Trinamool’s reaction to Union Budget 2018-19

Trinamool’s reaction to Union Budget 2018-19

Super-flop show; big bluff show. No mechanism to implement announcements.

It is clear that all sections are displeased, disappointed, angry : the unemployed, the farmers, the youth, SC/ST, majority, minority.

People have lost their trust in this government. People have lost their faith. After today’s #Budget, their credibility is now zero.

Bengal gives free treatment and medicines. Our schemes on health, education and the emancipation of girls have already been implemented.

Bengal has already doubled farmer income in 5 years. Now GOI is again talking about doubling farmer income. Will agriculture grow at 12% per annum? They are again bluffing.

– Derek O’Brien, Leader of All India Trinamool Congress Parliamentary Party in Rajya Sabha

 

কেন্দ্রীয় বাজেট নিয়ে তৃণমূলের প্রতিক্রিয়া

সুপার-ফ্লপ শো; বিরাট ধাপ্পাবাজি। যে ঘোষণাগুলি করা হয়েছে সেগুলি বাস্তবায়িত করার কোনও রূপরেখার কথা বলা হয়নি।

কর্মহীন মানুষ, কৃষক, যুব, তপসিলি জাতি ও উপজাতি, সংখ্যাগুরু, সংখ্যালঘু সমাজের সর্বস্তরের মানুষ অসন্তুষ্ট, আশাহত, ক্ষুব্ধ।

মানুষ এই সরকারের প্রতি বিশ্বাস হারিয়েছে। আজকের বাজেটের পর এই সরকারের আর কোনও গ্রহণযোগ্যতা নেই।

বাংলায় স্বাস্থ্যপরিষেবা ও ওষুধ বিনামূল্যে পাওয়া যায়। স্বাস্থ্য, শিক্ষা, নারী ক্ষমতায়নের বিভিন্ন প্রকল্প বাংলায় ইতিমধ্যেই বাস্তবায়িত হয়েছে।

বাংলায় পাঁচ বছরেই কৃষকদের আয় দ্বিগুন হয়েছে। আর কেন্দ্রীয় সরকার এখন কৃষকদের আয় দ্বিগুন করার কথা বলছে। প্রতি বছর কৃষিক্ষেত্রে বৃদ্ধি কি ১২ শতাংশ হারে হবে? আবারও মানুষকে ধোঁকা দেওয়া হচ্ছে।

– ডেরেক ও’ব্রায়েন, রাজ্যসভায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের দলনেতা

Bengal CM warns against attempts to distort history, science

Chief Minister Mamata Banerjee called upon the intellectuals to be alert against any effort to distort history and science at the inaugural programme of the 42nd International Kolkata Book Fair at Salt Lake’s Central Park on Tuesday.

“I urge the authors and writers of the country to remain alert so that the distorted version of history is not published in books,” she said. Without mentioning BJP, she trained her guns at the Centre against which she had been quite vocal on previous occasions.

She had earlier alleged that the BJP was trying to present a distorted version of Indian history. At the inauguration of the Kolkata International Book Fair, she once again reminded the scholars to thwart any such attempt.

বইয়ের পাহারাদার হতে হবে সাহিত্যিকদেরই: মুখ্যমন্ত্রী

ইতিহাস বিকৃতি রুখতে এগিয়ে আসতে হবে সাহিত্যিকদের। বইয়ের পাহারাদার হিসাবে সজাগ থাকতে হবে তাঁদের। মঙ্গলবার ৪২তম আন্তর্জাতিক বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে এসে লেখক শিল্পীদের প্রতি এই আবেদন জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, “আমি অত্যন্ত ক্ষুদ্র ব্যক্তি। তারপরেও শ্রদ্ধেয় সাহিত্যিক ও লেখকদের আছে আমার আবেদন দেখবেন বইয়ের বিকৃতি যেন কেউ করতে না পারে। ইতিহাস যেন বিকৃত না হয়। আপনারা নজর রাখুন।বইয়ের পাহারাদার আপনারা।বই হল মানুষের মনের জানালা, হৃদয়ের জানালা, সৃষ্টির আলো। বইয়ের মধ্যে দিয়েই একটা সমাজ গড়ে ওঠে। বই পড়েই আমরা সমস্ত ইতিহাস জানতে পারি। বই ছাড়া সমাজ চলতে পারে না”।

প্রাচীন, আধুনিক ও সামাজিক ইতিহাস বইতেই লিপিবদ্ধ থাকে। শিক্ষা-সংস্কৃতি-সভ্যতা-মানবিকতার আলো দেখায় বই। বই ছাড়া পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এই বইয়ের বিকৃতি আটকাতেই সচেষ্ট হতে সাহিত্যিকদের এগিয়ে আসতে বলেন মুখ্যমন্ত্রী।

তিনি আরও বলেন, “ বাংলা বরাবরই ভারতের সাংস্কৃতিক রাজধানী। বাংলা ভারতের কালচারাল ক্যাপিটাল”।
একই সঙ্গে আগামী বছর আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধনের নির্ঘণ্টও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। আগামী বছর ১৯ জানুয়ারি বইমেলার উদ্বোধন হবে।

Bengal Governor praises Mamata Banerjee and State Govt

Governor K N Tripathi has congratulated the state government for the various measures it had taken to tide over demonetisation and hasty introduction of Goods and Service tax (GST). He was addressing the MLAs at the beginning of the Budget session at the West Bengal Legislative Assembly on Tuesday afternoon.

He congratulated Chief Minister Mamata Banerjee for holding 350 administrative meetings and public distribution programmes across the state. He commented that with the state economy having barely recovered from the effects of demonetisation, manufacturers, suppliers, traders as well as consumers were badly hit by the introduction of GST.

But because of the leadership of Banerjee, the state could tide over these two major problems. He also mentioned that the dynamic Chief Minister strongly believes in individual freedom and has always resented any infringement on individual freedom or any compromise with the sanctity of the privacy of citizens.

He also congratulated the state government for peaceful holding of different festivals involving various communities. The Governor mentioned in his speech the great achievement of the state government, in implementing the Kanyashree project that has reached out to 45 lakh girl students. August 14 has been dedicated as Kanyashree Divas and the project has bagged the prestigious Public Service Award, given by the United Nations at its headquarters at The Hague, Netherlands.

He said through reforms in the tax collection mechanism and application of information technology, revenue collection has risen from Rs 21,128 crore to Rs 45,646 crore in just four years. Bengal is one of the few states that has surplus power generation capacity. Also, the farthest parts of the state are now connected by roads. The state government has taken up construction of infrastructure assets to the tune of Rs 12,000 crore, which will come up in the next 3-4 years and will give a huge boost to the economy.

 

বিধানসভায় রাজ্যপালের মুখে মমতার সরকারের প্রশস্তি

রাজ্যের বাজেট অধিবেশনের ভাষণে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের প্রকল্পের প্রশংসা করলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী।

এদিন রাজ্যপাল ভাষণের শুরুতেই মুর্শিদাবাদের বাস দুর্ঘটনা নিয়ে শোকপ্রকাশ করেন। পরে তৃণমূল সরকারের আনা বিভিন্ন প্রকল্পের প্রশংসাও করেন তিনি।

এদিন রাজ্যপালের প্রশংসায় উঠে আসে কন্যাশ্রীর বিশ্বজয়ের কথা। কন্যাশ্রী প্রকল্পে রাজ্য সরকার যে সাফল্য পেয়েছে, তা বিশ্বেও সমাদৃত হয়েছে। সেইসঙ্গে এদিন রাজ্যপাল প্রশংসা করেন রাজ্যের খাদ্যসাথী প্রকল্প, সেফ ড্রাইভ সেভ লাইফ, ইকো পার্ক নিয়েও রাজ্য সরকারের।

রাজ্যপালের কথায়, কলকাতায় এখন বিশ্ব সিনেমার অন্যতম প্রদর্শনী মঞ্চ। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও রাজ্য সরকারের প্রশংসা করেন রাজ্যপাল। তাঁর কথায় উঠে আসে একাধিক পুলিশ কমিশনারেট গঠনের কথা। এমনকী বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলন নিয়েও তিনি প্রশংসায় ভরিয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি রাজ্য সরকারের নিজস্ব প্রতীক প্রাপ্তির পাশাপাশি ফিফা বিশ্বকাপ আয়োজনের সাফল্যও তুলে ধরেন তাঁর ভাষণে।

দার্জিলিংয়ে শান্তি ফিরে আসা প্রসঙ্গেও তিনি রাজ্যের ভূমিকায় সন্তোষ প্রকাশ করেন। রাজ্যের সরকার পাহাড়ে অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শান্তি ফিরিয়ে এনেছে। এক্ষেত্রেও রাজ্য সরকার সাফল্য দেখিয়েছে। সেইসঙ্গে রাজ্যের অর্থনৈতিক সাফল্যের কথাও উঠে আসে রাজ্যপালের কথায়।

 

Bengal Govt to lay underground cables for TV & internet

Following the instruction of Chief Minister Mamata Banerjee, the State Government has decided to lay underground cables for the transmission of television and internet services across the 126 municipalities and six municipal corporations.

The project would be overseen by the State Government’s Urban Development and Municipal Affairs Department. The cables would be laid by the process of microtunnelling.

Soon, the department would hold meetings with multi-system operators (MSO), cable operators and telecom firms, for whom the cables would be laid, to explain to them the government’s stand as well as listen to their suggestions. It has been decided, as of now, that a certain amount of money would have to be paid by them in lieu of the work to be done by the government.

The initiative is under the newly-introduced scheme, Green City Mission, which aims at developing sustainable and eco-friendly ‘Green and Clean Cities’ and planned development of all the municipal cities and towns of Bengal.

 

রাজ্য জুড়ে টিভি-ইন্টারনেটের কেবল নেওয়া হবে ভূগর্ভ দিয়ে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবার রাজ্য জুড়ে টিভি চ্যানেল এবং ইন্টারনেট পরিষেবার কেবল মাটির নীচ দিয়ে নিয়ে যাওয়া হবে।

রাজ্যের ১২৬টি পুরসভা এবং ছ’টি পুরনিগম এলাকাতেই এই ব্যবস্থা করা হবে। পুর ও নগরোন্নয়ন মন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রী এই কেবল মাটির তলা দিয়ে করার নির্দেশ দিয়েছেন। গ্রিন সিটি প্রকল্পের আওতায় সমস্ত পুরসভায় এই কাজ করা হবে।

মাইক্রো টানেলিং ব্যবস্থার মাধ্যমে এই প্রকল্প করা হবে। ফুটপাথের তলা দিয়ে এই মাইক্রো টানেলগুলি বসানো হবে। তার মধ্যে দিয়ে কেবলগুলি নিয়ে যাওয়া হবে।

খুব শীঘ্রই এবিষয়ে পুরসভাগুলি, এমএসও এবং কেবল অপারেটরগুলি সঙ্গে বৈঠক করা হবে। এই কাজ করার জন্য কেবল অপারেটর, টেলিকম সংস্থা বা এমএসও’দের পুরসভাকে একটা টাকা দিতে হবে। পাশাপাশি তাদের এবিষয়ে কি কি দাবি আছে তাও শোনা যাবে।

Source: Bartaman

Gandhi Bhawan in Beleghata to be taken over by State Govt

The Bengal Government has decided to take over Gandhi Bhawan in Beleghata (Kolkata).

Mahatma Gandhi had chosen to stay here because the Muslims and Hindus lived close to each other in Beleghata at that time, and there seemed to be no let-up in the bloodbath that began in 1946. As a tribute to his stay, the house was named Gandhi Bhawan.

After taking over, the State Government will be fully in charge of maintaining the house. The museum will be opened up for all and sundry. The government has plans for promoting the place as a major tourist spot, as it is intimately connected with the Mahatma’s philosophy of non-violence.

The museum houses artefacts used by Mahatma Gandhi during his stay. It also houses documents and letters.

Every year, his birth and death anniversaries, on October 2 and January 30, respectively, are celebrated with much fanfare here.

 

বেলেঘাটা গান্ধীভবন অধিগ্রহণ করবে রাজ্য

বহু স্মৃতিবিজড়িত বেলেঘাটার গান্ধীভবনে মানবাধিকার দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, এই ঐতিহাসিক ভবনটি সরকার দেখভাল করবে। এ ব্যাপারে তাঁর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা হয়েছে। গান্ধীভবনের কিছু কাজ পূর্ত দপ্তর দেখত। এখন পুরোটাই সরকার দেখবে।

স্বাধীনতার আগে দাঙ্গার সময় বেলেঘাটায় বড় গোলমাল হয়। দু’পক্ষই দাঙ্গায় জড়িয়ে পড়ে। গান্ধীজি আসেন। তিনি অনশনে বসেন। দু’দিন পর দুই সম্প্রদায়ের কয়েকজন প্রতিনিধি গান্ধীজির সঙ্গে দেখা করেন। তাঁকে আশ্বাস দিয়ে বলেন, আমরা শান্তিতে থাকব। আর গোলমাল হবে না। গান্ধীজি অনশন প্রত্যাহার করে নেন। গান্ধীভবনের এই বাড়িটির আগে নাম ছিল হায়দারি মঞ্জিল।

দাঙ্গার সময় প্রায় মাসখানেক গান্ধীজি বেলেঘাটায় ছিলেন। তাঁর মৃত্যুর পর থেকেই বেলেঘাটার এই গান্ধীভবনে ২ অক্টোবর তাঁর জন্মদিন ও ৩০ জানুয়ারি তাঁর মৃত্যুদিন পালন করা হয়। একটি মিউজিয়ামও রয়েছে। গান্ধীজির ব্যবহৃত চরকাটিও সযত্নে রাখা আছে এই গান্ধীভবনে। বহু দুষ্প্রাপ্য ছবি রয়েছে। দেওয়ালে পর পর টাঙানো রয়েছে এই ছবিগুলি।

গান্ধীভবনে এসে নিয়মিত যাতে দর্শকরা সব কিছু দেখতে পান, তার জন্য সরকার বিশেষ উদ্যোগ নেবে। সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে গান্ধীভবনের দরজা। প্রচার করা হবে।

গান্ধীভবনটি দীর্ঘ দিন ধরে পূর্ব কলকাতা গান্ধী স্মারক সমিতি এবং পূর্ব কলকাতা বাপুজি স্মারক সমিতি যৌথ উদ্যোগে দেখাশোনা করে। বিভিন্ন সময়ে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করে এই দুই সমিতি। এবার বড় কাজটি করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Source: Aajkal

Three-stage oversight structure for cooperative societies

The Bengal Government has decided to set up a three-stage structure for oversight of the cooperative societies.

There would be a state-level committee, under which would be district-level committees and under each of these would be block-level committees.

The primary work of these committees would be to monitor the cooperative societies, to ensure that the committees work at a fast pace and to ensure proper coordination between these committees and various departments of the government at all levels.

The state-level committee will work under the chairmanship of the State Government’s chief secretary, and would consist of five other senior administrative officials – additional chief secretaries of the Agriculture, Panchayats and Rural Development, and SHG Departments, principal secretary of the Finance Department and the chief executive officer of the West Bengal State Rural Livelihood Mission.

The district-level committees would be headed by the district magistrates (SP) and the block-level committees would be headed by block development officers (BDO).

The block-level committees would hold monthly meetings, the district-level committees would hold bi-monthly meetings and the state-level committee would hold tri-monthly meetings.

 

সমবায়গুলিতে ত্রিস্তরীয় কমিটি গড়ছে রাজ্য

সমবায়ে কাজকর্মের ওপর নজরদারির জন্য ত্রিস্তরীয় কমিটি গড়ছে রাজ্য সরকার। রাজ্য, জেলা এবং ব্লক স্তরে এই কমিটি সমবায়ের কাজকর্মের ওপর নজরদারি চালাবে। কোনও নির্বাচিত সমবায়ী নয়, পাঁচ থেকে ছ’জন প্রশাসনিক কর্তা থাকবেন ওই কমিটিতে। গত ২৩ ডিসেম্বর রাজ্য সরকার এই মর্মে একটি নির্দেশিকা জারি করে। জেলায় জেলায় তা পৌঁছে গিয়েছে।

গ্রামীণ এলাকার মানুষের সুবিধার কথা ভেবে সমবায়কে আরও শক্তিশালী করাটা লক্ষ্য এই উদ্যোগের। রাজ্যের সমবায়মন্ত্রী বলেন, রাজ্য, জেলা এমনকী ব্লক স্তরেও একটি করে কমিটি করা হচ্ছে। জেলায় জেলায় কো অপারেটিভের কাজকে মনিটর করবে এই কমিটিগুলি। কাজে গতি আনার চেষ্টা করবে।

মন্ত্রী বলেন, বাম সরকারের আমলে কো অপারেটিভে লুঠের রাজত্ব ছিল। এ বিষয়ে আগেই নজর দেওয়া হয়েছে। গ্রামাঞ্চলে কো অপারেটিভগুলি ব্যাঙ্কের কাজ করে। স্বচ্ছতা আরও বাড়িয়ে মানুষের কাজে যাতে লাগানো যায় সে জন্যই এই সিদ্ধান্ত।

জানা গিয়েছে, বিভিন্ন দপ্তরের সঙ্গে সমবায়ের সমন্বয় রক্ষা করতেও কাজে আসবে এই কমিটি। সরকারি নির্দেশিকায় স্পষ্ট করে বলা হয়েছে, কো অপারেটিভ সেক্টরে মনিটরিং করার জন্য রাজ্য, জেলা এবং ব্লক স্তরে কমিটি গঠন করার সিদ্ধান্ত হয়েছে। সঙ্গে সমবায় ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে এবং পরিষেবা আরও ভালো করার জন্যই এই সিদ্ধান্ত। মূলত গ্রামীণ এলাকার কৃষক এবং স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের ভালো পরিষেবা দেওয়ার ক্ষেত্রেও এই কমিটির বড় ভূমিকা থাকবে বলে নির্দেশিকায় জানানো হয়েছে।

রাজ্যস্তরের মনিটরিং কমিটির মাথায় থাকছেন স্বয়ং মুখ্যসচিব। তিনিই এই কমিটির চেয়ারপার্সন। এছাড়াও সদস্যদের মধ্যে থাকছেন কৃষি দপ্তরের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি, পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন, এসএইচজি দপ্তরের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি, অর্থদপ্তরের প্রিন্সিপ্যাল সেক্রেটারি, ওয়েস্টবেঙ্গল স্টেট রুরাল লাইভলিহুড মিশনের চিফ এক্সিকিউটিভ অফিসার। সমবায়ের প্রিন্সিপাল সেক্রেটারিকে কনভেনার বা মেম্বার সেক্রেটারি করার কথাও বলা হয়েছে।

এমনভাবেই জেলাস্তরে জেলাশাসককে চেয়ারপার্সন করা হচ্ছে। সঙ্গে সদস্য হিসাবে থাকছেন অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন), কৃষি দপ্তরের ডেপুটি ডিরেক্টর, ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর (ডিআরডিসি), ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কো অপারেটিভ ব্যাংকের চিফ এক্সিকিউটিভ অফিসার। এআরসিএস বা ডেপুটি রেজিস্ট্রারকে কনভেনার বা মেম্বার সেক্রেটারি করার কথা বলা হয়েছে।

ব্লকস্তরে বিডিওকে কমিটির মাথায় রাখা হচ্ছে। এছাড়াও থাকছেন এডিও, ব্লক লাইভস্টক ডেভেলপমেন্ট অফিসার, ফিশারিজ এক্সটেনশন অফিসার, ইন্ড্রাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার, কো অপারেটিভ ইন্সপেক্টর। কো অপারেটিভ ইন্সপেক্টরকে কনভেনার করা হচ্ছে ব্লকস্তরের কমিটিতে। নির্দেশিকায় বলা রয়েছে, প্রয়োজনে আরও অফিসারকে এই কমিটিতে ঢোকানো যাবে।

প্রাথমিক নির্দেশিকা অনুযায়ী প্রত্যেক মাসে ব্লক লেভেল কমিটি বৈঠকে বসবে। দু মাস অন্তর জেলাস্তরের কমিটি বৈঠকে বসবে। আর রাজ্যস্তরের কমিটি তিন মাস অন্তর বৈঠকে বসবে।

Source: Bartaman

Bengal Panchayat Dept presents success of Ushar Mukti Scheme through coffee table book

The success of the Ushar Mukti Scheme, being implemented by the Bengal Government’s Panchayats and Rural Development Department, in transforming fallow land to cultivable land, has been showcased through a coffee table book, titled Transforming Land and Lives.

The scheme is being implemented through the Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MGNREGA) Scheme in Jhargram, Purulia, Bankura, Birbhum, Paschim Medinipur and Purba Bardhaman districts, covering 55 blocks, 472 gram panchayats and more than 2,000 watershed areas. The total area under the project will be around 14 lakh hectares.

The book is being done by the department. The book will have 110 pictures, of which 15 will be full-page pictures. The success stories will have an English and a Bengali version on each page. The 70 to 80-page book will be accompanied by an eight to 12-page ‘brief folder’, which will be added to the book jacket.

Two examples of success stories are the large mixed-fruit orchards which have been planted at Keshavpur village in Dunishol gram panchayat and at Duttakeshavpur village in Punishol gram panchayat, both in Bankura district’s Onda block.

 

অনাবাদী জমিকে ফসলি করার উপাখ্যান নিয়েই মলাটবন্দি হচ্ছে ‘ঊষার মুক্তি’

এ রাজ্যে অনাবাদী, রুক্ষ জমিতে ফসল ফলানো ১০০ দিনের প্রকল্পের অন্যতম কর্মসূচি। ‘ঊষার মুক্তি’ নামে এই কর্মসূচির সাফল্যকে মলাটে মুড়ে বইয়ের আকারে প্রকাশ করছে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর। বইয়ের নাম দেওয়া হয়েছে ‘কফি টেবিল বুক’।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনায় আপাতত পাইলট প্রজেক্ট হিসেবে বাঁকুড়ার ওন্দা ব্লকের অভাবনীয় সাফল্যকে ঘিরেই আবর্তিত হবে পঞ্চায়েত দপ্তরের এই প্রয়াস। এরপর জঙ্গলমহলের রুক্ষ অনাবাদী পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বীরভূমের বিভিন্ন ব্লকে অনাবাদী জমি কীভাবে ফসলি হয়ে উঠেছে, তার বিবরণও সাধারণ মানুষের সামনে তুলে ধরার পরিকল্পনা রয়েছে।

অনাবাদী, রুক্ষ জমিতে কীভাবে ফসল ফলানো হয়েছে, ইংরেজি ও বাংলায় লেখা সেরকম ২০টি প্রতিবেদন দিয়েই তৈরি হচ্ছে বইটি। এই বইয়ে রাখা হচ্ছে ১১০টি ছবি, যার মধ্যে ১৫টি থাকছে পাতাজুড়ে। বইয়ের প্রতি পাতায় থাকছে একটি ইংরেজি ও একটি বাংলায় লেখা সাফল্যের ‘গল্প’। ৭০ থেকে ৮০ পাতার এই বইয়ের সঙ্গে থাকছে ৮ থেকে ১২ পাতার একটি ‘ব্রিফ ফোল্ডার’ও। কফি টেবিল বুকের জন্য তৈরি সুদৃশ্য জ্যাকেটের সঙ্গেই থাকবে এই ব্রিফ ফোল্ডারটি।

Source: Bartaman

Bengal’s Khadya Sathi scheme earns high praise from the Centre

The Centre has appreciated the fact that the Bengal Government provides fortified atta, or dough (by adding vitamins) to its populace at no extra cost to them, under the Khadya Sathi Scheme.

This was recently stated by the Union Health Minister at a recent meeting with the health minister and the health secretaries of the states and union territories in New Delhi.

For enriching the atta with vitamins, the State Government undertakes an additional expenditure of Rs 1.5 per kg. Yet it provides this enriched atta to the people at the same Rs 2 per kg, the subsidised price for just plain wheat.

Thus, by not charging any additional amount, the State Government provides its citizens an annual subsidy of Rs 65 crore for this vitamin-enriched atta.

It must be mentioned here that the state converts the wheat it gets under the Central Food Security Act into atta at its own cost too.

 

ভর্তুকি দিয়ে রাজ্যে ২ টাকা কেজি আটা, মুখ্যমন্ত্রীকে বাহবা দিল কেন্দ্র

গণবণ্টন ব্যবস্থায় ‘ভিটামিনযুক্ত আটা’ দেওয়ার জন্য রাজ্যবাসীর কাছ থেকে কোনও বাড়তি পয়সা নেয় না মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। উলটে প্রায় ৬৫ কোটি টাকা ভর্তুকি দেয়। জাতীয় খাদ্য সুরক্ষার অধীনে কেন্দ্র দু’টাকা কিলো দরে গম দেয়। কিন্তু সেই গম থেকে আটা তৈরি এবং তার পুষ্টিগুণ বাড়াতে ভিটামিন যুক্ত করার জন্য প্রতি কেজিতে দেড় টাকা অতিরিক্ত খরচ হয়। কিন্তু তা সত্ত্বেও রাজ্য গ্রাহকের কাছ থেকে কোনও বাড়তি পয়সা নেয় না। কেন্দ্রের থেকেও অতিরিক্ত সহায়তা চায় না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করল কেন্দ্র।

রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এবং সচিবদের নিয়ে এক বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানালেন, খুবই প্রশংসনীয় উদ্যোগ। অন্য রাজ্যগুলিও যাতে এরকম উদ্যোগ নেয়, তার জন্য বলব।

জাতীয় খাদ্য সুরক্ষা আইন মোতাবেক ২ টাকা কেজি দরে গম এবং ৩ টাকা কেজি দরে চাল দেওয়া হচ্ছে। কিন্তু এরপরেও পশ্চিমবঙ্গ সরকার রাজ্যবাসীকে সস্তায় চাল, আটা দিতে ভর্তুকি দেন। প্রতি কিলো চালে এক টাকা করে ভরতুকি দেয় রাজ্য। তাই চালও মেলে দু’ টাকা দরে।

একইসঙ্গে কেন্দ্র গম দিলেও গ্রামীণ এলাকায় তা ভিটামিন যুক্ত আটায় পরিণত করে রাজ্য। একাজে সরকারের ৬৪ কোটি ৭২ লক্ষ টাকা খরচ হয়। অন্ত্যোদয় অন্ন যোজনার গ্রাহকরা এই আটা পান। মমতার সরকারের এই উদ্যোগই দিল্লিতে প্রশংসিত হয়েছে। পাশাপাশি ‘প্রায়োরিটি হাউসহোল্ডে’র ক্ষেত্রে জাতীয় খাদ্য সুরক্ষা যোজনায় সাড়ে তিন টাকা কেজি দরে আটা দেওয়া হয়।

Source: Bartaman

No better alternative to strengthening the rural economy than cooperative societies: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee today inaugurated and presided over a session on ‘Socio-economic Development Under Cooperatives’ at the Netaji Indoor Stadium in Kolkata.

Senior ministers of the government were present at the thought-provoking session.

In the last six years, the State Cooperation Department has achieved numerous successes. A new initiative named ‘Sufala’ has been undertaken. The venture is meant to ensure that farmers get remunerative price on their yields and at the same time produce of good quality is made available to consumers at a reasonable price.

Several cold storages and seed processing units have been constructed, which have proven to be extremely useful to farmers.

 

Salient points of the Chief Minister’s speech

 

  • There is no better alternative to strengthening the rural economy than cooperative societies. Almost 18 lakh families are associated with cooperative societies, of whom 2 lakh belong to self-help groups. Among self-help group members, 88 per cent are women.
  • The amount of capital with self-help groups has to be increased from Rs 30,000 crore to Rs 1 lakh crore. For this we have to work very hard. The process has to be transparent, there has to be a discipline. There needs to be regular auditing too.
  • Some crucial steps need to be taken, like computerisation, training, improvement in administration, improvement in internal structures, etc.
  • To find solutions to your problems, a high-level committee under the chief secretary would be formed, which would submit a report in six months.
  • It’s a good thing that the cooperative societies are being equipped with ATMs and mobile banks. These mobile banks, set up on cycle vans, will brings banking services to the doorsteps of those locking access to banks.
  • Some people just give orders to bring about digitisation. But we have made that into a reality. Bengal is number one in India in terms of digitisation.
  • Bengal is number one in e-governance. Though having different viewpoints, the Central Government has had no option but to bestow the award for being the best in e-governance on Bengal.
  • The Bengal Government has given 69 lakh Kisan Credit Cards to farmers in the state, of which 26 lakh have been distributed by the cooperative societies. The cooperative societies have helped the State Government a lot in procuring paddy directly from farmers; they have procured 28 lakh metric tonnes from farmers.
  • A lot more warehouses need to be constructed. There is scope for the cooperative societies to improve much on all aspects of their working.
  • Our government has absolved farmers from paying back their loans. Farmers are our pride. The government provides them all possible help. To the flood-affected farmers, we have gives Rs 1,200 crore. From Rs 91,000 during 2010-11, the average annual income of farmers in Bengal has climbed to Rs 2 lakh.
  • This year, the government has decided to advance loans to the tune of Rs 1,000 crore to the cooperative societies. The societies should be given more opportunities.
  • Sufala Banks have been set up. Earlier, the capacity for storing foodgrains in warehouses was 8 lakh metric tonnes, now it has been increased by another 30,000 metric tonnes. The business of cooperative banks has increased to Rs 1,000 crore annually. In the coming days, it is the cooperative societies of Bengal that will show the way for the rest of the country.
  • During demonetisation, people had to face a lot of trouble. They could neither deposit money nor take loans. We had even appealed to the President about this.
  • The cooperative banks have to be more proactive. Our government will always help them to become the best in the country. All government scholarships are given out through banks. If you improve the standards of your banks, we would be able to distribute scholarship money through cooperative banks too.
  • If cooperative banks are able to give out interests on deposits and loans on time, they can become as powerful as public-sector banks. You should see to it that the people’s money is safe in your hands. The money should not be wasted on purpose. The cooperative banks should be careful to not incur any losses.
  • I appeal to the banks to extend more loans to farmers and to self-help groups, so that they are able to work properly. My firm belief is that, one day, the cooperatives of Bengal will become the model for the whole country.

 

 

গ্রামীণ অর্থনীতিকে মজবুত করার জন্য সমবায় সমিতির কোন বিকল্প নেইঃ মুখ্যমন্ত্রী

আজ নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে সমবায় দপ্তরের উদ্যোগে ‘আর্থ-সামাজিক উন্নয়নে সমবায়’ শীর্ষক আলোচনা সভার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

গত সাড়ে ছয় বছরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সমবায় দপ্তর বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের নজির সৃষ্টি করেছে।

সমবায় দপ্তর যে নতুন উদ্যোগটি নিয়েছে, তার নাম হল ‘সুফলা’। এই উদ্যোগের উদ্দেশ্য হল চাষিরা যাতে তাদের উৎপাদনের সঠিক মূল্য পান, পাশাপাশি ক্রেতারাও যাতে ন্যায্য মুল্যে সঠিক মানের দ্রব্য পান। প্রচুর শীতল ঘর ও বীজ প্রক্রিয়াকরণ কেন্দ্র তৈরী করা হয়েছে, যা চাষিদের জন্য খুব উপযোগী হিসেবে প্রমানিত হয়েছে।

তাঁর বক্তব্যের কিছু অংশঃ

 

  • গ্রামীণ অর্থনীতিকে মজবুত করার জন্য সমবায় সমিতির কোন বিকল্প নেই। প্রায় ১৮ লক্ষ পরিবার এই সমিতির সাথে যুক্ত আছে এর মধ্যে রয়েছে ২ লক্ষ স্বনির্ভর গোষ্ঠী।স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের মধ্যে ৮৮% মহিলা।
  • সমবায় সমিতির আমানতের পরিমাণ ৩০ হাজার কোটি টাকা থেকে ১ লক্ষ কোটি টাকা করতে হবে। এটা করার জন্য অনেক পরিশ্রম করতে হবে। শৃঙ্খলার মধ্যে দিয়ে করতে হবে, স্বচ্ছতা বজায় রাখতে হবে, নিয়মিত অডিট করতে হবে।
  • বেশ কিছু পদক্ষেপ নিতে হবে। যেমন – কম্পিউটারাইজেশন, কর্মচারীদের প্রশিক্ষণ দেওয়া, পরিচালন ব্যবস্থা উন্নয়ন, আভ্যন্তরীণ বিকাশ ইত্যাদি।
  • আপনাদের সব সমস্যা দেখার জন্য মুখ্য সচিবের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের কমিটি তৈরি করা হবে। ৬ মাসের মধ্যে রিপোর্ট জমা দেবে এই কমিটি।
  • এ টি এম ও ভ্রাম্যমাণ মোবাইল চালু করা হল, নিঃসন্দেহে এটা খুব ভালো কাজ। যারা ব্যাঙ্কের পরিষেবা পায় না সেখানে এগুলো চালু করুন তাহলে এই মোবাইল ভ্যান গুলো সেখানকার মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিতে পারবে।
  • কেউ কেউ মুখে বলে ডিজিটাল করো, কিন্তু করতে পারে না। আমরা কাজে করে দেখাই। ডিজিটাইজেশনে আজ ভারতের মধ্যে বাংলা ১ নম্বরে।
  • ই-গভর্ন্যান্সে আজ বাংলা ১ নম্বরে। মতের মিল না হলেও আমাদের কাজের জন্য কেন্দ্রীয় সরকার আমাদের এই পুরস্কার দিতে বাধ্য হয়েছে।
  • সরকার ৬৯ লক্ষ কিশান ক্রেডিট কার্ড দিয়েছে তার মধ্যে ২৬ লক্ষ কিশান ক্রেডিট কার্ড বিতরণ করেছে সমবায় সমিতি। ধান উৎপাদনে সমবায় সমিতিগুলি কৃষকদের থেকে সরাসরি ধান কিনতে সরকারকে অনেক সাহায্য করেছে। কৃষকদের কাছ থেকে এবার ২৮ লক্ষ মেট্রিক টন ধান নিয়েছে এই সমিতিগুলি।
  • আরও বেশি ওয়্যার হাউসিং তৈরি হোক, যাতে গোডাউনের সংখ্যা বাড়ে এবং আগামী দিনে আরও বেশি উৎপাদন ও কাজের মধ্যে দিয়ে আপনারা শ্রেষ্ঠত্বের শিরোপা পেতে পারেন।
  • কৃষিজমির খাজনা আমরা মুকুব করে দিয়েছি। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের আমরা ১২০০ কোটি টাকা ক্ষতিপূরণ দিয়েছি।কৃষকরা আমাদের গর্ব। সরকার কৃষকদের সবরকম সহযোগিতা করছে। ২০১-১১ সালে কৃষকদের আয়ের পরিমাণ ছিল ৯১ হাজার টাকা এখন তা বেড়ে হয়েছে ২ লক্ষ টাকা।
  • এই বছরে স্বনির্ভর গোষ্ঠীগুলিকে দেওয়ার জন্য ১০০০ কোটি টাকা ঋণ ধার্য করা হয়েছে। স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আরও বেশি করে সুযোগ দেওয়া উচিত।
  • সরকারী হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পাওয়া যায়। স্বনির্ভর গোষ্ঠীগুলিকে স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় আনা হবে। তারা বছরে ৫ লক্ষ টাকা করে স্বাস্থ্য বীমা পারবে।
  • ‘সুফলা’ ব্যাঙ্ক তৈরি করা হয়েছে। আগে শস্য সংরক্ষণ ক্ষমতা ছিল ৮ লক্ষ মেট্রিক টন, আরও ৩০০০০ মেট্রিক টন বাড়ানো হয়েছে। ব্যবসা বেড়েছে ১ হাজার কোটি টাকা। আগামী দিনে এই সমবায় ব্যাঙ্কগুলি সারা ভারতবর্ষকে পথ দেখাবে। সমবায় সমিতিগুলো সমাজের গর্ব হোক।
  • নোট বন্দির সময় মানুষ অনেক সমস্যায় পরেছিলেন, টাকা জমা দিতে পারছিলেন না, ঋণ নিতে পারছিলেন না, তখন আমরা রাষ্ট্রপতির কাছে গিয়ে আর্জি জানিয়েছিলাম।
  • সমবায় দপ্তরকে আরও সক্রিয় হয়ে ভালো করে কাজ করতে হবে। তাদের ১ নম্বর স্থানে নিয়ে যাওয়ার জন্য সব রকম সাহায্য করবে সরকার। আমরা সব স্কলারশিপের টাকা ব্যাঙ্কের মাধ্যমে দিই, আপনারা স্বাবলম্বী হলে আমরা আপনাদের মাধ্যমে এই টাকা গুলো দিতে পারব।
  • সময়মতা জনগণের টাকা ফেরত দিলে, সময়মতা ঋণ দিতে পারলে এই সমবায় সমিতিগুলো রাষ্ট্রীয় ব্যাঙ্কের মত শক্তিশালী হবে। মানুষের টাকা যাতে আপনাদের কাছে সুরক্ষিত থাকে তা দেখতে হবে। কেউ যেন এই টাকা তছনছ না করে, লোকসান যাতে না হয় সেদিকে নজর রাখতে হবে।
  • সমবায় সমিতিগুলোর কাছে অনুরোধ কৃষক ও স্বনির্ভর গোষ্ঠীদের আপনারা বেশি করে ঋণ দিন, যাতে তারা ভালো করে কাজ করতে পারে। আমার বিশ্বাস সারা ভারতে একদিন মডেল হবে এই সমবায় সমিতিগুলি।

Vision 2020: Bengal’s master plan for arsenic-free water

The Bengal Government has drawn up a master plan for providing arsenic-free water to all arsenic-affected, called Vision 2020, said the Public Health Engineering Minister, Subrata Mukherjee, at a recent function.

The plan has been drawn up in consultation with the Arsenic Task Force. The plan is being implemented by the Public Health Engineering (PHE) Department.

The State Government’s funds as well as funds from the Asian Development Bank (ADB) and Japan International Cooperation Agency (JICA) are being used to address the issue of arsenic contamination of groundwater.

The State Government has already started implemented the master plan. Sixty one per cent of the work is complete, said the minister, and by 2020 things will improve a lot.

As a part of this, arsenic-removal units have been attached to approximately 400 tube wells by the State Government. Then, the department is extracting water from rivers through pipes and then treating it in modern treatment plants before supplying it for drinking purpose, to prevent arsenic contamination.

In places where a river remains dry during certain times of the year, the department is using submersible pumps to extract water and then purify it in treatment plants before supplying it to people for drinking.

Another step being taken by the PHE Department, according to the minister, is the setting up water ATMs at all district hospitals and institutions across the state.

The Arsenic Task Force is an advisory body set up by the State Government and comprises of experts from various academic and research institutes of Bengal and representatives of various State and Central Government departments like the Pollution Control Board, Health and Family Welfare, Surface Water Investigation, GSI, Department of Science and Technology and the referral State Government-run SSKM Hospital.

It coordinates and interacts with various sectors for the successful implementation of arsenic-removal programmes in Bengal.

There needs to be, too, strict vigilance by the law-enforcing authorities and effective mass awareness campaigns to sensitise the people regarding these arsenic-removal kits.

It has also been recommended to look at alternative sources of water for villages and districts where the arsenic level in ground water is high.

 

আর্সেনিক মুক্ত পানীয় জলের জন্য মাস্টার প্ল্যান

আর্সেনিক কবলিত অঞ্চলগুলিতে আর্সেনিক মুক্ত পানীয় জল সরবরাহ করতে মাস্টার প্ল্যান তৈরী করল রাজ্য সরকার। এই প্ল্যানের নাম দেওয়া হয়েছে ভিশন ২০২০। আর্সেনিক টাস্ক ফোর্স-এর পরামর্শে এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। কাজটি করবে জনস্বাস্থ্য কারিগরী দপ্তর।

এর জন্য খরচ যোগাবে রাজ্যের তহবিল, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক ও জিকা।

বিভিন্ন প্রতিষ্ঠান ও গবেষণাকেন্দ্রের বিশেষজ্ঞদের নিয়ে এই আর্সেনিক টাস্ক ফোর্সটি গঠন করেছে রাজ্য সরকার। এই প্রতিষ্ঠানগুলি হল, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ, সারফেস ওয়াটার ইনভেস্টিগেশন বিভাগ, জিএসআই, বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তর, এসএসকেএম হাসপাতাল।

ইতিমধ্যেই ভিশন ২০২০-এর ৬১ শতাংশ কাজ হয়ে গেছে। রাজ্যের প্রায় ৪০০ টিউবওয়েলে আর্সেনিক রিমুভাল কিট লাগিয়েছে সরকার। এই কীটগুলি ব্যবহারের জন্য সচেতনতার প্রসারও করবে রাজ্য সরকার।

যেসব গ্রামে জলে আর্সেনিকের মাত্রা বেশি, সেখানে ভিন্ন কোনও উৎস থেকে জল ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে মানুষকে।

Source: Millennium Post, India Today