Why should Modi or Amit Shah not be arrested: Mamata Banerjee

“People will teach them a lesson”, said Bengal Chief Minister Mamata Banerjee today, lambasting the Central Government for harassing senior politicians of the Trinamool Congress.

She said the arrest of Sudip Bandyopadhyay as “having been made under pressure from the PMO”.

Regarding chit funds in the State of Bengal, she said that they had started under the patronage of the CPI(M) Government; hence, people like Sujan Chakraborty who are known to be involved should be arrested. She also asked for the arrest of the BJP’s Babul Supriyo who also has a connection with chit funds.

She came down strongly on the BJP-led Central Government: “Like ‘note bandi’, this is an attempt at ‘Trinamool-bandi’.

She said, “Modi is dangabaaz. He tries to silence his opponents using fear tactics”.

She asked, “Why should Narendra Modi and Amit Shah not be arrested?” since they are involved in a lot of misdemeanours too.

She said that “many political parties are scared, so are not able to speak out”. However, she asked the affected Opposition parties, and there are a lot of Opposition parties across India who have been affected by this political vendetta of the BJP, to fight this “emergency situation” that is going on.

Mamata Banerjee said, “People should come out on to the roads against demonetisation, people will teach them (the BJP) a lesson”.

“I challenge the PM. He won’t be able to do anything because he won’t be able to suppress the voice of the people”.

True to her nature, however, Mamata Banerjee said that she won’t indulge in a tit-for-tat by arresting leaders. Rather, she said, “We will take the battle forward legally”. She added that “it has come to our notice that even lawyers are being threatened and judges are being influenced”.

Mamata Banerjee announced a sustained programme of protest against the BJP from tomorrow. Tomorrow, a protest march will be taken out in Kolkata from 12 pm; also tomorrow, there will be a protest by Trinamool Congress MPs at the parliament complex.

There will be a protest outside the Reserve Bank of India (RBI) office in Kolkata on January 9, and further protests in Delhi on January 10 and 11.

On January 9, too, protests against the BJP will start all over India, to be led by senior Trinamool Congress leaders.

 

In a series of tweets she expressed the same sentiment:

 

লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতারের প্রতিক্রিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “প্রধানমন্ত্রীর চাপেই এই গ্রেফতার করা হয়েছে। “জনগন উচিত শিক্ষা দেবে।”

তিনি বলেন, এই চিট ফান্ড সিপিআইএম সরকারের আমলে শুরু হয়েছে। চিটফান্ডের সাথে জড়িত অন্যান্য দলের নেতাদের (সুজন চক্রবর্তী, বাবুল সুপ্রিয় প্রমুখ) কেন গ্রেপ্তার করা হচ্ছে না তও জানতে চান তিনি।

তিনি বলেন, বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার নোটবন্দির সাথে তৃণমূলবন্দি শুরু করেছে। তিনি আরও জানান, “মোদী দাঙ্গাবাজ, তিনি তার বিরোধীদের এইভাবেই ভয় দেখান।“

অনেক দাঙ্গায় জড়িত মোদী ও অমিত শাহের গ্রেফতারের দাবি জানান মুখ্যমন্ত্রী।

তিনি বলেন, অনেক রাজনৈতিক দল খুব ভিতু, তাই তারা কোনও প্রতিবাদ করছে না। তিনি সমস্ত রাজনৈতিক দলকে বিজেপির এই প্রতিহিংসাপরায়ন রাজনিতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।

মমতা ব্যানার্জি বলেন, “আমি প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ জানাচ্ছি। উনি এসব করে কিছুই করতে পারবেন না কারন তিনি জনগনের কণ্ঠস্বর চেপে রাখতে পারবেন না।“

তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তিনি বলেন, আমরা আইনি লড়াই চালিয়ে যাবেন।

মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে দীর্ঘমেয়াদী প্রতিবাদ কর্মসূচীর কথা ঘোষণা করেন। আগামীকাল দুপুর ১২টায় কলকাতায় একটি প্রতিবাদ মিছিল আয়োজন করা হবে ও পাশাপাশি তৃণমূল কংগ্রেসের সাংসদরা সংসদ চত্বরে প্রতিবাদ জানাবেন।

৯ই জানুয়ারী কলকাতার রিজার্ভ ব্যাংকের সামনে প্রতিবাদ জানাবে তৃণমূল। ১০ ও ১১ জানুয়ারী দিল্লিতে প্রতিবাদ চলবে।

Bengal CM inaugurates the third edition of Jangalmahal Utsav

Bengal Chief Minister Mamata Banerjee today inaugurated the third edition of Jangalmahal Utsav from the Medinipur College Ground in Paschim Medinipur district today. She also distributed prizes for the Jangalmahal Cup. The festival will be held from January 3 to 10.

The festival will showcase the region’s rich traditional cultural forms including dance forms like Chung, Rono-pa, Pata, Jhumur, Chhou, Bhadu-Tusu, Raibeshe and many others. Bengal’s folk music will add to the attractions. Dhamsa and madol, two popular folk percussion instruments of the State, were distributed among 480 cultural groups from 24 blocks.

Around 40 stalls and 4 pavillions will showcase and promote handicrafts from the Jangalmahal region.

The Jangalmahal Cup, organised by the State Youth Welfare Department in association with West Bengal Police, the  has been a tremendous success during the last few years. It was held in the districts of Paschim Medinipur, Bankura, Purulia and Birbhum, with competitions in sports like football, kabaddi and archery. The cultural competition included Chhou and other tribal dance forms.

 

Following are some of the key points from the Chief Minister’s speech:

  • The Jangalmahal Utsav starts today; it will showcase different forms of tribal culture.
  • I am happy that 45000 young sportspersons are participating in the Jangalmahal Cup.
  • We have allocated Rs 1 lakh per police station to organise sporting events in their areas.
  • I welcome the ruling of the Hon’ble Supreme Court banning politics of religion.
  • Life is about celebration and togetherness, not about politics and slander.
  • We do not support riots and disturbing the communal harmony. The Government will take strong action against this.
  • True religion is about respecting and loving all religions and standing by one another.
  • Bengal does not support anyone who incites violence among religions communities.
  • The Bengal Government will crack down heavily on anyone who tries to spread communal violence and disrupt peace.
  • Our Government provides benefits through Kanyashree, Sikhshashree, Yubashree, Sabuj Shree, Sabuj Sathi and many other schemes.
  • All the 553 people who received prizes today will be given jobs by the Government.
  • Kalimpong, Asansol and Jhargram will become new districts by Poila Boishakh.

 

 

তৃতীয় জঙ্গলমহল উৎসবের সূচনা করলেন মুখ্যমন্ত্রী

আজ পশ্চিম মেদিনীপুরের কলেজ মাঠে তৃতীয় জঙ্গলমহল উৎসবের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জঙ্গলমহল কাপ-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানও হল আজ। বিজয়ীদের হাতে জঙ্গলমহল কাপ তুলে দেন মুখ্যমন্ত্রী। জঙ্গলমহল উৎসব চলবে ৩-১০ জানুয়ারি পর্যন্ত।

পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ দপ্তর আয়োজিত এই অনুষ্ঠান থেকে মানুষের হাতে বিভিন্ন সরকারি পরিষেবাও তুলে দেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে জঙ্গলমহল অন্তর্ভুক্ত ২৪ টি ব্লকের ৪৮০ টি সাংস্কৃতিক গোষ্ঠীকে ধামসা-মাদল প্রদান করা হয়।

এই উৎসবে জঙ্গলমহলের পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়ার আদিবাসী সাংস্কৃতিক গোষ্ঠীর নৃত্য গীত পরিবেশিত হবে – চাং নৃত্য, রণপা নৃত্য, পাতা নাচ, ঝুমুর গান, ছাপল নৃত্য, ভাদু-টুসু, ঘোড়া নাচ, নাটুয়া নাচ, ছৌ নাচ, সারপা নৃত্য, করম নৃত্য, বাহা নৃত্য, ভুয়াং নৃত্য, লোকসঙ্গীত, পাইক-ঢালি-রায়বেঁশে নৃত্য এবং অন্যান্য লোকসঙ্গীত ও নৃত্য, অন্যান্য লোকসঙ্গীত এবং ত্রিপুরা, মণিপুর ও ওড়িশার প্রাদেশিক লোকনৃত্য।

মেলা প্রাঙ্গনে রয়েছে বিভিন্ন দপ্তরের ৪০ টি স্টল, সঙ্গে পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ, পুরুলিয়া বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর জেলার ৪ টি সুদৃশ্য প্যাভিলিয়ন ও জঙ্গলমহলের ৬০ টি হস্তশিল্প বিক্রয় কেন্দ্র।

 

তাঁর বক্তব্যের কিছু অংশঃ

আজ এখান থেকে শুরু জঙ্গলমহল উৎসবের; বিভিন্ন উপজাতির নাচ, লোকসঙ্গীত হবে এই উৎসবে

জঙ্গলমহলের ৪৫০০০ ছেলেমেয়েরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে, এরাই ভারতবর্ষ গড়বে

আমরা প্রত্যেকটি থানাকে নিজেদের এলাকায় ক্রীড়া প্রতিযোগিতা করার জন্য ১ লক্ষ টাকা দিচ্ছি

ধর্মের নাম ভোট চাওয়ার রাজনীতির বিরুদ্ধে সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানাচ্ছি

আমাদের সরকার সাধারণ মানুষের জন্য কন্যাশ্রী, শিক্ষাশ্রী, যুবশ্রী, সবুজশ্রী ও সবুজ সাথী সহ বিভিন্ন পরিষেবা চালু করেছে

যে ৫৫৩ জন আজ পুরস্কৃত হয়েছেন তাদের সরকারি চাকরি দেওয়া হবে

পয়লা বৈশাখ থেকে কালিম্পং, আসানসোল ও ঝাড়গ্রাম নতুন জেলা হবে

 

Bengal gets its longest free Wi-Fi-enabled road

Bengal’s longest free WiFi-enabled road was inaugurated today. Free WiFi will be available over the entire stretch on Biswa Bangla Sarani, between its intersection with Eastern Metropolitan bypass on one side and VIP Road on the other via New Town covering a distance of 13.5km.

The inaugural programme was held at Nabadiganta Industrial Township Authority (NTIA) where the State Urban Development Minister did the honours. The step has been taken to facilitate IT professionals.

Free WiFi will also be available on Ring road. So long this facility was available from VIP Road — Biswa Bangla Sarani intersection till Technopolis more.

The facility will be extended till EM bypass on Tuesday. WiFi for the first half an hour will be free of cost and subsequently, the service will require one to pay. Free WiFi connection will help Airport-bound professionals taking Biswa Bangla Sarani.

The thoroughfare is used by hundreds of IT professionals from their homes to their working place. The facility will help them along with students going to different educational institutions in New Town.

 

বাংলার দীর্ঘতম WiFi যুক্ত সড়ক হল বিশ্ব বাংলা সরণি

আজ উদ্বোধন করা হল বাংলার দীর্ঘতম WiFi যুক্ত সড়কের। এই পরিষেবা পাওয়া যাবে পুরো বিশ্ববঙ্গ সরণি জুড়ে। একদিকে ই এম বাইপাসের সংযোগস্থল থেকে অন্যদিকে নিউ টাউন হয়ে ভিআইপি রোডের সংযোগস্থল পর্যন্ত মোট ১৩.৫ কিঃ মিঃ রাস্তাজুড়েই মিলবে এই পরিষেবা।

আজ নবদিগন্ত ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ আধিকারিক ভবনে এই পরিষেবার উদ্বোধন করলেন রাজ্যের নগরোন্নয়ন মন্ত্রী।

রিং রোডেও এই পরিষেবা পাওয়া যাবে। এতদিন পর্যন্ত এই WiFi পরিষেবা শুধুমাত্র ভিআইপি রোড ও বিশ্ববঙ্গ সরণির সংযোগস্থল থেকে টেকনোপলিস পর্যন্ত পাওয়া যেত। আজ থেকে ই এম বাইপাস পর্যন্ত বাড়ানো হল।

প্রথম আধ ঘণ্টা এই পরিষেবা বিনামুল্যে পাওয়া যাবে WiFi। এই পরিষেবার মাধ্যমে বিশ্ববঙ্গ সরণি থেকে বিমানবন্দরগামী রাস্তায় যে তথ্যপ্রযুক্তি কোম্পানি গুলি আছে সেখানে কর্মরত পেশাদারদের সাহায্য হবে। এছাড়াও নিউটাউনের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদেরও সাহায্য হবে।

Bengal Safari Park to roll out Tiger Safari soon

Bengal Safari Park in north Bengal will soon roll out the much-awaited Royal Bengal Tiger safari by the end of January. Two Royal Bengal tigers brought from Odisha have already arrived at the park.

Two tigers – a male and a female – are being kept in isolation for at least three weeks before being put inside the enclosure and put up for public viewing. Park authorities have already constructed a tiger enclosure over 20 hectares.

The park is the biggest jungle safari in the state and is fast emerging as a major tourist attraction. The park is spread over 297 hectares of natural forest land consisting of sal and other trees. The park will have four large safaris like mixed herbivore safari (91 ha) and tiger safari (20 ha).

The mixed herbivore safari is already doing brisk business while the tiger safari would add to the attraction. Visitors are taken to these safaris in specially designed vehicles.

Lesser cats, fresh water crocodile and gharial and representative birds of North Bengal are displayed in large enclosures in the park here.

Night shelters, pavilions and gardens will be created for the tigers. Artificial hills and streams will also be created to give the park a completely natural look. Visitors would be able to watch tigers from a separate enclosure. A hospital for injured tigers is almost ready too.

 

উত্তরবঙ্গের ‘বেঙ্গল সাফারি পার্কে’ চালু হতে চলেছে ‘টাইগার সাফারি’

উত্তরবঙ্গের ‘বেঙ্গল সাফারি পার্কে’ খুব শিগগিরি চালু হতে চলেছে ‘টাইগার সাফারি’; জানুয়ারী মাসের শেষেই এর উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উড়িষ্যা থেকে দুটি রয়াল বেঙ্গল টাইগার হয়েছে এই সাফারি পার্কে।

লোকসমক্ষে আনার আগে বাঘ দুটিকে তিন সপ্তাহ ‘আইসোলেশনে’ রাখা হবে। এর জন্য একটি ২০ হেক্টরের ‘টাইগার এনক্লোজার’ বানানো হয়েছে।

এই পার্কটি রাজ্যের সবচেয়ে বড় জঙ্গল সাফারি পার্ক। পর্যটন কেন্দ্র হিসেবে খ্যাতিও অর্জন করেছে বেঙ্গল সাফারি পার্ক। ২৯৭ হেক্টরের এই পার্কটি তৈরী হয়েছে প্রাকৃতিক জঙ্গলেই। টাইগার সাফারি ছাড়াও এই পার্কে থাকছে তৃণভোজী প্রাণীর সাফারি। বিশেষ গাড়ি করে এই সাফারিতে নিয়ে যাওয়া হয় পর্যটকদের।

বাঘ ছাড়াও এখানে রয়েছে অন্যান্য বিড়াল প্রজাতির পশু, কুমির, ঘড়িয়াল ও নানা প্রজাতির পাখি। তৈরী হচ্ছে বাঘেদের জন্য নাইট শেল্টার। কৃত্তিম পাহাড় ও ঝর্ণা তৈরী করার পরিকল্পনাও রয়েছে। বিশেষ ‘এনক্লোজার’ থেকে বাঘ দেখতে পারবেন পর্যটকরা।

Bengal gets Rs 700 crore investment in Haldia

One the second day of the New Year Bengal received an investment to the tune of Rs 700 crore from Exide industries. Bengal Chief Minister Mamata Banrjee today inaugurated India’s first punch-grid storage battery plant at Haldia. She also inaugurated an IT Park at Haldia.

Speaking on the occasion, the Chief Minister said, “In Bengal no mandays are lost due to bandhs now. We have a new policy for industry. We have a land bank, land map.” She said that a new international convention centre will come up at Digha.

Highlighting the woes of demonetisation, the CM added: “The industrial scenario in the country has worsened in the last 2 months. The MSME sector is going through turmoil. Even in America, economy is only 40% cashless. In India, 92% rural areas have no banks.”

She said in a democracy the government is of the people, by the people and for the people.

 

হলদিয়ায় ৭০০ কোটি টাকা বিনিয়োগ করছে এক্সাইড 

ইংরেজি নববর্ষের দ্বিতীয় দিনে বাংলার জন্য সুখবর। হলদিয়াতে ৭০০ কোটি টাকা বিনিয়োগ করছে এক্সাইড। ভারতের প্রথম পাঞ্চ-গ্রিড স্টোরেজ ব্যাটারি প্লান্টের আজ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি একটি তথ্যপ্রযুক্তি পার্কের উদ্বোধনও করেন।

মুখ্যমন্ত্রী বলেন যে রাজ্যে এখন বনধের কারণে শ্রম দিবস নষ্ট হয়না। রাজ্য সরকার নতুন শিল্প নীতি তৈরী করছে। ল্যান্ড ব্যাঙ্ক, ল্যান্ড ম্যাপও তৈরী করা হয়েছে। তিনি জানান দিঘায় একটি আন্তর্জাতিক কনভেনশন সেন্টার তৈরী হবে।

নোট বাতিলের ফলে দেশের মানুষের কষ্টের কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, দেশের শিল্প ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পে টালমাটাল অবস্থা। আমেরিকাতেও ৪০% অর্থনীতি মাত্র নগদহীন। ভারতের ৯২% গ্রামাঞ্চলে ব্যাংক পরিষেবা পৌঁছায়নি।

তিনি আরও বলেন যে গণতন্ত্রে সরকার মানুষের প্রতি দায়বদ্ধ।

Mamata Banerjee inaugurates Bengal Information Technology Park at Haldia

Bengal Chief Minister Mamata Banerjee today inaugurated the ‘Bengal Information Technology Park’ at Haldia. This is a project to facilitate IT industry by providing ‘plug and play’ facilities. 24X7 quality power supply, security and support services will also be provided.

The Bengal Government will open seven Information Technology parks in the state by 2017, the state IT minister had earlier said. He had said that three hardware parks were coming up in the state, besides setting up of an institute of data sciences and a cyber security centre of excellence for protection of data.

The Bengal Government is also keen on a start-up action plan, which will be targeted at the young population in the state.

 

হলদিয়ায় ‘বাংলা তথ্যপ্রযুক্তি পার্ক’ এর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

আজ হলদিয়ায় ‘বাংলা তথ্যপ্রযুক্তি পার্ক’ এর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তথ্যপ্রযুক্তি শিল্পের সহায়তার জন্য এই প্রকল্পে থাকছে প্লাগ এন্ড প্লে সুবিধা। এছাড়াও থাকছে ২৪X৭ উন্নতমানের বিদ্যুৎ সরবরাহ, নিরাপত্তা ও সহায়ক পরিষেবা।

তথ্য ও প্রযুক্তি মন্ত্রী এর আগে জানিয়েছেন যে ২০১৭র মধ্যে সাতটি তথ্যপ্রযুক্তি কেন্দ্র এই রাজ্যে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। মন্ত্রী আরও বলেন, তিনটি হার্ডওয়্যার কেন্দ্র গড়ে তলা হচ্ছে পাশাপাশি একটি প্রতিষ্ঠান গড়ে তলা হবে যেখানে ডেটাসায়েন্স ও সাইবার সিকিউরিটির প্রশিক্ষণ দেওয়া হবে।

রাজ্য সরকার যুবক যুবতীদের কথা মাথায় রেখে কিছু কর্মসূচী গ্রহন করতে চলেছে।

 

KMC to organise dengue awareness rally on Jan 7

Kolkata Municipal Corporation will organise a rally on January 7 to create awareness against dengue. This is a part of a year-long programme organised by the KMC.

This is for first time in KMC’s history when awareness campaign against dengue is being launched during winter.

The Mayor of Kolkata, Municipal Affairs minister and other MPs and MLAs along with celebrities will take part in the walk which will start from KMC headquarters on SN Banerjee Road. Invitation has been sent to people from all walks of life to take part in the awareness campaign against the dreadful disease.

Rallies will be held in all the 144 wards under KMC on that day. The Councillors will organise the rallies in their respective areas. There will be banners and posters to create awareness among the people.

KMC used to launch anti-dengue drive and campaign after the monsoon season which was considered to be the ideal breeding season for dengue bearing mosquitoes. But as the situation has changed, KMC has taken up a year-long programme to control the spread of the disease.

Dengue clinics have been set up in different parts of the city and civic health workers are visiting flats and individual houses to check underground reservoirs and overhead tanks and steps had been taken in case dengue larvae were found there.

Residents have been asked to clean the containers where water is stored at least once a week along with flower pots and vases. KMC is successful in bringing down the number of dengue cases in the areas under its jurisdiction drastically.

 

ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির জন্য ৭ই জানুয়ারী মিছিল করবে কলকাতা পুরসভা

ডেঙ্গুর বিরুদ্ধে সচেতনতা তৈরি করতে ৭ জানুয়ারি এক মিছিলের আয়োজন করবে এই কলকাতা পৌরসংস্থা।  এটি কলকাতা পুরসভা আয়োজিত বছরব্যাপী কর্মসূচির একটি অংশ।

এই প্রথমবার শীতকালে ডেঙ্গুর বিরুদ্ধে সচেতনতামূলক প্রচার করবে পুরসভা যা পুরসভার ইতিহাসে আগে কখনো হয়নি।

কলকাতার মেয়র, অন্যান্য সাংসদ, বিধায়ক এবং সেলিব্রিটিরা অংশ নেবে এই কর্মসূচিতে। এটি শুরু হবে এস এন ব্যানার্জি রোডে পুরসভার কার্যালয় থেকে। সব স্তরের মানুষকে এই সচেতনতামূলক কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

ওইদিন কলকাতার ১৪৪ টি ওয়ার্ডে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। কাউন্সিলররা তাদের নিজেদের এলাকায় সমাবেশের আয়োজন করবে। সেখানে ব্যানার ও পোস্টারের মাধ্যমে মানুষের মধ্যে সচেতনতা তৈরি হবে।

সাধারণত বর্ষাকালে কলকাতা পুরসভা এই সচেতনতা মূলক প্রচারের আয়োজন করে যেহেতু বর্ষাকাল এসবের প্রকোপ বেড়ে যায়। কিন্তু পরিস্থিতি বদলে গেছে, কলকাতা পৌরসংস্থা তাই বছরব্যাপী এই সচেতনতা কর্মসূচির পরিকল্পনা গ্রহণ করেছে।

Bengal ready with ‘homestay policy’ for tourism

Bengal Government is ready with the new homestay policy and it is ready to be placed in next state Cabinet meeting, state Tourism minister said.

The idea was conceptualised by Chief Minister Mamata Banerjee while she was travelling in North Bengal. She instructed the state Tourism department to frame the policy as soon as possible.

“The Homestay permits tourists to board and lodge with local residents and get an instant feel of the society and culture there. This gives a chance for the residents to have a mean of livelihood as well,” the minister said.

“The intention is to spread the homestay culture in Bengal only for a growing footfall of foreign tourists,” the minister added.

The families involved in the homestay would be brought under Bread & Breakfast Scheme, which will help them by having a tie-up with Incredible India. Also, plans are going on to start community development and organic farming in places – Darjeeling, Lamahata, Purulia, Bankura, Mandarmoni and in many other places.

 

পর্যটনের বিকাশের জন্য নয়া ‘হোম স্টে নীতি’ তৈরী রাজ্যের

বাংলাকে পর্যটকদের কাছে আরও জনপ্রিয় করতে নতুন পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। রাজ্য মন্ত্রিসভায় শীঘ্রই পেশ করা হবে নতুন ‘হোম স্টে নীতি’ জানালেন রাজ্যের পর্যটন মন্ত্রী।

নতুন ‘হোম স্টে’ নীতি তৈরির ভাবনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। উত্তরবঙ্গ পরিদর্শনে গিয়ে মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্ত নেন এবং পর্যটন দপ্তরকে দ্রুত এই কাজ বাস্তবায়নের নির্দেশ দেন।

মন্ত্রী জানান, পর্যটকদের আকর্ষণের উদ্দেশ্যেই বাংলায় এই হোম স্টে কালচার আনার পরিকল্পনা করা হয়েছে। এর ফলে পর্যটকরা এই এলাকার সংস্কৃতি সম্পর্কে যেমন অবগত হবেন তেমনই বেশ কিছু কর্মসংস্থানও তৈরি হবে এর ফলে।

ইতোমধ্যেই দার্জিলিং ও ডুয়ার্সের পাহাড়ের প্রত্যন্ত এলাকাগুলিতে ‘হোম স্টে’ পর্যটকদের কাছে ভীষণ ভাবে জনপ্রিয় হয়ে উঠেছে৷

দার্জিলিং, লামাহাটা, পুরুলিয়া, বাঁকুড়া, মন্দারমনি এবং অনেক অন্যান্য স্থানে – হোম স্টে ফেসিলিটির সঙ্গে জৈব চাষের ক্ষেত্রেও জোর দেওয়া হবে। অরগ্যানিক ফুড হবে আরেকটি আকর্ষণ৷

My life has been one of struggle. I’m not afraid of them: Mamata Banerjee, throwing down the gauntlet to the BJP

A day before the 50-day deadline for depositing demonetised Rs 500 and Rs 1,000 currency notes is due, Bengal Chief Minister Mamata Banerjee hit out strongly at this anti-poor policy of the Prime Minister.

She said that the “country went through a tumultuous situation” as a result of demonetisation yet the Prime Minister “has not been able to” “bring back black money” that he had promised.

“Poor people are suffering because the Centre wanted to help 50 families”, she said, referring to certain high-profile people who are alleged to have put their black money in foreign accounts. “This is an anti-poor Government”.

Mamata Banerjee thanked the President “for his comments on intolerance” as a “regime of fear has been created in the country”.

She also castigated the BJP’s using the state broadcaster for its own ends, saying “Doordarshan has become Modidarshan”.

Mamata Banerjee said that because of the wrong polices and wrong decisions of the BJP-led Central Government, “the country is not safe under this Government”.

She outlined in brief the widespread ill-effect that demonetisation has had on the economy of the country: “Recession has set in. Farmers are suffering. The unorganised sector is in crisis. The revenues of States have shrunk by 25%”.

She reiterated that she and her party “will fight for the people”. She prophesied the victory of people power: “Ultimately this Government will lose and the people will win”.

The Chief Minister also criticised the Reserve Bank of India (RBI) for “not disclosing how much money it has released to which State”.

She lambasted the BJP for conducting a politics of vendetta by “targeting everyone who are speaking against them”. As an example, she said: “They have raided Arvind Kejriwal’s officer. Even today they carried out raids in Delhi”.

She also reminded the people about the BJP patriarch Atal Bihari Vajpayee asking “Modi to follow Raj Dharma after the Gujarat riots”.

Mamata Banerjee further pointed out the complete lack of sympathy that the Central Government has had for the sufferings it has brought on to the people: “111 people have lost their lives. How many BJP leaders have visited their houses?”

Further, the BJP’s “political vindictiveness can boomerang on them“ as “they are in power today but tomorrow they will not be”.

She exhorted the people of the country to teach the BJP a lesson by “defeating them in UP, Punjab, Uttarakhand and wherever else elections are going to be held”.

Mamata Banerjee also questioned the Centre’s asking “a State (Bengal) to foot the bill” for its sending the CRPF to the State.

Mamata Banerjee though said that she is “not afraid of them” as her “life has been one of struggle”; she does not mind to put up a further struggle.

The Chief Minister ender her press conference by making an announcement that is sure to bring a smile to the faces of State Government employees: “The West Bengal Government will give 10% DA (dearness allowance) to employees in January”.

 

আমি জীবনে অনেক লড়াই করেছি, লড়াইকে আমি ভয় পাই নাঃ মমতা বন্দ্যোপাধ্যায়

নোট বাতিলের পঞ্চাশ দিন পূর্তিতে মোদি সরকারকে গরীব বিরোধী সরকার বলে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

তিনি বলেন প্রধানমন্ত্রীর ঘোষণার যে উদ্দেশ্য ছিল, তা ব্যর্থ হয়েছে। উনি বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে আনতে পারেননি।

তিনি ৫০ জন ধনীর জন্য ১১০ কোটি ভারতবাসীর দুর্দশার কারণ হয়েছেন। দেশের নিরাপত্তা বিক্রি করে দেওয়া হয়েছে। হাই প্রোফাইল লোকেরা যারা নিজেদের কালো টাকা বিদেশে রেখেছেন তাদের উদ্দেশ্যে তিনি বলেন ‘এই সরকার গরীব মানুষের বিরোধী”।

দেশের মানুষকে আজ ভয় দেখানো হচ্ছে, অসহিষ্ণুতার প্রতি রাষ্ট্রপতির মন্তব্যের জন্য তাঁকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী।

বিজেপির সমালোচনা করে তিনি বলেন, “দূরদর্শন এখন মোদীদর্শন হয়ে গেছে”।

তিনি আরও বলেন বিজেপি পরিচালিত সরকাররের ভুল নীতি ও সিদ্ধান্তের কথা  ফলে দেশ আজ চরম বিপদের সম্মুখীন। এই সরকারের অধীনে দেশ সুরক্ষিত নয়।

নোট বদলের জন্য দেশে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তার পরিপ্রেক্ষিতে এদিন  জাতীয় সরকার গড়ার ডাক দেন মুখ্যমন্ত্রী।

তিনি বলেন, নোট বাতিল দেশের অর্থনীতির ওপর গভীর প্রভাব ফেলেছে। অর্থনৈতিক মন্দা তৈরি হয়েছে। কৃষকরা ভুগছে। অসংগঠিত সংস্থাগুলো সংকটে। রাজ্যের অ্যায় ২৫ শতাংশ কমে গেছে। দেশে একটা সমান্তরাল অর্থীনীতি চালানোর চেষ্টা চলছে। সেই অর্থনীতিতে জনতার সর্বনাশ হবে। আগে ব্যাঙ্ক ছিল ন্যাশনালাইজড, এখন হয়েছে ডিমরালাইজড।

তিনি মানুষের জন্য লড়াই চালিয়ে যাবেন এবং শেষ পর্যন্ত সরকার হারবে আর সাধারণ মানুষের জয় হবে। যারা ওদের বিরোধিতা করছে ওরা তাদের পেছনে এজেন্সি লাগিয়ে দিচ্ছে। উদাহরণস্বরূপ তিনি বলেন,  কয়েকদিন আগেই কেজরিওয়ালের অফিসে রেড করেছে ওরা।

মুখ্যমন্ত্রী দুঃখ প্রকাশ করে বলেন, কেন্দ্রীয় সরকারের নোট বাতিলের এই ড্রাকোনিয়ান সিদ্ধান্তের ফলে ১১১ জন মানুষ প্রাণ হারিয়েছেন। তাদের কত জনের বাড়িতে গেছেন বিজেপি নেতারা এই প্রশ্নও তোলেন মুখ্যমন্ত্রী।

বিজেপির এই প্রতিহিংসামূলক রাজনীতি বুমেরাং হয়ে তাদের কাছে ফিরে যেতে পারে কোনদিন। আজ তারা ক্ষমতায় আছে কিন্তু আগামীকাল নাও থাকতে পারে। জনসাধারণের কাছে আসন্ন উত্তরপ্রদেশ, পাঞ্জাব ও উত্তরাখণ্ডের নির্বাচনে বিজেপিকে পরাজিত করে তাদের উচিত শিক্ষা দেওয়ার আবেদন জানান তিনি।

তিনি বলেন লড়াই করতে তিনি ভয় পান না এর আগেও তিনি অনেক সংগ্রাম করেছেন। নতুন সংগ্রামের জন্যও তিনি প্রস্তুত।

সাংবাদিক বৈঠকের শেষে তিনি জানান, আগামী ১ জানুয়ারি থেকে রাজ্য সরকারী কর্মীদের ১০ শতাংশ মহার্ঘ্য ভাতা (ডি এ) দেওয়া হবে।

 

 

 

 

 

 

The service and the attitude of Government hospitals are still the best: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee inaugurated the Swasthya Sathi Scheme at the Netaji Indoor Stadium today. This is a novel effort by the State Government to benefit 45 lakh families of State Government employees across the State.

The Chief Minister also felicitated health officials including doctors and nurses with Swasthya Samman.

Hospital superintendents and block medical officers (BMOs) of 20 hospitals across the State were felicitated for their contributions. Twenty doctors and 50 nurses from across the State were also awarded.

The awardees were chosen by a special committee under the Health Department that had been tracking the performances all through the year.

 

Salient points of Mamata Banerjee’s address to doctors, nurses and other health professionals during the inauguration ceremony at Netaji Indoor Stadium:

  • Your world is a big world. Healthcare implies care for humanity, it is not about commerce.
  • People compare doctors to god, they are the last resort during times of need.
  • Behaviour towards people is more important than just prescribing medicine; it is more important to stand beside the people.
  • All doctors, nurses, health workers, ICDS workers and ASHA workers have been rewarded today.
  • We are all connected to one another, so we need to help each other.
  • 45 lakh families have been brought under the Swasthya Sathi Scheme.
  • 14,000 doctors and nurses have been recruited, 7,000 more are going to be recruited.
  • Besides Government hospitals, about 500 private hospitals have been notified under the Swasthya Sathi Scheme.
  • Government employees would get medical benefits to the tune of Rs 1.5 to 5 lakh in Government and private hospitals.
  • We have started the Mabhoi Scheme for media professionals.
  • Of the 42 super-speciality hospitals, 32 are already up and running.
  • Medical seats have increased by 1345, to a total of 3100, in just 6 years of Trinamool Congress Government.
  • We have set up SNCUs, SNSUs, Mother and Child Hubs and a Medical Recruitment Board.
  • We have set up 57 ICCU units in district hospitals, including in Digha and Bakkhali, because these are tourist hotspots.
  • Remote regions like the Sundarbans have been brought under the ambit of the State’s healthcare services.
  • Special attention is being paid towards childbirth-related services in hospitals.
  • People need to reach out to other people; only by helping others around us can we lead a good life.
  • Infant deaths have reduced from 32% to 28%.
  • All doctors, nurses, and ICDS and ASHA workers of the State have played a big role in these progresses.
  • Five more nursing colleges are going to be started soon.
  • We have made a plan for retired doctors, to enable them to give two hours of their time daily to serve at Government hospitals.
  • The service and the attitude of Government hospitals are still the best.
  • Of course, we all have to be careful to guard against negligence.
  • The media also needs to be careful to not indulge in negative reporting; the positives also have to be reported by the media.
  • The media should do field surveys before reporting, to see for themselves what the matter is.
  • Certain incidents are being reported for the last 15 days all over the social media, when nothing significant has happened.
  • We are the only State which provides all manner of humanitarian help to the people.
  • But we do less of self-preaching and more of real work.
  • Whether for an accident or for a shop or house damaged or for anything else, we reach out to help without anyone reminding us to do so.
  • We are not a Government that makes decisions solely for political reasons.
  • We are forced to give away Rs 40,000 crore from our revenue to the Central Government for servicing debt.
  • If we had not had to pay this amount, then we could have shown what our Government could really do for Bengal.
  • Yet we have still done a lot – 20 Mother and Child Hubs, eight medical colleges, 42 super-speciality hospitals, fair price medicine shops and fair price diagnostic centres.
  • We have also set up 300 sick newborn stabilisation units (SNSUs), 60 sick newborn care units (SNCUs), intensive cardiac care units (ICCUs), intensive therapy units (ITUs), etc.
  • We provide free treatment to the people, even for costly procedures like kidney transplants.
  • People are getting concessions of 47% to 70% at fair price medicine shops and fair price diagnostic centres.
  • These services are being provided despite the Centre having increased by a big amount the prices of life-saving drugs for diabetes, cancer, etc.
  • We reimburse even those who have had themselves treated at private hospitals.
    Swasthya Sathi Scheme: Treatments worth up to Rs 1.75 lakh per year to be covered
    Swasthya Sathi Scheme: For a few specific diseases, treatments worth up to Rs 5 lakh per year to be covered.
    Swasthya Sathi Scheme: More than 1,900 diseases have been covered under the scheme, to be paid for in full if treated at any of the notified Government or private hospitals.
  • Swasthya Sathi Scheme: All aspects of treatment like medicines, diagnostic tests, food, etc. would be free of cost at the notified hospitals.
  • Swasthya Sathi Scheme: While being released from hospitals, a patient would get Rs 200 to cover travel costs.
  • Swasthya Sathi Scheme: Medicines required for the day before being admitted to hospital and for five days after release would be given free of cost.
  • This medical insurance would be renewed by the State Government every year; we will see to that.
  • People are suffering so much after demonetisation, people can’t pay for their basic needs.
  • Despite the limit of Rs 24,000 for withdrawals in cash from banks, banks are not being able to give it because of a shortage of supply.
  • People are not getting paid under the 100 Days’ Scheme, Gitanjali Housing Scheme, etc. in cash despite the sanction of the State Government because banks are not being able to provide the cash.
  • Rice and pulses at Rs 2 per kg under Khadya Sathi Scheme and free treatment – these schemes of the State Government have been of big help to the people during these trying times.
  • Scholarships are given under Kanyashree and Shikshashree Schemes, and are also being given to minority-community students.
  • We are also giving shoes for primary school students, as well as nutritious food for them.
  • Food, health, education – the State Government is looking after all these, and hence providing relief from mental tension.
  • Roti, kapda, makan – these are the basic needs of the people, and we have looked well after these needs.
  • The Government has to look beyond commercial needs, it has to look towards fulfilling social needs.
  • The responsibility of a democratic Government like ours is towards the people, while that of a dictatorial Government is only towards itself.
  • We can all make mistakes to some extent; even Netaji had said about the right to make mistakes.
  • May the New Year bring the best of everything to all of you.

স্বাস্থ্যসাথী প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

রাজ্য সরকারের সমস্ত দপ্তরে চুক্তিভিত্তিক, অস্থায়ী, দৈনিক মজুরি আয়ের কর্মী এবং তাঁদের পরিবারের জন্য স্বাস্থ্য সুরক্ষা প্রকল্প চালু করল রাজ্য সরকার। প্রকল্পের নাম ‘‌স্বাস্থ্যসাথী প্রকল্প’। আজ নেতাজি ইনডোর স্টেডিয়ামে এই প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ‘‌স্বাস্থ্যসাথী প্রকল্প’–‌এর আওতায় আসবেন স্বনির্ভর গোষ্ঠী, আশা ও  অঙ্গনওয়াড়ির কর্মীদের মতো অস্থায়ী কর্মীরা। শুক্রবার এই প্রকল্পের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, এই প্রকল্পে ৪৫ লক্ষের বেশি পরিবারের ৩ কোটি মানুষ উপকৃত হবেন। এই প্রকল্পের আওতায় যাঁরা আসবেন, তাঁদের প্রত্যেককেই দেওয়া হবে সচিত্র স্মার্ট কার্ড।

 

স্বাস্থ্যসাথী প্রকল্প

  • ‌ প্রথমত এই প্রকল্পের আওতায় কর্মীরা ও তাঁদের পরিবারের সমস্ত সদস্য অন্তর্ভুক্ত হবেন।
  • এই প্রকল্পের সমস্ত চিকিৎসা খরচ রাজ্য সরকার বহন করবে।
  • প্রতি বছর চিকিৎসার জন্য ১ লক্ষ ৫০ হাজার টাকা পর্যন্ত দেওয়া হবে।
  • কিছু বিশেষ অসুখের ক্ষেত্রে ৫ লক্ষ টাকা পর্যন্ত পাওয়া যাবে।
  • জেলায় এবং রাজ্যের যে কোনও নথিভুক্ত হাসপাতালে যাঁরা ভর্তি হবেন, তাঁরা ১৯০০–র বেশি ধরনের রোগের চিকিৎসা পাবেন।
  • ‌ এই ঘোষণার আগে থেকে কেউ অসুস্থ থাকলে তিনিও ওই স্বাস্থ্য প্রকল্পের আওতায় আসবেন।
  • হাসপাতালে ভর্তি থাকার সময় হওয়া পরীক্ষা, চিকিৎসার প্রয়োজনীয় সরঞ্জাম, ওষুধ এবং খাবারের খরচ দেবে সরকার।
  • হাসপাতালে ভর্তির একদিন আগে এবং হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরের পাঁচদিনের ওষুধও তাঁরা পাবেন।
  • ‌ হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর বাড়ি ফেরার জন্য গাড়ি ভাড়া বাবদ তাঁদের ২০০ টাকা দেওয়া হবে।
  • ‌ নবজাতকেরাও এই প্রকল্পের আওতায় আসবে।
  • এই বিমার সুযোগ–‌সুবিধা পাবেন স্বামী–স্ত্রী, বাবা–‌মা, এবং কর্মীদের ১৮ বছর পর্যন্ত বয়সি সন্তানেরা।
  • বিমার মেয়াদ কাল ১ বছর। প্রতিবছর নবীকরণ করতে হবে।
  • প্রয়োজনে বেসরকারি হাসপাতাল থেকে এই প্রকল্পের নিয়ম অনুযায়ী চিকিৎসা করানো যাবে।
  • ‌ এই নম্বরে ফোন করলে বিশদ জানা যাবে–‌১৮০০৩৪৫৫৩৮৪
  • জেলা অফিস, বিভিন্ন মিউনিসিপ্যালিটির অফিস, ব্লক অফিস ও জেলার নির্দিষ্ট কিয়স্কে গিয়েও যোগাযোগ করে জানা যাবে। এছাড়া swasthyasathi.wbhealth.gov.in–‌এ বিস্তারিত তথ্য রয়েছে।

 

চিকিৎসা শাস্ত্রে বিশেষ অবদানের জন্য এদিন বিশিষ্ট চিকিৎসকদের স্বাস্থ্য সম্মান দেন মুখ্যমন্ত্রী। এছাড়া স্মারক তুলে দেওয়া হয়েছে বিভিন্ন জেলার চিকিৎসক, নার্স , স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে। ৫০,০০০ টাকা করে নগদ পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা করা হয় চিকিৎসকদের, আর নার্সদের ২৫ হাজার টাকা দেওয়া হবে। এদিন মুখ্যমন্ত্রী এসএসকেএম হাসপাতালের পাশে বিবেকানন্দ উদ্যানের উদ্বোধন করেন।

মুখ্যমন্ত্রী বলেন, “‌আজ রাজ্য সরকারের পরিবারের বিশেষ দিন। এই চিকিৎসক নার্স–‌সহ সকলেই এঁরা নিজ নিজ ক্ষেত্রে অসাধারণ কাজ করে চলেছেন। চিকিৎসকদের কাছে মানুষ যান‌ সেবা পেতে। তাই চিকিৎসকদের উচিত রোগী ও তার পরিবারের সঙ্গে ভালো আচরণ করা”।

তিনি আরও জানান,  মিডিয়ার জন্য মাভৈ স্বাস্থ্য প্রকল্প চালু হয়েছে। চার বছরে ৩১০০ চিকিৎসকের পদ তৈরি হয়েছে। ১৪ হাজার নার্স নেওয়া হয়েছে। ৫৭টা ইন্সেনটিভ কেয়ার ইউনিট কাজ করছে বিভিন্ন ব্লকে। ৩২টি মাল্টিসুপার হাসপাতাল ও ৮টা মেডিক্যাল কলেজ তৈরি হয়েছে।  করেছি । প্রসূতি হাসপাতাল ৯২ শতাংশ হয়ে গেছে। ১০০ শতাংশে নিয়ে যাওয়ার টার্গেট রয়েছে। সুন্দরবনের  আর্থ–সামাজিক অবস্থার পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে নানান ধরনের পরিকল্পনা‌ হাতে নিয়েছে রাজ্য সরকার। তিনি বলেন, যখন ক্ষমতায় এসেছিলাম তখন শিশুমৃত্যুর হার ৩২ শতাংশ, এখন  তা ২৮ শতাংশ হয়েছে। ‌‌‌‌‌‌‌‌‌