সংগ্রামই জীবন: অভিষেক বন্ধোপাধ্যায়

যত মত তত পথ, যত্র জীব তত্র শিব, যতদিন বাঁচি ততদিন শিখি, উক্তিগুলি ভগবান শ্রীরামকৃষ্ণের। সভ্যতার শ্রেষ্ঠ অবদান মানবজীবন এবং তাঁর বাণী। প্রাচীন সভ্যতার তীর্থ ভারতে দূর অতীতের শ্রীমদভাগবতগীতাতে আছে ভগবান যুগে যুগে ধর্মের গ্লানি বিমোচন, দুর্বৃত্তের বিনাশ ও সত্য ধর্মকে প্রতিষ্ঠা এবং সুরক্ষার জন্য আবির্ভূত হন অবতার হয়ে।

আধুনিক বিশ্ব পরিস্থিতি ও ভারতীয় সভ্যতার মহিমাময় আদর্শের অবক্ষয় ও অপমৃত্যুর সংকট মুহূর্তে পরমপুরুষ শ্রী রামকৃষ্ণের আবির্ভাব এমন একটি বাস্তৱ ঘটনা।

জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় যৌবন। যৌবন জীবনের একটি সন্ধিক্ষণ, বৃহত্তর জীবনে প্রবেশের সময় এটা। যুবকরা শুধু সমাজের নয়, সমগ্র জাতির বলিষ্ঠতম অংশ বিশেষ।তাই যুবকদের সামাজিক দায়িত্ব পালন করতে হয় যথেষ্ট নিষ্ঠার সঙ্গে। আমাদের সমাজ সুপ্রাচীন ঐতিহ্যের অধিকারী।তবু বিশ্লেষণ করলে দেখা যাবে এর চতুর্দিকে কুসংস্কার, জাতিভেদ, অশিক্ষা-কুশিক্ষা, দারিদ্র ও নিপীড়ন। এসবের মধ্যেই মাঝে মাঝে নেমে আসে প্রকৃতির অভিশাপ ক্ষরা, বন্যা, ভূমিকম্প ইত্যাদি। ফলস্বরূপ দেখা যায় কত মানুষের গৃহহীন দুরবস্থার চিত্র। এই অবস্থায় সেবাদর্শের অনুভব নিয়ে জাতির বলিষ্ঠতম অংশ অর্থাৎ যুব সমাজ যদি এগিয়ে না আসে তাহলে আর কে আসবে।

স্বামী বিবেকানন্দের মতে, ত্যাগ বৈরাগ্যই ভারতের সনাতন আদর্শ। সাহস, আত্মবিশ্বাস নিয়ে সমাজসেবাই মুক্তির পথ। স্বামীজীর উদাত্ত ঘোষণা “মানুষের জন্ম প্রকৃতিকে জয় করার জন্য, তাকে অনুসরণ করার জন্য নয়। শিবজ্ঞানে জীব সেবা।” আমরা যুবকরা দেশ ও জাতির ভবিষ্যৎ। মানব জীবন ফুলের পাপড়ি বিছানো পথে চলে না, সংগ্রামই জীবন। বর্তমানে জীবন দারুন প্রতিযোগিতাপূর্ণ।

বর্তমানে নিজের ঘর নিজেকেই বাঁধতে হয় তাই পৌরুষই যুবকের শ্রেষ্ঠ মূলধন। পৌরুষ অর্জিত হয় গভীর মনোযোগে, নিরন্তন অভ্যাসে, নিরলস কর্মে, সময়নিষ্ঠায়, এবং বিনম্র আনুগত্যে।বলা বাহুল্য এগুলোই শৃঙ্খলাবোধ ও নিয়মানুবর্তিতারই স্বর্ণ ফসল। পৌরুষ অর্থে বীর সংকল্প, সুক্ষ বিচার বুদ্ধি, অনুশীলন ও সৃজন শক্তি, কর্মনিষ্ঠা, চিত্তের সুকুমার বৃত্তিগুলির পরিচর্যা ও পরিস্ফুটন, লোক ব্যবহারে সৌজন্য, শিষ্টতা ও সামাজিক বোধ, এবং দায়িত্ব ও কর্তব্যে সচেতনতা প্রভৃতির সম্মিলিত রূপটি পৌরুষ বা পরিপূর্ণ মনুষ্যত্ব। যৌবনেই এগুলো আয়ত্তের প্রকৃষ্ট সময়। আর তা শৃঙ্খলাবোধ বা নিয়মানুবর্তীতারই আশীর্বাদ। দায়িত্বচেতন ও কর্তব্যনিষ্ঠ যুবক দেশ ও জাতির গৌরব। যৌবন তারুণ্যের প্রাণশক্তিতে ভরপুর। শক্তি ও উদ্দীপনার মিলিত প্রয়াসে যুবকদের সর্বশক্তি নিয়োগ করে দেশ ও সমাজের কল্যানে আত্মনিয়োগ করতে হবে। আমরা যুবকরাই ভবিষ্যৎ ভারতবর্ষের স্রষ্টা। বর্তমানে দেশের নাগরিক। আমাদেরই সমৃদ্ধ ভারত গঠন করতে হবে।

আমাদের যুবকদের বুঝতে হবে রাজনীতিতে কি? জীবনে খ্যাতি ও প্রতিষ্ঠা অর্জনে আর দশটা বৃত্তির মতো রাজনীতিও যেন একটা পেশা মাত্র, এ পেশায় আদর্শ ও অনুভূতির চেয়ে কূটনৈতিক পারদর্শিতায় বেশি প্রয়োজন, সাধারণ মানুষের কাছে রাজনীতি ক্রমশ এই তাৎপর্যই লাভ করতে শুরু করেছে। আজ তাই রাজনীতি বা রাজনীতিকদের প্রতি সাধারণ মানুষের অর্থাৎ জনসাধারণের তেমন শ্রদ্ধার ভাব নেই। যুবকদের এটাও বুঝতে হবে রাজনীতি কোনো পেশা নয়। স্বদেশসেবার পরম আদর্শ রাজনীতি সম্মান দেবে, সমাজে বিত্ত ও প্রতিষ্ঠা লাভের সুযোগ করবে, এই পেশাদারি মোহ থাকলে চলবে না।

মহাত্মা গান্ধী যেমন রাজনীতিকে বলেছেন, ‘ধর্ম’, নেতাজি সুভাষচন্দ্র বসুও তেমনই রাজনীতির সংজ্ঞা দিয়েছেন, ‘সম্মিলিত সাধনা’ তথা ‘Collective Sadhana’ নামে। ধর্ম বা সাধনার আবেদন পেশাদারিতে নয়-আদর্শানুরাগের নিষ্ঠা ও হৃদয়ের অনুভূতিতে। যুবকদের মনে রাখতে হবে রাজনীতি পেশা নয়-আদর্শ ব্রত। মানুষের উপকারে নিঃস্বার্থভাবে কাজ করতে হবে। রাজনীতিকদের মন যখন আদর্শানুরাগের অনুভূমিততে পূর্ণ হয়ে ওঠে, তখন মান যশ প্রতিস্ঠার কোনোও আকাঙ্খা তাকে প্রলুব্ধ করতে পারে না। আদর্শানুরাগ, জানসেবাব্রতীর জীবনকে যখন সুরভিত করে তোলে তার জীবন তখন দুর্জয় প্রচেষ্টায় দুঃসাহসিক অভিযান হয়ে ওঠে নিঃশঙ্ক ও নির্ভীক। জেনে রাখবে আদর্শের মৃত্যু নেই, আদর্শ-মৃত্যুঞ্জয়ী।

আমাদের দেশে শত শত মহাপুরুষ জন্মেছেন অথচ তাঁদের আবির্ভাব সত্ত্বেও আজ দেশ কি শোচনীয় অবস্থায় পরে আছে। জাতিকে বাদ দিয়ে ব্যক্তিদের কোনো স্বার্থকতা নেই-একথা আজ আমাদের সকলকে বুঝতে হবে আর এজন্যই আজ চাই ‘সম্মিলিত সাধনা-Collective Sadhana’।

আমরা যদি পৃথিবীর ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখব বিভিন্ন দেশে ও কালে কালে বহু উন্নত জাতি ও সভ্ভতার সৃষ্টি হয়েছে কিন্তু আজ সেসব দেশের ভূগোল বেঁচে আছে বটে, কিন্তু ইতিহাস স্থানলাভ করেছে প্রত্নতত্ত্বের জীর্ণ পাতায়। যেমন মিশর দেশটি আছে, পিরামিডও আছে কিন্তু অতীতের মিশরের প্রানধারা বেঁচে নেই ; ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান আছে কিন্তু ব্যাবিলনীয় সভ্যতা নেই ; তেমনি গ্রিস আছে গ্রিসের স্থাপত্য আছে কিন্তু গ্রিক সভ্যতার আত্মা আজ বেঁচে নেই। কিন্তু শত বিপর্যয়ের মধ্যেও ভারতবর্ষের জীবনস্রোত অবিচ্ছিন্ন রয়েছে। হাজার হাজার বছর আগেকার অর্থাৎ অতীতকাল থেকে আজকের দিনেও ভারতবাসীর জীবনে ইতিহাস ও সংস্কৃতির ধারা অবিচ্ছিন্ন রয়েছে।

যৌবন শক্তি চির অশান্ত, চির অবুঝ। অকারণে ঔদ্ধত্য, অপ্রয়োজনে দুর্বার বিদ্রোহ, চির-চাঞ্চল্যের উদ্দাম প্রানধারার ঊর্মিমুখর অপরিমিত উচ্ছাস-ইটা যৌবনের ধর্ম। যৌবন ভাঙতে পারে আবার গড়তেও পারে, আত্মবিলোপ করতে পারে, আবার আত্মবিকাশও করতে পারে। যৌবনের এই ধর্মকে স্মরণ রেখেই যুব আন্দোলনের মূল আহ্বান হওয়া উচিত বন্ধন থেকে মুক্তি, সংস্কার ও চিরাচরিত প্রথার বিরুদ্ধে বিদ্রোহ, মানবতা বিরোধী স্বেচ্ছাচারের বিরুদ্ধে অভ্যুত্থান।

স্বামীজীর ভাবাদর্শে একাগ্র চিত্রে স্মরণ মনন করে আজ বাংলা তথা ভারতবর্ষের একমাত্র অবিসংবাদী নেত্রী মমতা বন্ধোপাধ্যায়। আর আমি ব্যক্তিগতভাবে তাঁর আদর্শ ও অনুপ্রেরণা সর্বোপরি মানবসেবায় দিদির পথই আমার পথ।

 

Singur landowners to get back land after Durga Puja: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee today said landowners in Singur will get possession of land after Durga Puja festival.

“After Puja all land owners will get their land back. It will be fit for agriculture,” Chief Minister said after an administrative review meeting here in Hooghly district.

She said she was happy to be part of the fight of farmers who were getting back their land.

1,768 land owners have so far taken cheques from the government while 10,747 ‘parchas’ (land deeds) have been given so far, Partha Chatterjee said.

 

সিঙ্গুরের চাষীরা পুজোর পরে চাষযোগ্য জমি পাবেন:‌ মমতা

পুজোর পর সিঙ্গুরের জমি চাষযোগ্য করে কৃষকদের ফিরিয়ে দেওয়া হবে। বৃহস্পতিবার চূচূঁড়া ময়দানে এক সভায় একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

হুগলি জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, ২১ অক্টোবরের মধ্যে সিঙ্গুরের জমি চাষের উপযুক্ত করে তুলতে হবে। এই লক্ষ্যমাত্রা সামনে রেখে সব দপ্তরকেই কাজ জোরদার করতে হবে।

‘‌রাজনৈতিক স্থিরতা মানেই উন্নয়নে গতিশীলতা। আর সবাই ভাল না থাকলে আমি ভাল থাকি না’‌, বলেন মুখ্যমন্ত্রী। সিঙ্গুর প্রসঙ্গ টেনে বলেন, সিঙ্গুরের মানুষ জমি ফিরে পেয়েছেন। তাঁরা পরচা পেয়েছেন, চেকও দেওয়া হয়েছে। পুজোর পরে জমিও ফিরিয়ে দেওয়া হবে। সেখানে তাঁরা চাষ শুরু করতে পারবেন।

Mamata Banerjee releases Jago Bangla Festive Edition

Trinamool Chairperson Mamata Banerjee launched the Festive Edition (‘Pujabarshiki’) of Jago Bangla today at a colourful ceremony at Nazrul Mancha.

Like every year, the cover of the Festive Edition has been designed by Mamata Banerjee.

This year’s edition has articles by party functionaries, intellectuals and veteran columnists.

The Trinamool Chairperson has penned her thoughts on the recently concluded Assembly elections which Trinamool won with a landslide margin, negating all the smear campaigns and conspiracies.

The salient points from her speech at the launch function:

  • Today is Mahalaya. My festive greetings to all.
  • My heartfelt gratitude to all those who contribute articles to Jago Bangla.
  • The Jago Bangla 2016 Festive Edition is no less than the Sharadiya Editions of other newspapers.
  • We are lucky today to have Dwijen Da and Sandhya Di here today who have been associated with the Mahalaya radio programme.
  • There is no substitute for the Chandi Path and songs on Mahalaya.

 

জাগো বাংলার উ९সব সংখ্যা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী

আজ নজরুল মঞ্চে জাগো বাংলার উ९সব সংস্করণের প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রতি বছরের মত, উ९সব সংস্করণের প্রচ্ছদটি তিনি নিজেই ডিজাইন করেছেন।

প্রত্যেকবারের মতই এবছরও উৎসব সংখ্যায় দলের নেতারা ছাড়াও লেখা দিয়েছেন বিশিষ্টজনেরা।

এই বছরের সংস্করণে, সমস্ত কুৎসা ও অপপ্রচারকে নস্যাৎ করে বিধানসভা নির্বাচনে তৃণমূলের বিপুল জয় নিয়ে কলম ধরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তাঁর বক্তব্যের কিছু অংশঃ 

  • আজ মহালয়া। সকলকে আমার শুভেচ্ছা ও অভিনন্দনঃ
  • যারা জাগো বাংলার জন্য নিয়মিত লেখেন তাদের সকলকে আমার আন্তরিক অভিনন্দন
  • জাগো বাংলার উ९সব সংখ্যা শারদীয়া সংখ্যা বা অন্যান্য পত্রিকার থেকে কোন অংশে কম নয়
  • দ্বিজেনদা, সন্ধ্যাদি যারা মহালয়ার রেডিওর অনুষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন তাদের আজ এই মঞ্চে কে পেয়ে আমরা খুব আনন্দিত
  • মহালয়ার গান, চণ্ডীপাঠের কোন বিকল্প হয় না

 

 

 

 

A new Biswa Bangla store opens at Park Street, Kolkata

Bringing under one roof the whole gamut of the creative genius of Bengal – ranging from handloom-handicrafts to literature – a new “Biswa Bangla” store was thrown open to the public today at Park Street, Kolkata.

Traditional sarees, beautiful handloom products and hand-crafted marvels of Bengal, and Darjeeling tea as well as Bangla books, CDs of Bengali music and classic films will be available at the Biswa Bangla store.

It is expected to be the one-stop shop for everything Bengali – an initiative that is aimed at catering to domestic consumers as also building brand Bengal in the international market.

This is the eighth showroom of ‘Biswa Bangla’. Other showrooms are located at Dumdum Airport (domestic and international), Dakshinapan Shopping Complex, Bagdogra Airport, Rajarhat, Darjeeling and New Delhi.

 

 

পার্ক স্ট্রিটে যাত্রা শুরু নতুন বিশ্ব বাংলা শোরুমের

পুজোর আগে পশ্চিমবঙ্গবাসীদের জন্য সুখবর। কলকাতার প্রাণকেন্দ্র পার্কস্ট্রিটে খুলে গেল বিশ্ব বাংলার নতুন শোরুম। এবার  এক ছাদের তলায় পেয়ে যাবেন বাংলার হস্তশিল্প থেকে শুরু করে তাঁত, বই এমনকি আকর্ষণীয় খাদ্যসামগ্রীও।

বাংলার ঐতিহ্যবাহী শাড়ি, সুতির বস্ত্র, হস্তশিল্প থেকে দার্জিলিংয়ের চা, বাংলা বই, গানের সিডি, পুরোনো দিনের সিনেমার ডিভিডি সবই পাওয়া যাবে এখানে।

আশা করা যায় পর্যটকদের অন্যতম গন্তব্য হয়ে উঠবে বিশ্ব বাংলার এই শোরুম। দমদম বিমানবন্দর (আন্তঃদেশীয় ও আন্তর্জাতিক), দক্ষিণাপন শপিং কমপ্লেক্স, বাগডোগরা বিমানবন্দর, রাজারহাট, দার্জিলিং এবং দিল্লির পর বিশ্ব বাংলার অষ্টম শোরুম এটি।

 

State to set up green corridor in Jalpaiguri to create employment

The state government is planning to set up green corridor at Mal sub-division of Jalpaiguri district adjacent to Garumara sanctuary which will not only present pollution free environment but will also create employment in the area.
The district administration has a plan to start the work of setting up green corridor in various blocks of Jalpaiguri after Pujas.

Around 5 lakh people from across the state and abroad visit Dooars every year. The proposed green corridor would come up in the area like Lataguri, Moulani under Mal block and Batabari, Baradighi and Chalsa and other adjoining areas of Metli block.

Local families, hotels, resorts, schools would be included in the project. Various bio-degradable elements, kitchen produces collected from the hotels and resorts could be utilised for preparing organic manure.

জলপাইগুড়ি জেলায় সবুজ করিডোর বানানোর উদ্যোগ রাজ্যের

পশ্চিমবঙ্গ সরকার পরিকল্পনা নিয়েছে জলপাইগুড়ি জেলার মাল মাহকুমায় গরুমারা অভয়ারণ্য লাগোয়া অঞ্চলে একটি সবুজ করিডোর তৈরী করার। এর ফলে পরিবেশ দূষণ যেমন কমবে, তেমনি কর্মসংস্থানও তৈরী হবে।

দূর্গাপুজোর ঠিক পরেই এই সবুজ করিডোর তৈরীর কাজ শুরু করবে জেলা প্রশাসন। মাল ব্লকের লাটাগুড়ি, মৌলানি, মেটলী ব্লকের বাটাবাড়ি, বড়দিঘি, চালসা অঞ্চলে সবুজ করিডোর তৈরী হওয়ার কথা।

দেশি ও বিদেশি মিলিয়ে আনুমানিক পাঁচ লক্ষ পর্যটক প্রতি বছর জলপাইগুড়ি আসেন। এর ফলে তারাও উপকৃত হবে।

এই অঞ্চলের বিভিন্ন পরিবার, স্কুল, হোটেলগুলিকে এই সবুজ করিডোরে যুক্ত করা হবে। হোটেল বা বাড়িগুলি থেকে বিভিন্ন বায়ো-ডিগ্রেডেবল আবর্জনা সংগ্রহ করে জৈবিক সার উৎপাদন করা হবে।

No shutdown in Hills: Mamata Banerjee

In a bid to foil the bandh called by the Gorkha Janmukti Morcha (GJM) in Darjeeling Hills, West Bengal Chief Minister Mamata Banerjee on Tuesday said there will be no shut down in the hills.

“Bengal’s economy was affected by bandhs. There was enough bandh politics. There should be no more bandhs and blockades,” she said at a gathering in Murshidabad.

Three ministers of the West Bengal Cabinet, Goutam Deb, Rabindranath Ghosh and James Kujur are in the Hills to monitor the situation. The Bengal Government has also decided to enforce a three-day pay cut for it’s employees in Darjeeling who will not attend their offices during the bandh in the Hills.

Trinamool Congress organised a rally yesterday requesting people to maintain normalcy of life during the bandh.

 

পাহাড়ে বনধ বরদাস্ত নয়: মমতা

গোর্খা জনমুক্তি মোর্চার ডাকা বনধকে নস্যা९ করে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার বলেন পাহাড়ে বনধ বরদাস্ত করব না।

মুর্শিদাবাদের জনসভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, “বনধের কারণে বাংলার অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়। এতদিন অনেক বনধের রাজনীতি হয়েছে। আর কোন বনধ নয়”।

পশ্চিমবঙ্গ মন্ত্রীসভার তিনজন মন্ত্রী গৌতম দেব, রবীন্দ্রনাথ ঘোষ এবং জেমস কুজুরকে পাহাড়ের পরিস্থিতির ওপর নজর রাখার দায়িত্ব দেওয়া হয়েছে। বনধের কারণে দার্জিলিঙে যেসকল রাজ্য সরকারী কর্মচারী অনুপস্থিত থাকবে তাদের তিন দিনের বেতন কেটে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

বনধের সময় জনজীবন স্বাভাবিক রাখার আবেদন জানিয়ে গতকাল একটি মিছিলের আয়োজন করেছিল তৃণমূল কংগ্রেস।

Help us revive Murshidabad’s lost glory: Mamata Banerjee in Baharampur

Bengal Chief Minister Mamata Banerjee inaugurated and laid the foundations stones for a bouquet of development projects for Murshidabad district today from a Government programme at Baharampur Stadium. This was her first visit to the district after taking oath as chief minister for a second term.

The projects included, among others, Krishak Bazaars, Karma Tirthas, power sub-stations, police stations, road projects, girls’ hostels, new government buildings and water supply projects, including solar-powered ones. The Chief Minister also distributed several benefits like cycles under Sabuj Sathi, agricultural machinery, land pattas, and financial grants under Kanyashree, Yuvashree and Sikshashree.

Trafficking of women

During her speech after the inaugurations, the Chief Minister made a strong pitch for stopping the trafficking of women, which is a major social issue in the region. As she proudly proclaimed, “Girls are our assets, our pride”.

She said, “Girls are our future. They are our pride. Do not belittle them. Let them stand on their feet”.

Development of Murshidabad

Mamata Banerjee stressed on the aspect of development all through her speech, something that has been the hallmark of her governance – development that has led to a social and industrial revival of Bengal.

She mentioned the numerous successes of this successful approach to governance.

She said that institutional delivery has gone up to 92% in the State as a whole. Fair-price medicine shops, multi super-speciality hospitals, critical care units (CCUs) and sick newborn stabilisation units (SNSUs) have been set up; beds and medicines in all State government hospitals are free now.

Another innovative scheme that she mentioned is the one where the State Government “gives a sapling to parents whenever a baby is born”.

One crore 10 lakh minority students have received scholarships in Murshidabad district. Twenty-five Karma Tirthas are being set up in the district.

Eighty thousand people were distributed benefits from the stage. In Murshidabad district, 28,000 students have received cycles under the Sabuj Sathi scheme; the Kanyashree and Shikshashree schemes have benefitted thousands of girl students and SC/ST students, respectively.

Unemployed youth have availed of the Gatidhara scheme, wherein they have bought buses, autorickshaws and cars for public transport with the help of loans with easy-to-repay interest schemes. The Chief Minister mentioned that several vessels for water transport were launched today.

Another aspect of social responsibility that the State Government performs that found mention in her speech is that of giving “financial aid to the poor to perform the last rites of their deceased relatives”.

Rs 375 crore has been allocated for the Kandi Master Plan for flood management. Rs 479 crore has been allotted for other flood prevention measures in the district. She also said that her government is working with the Central Government, since the matter is under the jurisdiction of the Centre, to find a lasting solution the problem of river bank erosion of the Ganga.

She said that the State Government has decided to increase the number of cold storages and procurement centres in the district.

Chief Minister Mamata Banerjee also did not forget to touch on the aspect of the generous help her government has been giving to enable the traditional textile workers of the district to earn a respectable living through their work. “We are committed to help the various self-help groups and artisans”.

She also touched on another major issue in the district – cattle smuggling. She said that her government is making its best efforts and working with all concerned to stop this menace.

No politics in development

She said that Murshidabad, with its glorious history, definitely deserves better and so her government towards bringing back the glory, and that, importantly, “we must keep politics aside and work for development”.

She asked, “Why is Murshidabad district underdeveloped even after 69 years of independence?” She gave the answer herself when she said that “instead of hurling abuses at me, the Opposition should rather do even at least 1 per cent of the work that I have done in five years”.

She asked the people to work along with the government to “revive the glory of Murshidabad district”.

Festive season

At the end, the Chief Minister made a reference to the upcoming festive season – Durga Puja and Muharram, among others. She exhorted all to “maintain communal harmony during the festive season”.

She concluded her speech with “Sharod Subhechha to all”.

 

 

নারী পাচার বন্ধ করতে হবে: মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী

আজ মুর্শিদাবাদের বহরমপুরে গরু ও নারী পাচারের বিরুদ্ধে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী সেই সঙ্গেএকগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসও করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথমবার তিনি মুর্শিদাবাদে সভা করেন।

কৃষক বাজার, বিদ্যুৎ সাব স্টেশন, পুলিশ স্টেশন, জল সবরাহ প্রকল্প, রাস্তা, ছাত্রীদের হোস্টেল, হিমঘর সহ আরও অন্যান্য প্রকল্পের শুভ উদ্বোধন ও শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি সবুজ সাথী প্রকল্পে সাইকেল, কন্যাশ্রী, যুবশ্রী, শিক্ষাশ্রী, কৃষির যন্ত্রপাতি ও পাট্টা ইত্যাদি সরকারি পরিষেবাও প্রদান করেন মুখ্যমন্ত্রী।

নারী ক্ষমতায়ন

মুখ্যমন্ত্রী বলেন আমাদের নারী পাচার  বন্ধ করতে হবে। মেয়েদের জন্য কন্যাশ্রী প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। মেয়েরাই দেশের ভবিষ্যৎ,, ওরা আমাদের গর্ব। মেয়েদের অবহেলা করবেন না, ওদের নিজেদের পায়ে দাঁড়াতে দিন”।

মুর্শিদাবাদের উন্নয়ন

এই জেলার  উন্নয়ন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “বর্তমানে প্রসূতি মৃত্যুর হার অনেক কমেছে। মুর্শিদাবাদে CCU, SNSU তৈরি করা হয়েছে। এই জেলায় ৩টি মাল্টি সুপার স্পেশালটি হাসপাতাল তৈরি করা হয়েছে। ১.১০ কোটি সংখ্যালঘু ছাত্র-ছাত্রী স্কলারশিপ পেয়েছে। বাংলায় মোট ১৮৩ টি কর্ম তীর্থ তৈরি হচ্ছে এর মধ্যে মুর্শিদাবাদে তৈরি হচ্ছে ২৫টি।”

আজ এই সভা মঞ্চ থেকে প্রায় ৮০০০০ মানুষকে বিভিন্ন সরকারি পরিষেবা প্রদান করা হয়েছে। কৃষির যন্ত্রপাতি, ধামসা-মাদল দেওয়া হয়েছে। সবুজসাথী প্রকল্পের আওতায় এই জেলার আজ ৩০০০ ছাত্রছাত্রীকে সাইকেল দেওয়া হয়েছে। SC/ST ছাত্রছাত্রীদের জন্য চালু হয়েছে শিক্ষাশ্রী প্রকল্প। সরকারি স্কুলে ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে জুতো, বই দেওয়া হচ্ছে।

বর্তমানে সব সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধপত্রের ব্যবস্থা করা হয়েছে। গতিধারা প্রকল্পে বাস, গাড়ি ও অটোরিক্সা দিয়েছে সরকার।

কান্দি মাস্টার প্ল্যানের জন্য ৩৭৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং মুর্শিদাবাদ জেলায় বন্যা নিয়ন্ত্রণে ৪৭৯ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। গঙ্গা নদীর পাড় ভাঙন নিয়ে কেন্দ্রের সাথে কথা বলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। হিমঘরের সংখ্যা ও উৎপাদন কেন্দ্র বৃদ্ধি করার পরিকল্পনা নিয়েছে সরকার।

সন্তানের জন্মের পর তাদের বাবা মাকে একটি করে চারাগাছ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। গরীবদের আর্থিক সাহায্য দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বস্ত্রশিল্পের জন্য মুর্শিদাবাদ বিখ্যাত। রাজ্য সরকার এই শিল্পকে আরও উন্নত করবে বলে প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী।

বিরোধীদের উদ্দেশ্যে

স্বাধীনতার ৬৯ বছর পরেও মুর্শিদাবাদের কোন উন্নয়ন হয়নি কেন?আমার বিরুদ্ধে অভিযোগ না করে আমি ৫ বছরে যা কাজ করেছি তার ১ শতাংশ কাজ করে দেখান। উন্নয়নের মাধ্যমে মুর্শিদাবাদের হারিয়ে যাওয়া গৌরবকে ফরিয়ে আনতে এলাকার মানুষকে পাশে থাকার আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজনীতিকে পাশে রেখেই আমাদের উন্নয়নের জন্য কাজ করে যেতে হবে।

শারদ শুভেচ্ছা

উৎসবের দিনগুলিতে আমাদের সম্প্রীতি বজায় রাখার আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “সামনেই দুর্গা পুজো, দুদিন পরেই মহালয়া, সকলকে জানাই শারদ শুভেচ্ছা”।

 

 

State government undertakes special drive for ‘Nijo Griha’ scheme

A special drive has been taken by the State Government to expedite the construction of houses for the people from economically-weaker section in urban areas under the project ‘Nijo Griha’ scheme.

The state government aims to complete construction of 70,000 residential units in the next few years.

At the same time, an initiative has been taken to incorporate earthquake resistant measures during the planning and designing of the residential structures.

The work to prepare the Annual Implementation Plan and Detailed Project Report has started, with the assistance provided by the Municipal Engineering Directorate of the state government. The work will start in full swing after the Puja.

 

‘নিজ গৃহ’ প্রকল্পে নতুন উদ্যোগ রাজ্যের

নিজ গৃহ’ প্রকল্পের মাধ্যমে শহরাঞ্চলের অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে থাকা মানুষদের পাশে দাঁড়াল রাজ্য সরকার।
এই প্রকল্পের আওতায় রাজ্য সরকার আগামী কয়েক বছরের মধ্যে ৭০,০০০ বাড়ি তৈরির সংকল্প করেছে।  বাড়িগুলিতে যাতে ভূমিকম্প প্রতিরোধ ক্ষমতাও থাকে সেটিও নিশ্চিত করা হবে।
মিউনিসিপাল ইঞ্জিনিয়ারিং ডিরেক্টরেট এব্যাপারে কারিগরি সহায়তা দেবে। পুজোর পরেই পুরোদমে এই কাজ শুরু হবে।

 

Time has come for Maa-Mati-Manush govt in Tripura: Abhishek Banerjee

Trinamool Youth Congress National President Abhishek Banerjee addressed a massive rally in Agartala in Tripura today. The rally was held at Rabindra Bhawan in Choumuhoni area in the afternoon.

Tripura Pradesh Youth Trinamool Congress (TPYTMC) is observing September 23, that is, today, as ‘Day of Integrity’ between the tribal and non-tribal sections of the people of the State. This is in protest against the alleged ruling CPI(M)-conspired clash between the two sections in Agartala on the same day a month back. Trinamool Congress has launched a state-wide agitation against this.

Earlier, on August 9, 2016, the Trinamool Congress Chairperson had addressed a massive rally in Agartala.

In his speech, Abhishek Banerjee said that Trinamool Congress will form a Maa-Mati-Manush government in Tripura, and that the hammer, sickle and star are rusted now.

Contrasting the condition of Tripura with the massive development that West Bengal has witnessed under the leadership of Mamata Banerjee, he said, “How many multi super-speciality hospitals have the CPI(M) set up in 23 years? … I challenge Manik Sarkar to arrest us if what we have said is untrue!”

Referring to the chit fund scandal that had ravished West Bengal, Abhishek Banerjee said, “CPI(M) is the father of chit funds and Congress is the mother”. Continuing in the same vein, he said, “We no longer need this government of thieves”.

He once again stressed on the role of youth in politics, particularly on the importance that Trinamool Congress attaches to this section of the demographic, and said that the “youth will play a major role in the 2018 polls” in Tripura.

 

ত্রিপুরায় মা-মাটি-মানুষের সরকার গঠনের সময় এসেছেঃ অভিষেক বন্দ্যোপাধ্যায়

আজ ত্রিপুরার আগরতলায় একটি জনসভা করেন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। জনসভাটি হয়েছে রবীন্দ্র ভবনে দুপুর ১ টায়।

আজকের দিনটিকে ত্রিপুরা প্রদেশ যুব তৃণমূল কংগ্রেস বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে  ‘সংহতি দিবস’ হিসেবে পালন করছে।

সিপিএম ষড়যন্ত্র করে আগরতলার মানুষদের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে। এর বিরুদ্ধে  রাজ্যজুড়ে প্রতিবাদ কর্মসূচী শুরু করেছে তৃণমূল কংগ্রেস।

এর আগে গত ৯ আগস্ট তৃণমূল নেত্রী ত্রিপুরার আগরতলায় এক বিশাল জনসভা করেন।

এখানে তাঁর বক্তব্যের কিছু বিষয়ঃ 

  • দ্বিতীয় মা-মাটি-মানুষের সরকার আমরাই গড়ব ত্রিপুরায়
  • কাস্তে হাতুড়ি তারায় জং ধরে গেছে আর লাগবে না
  • গত ২৩ বছরে সিপিএম কটা মাল্টি সুপার স্পেশালটি হাসপাতাল তৈরি করেছে?
  • যদি মিথ্যা বলে থাকি মানিক সরকারের রাজ্যে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করছি যদি বুকের পাটা থাকে তাহলে মামলা করে জেলে পুড়ুক আমাদের
  • চিটফান্ড এর বাবা হল সিপিএম আর মা হল কংগ্রেস
  • এই চোরেদের সরকার আর নেই দরকার
  • ২০১৮ সালে যুব শক্তির ভুমিকা হবে অনস্বীকার্য

 

 

 

Bengal did not backtrack on GST: Amit Mitra

Q: Your state has been one of the biggest proponents of goods and services tax (GST). What happened, what went wrong, why did the state backtrack on the GST bill?

Dr Mitra: I don’t think that the state backtracked at all. There was a special session called for a very difficult and important subject—changing the name of the state—and that involved 3-4 hours of discussion. There was also a dengue issue which the opposition wanted to raise and Mamata Banerjee was gracious in having discussed at the democratic level that required several hours. We had a third topic which related to centre-state relations vis-àvis flow of funds.

Now if you have to do a GST in the middle of that one-day session it will require at least 2-3 hours of discussion, according to demands made by both sides of the floor. West Bengal led by Mamata Banerjee has been the biggest supporter of GST. It was we who helped the most not only in the Lok Sabha, but in the Rajya Sabha as well.

In 2009 in our manifesto we had GST. I believe you only need 50% states to ratify and it has been ratified and after the assembly session where we could not accommodate because of the local serious pressures of name change of the state, I have chaired an empowered committee meeting as finance minister of West Bengal where we called all the industry associations, company secretaries, chartered accountants and small and medium enterprises. So this is a work in progress.

Q: By when do you think would this be passed by your assembly?

Dr Mitra: Well, it is a matter of the next assembly meeting, whenever it comes, we will bring it up, but at this time there is practically no need to go through this process as a binding issue, because the President has already given assent. We are the most important supporters of the GST for the people of India.

Q: Which is why it came as a surprise to many and they said that possibly there are some issues that you want to sort out before you pass the bill.

Dr Mitra: Issues are parallel issues, issues which relate to federalism in India …. nothing to do with GST. For example, over Rs6,000 crore has not been received by the state including 100 days work compensation, so it is an ongoing process.

We have taken 26% equity in a deep sea port. We are also building our own state ports, there is a conversation going on.

In centre-state relations, we stand for federalism, this is an ongoing process. It is a different track altogether. As far as we are concerned, the government-to-government relawhat tionship goes on with its processes.

GST is for national interest and therefore Mamata Banerjee stood in support of it. That will continue and I continue to chair the empowered committee of finance ministers on behalf of my state. What is happening as far as the empowered panel meetings are concerned in terms of the discussion or rather the differences as far as a rate is concerned? Some states say it should be raised up to as much as to 24%, some say it should be around

Q: 18%. How are those discussions going; where do you think it will settle?

Dr Mitra: I think the key point is there are multiple rates given by researchers, so the chief economic advisor to the government of India suggested 15-15.5% in the average rate, then you had at one time National Institute of Public Finance and Policy suggesting 27% and there is the Vijay Kelkar committee report, which came as the first report on GST, suggesting 12%. This is a matter of revenue neutrality so that state revenue is preserved. Different states may have different views but has happened is the empowered committee has fully given support unanimously to the fact that we have two principles.

Principle one: GST rate should not be such that common people get inflationary pressure. What’s the point of GST, which at the end of the day is for the people?

Principle two: it should not be so low that states do not get revenue, centre has to compensate for 5 years and they don’t have the money to compensate. Despite constitutional process they may get into a problem, so it should be an optimal rate, not a maximal rate.

Q: Where is that optimal rate coming up to?

Dr Mitra: This is exactly what the GST council will debate in the coming weeks. I am sure it will be a full debate.

Q: Do you think between 20-22% is where it should land in terms of a cap?

Dr Mitra: It would be very difficult for me to hazard a number as a guess. It would be pre-empting the views of other state finance ministers.

Q: If I talk to you as the finance minister of Bengal, what would your view be?

Dr Mitra: I would not present the view here. I would present it at the GST council. The reason is, we have to discuss it, we have to listen to each other, only then after listening to arguments of each other along with the Union finance minister who is the chair of the GST council, will we arrive at a decision. It is too pre-emptive today for me to just give you a rate. It would be unfair and wrong.

I am not asking you to give me a rate and say that this is the rate that we will finalize because obviously it is a discussion, there are so many states and Union territories that would be discussing it. But from the perspective of a finance minister of a state, if you look at your revenue, if you look at the taxation system and stuff, where do you think the cap could come up to?

I don’t think I can hazard a number for you because as chairman of the empowered committee I cannot say, I just cannot give you a number. Let it come up in the GST council which is happening very soon, let it be discussed.

It is a national issue, this is a very serious issue. I have given you the principle which the empowered committee has defined unanimously—not so high that the industry passes that on to the consumer and there is inflationary pressure. In fact, during the discussion of the empowered committee with the chambers of commerce, one of the questions raised by finance ministers was, when taxes are raised industry tends to pass on those taxes to the consumers and why should they bear it?

Q: When taxes get lowered, will the industry pass this on to the consumers?

Dr Mitra: So, I would say that we have defined the principles at the empowered committee of all finance ministers across political parties and across states.

Q: For the panel there are two months to discuss and come up with a consensus as far as all the issues are concerned. Do you think that is a fair enough time?

Dr Mitra: It depends on the intensity with which this is conducted. If you are going to do it on a war footing every day, every week where everybody becomes available, attempt will be to see how this can come up within a certain space of time. Also it will depend on the number of industrial issues that come up. For example, today an industry has 5% value added tax (VAT) and now it is going to face X percent revenue neutral rate (RNR), that industry may be employing 20 million people, that industry will come up and say to you please don’t change my 5% to a much higher number.

So, that has to be discussed in the GST council. There may be categorization of areas, where there are sin goods, there are luxury goods, there are non-luxury goods, all this has to be defined to the satisfaction of the entire GST council.

So, all this will come on the table and already the empowered committee has received many representations. It will go into 6,000-7,000 pages of representations from the industry because we invited that as there should be dialogue. All this has to be collated, structured, made into some kind of a framework and then on principles this will be discussed at the GST council.

 

Edited Excerpts from an interview published in Livemint