Digital India stands exposed: Mamata Banerjee

West Bengal Chief Minister Mamata Banerjee lashed out at the Centre regarding recent incidents of hacking of accounts of journalists.

“Seeing reports about hacking journalists accounts and bank details. This is not about public interest. It’s about violating privacy… It is an attempt at intimidating and silencing voices. The Government says Go Digital and promises us it is safe. If it’s so safe how are journalists bank A/c details being made public for millions by hackers. Digital India stands exposed, Modi babu.” She said in a statement on Twitter

 

Trinamool workers to hit the streets for three days starting December 14

Trinamool Congress workers and supporters will hold protest rallies in each and every block in the state for three consecutive days from December 14.

Trinamool Congress workers and supporters will hold protest rallies in each and every block in the state for three consecutive days from December 14, demanding the withdrawal of the Centre’s decision to demonetise high value of notes.

Partha Chatterjee, secretary general of Trinamool Congress, said: “Trinamool Congress workers and supporters will hit the street on December 14, 15 and 16 protesting against the demonetisation of notes that led to nothing apart from harassment of common people. People will hit the streets to demand withdrawal of the Centre’s hasty and arbitrary decision of demonetising Rs 1,000 and Rs 500 notes.”

He urged people to join the rally to build up protest against the loss of crores of rupees due to announcement of demonetisation without any proper planning. There will be protest marches in the nooks and corners of the state.

Chief Minister Mamata Banerjee held rallies against demonetisation in Delhi and other places including Lucknow and Patna in the last week of November. She also led a rally from College Square to Esplanade on the same issue. Now, the party has given call to build up protest in the entire state.

He said that people from different parts of the state had been complaining about the daily ordeal which they are passing through due to demonetisation of notes. Condition of farmers is also poor as it was announced at a time when they need good amount of cash in their hands to buy seeds and fertilizers.

The party workers started preparing for the rallies soon after the announcement made by Partha Chatterjee. There will be a major rally on the same issue in the city as well. Senior leaders of the party will head the rally in the city. Besides holding rallies, there will also be street corner meetings all across the state.

It may be recalled that Trinamool Congress had put up posters all across the city protesting against demonetisation of notes by the Centre a few days after it was announced. Now, all the posters would be put up across the state.

নোট বাতিলের বিরুদ্ধে ফের পথে নামছে তৃণমূল 

ফের পথে নামছে তৃণমূল কংগ্রেস৷ নোট বাতিলের জেরে মানুষের দুর্দশার প্রতিবাদে ফের রাজ্যজুড়ে বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়াহয়েছে৷ আগামী বুধ, বৃহস্পতি ও শুক্রবার রাজ্যজুড়ে চলবে বিক্ষোভ সমাবেশ৷ হবে প্রতিবাদ মিছিল৷ নোট বাতিলের হয়রান হয়েছেন এমন নাগরিকদের সঙ্গে নিয়ে মিছিলে শামিল হবেন নেতারা৷

রবিবার সাংবাদিকদের সামনে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মন্তব্যের কড়া সমালোচনা করেন তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়৷ দিলীপ ঘোষকে কটাক্ষ করে বলেন, “উনি মানসিক ভারসাম্য হারিয়েছেন৷তৃণমূলকর্মীদের খুনের হুমকি দিচ্ছেন৷ তৃণমূল এই বিষয়টিকে ভাল চোখে দেখছে না৷ তীব্র প্রতিবাদ জানাচ্ছি৷”

মহাসচিব জানান, “এমন ব্যক্তিগত আক্রমণের বিষয়টিকে কোনওভাবেই রেয়াত করা হবে না৷ আসলে উনি প্রধানমন্ত্রীর কাছে নম্বর বাড়াতে চাইছেন৷ খবরের শিরোনামে আসতে চাইছেন৷ বাংলার রাজনৈতিক সংস্কৃতিকে কালিমালিপ্ত করার চেষ্টা করছেন৷ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকাবে কার সাধ্য? তাঁকে দেশের কোথাও আটকানোর কারও সাধ্য নেই৷”

পাশাপাশি তিনি এও জানান প্রতিবাদ কর্মসূচি চলবেই৷ মানুষের জন্য মানুষকে সঙ্গে নিয়ে পথে নামবে৷ আন্দোলন হবে জেলায় জেলায়, ব্লকে ব্লকে৷

Week 4 in Parliament: Opposition organises Black Day protest, ruling party disrupts LS

Trinamool Congress staged a series of protests at the Parliament complex all through the fourth week of the Winter Session to protest against demonetisation.

December 8 was celebrated as Black Day by Opposition parties, being the completion of one month since the decision of demonetisation was announced. Members of Parliament from Trinamool Congress as well as other parties in the Opposition staged a protest at Parliament.

On the first day of the fourth week, December 5, Trinamool Congress staged a protest against demonetisation and its ill-effects at the statue of Mahatma Gandhi inside the Parliament complex.

On Friday, December 9, another protest was staged by Trinamool Congress MPs outside Parliament, who displayed a banner carrying the full list of names of the 93 people who have died so far as a consequence of demonetisation, while waiting in queues outside banks and ATMs.

Inside Parliament, the first day of session during this week, that is, December 5, saw Sudip Bandyopadhyay asking the Speaker of the Lok Sabha to enable the initiation of the discussion on demonetisation as early as possible, asking why the Government is shirking from a discussion time and again.

On December 7, Sukhendu Sekhar Roy in the Rajya Sabha raised a Point of Order regarding a BJP leader from Bengal being caught with lakhs of cash and arms.

On December 8, he asked the Deputy Chairman inside the House that the Rajya Sabha be allowed to mourn the tragic deaths due to demonetisation.

Sukhendu Sekhar Roy raised the issue of mourning the deaths once again on December 9.

Through the week, Congress had given a Notice for discussion under Rule 184 and the Trinamool Congress under Rule 56, while some others wanted it to take place under Rule 193.

On December 9, even a No Rule discussion on demonetisation was agreed upon by the Opposition parties in the Lok Sabha, wherein discussion was to have taken place under no specific rules. The MPs of the treasury benches (ruling coalition), though, refused to relent, disrupting the House repeatedly, preventing the Opposition members from speaking. Ultimately the House had to be adjourned for the day.

Thus, demonetisation was again the focus during the fourth week of the 2016 Winter Session of Parliament, which saw Opposition MPs staging protests against the issue, including the Black Day protest of December 8, and ruling party MPs disrupting the Lok Sabha to prevent a discussion in the Lok Sabha on the same issue.

 

সংসদের চতুর্থ সপ্তাহঃ বিরোধীদের কালা দিবস পালন, শাসক দল বিঘ্নিত করল লোকসভা

সংসদের শীতকালীন অধিবেশনের চতুর্থ সপ্তাহে নোটবাতিলের বিরুদ্ধে সংসদ চত্বরে একগুচ্ছ ধর্না কর্মসূচীতে অংশগ্রহণ করল তৃণমূল কংগ্রেস।

নোটবাতিল ঘোষণার একমাস পুরন হয় ডিসেম্বরের ৮ তারিখ, ওইদিন সমস্ত বিরোধী দলগুলি মিলে কালা দিবস পালন করে। সংসদ চত্বরে তৃণমূল সহ অন্যান্য বিরোধী দলগুলি বিক্ষোভ দেখান।

চতুর্থ সপ্তাহের প্রথম দিন অর্থাৎ ডিসেম্বরের পাঁচ তারিখ গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূল এই নোটবাতিল ও তাঁর খারাপ প্রভাবের বিরুদ্ধে ধর্না দেয়।

ডিসেম্বরের নয় তারিখ আরেকটি বিক্ষোভ প্রদর্শন করেন তৃণমূল সাংসদদরা সংসদের বাইরে যেখানে তাঁরা একটি প্রতিলিপি প্রদর্শন করেন যেখানে ওই ৯৩ জন ব্যাক্তির নাম রয়েছে যারা এই নোটবাতিল ঘোষণার ফলে ব্যাঙ্ক ও এটিএমের লাইনে দাড়িয়ে জীবন দিয়েছেন।

ডিসেম্বরের পাঁচ তারিখ লোকসভায় সুদীপ বন্দ্যোপাধ্যায় অধ্যক্ষর কাছে নোটবাতিলের ওপর দ্রুত আলোচনার দাবি জানান। সঙ্গে এও জানতে চান শাসক দল কেন এই আলোচনা থেকে পিছিয়ে যাচ্ছে?

ডিসেম্বরের সাত তারিখ রাজ্যসভায় সুখেন্দু শেখর রায় বিজেপি নেতার বহু লক্ষ টাকা নিয়ে ধরা পড়ার ব্যাপারে পয়েন্ট অফ অর্ডার আনেন।

ডিসেম্বরের আট তারিখ তিনি রাজ্য সভায় দাবি জানান এই নোটবাতিলের ফলে যেসকল মানুষ প্রান দিয়েছেন তাদের উদ্দেশ্যে রাজ্যসভায় শোক প্রকাশ করা হোক।

ডিসেম্বরের নয় তারিখেও তিনি রাজ্যসভায় একই দাবি রাখেন।

পুরো সপ্তাহ ধরে কংগ্রেস নোটিশ দেন ১৮৪ নম্বর নিয়মে আলোচনা করার ও তৃণমূল ৫৬ নম্বর নিয়মে ও অন্যান্য দলগুলি ১৯৩ ধারায় নোটিশ দেন আলোচনার জন্য।

ডিসেম্বরের নয় তারিখে কোনও নিয়ম না মেনেই বিরোধীরা আলোচনার জন্য রাজি হন। সরকার পক্ষের সাংসদরা এর বিরোধিতা করেন ও বারংবার সভা উত্তাল করে তোলেন ও বিরোধীদের কথা বলতে বাধা দেন। শেষ অবধি ওইদিনের মত কক্ষ মুলতুবি হয়ে যায়।

সব মিলিয়ে বলা যায়, শীতকালীন অধিবেশনের চতুর্থ সপ্তাহেও মুল কেন্দ্রবিন্দু হয়ে থাকল নোটবাতিল। যেখানে বিরোধীরা ধর্নার পর ধর্না করে গেল, আট তারিখ কালা দিবসও পালন করল ও অন্যদিকে শাসকদল সংসদ চলতে দিল না যার ফলে নোটবাতিল নিয়ে কোনও আলোচনা না হয়।

 

India could lose as much as Rs 4.7 lakh crore in its GDP: Amit Mitra

Criticing the governments move to demonetise old Rs 500/1,000 notes, Bengal Finance Minister Amit Mitra on Thursday said India could lose as much as Rs 4.7 lakh crore in its GDP.

The old high denomination notes were demonetised from November 9. Since then long queues are being witnessed at bank branches and outside ATMs for cash withdrawal.

“Just imagine for Rs 400 crore of supposedly fake money, according to the government itself, you kill or demonetise over Rs 14.5 lakh crore or may be Rs 15 lakh crore.

“I mean what kind of policy is this. Another serious question, we recently saw some new fake money, I am told according to reports. What does this mean. This is horrendous,” the West Bengal minister said.

Calling demonetisation “the biggest scam that is about to happen”, Dr Mitra said it will provide no gain, but only acute pain.

“If these figures (deposits of old notes in banks) are right because what it seems to me is if all the money comes back there was not enough black money… This has two serious implications. One, it could be that the government was purely ignorant because it does not consult anybody…or they have in effect facilitated some people from converting black into white, effectively ending up with no RBI surpluses,” he said.

Dr Mitra also slammed the Centre for trying to enforce cashless economy without preparing grounds for it. “Doesn’t the PM know 86% people have no means to go to cashless economy? 92% villages are unbanked as per RBI figures. There are 21000 unorganised mandis in the country, 383 lakh unorganised units in MSME, which obviously use cash. A major part of any big economy is in cash. To move them into cashless economy is a major task. This cannot be done by destabilising the economy,” he said.

The Bengal Finance Minister, who is also the Chairman of the Empowered Committee of State Finance Ministers on GST, said, “The whole tax architecture will have to change, which is a huge challenge in the form of destabilisation. Can we not move GST a little bit on so that when the economy stabilises (and) people come back to normal living conditions, you bring in another disruption?”

 

নোট বাতিলের ফলে ৪.৭ লক্ষ কোটি টাকা ক্ষতি হতে পারে দেশের জিডিপির: অমিত মিত্র

কেন্দ্রীয় সরকারের হঠকারী নোটবাতিলের সিদ্ধান্তের সমালোচনা করে বাংলার অর্থমন্ত্রী আমিত মিত্র বৃহস্পতিবার বলেন, এই তুঘলকি সিদ্ধান্তের ফলে দেশের জিডিপির ক্ষতি হবে চার লক্ষ ৭০ হাজার কোটি টাকা।

৮ই নভেম্বর ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করার পর থেকে আজ অবধি প্রতি এটিএম ও বাঙ্কের বাইরে সুদীর্ঘ লাইন দেখা যাচ্ছে টাকা তোলার জন্য।

“ভেবে দেখুন, কেন্দ্রীয় সরকার আনুমানিক ৪০০ কোটি টাকা নকল নোটের জন্য সাড়ে ১৪ বা ১৫ লক্ষ কোটি টাকা বাতিল করল। এটা কি ধরনের সিদ্ধান্ত?” তিনি আরও বলেন যে পরিস্থিতি খুবই ভয়াবহ।

অমিত মিত্র বলেন নোট বাতিল দেশের সব থেকে বড় কেলেঙ্কারি যার ফলে জনসাধারনের অপরিসীম কষ্ট ছাড়া আর কিছুই লাভ হল না।

“যে সংখ্যক পুরোনো নোট বাঙ্কে ফিরে এসেছে, সেই সংখ্যাটি যদি যথাযথ হয়, তার থেকে দুটি ব্যাপার বোঝা যায়। প্রথম, কেন্দ্রীয় সরকারের কাছে এই ব্যাপারে কোনও তথ্যই ছিল না, কারন, তারা কাওর সঙ্গে কোনও আলোচনাই করেননি। অথবা, তারা কিছু মানুষকে কালো টাকা সাদা করার সুযোগ করে দিল যে কারনে রিজার্ভ বাঙ্কের কাছে কোনও অধিক টাকা জমা পড়ে নি।”

আমিত মিত্র ক্যাশলেস ইকোনমির ব্যাপারেও কড়া সমালোচনা করে বলেন, কোনও প্রস্তুতি না নিয়েই সরকার ক্যাশলেস ইকোনমির ওপর জোর দিচ্ছেন। “প্রধানমন্ত্রী কি জানেন না যে ৮৬ শতাংশ মানুষের কাছে ক্যাশলেস ইকোনমির সামর্থ নেই। রিজার্ভ বাঙ্কের নথি অনুযায়ী ৯২ শতাংশ গ্রামে বাঙ্ক নেই। দেশে ২১০০০ অসংগঠিত মান্ডি আছে। ৩৮৩ লক্ষ অসংগঠিত ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান আছে যারা পুরোপুরি ভাবে নগদ টাকায় লেনদেন করেন। এই দেশের সিংহভাগ ব্যাবসাই চলে নোটের ওপর। এই সমস্তকে ক্যাশলেস ইকোনমির দিকে নিয়ে যাওয়া একটি বিশাল কাজ, দেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে সেদিকে এগোনো যায়না,” আমিত মিত্র বলেন।

বাংলার অর্থমন্ত্রী, যিনি অর্থমন্ত্রীদের জিএসটি বিষয়ক এম্পাওয়ার্ড কমিটির চেয়ারম্যানও বটে, আরও বলেন, “জিএসটি লাগু করতে গেলে দেশের কর পরিকাঠামো নতুন করে সাজাতে হবে। নোট বাতিলের জন্য দেশের অর্থনীতি ইতিমধ্যেই সংকটে। তাই, আমরা কি কিছুদিন পরে জিএসটি লাগু করতে পারি না যখন দেশের অর্থনীতি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে?”

Opposition parties observe ‘Black Day’ in Parliament to mark one month of Demonetisation

Opposition parties decided on a stage a dharna on Thursday morning to mark the completion of one month since the demonetisation announcement was made by Prime Minister on November 8, 2016.

The fifteen Opposition parties, which have been working together this Winter Session to take on the Government over its demonetisation move, called it a Black Day, referring to the miseries it has caused to common people for currency notes of Rs 500 and Rs 1000 going out of circulation.

The Opposition has been demanding a discussion on demonetisation in the Lok Sabha under Rule 184 which allows voting. In Rajya Sabha the Opposition is firm on its demand that the PM must withdraw his remarks implying that the Opposition parties are against the move because they have black money.

The Opposition parties have been holding daily meetings through the session to work out a cohesive strategy.

নোট বাতিলের এক মাস পূর্তিতে ‘কালা দিবস’ পালন করলো ১৫ বিরোধী দল

নভেম্বর মাসের ৮ তারিখে প্রধান মন্ত্রী জনবিরোধী ৫০০ ও ১০০০ টাকার নোটবাতিলের সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন। আজ সেই জনবিরোধী সিদ্ধান্তের এক মাস পূর্তি উপলক্ষে ১৫টি বিরোধী দল সংসদের বাইরে ধর্ণার মাধ্যমে ‘কালা দিবস’ পালন করে। ৫০০ ও ১০০০ টাকার নোটবাতিলের ফলে সাধারন মানুষের যে অপরিসীম দুর্ভোগ হচ্ছে সেটি তুলে ধরতেই এই নাম দিয়েছেন তারা।

বিরোধী দলগুলির দাবি লোকসভায় ১৮৪ নম্বর নিয়মে আলোচনার হোক, যাতে আলোচনার পর ভোটাভুটি হয়। রাজ্যসভায় বিরোধীদের দাবি প্রধানমন্ত্রী বিরোধী দলগুলির সম্বন্ধে যে কুরুচিকর মন্তব্য করেছেন, সেটি প্রত্যাহার করে আলোচনার সময় কক্ষে উপস্থিত থাকুন।

বিরোধী দলগুলি পুরো শীতকালীন অধিবেশন চলাকালীন প্রতিদিন মিটিং করছেন, সভাকক্ষে ঐক্যবদ্ধভাবে নিজেদের দাবি তুলে ধরতে।

infrastructure bengal

All Bengal villages to be illuminated by March 2017, says Power Minister

All Bengal villages will have power by March 2017. In a reply to a question in Assembly on Wednesday, the state power minister Sovandeb Chattopadhyay said the work on 100 per cent electrification in the state would be complete by March 2017.

He said the work of 100 per cent electrification in 11 districts was complete. In these 11 districts, all places will now be illuminated after sunset.

Overall 98 per cent of the task is complete in the state. The remaining two per cent would also be completed by the end of the current financial year, Chattopadhyay said.

“Power cut has become a thing of the past since 2012-13,” Chattopadhyay said adding that Chief Minister Mamata Banerjee had dreamed of a state where there would be power supply to each and every household. Moreover, there should be no power cuts. The situation has improved a lot in the past five and half years and it would improve further.

 

২০১৭ র মধ্যে বাংলার সব গ্রামে বিদ্যুৎ পৌঁছে যাবে, জানালেন বিদ্যুৎ মন্ত্রী

২০১৭ সালের মধ্যে বাংলার সব গ্রামে বিদ্যুৎ পৌঁছে যাবে। বুধবার বিধানসভায় একটি প্রশ্নের উত্তরে একথা জানান রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি জানান ২০১৭ সালের মার্চ মাসের মধ্যে বাংলার সব গ্রামে বিদ্যুতায়নের ১০০ শতাংশ কাজ শেষ হয়ে যাবে।

১১টি জেলার কাজ সম্পন্ন হয়ে গেছে। এই ১১ টি জেলার সব জায়গা সূর্যাস্তের পরও আলোকিত থাকবে।

রাজ্যের প্রায় ৯৮% কাজ সম্পূর্ণ হয়ে গেছে। বাকি ২ শতাংশ কাজ চলতি আর্থিক বছরেই শেষ হয়ে যাবে, জানান মন্ত্রী।

তিনি জানান, ২০১২-২০১৩ সাল থেকে লোডশেডিং এখন অতীত হয়ে গেছে। রাজ্যের কোথাও কোন লোডশেডিং হবে না এবং রাজ্যের প্রতিটি ঘরে বিদ্যুৎ থাকবে এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন। গত পাঁচ বছরের তুলনায় পরিস্থিতি অনেক উন্নত হয়েছে এবং পরিস্থিতিকে আরও উন্নত করতে হবে।

Sukhendu Sekhar Roy’s Point of Order on BJP leader from Bengal being caught with money and arms | FULL TRANSCRIPT

Sir, through you I would like to make a humble suggestion to the Union Finance Minister. A BJP leader was arrested in Bengal yesterday with Rs 35 lakh, of which Rs 25 lakh were in new Rs 2000 notes. He was also carrying arms.

People are unable to find cash, but how are BJP leaders in possession of so much cash in new currency? Common people are in distress because of lack of cash but a BJP leader in Bengal seems to have sufficient supply of new currency.

What is the Finance Ministry going to do in this case? What steps are they taking to investigate more such cases?

E-governance in Bengal to get major boost with expansion of govt data centre

The Bengal government is all set to upgrade and expand the infrastructure of its Data Centre, which facilitates the information technology (IT) related services of different government departments.

With an estimated investment of Rs 56.64 crore, the state IT department will initiate the project which is supposed to be ready for operation by May 2017.

The government had set up the state data centre (SDC) in the year 2009-2010 under the national e-governance plan to facilitate hosting of IT services for different government departments.

E-governance has been one among the core reforms that Chief Minister Mamata Banerjee has successfully undertaken in the last five years. Most of the state-run services can now be availed via e-governance, which is easier, faster and apt.

For consolidation of the services, applications and infrastructure to provide efficient electronic delivery of G2G (Government to Government), G2C (Government to Citizen) and G2B (Government to Business), the SDC plays a vital role.

These services can also be delivered by the states through common delivery platform seamlessly supported by core connectivity infrastructure such as State Wide Area Network (SWAN) and Common Service Centre (CSC), where connectivity will be extended up to village level.

With these shared service centers, implemented and managed by a competent Data Centre Operator (DCO), individual departments can now focus more on service delivery.

 

রাজ্যের ই-গভর্নেন্স পরিকাঠামো বিকাশের উদ্যোগ সরকারের

রাজ্যে ই-গভর্ন্যান্স পরিষেবাকে আরও উন্নত করতে স্টেট ডাটা সেন্টারের পরিকাঠামো উন্নয়নের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আনুমানিক ৫৬.৬৪ কোটি টাকার এই প্রকল্পটি ২০১৭ সালের মে মাসের মধ্যে সম্পন্ন হওয়ার কথা। রাজ্যের তথ্য ও প্রযুক্তি দপ্তর এই কাজটি শুরু করতে চলেছে।

গত পাঁচ বছরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেওয়া বৈপ্লবিক সিদ্ধান্তগুলির একটি অবশ্যই ই-গভর্ন্যান্স পরিষেবায় জোর দেওয়া। এই মুহূর্তে সরকারের বহু পরিষেবাই গ্রাহকরা ইন্টারনেটের মাধ্যমে পেয়ে থাকেন।

স্টেট ওআইড এরিয়া নেটওয়ার্ক এবং কমন সার্ভিস সেন্টারের মাধ্যমে এই সকল পরিষেবা প্রত্যন্ত গ্রামের গ্রাহকদের কাছেও এই পরিষেবা পৌঁছে দেওয়া হবে।

Any attempt to destroy communal harmony by Centre will be thwarted: Trinamool

Trinamool Congress secretary general, Partha Chatterjee on Tuesday urged people not to get carried away by the communal card that is being played by the Centre.

He was speaking at the Sanhati Divas (Communal Harmony Day) programme organised by the party near the Gandhi statue on Mayo Road.

“There are people in the Centre who are playing communal cards by spreading fake rumours. People should put up a united resistance against them,” he said.

He maintained that communal harmony should be preserved. “Bengal is a land of communal harmony and peace and all effort to disturb this harmony will be thwarted,” he said.

Firhad Hakim, state Urban development minister said “Narendra Modi belongs to India just as Firhad Hakim. From time immemorial India is a seat of communal harmony and peace and the society does not tolerate hatred.”

He also said any attempt to destroy the social fabric of peace and harmony will be dealt with seriously.

Referring to demonetisation, Hakim said that the Centre was trying to help the multinational
companies in the name of demonetisation. Poor farmers will become poorer and will be forced to give up farming.

In the name of introducing plastic money, the Centre is actually helping the multinationals who will run the shopping malls. It is a dangerous move and will not benefit the country,” he maintained.

 

বাবরি ধ্বংসের দিনে বিজেপিকে আক্রমণে তৃণমূল

গতকাল সংহতি দিবস উপলক্ষে মেয়ো রোডে গান্ধী মূর্তির কাছেএকটি অনুষ্ঠানের আয়োজন করে তৃণমূল কংগ্রেস। এদিন এই মঞ্চ থেকে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় সাধারণ মানুষকে কেন্দ্রের সাম্প্রদায়িক প্ররোচনায় পা দিতে না করেন।

তিনি বলেন, “গুজব রটিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর আঘাত হানতে চাইছেন কেন্দ্রের কিছু নেতা।  সাধারণ মানুষের উচিত এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে প্রতিবাদ করা”।

তাঁর দাবি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা উচিত। বাংলা সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তির জায়গা, কেউ যদি সেটা খর্ব করার চেষ্টা করে তাঁকে রেয়াত করা হবে না”।

পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, নরেন্দ্র মোদী যেমন ভারতীয়, ফিরহাদ হাকিমও তেমন ভারতীয়। ভারত সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তির দেশ এখানে সমাজ সবস্তরের মানুষকে ভালবাসতে শেখায়। তিনি আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ নষ্ট করতে চাইলে তাঁর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

নোট বাতিলের উল্লেখ করে ফিরহাদ হাকিম বলেন, বিমুদ্রিকরনের নামে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলিকে সাহায্য করছে কেন্দ্র। গরীব কৃষকরা আরও গরীব হচ্ছেন। তারা চাষবাস ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন। সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।

তাঁর দাবি প্লাস্টিক টাকা চালু করার নামে তাঁরা বহুজাতিক সংস্থাগুলো যারা শপিং মল চালায় তাদের সাহায্য করছে। এর ফলে দেশের সর্বনাশ হচ্ছে।

 

 

Why is the Government not ready for discussion with voting on demonetisation: Sudip Bandyopadhyay | FULL TRANSCRIPT

Madam, what we have seen in today’s List of Business, the subject of Demonetisation has been inducted under Rule 193.

All the Opposition parties together made a fervent appeal to the government and to you, Madam, that the discussion be taken up under Adjournment Motion. If not, the Congress has placed a demand for discussion today under Rule 184.

It is my submission that I am prepared to withdraw my Notice under Rule 56 if the Chair accepts this Notice under Rule 184.  Let this discussion take place and kindly don’t create pressure under the Rule 193.

They have their brute majority on the floor of the House and I don’t know why they are evading the discussion and voting. What’s wrong in it? It has never been clarified properly.

Madam, our fervent request, let the floor be properly honoured with your consent and the support of the Government.

Intervention during Zero Hour

The real question is who is running away from discussion. Ultimately discussion is not taking place. Whose responsibility is it to ensure that the House runs? There is a Government side and there is an Opposition side. They are in a position of majority; so it is up to them to see that the House runs properly, and they have a brute majority as result of which they can easily start discussion under Rule 184 – what the Congress party has submitted in consultation with others.

I have placed Adjournment Motion, Madam, but I want to withdraw if discussion starts under Rule 184 with voting. So I will request the Government to let there be normal situation in the House and let the debate start; there should be discussion with voting.