More initiatives towards advanced healthcare in Bengal

On the sidelines of Khadya Sathi Dibas celebrations and the police investiture ceremony at Red Road today, Bengal Chief Minister Mamata Banerjee inaugurated several healthcare initiatives that opened new frontiers in the sector in the State.

The Chief Minister inaugurated two Mother and Child Care Hubs – a 126-bedded one at Medical College and Hospital in Kolkata and a 170-bedded one at Bankura Sammilani Medical College and Hospital, the 500-bedded MR Bangur Multi Super-Specialty Hospital in Kolkata, 14 state-of-the art operation theatres and a renovated Ramrikdas Harlalka Hospital in Kolkata, with 100 beds for neurological treatment.

Under the leadership of Mamata Banerjee, healthcare in Government hospitals in Bengal has become more accessible and advanced. Beds and medicines are free at the hospitals and health centres. Infant mortality rate in the State has come down to 26 while institutional delivery has risen to 90%. There has been considerable increase in the number of medical seats in the State, and nine more medical colleges are on the anvil.

 

বাংলায় উন্নততর স্বাস্থ্য পরিষেবা প্রদানের লক্ষ্যে বেশ কিছু পদক্ষেপ

খাদ্য সাথী দিবস ও পুলিশ অলঙ্করণ দিবসের সূচনার পাশাপাশি আজ রেড রোডে উন্নততর স্বাস্থ্য পরিষেবা প্রদানের লক্ষ্যে আরও কিছু পদক্ষেপ গ্রহণ করছে রাজ্য সরকার।

আজ মুখ্যমন্ত্রী বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করবেন। সেগুলি হল – কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে ১২৬ শয্যা বিশিষ্ট মাদার ও চাইল্ড হাব, বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে ১৭০ শয্যা বিশিষ্ট মাদার ও চাইল্ড হাব, কলকাতায় ৫০০ শয্যা ও ১৪টি অত্যাধুনিক অপারেশন থিয়েটার সমৃদ্ধ এম.আর.বাঙ্গুর সুপার স্পেশালিটি হাসপাতাল ও স্নায়ুরোগ চিকিৎসার জন্য ১০০ শয্যার নবরূপে নির্মিত রামরিকদাস হরলালকা হাসপাতাল।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকারি হাসপাতালগুলির পরিষেবা আরও দ্রুত ও উন্নত হয়েছে। সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসার সুযোগ পাচ্ছেন সাধারণ মানুষ।

রাজ্যে শিশু মৃত্যুর হার কমে হয়েছে ২৬। রাজ্যে অনেকগুলি নতুন মেডিকেল কলেজ তৈরি হয়েছে এবং বেশ কিছু মেডিকেল কলেজের পুনঃসংস্করণ করা হয়েছে।

 

Bengal a model for the world in development: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee initiated Khadya Sathi Dibas and Police Investiture Ceremony today at a function on Red Road.

In this colourful programme, beneficiaries from across state who have received helps from departments like Food & Supplies, Health & Family Welfare, Women & Child Development & Social Welfare, Backward Classes Welfare, Forest, Sports, I&CA’s Development schemes marched at the event.

Tableaux of departments including like Food & Supplies, Health & Family Welfare, Women & Child Development & Social Welfare, Backward Classes Welfare, Forest, Sports, I&CA were attractions of today’s event. The Bengal Chief Minister also decorated State Police officers for their courage and gallantry on the line of duty.

Speaking on the occasion, the Chief Minister said that the development in Bengal is a model for the whole world. She said: “Over 8 crore people are getting rice at Rs 2/kilo in Bengal. Over 90% people in the State have got some direct govt benefit. The infant mortality rate of Bengal has fallen from 32 to 26 out of 1000 while the national average increased from 33 to 37. We have set up 307 SNSUs, 60 SNCUs, 13 Mother and Child Hubs, many HDUs. Institutional delivery is a major socio-economic parameter. It has increased from 65% to 90% in 5 years.”

The CM added: “We want the young generation of Bengal to stand on their own feet. It is our responsibility to highlight the talent of the State. We have ensured employment for contractual workers, ICDS/Asha workers. We have started health insurance scheme ‘Swasthya Sathi’ for 3 crore people. Healthcare is free at govt hospitals. We have initiated a new scheme ‘Sabuj Shree’ under which saplings will be given to families of all newborns.”

Despite financial problems, we are working for the people and will continue to do so in the future, Mamata Banerjee added.

 

 

বাংলার উন্নয়নের কর্মসূচি বিশ্বের কাছে একটি মডেল: মমতা বন্দ্যোপাধ্যায়

আজ রেড রোডে খাদ্য সাথী দিবস ও পুলিশ অলঙ্করণ দিবসের শুভ সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাহসিকতার জন্য এদিন পশ্চিমবঙ্গ পুলিশের অলংকরণও করেন তিনি।

এই অনুষ্ঠানে খাদ্য ও সরবরাহ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, পরিবহন, নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ, অনগ্রসর শ্রেণি কল্যাণ, বন, ক্রীড়া, তথ্য ও সংস্কৃতি বিভাগের উন্নয়নমূলক প্রকল্পগুলির উপভোক্তাদের শোভাযাত্রা এবং সুকন্যা প্রকল্পের ছাত্রীদের আত্মরক্ষার কলা-কৌশল প্রদর্শিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “রাজ্য সরকারের খাদ্য সাথী প্রকল্পের আওতায় বাংলার ৮ কোটি মানুষ ২ টাকা কেজি দরে চাল পাচ্ছেন।  এছাড়া ৯০% মানুষ আজ সরাসরি সরকারি পরিষেবা পাচ্ছেন। অস্থায়ী কর্মী, আই সি ডি এস/ আশার কর্মীদের চাকরি সুনিশ্চিত করেছে রাজ্য সরকার। স্বাস্ত্য সাথী প্রকল্পের আওতায় ৩ কোটি মানুষ সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পাচ্ছেন। ‘সবুজ শ্রী’ নতুন প্রকল্প চালু হয়েছে এর মাধ্যমে নবজাতকদের নামে একটি করে চারা গাছ দেওয়া হবে তাদের পরিবারের হাতে। ভবিষ্যৎ প্রজন্ম যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে সেজন্য রাজ্য সরকার সব রকম্ভাবে সচেষ্ট। রাজ্যের প্রতিভা তুলে ধরা আমাদের কর্তব্য”। 

মুখ্যমন্ত্রী জানান, “লোক প্রসার প্রকল্পের আওতায় ৮০ হাজার লোকশিল্পী আর্থিক সহায়তা পাচ্ছেন। আজ বাঙ্গুর সুপার স্পেশালিটি হাসপাতালের উদ্বোধন হল। অনেক মাদার ও চাইল্ড হাব তৈরি করা হচ্ছে। শিশু মৃত্যুর হার রাজ্যে হাজারে ৩২ থেকে কমে হয়েছে ২৬। ৩০৭ টি এস এন এস ইউ, ৬০টি এস এন সি ইউ, ১৩টি মাদার ও চাইল্ড হাব, অনেক এইচ ডি ইউ তৈরি হয়েছে। ইনস্টিটিউশনাল ডেলিভারি বিকাশের একটি মাপকাঠি। ৫ বছরে এর হার ৬৫% থেকে বৃদ্ধি পেয়ে ৯০% হয়েছে। সেফ ড্রাইভ সেভ লাইফ এর মাধ্যমে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা হয়েছে। মেয়েদের আত্মরক্ষার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে সুকন্যা প্রকল্পের মাধ্যমে”।

 

 

 

 

 

Bengal highlights Sharod Utsav at Republic Day parade

Bengal government’s theme for the tableau for this year’s Republic Day Parade in New Delhi was Sharod Utsav. The theme showcased how people from all communities in Bengal participate and rejoice during the biggest festival of the state, Durga Puja.

There was an idol of Goddesses Durga at one end of the tableau and artists from different areas starting from the hills to Sunderbans performing their traditional forms of dances to symbolise how each and everyone in the state turns to be the part of Sharod Utsav.

All the artists, who will be performing in the parade, are receiving the financial assistance of the state government under Lok Prashar Scheme. The state government provides financial assistance to 80,000 folk artists in the state that helped to revive many art forms which would have gone extinct.

Women dhakis mainly from North 24-Parganas played dhaks on the tableau. The rhythmic beat of dhaks is an integral part of Durga Puja. Traditional dancers from Darjeeling and folk dancers from Midnapore also performed on the tableau.

Bengal was awarded twice earlier for the being the best tableau in the Republic Day Parade. In 2014, the tableau that was based on the Chhau Dance of the state had won the prize and again in 2016, the state’s tableau was awarded the first prize.

 

দিল্লির প্রজাতন্ত্র দিবস কুচকাওয়াজে বাংলার থিম শারদ উ९সব

এবছর দিল্লির প্রজাতন্ত্র দিবসের প্যারেডে পশ্চিমবঙ্গের থিম ছিল শারদ উ९সব। দুর্গা পুজোয় সব সম্প্রদায়ের মানুষ অংশগ্রহণ করে তাই এবছর এই উ९সবকে থিম করা হয়েছে।

ট্যাবলোর শেষে ছিল একটি দুর্গা প্রতিমা আর সামনে পারফর্ম করেন বাংলার লোকশিল্পীরা।

যেসকল লোকশিল্পীরা প্যারেডে অংশগ্রহণ করেন তারা রাজ্য সরকারের লোকপ্রসার প্রকল্পের আওতায় আর্থিক সহায়তা পান। এই প্রকল্পের আওতায় রাজ্য সরকার প্রায় ৮০০০০ হাজার শিল্পীকে আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি তাদের সরকারি অনুষ্ঠানে পারফর্ম করার সুযোগও করে দেন।

এই ট্যাবলোতে উত্তর ২৪ পরগনা জেলার মহিলা ঢাকিরা অংশগ্রহণ করেন। দার্জিলিঙ ও পশ্চিম মেদিনীপুর সহ বিভিন্ন জেলার লোক শিল্পীরাও এখানে অংশগ্রহণ করেন।

এর আগে গত দুবার ২০১৪ ও ২০১৬ সালে প্রজাতন্ত্র দিবসে বাংলার ট্যাবলো পুরস্কার পেয়েছে। ২০১৪ সালে বাংলার থিম হয়েছিল ছৌ নাচ। ২০১৬ সালে বাংলার ট্যাবলো প্রথম পুরস্কার পেয়েছিল, থিম ছিল ‘বাংলার বাউল’।

 

International Kolkata Book Fair 2017 inaugurated

The International Kolkata Book Fair, the largest attended Book Fair in the world, is being held at Milan Mela, Kolkata, from January 25th, 2017 – February 5th, 2017, supported by the West Bengal Government.

The Focal Theme being Costa Rica this year, eminent Costa Rican litterateur Roxana Pinto López inaugurated this year’s edition.

With an average record footfall of 2.5 million year on year, International Kolkata Book fair is truly International in the sense of the term, as book lovers, authors, and publishers from across the globe look forward to participate, present, and share their literary skills with each other and any and everyone who is a patron of embellished letters.

 

শুরু হল ৪১তম আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলা

বইপ্রেমী বাঙ্গালির সারা বছরের অন্যতম মুখ্য আকর্ষণ বইমেলা। আজ থেকে মিলন মেলা প্রাঙ্গনে শুরু হল ৪১তম কলকাতা পুস্তক মেলা।

অন্যান্য বছরের মতো এবছরও বেশ কিছু পুস্তকের ভাণ্ডার নিয়ে পাঠকদের কাছে উপস্থিত থাকবেন স্বয়ং মুখ্যমন্ত্রী নিজেই। নোটবাতিলের ফলে মানুষের চরম দুর্গতির বিরুদ্ধে তিনি লিখেছেন “Note কথা’, ২০০৬ থেকে চলতে থাকা সিঙ্গুর আন্দোলন থেকে ৩১শে আগস্ট ঐতিহাসিক সিঙ্গুর রায়ের কথা লিখেছেন তার লেখা “সিঙ্গুর জয়ী” বইটিতে। কুতসার বিরুদ্ধে মানুষের রায়ে দ্বিতীয়বার সরকার গঠনের কথা আছে তার “মানুষের জয় ২০১৬” বইটিতে, সঙ্গে থাকছে একগুচ্ছ কবিতা সম্বলিত “ব্যাক্তিত্ব” নামক বইটি। এছাড়া আরও দুটি কবিতার বই প্রকাশিত হবে ‘নামাঞ্জলি- ২’ এবং ‘খুশবু’ (উর্দু ভাষার)।

এবারের বইমেলার থিম ‘কোস্তারিকা’। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট কোস্তারিকান সাহিত্যিক রোক্সানা পিন্তো লোপেজ। মেলা চলবে আগামী ৫ই ফেব্রুয়ারি পর্যন্ত।

 

HIDCO Inks MoU With South Korea’s Handong Global University

West Bengal Housing Infrastructure Development Corporation (HIDCO) has signed a MoU with Handong Global University of South Korea during the Bengal Global Business Summit for technical cooperation. The areas that will be covered under the MoU include green city, renewable energy, e-governance and start ups.

New Town is coming up as a green city. Around 40,000 saplings were planted in connection with Vanmahotsav to increase green cover of the area. Nurseries have been set up to grow tall trees. Also, a floating jetting is coming up on Bagjola canal. Several parks meant for children, senior citizens and even for pets have come up.

Steps have been taken to replace the old street lights by LED lights. Green buildings have been given additional FAR as an incentive. Rooftop gardens have been encouraged and organic vegetables are being grown on rooftop. Collaboration with a foreign university will help HIDCO to exchange views to develop new ideas.

HIDCO, Nabadiganta Industrial Township Authority (NDITA) and New Town Kolkata Development Authority (NKDA) have already introduced e-governance and attempts have been made to make the offices paperless ones. Already complaints to the residents are registered online and actions are taken. HIDCO has taken up a project to recycle sewer water. As New Town is coming up as a modern city, exchange of views with different institutions is essential to adapt state of the art methods.

 

দক্ষিণ কোরিয়ার হ্যানডং গ্লোবাল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মউ হিডকোর

 

তৃতীয় বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে দক্ষিণ কোরিয়ার হ্যানডং গ্লোবাল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মউ স্বাক্ষর করলো হিডকো। গ্রীন সিটি, নবীকরণযোগ্য

শক্তি, ই-গভরনেন্স ও স্টার্ট আপের ক্ষেত্রে সহযোগিতার জন্য স্বাক্ষরিত হয়েছে এই মউ।

নিউটাউনকে গ্রীন সিটি বানানোর উদ্যোগ ইতিমধ্যেই নিয়েছে রাজ্য সরকার। বনমহো९সব উপলক্ষে আনুমানিক ৪০ হাজার চারাগাছ রোপণ করা হয়েছে এখানে। গাছগুলিকে বড় করতে নার্সারি তৈরি করা হয়েছে। বাগজোলা খালে একটি ভাসমান জেটি তৈরি করা হবে। পরিবেশ বান্ধব বাড়িগুলিকে অতিরিক্ত FAR দেওয়া হচ্ছে। অনেক পার্ক তৈরি করা হচ্ছে শিশু, বৃদ্ধ ও সারমেয়দের জন্য। রাস্তার ধারে পুরনো সব আলো বদলে LED আলো লাগানো হচ্ছে। বাড়ির ছাদের ওপর বাগান গড়তে উ९সাহ দেওয়া হচ্ছে।

আশা করা যায় এই মউ এর ফলে নবউদ্যমে গ্রীন সিটি তৈরির কাজ এগোবে। HIDCO, NDITA ও NKDA ইতিমধ্যেই ই-গভরনেন্স চালু করেছে ও পরিকল্পনা আছে দপ্তরগুলিকে সম্পূর্ণ ভাবে ‘পেপারলেস’ করার। HIDCO একটি প্রকল্প নিয়েছে নর্দমার জল পরিশ্রুত করার জন্য। যেহেতু নিউ টাউনকে অত্যাধুনিক শহর হিসেবে রূপায়িত করা হচ্ছে, ফলে এখানে আরও উন্নতি করতে বিভিন্ন সংস্থার সঙ্গে আলোচনা ও মত বিনিময় খুব প্রয়োজন।

I-T Dept to set up digital depository to store important documents

State Information Technology and Electronics department will set up a digital depository in which government departments and educational institutions will be able to store important documents such as school leaving certificates, college degrees, academic awards, mark-sheets and licenses and other important testimonials.

This will make administration transparent and the files will be properly preserved. To ensure that only the authentic documents are uploaded in the system, the issuer departments, private agencies will be given the right to upload the documents whereas government to citizen services will be made available for viewing and downloading the documents.

The digital depository will benefit the people immensely. Firstly, the issuer departments will directly upload necessary citizen testimonials and also departmental documents onto a secure online platform after digitally signing the same.

Secondly, the depository will ease validation of the authenticity of documents as they will be issued directly and will be digitally signed by the registered issuers.

Thirdly, it will help create a highly secured centralised depository of digitally signed e documents with easy update, retrieval and administration facilities for departments and organisations with the state.

It will eliminate administrative overhead of government and private entities by minimising the use of paper and by uploading digital documents. Authorised people can request for access to important citizen records and digital documents anytime and anywhere.

 

ডিজিটাল ডিপোজিটোরি তৈরি করতে চলেছে রাজ্য সরকার

রাজ্য তথ্য প্রযুক্তি ও ইলেকট্রনিক্স দপ্তর একটি Digital Depository তৈরি করতে চলেছে যেখানে সরকারি দপ্তরগুলি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলি নানা গুরুত্বপূর্ণ নথি জমা রাখতে পারবেন। শিক্ষা প্রতিষ্ঠানগুলি ছাত্র ছাত্রীদের স্কুল ছাড়ার সার্টিফিকেট, ডিগ্রী, বিভিন্ন পুরস্কারের নথি যেমন রাখতে পারবে, তেমনই সরকারি দপ্তরগুলি বিভিন্ন লাইসেন্সের ডিজিটাল প্রতিলিপিও জমা করে রাখতে পারবে এই ডিজিটাল ডিপোজিটোরিতে।

এই উদ্যোগের ফলে সরকারি কাজে যেমন স্বচ্ছতা আসবে, তেমনই পাশাপাশি গুরুত্বপূর্ণ নথিও যথাযথ ভাবে সংরক্ষিত হবে।

এই উদ্যোগের ফলে জনসাধারন খুব উপকৃত হবেন কারণ তারা যেকোনো সময় যেকোনো জায়গা থেকে তার প্রয়োজনীয় নথি দেখতে ও প্রয়োজন হলে ডাউনলোড করতে পারবেন।

 

Vodafone to invest Rs 3,000 Cr in Bengal over 3 years

The country’s second largest mobile operator Vodafone plans to invest Rs 3,000 crore over the next three years in capacity augmentation and new business initiatives in Bengal. The Memorandum of Understanding to this effect was signed on the sidelines of Bengal Global Business Summit 2017.

Vodafone is already one of the largest MNC investors in the state and has invested over Rs 8,400 crore, including Rs 200 crore in first half of FY17 towards upgrading its network.

A Vodaphone statement said -At Vodafone, we are enthused with government’s vision of creating Bengal a business hub. We are pleased to announce our investment plans in the state.

 

বাংলায় ৩০০০ কোটি টাকার বিনিয়োগ ভোডাফোনের

আগামী ৩ বছরে বাংলায় বিনিয়োগ করতে আগ্রহী দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল অপারেটর সংস্থা ভোডাফোন। বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন ২০১৭-য় এই চুক্তিতে একটি মউ সাক্ষরিত হয়েছে।

ইতিমধ্যেই ভোডাফোন বহুজাতিক বিনিয়োগ সংস্থাগুলির মধ্যে একটি বৃহত্তম সংস্থা। ইতিমধ্যেই তারা ৮৪০০ কোটি টাকা বিনিয়োগ করেছে। এর আগে প্রথম ধাপে তারা ২০০ কোটি টাকা বিনিয়োগ করেছিল তাদের নেটওয়ার্ক আপগ্রেডের জন্য।

ভোডাফোনের একটি বিবৃতি অনুযায়ী, রাজ্য সরকার বাংলায় বিজনেস হাব তৈরি করতে চলেছে, আমরা এই কাজে উৎসাহী। বাংলায় বিনিয়োগ করতে আমরা আগ্রহী।

Biswa Bangla Convention Centre to come up in New Town soon

Work is going on a war footing to complete eastern India’s largest Biswa Bangla Convention Centre. The centre will be thrown open sometime later this year.

The Biswa Banlga Convention Centre is 18 storeys tall and covers an area of 4.57 lakh square feet. The construction of the centre began following the direction of Chief Minister Mamata Banerjee. The centre houses a mega conference hall, with seating capacity of 3000, and has a state-of-the-art conference facility.

It also boasts of two seminar rooms, each with 376 seats, four banquet rooms and a 100 key hotel as annexe within the same campus. The convention centre also has a multi-level car parking facility. Bookings have already started for the convention centre.

The Centre is situated close to Eco Park, the most popular tourist destination in the city, and Mother’s Wax Museum. A stretch on the Bagjola canal, situated close to the Convention Centre, is being beautified. The banks have been developed and a floating jetty will be constructed.

New Town is fast coming up as a medical and educational hub, with St. Xavier’s University and Presidency University soon to start construction of their second campuses.

 

বিশ্ববাংলা কনভেনশন সেন্টারের কাজ দ্রুত শেষ করার প্রক্রিয়া চলছে

পূর্ব ভারতের সর্ববৃহৎ বিশ্ববাংলা কনভেনশন সেন্টারের কাজ দ্রুত সম্পন্ন করার প্রক্রিয়া চলছে। এই বছরের শেষ দিকেই এটি খোলার পরিকল্পনা রয়েছে।

আঠারো তলার এই সেন্টারটি তৈরি হচ্ছে ৪.৫৭ লক্ষ বর্গফুট এলাকার ওপর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই কনভেনশন সেন্টারের কাজ শুরু হয়। এখানে রয়েছে একটি কনফারেন্স রুম যেখানে প্রায় ৩০০০ সিট রয়েছে। একইসঙ্গে শিল্প সম্মেলনের সুবিধাও রয়েছে।

এই সেন্টারে ২টি সেমিনার কক্ষ থাকবে, তার প্রতিটিতে থাকবে ৩৪৬টি সিট। একই ক্যাম্পাসের মধ্যে ৪ টি খাবার ঘর সহ ১০০ টি হোটেল রুম থাকবে। এছাড়া এখানে মাল্টি লেভেল গাড়ী পার্কিং সুবিধা থাকছে। ইতিমধ্যেই এই কনভেনশন সেন্টারের জন্য বুকিং শুরু হয়ে গেছে।

এই সেন্টারটি শহরের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র ইকো পার্কের মাদার ওয়াক্স মিউজিয়ামের কাছেই অবস্থিত। কনভেনশান সেন্টারের কাছে অবস্থিত বাগজোলা খালটিরও সৌন্দর্যায়ন করা হচ্ছে। খালের পাড় সংস্কার করা হচ্ছে। ভাসমান জেটিও তৈরি হবে।

নিউ টাউনেই প্রথম মেডিকেল ও এডুকেশানাল হাব তৈরি হবে। সেন্ট জেভিয়ার্স ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজও শুরু হবে খুব শীঘ্রই।

 

 

Bengal showed exceptional development in last 3 years: Assocham

Bengal showed an exceptional development in last three years, which was never seen before in this state, feels the president of The Associated Chambers of Commerce of India (ASSOCHAM).

The negative image which was hampering in bringing in industry here has gone under the leadership of Chief Minister Mamata Banerjee. The ASSOCHAM President was one of the invited industry guests at the third edition of Bengal Global Business Summit.

He felt that the Bengal government’s focus on MSME is really a great step. MSME will garner huge revenue and profit. It will generate employment in large scale, which big industry could not do at a time.

The Bengal government is ready to give away land, they are industry friendly and the state is bringing reforms to do business easily. The investments will follow the state now, he said.

 

 

গত ৩ বছরে অভূতপূর্ব উন্নতি করেছে বাংলাঃ অ্যাসোচাম

গত ৩ বছরে অভূতপূর্ব উন্নতি করেছে বাংলা, এমনটাই মনে করেন ASSOCHAM এর সভাপতি।

তিনি বলেন, “অতীতে এরাজ্যের যে শিল্পবিরুপ ভাবমূর্তি ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তা দূর হয়েছে, এখন সময় এসেছে এগিয়ে চলার।”

তিনি আরও বলেন, ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্পের ওপর জোর দেওয়া খুব ভালো পদক্ষেপ। কারণ ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প থেকে প্রচুর লাভ হয় ও এর ফলে খুব বেশি পরিমান কর্মসংস্থান হয় যা ভারি শিল্পেও হয় না।

তিনি এও বলেন যে রাজ্য সরকার শিল্পবান্ধব এবং নানা সংস্কারের মাধ্যমে রাজ্যে বিনিয়োগের পথ প্রশস্ত করে দিয়েছে।

 

 

New Bengal tourism ad wins praises on social media

Bengal Tourism’s new ad is winning the internet with its ‘sweetness’ and rightly so. Ever since the ad released on Friday, it has crossed a million views and been shared by more than 30, 000 people on Facebook alone. The video is through a foreigner’s eyes who embarks on a journey through Bengal and soaks in the culture, the food and the ambience of the state.

From the busy college streets and yellow cabs in Kolkata, to devouring bhetki paturis, to visiting architecturally rich temples of Bishnupur, to the haunting music of the Bauls, to Rabidra Sangeet- the video captures all things beautiful about the state.

From the mystic valleys in Darjeeling, to the breathtaking sea beach of Mandarmani, the video is a visual delight. The video ends with Shah Rukh Khan, the state’s brand ambassador, crooning Tagore’s song. People have been praising the ad on social media, calling it a fitting tribute to the state.

 

বাংলাকে আন্তর্জাতিক দরবারে নতুন করে তুলে ধরলেন মুখ্যমন্ত্রী, সম্মোহিত বিশ্ব

মিষ্টি বাংলার মিষ্টি কাহিনি। ভাগীরথীর তীরে বসত সেই প্রাণের। আকাশে পাতিয়া কান, শুনেছেন কী তার গান? না শুনে থাকলে শুনুন বাংলার এই নতুন তান। শহরে থাকুন বা প্রবাসে এই সুর বাঙালি হিসেবে আপনার মনে প্রেম জাগাবেই। কারণ এই প্রেমের সূতো প্রেমের সেই নায়কের হাতে বাঁধা। যাঁর নাম তো বাংলার ব্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে শুনেই থাকবেন।

উত্তরে আলসেমি মাখা সুন্দরী দার্জিলিং। দক্ষিণে শান্তিনিকেতন থেকে সুন্দরবন। এরই মাঝে এক “কলিকাতা চলিয়াছে নড়িতে নড়িতে”। অফিস পাড়া, বই পাড়া, বাবুঘাট, আউটট্রাম ঘাট, দক্ষিনেশ্বর থেকে খিদিরপুর। সবই উঠে এসেছে পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন বিভাগের এই তিন মিনিটের ভিডিওতে। জানুয়ারি মাসের ২০ তারিখ পোস্ট করা হয়েছে ফেসবুকে। এখনও পর্যন্ত দশ লক্ষেরও বেশি মানুষ দেখে ফেলেছেন মিষ্টি বাংলার এই কাহিনি। নতুন যুগের এই নতুন বাঙালিয়ানায় আপনিও শামিল হতেই পারেন। বাউল মনের হারিয়ে যাওয়ার এখানে নেই মানা।