Bengal Govt to train rural women towards sustainable self-employment

The Trinamool Congress Government has taken up the development of another avenue for mass employment. It would be training women and men to raise cows, goats, chickens and ducks and distributing poultry birds and animals as well.

At the same time, it would also build individual small farms for the members. The farms would be built alongside their homes so that they can look after the farms as well as carry out household chores.

The Government has instructed the block development officers (BDOs) to ensure that more women get the training and the other facilities. Women empowerment has always been one of the cornerstones of the Government’s developmental programmes ever since Chief Minister Mamata Banerjee came to power.

Along with these, the Government will also organise some women from the Self Help Groups into clusters and distribute incubators for producing birds from the chicken and duck eggs.

গ্রামীণ মহিলাদের স্বরোজগারে বিনামূল্যে গোরু, ছাগল, হাঁস-মুরগি দেবে সরকার

একের পর এক কর্মসংস্থানমুখী প্রকল্প হাতে নিচ্ছে তৃণমূলের রাজ্য সরকার। এবার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের প্রশিক্ষণ দিয়ে বিনামূল্যে গোরু, ছাগল, হাঁস, মুরগি বিলির পাশাপাশি পৃথক পৃথক সদস্যকে খামারও তৈরী করে দেওয়া হবে। একই সঙ্গে গোষ্ঠীর কয়েকজন সদস্যকে নিয়ে একটি ক্লাস্টার তৈরি করে মুরগী বা হাঁসের ডিম থেকে ছানা বের করার যন্ত্রও বিনামূল্যে দেওয়া হবে।

এতে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা অনেক বেশি আর্থিকভাবে স্বনির্ভর হবেন বলেই স্বরোজগার নিগমের অফিসাররা মনে করছেন। এই প্রকল্পে হাজার হাজার মহিলা স্বনির্ভর হতে পারবেন। আর এর জন্য ওই মহিলাদের বাড়ির বাইরে কাজ করতে যেতে হবে না। তাঁদের বাড়ির পাশেই খামার করে দেওয়া হবে। ফলে ঘরের কাজের পাশাপাশি পশুপালন করে তাঁরা আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবেন।

প্রতিটি ব্লকেই স্বরোজগার নিগমের একজন সুপারভাইজার আছেন। তাঁদের কাছে গিয়ে আবেদন করলেই স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এই সুবিধা পাবেন। এই নতুন প্রকল্পে বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে। তাতে শেখানো হবে কীভাবে মড়ক ঠেকাতে গোরু, ছাগল, হাঁস বা মুরগিকে ইনজেকশন দিতে হয়। প্রজনন ক্ষমতা বৃদ্ধি করতে কী কী ব্যবস্থা নিতে হবে ইত্যাদি।

৬ মাসের এই প্রশিক্ষণ হয়ে গেলে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের পক্ষ থেকে বিনামূল্যে হাঁস, মুরগী, গোরু ও ছাগল বিতরণ করা হবে। যার যেমন প্রয়োজন, তিনি ততগুলি করেই পাবেন। এরপর স্বরোজগার নিগম ওই মহিলার বাড়ির কাছের কোনও জমিতে খামার তৈরি করে দেবে। প্রতিটি খামার তৈরির জন্য সর্বোচ্চ ৫০ হাজার টাকা ধার্য করা হয়েছে।

গত বছর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও মালদহের কয়েকটি ব্লকে এই পাইলট প্রজেক্ট হিসেবে এই প্রকল্প চালু হয়েছিল। তাতে বহুজন প্রশিক্ষণ নিয়ে এই ব্যবসা শুরু করেছেন। ইতিমধ্যেই স্বরোজগার নিগম পাইলট প্রজেক্টেই ৫০০ খামার তৈরী করে দিয়েছে।

Image is representative

 

Developmental policies creating more and more employment opportunities in Bengal

The Trinamool Congress Government has always tried to give the people of the state a safe and secure life. One of the ingredients for this is sustainable income.

With development in various fields, most people in the state have some sort of sustainable income. The government is trying its best to bring the fruits of development to every corner of the state.

During financial year (FY) 2017-18, despite the cruel effects of demonetisation and GST, Bengal has been able to create employment opportunities for 8.92 lakh people; and most of the job creation has been the result of the positive policies of the State Government rather than due to any help from the Centre.

Also, according to State Government data, during the first six-and-a-half years of Trinamool Congress, 81 lakh jobs were created. The jobs include not only direct government jobs but also those created through the setting up of micro, small and medium enterprises (MSME). In fact, as acknowledged by the Central Government itself, Bengal is the leading state in terms of generating income and employment through MSMEs.

According to official records, more than 27,700 MSMEs have been able to provide employment to 1.7 lakh people. Keeping on the subject of small scale industries, the state has provided training in handloom to 16,940 people, which included both weavers and their assistants. A result of these activities has been the creation of 60 lakh person-days.
Due to the Gatidhara Scheme, which provides loans to youths to buy vehicles for commercial use, be it taxis or mini trucks or anything else, another approximately 10,000 people have got employment.

Another important fact to remember is that, if there was no debt that the state had to repay the Centre (a result of the 34-year-rule of the Left Front) and the Central Government contributed more funds for the jointly-implementable schemes instead of reducing its shares, the State Government would have been able to spare more money for more number of jobs and for creating employment opportunities.

Another laudable move in this respect was the creation, on July 26, 2012, of an Employment Bank, and where job-seekers can notify their names online too. The exchange serves as a bridge between employment seekers and employment providers. More than 10 lakh people across the state have found employment in this way.
It is from this list that people have been selected, on need basis, for the Yuvashree Scheme, wherein sustenance stipend is paid to those not yet employed.

Now, the government has decided to recruit 13,000 people in the police force and related jobs, and it is actively pursuing its implementation. This decision was approved by the State Cabinet on March 23.

 

উন্নয়নেই কর্মসংস্থান বাড়ছে রাজ্যে

সারা বছর ধরেই বেকারদের কর্মসংস্থানের লক্ষ্যে নিয়োগ প্রক্রিয়া চালু রেখে চলেছে রাজ্য সরকার। এই কারণে বছরের বিভিন্ন সময় সরকারি চাকরির বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে। এই সমস্ত কর্মকাণ্ডের কাণ্ডারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার নেতৃত্বে বছরভর উন্নয়নজজ্ঞের ফলেই এতো কর্মসংস্থান।

২০১৭-১৮ আর্থিক বছরে জিএসটি এবং নোটবাতিলের ধাক্কা সত্ত্বেও রাজ্যে ৮ লক্ষ ৯২ হাজার কর্মসংস্থান হয়েছিল। এবছর এই কর্মসংস্থান কয়েকগুন বাড়বে বলে আশা করা যায়। গত সাড়ে ছয় বছরে রাজ্য সরকার প্রায় ৮১ লক্ষ কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। শিক্ষাক্ষেত্রে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষকদের চাকরি ছাড়াও বড় অংশ আছে চতুর্থ শ্রেণী। পুলিশ, বিচারবিভাগ, স্বরাষ্ট্র, ই-গভর্ন্যান্স, পঞ্চায়েত ও গ্রামোন্নয়নে ১৩ হাজার চাকরি নিয়োগের সিদ্ধান্ত হয়েছে।

বেসরকারি ক্ষেত্রেও লক্ষ লক্ষ কর্মসংস্থানের নজির গড়েছে রাজ্যে। পাশাপাশি চাকরি থেকে ক্ষুদ্র ব্যবসা, সব ক্ষেত্রেই কাজ পেয়েছেন মানুষ। কেন্দ্রের ঋণের বোঝা না থাকলে, কেন্দ্র বিভিন্ন প্রকল্পের টাকা বন্ধ না করলে, আরও বহুগুন কর্মসংস্থান করতে সক্ষম হত সরকার।

২০১২ সালের ২৬ জুলাই ‘এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক’-এর সৃষ্টি হয়েছে, যা চাকরিপ্রার্থী ও নিয়োগকর্তার মধ্যে অনলাইন ব্যবস্থায় সেতুর কাজ করছে। ১০ লক্ষেরও বেশী চাকরি প্রার্থী এই ব্যবস্থার মাধ্যমে কাজ পেয়েছে। এই এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক থেকেই বাছাই করা হয়েছে ‘যুবশ্রী’। এছাড়া ২৭৭০০টিরও বেশী ক্ষুদ্র ও মাঝারি শিল্প ইউনিট ১৭০০০০ লোক নিয়োগ করে উদ্যোগ আধার মেমোরেন্ডাম দাখিল করেছে।

অন্যদিকে, ১৬৯৪০জন তাঁত শিল্পী ও সহকারীকে দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এর ফলে ৬০ লক্ষ কর্মদিবস তৈরী হয়েছে। ১০০০০ জন যুবক যুবতী ‘গতিধারা’ প্রকল্পের আওতায় এসেছে।

Source: Sangbad Pratidin

 

Bengal Govt to enrol retired sportspersons under Swasthya Sathi from April 1

The State Youth Services and Sports Department will initiate the enrolment of retired sports personalities under the Swasthya Sathi scheme from April 1. Already more than 2.5 crore people are deriving its benefits.

Chief Minister Mamata Banerjee had made the announcement regarding this while addressing the Khelashree programme at Netaji Indoor Stadium last January. The initiative has been taken to ensure that veteran sports personalities do not face any problem in getting any sort of treatment.

According to a senior official of the Youth Services and Sports Department, the retired sports personalities can collect application forms from April 1 and from the same day the filled-up forms may be submitted.

The forms will be available at the office of the department at the New Secretariat Building and its offices in the districts, and also from the offices of the various sports associations. The forms will also be available online. The filled-up application forms will be sent to the State Health and Family Welfare Department as it is the implementing authority.

It may be mentioned that retired sports personalities will get a medical benefit of up to Rs 5 lakh per annum under the Swasthya Sathi scheme. The beneficiaries can avail treatment in more than 500 hospitals and nursing homes in the state, which are graded under three categories on the basis of services available. There is also an information support system through which related details may be obtained over phone.

১লা এপ্রিল থেকে অবসরপ্রাপ্ত খেলোয়াড়রাও আসবেন স্বাস্থ্য সাথীর আওতায়

১লা এপ্রিল থেকে অবসরপ্রাপ্ত খেলোয়াড়দের স্বাস্থ্য সাথীর আওতায় নাম নথিভুক্তিকরণ শুরু করবে রাজ্য ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তর। প্রাক্তন খেলোয়াড়দের স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় আনার কথা জানুয়ারি মাসে নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলাশ্রী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন। এই প্রকল্পের আওতায় ইতিমধ্যেই ২.৫ কোটি মানুষ উপকৃত হচ্ছেন। প্রবীণ খেলোয়াড়রা চিকিৎসার জন্য কোনও অসুবিধার সম্মুখীন যাতে না হন, তাই তাদেরও অন্তর্ভুক্ত করা হল এই প্রকল্পে।

১লা এপ্রিল থেকে ফর্ম বিতরণের পাশাপাশি পূরণ করা আবেদনপত্র জমাও নেওয়া হবে।। এই ফর্ম পাওয়া যাবে নিউ সেক্রেটারিয়েট বিল্ডিঙে রাজ্য ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের কার্যালয়, জেলায় এই দপ্তরের অফিস ও অন্যান্য ক্রীড়া সংস্থার কার্যালয় থেকে। পরবর্তীকালে এই ফর্ম যাতে অনলাইনেও পাওয়া যায়, তার ব্যবস্থা নেওয়া হচ্ছে। ফর্ম জমা নেওয়ার শেষ তারিখ ৩০শে এপ্রিল।

আবেদনপত্রগুলি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে পাঠাতে হবে, যেহেতু এই দপ্তর প্রকল্পটি বাস্তবায়িত করছে। এই পরিষেবায় প্রাক্তন খেলোয়াড়রা বার্ষিক ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার সুবিধা পাবেন বিনামূল্যে। এই চিকিৎসা তারা ৫০০-রও বেশী হাসপাতাল ও নার্সিং হোমে পেতে পারবেন। এই চিকিৎসাকেন্দ্রগুলিকে তিন শ্রেণীতে ভাগ করা হয়েছে, কোথায় কিরকম পরিষেবা পাওয়া যায়, সেই নিরিখে। এই চিকিৎসাকেন্দ্রগুলিতে ইনফরমেশন সাপোর্ট সিস্টেম আছে, যেখানে ফোনের মাধ্যমে তথ্য পাওয়া যায়।

Source: Millennium Post

 

Soon, you can hire trams to set up restaurants, organise weddings

West Bengal Transport Corporation (WBTC) has now taken another initiative to popularise trams, a heritage transport system, to be found only in Kolkata in the country.

People would soon be able to take trams on lease to set up restaurants and organise weddings. WBTC expects the romantic charm of trams to make these ventures popular.

Expressions of interest have been invited by the corporation. Some basic rules have been framed. Non-AC trams would be given on lease. Fitting ACs and the cost thereof would have to be borne by the lessee. Also, no cooking would be allowed inside the trams.

Two similar projects by WBTC have already been successful, according to WBTC officials. A tram has been converted into a museum and kept at the Esplanade terminus. While one bogey houses the museum, depicting the storied history of trams in Kolkata, the other houses a cafeteria. It has become quite popular. Another AC trams is being given on lease for birthdays and other events.

WBTC, seeing the popularity of its AC buses, plans to introduce more and more AC trams in the city.

There are currently 269 trams with the WBTC. Of these, only 45 to 46 are being used daily because of route optimisation. Hence, these extra trams are now being used for non-transport purposes.

 

ট্রামেই খোলা যাবে রেস্তরাঁ, বসানো যাবে বিয়ের আসর

শহরে এবার চলন্ত রেস্তরাঁ। থাকবে আমেজ করে বসে খাওয়ার ব্যবস্থা। পছন্দসই খাবারের স্বাদ চাখতে চাখতেই শহর ভ্রমণ। না, সাধারণ কোনও গাড়িতে, ‘হেরিটেজ’ ট্রামেই গড়ে উঠবে সেই রেস্তরাঁ। তার জন্য এবার ট্রাম ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম। এইনিয়ে ইতিমধ্যেই আগ্রহপত্র চাওয়া হয়েছে বলে খবর। তবে শুধু রেস্তরাঁই নয়, নিগম অধিকর্তারা বলছেন, ভাড়া নিয়ে ঐতিহ্যের ওই ট্রামে কেউ বিয়ের আসরও বসাতে পারে। অনেকে বিয়ের মুহূর্তকে স্মরণীয় করে রাখতে আসর বসান জলযান, এমনকী বিমানেও। এবার পারবেন ট্রামেও।

রেস্তরাঁর জন্য ট্রাম ভাড়া দেওয়ার ব্যাপারে কয়েকদিন আগেই আগ্রহপত্র চাওয়া হয়েছে। আগ্রহপত্র জমা পড়ার পর তা পর্যালোচনা করে দেখা হবে, ইচ্ছুকরা ঠিক কী চাইছেন। আপাতত ঠিক হয়েছে, নির্দিষ্ট সময়ের জন্য নন-এসি ট্রাম ভাড়ায় দেওয়া হবে। তাতে এসি বসানো সহ যাবতীয় পরিকাঠামো তৈরি করে নিতে হবে বরাতপ্রাপ্ত সংস্থাকে। তবে কোনওভাবেই ট্রামের মধ্যে রান্না করা যাবে না। খাবার অন্যত্র তৈরি করে ট্রামে তুলতে হবে।

শহরে বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলছে। নিগমের হাতে ট্রাম রয়েছে কমবেশি ২৬৯টি। বর্তমানে দৈনিক গড়ে ৪৫ থেকে ৪৬টির বেশি ট্রামকে রাস্তায় নামে। তাই বাকি বহু ট্রামকে কীভাবে ব্যবহার করা যায়, তা নিয়ে পরিকল্পনা চলছিল কিছুদিন ধরেই। সেই সূত্রেই রেস্তরাঁর জন্য ট্রাম ভাড়া দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

চলমান রেস্তরাঁর এই পরিকল্পনা সফল হবে বলেই আশায় রয়েছেন অধিকর্তারা। এর আগে শহরে ট্রাম-মিউজিয়ামের পরিকল্পনা ‘সফল’ হয়েছে। ধর্মতলা চত্বরে শহরের ঐতিহ্যবাহী ট্রামের ইতিহাস তুলে ধরতে একটি আস্ত ট্রামকে মিউজিয়ামে রূপান্তরিত করা হয়েছে। তার একটি বগিতে রয়েছে ক্যাফেটেরিয়া। সেখানে থাকছে চা-কফির সঙ্গে বিস্কুট, স্ন্যাকসের মতো খাবার। নিত্যদিন অনেকেই সেখানেই ভিড় জমান। দ্বিতীয়ত, বর্তমানে এক বগির এসি ট্রাম প্রমোদ ভ্রমণের জন্য চালানো হচ্ছে। জন্মদিন সহ অন্যান্য ‘ইভেন্ট’-এ তা ভাড়া দেওয়া হয়। এই প্রকল্পও অনেকটা জনপ্রিয় হয়েছে যাত্রী মহলে। বর্তমানে যাত্রী মহলে এসি বাস বেশ জনপ্রিয় হয়েছে। এবার ট্রামকেও জনপ্রিয় করতে শহরে আরও বেশি করে এসি ট্রাম চালানোর পরিকল্পনা করা হয়েছে।

Source: Bartaman

 

Quick Response Teams in each district for disaster management

The State Disaster Management and Civil Defence Department will set up Quick Response Teams (QRT) for each district of the state, including Kolkata. This will ensure better assistance to people during emergency situations.

Each QRT will function under the respective District Disaster Management Authority (DDMA). The main task of the QRTs will be to plunge into immediate action as soon as there is an alert for any natural calamity or emergency situation.

The QRTs will be made up of civil defence volunteers. The number of volunteers in each will depend on the number of sub-divisions in a district. The plan is to appoint 25 volunteers for each sub-division. So, for example, if a district has three sub-divisions, its Quick Response Team will have 75 volunteers.

A disaster management plan has been prepared for the districts, which includes mapping the areas vulnerable to natural calamities like floods, earthquakes, landslides, drought, fires, among others. The district-wise disaster management plan helps in carrying out proactive work, so that losses due to natural calamities are minimised.

The State Government has given a lot of importance for setting up a coordinated system to counter any disaster, be it natural or man-made. Earlier this year, it started a project, Apat Mitra, for providing training to youths in villages so that they can provide support to rescue operations during a disaster.

 

বিপর্যয়ে মৃত্যু-ক্ষয়ক্ষতি কমাতে প্রতি জেলায় বিশেষ ব্যবস্থা

যে কোনও বিপর্যয়ে একটি মৃত্যুও কাম্য নয়। রাজ্য সরকারের এই উদ্দেশ্যই সফল করতে এবার প্রতি জেলাতে তৈরী করা হচ্ছে ‘জেলা বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ’ বা ডিসট্রিক্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথারিটি। পাশাপাশি, সব জেলাতেই তৈরী হচ্ছে ডিএমজির নিজস্ব ‘কুইক রেসপন্স টিম’। কলকাতা পুলিশের আদলে বিপর্যয় মোকাবিলা দপ্তরও এবার বিশেষ প্রশিক্ষিত উদ্ধারকারী দল তৈরী করতে চলেছে। এরা ২৪ ঘণ্টার জন্যই জেলাগুলিতে সতর্ক থাকবে যে কোনও বিপর্যয়ের মোকাবিলা করতে।

প্রতি জেলার ‘কুইক রেসপন্স টিম’ নিয়োগ হবে সেই জেলা থেকেই। এতে ‘কুইক রেসপন্স টিম’এর সেই জেলার ভৌগলিক সুবিধা ও অসুবিধা নিয়ে সম্যক জ্ঞান থাকবে যা উদ্ধারকাজের সময় বাড়তি সাহায্য করবে। প্রতি ডিডিএম-এর মাথায় থাকবে সেই জেলার জেলাশাসক। কলকাতার ক্ষেত্রে জেলাশাসকের জায়গায় থাকবেন পুরসভার কমিশনার।

প্রতি জেলার সাব ডিভিশনগুলিতে ২৫ জন করে ‘কুইক রেসপন্স টিম’-এর কর্মীদের রাখা হবে। প্রতি জেলায় থাকবে ১০০ জন করে ‘কুইক রেসপন্স টিম’-এর প্রশিক্ষিতকর্মী। জেলাশাসক নির্দেশে পরিচালিত হবে এই বাহিনী। নিচের স্তরে বাহিনীকে নির্দেশ দেবে ডিএমজির ফিল্ড লেভেল অফিসাররাই।

আলাদা আলাদা জেলার বিপর্যয়ের প্রকৃতি অনুসারে কি ধরনের প্রস্তুতি রাখা যেতে পারে, সেই সম্পর্কে একটি রূপরেখা তৈরী করবে। পাশাপাশি বিপর্যয়ের সময় করণীয় কর্তব্য সম্পর্কে মানুষকে ধারাবাহিক ভাবে সচেতন করার কাজও করবে।

Source: Millennium Post

 

Bengal Govt to revive fish dishes of yore

The State Government is making efforts to revive and popularise fish dishes of Bengal, which were once considered delicacies and sumptuous items on the menu throughout the State. Owing to fewer cooks knowing how to make them, only a few of these dishes are made today, and that too in only a few homes and restaurants.

State Fish Development Corporation (SFDC), an organisation under the Fisheries Department, has decided to cook and deliver many of these once-popular dishes after they are ordered through its app. The service would start from Poila Boishak, the Bengali New Year’s day (the day falls on April 15 this year).

Among the dishes are katlar rosha, koi macher haragouri, methi diye mourala, rui macher jhol with sanjne danta, brinjals and bori, posto-based curry of prawns and sanjne danta, mocha chingri, chapila macher shukto, hilsa with kochur sak, various preparations involving shuntki or sun-dried fish, and tentul diye kancha macher tok.

The dishes will be delivered within three hours from the time of ordering. SFDC has bought six motorbikes to transport the food. Initially, the items would be rolled out from Birati to Tollygunge. Gradually, depending on demand, more routes would be added.

 

হারিয়ে যাওয়া মাছের পদ ফিরিয়ে আনছে মৎস্য নিগম

আগে মধ্যবিত্ত বাঙালির রোজকার পাত আলো করে থাকত কই মাছের ‘হরগৌরী’ বা চাপিলার চচ্চড়ি, কখনও আলু-পটল দিয়ে কাতলা মাছের রসার স্বাদে রঙিন হয়ে উঠত মধ্যানহভোজ।

আঠারো-উনিশ শতকের জিভে জল আনা এরম নানা মেছো রান্না বাঙালির পাতে ফিরিয়ে দিতে উদ্যোগী হল খোদ রাজ্য সরকার। বাংলা নতুন বছরের প্রথম দিনেই কলকাতায় পাওয়া যাবে এমন সব মাছের পদ। এজন্য একটি দল গঠন হয়েছে, যারা এই হারিয়ে যাওয়া রান্নার পদ বিভিন্ন গ্রাম থেকে জেনে নিচ্ছে।

কাতলার রসা বা কই মাছের হরগৌরী ছাড়াও থাকছে মেথি দিয়ে মৌরলা, সজনে ডাঁটা-বেগুন-বড়ি দিয়ে রুই মাছের ঝোল, চিংড়ি দিয়ে সজনে ডাঁটা-পোস্তর চচ্চড়ি, মোচা দিয়ে চিংড়ি, চাপিলা মাছের শুক্তো, ইলিশ দিয়ে কচুর শাক। থাকছে শুঁটকি মাছের বিভিন্ন পদ, তেঁতুল দিয়ে কাঁচা মাছের টক।

প্রসঙ্গত, জানুয়ারি থেকে বাড়ি বাড়ি মাছ বিক্রী শুরু করেছে নিগম, এবার রান্না করা মাছ বিক্রী শুরু হবে নতুন বছর থেকে। এজন্য নতুন অ্যাপ চালু করা হয়েছে। অ্যাপে ঠিকানা দিয়ে নির্দিষ্ট পদের অর্ডার করার তিন ঘণ্টার মধ্যেই খাবার টেবিলে এসে হাজির হবে সেই পদ। রোজ সকাল সাড়ে আটটা থেকে সন্ধ্যা সাড়ে পাঁচটা পর্যন্ত অর্ডার নেওয়া হবে। রাত সাড়ে আটটা পর্যন্ত ডেলিভারি দেওয়া হবে। এজন্য ছটি নতুন বাইক কেনা হয়েছে।

প্রথম ধাপে বিরাটি থেকে টালিগঞ্জ পর্যন্ত পরিষেবা চালু করছে নিগম, পড়ে এই পরিধি আরও বাড়ানো হবে।

Source: Sangbad Pratidin

 

Bengal Govt to revive Darjeeling as an education hub

The Bengal Government has decided to revive the lost glory of Darjeeling as an education hub. Gorkhaland Territorial Administration (GTA) is working hand-in-hand with the government on this venture.

New schools and colleges are being built in the district. Fifty-six new school buildings – 20 primary schools and 36 upper primary – are being constructed in Darjeeling district at a cost of Rs 26.48 crore. Forty-three more school buildings will be built by the State Government.

Two colleges are coming up in Siliguri sub-division within the new academic session – a Hindi-medium college at Hatighisha in Naxalbari block and another one in Ghoshpukur. Two industrial training centres (ITI) are also coming up in Siliguri sub-division, which will equip youths for the future with proper training.

The schools will come up in far-flung areas, from where students have to walk long distances to reach schools.

Incidentally, the State Government has plans to develop the town of Kurseong as an education hub. A campus of Presidency University will be opened there, along with a medical college. For proper development in all respects, Chief Minister Mamata Banerjee had last year made Kurseong a separate district.

 

দার্জিলিঙে শিক্ষার প্রসারে উদ্যোগী রাজ্য

দার্জিলিঙে শিক্ষার প্রসারে উদ্যোগী রাজ্য, পাশে জিটিএ। অনেক নতুন স্কুল ও কলেজ তৈরী করা হচ্ছে এই জেলায়।

সর্বশিক্ষা অভিযানের অধীনে জিটিএ অঞ্চলে ৫৬টি (২০টি প্রাথমিক ও ৩৬টি উচ্চ প্রাথমিক) স্কুল তৈরী করা হচ্ছে। আরও ৪৩টি স্কুল তৈরী হবে এখানে। স্কুলগুলি তৈরী হবে প্রত্যন্ত এলাকায় যাতে ছেলেমেয়েদের পড়াশোনার স্বার্থে খুব দূরে যেতে না হয়।

শিলিগুড়িতে দুটি নতুন কলেজ তৈরী করা হচ্ছে। তৈরী হচ্ছে দুটি ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং সেন্টার। নতুন শিক্ষাবর্ষে শিলিগুড়ির দুটি নতুন কলেজে পঠনপাঠন শুরু হবে। কার্শিয়াঙে ইতিমধ্যেই গড়ে উঠছে একটি শিক্ষা হাব। প্রেসিডেন্সি ইউনিভার্সিটির একটি সেন্টার ও একটি মেডিক্যাল কলেজ নির্মাণ হবে কার্শিয়াঙে।

নক্সালবাড়ি ব্লকের হাতিঘিশায় একটি হিন্দী মাধ্যম কলেজ তৈরী করা হবে। অন্য একটি কলেজ তৈরী হচ্ছে ঘোষপুকুরে। এই কলেজটির জন্য ইতিমধ্যেই উচ্চশিক্ষা দপ্তর কলা ও বাণিজ্য বিভাগ চালু করার অনুমোদন দিয়েছে।

Source: Millennium Post

 

Indian e-commerce giant Flipkart to invest Rs 650 crore in Bengal

Flipkart, the e-commerce major, has decided to set up an integrated logistics hub on 80 acres in Bengal to facilitate faster delivery to buyers in the eastern and north-eastern parts of the country.

Flipkart plans to develop 40 lakh square feet in phases, and the investment will be around Rs 650 crore. The hub will result in the creation of jobs for 5,000 people.

The logistics hub will house several Flipkart fulfilment centres and sorting centres and will act as the node of the company’s east India operations. The vice-president of the company said the idea is to move closer to demand centres.

The logistics hub would improve supply-chain efficiency and reduce costs by deploying mechanised warehousing and leveraging technology for intelligent transport systems.

With the goods and services tax (GST) doing away with multiple state level taxes, e-commerce firms are increasingly exploring ways to manage the supply chain with fewer but larger warehouses. The Bengal Government has identified the potential of the sector and has prepared a policy to support the sector, announced at the Bengal Global Business Summit (BGBS) in January.

৬৫০ কোটির বিনিয়োগে রাজ্যে এবার লজিস্টিক হাব, নয়া শিল্পে সরাসরি ৫০০০ কর্মসংস্থান

রাজ্যে বাণিজ্য সম্মেলন থেকেই শিল্প সম্ভাবনার দুয়ার খুলে গিয়েছিল। এবার সেই সম্ভাবনার সঙ্গে তাল মিলিয়েই রাজ্যে আসছে আরও বিনিয়োগ। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট এবার রাজ্যে ৬৫০ কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে। তারা এবার লজিস্টিক হাব তৈরি করবে রাজ্যে। আর এই হাব হলে সরাসরি পাঁচ হাজার কর্মসংস্থান হবে। পরোক্ষে ১৫ হাজার কর্মসংস্থান হতে পারে বলে জানানো হয়েছে শিল্প দপ্তরের তরফে।

ইতিমধ্যে সংস্থার তরফে রাজ্যে জমি পরিদর্শন করে গিয়েছেন সংস্থার আধিকারিকরা। রাজ্যের শিল্প দপ্তরের পক্ষ থেকে সংস্থাকে জানানো হয়েছে, জমি কোনও সমস্যা হবে না। খড়গপুর ও পানাগড়ের শিল্প তালুকে জমি পরিদর্শনও করানো হয়েছে। এবার ফ্লিপকার্ট কোন জায়গাকে বেছে নেন, তা জানানোর পরই এ ব্যাপারে চূড়ান্ত হবে মৌ।

একই জায়গায় ৮০ একর জমির প্রয়োজনীয়তার কথা জানিয়েছে সংস্থাটি। ৪০ লক্ষ বর্গফুট জুড়ে এই লজিস্টিক হাব তৈরি করবে ফ্লিপকার্ট। নিজেরাই বাংলাকে তারা বেছে নিয়েছে বিনিয়োগের জন্য। বাংলার বাজারকে তাঁরা কাজে লাগাতে চাইছেন। আর বাংলা থেকে সেই সাড়াও তাঁরা ইতিমধ্যে পেয়েছেন। পরিকাঠামো ও উন্নত যোগাযোগ ব্যবস্থা থাকবে, এমন জায়গা বেছে নেওয়াই এই শিল্পোদ্যোগের পরবর্তী ধাপ। রীতিমতো সমীক্ষা করে তারা রাজ্যে লগ্নির প্রস্তাব দিয়েছে।

সম্প্রতি কেন্দ্রীয় শিল্প নীতি বিষয়ক দপ্তরের পক্ষ থেকে শংসাপত্র দেওয়া হয়েছে, এ রাজ্য শিল্পোদ্যোগ তৈরিতে এক নম্বর। তারপরই এই বিনিয়োগ বার্তা রাজ্যের শিল্প পরিচায়ক বলেই মনে করছে শিল্পমহল।

 

Central online assessment proving a great help for computer trainees

The initiative of the State Youth Services and Sports Department in making youths go through central online assessment after undergoing computer training is helping the trainees in a big way in getting jobs in the information technology (IT) and information technology-enabled services (ITeS) sectors.

There are more than 1,000 computer training centres under the Youth Services and Sports Department, where around 1.30 lakh job aspirants undergo different courses of computer training.

It was around one-and-a-half years ago when the department had decided to introduce the central online assessment. It helps trainees get a first-hand experience of appearing for an online examination and they are also provided with necessary training on how to appear for the examination during their course.

Since at present most work in almost all companies is online-based, such experiences make the job aspirants’ training industry-friendly and help them to get through interviews.

Besides creating an atmosphere for more investment in the IT and ITeS sectors in the state, the State Government has also given stress on creating necessary infrastructure to generate industry-friendly job aspirants. So, more such computer training centres were opened in the past six years, including some in Darjeeling district as well.

 

সেন্ট্রাল অনলাইন অ্যাসেসমেন্টের ফলে লাভবান বাংলার কম্পিউটার ট্রেনিরা

ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের সেন্ট্রাল অনলাইন অ্যাসেসমেন্ট ব্যবস্থার মাধ্যমে বাংলার কম্পিউটার ট্রেনিরা প্রভূত লাভবান হচ্ছেন। তথ্য প্রযুক্তি ক্ষেত্রে কাজ পেতে তাদের সাহায্য করছে এই ব্যবস্থা।

ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের অধীনে ১০০০ এর বেশী কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র আছে, যেখানে ১.৩০ লক্ষ কর্মপ্রার্থী কর্মসংস্থানের জন্য বিভিন্ন কোর্স করে থাকেন। দেড় বছর আগে ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তর সেন্ট্রাল অনলাইন অ্যাসেসমেন্ট ব্যবস্থা চালু করে। পড়ুয়াদের অনলাইন পরীক্ষা দেওয়ার প্রশিক্ষণ দেওয়া হয়।

যেহেতু এখন প্রায় সব কোম্পানিতেই কাজ হয় অনলাইনে, এই ধরনের প্রশিক্ষণ চাকরিপ্রার্থীদের ইন্টার্ভিউ প্রক্রিয়ার জন্য তৈরী হতে সাহায্য করছে।

প্রসঙ্গত, এখন উইপ্রো, টিসিএস, ইনফোসিসের মত তথ্যপ্রযুক্তি কোম্পানিরা বাংলায় বিনিয়োগ করছে। তাই, যুবাদের প্রশিক্ষিত করার লক্ষ্যে জেলায় জেলায় কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র তৈরী করেছে সরকার।

Source: Millennium Post

 

Hooliganism in the name of religion will not be tolerated: Bengal CM

Bengal Chief Minister Mamata Banerjee today gave a stern warning to those who are indulging in hooliganism in the name of religion. From the dias of the administrative review meeting at South 24 Parganas, she said that this is not Bengal’s culture and will not be tolerated. The CM instructed the SPs of all districts to take appropriate action.

Full transcript of what the CM said:

Did Lord Ram ever say that armed rallies with pistols and swords should be organised in his name? We have read in our scriptures that Ram fought against Ravan with a bow and arrow. Some hooligans are trying to give Lord Ram a bad name. Should we leave law and order in their hands? Will they run the administration now?

Few mustans with pistols, swords, arms, cloths tied around their heads, are doing goondagiri on the roads. This is not Bengali culture. We worship Durga, Kali, Saraswati, Ganapati, Laxmi as well as Basanti. We observe all festivals with peace and harmony. We also celebrate Eid and Christmas.

We gave permission for holding peaceful rallies. Everyone is free to practice their religion. But carrying pistols and playing politics in the name of Ram will not be tolerated. No one has the right to go to the neighbourhood of a different community and kill someone.

I would ask the administration to take strong action against those who carried arms. Some people are opening organisations with religious names and doing business in the name of religion. They are bringing shame to their religion. Ramakrishna Mission, Bharat Sevasram Sangha, Gangasagar – these are symbols of Hinduism.

Hinduism is universal. People have been following this faith for hundreds of years. Hinduism preaches love, brotherhood, tolerance. We don’t need lessons in Hinduism from them.

What they practise is freak religion; religion of muscle power and goondaism. This is not even politics, which requires service to people and society at large. Politics requires culture, humanism and education. Killing people cannot be a part of politics.

What we witnessed yesterday is the handiwork of one party. Today I read in the papers that they carried pistols in their rallies. We saw on TV many people carried swords. Did Lord Ram ever carry a sword? They are importing a new religion (of violence) and dreaming of winning over the entire country. I am sorry to say this, I abhor them. I strongly condemn these actions.

The administration has a responsibility. The death of a person in Purulia is akin to the death of my own family member. Whether he was Muslim, Hindu, Sikh of Christian is immaterial. Why would they kill people? They are so afraid that they are hiring goons from outside. Bengal will not tolerate this.

I am instructing all SPs to take strong action. Do not spare any wrong-doer. If I come to know that police is colluding with them, I will not spare the police either.

People demand justice. They are horrified by yesterday’s events. This is not Bengal’s culture. This will not be tolerated. This is my clear message.

 

ধর্মের নামে গুন্ডাগিরি মানব না: মুখ্যমন্ত্রী

আজ দক্ষিণ ২৪ পরগনা জেলার প্রশাসনিক সভা থেকে হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ধর্মের নামে গুন্ডাগিরিকে রেয়াত করা হবে না। তিনি আরও বলেন যে এটা বাংলার সংস্কৃতি নয়।

মুখ্যমন্ত্রীর বক্তব্য:

রাম কোনদিন বলে গিয়েছিলেন পিস্তল হাতে মিছিল করতে বা তরবারি হাতে মিছিল করতে? আমরা ইতিহাসে দেখেছি রামচন্দ্র ধনুক নিয়ে রাবণের বিরুদ্ধে লড়াই করেছিলেন। কতগুলি hooligans রামের বদনাম করছে – তাদের হাতে কি আমরা রাজ্যের শাসনভার, আইন শৃঙ্খলা ছেড়ে দিতে পারি? প্রশাসন কি বলে?

কতজন হুজুগে মাস্তান হঠাৎ করে এসে জুটেছে, পিস্তল নিয়ে, তরবারি নিয়ে, মাথায় ফেট্টি বেঁধে রাস্তায় গুণ্ডামি করতে বেরিয়েছে। এটা বাংলা সংস্কৃতি নয়। বাংলার সংস্কৃতি সম্পূর্ণ আলাদা। আমরা দুর্গাপুজো করি, কালী পুজো করি, সরস্বতী পুজো করি, গণপতি, লক্ষ্মী, বাসন্তী পুজো করি। আমরা সব পুজো করি শান্তি, সংহতি, উলুধ্বনির মধ্যে দিয়ে, অশান্তির মধ্যে দিয়ে নয়। আমরা রমজান পালন করি, বড়দিনও পালন করি।

আমি শান্তিপূর্ণ মিছিলের অনুমতি দিয়েছি। যে কোন ধর্মের লোক যে কোন ধর্মের অনুষ্ঠান পালন করতে পারেন। কিন্তু রামের নাম নিয়ে রামকে বদনাম করার জন্য পিস্তল তরোয়াল হাতে নিয়ে অন্য কমিউনিটির পাড়ায় ঢুকে গিয়ে তাঁকে খুন করার অধিকার কাউকে দেওয়া হয়নি।

আমি প্রশাসনকে এর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে বলব। হঠাৎ করে এবার কয়েকজন হাতে অস্ত্র তুলে নিয়েছে। যেই হাতে অস্ত্র তুলে নিক, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে। ধর্মীয় একটা করে নাম ঢুকিয়ে দিয়ে নানারকম ভাবে ধর্মের নামে ব্যবসা করছে। আর ধর্মকে বিক্রি করে তার বদনাম করছে। রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ, গঙ্গাসাগর – তারা হিন্দু ধর্মের নামে এই কাজ মানে?

হিন্দুধর্ম সার্বজনীন। শত শত বছর ধরে এই ধর্ম পালন হয়ে আসছে সবাইকে ভালবেসে, সহনশীলতার মধ্যে দিয়ে। ওরা এখন হিন্দু ধর্ম শেখাচ্ছে।

এ কোন ধর্ম? খামখেয়ালি ধর্ম, গায়ের জোরে গুণ্ডামির ধর্ম। এটা দিয়ে রাজনীতি হয় না। রাজনীতি অনেক বড় ব্যাপার। রাজনীতি করতে গেলে সমাজ ও মানুষের জন্য কাজ করতে হয়। রাজনীতি সভ্যতা – সংস্কৃতি – মানবিকতা – শিক্ষার জন্য। রাজনীতি মানে মানুষকে খুন করা নয়।

গতকাল আমরা যা দেখলাম, শুধুমাত্র একটা রাজনৈতিক দলের কাজ। আজ পেপার খুলে দেখলাম পিস্তল নিয়ে মিছিল করছে। অনেক কাগজ ও টিভি তে দেখলাম তলোয়ার নিয়ে মিছিল করছে। রামচন্দ্রর হাতে কখনো তলোয়ার ছিল? নতুন ধর্মের আমদানি করেছে এরা। এই ধর্ম নিয়ে ভাবছে সারা ভারতবর্ষ জয় করবে। I am sorry to say, আমরা এদের ঘৃণা করি। এই ধরণের আচরণকে আমরা ধিক্কার জানাই।

প্রশাসনের একটা দায়িত্ব আছে। পুরুলিয়ায় যদি একজনেরও মৃত্যু হয়ে থাকে তবে আমার ঘরের ভাই মারা গেছে। সে হিন্দু-মুসলমান- শিখ না খ্রিস্টান আমার জানার দরকার নেই। তোমরা কেন মানুষ মারবে? একজন ভয় পেয়েছে বলে তাকে বাইরে থেকে গুন্ডা আনিয়ে তাড়া করে মারবে কেন? এসব বাংলায় সহ্য করা হবে না।

আমি সব এসপি কে নির্দেশ দিচ্ছি কড়া ব্যবস্থা নেওয়ার জন্য। কাউকে সহ্য করা হবে না। আইন আইনের কাজ করবে। যদি পুলিশ সমঝোতা করে কোন ব্যবস্থা না নেয় তাহলে আমি সেই সেই পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেব।

জনগণ আপনাদের কাছে বিচার চায়। মানুষ কাল এই সব মিছিল দেখে শিউরে উঠেছে। এটা বাংলার সংস্কৃতি নয়। আমরা এসব সহ্য করব না। এটা আমার clear message।