Trinamool announces the names of candidates for bypolls

Secretary General of Trinamool Congress Partha Chatterjee today announced the names of candidates for the by-elections to be held on 19 November.

Dibyendu Adhikary will be the candidate from Tamluk Lok Sabha constituency while Saikat Panja will be fighting from Monteswar Vidhan Sabha constituency. The name of the candidate for Coochbehar Lok Sabha seat will be announced soon, Partha Chatterjee said adding that Mamata Banerjee had given her approval to the names of the candidates.

Tamluk Lok Sabha seat fell vacant after sitting MP Suvendu Adhikari contested and won the Vidhan Sabha polls from Nandigram. Cooch Behar Lok Sabha seat fell vacant due to the passing of MP Renuka Sinha. The death of Sajal Panja, MLA of Monteswar, necessitated bypoll to the Assembly constituency.

 

১৯ নভেম্বরের উপনির্বাচনের প্রার্থী ঘোষণা তৃণমূলের

আজ ১৯ নভেম্বরের উপনির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করলেন পার্থ চট্টোপাধ্যায়।  সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, আসন্ন উপনির্বাচনের প্রার্থীদের নামে অনুমোদন  দিয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

২টি লোকসভা কেন্দ্রে এবং ১টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে আগামী ১৯ নভেম্বর। ভোট গণনা হবে ২২ নভেম্বর।

তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী হবেন দিব্যেন্দু অধিকারী। মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রের প্রার্থী হবেন সৈকত পাঁজা। কোচবিহার লোকসভা কেন্দ্রের প্রার্থীর নাম কয়েক দিনের মধ্যে ঘোষণা করা হবে।

তমলুক লোকসভা আসনের সাংসদ শুভেন্দু অধিকারী বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং  জয়ী হওয়ার পর ওই আসনটি খালি হয়ে যায়। কোচবিহারের সাংসদ রেণুকা চৌধুরী এবং মন্তেশ্বরের বিধায়ক সজল পাঁজার মৃত্যুর কারণে এই লোকসভা ও বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে।

 

Bengal ensures food security for all

On Sunday, Bengal Chief Minister Mamata Banerjee greeted all on the occasion of the World Food Day.

Bengal, under the able leadership of Mamata Banerjee, has been instrumental in providing food security to the people of the State, especially in Jangalmahal, tea gardens of north Bengal and Aila-affected areas of Sunderbans, people residing in the Hills, and tribal people.

Over 8 crore people in the State have been brought under food security scheme. Rice is made available at Rs 2/kg.

Thanks to the Khadya Sathi scheme, around 80 percent of the state’s nine crore people are benefiting. The scheme aims to ensure that people would receive 5 kg of food grain every month at Rs 2 per kg.

Storage capacity has increased from 62 lakhs metric tonnes to 5 crore 62 lakh metric tonnes in the last 5 years.

The government has ensured that children suffering from malnutrition, and their mothers, receive 5 kg rice, 1 kg masoor dal, 2.5 kg wheat (or flour) and 1 kg grams regularly.

 

বাংলায় খাদ্য সুরক্ষা নিশ্চিত করেছে রাজ্য সরকার

রবিবার, বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মাননীয়া মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বাংলায় খাদ্য নিরাপত্তা এখন সুনিশ্চিত করা সম্ভব হয়েছে। বিশেষত জঙ্গলমহল, উত্তরবঙ্গের চা বাগান এবং সুন্দরবনের আয়লা অধ্যুষিত এলাকাগুলিতে ও পাহাড়ে বসবাসকারী মানুষ এবং আদিবাসী জনজাতিভুক্ত পরিবারের খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত করেছে বর্তমান সরকার।

বর্তমানে রাজ্যের প্রায় ৮ কোটি মানুষকে খাদ্য সাথী প্রকল্পের আওতায় আনা হয়েছে, তারা সকলে ২ টাকা কেজি দরে চাল পাচ্ছেন।

খাদ্য সাথী প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রায় ৮০ শতাংশ মানুষ উপকৃত হয়েছেন। এর মাধ্যমে তাদের প্রতি মাসে ২ টাকা কেজি দরে ৫ কেজি খাদ্যশস্য দেওয়া হচ্ছে।

গত ৫ বছরে মজুত ভাণ্ডারের ধারণ ক্ষমতা ৬২ লক্ষ মেট্রিক টন থেকে বাড়িয়ে ৫ কোটি ৬২ লক্ষ মেট্রিক টন করা হয়েছে।

যে সকল শিশুরা অপুষ্টিতে ভুগছে তাদের মায়েদের ৫ কেজি চাল, ১ কেজি মুসুর ডাল, ২.৫ কেজি গম এবং ১ কেজি ছোলা নিয়মিত দিচ্ছে রাজ্য সরকার।

 

 

Bengal Industry Minister holds meeting with Chinese delegation

Bengal Finance and Industry Minister Dr Amit Mitra on Sunday chaired a meeting with a Chinese business delegation at Nabanna.

A Chinese delegation had earlier surveyed the State’s industry infrastructure and had expressed desire to invest in Bengal.

In September 2016, a 21- member business delegation had visited Kolkata. That China is looking at Bengal as an investment destination and the country feels that business environment in the State has improved over time,  was expressed by the chairman of Worldwide Business Culture Exchange Centre, who was from Beijing.

 

চীনের প্রতিনিধিদলের সাথে বৈঠক করলেন শিল্পমন্ত্রী অমিত মিত্র

রবিবার নবান্নে চীনের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করলেন রাজ্যের অর্থ ও শিল্পমন্ত্রী অমিত মিত্র।

আগেও সেখানকার বণিকসভার প্রতিনিধিরা এসেছিলেন রাজ্যে। রাজ্যের পরিস্থিতি ঘুরে দেখে তারা লগ্নি নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন।

এই বছর সেপ্টেম্বর মাসে ২১ জন সদস্যের একটি চীনা ব্যবসায়ী প্রতিনিধিদল কলকাতা সফর করেন। চীনের সঙ্গে রাজ্যের বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় হচ্ছে। উজ্জ্বল হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে লগ্নির সম্ভাবনা। বিনিয়োগের গন্তব্য স্থল হিসেবে চীন বাংলাকেই বেছে নিয়েছে। ওয়ার্ল্ড ওয়াইড কালচার এক্সচেঞ্জ সেন্টারের চেয়ারম্যান জানান, রাজ্যে এখন বিনিয়োগের ভাল পরিবেশ।

 

Bengal to seek GI tag for sweets and handicrafts

Bengal is now all set to claim patents over their sweet dishes Sarpuria and Sarbhaja, asserting that these humble delicacies originated in the state’s Krishnanagar.

They also want to secure the state’s rights over another famous sweet delicacy ‘Sandesh’, made of molasses (called Nalen Gur in Bengali).

Bengal government is likely to apply for the GI (Geographical Indication) of these delicacies. GI tag is like a brand name granted to a product because of its geographical uniqueness.

Bengal will also claim Muslin clothes as its own. Similarly, the govt wants to claim patent for Ghurni clay dolls of Krishnanagar.

 

বাঙালি মিষ্টি ও হস্তশিল্পের জন্য জিআই ট্যাগ পেতে উদ্যোগ রাজ্যের

বাংলা এখন কৃষ্ণনগরের বিখ্যাত মিষ্টি সরপুরিয়া ও সরভাজার ওপর জি আই ট্যাগের দাবি পেশ করতে চলেছে – যা পেটেন্টের সমতুল্য।

এছাড়া বাংলার বিখ্যাত মিষ্টি নলেন গুড়ের সন্দেশের জন্য জি আই ট্যাগের জন্য আবেদন করবে।

বাংলার সরকার এই সুস্বাদু খাবার গুলির জন্য জি আই ট্যাগের আবেদন করবে। কোন জিনিসের অনন্যতার পরিচয় এই জি আই ট্যাগ।

এছাড়া বাংলা তাঁর নিজস্ব মসলিনের কাপড় এবং তাঁর  সঙ্গে কৃষ্ণনগরের হস্তশিল্প মাটির পুতুলের জন্য জি আই ট্যাগের দাবি করবে বাংলা।

Land in Singur to be returned to farmers on Oct 20, Bengal CM to be present

Chief Minister Mamata Banerjee today announced that the process of giving physical possession of land in Singur will begin on October 20 and will be completed in 15-20 days. The CM will be present in Singur on October 20, 2016 to launch the process.

She chaired a meeting in Nabanna earlier in the day to decide the date from when the process of giving “physical possession” of land to farmers can begin. She was briefed on the progress of work in Singur.

The State Government has left no stone unturned to abide by the order of the Supreme Court Division Bench. Terming the acquisition of 997 acres of land for the Tata’s Nano car project in Singur unjustified, the Division Bench had directed the present State Government on August 30 to return the land in cultivable form within 12 weeks.

 

মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে ২০শে অক্টোবর সিঙ্গুরে শুরু হবে জমি ফেরতের প্রক্রিয়া

প্রস্তুত সিঙ্গুর! ৮০ শতাংশ জমি চাষযোগ্য করার কাজ শেষ৷ ৯০ শতাংশ মানুষকে জমির চেক ও পরচা দেওয়া হয়েছে৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আগামী ২০শে অক্টোবর জমি ফেরতের প্রক্রিয়া শুরু হবে।

আজ সিঙ্গুরে জমি চাষযোগ্য করে তোলার কাজের অগ্রগতি জানতে একটি বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকের পর তিনি সাংবাদিকদের জানান সিঙ্গুরে ৮০% জমিই চাষযোগ্য করে তোলা হয়েছে।

জমি হস্তান্ততের প্রক্রিয়ার সূচনা করতে ২০শে অক্টোবর মুখ্যমন্ত্রী নিজে সিঙ্গুরে উপস্থিত থাকবেন।

 

Japanese garden to be set up at Eco Park

The West Bengal Housing and Infrastructure Development Corporation is setting up a Japanese garden that will come up on 3.5 acres of land and will be situated next to the central lake at Eco Park.

Two months would be required to complete the project. The Japanese forest will be the first of its kind in the State. The project has been taken up to commemorate the centenary of Rabindranath Tagore’s first visit to Japan over 100 years ago.

There would be a large gate with ticketing kiosks and a huge rain shelter canopy. The walkway will be decorated with numerous garden elements of Shinto, lanterns and small and large Buddha sculptures, walking stone and many others. Various types of bamboo plants will be planted in an organic manner to replicate the forests.

Lanterns in stone and weathered sculptures will be arranged to give the area a natural and aesthetic look. Small smiling Buddha sculptures will welcome the visitors at the entrance. A monastery with a centrally located Pagoda, an inspiration from Ryonji monastery will be made which is a space for meditation.

The monastery will have a three-layer Pagoda. It is the replica of an original Pagoda. A central pond will be created with Japanese semi circular bridge across it. A wish fountain will also be set up. There will be 15 covered Japanese food outlet where specially cooked Japanese food will be served.

Once completed the garden would be a wonderful place to visit. The place and the ambience will woo visitors, he said. It may be mentioned that Eco Park has become the most popular tourist destination and over 50 lakh people have visited the place since its inception.

 

নিউটাউনে তৈরী হচ্ছে জাপানী গার্ডেন

WBHIDCOর উদ্যোগে নিউটাউনের ইকোপার্কে ৩.৫ একর জমির ওপর গড়ে উঠতে চলেছে জাপানী গার্ডেন। এই গার্ডেনটি তৈরী করতে দু মাস লাগবে। রাজ্যে এই প্রথম জাপানীস গার্ডেন গড়ে উঠবে। মূলত রবীন্দ্রনাথ ঠাকুরের জাপান সফরের স্মৃতিতে নেওয়া হয়েছে এই উদ্যোগ।

এই পার্কে একটি বিশাল দরজা তৈরী করা হবে যাতে সয়ংক্রিয় টিকেটের মেশিন থাকবে ও একটি বিশাল শামিয়ানা থাকবে বৃষ্টি থেকে বাঁচতে। যাতায়াতের রাস্তাটিকে প্রচুর পরিমানে শিন্তো, লণ্ঠন ও বুদ্ধমূর্তি, পাথর ও নানারকম জিনিস দ্বারা সাজানো হবে। জৈব পদ্ধতিতে বাঁশগাছ দিয়ে জায়গাটি সাজানো হবে অরণ্যের আবহ তৈরী করতে।

এই জাপানী গার্ডেন এর নান্দনিক শোভা বাড়াতে থাকবে নানা মূর্তি। প্রবেশদ্বারে থাকবে লাফিং বুদ্ধ মূর্তি, দর্শকদের স্বাগত জানাতে। ধ্যান করার জন্য এই উদ্যানের কেন্দ্রস্থলে একটি প্যাগোডা বিশিষ্ট বৌদ্ধমঠ থাকবে রায়ণজি মঠের অনুকরণে। এর মাঝে একটি পুকুর তৈরী করা হবে ও সঙ্গে জাপানি অর্ধবৃত্তাকার সেতু দিয়ে ঘেরা থাকবে। ওখানে ১৫টি জাপানি খাবারের দোকানও থাকবে।

স্বভাবতই এই জাপানী গার্ডেন ভবিষ্যতে একটি জনপ্রিয় গন্তব্য হয়ে উঠবে পর্যটকদের কাছে

 

Bengal to devise export strategy to promote its artisans

In order to promote various products, including engineering and textile products in the international market, the Bengal government is drafting a comprehensive export strategy for the micro and small scale enterprises in the textile sector.

The main purpose of the move is to create a demand for Bengal’s myriad products in markets abroad. This will not only restore the past glory of Bengal’s textile and other industries, but also help in reviving the economy of medium and small sectors in the state.

A memorandum of understanding has already been signed between the state government and the Export Import Bank of India (Exim Bank).

The Micro, Small and Medium Enterprises (MSME) department has been working towards building infrastructure so that the products could be exported to various countries, boosting sustainable growth in various sectors.

The Bengal MSME department had taken up a series of new projects to contribute to the development of the socio-economic condition of artisans across the state by giving them a platform to showcase their handicrafts. The state government had set up ‘Rural Craft hub Project’ at 11 different locations for this purpose.

The hubs, which are also recognised by UNESCO, have turned into tourist hotspots.

 

আন্তর্জাতিক বাজারে রাজ্যের হস্তশিল্পের প্রসারের উদ্যোগ রাজ্যের

আন্তর্জাতিক বাজারে রাজ্যের হস্তশিল্প সামগ্রীর আরও প্রসার ঘটাতে রাজ্য ক্ষুদ্র ও মাঝারি শিল্প বিষয়ক দপ্তর একটি রপ্তানি নীতি বা এক্সপোর্ট পলিসি আনার কথা ভাবছে।

এর ফলে বাংলার হৃৎ গৌরব তো ফিরবেই, সাথে ক্ষুদ্র ও মাঝারি শিল্পর বিরাট লাভ হবে। ইতিমধ্যেই Export Import Bank of India (Exim Bank) এর সাথে রাজ্য সরকারের একটি মৌ স্বাক্ষরিত হয়েছে।

ক্ষুদ্র ও মাঝারি শিল্প বিষয়ক দপ্তর এখন রাজ্যে রপ্তানি করার মতো পরিকাঠামো তৈরী করবে যাতে বিদেশে রাজ্যের হস্তশিল্প সামগ্রী পাঠানো যায়।

ইতিমধ্যেই রাজ্যের হস্তশিল্পীদের সামাজিক কল্যাণের জন্য রাজ্য সরকার নানা পদক্ষেপ নিয়েছে। তৈরী হয়েছে ১১টি রুরাল ক্র্যাফট হাব। এই হাবগুলি ইউনেস্কোর প্রশংসাও কুড়িয়েছে।

 

A slice of Bengal at Durga Puja Bisarjan carnival on Red Road

A special procession of about 39 Durga Puja committees who have won Biswa Bangla Sharad Samman was organised today on Red Road on the way to the bisarjan, or immersion.

This bisarjan carnival, initiated by Bengal Chief Minister Mamata Banerjee, was an unique show that gave an opportunity to all to see the best pratimas at one place.

From the graceful, minimalist moves of Manipuri dancers to the energetic, exaggerated leaps of Chhau dancers; from the rhythmic beats of dhaks to the soul-stirring sounds of dhamsas and madals; from frames that captured Kolkata’s built heritage of a bygone era to the memories of the past – the inaugural edition of the bisarjan carnival on Red Road was a riot for the senses.

Puja organisers pulled out all stops to make the Mamata Banerjee-inspired event a show-stopper.

The programme was streamed live on Mamata Banerjee’s Facebook page too. You can watch the whole event here.

 

রেড রোডে দুর্গা বিসর্জনের বর্ণাঢ্য শোভাযাত্রা

আজ কলকাতার রাজপথে বিশ্ববাংলা শারদ সম্মান পুরস্কার জয়ী ৩৯টি দুর্গাপ্রতিমা বিসর্জনের এক বিরাট শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরঅনুপ্রেরণায় এই অভূতপূর্ব শোভাযাত্রার আয়োজন করা হয়েছে যেখানে একই জায়গায় মানুষ এবারের সবকটি উত্কৃষ্ট প্রতিমা দেখার সুযোগ পেলেন ও কার্নিভালের আমেজ উপভোগ করলেন।

এখানে মনিপুরী নাচের সঙ্গে ছিল ছৌ নৃত্য, ঢাকের তালের সঙ্গে ছিল ধামসামাদল, কলকাতার আভিজাত্যের সঙ্গে ছিল অতীতের স্মৃতি , সব মিলিয়ে এই শোভাযাত্রাটি প্রানোচ্ছল হয়ে উঠেছিল।

সমগ্র অনুষ্ঠানটি মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক পেজেও লাইভ দেখানো হয়েছিল

Post immersion, civic officials gear up clean-up process

Kolkata Municipal Corporation officials along with officials of other civic bodies are taking all measures to keep the environment clean post-immersion of the Durga idols.

As soon as civic workers immersed the idol into the Hooghly, a crane moved into action. Before the colourful countenance could disappear under water, the machine retrieved and moved it to an isolated corner. As the crane retreated, a large vehicle picked it up and loaded it onto a lorry.

The same sequence played out several hundred times throughout Thursday at Baje Kadamtala Ghat on Strand Road, where the immersions were on. The elaborate logistical arrangements that included a proper plan, several heavy vehicles, police deployment and co-operation from organizers ensured that the immersion of idols did not pollute the river.

Since morning, even before the immersions started, close to 50 KMC lorries lined up along Strand Road. A barge-mounted crane was stationed close to the ghat to chip in during emergencies. Eight cranes and six payloaders worked round the clock, picking up idols from the river and putting them on the lorries. Close to 200 civic workers were also present.

A MMIC who visited the ghats in the morning said the civic body has made adequate arrangements to expedite the immersion process without causing any pollution to the river. The idols are being retrieved as soon as they are immersed. Civic workers and divers are keeping an eye on them so that idols do not drift away, he said.

The civic body enforced rules strictly this time. Whenever a vehicle stopped at the road leading to Baje Kadamtala Ghat, a group of men rushed to the dismounted the idol. It was taken to a spot where leaves, flowers, garlands, earthenware and other accessories were dumped in an isolated area away from the river.

 

ভাসানের পর গঙ্গাকে দূষণমুক্ত করতে সক্রিয় পুরসভা

কলকাতা পৌরসভা ও অন্যান্য পৌরসভার অধিকর্তারা সব ধরণের প্রস্তুতি নিয়েছে যাতে দূর্গা প্রতিমা বিসর্জনের জন্য পরিবেশ কোনো ভাবে দূষিত না হয়।

নাগরিক সমিতি হুগলি নদীতে প্রতিমা বিসর্জনের সঙ্গে সঙ্গে একটি বিশাল ক্রেন ওই মূর্তিটিকে তুলে একটি কোনে রাখবে যাতে কোনো ভাবেই প্রতিমার গায়ের রঙ জলে না মিশে যায়, ওই কোন থেকে পেলোয়াডর্স-এর মাধ্যমে প্রতিমাটিকে তুলে লরিতে বোঝাই করা হবে।
বাজে কদমতলা ঘাটে গতকাল কয়েকশো বার এই পুরো প্রক্রিয়াটি করা হয়েছে কারণ কাল ওই ঘাটে বিসর্জন হয়েছে বহু প্রতিমা।
এই সুবিশাল পরিকল্পনাটি নিশ্চিত করেছে যে এই বিসর্জন থেকে কোনো ভাবেই পরিবেশ দূষণ হবে না।

সকালে বিসর্জনের বহু আগে থেকে কর্পোরেশনের ৫০টি লরি স্ট্র্যান্ড রোডে মজুদ ছিল। আপত্কালীন ব্যবস্থা হিসেবে আরেকটি ক্রেন রাখা হয়েছে যেটি একটি বড় বজরাতে লাগানো থাকবে। আটটি ক্রেন, ছয়টি পেলোয়াডর্স ও ২০০জন পুরকর্মী ওখানে সর্বক্ষণ প্রস্তুত থাকবে।

একজন এমএমআইসি যিনি সকালবেলা ঘাট পরিদর্শন করেন তিনি জানান নাগরিক সমিতির এবারের যা প্রস্তুতি তাতে কোনো ভাবেই বিসর্জনের ফলে কোনো পরিবেশ দূষণ হবে না।

এবারে পৌরসভা খুব সক্রিয়, যে মুহূর্তে কোনো গাড়ি ঘাটে এসে দাঁড়াচ্ছে, পূরকর্মীরা ওখানে গিয়ে সঙ্গে সঙ্গে প্রতিমা নামিয়ে নিচ্ছে ও ফুল, পাতা ও অন্যান্য সামগ্রী যা বিসর্জন করা হয়ে থাকে, সেগুলোকে গঙ্গা থেকে একটু দূরে একটা জায়গায় জমা করা হচ্ছে।

Bengal topper in vegetable production

Bengal is the number one State in the production of vegetables. The latest data shows that the State produces around 18 per cent of the total production of vegetables in the country, or 254,66,000 metric tonnes.

This production is done on 335 acres of area across the State, which comprises 16 per cent of the total area of production in India.

In terms of production, Bengal is followed by Uttar Pradesh and Bihar.

Under the Chief Ministership of Mamata Banerjee, Bengal has seen a massive improvement in agriculture. Various farmer-friendly schemes like Amar Foshol Amar Gola, Amar Foshol Amar Gari, etc. have helped the State to steal a march over many other States in many aspects of agricultural production.

Marginal farmers get a lot of benefits now, including Kisan Credit Cards and loans on easy terms. Self-Help Groups (SHGs) have helped a lot of women earn a livelihood and thus become self-sufficient.

Kisan Bazaars set up all over the State enable farmers to quickly carry the produce to designated markets to sell at Government-notified prices, without the involvement of any middlemen, as well as store in warehouses in proper conditions.

With so many schemes and incentives, it is not surprising that Bengal is among the top producers of not only vegetables, but also various grains, pulses and fruits, as well as flowers.

 

সবজি উ९পাদনে বাংলা এখন শীর্ষস্থানে

সবজি উৎপাদনে বাংলা এখন শীর্ষস্থানে রয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে মোট  সবজি উ९পাদনের প্রায় ১৮ শতাংশ অর্থা९ ২৫৪,৬৬,০০০ মেট্রিক টন উ९পাদন করে রাজ্য।

রাজ্যের প্রায় ৩৩৫ একর জমিতে এই উৎপাদন হয় যা সারা ভারতে উৎপাদনের মোট আয়তনের ১৬ শতাংশ।

উ९পাদনের নিরিখে বাংলার পরে উত্তর প্রদেশ ও বিহারের স্থান।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার কৃষিতে ব্যাপক উন্নতি দেখা দিয়েছে। বিভিন্ন কৃষি বান্ধব প্রকল্প যেমন আমার ফসল, আমার গোলা, আমার গাড়ি ইত্যাদি চালু হয়েছে যা রাজ্যকে কৃষি ক্ষেত্রে আরও উন্নতির পথে এগিয়ে নিয়ে গেছে।

কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে কৃষকরা অনেক উপকৃত হয়েছে, এর মাধ্যমে তারা এখন সহজেই ঋণ পাচ্ছেন। স্ব-নির্ভর গোষ্ঠী এখন অনেক মহিলাদের জীবিকা উপার্জন করতে এবং তাদের স্বনিরভর হতে সাহায্য করেছে।

সারা রাজ্য জুড়ে তৈরি হয়েছে কৃষক বাজার। কৃষকরা যাতে খাদ্যশস্য গুদামজাত করতে পারে, সেই সঙ্গে সথিক দামে বাজারে তা বিক্রি করতে পারে সেইসকল ব্যবস্থাও করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে।

বাংলায় এখন অনেক প্রকল্প ও ইনসেনটিভ চালু হয়েছে তাই বাংলা এখন শুধুমাত্র সবজি নয়, বিভিন্ন শস্য, ডাল ও ফল, সেইসাথে ফুল উ९পাদনে প্রথম স্থান অর্জন করলেও তাতে বিস্ময়ের কিছুই নেই।