Nabanna issues instructions for combating storms

After the devastating storms of yesterday in Kolkata and across the southern region of Bengal, the state secretariat, Nabanna has issued instructions for effectively combatingstorms which have been predicted in the next few days.

Quick Response Teams (QRT) of the government have been activated across all needy areas. Government officials have been instructed to provide help wherever necessary.

Chief Minister Mamata Banerjee has asked for reports from the district magistrates of all the affected districts.

Kolkata Municipal Corporation (KMC) has announced ex gratia payments for the families of those killed in yesterday’s storm in Kolkata. It will also repair all the houses destroyed by the storm.

 

কালবৈশাখী দুর্যোগ: কুইক রেসপন্স টিম গঠন রাজ্যের

প্রাকৃতিক দুর্যোগ নিয়ে সতর্ক রাজ্য সরকার। রাজ্য প্রশাসনের সদর দপ্তর থেকে রাস্তায় নেমে কাজ করার নির্দেশ দেওয়ার হয়েছে সরকারি কর্মীদের। নবান্নের কন্ট্রোল রুম থেকেও নজরদারির কথা জানানো হয়েছে।

ঝড়ে ক্ষতিগ্রস্ত জেলাগুলির বর্তমান অবস্থা জানতে জেলাশাসকদের কাছে রিপোর্ট তলব করেছেন মুখ্যমন্ত্রী।

নবান্নের তরফে কুইক রেসপন্স টিমগুলিকে সতর্ক করা হয়েছে। দুর্যোগের পর সেই সতর্কতা আরও জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ দেওয়া হয়েছে রাস্তায় নেমে কাজ করার।

দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ ও যেসব বাড়ি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো সারানোর কথা ঘোষণা করা হয়েছে কলকাতা পুরসভার তরফ থেকে।

 

World Bank’s recognition for Bengal’s exemplary work in panchayats

A new feather has recently been added to Bengal’s cap. For the brilliant work that the Panchayat Department has done, the World Bank is giving an additional grant of Rs 426 crore to the State Government. Under the leadership and inspiration of Chief Minister Mamata Banerjee, the tide of development in rural Bengal is admirable.

The World Bank had undertaken a survey, based on 10 issues, across more than 2,000 panchayats of the State. It was as a result of that survey that the World Bank has recommended the reward. Every panchayat will get a reward of Rs 50 lakh or more.

Previously too, the Bengal Government has won rewards for its performance in various areas of governance. For the Kanyashree Scheme, Bengal Government received the first prize in public service from the United Nations.

 

পঞ্চায়েতে ভাল কাজের জন্য পুরস্কার পাচ্ছে রাজ্য

আবারও পঞ্চায়েতে ভাল কাজের জন্য পুরস্কার পেল রাজ্য। বিশ্বব্যাংকের প্রায় ৪২৬ কোটি টাকার অনুদান পাচ্ছে রাজ্য।রাজ্য সরকারের মুকুটে এ যোগ হল আরো একটি নতুন পালক।

পঞ্চায়েতে কোন রাজ্য কেমন কাজ করছে তা নিয়ে একটি সমীক্ষার আয়োজন করে বিশ্বব্যাংক। প্রায় দশটি বিষয়ের উপর চোখ রেখে এই সমীক্ষা করা হয়। সেখানেই ভাল ফল রাজ্যের।

পঞ্চায়েত ব্যবস্থা আধুনিকীকরণ ও পরিষেবা মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে রাজ্যের বিভিন্ন পঞ্চায়েত দারুণ কাজ করেছে। দু-হাজারেরও বেশি পঞ্চায়েতের উপর এই সমীক্ষা চালানো হয়।প্রতিটি পঞ্চায়েতকে পঞ্চাশ লক্ষ টাকা বা তার বেশি অর্থমূল্যের অনুদান দেওয়া হবে।

২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকেই পঞ্চায়েত পরিকাঠামো উন্নয়নে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। এর আগে কৃষি ও অনলাইন ট্যাক্সিংয়ের ক্ষেত্রে রাজ্যের কাজ গোটা দেশের প্রশংসা আদায় করেছিল।

 

Self-employment: Towards rural empowerment of Bengal

0The West Bengal State Rural Livelihoods Mission (WBSRLM), administered by the Panchayat and Rural Development (P&RD) Department, organises the rural poor for gainful self-employment and envisages enabling communities to come out of poverty through the formation and strengthening of women’s self-help groups (SHG). It started its journey through the launching of the Anandadhara scheme by Chief Minister Mamata Banerjee on May 17, 2012. There is another programme in the State called ‘Promotion of SHG Movement’.

Purpose

The major strategic interventions in the programme are universal social mobilisation, formation and strengthening of SHGs, capacity building, financial inclusion and access to credit, skills development and taking up different livelihood options with provisions for technological as well as marketing support.

To reach every poor family of Bengal through social mobilisation, WBSRLM ensures that at least one eligible female member from each eligible household is made part of an SHG.

During the first financial year (FY) of the Trinamool Congress Government, that is 2012-13, intensive implementation of the SHG programme was taken up in 32 blocks in nine districts. The programme was expanded to cover 158 blocks spread across all the 23 districts during FY 2017-18. In 2018-19, it has been planned to add more areas in the fold of SHG.

Administration

SHGs are administered through a four-level structure – Self-Help Groups (at the village level), Upasangha (SHG federations at the ward level), Sangha (SHG federations at the gram panchayat level) and Mahasangha (SHG federations at the block level). Currently, there are 5,29,309 SHGs, 35,960 Upasanghas, 3,219 Sanghas and 12 Mahasanghas.

The sanghas are being registered under the West Bengal Cooperative Act as Primary Multipurpose Cooperative Societies. So far, 2,200 such societies have been registered. The rest are going to be registered in due course.

Implementation

Financial inclusion of the vast rural population is one of the primary purposes of WBSRLM. SHGs are capitalised by the Government through a revolving fund at the rate of Rs 15,000 per group. But after that, the programme ensures that the SHGs regularly receive credit from banks. This has led to the groups receiving an aggregate of Rs 3,416.48 crore as loans during FY 2016-17 and, up to January 2018 (FY 2017-18), Rs 2,137.32 crore.

Land issues are critical to the poor, and their ignorance can make them extremely vulnerable. To address this gap, a special project called Legal Land Literacy for poor SHG members is being implemented by the P&RD Department in collaboration with the Land and Land Reforms Department and Landesa Rural Development Institute, an international non-profit organisation. The project began with eight intensive blocks (in which all components are implemented), and has been extended to 24 more intensive blocks.

A special inclusion project was taken up, in collaboration with the NGO HelpAge, in three gram panchayats of Dinhata I block of Cooch Behar district to enable them to access age-appropriate livelihood and entitlement services. Its success has led it to be implemented in another six gram panchayats during FY 2017-18.

Another inclusion-related project has been implemented by the State Government – all SHG households are being covered under the Swasthya Sathi group medical insurance scheme. Till January 2018, 34 lakh SHG families were covered.

SHGs as vehicles for implementation of other Government programmes

SHGs supply school uniforms to children. During FY 2017-18, they have conducted business to the tune Rs 166 crore. Sangha cooperatives successfully manage dietary supplies to Government hospitals. These cooperatives are also engaged in the paddy procurement process, through which it ensures that poor SHG members do not have to engage in distress sale of paddy. Plans exist to increase the geographical coverage and target for paddy procurement in the future.

 

স্ব-নির্ভরতাঃ গ্রামীণ কর্মসংস্থানে বাংলা

২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল সরকার গ্রামীণ অঞ্চলে দারিদ্র দূরীকরণে উদ্যোগী হয়েছে।

এর মূল উদ্দেশ্য স্বনির্ভর গোষ্ঠী গঠনের মাধ্যমে সবাইকে স্বনির্ভর করে তোলা। স্বনির্ভর গোষ্ঠীর সশক্তিকরণ, ক্ষমতা বৃদ্ধি, আর্থিক উন্নতি, সহজে ঋণ লাভ, দক্ষতা বিকাশ ও প্রযুক্তি এবং বিপণনের সহযোগীতার মাধ্যমে রোজগারের বিভিন্ন উপায় বেছে নেওয়া।

এই উদ্দেশ্যে ২০১২ সালের ১৭ই মে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সূচনা করেন ‘আনন্দধারা’ প্রকল্পের – কেন্দ্র ও রাজ্য ৬০:৪০ অনুপাতে বহন করে। এছাড়াও সম্পূর্ণ রাজ্যের নিজস্ব খরচে চলে আরেকটি প্রকল্প ‘প্রোমশান অফ এসএইচজি মুভমেন্ট’।

এই প্রকল্পের উদ্দেশ্য অন্তত প্রতি পরিবারের একজন মহিলা যেন স্বনির্ভর গোষ্ঠীতে থাকে। এই প্রকল্প প্রথমে রাজ্যের ৯ জেলার ৩২টি ব্লকে শুরু করা হয় ২০১২-১৩ সালে। ২০১৭-১৮ তে ২৩ জেলার ১৫৮টি ব্লকে শুরু করা হয়। ২০১৮-১৯ সালে আরও ২২টি ব্লকে এই প্রকল্প শুরু করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

এই মুহূর্তে রাজ্যে ৫২৯৩০৯টি মহিলা স্বনির্ভর গোষ্ঠী আছে, যারা ৩৫৯৬০টি উপসংঘের ও ৩২১৯ সংঘের সদস্য।ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ অ্যাক্ট-এর অধীনে সংঘ গুলি নথিভুক্ত হয়েছে প্রাইমারি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি হিসেবে। এখনও পর্যন্ত ২২০০ এরম সমবায় নথিভুক্ত হয়েছে।

প্রতি স্বনির্ভর গোষ্ঠীকে ১৫০০০ টাকা করে রিভল্ভিং ফান্ড দেওয়া হয়।কমিউনিটি ইনভেস্টমেন্ট ফান্ড সংঘকে অনুদান দেয়। গত বছর তম্লুক ব্লক মহিলা বিকাশ ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি ও এ বছর ঝাড়গ্রাম ব্লক অরণ্য সুন্দরী মহাসংঘ সেরা স্বনির্ভর গোষ্ঠীর সম্মান পায়।

ব্যাঙ্কের থেকে স্বনির্ভর গোষ্ঠীরা গত বছর ঋণ পেয়েছিল ৩৪১৬.৪৮ কোটি টাকা ও এই অর্থবর্ষে জাউয়ারি মাস পর্যন্ত পেয়েছে ২১৩৭.৩২ কোটি টাকা।

ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের সহযোগিতায় গরীব স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য লিগাল ল্যান্ড লিটারেসি চালু করেছে মালদা ও বীরভূমের আটটি ব্লকে।

বয়স্কদের জীবনযাত্রার মান উন্নত করতে ২০১৭-১৮ সালে ৬টি গ্রাম পঞ্চায়েতে একটি প্রকল্প শুরু হয়েছে। সমস্ত স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের স্বাস্থ্য সাথী বীমার আওতায় আনা হয়েছে। জানুয়ারি ২০১৮ পর্যন্ত ৩৪ লক্ষ স্বনির্ভর গোষ্ঠীর সদস্যের পরিবার এই আওতায় এসেছে।

এই মুহূর্তে সংঘরা সরকারি হাসপাতাল গুলিতে খাদ্য এবং স্বনির্ভর গোষ্ঠীরা সরকারি স্কুলে পড়ুয়াদের জামার যোগান দিয়ে থাকে। এ বছর তারা এই বাবদ আয় করেছে ১৬৬ কোটি টাকা। যেসকল স্বনির্ভর গোষ্ঠী চাষের সঙ্গে যুক্ত, তারা যাতে তাদের উৎপাদনের সঠিক মূল্য পান, তাও নিশ্চিত করেছে রাজ্য সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তর।

 

Achievements of Water Resources Investigation and Development Dept

The department of Water Resources Investigation has undertaken several projects for water conservation and creation of minor irrigation facilities throughout the State.

 

 

 

Let us have a look at some of them:

Jal Dharo Jal Bharo Abhiyan

The Jal Dharo Jal Bharo Scheme is being implemented across Bengal since 2011 through a campaign called Jal Dharo Jal Bharo Abhiyan. This scheme, including the name, is a brainchild of Chief Minister Mamata Banerjee.

During the last financial year (2017-18), till December 31, 31,165 water bodies and water detention structures have been created, out of which 5,937 have been created by WRI&D Department, 25,228 in collaboration with Panchayats and Rural Development Department.

From 2011 to December 31, 2017, a total of 2,27,101 water bodies and water detention structures have been created and renovated.

Expansion of minor irrigation facilities

Minor irrigation (MI) facilities have been vastly increased. By the installation and revival of 1,143 different types of irrigation schemes, viz. deep and shallow tube-wells, river-lift irrigation facilities, water harvesting tanks, surface flow minor irrigation schemes (SFMIS), check dams, solar power-operated minor irrigation schemes, etc., 36,351 hectares of irrigation potential has been created and revived.

The irrigation schemes have been implemented under different programmes, like Jalatirtha, West Bengal Accelerated Development of Minor Irrigation Project (WBADMIP – in collaboration with World Bank), Rural Infrastructure Development Fund (RFID – in collaboration with NABARD), Core Sector, Rashtriya Krishi Vikas Yojana (RKVY), etc.

Minor irrigation projects in arid districts

In the arid districts of Birbhum, Bankura, Purulia, Jhargram and Paschim Medinipur, 351 minor irrigation programmes, with an irrigation potential of 11,708 hectares, have been completed under different projects to collect and conserve rainwater. Among the 351 are 48 check dams and 104 other water detention structures, creating an irrigation potential of 6,932 hectares.

Solar energy in minor irrigation projects

To promote the use of eco-friendly solar energy for power generation, 99 solar power-operated minor irrigation schemes, using sprinklers, tube-wells, pump-dug wells, etc., have been completed creating an irrigation potential of 1,108 hectares during 2017-18, up to December 31, 2017.

 

জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দপ্তরের সাফল্য

জল সংরক্ষণ ও ক্ষুদ্র সেচ ব্যবস্থার উন্নতিকরণের জন্য বিভিন্ন প্রকল্প ও উদ্যোগ নিয়েছে জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দপ্তর।

দেখে নেওয়া যাক এই দপ্তরের কিছু উল্লেখযোগ্য সাফল্য:

জল ধরো জল ভরো

২০১৭-১৮ অর্থবর্ষে ৩১শে ডিসেম্বর পর্যন্ত ৩১,১৬৫টি জলাশয় তৈরী করা হয়েছে, যার মধ্যে ৫,৯৩৭ টি ৪০ মিটার X ৩০ মিটার X ৩ মিটার আয়তনের ট্যাঙ্ক তৈরী করেছে জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দপ্তর। ২৫,২২৮টি জলাশয় নির্মাণ ও সংস্কার করা হয়েছে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের সহযোগিতায়। ২০১১-১২ সাল থেকে ২,২৭,১০১টি জল সংরক্ষণ করার জন্য জলাশয় খনন ও সংস্কার করা হয়েছে।

ক্ষুদ্র সেচের সুবিধা বাড়ানো

ক্ষুদ্র সেচ ব্যবস্থার ওপর জোর দেওয়া হয়েছে। ১,১৪৩টি সেচ ব্যবস্থা – যেমন, গভীর ও অগভীর নলকূপ, নদীর মাধ্যমে সেচ, জল সেচ, এসএফএমআইএস, চেক ড্যাম, সৌর বিদ্যুৎ চালিত ক্ষুদ্র সেচ ব্যবস্থা ইত্যাদি – গ্রহণের ফলে ৩৬৩৫১ হেক্টর জমিতে সেচের সম্ভাবনা বাড়ানো হয়েছে।

রুক্ষ জেলাগুলিকে সেচের আওতায় আনা

বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরের মতো রুক্ষ এলাকায় ২০১৭-১৮ অর্থবর্ষে ৩১শে ডিসেম্বর ২০১৭ পর্যন্ত ৩৫১টি সেচ প্রকল্প নেওয়া হয়েছে, যার ফলে ১১,০৭৮ হেক্টর জমিকে সেচের উপযুক্ত করা সম্ভব হয়েছে। এর মধ্যে আছে ৪৮টি চেক ড্যাম ও অন্যান্য ১০৪টি জলাশয় নির্মাণ করা হয়েছে, যার ক্ষমতা ৬,৯৩২ হেক্টর জমিকে সেচ সম্ভব করে তোলা।

ক্ষুদ্র সেচে সৌর শক্তির ব্যবহার

৯৯টি সৌরবিদ্যুৎ চালিত সেচ প্রকল্প চালু হয়েছে যেমন স্প্রিঙ্কলস, টিউবওয়েল, পাম্প, ডাগওয়েল। ২০১৭-১৮ অর্থ বর্ষের ৩১শে ডিসেম্বরের মধ্যে ১,১০৮ হেক্টর জমিকে সেচ সম্ভব করেছে।

 

 

Developmental activities taken up in North 24 Parganas

Over the last six-and-a-half years, the Trinamool Congress Government has undertaken large-scale developmental activities in North 24 Parganas.

Tabulated below are the important developments:

Health and Family Welfare

  • Multi/super-speciality hospitals: 2 multi/super-speciality hospitals in Bongaon and Basirhat
  • Fair-price medicine shops: 13 fair-price medicine shops at Sagar Dutta, Khardah Balaram Seva Mandir, Bhatpara, Baranagar, Habra, Panihati, Barasat, Basirhat, Bongaon, Barrackpore, Naihati, Salt Lake and Ashoknagar hospitals; buying from the fair-price shops has resulted in 43.61 lakh people getting discounts of Rs 82.49 crore
  • Fair-price diagnostic centres: 8 set up at Sagar Dutta, Barasat, Barrackpore and Basirhat hospitals
  • SNSU: 23 sick newborn stabilisation units set up at BN Bose, Baranagar, Panihati, Salt Lake, Baduria, Taki, Bagda, Madhyamgram, Minakha, Sarapol, Balaram Seva Mandir, JR Dhar, Barasat, Habra, Naihati, Sandeshkhali, Ashoknagar, Bhatpara, Amdanga, Haroa, Ghoshpur, Sendelerbil and Dhanyakuria hospitals
  • SNCU: 6 sick newborn care units set up at Sagar Dutta, Barasat, Basirhat, Bongaon, BN Bose and Habra hospitals
  • CCU/HDU: 4 critical care units and high-dependency units set up at Sagar Dutta, Barasat, Basirhat and Bongaon hospitals
  • Nurshing school: GNM (general nursing and midwifery) training school ste up at Barasat hospital
  • Amdanga Rural Hospital upgraded to 60 beds
  • Swasthya Sathi: 3.74 lakh people documented
  • Sishu Sathi: More than 900 children operated on

Education

  • Universities: State Government has set up Aliah University at a cost of Rs 263 crore in New Town; State Government has enabled establishment of 7 private universities – Amity University, Techno India University, Adamas University, JIS University, University of Engineering and Management, Brainware University, St Xavier’s University; permission granted for another private university – Sister Nivedita University
  • Government colleges: 2 government colleges set up – PR Thakur Government College, Thakurnagar, Gaighata and Dr APJ Abdul Kalam Government College, New Town, Rajarhat)
  • Ramakrishna Mission Vivekananda Centre for Human Excellence and Social Sciences, to be known as ‘Vivek Tirtha’, being set up on the model of Chicago Art Institute, where Swami Vivekananda gave his famous speeches, in Rajarhat at a cost of Rs 175 crore
  • ITI: 9 industrial training institutes being set up in Gaighata, Bagda, Haroa, Halishahar, Barasat-1, Hingalganj and Amdanga blocks
  • Polytechnic colleges: 3 being set up in Gaighata, Barrackpore and Adyapith
  • Utkarsh Bangla: More than 22,000 youths being given skills training
  • Sabooj Sathi: More than 5.94 lakh school children given bicycles
  • School upgrading: 130 Madhyamik schools upgraded to Higher Secondary
  • Mid-Day Meals: Mid-day meals being given in all schools, which has markedly improved attendance
  • Toilets: Separate toilets for boys and girls built in all schools

Land Reforms, Agriculture and Animal Resources Development

  • Nijo Griha Nijo Bhumi: More than 6,500 landless families handed over patta, and more than 9,000 agricultural and forest land patta handed over
  • Kisan Credit Cards: 94% of eligible farmer families given KCCs
  • Kisan Mandi: 9 set up in Habra, Bagda, Minakha, Hingalganj, Barrackpore, Gaighata, Basirhat-2, Deganga and Bongaon blocks
  • Hatchlings distributed: 19.31 lakh chicken and duck hatchlings distributed for rearing

Panchayats and Rural Development

  • NREGA (100 Days’ Work Scheme): 7.9 crore person-days created at an expenditure of Rs 1,762 crore
  • Rural housing: 1.7 lakh people benefitted; on January 29, 2018, it was announced that 47,277 people would be distributed houses under various schemes
  • Rural roads: About 940 km roads built under Grameen Sadak Yojana; another 990 km being built/renovated
  • Samabyathi: 14,000 people benefitted from this scheme
  • ODF: North 24 Parganas has been declared a ‘Nirmal Zila’, that is, open defecation-free (ODF); 1.83 lakh toilets built

Minorities’ Development

  • Scholarships: About 9.16 lakh students from minority communities given scholarships worth Rs 207 crore
    Swami Vivekananda Swanirbhar Karmasuchi Prakalpa: 43,000 youths given loans worth Rs 61 crore
  • Aliah University: New 20-acre campus in New Town built at a cost of Rs 257 crore; separate girls’ and boys’ hostels, for 21,000 students, built at Rs 115 crore
  • Haj Tower: Third Haj Tower constructed in Rajarhat – can accommodate 3,000 Haj pilgrims; AC rooms for 1,200 people; parking for 100 cars and 20 buses
  • Women’s hostel: Hostel for women from minority communities in Kaikhali, named Aikatan
  • IMDP & MSDP: Rs 205 crore spent for various schemes under Integrated Minority Development Programme (IMDP) and Multi-sectoral Development Programme (MsDP) – 1,900 health sub-centres, additional classrooms, anganwadi cnetres, houses
  • Karmatirtha: 46 Karmatirthas built

Backward Classes Welfare Department

  • Shikshashree: More than 4.6 lakh students have received scholarships under the scheme
  • SC/ST/OBC certificates: More than 6.89 lakh people handed over SC/ST/OBC certificates

Women and Child Development and Social Welfare

Kanyashree: More than 4.28 lakh girls brought under the ambit of the Kanyashree Scheme; 500 to 1,000 girls per month are being given vocation training to make them self-sufficient; beneficiary students being given training in karate and provided group health check-ups

Food security

  • Khadya Sathi: As part of the scheme, almost 100% of the population of North 24 Parganas (about 78.61 lakh) being given foodgrains at Rs 2 per kg (or at half the market price)
  • Warehouse capacity: Warehouse capacity in the district increased from 2,650 metric tonnes (MT) in 2011 to 44,000 MT now

Industry

  • Industrial parks: 1 established – Rishi Bankim Industrial Park in Naihati
  • Industrial hub: 1 established in Ashoknagar
  • IT hubs: Silicon Valley Asia, on the model of Silicon Valley in Californis, being developed in Rajarhat; ITC has developed ITC Information Technology Park and ITC Green Centre – a complex of information technology and other office buildings
  • MSME: 21 MSME clusters established in the micro, small and medium enterprises sector – 16 MSME clusters and 5 khadi clusters; bank loans worth Rs 8,978 crore given
  • India’s biggest convention centre built in New Town – Biswa Bangla Convention Centre
  • Mishti Hub coming up in Basirhat
  • Textile Hub coming up in Habra
  • Mega Powerloom Cluster coming up in Ashoknagar

PWD and Transport

  • Projects completed: PWD Department has completed 288 projects like roads, bridges, etc. by investing Rs 1,924 crore
  • Bridges: Bonbidhi Setu built at Kantakhali, which has mede communication much easier between Hasnabad and Hingalganj in the Sundarbans; bridge over Ichhamati at Murighata ferry ghat
  • Roads: 1,350 km of roads built/re-built/widened; 4-lane flyover over Kazi Nazrul Islam Sarani (VIP Road)
  • Baitarani: As part of Baitarani Scheme, 23 burning ghats being renovated and 1 electric furnace constructed
  • Gatidhara: Through Gatidhara Scheme, 925 youths managed to buy vehicles for commercial use
  • Traffic awareness programmes: Safe Drive Save Life and Slow Drive Save Life traffic awareness programmes have reduced accidents by a significant number

Power – Non-renewable and Renewable Energy

  • Sabar Ghare Alo: Through implementation of Sabar Ghare Alo Scheme, 100% rural electrification has been achieved
  • Electric substations: 132 kV gas insulated substation has started functioning in Salt Lake; 400/220 kV transformers set up at Jirat substation

Irrigation

  • Dam repair: 155 km of irrigation dams have been repaired
  • Water transport: 3 ferry jetties in Dakshineswar (on the Hooghly) renovated

Public Health Engineering

  • Projects completed: Public Health Engineering Department has completed 11 of the 22 projects taken up, at a cost of Rs 37 crore.
  • Water supply: Jalochhash scheme for Madhyamgram, Barrackpore and Barasat; Jalotripti scheme for Habra and Gaighata; another for Habra and Chakla; surface water-based water supply scheme for New Town and surrounding areas

Forest and Tourism

  • Sabujshree: Saplings given to more than 1.01 lakh newborns (as per the scheme, after crossing 18 years of age, the tree will be sold and the student’s education funded out of that money)
  • Tourism: Utsadhara tourism project coming up in Barrackpore; lighting set up for Kali Temple in Dakshineswar, and also a skywalk to better access the temple; Eco-Park (Prakriti Tirtha), Nazrul Tirtha, Mother’s Wax Museum, Kolkata Gate, etc. built in New Town; floating restaurant on the Ichhamati River, Malancha tourist Lodge (on the outskirts of Kolkata) renovated by WBTDC

Labour

  • Samajik Suraksha Yojana: 7.75 lakh workers from the unorganised sector documented – of these, 1.01 lakh beneficiaries have received benefits to the tune of Rs 78 crore
  • Yuvashree: 15,500 youths given allowances under this scheme

Self-Help Group and Self-Employment

  • Anandadhara: 35,000 self-help groups set up
  • Swami Vivekananda Swanirbhar Karmasuchi Prakalpa: About 14,000 ventures approved, for which a total grant of Rs 65 crore given

Urban Development and Town and Country Planning

  • 26 municipalities in North 24 Parganas district spent Rs 1,085 crore for developmental schemes
  • Urban housing for the poor: 43,670 people benefitted

Information and Culture

  • Lokprasar Prakalpa: More than 9,000 folk artistes getting retainer fee and pension
  • Urban beautification: Rabindra Bhavans in Khardah and Barasat renovated

Housing

  • For the economically disadvantaged: 35,000 people benefitted as part of Gitanjali and other schemes
  • Pathasathi: 8 Pathasathi motels set up for travellers (also resulting in employment for local people) in Berachanpa, Bongaon, Swarupnagar, Malancha, Basirhat, Gaighata, Petrpole and Ashoknagar.

Youth Affairs and Sports

  • Funds for clubs: More than 2,100 cubs given Rs 76 crore for promoting sports
  • Sporting infrastructure: 248 multi-gyms and 25 mini indoor stadiums set up at a cost of Rs 10.82 crore; Vivekananada Yuva Bharati Krirangan comprehensively renovated for FIFA Under-17 World Cup; National Cnetre of Excellence for football being set up in Rajarhat in collaboration with AIFF; Barasat Stadium being renovated; Sundarban Cup sports tournament being regularly held

Sundarbans Development

Sundarini: Sundarini Scheme taken up to improve the lives and livelihoods of the Sundarbans inhabitants, including health service delivery and infrastructure, promotion of open defecation-free Sundarbans, promotion of tourism, and effective packaging and branding of local products

Law and order

  • New district: State Government has taken the decision to carve a new district out of Basirhat region
  • Police commissionerates: Bidhannagar and Barrackpore Police Commissionerates set up
  • Police districts: Barasat and Basirhat police districts set up
  • Police stations: Madhyamgram, Duttapukur, Sasan and New Barrackpore police stations, and Bidhannagar,
  • Barrackpore and Barasat women police stations set up

উত্তর ২৪ পরগনা জেলার উন্নয়ন – এক নজরে

রাজ্য ও অন্যান্য জেলার সঙ্গে তাল মিলিয়ে অভূতপূর্ব উন্নয়ন ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলায়।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণঃ

  • এই জেলার বনগাঁ ও বসিরহাটে গড়ে উঠেছে ২টি নতুন মাল্টি-সুপার স্পেশালিটি হাসপাতাল।
  • সাগর দত্ত, ভাটপাড়া, বরানগর, হাবড়া, পানিহাটি, বারাসাত, বসিরহাট, বনগাঁ, ব্যারাকপুর, নৈহাটী, সল্টলেক, অশোকনগর এবং খড়দহ বলরাম সেবামন্দির হাসপাতালে ১৩টি ন্যায্য মূল্যের দোকান থেকে ওষুধ কেনার ফলে, ৪৩ লক্ষ ৬১ হাজারেরও বেশী মানুষ, ৮২ কোটি ৪৯ লক্ষ টাকারও বেশী ছাড় পেয়েছেন।
  • সাগর দত্ত, বারাসাত, ব্যারাকপুর ও বসিরহাট হাসপাতালে ৮টি ন্যায্য মূল্যের ডায়াগ্নিস্টিক পরিষেবা চালু হয়ে গেছে।
  • এই জেলায় ২৩টি SNSU চালু হয়ে গেছে (বি এন বোস, বরানগর, পানিহাটি, সল্টলেক, বাদুড়িয়া, টাকী, বাগদা, মধ্যমগ্রাম, মিনাখা, সারাপোল, শ্রীবলরাম, যে আর ধর, বারাসাত, হাবড়া, নৈহাটী, সন্দেশখালি, অশোকনগর, ভাটপাড়া, আমডাঙা, হারোয়া, ঘোষপুর, সেডেলেরবিল, ধান্যকুড়িয়া হাসপাতাল)।
  • সাগর দত্ত, বারাসাত, বনগাঁ, বসিরহাট, বি এন বোস এবং হাবড়া হাসপাতালে ৬টি SNSU চালু হয়েছে।
  • সাগর দত্ত, বারাসাত, বনগাঁ, বসিরহাট হাসপাতালে ৪টি CCU/HDU চালু হয়ে গেছে।
  • বারাসাত হাসপাতালে একটি জি.এন.এম প্রশিক্ষণ স্কুল গড়ে তোলা হয়েছে। আমডাঙা গ্রামীণ হাসপাতালকে ৬০ শয্যায় উন্নীত করা হয়েছে।
  • ‘স্বাস্থ্য সাথী’ প্রকল্পে এই জেলায় প্রায় ৩ লক্ষ ৭৪ হাজারেরও বেশি মানুষ নথিভুক্ত হয়েছেন।
  • ‘শিশু সাথী’ প্রকল্পে এই জেলার ৯০০টিরও বেশি বাচ্চার সফল অস্ত্রোপচার করা হয়েছে।

শিক্ষাঃ

এই জেলায় গড়ে উঠেছে ৭টি নতুন বিশ্ববিদ্যালয়ঃ

·         অ্যামিটি ইউনিভার্সিটি (প্রাইভেট)

·         টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি (প্রাইভেট)

·         অ্যাডামাস ইউনিভার্সিটি (প্রাইভেট)

·         জে আই এস ইউনিভার্সিটি (প্রাইভেট)

·         ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট (প্রাইভেট)

·         ব্রেনওয়্যার ইউনিভার্সিটি (প্রাইভেট)

·         সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি (প্রাইভেট)

আরও একটি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেওয়া হয়েছে যা শীঘ্রই গড়ে উঠবে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (প্রাইভেট)।

এই জেলায় ২টি নতুন সরকারি কলেজ গড়ে তোলা হয়েছে (পি আর ঠাকুর গভঃ কলেজ, ঠাকুরনগর, গাইঘাটা এবং ডঃ এ পি জে আব্দুল কালাম গভঃ কলেজ, নিউ টাউন, রাজারহাট)।

রাজারহাটের নিউ টাউনে প্রায় ২৩৬কোটি টাকা ব্যয়ে গড়ে তোলা হয়েছে আলিয়া বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত ভবন।

যুব সমাজের চরিত্র গঠন ও মূল্যবোধ বিকাশের লক্ষ্যে রাজারহাটে প্রায় ১৭৫ কোটি টাকা ব্যয়ে, স্বামীজির স্মৃতি বিজড়িত শিকাগো আর্ট ইন্সটিটিউটের আদলে, রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টার ফোর হিউম্যান এক্সসেলেন্স অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস – ‘বিবেক তীর্থ’ – গড়ে তোলা হচ্ছে।

গাইঘাটা, বাগদা, হারোয়া, হালিশহর, বারাসাত-১, হিঙ্গলগঞ্জ, আমডাঙ্গাতে ৯টি নতুন আই.তি.আই কলেজ নির্মাণ করা হচ্ছে।

গাইঘাটা, ব্যারাকপুর এবং আদ্যাপীঠে ৩টি নতুন পলিটেকনিক কলেজ গড়ে তোলা হচ্ছে।

‘উৎকর্ষ বাংলা’ কর্মসূচীতে, জেলার ২২ হাজারেরও বেশী যুবক-যুবতীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

এই জেলায়, ৫ লক্ষ ৯৪ হাজারেরও বেশী ছাত্র-ছাত্রীকে ‘সবুজসাথী’ প্রকল্পে সাইকেল প্রদান করা হয়েছে।

জেলায়, গত সাড়ে ৬ বছরে, প্রায় ১৩০টি মাধ্যমিক বিদ্যালয়কে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় স্তরে উন্নীত করা হয়েছে।

সব স্কুলে মিড-ডে-মিল চলছে, যার ফলে পুষ্টি এবং উপস্থিতির হার বেড়েছে এবং স্কুল-ছুট ছাত্র-ছাত্রীর সংখ্যা কমেছে।

প্রায় সব বিদ্যালয়ে ছেলে ও মেয়েদের জন্যে পৃথক শৌচাগার নির্মিত হয়েছে।

ভূমি সংস্কার, কৃষি ও পশুপালনঃ

  • জেলার সাড়ে ৬ হাজারেরও বেশী যোগ্য ভূমিহীন পরিবারের হাতে ‘নিজ গৃহ নিজ ভূমি’ প্রকল্পে পাট্টা তুলে দেওয়া হয়েছে। এছাড়া, ৯ হাজারেরও বেশী কৃষি ও বনাধিকার পাট্টা প্রদান করা হয়েছে।
  • এই জেলায় প্রায় ৯৪% কৃষক পরিবারকে কিষাণ ক্রেডিট কার্ডের আওতাভুক্ত করা হয়েছে। বাকিদেরও খুব দ্রুত কিষাণ ক্রেডিট কার্ড প্রদান করা হচ্ছে।
  • এই জেলার হাবড়া, বাগদা, মিনাখা, হিঙ্গলগঞ্জ, ব্যারাকপুর, গাইঘাটা, বসিরহাট-২, দেগঙ্গা ও বনগাঁতে ৯টি ‘কিষাণ মান্ডি’ গড়ে তোলা হয়েছে।
  • জেলায় প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তর, ১৯ লক্ষ ৩১ হাজারেরও বেশী হাঁস ও মুরগীর বাচ্চা বিতরণ করেছে।

পঞ্চায়েত ও গ্রামোন্নয়নঃ

  • এই জেলায় ১০০ দিনের কাজে, ১৭৬২ কোটি টাকারও বেশি ব্যয় করে প্রায় ৭ কোটি ৯০ লক্ষ শ্রম দিবস সৃষ্টি হয়েছে।
  • জেলার প্রায় ১ লক্ষ ৭০ হাজার মানুষ গ্রামীণ আবাসন যোজনায় উপকৃত হয়েছেন।
  • এই জেলার আরও প্রায় ৪৭ হাজার ২৭৭ জন উপভোক্তাকে বাড়ি তৈরীর সহায়তা দেওয়া হয়েছে।
  • জেলায় গ্রামীণ সড়ক যোজনায় প্রায় ৯৪০ কিমি রাস্তা নির্মাণ হয়েছে।
  • এই জেলায় আরও প্রায় ৯৯০ কিমি রাস্তা নির্মাণ/সংস্কারের সূচনা করা হয়েছে।
  • ‘সমব্যাথী’ প্রকল্পে জেলার প্রায় ১৪ হাজার জন উপকৃত হয়েছে।
  • উত্তর ২৪ পরগনা জেলা ‘নির্মল জেলা’। জেলায় ‘মিশন নির্মল বাংলা’ প্রকল্পে, প্রায় ১ লক্ষ ৮৩ হাজার শৌচালয় নির্মাণ করা হয়েছে – যা লক্ষ্যমাত্রার ১০০%।

সংখ্যালঘু উন্নয়নঃ

  • বিগত সাড়ে ৬ বছরে, এই জেলায়  প্রায় ৯ লক্ষ ১৬ হাজার সংখ্যালঘু ছাত্র-ছাত্রীকে, প্রায় ২০৭ কোটী টাকা স্কলারশিপ দেওয়া হয়েছে।
  • এছাড়া, স্বনির্ভরতার জন্য প্রায় ৪৩ হাজার সংখ্যালঘু যুবক-যুবতীদের৫, প্রায় ৬১ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে।
  • বিজ্ঞান, প্রযুক্তি ও কলা সহ বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষার নতুন দিগন্ত খুলে দিয়েছে আলিয়া বিশ্ববিদ্যালয়। নিউ টাউনে প্রায় ২০ একর জায়গায় প্রায় ২৫৭ কোটি ব্যয়ে গড়ে ওঠা আলিয়া বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত ভবনে ইতিমধ্যেই পঠন-পাঠন শুরু হয়েছে। আলিয়া বিশ্ববিদ্যালয়ের রাজারহাট ক্যাম্পাসে ছাত্র ও ছাত্রীদের জন্য পৃথক হস্টেলও তৈরি করা হচ্ছে যার মোট খরচ ধরা হয়েছে-১১৫ কোটি টাকা। এই হস্টেলে ২১০০ ছাত্র-ছাত্রীদের থাকার ব্যবস্থা করা হচ্ছে।
  • রাজারহাটে তৃতীয় হজ টাওয়ার কমপ্লেক্স মদিনা-তুল-হুজ্জাজ এর উদবোধন করা হয়েছে।মদিনা-তুল-হুজ্জাজ ১২ টোল বিশিষ্ট বাড়ী, যা ৫ একর জমির উপর প্রায় ১০০ কোটি ব্যয়ে নির্মাণ করা হয়েছে। এখানে একসঙ্গে তিন হাজারের বেশি হজ-পূণার্থী থাকতে পারবেন।হজ-পূণার্থীদের সুবিধার্থে বেসমেন্টে ১০০টিরও বেশি মোটর গাড়ী এবং ভবনে সামনে ২০ টি বাস পার্কিং-র ব্যবস্থা করা হয়েছে। এতে থাকছে এক-হাজার যনের একসঙ্গে জামাতের জন্যে নামাজ ঘর ১২০০ জনের জন্য শীততাপ নিয়ন্ত্রিত সভাঘর।
  • কৈখালীতে গড়ে তোলা হয়েছে সংখ্যালঘু মহিলাদের নতুন হস্টেল- ঐক্যতান।
  • IMDP ও  MSDPতে, প্রায় ২০৫ কোটি টাকা ব্যয় করে সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়নে বিভিন্ন প্রকল্প রুপায়িত হয়েছে।
  • এই দুটি, প্রকল্প, জেলায় ৯৩০০টিরও বেশি হেল্‌থ সাব-সেন্টার, অতিরিক্ত শ্রেণী কক্ষ, অঙ্গনওয়ারী কেন্দ্র, বাসগৃহ ইত্যাদি গড়ে তোলা হয়েছে।
  • এই জেলায় ৪৬ টি ‘কর্মতীর্থ’ গড়ে তোলা হচ্ছে।

অনগ্রসর কল্যাণ ও আদিবাসী উন্নয়ন-

  • বিগত সাড়ে ৬ বছরে,এই জেলায় ৪ লক্ষ ৬০ হাজারেরও বেশি ছাত্র-ছাত্রী ‘শিক্ষাশ্রী’ প্রকল্পে সহায়তা পেয়েছে।
  • জেলায় বিগত সাড়ে ৬ বছরে, ৬ লক্ষ ৮৯ হাজারেরও বেশি SC/ST/OBC Certificate প্রদান করা হয়েছে।

নারী ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ

  • এই জেলায়, ৪ লক্ষ ২৮ হাজারেরও বেশি ছাত্রী ‘কণ্যাশ্রী’র আওতায় এসেছে।
  • জেলায় ‘কণ্যাশ্রী’ মেয়েদের সঙ্ঘ গঠনের মাধ্যমে একটি বিশেষ প্রকল্প গ্রহণ করা হয়েছে;
  • কারিগরী প্রশিক্ষণের মাধ্যমে পড়াশুনার সাথে সাথে তাদের স্বনির্ভর করা হচ্ছে। মাসে ৫০০-১০০০ টাকা উপার্জনের মাধ্যমে তারা স্বনির্ভরতার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে।
  • ক্যারাটে প্রশিক্ষনের মাধ্যমে পড়াশুনার সাথে সাথে তাদের আত্মরক্ষা অনুশীলনে সাহায্য করা হচ্ছে।
  • সঙ্ঘ গঠনের মাধ্যমে ছাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে।

খাদ্য সুরক্ষা কর্মসূচী- ‘খাদ্য সাথী’ প্রকল্প

  • এই জেলার ১০০% যোগ্য মানুষকে (প্রায় ৭৮ লক্ষ ৬১ হাজারেরও বেশি মানুষকে), ২ টাকা কেজি দরে (অথবা বাজার দরের অর্দেক দামে) খাদ্যশস্য দেওয়া হচ্ছে।
  • জেলায় খাদ্য শস্যের গুদাম ক্ষমতা প্রচুর বৃদ্ধি করা হয়েছে। ২০১১ সালের আগে মাত্র ২৬৫০ মেট্রিক টন থেকে বেড়ে আজ প্রায় ৪৪ হাজার মেট্রিক টন হয়েছে।

শিল্প

  • জেলায় ১টি Industrial Park তৈরি করা হয়েছে (ঋষি বঙ্কিম শিল্পোদ্যান, নৈহাটী)
  • জেলায় ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগের ২১ টি ক্লাস্টার গড়ে উঠেছে।

এগুলির মধ্যে উল্লেখযোগ্য হল-

·        ১৬ টি MSME ক্লাস্টার

·        ৫টি Khadi ক্লাস্টার

  • নিউটাউনে গড়ে তোলা হয়েছে দেশের সর্ববৃহৎ ‘বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার’।
  • অশোকনগরে ১ টি শিল্প তালুক (Industrial Hub) গড়ে তোলা হয়েছে।
  • তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে আরও কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে, ক্যালিফোর্নিয়ার ‘সিলিকন ভ্যালী’র আদলে রাজারহাটে ‘সিলিকন ভ্যালী এশিয়া’ গড়ে তোলার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
  • রাজারহাটে ITC Information Technology Park and Green Centre গড়ে তোলা হচ্ছে। এখানে থাকছে ২টি আই.টি. টাওয়ার, ১ টি আই.টি. নলেজ সেন্টার, ২টি অফিস বিল্ডিং, ১৪০টি রুমের একটি হোটেল ও বাসস্থানের ব্যবস্থা।৫ হাজারেরও বেশি মানুষের প্রত্যক্ষ কর্মসংস্থান হবে এখানে। প্রকল্পটি ২০১৮ সাল থেকে পর্যায়ক্রমে চালু হবে।
  • বসিরহাটে গড়ে তোলা হচ্ছে ১টি ‘মিষ্টি হাব’।
  • হাবড়ার জয়গাছিতে গড়ে তোলা হচ্ছে ১টি টেক্সটাইল হাব।
  • অশোকনগরে গড়ে তোলা হচ্ছে  ১টি মেগা পাওয়ারলুম ক্লাস্টার।
  • ক্ষুদ্র শিল্পের ক্ষেত্রে এই জেলায় ৮৯৭৮ টাকারও বেশি ব্যাঙ্ক ঋণ প্রদান করা হয়েছে।

পূর্ত ও পরিবহন

  • বিগত সাড়ে ৬ বছরে,এই জেলায় পূর্ত দপ্তর ৪৪১ টিরও বেশি রাস্তাঘাট, ব্রীজ ইত্যাদি প্রকল্প রূপায়ণের কাজ হাতে নিয়েছে, যার মধ্যে ২৮৮ টিরও বেশি প্রকল্পের কাজ প্রায় ১৯২৪ কোটি টাকা ব্যয়ে ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে। এর ফলে, প্রচুর মানুষ উপকৃত হবেন। বাকী প্রকল্পের কাজ খুব শীঘ্রই সমাপ্ত হবে।
  • হাসনাবাদের কাঁটাখালিতে ‘বনবিবি সেতু’ গড়ে তোলা হয়েছে। সুন্দরবন অঞ্চলের হাসনাবাদ ও হিঙ্গলগঞ্জ এলাকার প্রত্যন্ত অঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থার সম্পূর্ণ পরিবর্তন এনেছে এই সেতু।
  • মুড়িঘাটা ফেরিঘাটে ইছামতী নদীর ওপর সেতু গড়ে তোলা হয়েছে।
  • ভিআইপি রোড (কাজী নজরুল ইসলাম সরণি)-এর ওপর ৪-লেন উড়ালপুল (কেষ্টপুর থেকে জোড়া মন্দির) গড়ে তোলা হয়েছে।
  • জেলার সড়ক ব্যবস্থা উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।জেলায় বিগত সাড়ে ৬ বছরে, প্রায় ১৩৫০ কিমি রাস্তা নির্মাণ/পুননির্মান/সম্প্রসারণ ও উন্নতিকরণের কাজ সম্পন্ন হয়েছে।
  • ‘বৈতরনী’ প্রকল্পে, ২৩ টি শ্মশান ঘাটের উন্নয়ন সহ ১টি বিদ্যুতের চুল্লি বসানোর কাজ চলছে।এই জেলায় প্রায় ৯২৫ জন যুবক যুবতী গাড়ি কেনার ঋণ পেয়ে আত্মনির্ভর হয়ছেন।
  • হাতে নেওয়া হয়েছে Safe Drive save Life এবং Slow Drive Save Life কর্মসূচি। ফলে, উল্লেখযোগ্য ভাবে কমেছে দুর্ঘটনা এবং হতাহতের সংখ্যা।

বিদ্যু ও অচিরাচরিত শক্তিঃ

  • সমগ্র জেলায় ‘সবার ঘরে আলো’ প্রকল্পে, ১০০% গ্রামীণ বৈদ্যুতিকরণের কাজ সম্পন্ন হয়েছে।
  • সল্টলেকে ১৩২ কে.ভি. গ্যাস ইনসুলেটেড সাব-স্টেশন চালু হয়েছে।
  • জিরাট সাব-স্টেশনে ৪০০/২২০ কে.ভি. ট্রান্সফরমার বসানো হয়েছে।

সেচঃ

  • জেলায় প্রায় ১৫৫ কিমি দৈর্ঘ্যের বাঁধ সংরক্ষণের কাজ সম্পন্ন হয়েছে।
  • জলপথ পরিবহনকে আরও উন্নত করতে দক্ষিণেশ্বরের ৩টি নদী ঘাটের উন্নয়ন ও সংস্কার করা হচ্ছে।

জনস্বাস্থ্য কারিগরীঃ

  • বিগত সাড়ে ৬ বছরে, ২২টি জলপ্রকল্পের কাজ শুরু হয়েছে, এর মধ্যে প্রায় ৩৭ কোটি টাকা ব্যয়ে ১১টির কাজ সমাপ্ত হয়েছে। এর ফলে জেলার প্রচুর মানুষ উপকৃত হচ্ছেন। বাকি জলপ্রকল্পগুলির কাজ শীঘ্রই সমাপ্ত হবে।
  • মধ্যমগ্রাম-ব্যারাকপুর-বারাসাত জল সরবরাহ প্রকল্প – ‘জলোচ্ছ্বাস’ গড়ে তোলা হয়েছে।
  • নিউটাউন ও তার সংলগ্ন এলাকার জন্যে একটি surface water based জল প্রকল্প গড়ে তোলা হয়েছে।
  • হাবড়া-গাইঘাটা (‘জলতৃপ্তি’) ও হাবড়া-চাকলা জল প্রকল্পের কাজ চলছে।

বন ও পর্যটনঃ

  • ‘সবুজশ্রী’ প্রকল্পে, ১ লক্ষ ১ হাজারেরও বেশি সদ্যজাত শিশুকে মূল্যবান গাছের চারা দেওয়া হয়েছে। ১৮ বছর উত্তীর্ন হলে, গাছ বিক্রির টাকায় শিশুটির পড়াশোনা, বিয়ে ইত্যাদির খরচ মেটানো যাবে।
  • ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডের স্মৃতিতে গড়ে তোলা হয়েছে ‘উৎস্যধারা’ পর্যটন প্রকল্প।
  • দক্ষিণেশ্বর কালী মন্দিরের আলোকসজ্জা করা হয়েছে। এখানে গড়ে তোলা হচ্ছে একটি ‘স্কাই ওয়াক’।
  • নিউটাউনে গড়ে তোলা হয়েছে ইকো পার্ক – ‘প্রকৃতি তীর্থ’।
  • নিউটাউনে গড়ে তোলা হয়েছে ‘নজরুল তীর্থ’, মাদার্স ওয়াক্স মিউজিয়াম, কলকাতা গেট প্রভৃতি।
  • ইছামতীর ওপর গড়ে তোলা হয়েছে একটি ভাসমান রেস্তোরাঁ।
  • মালঞ্চ ট্যুরিস্ট লজের সংস্কার করা হয়েছে।

শ্রমঃ

  • এই জেলায় ‘সামাজিক সুরক্ষা যোজনা’ য় প্রায় ৭ লক্ষ ৭৫ হাজার অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক নথিভুক্ত হয়েছেন। এখনো পর্যন্ত, প্রায় ১ লক্ষ ১ হাজার উপভোক্তা, ৪৭ কোটি টাকারও বেশি সহায়তা পেয়েছেন।
  • ‘যুবশ্রী’ প্রকল্পে, এই জেলার প্রায় সাড়ে ১৫ হাজার যুবক-যুবতী উতসাহ ভাতা পাচ্ছেন।

স্বনির্ভর দল ও স্বনিযুক্তি কর্মসূচীঃ

  • ‘আনন্দধারা’ প্রকল্পে, প্রায় ৩৫ হাজার স্বনির্ভর দল গঠিত হয়েছে।
  • বিগত সাড়ে ৬ বছরে, ‘স্বামী বিবেকানন্দ স্বনির্ভর কর্মসূচী প্রকল্পে’, প্রায় ১৪ হাজার উদ্যোগকে অনুমোদন দেওয়া হয়েছে এবং প্রায় ৬৫ কোটি টাকা অনুদান প্রদান করা হয়েছে।

পুর ও নগরোন্নয়নঃ

  • জেলায় ২৬টি মিউনিসিপ্যালিটি, ১০৮৫ কোটি টাকারও বেশি পরিকল্পনা খাতে ব্যয় করেছে।
  • শহরাঞ্চলে গরীবদের জন্য বাসস্থান প্রকল্পে, প্রায় ৪৩ হাজার ৬৭০ জন মানুষ উপকৃত হয়েছেন।

তথ্য ও সংস্কৃতিঃ

  • এই জেলায় ৯ হাজারেরও বেশি লোকশিল্পী, ‘লোকপ্রসার প্রকল্পে’ রিটেনার ফি ও পেনশন পাচ্ছেন।
  • খড়দহ ও বারাসাতে রবীন্দ্রভবনকে নবরূপে সাজিয়ে তোলা হয়েছে।

আবাসনঃ

  • জেলায় আর্থিকভাবে দুর্বল মানুষদের জন্য গীতাঞ্জলী ও অন্যান্য প্রকল্পে প্রায় ৩৫ হাজার মানুষ উপকৃত হয়েছেন।
  • ভ্রমনার্থীদের সুবিধা এবং স্থানীয় মানুষের কর্মসংস্থানের জন্য বেড়াচাঁপা, বনগাঁ, স্বরূপনগর, মালঞ্চ, বসিরহাট, গাইঘাটা, পেট্রোপোল এবং অশোকনগরে ৮টি ‘পথসাথী’ – মোটেল গড়ে তোলা হয়েছে।

ক্রীড়া ও যুব কল্যাণঃ

  • ক্রীড়ার মান উন্নয়নে জেলায় ২১০০টিরও বেশি ক্লাবকে ৭৬ কোটি টাকারও বেশি অর্থ সাহায্য করা হয়েছে।
  • জেলায় প্রায় ২৪৮টি মাল্টি জিম ও ২৫টি মিনি ইনডোর স্টেডিয়াম, প্রায় ১০ কোটি ৮২ লক্ষ টাকা ব্যয়ে গড়ে তোলা হয়েছে।
  • নবরূপে সজ্জিত বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গন আজ বিশ্বের অন্যতম সেরা স্টেডিয়াম। এখানে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ফিফা অনুর্দ্ধ-১৭ বিশ্বকাপের একাধিক ম্যাচ। একই স্থানে কোয়ার্টার ফাইনাল, সেমি ফাইনাল ও ফাইনাল সহ আন্তর্জাতিক মানের ১১টি ম্যাচ আয়জনের নজির ক্রীড়া ইতিহাসে অভূতপূর্ব।
  • AIFF এর সহযোগিতায়, রাজারহাটে গড়ে তোলা হচ্ছে ফুটবলের National Centre of Excellence.
  • বারাসাত স্টেডিয়ামের উন্নীতকরণ প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
  • নিয়মিত অনুষ্ঠিত হচ্ছে ‘সুন্দরবন কাপ’ ক্রীড়া প্রতিযোগিতা।

সুন্দরবন উন্নয়নঃ

  • সুন্দরবনের মানুষের জীবন ও জীবিকা উন্নয়নের লক্ষ্যে ‘সুন্দরিণী’ নামে একটি সর্বাঙ্গীণ প্রকল্পের কাজ হাতে নেওয়া হয়েছে।
  • এর অন্তর্গত, স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধির উন্নয়ন। উন্মুক্ত শৌচবিহীন (Open Defecation Free) সুন্দরবন গঠন, পর্যটনের বিকাশ এবং সুন্দরবনের স্থানীয় পণ্যের branding & packingএর সমন্বিত প্রয়াস করা হচ্ছে।

আইন শৃঙ্খলাঃ

  • এই জেলায়, বসিরহাট অঞ্চলকে নিয়ে নতুন জেলা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
  • নতুন বিধাননগর ও ব্যারাকপুর পুলিশ কমিশনারেট গঠন করা হয়েছে।
  • নতুন বারাসাত ও বসিরহাট পুলিশ জেলা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
  • স্থাপন  করা হয়েছে নতুন মধ্যমগ্রাম, দত্তপুকুর, শাসন ও নিউ ব্যারাকপুর থানা এবং বিধাননগর, ব্যারাকপুর ও বারাসাত মহিলা থানা।

 

 

Panchayats dept to focus on development of rural roads

The Panchayats and Rural Development department has given special emphasis on the construction of rural roads in 2018-19. It may be mentioned that after Chief Minister Mamata Banerjee came to power in 2011, her government laid the main stress on the construction of rural roads.

A scheme has been undertaken for the construction of 35,000 km of rural roads. An instruction given to all the district magistrates by the department clearly states that the thrust area will be boulder-made roads, concrete roads, or roads built with gravels and paver blocks etc.

In case of the rural roads that are situated in different localities, canals need to be dug up to carry water. This step has been taken as rain water often damages the roads. Also, to construct metalled roads, stress will be on those with bigger lengths. It may be mentioned that due to construction of rural roads, the economy of the villages has gone up. The road connectivity has improved and the villages have become well connected now.

Because of better road connectivity, tourism has come up as a major source of earning money. Home stays are now playing a major role in the development of tourism in several districts, both in South and North Bengal, following the initiative taken up by the Chief Minister.

In several districts, new tourist lodges have come up and because of better rural road connectivity, most of the tourist lodges remain full on weekends and on special holidays. Apart from the construction of new roads, the Panchayats and Rural Development department has also given importance to the maintenance of roads. A road maintenance policy has been chalked out. The use of jute has been introduced in the construction of rural roads.

 

গ্রামীণ সড়ক নির্মাণে জোর দিচ্ছে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগ

২০১৮-১৯ অর্থবর্ষে গ্রামীণ সড়ক নির্মাণে বিশেষ গুরুত্ব দিয়েছে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগ। উল্লেখ্য, ২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় গ্রামীণ সড়ক নির্মাণের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। ইতিমধ্যেই ২৭,০০০ কিলোমিটার রাস্তা তৈরী হয়েছে রাজ্যে।

ইতিমধ্যেই ৩৫,০০০ কিলোমিটার গ্রামীণ সড়ক নির্মাণের জন্য একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। অনুন্নত এলাকায় বোল্ডারে তৈরী রাস্তা, কংক্রিট রাস্তা ও পভার ব্লক কিংবা পাথরকুচি দিয়ে তৈরী রাস্তা নির্মাণের ওপর জোর দিতে নির্দেশ দেওয়া হয়েছে সব জেলাশাসকদের।

যে সব এলাকায় বৃষ্টির সময় রাস্তার অবস্থা খারাপ হয় সেই এলাকাগুলির রাস্তার সংস্কার, খাল সংস্কার সহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হবে।

গ্রামীণ সড়ক নির্মাণের ফলে গ্রামীণ অর্থনীতি, পর্যটন সহ যোগাযোগ ব্যবস্থার অনেক উন্নতি হবে। বিভিন্ন জেলায় অনেক ট্যুরিস্ট লজ তৈরি হয়েছে এবং যোগাযোগ ব্যবস্থার উন্নতি হলে সেখানে পর্যটকদের সংখ্যাও বাড়বে।

নতুন সড়ক নির্মাণ ছাড়াও, রাস্তাগুলির রক্ষণাবেক্ষণেও গুরুত্ব দেওয়া হয়েছে। রাস্তা রক্ষণাবেক্ষণ নীতি তৈরি করা হয়েছে। গ্রামীণ সড়ক নির্মাণে পাটের ব্যবহার চালু করা হয়েছে।

 

Bengal Govt building night shelters at 15 hospitals

In a major project taken up by the State Housing Department, people accompanying patients admitted to State Government-run hospitals will now get a place to spend the night. Night shelters are coming up at 15 hospitals across the State.

Among them are RG Kar Medical College and Hospital in Kolkata, TL Jaiswal Hospital in Howrah, Uluberia Sub-divisional Hospital, Suri District Hospital, Midnapore Medical College and Hospital, College of Medicine and Jawaharlal Nehru Memorial Hospital in Kalyani, Asansol District Hospital, Jhargram District Hospital, Barasat District Hospital, Tamluk District Hospital, North Bengal Medical College and Hospital, Malda Medical College and Hospital, and Jalpaiguri District Hospital.

The Housing Department has completed construction of night shelters at NRS Medical College and Hospital, Diamond Harbour Hospital and Baruipur sub-divisional Hospital.

The shelters will be four-storeyed structures, with two separate blocks for men and women. There will be accommodation facilities for around 100 people in the night shelters at the district hospitals, and for 50 persons at the sub-divisional hospitals.

The work for construction of the night shelters will start in the next two to three months, according to a senior official of the Department, and the average cost of constructing and providing necessary furniture in each would be Rs 3.5 crore.

 

রাজ্যের ১৫টি হাসপাতালে তৈরী হবে নৈশ আবাস

উত্তর ও দক্ষিণ ২৪পরগনা জেলার ১৫টি হাসপাতালে রোগীদের আত্মীয়দের রাত্রিবাসের জন্য রাজ্য আবাসন দপ্তর তৈরী করছে নৈশ আবাস।

আবাসন দপ্তর ইতিমধ্যেই এনআরএস মেডিক্যাল কলেজ, ডায়মন্ড হারবার হাসপাতাল, বারুইপুর মহকুমা হাসপাতালে নৈশ আবাস তৈরী করেছে।

যে সকল হাসপাতালে এবার নৈশ আবাস তৈরী হবে, সেগুলি হল, আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, হাওড়ার টি এল জয়সওাল হাসপাতাল, উলুবেড়িয়া মহকুমা হাসপাতাল, সিউড়ি জেলা হাসপাতাল, মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, কল্যাণীতে কলেজ অফ মেডিসিন অ্যান্ড জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতাল, আসানসোল জেলা হাসপাতাল, ঝাড়গ্রাম জেলা হাসপাতাল, বারাসাত জেলা হাসপাতাল, তমলুক জেলা হাসপাতাল।

উত্তরবঙ্গে যেসব হাসপাতালে এই নৈশ আবাস তৈরী হবে, সেগুলি হল, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, জলপাইগুড়ি জেলা হাসপাতাল।

প্রতিটি হাসপাতালে চার তলা ভবন তৈরী করবে আবাসন দপ্তর। পুরুষ ও মহিলাদের জন্য দুটি পৃথক ব্লক থাকবে।

জেলা হাসপাতালগুলির নৈশ আবাসে ১০০ জনের মত মানুষের থাকার ব্যবস্থা থাকবে; মহকুমা হাসপাতালগুলিতে থাকার ব্যবস্থা থাকবে ৫০ জনের।

Source: Millennium Post

 

A slice of rural Bengal at Eco Park

Eco Park in New Town, one of the most popular weekend destinations in Bengal, now boasts of yet another attraction – Banglar Gram (Bengal Village). Chief Minister Mamata Banerjee recently visited the place and christened the project.

Eco Park has become one of the most popular tourist destinations in Kolkata and one of the finest urban parks in the country. Covering 482 acres, Mamata Banerjee has termed it a Prakriti Tirtha, or ‘nature’s pilgrimage’.

The latest addition, Banglar Gram, is a re-creation of a model village of Bengal. It has come up on three acres and is situated between the herbal garden and the musical fountain. It will be opened to the public before the Bengali New Year in mid-April.

The place will be an oasis far from the hustle and bustle of urban life. The peacefulness and serenity of the area are bound to attract the visitors.

A palki or palanquin, an ancient mode of transport in villages, and a rath or chariot, once kept in many villages and pulled during the festival of Rath Yatra, will adorn the village.

Almost every hut in the village will have a ‘tulsi mandap’, as is still found in many rural households, where a tulsi plant is worshipped every day. A chandi mandap will be set up in every locality, where the idols of various gods and goddesses will be kept and worshipped during different pujas and fairs, like the Charak festival.

Mud houses with replicas of farmers holding ploughs made of fibreglass have been set up. The houses have seasonal vegetables planted in the surrounding open spaces. Gardeners have been engaged for their cultivation. Steps have been taken to ensure that the houses are actual replicas of those in rural Bengal.

Banglar Gram will give an idea of actual village life. This will be a big attraction for tourists not only from Bengal but from other parts of the country and from other countries too.

 

ইকো পার্কে তৈরী হল মুখ্যমন্ত্রীর ‘বাংলার গ্রাম’

ইকো পার্কে তৈরী হওয়া গ্রাম্য পরিবেশের নতুন নামকরণ করলেন মুখ্যমন্ত্রী। নাম দিলেন, ‘বাংলার গ্রাম’। ইংরাজিতেও নাম দেওয়া হয়েছে ‘বেঙ্গল ভিলেজ’। ২০১৬ সাল থেকে এই পরিবেশ তৈরী করার উদ্যোগ নেওয়া হয়।

শিল্পীরা এখানে গড়ে তুলেছেন তুলসিতোলা থেকে লাঙল, বাজার, গ্রাম্য বাড়ি, কৃষকের মূর্তি, কুমোরের মূর্তি। এই গ্রামে ঢুকতে গেলে কুলোর তৈরী গেট পাড় হতে হবে। চারধারে আছে তালপাতার পাখা। এক একটি বিশাল পাখা দিয়ে সেই গেটের সৌন্দর্য ফুটিয়ে তোলা হয়েছে।

ইকো পার্কের উত্তর-পশ্চিম কোণে ইকো পার্ক অফিস সংলগ্ন জায়গায় প্রায় ৫ একর জায়গায় তৈরী করা হয়েছে এই গ্রাম। এখানে আগের মতোই ধান চাষ করা হচ্ছে, তাই, গ্রামের দৃশ্য ফোটাতে অসুবিধে হয়নি। ফাইবার গ্লাস দিয়ে তৈরী হয়েছে মানুষের মূর্তি। শহরের যান্ত্রিক জীবনের তাড়াহুড়োর মধ্যে এই গ্রাম যেন মানুষকে তাপমুক্ত হতে সহায়তা করবে।

সারা বিশ্বের কাছে পরিচিত এই ইকো পার্কে সারা বছরই বহু বিদেশী মানুষ এসে থাকেন। তবে আগামী দিনে এই জায়গায় প্রবেশ করতে কিঞ্চিৎ অর্থ খরচ করতে হতে পারে।

Source: Millennium Post

Bengal Govt to operate sea scooters to prevent accidents

The Bengal Government is soon going to buy sea scooters for rescuing swimmers stuck in high waters. These scooters would be operated by the coastal police force, whose officers would patrol the coastal areas on these scooters.

Along with the popularity of coastal tourism has come the attendant problem of marine accidents. People sometimes wrongly gauge the depth of water, direction of current, tidal situations, and fall in trouble. The sea scooters would prevent fatalities from these accidents.

The scooters would be of use not only for rescuing swimmers but also fishermen whose boats and trawlers may overturn due to strong currents or storms.

Kolkata Police has six such scooters at present. For patrolling the coasts, the coastal police has 10 all-terrain vehicles (ATV).

 

পর্যটকদের উদ্ধারের জন্য ‘সি স্কুটার’ কিনবে রাজ্য

সমুদ্রে আপৎকালীন অবস্থায় পর্যটকদের উদ্ধারের জন্য ‘সি স্কুটার’ কিনবে রাজ্য সরকার। যেগুলি তুলে দেওয়া হবে রাজ্য সরকারের উপকূল পুলিশের হাতে। প্রাথমিকভাবে দশটির মত ‘সি স্কুটার’ কেনার ব্যাপারে ভাবনা চিন্তা চলছে।

রাজ্য জুড়ে পর্যটন শিল্পের বৃদ্ধির সঙ্গে সঙ্গে সামু্দ্রিক এলাকাগুলিতে প্রতিবছর পর্যটকদের সংখ্যা বাড়ছে। বিশেষ করে ভরা মরসুমে পাহাড় বা জঙ্গল দেখতে যেমন পর্যটকরা ভিড় করেন, তেমনই সমুদ্রের ধারগুলি যেমন দীঘা, মন্দারমনি এলাকায় প্রচুর পর্যটক যান।

আপৎকালীন অবস্থায় যাতে দ্রুত পর্যটকদের কাছে পৌঁছে তাদের উদ্ধার করা যায় সেকারণেই এই ‘সি স্কুটার’ কেনার পরিকল্পনা করা হয়েছে। বাংলা ছাড়াও দেশের অন্যান্য রাজ্য এবং বিদেশ থেকেও পর্যটকরা নানাসময় সমুদ্রের পাড়ে ভিড় করেন। ফলে নিরাপত্তার দিকটি চিন্তা করেই এই ধরনের যান কেনার কথা ভেবেছে রাজ্য।

এই ‘সি স্কুটারে’ যারা দায়িত্ব থাকবেন, তাদের কাছে থাকবে ওয়াকি টকি। অল্প এবং গভীর, দু’রকম জলেই এই স্কুটার নিয়ে ঘোরা যাবে। বিচে কর্তব্যরত পুলিসকর্মী এবং ওয়াচ টাওয়ারে যারা পাহারায় থাকবেন তাদের সঙ্গে যোগাযোগ রেখে চলবেন এঁরা। রাজ্যে আপাতত ১৪টি উপকূল পুলিশ থানা থাকলেও মূলত সমুদ্রের যে জায়গাগুলিতে পর্যটকরা নামেন সেই জায়গাগুলিতেই এই ‘সি স্কুটার’ ব্যবহার করা হবে। পর্যটকদের লক্ষ্য রাখার জন্য মাঝে মাঝে ‘সি স্কুটার’ নিয়ে এঁরা চক্কর কাটবেন।

শুধুমাত্র স্নান যারা করবেন তাদের ক্ষেত্রেই নয়, সমুদ্রে যারা মাছ ধরতে যান তাদের যদি কখনও নৌকাডুবি হয়, তবে সেক্ষেত্রেও কাজে লাগতে পারে এই ‘সি স্কুটার’। উদ্ধারকারী নৌকা বা লঞ্চ যেমন ছুটবে ডুবন্ত যাত্রীদের উদ্ধারের জন্য, তেমনি ছুটবে এই ‘সি স্কুটার’। যাতে দ্রুত উদ্ধারের কাজ চালানো যায়। কলকাতা পুলিসের কাছে আপাতত এই ধরনের ছ’টি যান আছে।

ইতিমধ্যেই উপকূল পুলিশের হাতে এসেছে ‘অল টেরেন ভেহিক্যাল’, যা যে কোনও রুক্ষ অঞ্চল দিয়েও চলাচল করতে পারবে। মূলত নদী এবং সমুদ্রের পাড় দ্রুত চলাচলের কথা চিন্তা করেই এগুলি কেনা হয়েছে। উপকূল পুলিশের হাতে এমন গাড়ি আছে ১০টি। বিচে নজরদারি চালাতেই ওই গাড়িগুলি ব্যবহার করা হয়।

 

Integrated handicrafts hub – Biswa Khudra Bazar – to be set up in Birbhum

The Bengal Government will be setting up an integrated production and promotion hub for small and micro enterprises, called Biswa Khudra Bazar, near Santiniketan in Birbhum district on a 50-acre plot. This is another dream project of Chief Minister Mamata Banerjee.

The West Bengal Small Industries Development Corporation (WBSIDC), under the Micro, Small and Medium Enterprises (MSME) and Textiles Department, is developing it, a project that will take around two years to complete.

This is the State Government’s newest gift to Birbhum and another indication of Mamata Banerjee’s commitment towards the development of tens of lakhs of small businesses which are an economic backbone of the State. The Government’s efforts for promoting MSMEs has been lauded in many quarters, including the Central Government.

As per the plan, there will be three separate units in the state-of-the-art Biswa Khudra Bazar – one for production of goods, another for the promotion and sale of the same products, and the third one dedicated to developing newer markets for those products.

The Entrepreneurs’ Hub, where the production will take place, will come up on 5 acres, while the Business Hub, where the goods will be promoted and sold, will be spread across 25 acres.

The third unit of the integrated market will be spread over the remaining 20 acres. Here, visitors can directly purchase goods from local artisans as well as pick up techniques of making the world-famous handicraft products of the district and its surroundings, which they can then use to set up businesses elsewhere. Of course, there will be adequate safeguards to protect the artisans from exploitation.

According to an official of the MSME and Textiles Department, Biswa Khudra Bazar is a one-of-its-kind project in the State. At no other site do units of production and promotion exist side by side. The existing ones like Biswa Bangla Haat, Urban Haat and Rural Haat do not have production units.

Bringing both units in one campus will help in reduction of transportation costs and hence will enable products to be priced lower. Also, it will automatically ensure an increase in sales and entrepreneurs can make a good profit, despite selling the same product at a cheaper price, according to the departmental official.

The reason for choosing Santiniketan is that it is major tourist spot, where people come from not only all over Bengal, but other places in India and the world too. Local products are already popular as souvenirs. Biswa Khudra Bazar will set up an integrated unit for handicrafts, which will enable the artisans to serve a much wider market.

বীরভূমে তৈরী হবে বিশ্ব ক্ষুদ্র বাজার

বীরভূমে ক্ষুদ্র ও কুটির শিল্পের একটি উৎপাদন ও বিপণন কেন্দ্র তৈরী করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। নাম দেওয়া হয়েছে বিশ্ব ক্ষুদ্র বাজার।

এখানে তিনটি আলাদা ইউনিট থাকবে। প্রথম ইউনিটটিতে তৈরী হবে নানা হস্তশিল্প। এর আয়তন হবে ৫ একর। দ্বিতীয় ইউনিটে হবে বিপণন; আয়তন হবে ২৫ একর। ২০ একর জমি জুড়ে তৈরী হবে তৃতীয় ইউনিট যেখানে গড়ে উঠবে একটি ইন্টিগ্রেটেড ইউনিট। এখানে যেমন একদিকে গ্রাহকরা সরাসরি শিল্পীদের থেকে নানা দ্রব্য কিনতে পারবেন, একই সাথে তারা হস্তশিল্পীদের থেকে বিভিন্ন দ্রব্য বানানোর প্রশিক্ষণও নিতে পারবেন।

মুখ্যমন্ত্রীর স্বপ্নের এই প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে আছে পশ্চিমবঙ্গ ক্ষুদ্র শিল্প উন্নয়ন নিগম। শান্তিনিকেতনের কাছে এই যে বাজার তৈরী হবে, এটি এ’রাজ্যে এই প্রথম।

এই বাজার তৈরী হওয়ার ফলে শিল্পীদের অনেকটাই সুবিধে হবে। পরিবহণের খরচ কমবে। ফলে কম দামে গ্রাহকরা এই সব হস্তশিল্পজাত দ্রব্য কিনতে পারবেন। শিল্পীদের লাভের পরিমাণও বাড়বে।
শান্তিনিকেতনে সারা বছর বহু পর্যটক আসেন। বিক্রি হয় নানা স্যুভেনির। এই বাজারটি তৈরী হলে স্থানীয় হস্তশিল্পীরা উপকৃত হবেন।

Source: Millennium Post