Point of Order | Sudip Bandyopadhyay | Discussion on demonetisation | November 28, 2016 | FULL TRANSCRIPT

Madam, our target and our aim is to see that the House runs smoothly. We want the House to run, so the ruling party has a role to play. My submission to the ruling party and also to the Government is that we must try to find a way out to ensure that the House runs smoothly and a discussion takes place on the floor. The Prime Minister must reply so that a healthy debate takes place.

Madam, today in Kolkata, Mamata Banerjee has now started a rally with more than 5 lakh people. Madam, what is the Parliament for if we don’t discuss people’s sufferings on the floor of the House? If people are not aware what the Government is thinking, and if the Prime Minister is not addressing the House, then what will they feel about the Parliament?

Madam, the sufferings of the common people have skyrocketed; there is nobody to give them relief. The government must do something so that they can get relief. This is something for which Mamata Banerjee has been fighting since the beginning, for the poor people. We support any move to recover black money. Let black money be recovered but in a systematic way.

The whole situation has become very serious due the hasty decision. The government should have held discussions. Let Rs 500 notes be allowed to be used for a few months. This is our party’s decision, we are trying to stick to it. Let the Adjournment Motion be adopted and let the discussion start.

Trinamool takes up protest programme across Bengal against demonetisation

Today, following a meeting at the Kalighat office of Trinamool Congress, attended by senior leaders from across the State, a series of protests was decided to be organised across Bengal against the draconian policy of demonetisation taken up by the Centre, which has brought untold miseries for the common people.

Subrata Bakshi, General Secretary, Trinamool Congress, announced the protest schedule at a press conference held after the meeting. The series of protests would start on November 28 and end on December 5, to be followed by the commemoration of Sanhati Divas (Solidarity Day) on December 6.

The schedule is as follows:

November 28 (Monday), at 12 pm – Padayatra from College Square to Dorina Crossing in Kolkata
November 29 (Tuesday) – Protests by tea garden workers in front of tea gardens
November 30 (Wednesday) – Protest by biri workers in Dhuliyan, Murshidabad district
December 1 (Thursday) – Protest by tea garden workers in front of the Tea Board of India office in Kolkata
December 2 (Friday) – Submission of memorandum to the Reserve Bank of India (RBI), Kolkata
December 2 (Friday) – Protest meetings in front of banks
December 5 (Monday) – Protest meeting by jute mill workers in Jangipur, Murshidabad district
December 6 (Tuesday) – Commemoration of Sanhati Divas

 

 

নোট বাতিলের প্রতিবাদে বাংলার দিকে দিকে প্রতিবাদ কর্মসূচির ডাক দিল তৃণমূল কংগ্রেস

 

আজ তৃণমূল কংগ্রেসের কালীঘাটের কার্যালয়ে রাজ্যের সকল শীর্ষস্থানীয় নেতৃত্বের উপস্থিতিতে একটি মিটিং হয়। ওই মিটিংয়ে কেন্দ্রের নোট বাতিলের তুঘলকি সিদ্ধান্তের ফলে তৈরী হওয়া সাধারণ মানুষের অপরিসীম দুর্গতির প্রতিবাদে একগুচ্ছ প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করা হয়।

মিটিংয়ের পর একটি সাংবাদিক সম্মেলনে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সুব্রত বক্সি ওই মিটিংয়ে গ্রহণ করা কর্মসূচির কথা ঘোষণা করেন। এই কর্মসূচি আগামী ২৮শে নভেম্বর থেকে আগামী ৫ই ডিসেম্বর পর্যন্ত চলবে। ৬ই ডিসেম্বর সংহতি দিবস পালন করা হবে।

কর্মসূচিটি এইরূপ :-

২৮শে নভেম্বর (সোমবার), বেলা ১২টা – কলকাতার কলেজ স্কোয়ার থেকে দরিনা মোড় পর্যন্ত মিছিল
২৯শে নভেম্বর (মঙ্গলবার) – চা বাগানের কর্মীরা চা বাগানের বাইরে বিক্ষোভ দেখাবে
৩০শে নভেম্বর (বুধবার) – ধুলিয়ান ও মুর্শিদাবাদ জেলার বিড়ি শ্রমিকরা বিক্ষোভ দেখাবে
১লা ডিসেম্বর (বৃহস্পতিবার) – কলকাতার টিবোর্ডের সামনে চা বাগানের কর্মীরা বিক্ষোভ দেখাবে
২রা ডিসেম্বর (শুক্রবার) – রিসার্ভ ব্যাঙ্কে স্মারকলিপি জমা দেওয়া হবে
২রা ডিসেম্বর (শুক্রবার) – সব ব্যাঙ্কের সামনে বিক্ষোভ দেখানো হবে
৫ই ডিসেম্বর (সোমবার) – মুর্শিদাবাদ জেলার জাঙ্গিপুরে পাট কর্মীদের বিক্ষোভ
৬ই ডিসেম্বর (মঙ্গলবার) – সংহতি দিবস পালন করা হবে

 

Week 2: Trinamool Congress leads the Opposition’s charge against demonetisation

The second week of the 2016 Winter Session of Parliament was quite eventful. On November 24, Derek O’Brien in the Rajya Sabha gave a scathing reply to the Centre’s decision on demonetisation, outlining the hardships that the people of the country have been facing for the last 15 days (since demonetisation).

A day earlier, Sudip Bandyopadhyay in the Lok Sabha, as the voice of the united Opposition, had demanded a discussion on the issue of demonetisation under Rule 56, which entails voting after the debate.

On November 23, the opposition parties represented in Parliament, including Trinamool Congress, had staged a joint protest against the Government’s decision on demonetisation at the statue of Gandhi Ji inside the Parliament complex.

On November 25, Derek O’Brien strongly criticised the attitude of the Centre towards those who oppose its views and policies: “I said this in the House yesterday. If we oppose the Government’s policy it does not mean we are in favour of corruption”. He also asked for the Prime Minister to come to the Rajya Sabha and apologise for his comments earlier in the morning. He said, “Does the Prime Minister think he alone is a saint and we are all devils? The Prime Minister must come to the House and apologise”.

On the same day, Sudip Bandyopadhyay also came down severely on the Prime Minister’s insult to those opposing the draconian decision of demonetisation through his comments earlier that day. As he said, “On a day when we are trying to find a solution as to how the House can function, the Prime Minister has made comments that have hurt the Opposition. We demand that the Prime Minister withdraws his comments and apologises for the comments he has made”.

Thus, the second week of the Winter Session was one in which the Opposition parties came together in a major way to oppose a policy of the Centre which has brought untold hardships on the common people of the country.

দ্বিতীয় সপ্তাহ : নোট বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে সকল বিরোধী দলকে নেতৃত্ব দিল তৃণমূল কংগ্রেস

নানারকম ঘটনার মধ্যে দিয়ে কাটল পার্লামেন্টের শীতকালীন অধিবেশনের দ্বিতীয় সপ্তাহ। ২৪শে নভেম্বর রাজ্য সভায় ডেরেক ও ব্রায়েন উপযুক্ত জবাব দেন কেন্দ্রের এই দিশাহীন নোট বাতিলের তুঘলকি সিদ্ধান্তের ও তা কার্যকর করে বিগত ১৫ দিনের দেশের মানুষের কি পরিমান ভোগান্তি বাড়ানো হয়েছে, তার জবাব হিসেবে।

তার আগের দিন সুদীপ বন্দ্যোপাধ্যায় লোকসভায় সকল বিরোধী দলের পক্ষ থেকে ৫৬ নম্বর নিয়ম মেনে নোট বাতিলের ওপর আলোচনা ও তার পর ভোটাভুটির দাবি তোলেন।
২৩শে নভেম্বর তৃণমূল কংগ্রেস সহ বিরোধী দলগুলি সংসদের সামনে গান্ধী মূর্তির তলায় একসঙ্গে বিক্ষোভ প্রদর্শন করেন কেন্দ্রের নোট বাতিলের তুঘলকি নীতির প্রতিবাদে।

যে সকল দল সরকার ও তার এই কার্যকলাপের বিরোধিতা করছে, তাদের প্রতি সরকারের আচরণের তীব্র সমালোচনা করেন ডেরেক ও ব্রায়েন ২৫শে নভেম্বর, তিনি বলেন, “আমি গতকাল কক্ষে বলেছি, আমরা যদি সরকারের নীতির সমালোচনা করি, তার মানে এই না যে আমরা কালো টাকার পক্ষে”, তিনি প্রধানমন্ত্রীকে রাজ্যসভায় আসার ও সেদিন সকালে বিরোধীদের ব্যাপারে এরকম কটূক্তি করার জন্য ক্ষমা চাওয়ার দাবি জানান। তিনি বলেন, “প্রধানমন্ত্রী কি ভাবেন যে সব বিরোধীরা চোর আর উনি একা সাধুপুরুষ? প্রধানমন্ত্রী এই সভায় আসুন ও বিরোধীদের কাছে ক্ষমা চান।”

ওই দিনই তার কিছুক্ষন আগে সুদীপ বন্দ্যোপাধ্যায় লোকসভায় তীব্র প্রতিবাদ জানান প্রধান মন্ত্রীর বিরোধীদের ব্যাপারে কটূক্তির বিরোধিতা করে। তিনি বলেন , “যে সময় আমরা একটি উপায় খুঁজছি কি করে সভা চালানো যায়, সেসময় প্রধানমন্ত্রীর এরকম একটি উক্তি বিরোধী দলগুলিকে খুব বেদনা দিয়েছে। আমরা দাবি জানাই প্রধানমন্ত্রী তাঁর বক্তব্য ফিরিয়ে নিন ও বিরোধীদের থেকে ক্ষমা চান।”

সব মিলিয়ে পার্লামেন্টের শীতকালীন অধিবেশনের দ্বিতীয় সপ্তাহে সকল বিরোধী দল একজোট হয়ে কেন্দ্রের এই নোট বাতিলের তুঘলকি নীতি ও তার ফলে অগণিত দেশবাসীর অসীম কষ্টের বিরুদ্ধে সোচ্চার হন।

 

Bengal’s folk culture to be showcased at International Trade Fair on ‘West Bengal Day’

The Bengal Government will celebrate the West Bengal Day at the International Trade Fair 2016 in Delhi by organising Folk Bouquet, a cultural programme featuring Bengal’s rich traditional cultural performances.

To be held at Pragati Maidan on 26 November from 6 PM onwards, the Bengal Day celebrations will be attended by State Finance, Commerce and Industry Minister Dr Amit Mitra.

Organised under the aegis of the Lok Prasar Prakalpa of the Bengal Government, tomorrow’s programme will showcase the colourful Sherpa dance, Chandi dance, Khol Badya and Natua dance.

Under the Lok Prasar Prakalpa scheme, folk artists are enrolled by the Bengal Government, following which they perform at Government programmes for publicising development works.

 

আন্তর্জাতিক বাণিজ্য মেলায় উদযাপিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’

দিল্লির প্রগতি ময়দানে এবার মিলবে বাংলার লোক সংস্কৃতির ঝলক। দু-সপ্তাহব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আগামী ২৬শে নভেম্বর পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’।

আগামী ২৬ তারিখ সন্ধ্যে ৬টায় দিল্লির প্রগতি ময়দানে রাজ্যের অর্থ ও শিল্পমন্ত্রী শ্রী অমিত মিত্রের উপস্থিতিতে আয়োজিত হবে এক বর্ণাঢ্য অনুষ্ঠান।

পশ্চিমবঙ্গ সরকারের লোকপ্রসার প্রকল্পের নানা শিল্পী সেখানে শেরপা নাচ, চান্দি নাচ পরিবেশন করবেন। খোল বাদ্যের পাশাপাশি নাটুয়া নাচেরও ব্যবস্থা থাকবে।

লোকপ্রসার প্রকল্পের যে সব লোকশিল্পীরা তাদের নাম নথিভুক্ত করিয়েছেন তারা রাজ্য সরকারের তরফ থেকে মাসিক ভাতা সহ নানা সরকারি অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ পান।

Paschim Banga Charu Kala Utsav to be inaugurated today

The Paschim Banga Charu Kala Utsav 2016 will be inaugurated today by the renowned painter and Rajya Sabha member, Jogen Chowdhury today at the Rabindra Sadan-Nandan complex. It will continue till December 4.

Like every year, the venues are Gaganendra Shilpa Pradarshanshala, the open air stage at the Rabindra Sadan-Nandan complex and the Academy of Fine Arts.

The Charu Kala Utsav consists of an exhibition of artworks, showcasing of documentaries on fine arts and a fair which acts as a meeting place for exchanging ideas for artists.

Organised by the Information & Cultural Affairs Department and Paschim Banga Charu Kala Akademi, the festival has gained immense repute for showcasing outstanding works of art by artists from the State.

 

The image is representative

 

পশ্চিমবঙ্গ চারুকলা উত্সবের উদ্বোধন আজ

আজ রবীন্দ্র সদন-নন্দন চত্বরে উদ্বোধন হবে পশ্চিমবঙ্গ চারুকলা উত্সব ২০১৬-র। সূচনা করবেন বিখ্যাত চিত্রশিল্পী তথা রাজ্যসভার সদস্য যোগেন চৌধুরী। এই উত্সব চলবে ৪ঠা ডিসেম্বর পর্যন্ত।

প্রতি বছরের মতো এবছরেও গগনেন্দ্র শিল্প প্রদর্শনশালা, একাডেমি অফ ফাইন আর্টসে এবং রবীন্দ্র সদন-নন্দন চত্বরে খোলা আকাশের নিচে এই উত্সব চলবে।

এই উত্সবে বিভিন্ন শিল্পকলার প্রদর্শনী, তথ্যচিত্র প্রদর্শনী থাকবে। আয়োজিত হবে একটি মেলাও যেখানে বিভিন্ন শিল্পীরা মিলিত হতে পারবেন।

পশ্চিমবঙ্গ তথ্য ও সংস্কৃতি দপ্তর ও পশ্চিমবঙ্গ চারুকলা একাডেমির উদ্যোগে পরিচালিত এই উত্সব জনপ্রিয়তার শিখরে পৌঁছে গেছে কারণ এখানে সারা রাজ্যের অসামান্য শিল্পীরা তাদের অসামান্য কিছু শিল্পশৈলীর প্রদর্শন করার সুযোগ পান।

53 gram panchayats in Birbhum to be declared Nirmal Gram Panchayats on Nov 30

Birbhum district administration will declare 53 gram panchayats as “Nirmal gram panchayat” on November 30. This was announced on Wednesday by the DM. These gram panchayats are situated in 19 blocks where toilets have been built in every house.

Four panchayats are situated in Bolpur block while Ilambazar and Labpur blocks have four gram panchayats each. The construction of toilets in five gram panchayats under Suri blocks I and II has been completed. Apart from these, toilets are ready in Dubrajpur, Khoirasole, Rajnagar, Rampurhat and Mayureshwar blocks. Out of 167 gram panchayats in the district construction of toilets in 53 gram panchayats are ready and they would be declared Nirmal Gram panchayats on November 30.

Nadia was the country’s first district which was declared Open Defecation Free by the Centre. The other districts that have been declared ODF are East Midnapore, Hooghly and North 24 Parganas. Work has been taken up on a war footing to declare Burdwan, South 24 Parganas, South and North Dinajpur, Birbhum, Jalpaiguri and Darjeeling ODF in 2017-18.

The State Government has decided to construct toilets in all the village homes by March 2019.

The District Magistrate of Murshidabad said steps had been taken to declare the district as ODF by March, 2017. Campaign has been launched all over the district to create awareness among people against Open Defecation.  In the district, blue toilets will be constructed. As the toilets are painted in blue they have been called “blue toilet.” There will be a water storage tank and running water supply. The cost of each blue toilet is Rs 13,000.

The construction cost of toilets under Nirmal Bangla Mission is Rs 10,900. Of this amount, the State Government gives Rs 10,000 while the remaining Rs 900 is given by the house owner. Campaign has also been launched to create awareness among people about how to use the toilet. In addition to the state government, several NGOs have been involved to create awareness among people.

আগামী ৩০শে নভেম্বর বীরভূমের ৫৩টি গ্রাম পঞ্চায়েত নির্মল গ্রাম পঞ্চায়েতের স্বীকৃতি পেতে চলেছে

আগামী ৩০শে নভেম্বর বীরভূম জেলা প্রশাসনিক দপ্তর ৫৩টি গ্রাম পঞ্চায়েতকে “নির্মল গ্রাম পঞ্চায়েত” হিসেবে ঘোষণা করা হবে, গত বুধবার জানালেন বীরভূমের জেলাশাসক । এই গ্রাম পঞ্চায়েতগুলি ১৯টি ব্লকে ছড়িয়ে আছে, এই পঞ্চায়েতের অন্তর্গত সব বাড়িতে শৌচালয় আছে।

বোলপুর, ইলামবাজার ও লাভপুর ব্লকগুলির মধ্যে চারটি করে পঞ্চায়েত পড়ছে। সিউড়ির ১ ও ২ নম্বর ব্লকের অন্তর্গত পাঁচটি গ্রাম পঞ্চায়েতে বাথরুম তৈরির কাজ সম্পন্ন হয়েছে। এগুলো ছাড়া দুবরাজপুর, খয়রাশোল, রাজনগর, রামপুরহাট ও ময়ূরেশ্বর ব্লকেরও সব শৌচালয় তৈরী হয়ে গেছে। মোট ১৬৭টি গ্রাম পঞ্চায়েত বিশিষ্ট বীরভূম জেলায় ৫৩টি পঞ্চায়েতে সমস্ত শৌচালয় তৈরী, যারা নির্মল গ্রাম পঞ্চায়েতের স্বীকৃতি পেতে চলেছে আগামী ৩০ তারিখ।

কেন্দ্রের স্বীকৃতি পাওয়া নদীয়া জেলা দেশের মধ্যে প্রথম জেলা যেখানে সব ঘরে বাথরুম উপস্থিত। বাকি নির্মল জেলাগুলির মধ্যে আছে উত্তর ২৪ পরগনা, মেদিনীপুর ও হুগলী। যুদ্ধকালীন তত্পরতায় বর্ধমান, দক্ষিন ২৪ পরগনা, উত্তর ও দক্ষিন দিনাজপুর, বীরভূম, জলপাইগুড়ি ও দার্জিলিং জেলাকে ২০১৭-১৮র মধ্যে নির্মল জেলা করে তোলার কাজ চলছে।

রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে ২০১৯ সালের মার্চ মাসের মধ্যে সকল গ্রামের সকল ঘরে বাথরুম তৈরী করার।

মুর্শিদাবাদের জেলাশাসক জানিয়েছেন ২০১৭ সালের মার্চ মাসের মধ্যে তাঁর জেলাকেও এই আওতায় আনার সকল প্রস্তুতি তাঁরা নিয়েছেন। উন্মুক্ত স্থানে শৌচকার্য করায় কত ধরণের সমস্যা আছে, তা জনসাধারণকে বোঝাতে তারা পথে পথে সচেতনতা কেন্দ্র চালিয়ে যাচ্ছেন। নীল রং করা এই শৌচালয়গুলোকে “নীল শৌচালয়” বলা হচ্ছে। এই শৌচালয়গুলোর মধ্যে জল ধরে রাখার জন্য ট্যাঙ্কের সঙ্গে সঙ্গে সারাদিন জলের যোগান থাকবে। একেকটি নীল শৌচালয় খরচ ১৩,০০০ টাকার মতো।

নির্মল বাংলা প্রকল্পে প্রতিটি শৌচালয়ের খরচ ধরা হয়েছে ১০,৯০০ টাকা। এই টাকার মধ্যে রাজ্য সরকার দিচ্ছে ১০,০০০ টাকা ও বাকি ৯০০ টাকা দেবে বাড়ির মালিক। এই নীল শৌচালয় কিভাবে ব্যবহার করা উচিত, সেই ব্যাপারেও সচেতনতা বাড়ানো হচ্ছে জনসাধারণের মধ্যে। রাজ্য সরকারের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাও এই জনচেতনা বাড়ানোর কাজে সরকারের সঙ্গে হাত মিলিয়েছে।

Thousands join Trinamool rally against demonetisation in Kolkata

Thousands of people from all walks of life on Wednesday joined the rally organised by Trinamool Congress to protest against the hasty and arbitrary decision of the Prime Minister to demonetise high value notes that has caused untold misery to common people.

The rally started from College Square and ended at Dorina crossing and passed through Nirmal Chandra Street, Raja Subodh Mullick Square and SN Banerjee Road to reach the destination.

Senior Trinamool Congress leaders Firhad Hakim, Subrata Bakshi, Subrata Mukherjee, Amit Mitra, Sobhandeb Chatterjee and Sashi Panja led the march.

As the rally progressed, more and more common people including small traders, labourers, auto and rickshaw pullers joined the procession.

 

নোট বাতিল ইস্যুতে তৃণমূলের মিছিলে মানুষের ঢল

কেন্দ্রীয় সরকারের নোট বাতিল সিদ্ধান্তের প্রতিবাদে বুধবার একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করেছিল তৃণমূল কংগ্রেস। সর্বস্তরের হাজার হাজার সাধারণ মানুষ এদিন এই মিছিলে যোগদান করেন।

প্রতিবাদ মিছিলটি কলেজ স্কোয়ার থেকে শুরু হয়ে নির্মলচন্দ্র স্ট্রিট, রাজা সুবোধ মল্লিক স্কোয়ার এবং এস এন ব্যানার্জি রোড হয়ে শেষ হয় ডোরিনা ক্রসিং-এ।

বর্ষীয়ান তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিম, সুব্রত বক্সি, সুব্রত মুখার্জি, অমিত মিত্র, শোভনদেব চট্টোপাধ্যায় এবং শশী পাঁজা উপস্থিত ছিলেন এই প্রতিবাদ মিছিলে।

অনেক ক্ষুদ্র ব্যবসায়ী, শ্রমিক, কর্মচারী ও রিক্সাচালক সহ আরো বহু সাধারণ মানুষ এই মিছিলে যোগদান করেছিলেন।

Sudip Bandyopadhyay demands a discussion on demonetisation under Rule 56 in Lok Sabha | FULL TRANSCRIPT

Madam, first of all you should thank the Indian National Congress because they have withdrawn their placards, which you requested for in your chamber. We should not always be criticised. We should also extend thanks to the main opposition party because they acceded to your request in the meeting.

Secondly, Madam, our party too has been protesting against black money; if you remember, we entered the House wearing black shawls demanding the recovering of black money from abroad. It stalled the House and you directed that the shawls be withdrawn and accordingly we did so.

Madam, when the Prime Minister came here today, I wanted to make a request to him that you are not only the Prime Minister of a particular party, you are also the leader of the House. Madam, we have approached you with the request to let the discussion take place under Adjournment Motion; this is the demand of most of the MPs from the Opposition.

Even today, Madam, near about 300 MPs from both the Houses sat for a sit-in demonstration in front of Gandhi ji’s statue. So what is the harm in starting the discussion? We will give our observation; we can start the discussion just now. With a brute majority, they will win it if it comes to voting; if it doesn’t come to voting, it is another thing.

But I will fervently request you to sit in discussion with the Government and to see that the debate starts from tomorrow under Adjournment Motion under Rule 56.

Opposition parties stage dharna outside Parliament to protest against demonetisation

Members of Parliament belonging to the Opposition Parties, including MPs from Trinamool Congress, today staged a dharna near the Gandhi statue outside Parliament. Around 200 MPs from different Opposition Parties were present.

“Not a surgical strike, but carpet bombing on people”, “Stop the persecution of common people” and “Save poor people”, were some of the slogans on the placards held by the leaders.

Demanding relief for common people who are suffering due to demonetisation, Opposition Parties formed a human chain.

Bengal Chief Minister Mamata Banerjee has appealed to other opposition parties to register their protest on the roads. She has said that Trinamool will support any movement against the draconian decision of demonetisation.

 

নোট বাতিল ইস্যুতে একজোট বিরোধী শিবির, ধর্ণা সংসদের বাইরে

তৃণমূল কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলের সাংসদরা আজ সংসদের বাইরে গান্ধী মূর্তির পাদদেশে আজ নোট বাতিল ইস্যুতে বিক্ষোভ প্রদর্শন করেন। আনুমানিক ২০০ জনেরও সাংসদ এই ধর্নায় অংশগ্রহণ করেন।

“নট এ সার্জিকাল স্ট্রাইক, বাট কার্পেট বম্বিং ও পিপল”, “স্টপ দা পারসিকউশন অফ কমন পিপল” ও “সেভ কমন পিপল” সহ নানা স্লোগান ও প্ল্যাকার্ড হাতে ছিলেন সাংসদরা। নোট বাতিলের ফলে সাধারণ মানুষের যে দুর্ভোগ হচ্ছে, তা থেকে স্বস্তি চেয়ে বিরোধী নেতারা একটি মানববন্ধন তৈরী করেন।

বাংলার মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকল বিরোধী দলকে আর্জি জানিয়েছেন, এই ইস্যুতে প্রতিবাদ করতে। তিনি আশ্বাস দিয়েছেন এই নোট বাতিলের তুঘলকি সিদ্ধান্তের বিরুদ্ধে যেকোনো প্রতিবাদকে তাঁর দল তৃণমূল কংগ্রেস সমর্থন করবে।

Not a single new Rs 500 note has been circulated in Bengal: Mamata Banerjee

Today, Bengal Chief Minister Mamata Banerjee visited the Reserve Bank of India (RBI) office in Kolkata to take stock of the situation following the demonetisation of Rs 500 and Rs 1000 currency notes.

Mamata Banerjee asked RBI officials to provide details of currency notes despatched to Bengal, as senior citizens were complaining that even they were not getting cash on a day designated for them.

She said, “Not a single new Rs 500 note has been circulated in Bengal”. As a result, and as a result of demonetisation in general, the people are suffering. Long queues are seen every day outside banks and ATMS.

Mamata Banerjee said, “People cannot access their savings accounts”, and questioned whether even their money in the savings accounts is safe.

She further said, “The whole of rural India is crying, farmers are crying. If food is not available what will the common people eat? Plastic?”

Reflecting the sentiment of the people, she raised the slogan, “Ghar ghar mein shor hai, aam janta ro raha hai!” Continuing in the same vein, she said, “How will people and families survive? There is an acute shortage of notes in the society”.

She complained that demonetisation has caused bankruptcy.

She said, “It is very painful that people are unable to purchase medicines”. She also raised serious concerns about the agricultural sector as farmers were unable to buy seeds for sowing crops.

The Chief Minister requested the Centre to “keep all the Rs 10, 100 and 500 notes in circulation”, and most importantly, “to help the people in the rural areas where there are no banks and post offices”.

Mamata Banerjee also empathized with the over-worked bank officials. She said, “My heart goes out to bank employees and officers. All are under severe stress. Sadly, they are victims of circumstance”. She also offered her “condolences to the bereaved families”.

After this, she paid a surprise visit to Asia’s biggest market, Burrabazar, in central Kolkata, where she interact with the people and reviewed the situation first-hand.

Following the Burrabazar visit, the Chief Minister said that “all have expressed deep anguish” about the current market situation.

“People of all castes, communities and creeds belonging to all states, especially Uttar Pradesh, Bihar and Punjab, spoke about the big problems they are facing”.

According to her, they said that “for the last 10 days everything is down to almost zero”.

She expressed her deep anguish about the enormous problems created as a result of the decision of demonetisation by the Central Government, saying, “It is a very sad situation”.

 

 

 

 

এখনও পর্যন্ত একটাও ৫০০ টাকার নতুন নোট বাংলায় এসে পৌঁছয়নি

 

আজ মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রিসার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কলকাতার শাখায় যান এটা জানতে যে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের পর তাদের পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে।

মুখ্যমন্ত্রী ব্যাঙ্কের আধিকারিকদের কাছে জানতে চান কলকাতার জন্য কত নতুন নোট তাদের শাখায় পাঠানো হয়েছে কারণ বহু বৃদ্ধ মানুষ অভিযোগ করছেন আজ তাদের নোট পাল্টে দেয়ার কথা থাকলেও তাদের ব্যাঙ্ক কিছুই দিতে পারছে না।

তিনি বলেন “একটা নতুন ৫০০ টাকার নোটও কলকাতায় পাঠানো হয়নি এখনও পর্যন্ত।”এই নোট বাতিলের ফলে মানুষকে চরম এখনো

ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে ও সারাক্ষন ব্যাঙ্ক ও এটিএমের বাইরে বিশাল লাইনে দাঁড়াতে হচ্ছে।

মানুষ তাঁর নিজের জমানো টাকাও তুলতে পারছে না, তাদের টাকা আদৌ সুরক্ষিত আছে তো?

তিনি আরও বলেন পুরো দেশের গ্রামাঞ্চলের মানুষ হাহাকার করছে। যদি খাবার পাওয়া না যায়, মানুষ খাবে কি? প্লাষ্টিক?

মানুষের চরম ভোগান্তির কথা স্মরণ করে তিনি বলেন “ঘর ঘর মে শোর হ্যায়, আম জনতা রো রাহা হ্যায়।” আরো বলেন, এই মুহূর্তে চরম সংকট হচ্ছে নোটের, মানুষ বাঁচবে কিকরে?

তিনি বলেন এই নোট বাতিলের ফলে দেশের মানুষ পুরো দেউলিয়া হয়ে গেছে।

অসুস্থ মানুষ প্রয়োজনীয় ওষুধ কিনতে পারছেন না। তিনি গম্ভীর উদ্বেগ প্রকাশ করেন কৃষিকার্যের প্রতি কারণ কৃষকরা বীজ কিনতে ও বপন করতে পারছে না।

মুখ্যমন্ত্রী অনুরোধ করেন কেন্দ্রের কাছে ১০, ১০০ ও ৫০০ টাকার নোটের যোগান বাড়াতে। যেসব প্রত্যন্ত অঞ্চলে ব্যাঙ্ক ও পোস্ট অফিস নেই, সেই সকল অঞ্চলের মানুষকে সাহায্য করার আবেদন জানান।

সারাদিন ধরে অক্লান্ত পরিশ্রম করতে থাকা ব্যাঙ্ক কর্মীদের প্রতিও তিনি সমবেদনা জানান। তিনি বলেন ব্যাঙ্ক কর্মচারীরা প্রচন্ড চাপের মধ্যেও প্রচন্ড পরিশ্রম করে চলেন। তিনি সেই সকল পরিবার পরিজনদের প্রতি শ্রদ্ধা জানান যারা এই তুঘলকি সিদ্ধান্তের ফলে তাঁদের স্বজন হারিয়েছেন।

এরপর তিনি এশিয়ার বৃহত্তম বাজার, মধ্য কলকাতার বড়বাজারে যান ও প্রতি ব্যবসায়ীর সঙ্গে কথা বলে তাদের অসুবিধের কথা শোনেন। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে তিনি জানান, প্রতিটি ব্যবসায়ীই এই কান্ডজ্ঞানহীন নোট বাতিলের জন্য ক্ষুব্ধ।

সকল রাজ্যের সকল জাতির সকল ধর্মের মানুষ তাদের দুর্দশার কথা বলছেন বিশেষ করে উত্তর প্রদেশ, বিহার ও পাঞ্জাবের জনগণ।

তিনি বলেন এই ১০ দিনে সকলে প্রায় নিঃস্ব হয়ে গেছে।

তিনি কেন্দ্রের নোট বাতিলে এই হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদ করে বলেন পরিস্থিতি খুবই দুঃখজনক।