Bengal CM slams Centre over rising prices of onions

Bengal Chief Minister Mamata Banerjee attacked the Centre for holding its policy of “unlimited export of onion”, which in turn is responsible for the hike in onion prices.

In a tweet on Thursday evening, the Chief Minister stated: “By encouraging unlimited export of onions, the Central Government has created a huge crisis in the domestic market leading to skyrocketing of onion prices.”

Stating the quantity of onion that is exported, she maintained in the tweet: “In 2016, export of onions was 7 LMT. In 2017, it went up to 12 LMT. Now, to defuse the crisis, the Central Government is planning to import onions.”

Criticising the Centre for such an unplanned move, Banerjee stated: “Imagine the farce and how such an unplanned action has put the common people in great distress. “Look before you leap’ seems to be a forgotten thing now.”

She also slammed the Centre over GDP figures. “GDP figures out. Again no growth. No jobs.Effects of note ban scam & unplanned GST continue to damage economy. Only talking. No performance. Last year Q2 GDP growth was 7.5% and this year it is 6.3%. This Govt only bhashan, no action.”

 

পেঁয়াজের মূল্যবৃদ্ধি নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

কেন্দ্রের ভুল নীতির জন্য পেঁয়াজের দাম ক্রমশ বাড়ছে। চারদিকে সঙ্কট তৈরি হয়েছে। ভাষণসর্বস্ব সরকারের কোনও কাজ নেই।

বৃহস্পতিবার এভাবেই টুইটে প্রতিবাদ জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।তাঁর অভিযোগ, পেঁয়াজ রপ্তানির ক্ষেত্রে কেন্দ্রের কোনও নির্দিষ্ট নীতি না থাকার ফলে যা হওয়ার তা–ই হয়েছে। সঙ্কটের মূল কারণ এটাই। রপ্তানির ক্ষেত্রে কোনও নিয়ন্ত্রণ ছিল না বলে মুখ্যমন্ত্রী মনে করেন।
যাঁরা রপ্তানি করেন, তাঁদের অবাধ সুযোগ করে দেওয়া হয়েছে। যার ফলে দেশের বাজারে পেঁয়াজের দাম আকাশছোঁয়া হয়েছে। এই সঙ্কট তৈরি করেছে কেন্দ্রের সরকার। এর ফলে সাধারণ মানুষ সমস্যায় পড়েছেন। তাঁদের দুর্দশা কমাতে কেন্দ্র নাকি পেঁয়াজ আমদানি করবে। এটা প্রহসন ছাড়া আর কিছু নয়।

মুখ্যমন্ত্রী বলেছেন, ২০১৬ সালে পেঁয়াজ রপ্তানি করা হয়েছিল ৭ লক্ষ মেট্রিক টন। ২০১৭–য় তা বেড়ে দাঁড়িয়েছে ১২ লক্ষ মেট্রিক টনে। সাধারণ মানুষকে দুর্দশার মধ্যে ফেলে দিয়েছে কেন্দ্র।

এদিন কেন্দ্রের সমালোচনা করে তিনি বলেছেন, এই সরকারের নির্দিষ্ট কোনও পরিকল্পনা নেই। মমতা এদিন কেন্দ্রের জিডিপি নিয়েও সমালোচনা করেছেন। বলেছেন, জিডিপি–র পরিসংখ্যান নেই। উৎপাদন নেই। চাকরি নেই। নোটবন্দীর মতো বড় কেলেঙ্কারির প্রভাব পড়েছে সাধারণ মানুষের ওপর।পরিকল্পনাহীন জিএসটি ক্রমাগত দেশের অর্থনীতিকে ধ্বংস করছে। কাজ না করে এই সরকার শুধু ভাষণ দিচ্ছে। মমতা এ–ও উল্লেখ করেছেন, গত বছর জিডিপি ছিল ৭.‌৫ শতাংশ। এবার তা কমে হয়েছে ৬.‌৩ শতাংশ।

 

 

 

State Govt takes firm steps against bullying in schools

The Bengal Government has recently set up safety and security monitoring committees in government-run and government-aided schools, one of whose primary objectives is to treat cases of bullying with special importance.

Through this measure, the government has made it clear that it would not tolerate any form of bullying in schools. The government wants all schools in the state to ensure that no student suffers (and the suffering can often lead to serious consequences, both physical and psychological) due to bullying.

According to a senior official of the School Education Department, if incidents of bullying occur, the school needs to take firm steps. A report on the steps taken has to be then submitted to the government.

The Education Department plans to compile these reports and use the expertise gained to develop a policy for tackling bullying in the near future.

 

স্কুলে বুলিং-এর বিরুদ্ধে করা পদক্ষেপ রাজ্যের

রাজ্য সরকারের উদ্যোগে সরকার চালিত ও সরকারি অনুদান প্রাপ্ত স্কুলগুলিতে চালু হয়েছে নিরাপত্তা পর্যবেক্ষণ কমিটি। এই কমিটির প্রধান উদ্দেশ্য স্কুলে স্কুলে বুলিং-এর ঘটনাগুলি গুরুত্ব সহকারে দেখা।

এই পদক্ষেপের সঙ্গে সরকার পরিষ্কার বার্তা দিয়েছে, স্কুলে কোনওরকম বুলিং-এর ঘটনা বরদাস্ত করা হবে না। রাজ্য সরকার চায় রাজ্যের কোনও স্কুলে কোনও পড়ুয়া বুলিং-এর জন্যও কোনও রকম মানসিক বা শারীরিক যন্ত্রণার স্বীকার না হয়।

স্কুল শিক্ষা দপ্তরের এক আধিকারিকের কথায়, স্কুলে বুলিং-এর কোনও ঘটনা ঘটলে কড়া পদক্ষেপ নিতে হবে। কি পদক্ষেপ নেওয়া হয়েছে, তা রিপোর্ট করে সরকারকে পাঠাতে হবে।
শিক্ষা দপ্তর এই রিপোর্ট গুলি একত্র করে পরিকল্পনা তৈরি করতে চায় যাতে ভবিষ্যতে এরম ঘটনা আর না ঘটে।

 

Source: The Statesman

Bengal to spend Rs 70 cr on safety infrastructure in schools

The Bengal Government will be spending Rs 70 crore to improve safety infrastructure in schools.

Developing sound infrastructure in schools with good hygiene and clean environment dominates the State Government’s agenda, said a senior official of the School Education Department at a recent gathering of more than 100 school teachers, including 45 principals, at the CII School Excellence Conclave in Kolkata.

The government is forming safety committees in schools. A total of 25 safety issues have been identified, which includes healthy food, nutrition, protection from outsiders, stopping use of tobacco and drugs in the campus and safeguarding against cyber threats.

The government is also committed to end the practice of bullying by a section of students, according to the official.

 

রাজ্যের স্কুলগুলিতে নিরাপত্তা পরিকাঠামো উন্নয়নে ৭০ কোটি রাজ্য সরকারের

রাজ্যের স্কুলগুলির নিরাপত্তা পরিকাঠামো উন্নয়নে রাজ্য সরকার ব্যয় করবে ৭০ কোটি টাকা।

সদ্য অনুষ্ঠিত সিআইআই স্কুল এক্সসেলেন্স কনক্লেভে ১০০টিরও বেশী স্কুল শিক্ষক ও ৪৫টি স্কুল প্রিন্সিপালদের উপস্থিতিতে স্কুল শিক্ষা দপ্তরের এক আধিকারিক বলেন, প্রত্যেকটি স্কুলে পরিচ্ছন্ন পরিবেশ তৈরী করতে উদ্যোগী রাজ্য।

রাজ্য সরকার স্কুলে স্কুলে গড়ে তুলছে নিরাপত্তা কমিটি। মোট ২৫টি নিরাপত্তা-সম্বন্ধীয় বিষয় চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে যেমন আছে পরিষ্কার খাবার, পুষ্টিকর খাবার, তেমনই বহিরাগতদের থেকে সুরক্ষা, তামাক ও মাদক দ্রব্যের ব্যবহার নিষিদ্ধ করা ও সাইবার থ্রেটের বিরুদ্ধে তৈরী থাকার বিষয়েও নজর রাখবে এই কমিটি।

 

Source: Asian Age

Sunderbans will become a district soon: Mamata Banerjee at Gosaba

Bengal Chief Minister Mamata Banerjee today inaugurated a slew of projects for South 24 Parganas district. She also addressed a public meeting at Gosaba, where she declared Sunderbans will become a full-fledged district soon.

The CM said that the government is committed to developing the infrastructure in Sunderbans, and announced a new bridge will come up at Pathankhali. She also laid stress on home tourism in the region.

Highlights of the Chief Minister’s speech:

Fishermen are our assets. We are working for their welfare. They have been given identity cards already. District administration will work towards addressing their problems.

We have never taken any decision that will cause pain and suffering to common people, Dalits, tribals, poor and downtrodden or the minorities.

We have schemes for every phase of life – from birth till death. We distribute saplings (Sabuj Shree) when a baby is born. We have scholarships for students. We also provide financial assistance to the poor (Samabyathi) to help them cremate their near and dear ones.

We provide Sikshashree scholarships to SC/ST students. Kanyashree girls are our pride. Kanyashree is now a model for the world. For general students, we have Swami Vivekananda Merit Scholarship. We provide loans upto Rs 10 lakh to students from backward classes for pursuing higher education (Rs 20 lakh for pursuing studies outside India).

Farmers are our assets. They provide us with our food. We have taken a historic decision for their welfare and waived off all tax on agricultural land.

We provide rice at Rs 2/kg. Healthcare is free in Bengal. We have set up transit camps for pregnant women in districts. We have set up SNCU, SNSU, ITIs, polytechnic colleges. We have created 81 lakh employment in the last six years. About 2 lakh folk artists receive pension.

Despite the huge legacy of debt, we are fulfilling our social responsibilities. Ninety per cent people in the State receive direct benefits from the government. The government at Centre only gives bhashans. Our actions speak louder than words. We always fulfill the promises we make.

Bengal Government is always with the people. We have never taken any anti-people decision. The Centre had stopped the pension of 2.5 lakh people; we have allotted Rs 268 crore to provide them their pension.

We keep track of all incidents. Do not fall into the communal trap laid by BJP. They incite riots for political benefits. Riots are a threat to the society. It is easy to cause trouble but difficult to douse them. Be alert and keep track of strangers in your areas.

Bengal will show the way to the world. Our new generation will take our State to new heights of glory.

 

সুন্দরবন খুব শীঘ্রই পৃথক জেলা হবেঃ মুখ্যমন্ত্রী

দক্ষিণ ২৪ পরগনা জেলায় আজ একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। গোসাবায় তিনি এক জনসভায় বক্তব্যও রাখেন। তিনি বলেন, সুন্দরবন খুব শীঘ্রই পৃথক জেলা হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে।

তাঁর কথায়, সুন্দরবনের পরিকাঠামো উন্নয়ন করতে রাজ্য সরকার বদ্ধপরিকর। পাঠানখালিতে তৈরি হবে নতুন সেতু। এই অঞ্চলে হোম ট্যুরিসম পরিকাঠামো তৈরীতেও আগ্রহী সরকার।

তাঁর বক্তব্যের কিছু অংশঃ

মৎস্যজীবীদের জন্য পরিচয়পত্র করে দিয়েছে রাজ্য সরকার, ওরা আমাদের সম্পদ।

মা-মাটি-মানুষের সরকার এই সাড়ে ছয় বছরে এমন কোন কাজ করেনি যাতে মানুষ দুঃখ পায়।এমন কোন কাজ আমরা করিনি যাতে গরীব মানুষের মনে হয় এই সরকার তাদের পক্ষে নয়।

আমাদের সরকার জন্ম (সবুজশ্রী) থেকে মৃত্যু (সমব্যাথি) পর্যন্ত প্রকল্প চালু করেছে। দিল্লিতে বিজেপির সরকার আছে। কোনওদিন গরীব মানুষের জন্য এরা কোন কাজ করে না।ওরা শুধু ভাষণ দিয়ে বেড়ায়।

ছাত্রছাত্রীদের উচ্চ শিক্ষার জন্য স্কলারশিপ, প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রীদের বিনামূল্যে বই,খাতা,ব্যাগ,জুতো দেওয়া হচ্ছে।

মেয়েরা আমাদের ঘরের সম্পদ। তাদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চালু হয়েছে কন্যাশ্রী প্রকল্প যা আজ সারা পৃথিবীকে পথ দেখিয়েছে।

ছাত্রছাত্রীদের জন্য স্বামী বিবেকাননদ স্কলারশিপ চালু করা হয়েছে। তপশিলি ও আদিবাসী ভাইবোনেরা দেশে উচ্চ শিক্ষার জন্য ১০ লক্ষ টাকা এবং বিদেশে উচ্চ শিক্ষার জন্য ২০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পায় সরকারের থেকে।

কৃষকরা আমাদের সম্পদ। বন্যায় তাদের ফসলের ক্ষতি হলে আমরা তাদের ক্ষতিপূরণ দিয়েছি। আমরা সব কৃষি জমির খাজনা মুকুব করে দিয়েছি। ২ লক্ষ শিল্পীকে পেনশন দেওয়া হচ্ছে।

৮ কোটি মানুষকে আমরা ২ টাকা কেজি দরে চাল দিই। বিনামূল্যে মানুষ চিকিৎসা পাচ্ছেন। SNCU, SNSU তৈরি হয়েছে। গর্ভবতী মহিলাদের জন্য ট্রানজিট ক্যাম্প তৈরি করা হয়েছে। পলিটেকনিক কলেজ, বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে। বিনামূল্যে হার্ট অপারেশন হচ্ছে। কম খরচায় কিডনি ট্রান্সপ্ল্যান্ট হচ্ছে।

কোথাও একটা ছোট গণ্ডগোল হলেও তা আমার নজরে আসে, আমি প্রতিদিন খবর রাখি। কারো কোন কোথায় প্ররোচনায় কান দেবেন না। দাঙ্গা লাগিয়ে রাজনৈতিক ফায়দা তোলা বিজেপির কাজ। দাঙ্গা দেশের শত্রু, জাতির শত্রু, বাংলার শত্রু, সকলের শত্রু। বাইরের অজানা লোককে এলাকায় ঢুকতে দেবেন না।

৬ বছরে আমরা ৮১ লক্ষ ছেলেমেয়েকে চাকরি দিয়েছি, ১০০ কোটি শ্রম দিবস তৈরি হয়েছে। ডায়মন্ড হারবারে মহিলা বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে।

সিপিএমের করে যাওয়া ৪০ কোটি টাকার দেনা শোধ করেও আমরা ৯০ শতাংশ মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিচ্ছি।

কেন্দ্রীয় সরকারের বঞ্চনার জন্য আড়াই লক্ষ মানুষ পেনশন পাচ্ছিলেন না, তাদের পেনশন দেওয়ার জন্য ২৬৮ কোটি টাকা দেবে রাজ্য সরকার।

মানুষ বিরোধী কাজ আমরা করব না এটুকু ভরসা রাখবেন।

 

After Malda, now Birbhum to be declared as Open Defecation Free district

After Malda, which had been declared an Open Defecation Free (ODF) district in November, Birbhum is soon going to become a ‘Nirmal Jela’. It will be the 10th district to be notified as such.

Among other districts that have already been declared as ODF are Nadia (India’s first ODF district), North and South 24 Parganas, Purba Medinipur, Hooghly, Purba and Paschim Bardhaman and Cooch Behar.

In Howrah, work to make the district Open Defecation Free is on in full swing. By March 2018, two more districts — Paschim Medinipur and Murshidabad – will be declared ODF. The remaining districts have been given a goal of attaining the ODF status by December 2018.

Mission Nirmal Bangla has been highly successful in making the districts of Bengal largely free from open defecation activities. Programmes of the scheme like awareness rallies, Nirmal Utsav, felicitation of community facilitators, Nirmal Adda, etc. ensure that ODF becomes a sustained habit, and there is no slipping back to open defecation. Third-party verification activity has been introduced in the rural areas of districts to ensure that there is impartial verification of the building and usage of toilets.

April 30 is celebrated every year as Nirmal Bangla Diwas, being designated so by Chief Minister Mamata Banerjee. Under Mamata Banerjee’s leadership, Bengal had already started its journey towards achieving ODF status for the rural areas of the state since the World Toilet Day celebration on November 19, 2013. The United Nations Children’s Fund (UNICEF) is a partner of the State Government in this journey.

 

মালদার পর এবার বীরভূম হবে নির্মল জেলা

নির্মল বাংলার লক্ষ্যে দৃঢ় পদক্ষেপে এগিয়ে চলেছে পশ্চিমবঙ্গ। নভেম্বর মাসেই মালদাকে নির্মল জেলা ঘোষণা করা হয়েছে। এরপরই, ডিসেম্বরে বীরভূম জেলা হতে চলেছে রাজ্যের দশম নির্মল জেলা।

যে জেলাগুলিকে ইতিমধ্যেই নির্মল ঘোষণা করা হয়েছে সেগুলি হল, নদীয়া (দেশের প্রথম নির্মল জেলা), মালদা, কোচবিহার, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলী, পূর্ব মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান।

হাওড়া জেলাকে নির্মল জেলা ঘোষণা করার কাজ জোরকদমে এগোচ্ছে। আগামী মার্চ মাসের মধ্যে ১৪টি জেলাকে নির্মল ঘোষণা করার জন্য কোমর বেঁধে আসরে নেমেছে রাজ্য সরকার।

রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর ২০১৮ সালের ডিসেম্বর মাসের মধ্যে রাজ্যের সব জেলাকে নির্মল ঘোষণা করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে। শৌচাগার তৈরী করার পাশাপাশি পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর গ্রামে গ্রামে পুরোমাত্রায় প্রচার চালাচ্ছে যাতে গ্রামবাসীরা সেই শৌচাগারগুলি ব্যবহার করেন। পদযাত্রা, নির্মল উৎসব, নির্মল আড্ডা প্রভৃতি কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

প্রসঙ্গত ৩০শে এপ্রিল প্রতি বছর রাজ্যে নির্মল বাংলা দিবস পালন করা হয়।

Source: Millennium Post

Bengal’s first full-fledged Trauma Care Centre inaugurated at RG Kar Hospital

The Bengal Government’s first full-fledged Trauma Care Centre, located at the RG Kar Medical College and Hospital in Kolkata, was inaugurated recently by Chief Minister Mamata Banerjee.

A trauma centre is a medical facility equipped and staffed to treat patients who suffer major injuries during an accident.

The hi-tech seven-storey facility has facilities for treatment of all sorts of head injuries, including very severe ones. The departments include departments which include medicine, neuro-medicine, neuro-surgery, orthopedic and anesthesiology.

There are 120 beds in totality – 70 dedicated for trauma patients and another 50 for neurosurgery and neuro-medicine. On the fifth floor is a high-dependency unit (HDU) with 25 beds.

Six modern operation theatres (OT) are located on the first and second floors, with three on each floor. Imaging facilities, comprising of a CT scan machine and a magnetic resonance imaging (MRI) machine, are located on the ground floor. Among other facilities are a fully-equipped resuscitation centre, a mobile OT, ventilators and emergency X-Ray facilities.

The idea is to ensure that a trauma patient does not have to be moved out of the building during the entire hospital stay.

RG Kar gets a lot of road accident victims and other trauma patients from Kolkata as well as North 24 Parganas, Nadia, Hooghly and Howrah districts.

Sources: The Statesman

চালু হল রাজ্যের প্রথম ট্রমা সেন্টার

রাজ্যের প্রথম ট্রমা সেন্টার চালু হল আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে। উত্তরবঙ্গ থেকে বোতাম টিপে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক ছাতার তলায় থাকা এই অত্যাধুনিক ট্রমা কেয়ার পরিষেবা ইউনিটের উদ্বোধন করেন কিছুদিন আগে।

প্রায় দেড়শোটি শয্যা থাকছে এই সাত তলা ট্রমা সেন্টারে। আশঙ্কাজনক রোগীদের প্রাণ বাঁচাতে দুই এবং তিনতলাতে হবে শুধু অপারেশন। নিউরো মেডিসিন, নিউরো সার্জারি, অর্থোপেডিক, অ্যানাসথেসিওলজি প্রভৃতি ট্রমা বা পথদুর্ঘটনা বা মারাত্মক চোট-আঘাতের চিকিৎসার ওয়ান স্টপ ব্যবস্থা থাকছে এখানে।

আটতলা এই ট্রমা সেন্টারের একতলায় থাকবে সিটি স্ক্যান, ৬৪ স্লাইস এমআরআই মেশিন ও মাইনর অপারেশন থিয়েটার। দোতলায় থাকবে তিনটি টেবিলের অপারেশন থিয়েটার। তিনতলায়ও তিনটি ওটি টেবিলের অপারেশন থিয়েটার থাকবে। চারতলায় আছে ৩৫টি ইন্ডোর ট্রমাকেয়ার বেড। পাঁচতলায় থাকছে হাই ডিপেন্ডেন্সি ইউনিট বা এইচডিইউ। ছ’তলায় আছে ৩০টি নিউরোমেডিসিন এবং ৩০টি নিউরোসার্জারি বেড। সাততলায় রয়েছে আরও ৩৫টি ট্রমাকেয়ার বেড। আটতলায় ক্যান্টিন, অটোক্লেভ মেশিন ইত্যাদি।

Bengal Govt to return land to 52 owners in Kawakhali

After the Mamata Banerjee government’s immense success in returning land to farmers in Singur, it has decided to return the same to 52 families in Kawakhali who had their lands seized by the then-Left Front government to set up a residential township at Kawakhali in Siliguri.

It may be recalled that the Left Front government had acquired plots in the Kawakhali, Purajhar and Tikulikatha areas for the township. Despite opposition, the acquisition process continued till 2007. Most people who lost their land, were owners of small plots and they had raised slogans against the then-Chief Minister and the then-Urban Development minister.

Recollecting the days when land was “forcibly” acquired by the erstwhile Left Front government, State Parliamentary Affairs Minister, Partha Chatterjee said: “There was protest against land acquisition in Kawakhali. We had raised our voices against it and faced several hurdles when we went to Siliguri at that time. Now, we are returning the land. They will be getting the land in the area under the jurisdiction of Siliguri Jalpaiguri Development Authority (SJDA).”

It may be recalled that Chief Minister Mamata Banerjee had kept her word of returning land to the farmers in Singur as it was forcefully acquired by the Left Front government “going against the will of land owners”. It was in September 2016 that the Supreme Court had directed the state government to return the land to the farmers after returning to its earlier condition. The apex court had observed the land acquisition as a “farce”.

Within the time set by the Supreme Court, the Mamata Banerjee government had once again turned the land to its previous condition and distributed it to its actual owners. The Chief Minister had said that Singur would be a model in the agriculture sector of the world. The people of Kawakhali have appreciated the move of the state government to return the land to those who had lost them to “forceful” acquisition.

 

সিঙ্গুরের পথেই কাওয়াখালিতে জমি ফেরত মানবিক রাজ্য সরকারের

সিঙ্গুরের পর উত্তরবঙ্গের কাওয়াখালি। জোর করে কৃষকদের কাছ থেকে অধিগ্রহণ করা জমি ফিরিয়ে দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সোমবার এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রীসভা।

২০০৪ সালে বাম আমলে শিলিগুড়ি-জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটি দার্জিলিং-এর মাটিগাড়া ও জলপাইগুড়ির রাজগঞ্জে ৩০২একর জমি অধিগ্রহণ করে। এর মধ্যে ওখানকার ৫২টি পরিবার ক্ষতিপূরণের টাকা গ্রহণ করেনি। জমি ফেরতের জন্য মামলাও করেছিল। তৃণমূল ক্ষমতায় আসার পর সেই মামলা প্রত্যাহার করে নেন পরিবারগুলি। টাউনশিপ তৈরির নামে জমি নেওয়া হয়েছিল, কিন্তু, এই জমির বেশীর ভাগ ব্যাক্তিগত মালিকানায় চলে যায়।

ক্ষমতায় এসেই মমতা বন্দ্যোপাধ্যায় যেমন সিঙ্গুরের জমি ফেরত দেওয়ার কথা ঘোষণা করেছিলেন, তেমনই কাওয়াখালির জমি ফেরতের ব্যবস্থা করলেন। কাওয়াখালির জমিতে বেশ কিছু আইনি জটিলতা ছিল, তাই, সময় লাগে। কিন্তু, নিজের নীতিতে অনড় থাকেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী কখনোই শিল্পের বিরুদ্ধে ছিলেন না, তিনি বহু ফসলি জমি জোর করে ছিনিয়ে শিল্প করার বিরুদ্ধে। সব জায়গায় তৃণমূল এই জোর করে জমি অধিগ্রহণের বিরোধিতা করেছে।

ক্ষমতায় আসার পর রাজ্যের শিল্পায়নকে পাখির চোখ করেছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি নিশ্চিন্ত করেছেন কোনও বলপূর্বক জমি অধিগ্রহণ হবে না। সিঙ্গুরে অধিগৃহীত জমি ইতিমধ্যে ফেরত পেয়েছেন কৃষকরা। সেখানে এখন চাষ আবাদ হচ্ছে। এদিন কাওয়াখালিতে জমি ফেরতের প্রস্তাবে সম্মতি দিয়ে মুখ্যমন্ত্রীর নীতিতেই সিলমোহর দিল মন্ত্রীসভা।

Image Source: betterphotography.in

Net Neutrality – A big win for those who use the internet, says Mamata Banerjee

Reacting to the white paper by TRAI, upholding net neutrality, Bengal Chief Minister Mamata Banerjee posted a tweet saying, “We welcome today’s news on net neutrality. Trinamool was the very first party to raise this issue strongly in Parliament & on all platforms. A big win for all who use internet.”

Trinamool was the first party to raise the issue of net neutrality on the floor of the Parliament, way back in 2015. Leader of the party in Rajya Sabha, Derek O’Brien had raised a Calling Attention Motion, which led to the Union telecom minister to take a stand in favour of net neutrality on the floor of the House.

Trinamool has also vocally supported net neutrality in various meetings of the Parliament standing committee on IT and telecom.

 

 

নেট নিউট্রালিটি – ইন্টারনেট ব্যবহারকারীদের বিশাল জয়, বললেন মুখ্যমন্ত্রী

 

নেট নিউট্রালিটি সংক্রান্ত যে শ্বেতপত্র আজ ট্রাই প্রকাশ করেছে, তার পরিপ্রেক্ষিতে আজ মুখ্যমন্ত্রী টুইট করে বলেন, “নেট নিউট্রালিটি নিয়ে আজকের সিদ্ধান্তকে স্বাগত জানাই। সংসদের ভেতরে ও বাইরে তৃণমূলই প্রথম বিষয়টি নিয়ে সরব হয়। যারা ইন্টারনেট ব্যবহার করেন, তাদের জন্য এটি বিরাট জয়।”

তৃনামূলই দেশের প্রথম রাজনৈতিক দল যারা সংসদের ভেতরে ও বাইরে এই বিষয়টি নিয়ে সরব হয়। রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা ডেরেক ও’ব্রায়েন ২০১৫ সালে ‘কলিং এটেনশন মোশন’ আনেন, যার প্রত্যুত্তরে টেলিকম মন্ত্রীকে সংসদে নেট নিউট্রালিটির পক্ষে বিবৃতি দিতে হয়।

আইটি ও টেলিকম বিষয়ক সংসদীয় স্ট্যান্ডিং কমিটির বিভিন্ন মিটিংয়েও তৃণমূল নেট নিউট্রালিটির পক্ষে জোরালো সওয়াল করে।

 

Bengal Govt felicitates President Kovind

Honourable President of India, Shri Ramnath Kovind was felicitated by the State Government today at a cultural programme at Netaji Indoor Stadium.

Hon. Governor Shri Kesari Nath Tripathi, Speaker of Bengal Assembly, and Chief Minister Mamata Banerjee, along with luminaries from various fields, felicitated the President.

Speaking on the occasion, the CM said: “We are privileged by the august presence of Shri Kovind. We are honoured that he accepted our invitation, and has visited Bengal within weeks of assuming office.”

She reminisced the days when they were parliamentary colleagues. Mamata Banerjee said, “When I was a member of the Lok Sabha, you were a member of the Rajya Sabha. You always maintained a low profile and were always immersed in your work.”

The Constitutional post of the President is above religion and deserves respect, maintained the CM. She wished the President a long and healthy life.

 

মাননীয় রাষ্ট্রপতিকে সংবর্ধনা দিল রাজ্য সরকার

আজ মাননীয় রাষ্ট্রপতি শ্রী রামনাথ কোভিন্দকে সংবর্ধনা দিল রাজ্য সরকার। নেতাজি ইনডোর স্টেডিয়ামে পালিত হয় এই সংবর্ধনা অনুষ্ঠান। এদিন রাষ্ট্রপতিকে সংবর্ধনা দেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি, বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনেরা।

মুখ্যমন্ত্রী বলেন, “রাষ্ট্রপতি আমাদের আমন্ত্রন গ্রহণ করে বাংলায় এসেছেন সেজন্য আমরা আপ্লুত। দায়িত্বভার গ্রহণ করার কিছু সপ্তাহের মধ্যেই উনি আমাদের আমন্ত্রন গ্রহণ করে এখানে এসেছেন, সেজন্য আমি কৃতজ্ঞ। আজ বাংলা রাষ্ট্রপতিকে সম্মান জানিয়ে অভিভূত। বাংলায় এসে বাংলাকে যে সম্মান দিয়েছেন সেজন্য আমরা সম্মানিত।”

তিনি আরও বলেন, “রাষ্ট্রপতির পদ খুবই গুরুত্বপূর্ণ, এটি একটি সাংবিধানিক পদ যা রাজনীতির উর্ধ্বে। উনি শুধু আমাদের রাষ্ট্রপতি নন, আমাদের friend, philosopher and guide ও বটে।”

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “যখন আমি লোকসভার সাংসদ ছিলাম তখন উনি রাজ্যসভার সাংসদ ছিলেন; এর আগে উনি বিহারের রাজ্যপাল হয়েছিলেন। উনি ভালো থাকুন, সুস্থ থাকুন আমরা ওনার দীর্ঘায়ু কামনা করি।”

 

Master plans to control floods in north Bengal

The state Irrigation department is preparing two master plans to give respite to the people of North Bengal from the devastating floods.

While replying to a question in the state Assembly on Thursday, state irrigation minister said: “Chief Minister Mamata Banerjee directed us to prepare the master plan and we have taken steps to develop the same to check floods or flood-like situation in North Bengal. The work for that has already begun.”

One master plan is for Cooch Behar, Jalpaiguri, Alipurduar and Darjeeling districts while the other is for Malda, North and South Dinajpur. The Chief Minister mentioned that a consultant is being engaged to conduct a survey and prepare necessary assessment for the master plan for Malda, North and South Dinajpur.

The detailed project report (DPR) will be prepared after the assessment report is ready. The process to engage a consultant for the survey to prepare the master plan for the four other North Bengal districts has also already begun.

Execution of the master plan will ensure strengthening of the existing embankments where necessary, including building proper drainage channels t and other infrastructural enhancements for better irrigation. At the same time, all the 32 sluice gates in north Bengal will be upgraded.

The funding pattern has not been finalised yet, according to the minister: either the State Government will fully fund the master plans or it might approach the World Bank for part of the funding.

 

উত্তরবঙ্গে বন্যা নিয়ন্ত্রণে মাস্টার প্ল্যান রাজ্যের

উত্তরবঙ্গের বন্যা নিয়ন্ত্রণে দুটি বড় মাস্টার প্ল্যান হাতে নিয়েছে রাজ্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্রুত পরিকল্পনা বাস্তবায়নে সেচমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন।

সেচমন্ত্রী বিধানসভায় বলেন, “১৯টি জেলার ১৪১১টি জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে হিসাব, ৪১৩.১০ কোটি টাকার নদীবাঁধের ক্ষতি হয়েছে। মালদহে জল দেরিতে নামায় ক্ষতির পরিমাণ আরও কিছুটা বাড়বে। রাজ্য নিজেই টাকা দিয়ে কাজ শুরু করেছে।”

উত্তরবঙ্গের যে দুই মাস্টার প্ল্যান হাতে নেওয়া হয়েছে, তার মধ্যে একটি কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং ও জলপাইগুড়িকে নিয়ে। এই ক্ষেত্রে পরামর্শদাতা নিয়োগ করা হচ্ছে।

অন্যটি দুই দিনাজপুর ও মালদহকে নিয়ে। এক্ষেত্রে কন্সাল্ট্যান্ট বা পরামর্শদাতা সংস্থাকে দিয়ে কাজ করানো শুরু হয়েছে। পুর্নাঙ্গ প্রকল্প রিপোর্ট জমা দিলেই কাজ শুরু হবে।

ফুলহার, টাঙন, আত্রেয়ী-সহ এলাকার সব নদীকে অন্তর্ভুক্ত করা হচ্ছে। মুখ্যন্ত্রী নিজেই উত্তবঙ্গের বন্যা নিয়ন্ত্রণে স্থায়ী পরিকল্পনা নিতে বলেছেন। এক্ষেত্রে বিশ্ব ব্যাঙ্ক বা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক-এর থেকে টাকা নেওয়া হবে।

প্রসঙ্গত, রাজ্য নিজেই কান্দি মাস্টার প্ল্যানের ৭০ শতাংশ কাজ করে ফেলেছে। নিম্ন দামোদরের কাজ হলে বর্ধমান, হুগলী ও হাওড়ার বড় অংশের মানুষ উপকৃত হবেন। কাজ চলছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের কংসাবতী প্রকল্পের।