are sticking to FRBM. Centre does not have any FRBM. It may be saying this today, but you know what happens in reality, you augment borrowing. You announce something, over time you realize you can’t do it, then you start borrowing; you break the FRBM limit because they don’t have FRBM limit but all states do.

I cannot pass my FRBM limit, which is 3% of GDP, but they don’t have any FRBM limit officially passed by legislature. Therefore my concern is, this is show of saying we will borrow less, but when it comes down, I will give my guarantee, and will come back and see in six-seven months times, when we talk again that they are borrowing immensely. The banks are in bad shape you know that. Non Performing Asset levels are very high. So the Union Finance Minister has to handle this- low growth rate, low capital formation, banks in bad shape in terms of NPAs. Where is he going to get the money from? Then you need a populist budget for electoral purpose which means more spending. To me, I would hate to be in his shoes.

 

On priorities of Bengal Govt

Well I think Mukesh Ambani, Mr. Jindal, Mr Adani they didn’t come to this conference because they had some reason to come excepting for their trust of Mamata Banerjee. Top CEOs have to trust their leader, they have to trust the transparency.

Mukesh Ambani said he intended to invest Rs 4,500 crore in Bengal, but actually invested 15,000 crores. Then he promised Rs 5,000 crore of more investments in the summit. I’m sure if you go by the past records it will grow up to Rs 20,000 crore. Even hand-set manufacturing will be done in West Bengal, he said.

So, what I’m saying to you is our growth rate is much higher than India, our capital formation has grown by 7.5 times, asset creating permanent structures and taxes have doubled, which is record in India because of e-taxation for which the central government has given West Bengal an award 10 days ago. The Union Government gave us an award for e-taxation being number one among 24 states.

 

We will have to leave at that, Sir. Thank you for your time.

Bengal inks MoU with Devyani International, to see more KFC, Pizza Hut outlets

Bengal government has signed a Memorandum of Understanding (MoU) with Devyani International Limited, the Indian franchisee of YUM Restaurants India Pvt Limited, for an investment of Rs 100 crore.

The MoU is on investment to set up more KFC and Pizza Hut restaurants in different parts of the state. As per the MoU, 4 to 5 KFC and 2 to 3 Pizza Hut restaurants will be set up every year in the next five years and it will lead to a generation of 800 direct and 600 indirect jobs.

It may be mentioned that initially, the group has chosen Kolkata, Asansol, Durgapur and Siliguri to set up more restaurants. The state government has also urged the group to procure chicken from Haringhata and vegetables from the Farmers’ Producers Organisations (FPOs).

 

১০০ কোটি টাকার লগ্নি আসছে রাজ্যে

 

দেবযানী ইন্টারন্যাশানাল লিমিটেডের সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের সমঝোতাপত্র সই হল। এর ফলে ১০০ কোটি টাকা বিনিয়োগের সঙ্গে সঙ্গে ১৪০০ কর্মসংস্থান তৈরী হবে রাজ্যে।\

দেবযানী ইন্টারন্যাশানাল লিমিটেড কেএফসি ও পিৎজা হাটের ভারতের ফ্র্যাঞ্চাইজি গ্রুপ। সংস্থার সিইও বলেন, আগামী পাঁচ বছরে কলকাতা সহ গোটা রাজ্যে কেএফসি ও পিৎজা হাটের আউটলেট খুলতে চান তারা। প্রতি বছর ৪-৫টি কেএফসি ও ২-৩টি পিৎজা হাটের রেস্তোরাঁ খলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কলকাতা, আসানসোল ও শিলিগুড়িতে রেস্তোরাঁ খোলার জন্য সাহায্য করবে খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন দপ্তর। সেই সঙ্গে এই সংস্থা আরামবাগ, হরিনঘাটা সহ রাজ্যের বিভিন্ন জায়গার পোল্ট্রি ও হ্যাচারি থেকে কাঁচামাল নেবেন। কাঁচা সবজি নেওয়া হবে সরাসরি কৃষকদের থেকে। এতে আখেরে লাভবান হবে কৃষকরা।

গত ছয় বছরে রাজ্য সরকার কৃষকদের আয় বাড়ানোর জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছে। খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তর এ ব্যাপারে বিভিন্ন সংস্থার সঙ্গে চুক্তিও করেছে। কৃষকদের চুক্তিভিত্তিক চাষের ব্যবস্থাও করা হয়েছে। ভাঙড়ে চালু হয়েছে রাজ্যের পথম ফুড প্রসেসিং অর্গানাইজেশন। বর্তমানে রাজ্যে কেএফসি স্টোরের সংখ্যা ২৬টি, তাঁর মধ্যে দার্জিলিঙের স্টোরটি সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত।

BGBS 2018 will open new avenues for employment in Bengal: Amit Mitra

Speaking to reporters after the conclusion of Bengal Global Business Summit, 2018, Finance and Industries Minister, Dr Amit Mitra today said this summit will open new avenues of employment in Bengal.

He said that 110 MoUs have been signed and B2B meetings were still on. He spoke at length about the interest expressed by foreign delegates about investing in Bengal.

Highlights of Dr Mitra’s speech:

  • We have received amazing response at Bengal Global Business Summit, 2018. Discussions are on even after the summit has ended. Investors from across the globe have expressed interest.
  • For the first time, we had nine partner countries: Japan, South Korea, UAE, France, Germany, Poland, Czech Republic, Italy and UK. Although China is not our partner country this time, representatives from two Chinese provinces were present and expressed interest in investing.
  • We have signed MoU with Silesia province of Poland. They will help us with mining technology. We will work with them shoulder to shoulder.
  • We have signed an MoU with Italy regarding leather technology. They are keen to invest in gems and jewellery sector. A lot of jobs will be created.
  • Bengal has exports worth Rs 54,000 crore. Leading are leather, gems and jewellery, metal, steel.
  • A university in Hungary has signed an MoU with Jadavpur University. Edinburgh University has signed an MoU with Presidency University.
  • We have signed an MoU with Germany regarding Energy Action Plan.
  • Reliance, Jaipuria, Adani, Kotak, SpiceJet, JSW, Samsung, Pepsi and other multinational companies are keen to invest in Bengal.
  • We have received investment proposals worth Rs 2 lakh 19 thousand 925 crore.
  • Many new policies have been announced: Logistic Park Development and Promotion Policy, Export Promotion Policy etc.
    Job creation is the biggest success of this summit. 20 lakh new jobs will be created.
  • 1046 B2B meetings have taken place in these two days. 40 B2G meetings also took place.
  • Kolkata has never seen such elaborate preparations. Industrialists were touched by the CM’s words. She spoke from the heart.
  • There is a tide of development in Bengal under the leadership of Mamata Banerjee.

 

 

রাজ্যে কর্মসংস্থানের নয়া দিগন্ত উন্মোচিত হতে চলেছে : বানিজ্য সম্মেলনের পরে জানালেন অর্থমন্ত্রী

বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন ২০১৮ তে ১১০ মউ স্বাক্ষরিত হয়েছে। সম্মেলনের শেষে সাংবাদিক সম্মেলন করে চতুর্থ বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের প্রাপ্তির কথা বিশদে জানালেন অর্থমন্ত্রী অমিত মিত্র। রাজ্যে নয়া দিগন্ত উন্মোচিত হতে চলেছে এই বাণিজ্য সম্মেলন থেকে।

তাঁর বক্তব্যের কিছু অংশ:

  • বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে দারুন সাড়া মিলেছে। সম্মেলন শেষের পরেও বিনিয়োগ নিয়ে আলোচনা হচ্ছে। বিভিন্ন দেশের শিল্পপতিরা বিনিয়গে আগ্রহ দেখান।
  • এই প্রথম ৯ টি দেশ আমাদের পার্টনার দেশ হল: জাপান, দক্ষিণ কোরিয়া, ইউ এ ই , ফ্রান্স, জার্মানি, পোল্যান্ড, চেক রিপাবলিক, ইউ কে। চীন পার্টনার দেশ নয় অথচ তাদের ২ টি রাজ্য এখানে উপস্থিত ছিল এবং তারাও বিনিয়োগে আগ্রহ প্রকাশ করছে।
  • পোল্যান্ডের সিলেসিয়ার সঙ্গে মউ স্বাক্ষরিত হয়েছে। খনিতে প্রযুক্তিগত সাহায্য করবে তারা। পশ্চিমবঙ্গ তাদের সঙ্গে এবার কাঁধে কাঁধ মিলিয়ে এগোবে।
  • চর্মজাত শিল্প নিয়ে ইতালির সাথে মউ স্বাক্ষরিত হয়েছে। গয়না শিল্পেও বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে তারা, এখানে প্রচুর কর্মসংস্থানেরর সম্ভাবনা।
  • পশ্চিমবঙ্গ থেকে ৫৪ হাজার কোটি টাকার রপ্তানি হয়। শীর্ষে আছে চর্মশিল্প, গয়না শিল্প, ধাতু শিল্প, ইস্পাত শিল্প।
  • যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে হাঙ্গেরির একটি বিশ্ববিদ্যালয়ের মউ স্বাক্ষরিত হয়েছে। প্রেসিডেন্সির সঙ্গে এডিনবরা বিশ্ববিদ্যালয়ের মউ স্বাক্ষরিত হয়েছে।
  • জার্মানির সঙ্গে এনার্জি অ্যাকশান প্ল্যান নিয়ে মউ স্বাক্ষরিত হয়েছে।
  • রিলায়েন্স, জয়পুরিয়া, আদানি, কোটাক, স্পাইস জেট, জে এস ডবলু, স্যামসাং, পেপসি ইত্যাদি বহুজাতিক সংস্থা সহ সকলে এখানে বিনিয়োগ করতে আগ্রহী।
  • আজ ২ লক্ষ ১৯ হাজার ৯২৫ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব এসেছে।
  • বেশ কিছু পলিসির ঘোষণা করা হয়েছে সেগুলি হল –  লজিস্টিক পার্ক ডেভেলপমেন্ট অ্যান্ড প্রমোশান পলিসি, এক্সপোর্ট প্রমোশান পলিসি ইত্যাদি।
  • এই সম্মেলনের মূল সাফল্য হল কর্মসংস্থান। ২০ লক্ষ কর্মসংস্থান হবে।
  • এই দেড় দিনের মধ্যে ১০৪৬ টি বিটুবি মিটিং হয়েছে, কিছু মিটিং এখনও চলছে। ৪০ টি বিটুজি মিটিং হয়েছে।
  • এত বড় আয়োজন, এরকম কলকাতা আমরা আগে দেখিনি। মুখ্যমন্ত্রীর কথায় আন্তরিকতার ছোঁয়া আছে। শিল্পপতিরা জানান মুখ্যমন্ত্রীর কথার দাম আছে।
  • মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় উন্নয়নের জোয়ার এসেছে’।

 

Advantage Bengal – The New Growth Engine of India

Bengal has multiple advantages as an investment destination – be it strategic location, robust physical infrastructure, economic power or culture. Listed below are the factors linked to each of these aspects.

Strategic Location

· Gateway to eastern and south-eastern Asia and north-eastern India

· Shares international borders with Bangladesh, Nepal and Bhutan

· Well-connected with the booming hubs of Asia such as Singapore, Thailand and Malaysia

· Hinterland comprises mineral-rich states such as Jharkhand, Odisha and Chhattisgarh

· Encompasses a wide range of landscapes, from mountains (Himalayas) and their foothill regions (Dooars) to plains to deltaic region (Sundarbans) to sea beaches (coast of Bay of Bengal)

Infrastructure

· Roads: Third largest road network in India – more than 3,15,404 km

· Marine: Richly endowed with natural maritime advantages, has 950 km of waterfront

· Air connectivity: Three airports – one international (Kolkata) and three domestic (Kolkata, Andal, Bagdogra)

· Inland waterways: Leading in the country in terms of spread, density and reach of National Inland Waterways

· Railway: About 4,000 km of railway tracks

· Metro railway: Second largest Metro railway network in India

Leading Growth Engine of the Country

· Power: Largest power distributor in the country, both in terms of quality and quantity

· MSME (value): At US$ 15 billion, Bengal is the recipient of India’s highest bank credit flow to micro, small and medium enterprises (MSME) from 2011-12 (when Trinamool Congress came to power) to 2015-16

· MSME (quantity): State with second largest number of MSMEs (worth US$ 3.7 million enterprises)

· Vegetable production: Highest producer of vegetables

· Tea production: Second highest tea producer; home to the GI-registered world-famous Darjeeling Tea

· Mineral production: Third largest mineral producer, accounting for about one-fifth of the total mineral production

· Man-days lost: Zero man-days lost during the last six years

· Wi-Fi connectivity: Kolkata is the first metro city in India with Wi-Fi connectivity on 4G

Rich Culture

· Birthplace of modern Indian literary and artistic thought

· Kolkata is referred to as the ‘Cultural Capital of India’

· Pioneer of cosmopolitan culture in the country

· Land of Mother Teresa, Rabindranath Tagore, Satyajit Ray and many more icons

 

এগিয়ে বাংলা – বিনিয়োগের আদর্শ গন্তব্য

বাংলাই এখন বিনিয়োগের আদর্শ গন্তব্য। সে ভৌগলিক অবস্থানই হোক, কিংবা পরিকাঠামোই হোক, অর্থনৈতিক অবস্থানই হোক বা সংস্কৃতিই হোক।

ভৌগলিক অবস্থান
• পূর্ব, দক্ষিন-পূর্ব এশিয়া তথা উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার
• আন্তর্জাতিক সীমানা বাংলাদেশ, নেপাল ও ভুটানের সঙ্গে
• সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ডের মত এশিয়ার বুমিং হাবগুলির সঙ্গে সুন্দর যোগাযোগ
• ঝাড়খণ্ড, ওড়িশা, ছত্তিসগড়ের মত খনিজ পদার্থে সমৃদ্ধ প্রতিবেশী রাজ্য
• নানা ধরনের ভৌগলিক বৈচিত্র – হিমালয় থেকে ডুয়ার্স, সুন্দরবন থেকে সমুদ্রতট।
পরিকাঠামো
• রাস্তাঃ সড়ক যোগাযোগ ব্যবস্থায় দেশের মধ্যে তৃতীয় – ৩১৫৪০৪ কিঃ মিঃ এরও বেশী
• জলপথঃ ৯৫০ কিঃ মিঃ দীর্ঘ জলপথ
• উড়ান ব্যবস্থাঃ তিনটি বিমানবন্দর, একটি আন্তর্জাতিক (কলকাতা) ও তিনটি আন্তরদেশীয় (কলকাতা, অন্ডাল, বাগডোগরা)
• আন্তরদেশীয় জলপথঃ আন্তরদেশীয় জলপথে দেশে প্রথম স্থানে, জলপথের দৈর্ঘ্য, ঘনত্ব ও প্রসারের দিক থেকে
• রেলপথঃ ৪০০০ কিঃ মিঃ রেলপথ
• মেট্রো রেলঃ দেশের প্রথম ও বর্তমানের দ্বিতীয় দীর্ঘতম মেট্রো রেল পথ

দেশের অন্যতম বেড়ে চলা অর্থনীতি
• বিদ্যুত দেশের সর্ববৃহৎ বিদ্যুৎ সরবরাহকারী, গুনগত ও পরিমাণগত দুদিক দিয়েই।
• ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্প (মুল্য)ঃ ২০১১-১২ থেকে ২০১৫-১৬ পর্যন্ত ভারতের সব থেকে বেশী ব্যাঙ্ক ক্রেডিট ফ্লো এই রাজ্যে যার মুল্য ১৫ বিলিয়ন মার্কিন ডলার
• ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্প (পরিমান)ঃ দেশের দ্বিতীয় সর্বোচ্চ ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্প এই রাজ্যে, ৩৭ লক্ষ
• সবজি উৎপাদনঃ দেশের এক নম্বর সবজি উৎপাদক
• চা উৎপাদনঃ দেশের দুই নম্বর চা উৎপাদক, এখানকার দার্জিলিং চায়ের আছে জিআই ট্যাগ
• খনিজ উৎপাদনঃ দেশের তিন নম্বর খনিজ পদার্থ উৎপাদক, প্রায় এক পঞ্চমাংশ খনিজ পদার্থ উৎপাদন হয় এরাজ্যে
• শ্রম দিবস: গত সাড়ে ছয় বছরে একটিও শ্রম দিবস নষ্ট হয় নি।
• ওয়াই ফাই সংযোগঃ কলকাতা দেশের প্রথম শহর যেখানে 4G ওয়াই ফাই সংযোগ আছে

গৌরবময় সংস্কৃতি
• আধুনিক ভারতীয় শিক্ষা ও শৈল্পিক ধ্যানধারনার জন্মস্থল
• কলকাতাকে ভারতের সাংস্কৃতিক রাজধানী বলা হয়
• বহুজাতিক সংস্কৃতির পথপ্রদর্শক
• রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যজিত রায়, মাদার টেরিজার ভুমি

Bengal means business – Economy surges ahead

Bengal is the fourth largest economy in India, and on many economic parameters, is ahead of the all-India average.

During 2016-17, before demonetisation, that is, for the period from April to September 2016, the growth rate of the State Index of Industrial Production (IIP) was (+)4.8 per cent as compared to (–)0.1 per cent for India.

And the growth rate of the State Index of Industrial Production (General) for the period from April 2016 to January 2017 was 6.97 per cent, when that for the period from April 2016 to even March 2017 was just 4.8 per cent.

As compared to 2010-11, the State Plan of Expenditure in 2016-17 is expected to be four times. Similarly, the Capital Expenditure in 2016-17 as compared to 2010-11 is expected to be seven times.

Under the Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MGNREGA) Scheme, the State Government has achieved employment generation to the tune of 128 per cent of proportionate labour budget. Expenditure incurred by the State Government in the scheme of more than Rs 5,600 crore was the highest in the country.

The revenue of the state in 2015-16 as compared to 2010-11, has grown by 103 per cent. This increase is unprecedented in the country.

In the area of e-taxation and reforms, Bengal has achieved number one position in the country on the basis of comparative valuation of performance with other states.

In spite of the tsunami of demonetisation, Bengal was able to create employment opportunities for 13,27,000 people during financial year 2016-17.

 

এগিয়ে চলেছে বাংলার অর্থনীতি

বাংলা দেশের চতুর্থ বৃহত্তম অর্থনীতি, এছাড়া আরও অনেক অর্থনৈতিক ক্ষেত্রে দেশের গড়কে পেছনে ফেলে দিয়েছে এই রাজ্য।

২০১৬-১৭ অর্থবর্ষে সর্বনাশা নোটবাতিলের আগে, মানে এপ্রিল থেকে সেপ্টেম্বর ২০১৬ পর্যন্ত রাজ্যের স্টেট ইনডেক্স অফ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন (আইআইপি) ছিল (+)৪.৮ শতাংশ, যেখানে দেশের এই পরিসংখ্যান ছিল (-) ০.১ শতাংশ।

এপ্রিল ২০১৬ থেকে জানুয়ারি ২০১৭ পর্যন্ত স্টেট ইনডেক্স অফ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন (জেনারেল)-এর বৃদ্ধির হার ছিল ৬.৯৭ শতাংশ, এপ্রিল ২০১৬ থেকে মার্চ ২০১৭ তে যা হয় ৪.৮ শতাংশ।

স্টেট প্ল্যান এক্সপেন্ডিচার ২০১০-১১ সালের তুলনায় ২০১৬-১৭ সালে প্রায় চার গুন বেড়েছে। পাশাপাশি ক্যাপিটাল এক্সপেন্ডিচার ২০১০-১১ সালের তুলনায় ২০১৬-১৭ তে বেড়েছে প্রায় সাত গুন।

১০০ দিনের কাজের অন্তর্গত, রাজ্য সরকার ১২৮ শতাংশ কর্মসংস্থান করেছে। এই খাতে রাজ্য ব্যয় করেছে ৫৬০০ কোটি টাকা যা দেশে সর্বোচ্চ।
২০১০-১১ সালের তুলনায় ২০১৫-১৬ সালে রাজস্ব বেড়েছে ১০৩ শতাংশ। এই পরিমান রাজস্ব বৃদ্ধি দেশে অভূতপূর্ব।

ই-ট্যাক্সেশন ও সংস্কারের ক্ষেত্রে বাকি রাজ্যের তুলনায় এরাজ্য প্রথম স্থান অধিকার করেছে।

নোটবাতিলের কালো প্রভাব থাকা সত্বেও ২০১৬-১৭ সালে রাজ্য ১৩,২৭,০০০ টি কর্মসংস্থান তৈরীতে সক্ষম হয়েছে।