Arpita Ghosh asks a Question on revenue-sharing agreement during Question Hour

FULL TRANSCRIPT

Madam, Mantri ji ka jo answer aaye hain usme dekhe hain, ki bol rahe the ki sansad ki, usme answer mein kuch nahi hai. Doh cheez mujhe poochna hain ki domestic traveller ke barein mein bhi soch rahe hain Government ya nahi , kyunki international travellers ke liye toh kafi, toh yeh GST ke barein mein bhi 28 per cent jo lag raha hain woh toh think hain par domestic travellers ke liye jaise Bangali aur Gujrati bahut ghumte hain, kafi mashoor hain ghumne ke liye. Inke barein mein aap log kya soch rahein hain, ek app ke barein mein kya soch rahein hain aap, taki usmein se hum log link karke ,kahin bhi hotels, jo bhi aap log provide kar rahein hain jo bhi home stay ho ya kahin jana hain, jaise hum log Make My Trip ya Trivago aise mil jaate hai waise koi Government of India ke taraf se aise koi app ke aane ki soch hai? Yeh toh humare liye bahut behtar hai, particularly jab hum ghumne jaate hai.

Thank you very much.

 

Outstanding performers among Kanyashree Scheme beneficiaries felicitated

The special achievers in various fields during 2016-17 among the beneficiaries of the Kanyashree Scheme were felicitated at the Kanyashree Utsav held at the Netaji Indoor Stadium on Friday, July 28 to celebrate the United Nations Public Service Award given to the scheme recently.

Bengal Chief MInister Mamata Banerjee, the main brain behind the scheme, congratulated the outstanding performers, divided into six broad categories. The first to be called on stage were 20 Kanyashree beneficiaries who had shone in their respective fields.

 

The top 20 recipients:

  • Mamoni Bauri from Bankura district – first in shot put at the state-level games
  • Tania Ambali from Hooghly district – ranked well in the national school taekwondo championship
  • Indrani Banerjee from Hooghly district – scored 85.6% in the Madhyamik exams
  • Pratima Chhetri from Jalpaiguri district – scored 85% in the Madhyamik exams and also ranked third in the national school taekwondo championship
  • Debolina Gope from Nadia district – excelled in gymnastics
  • Debasmrita Mondal from Nadia district – excelled in gymnastics
  • Tamalika Dutta from Purba Bardhaman district – excelled in gymnastics
  • Pratistha Samantha from Howrah district – excelled in gymnastics
  • Monalisa Dey from Howrah district – excelled in kabaddi
  • Anubha Mandal from Howrah district – first in state-level yoga championship
  • Chandrani Karmakar from Alipurduar district – fourth in the Madhyamik exams
  • Rokeya Khatoon from North 24 Parganas district – first in the Alim exams
  • Arjina Khatoon from North 24 Parganas – fifth in the Alim exams
  • Bidisha Gayen from South 24 Parganas – excelled in gymnastics
  • Budhorani Deb Sharma from Uttar Dinajpur district – excelled in shot put
  • Koel Saha from Uttar Dinajpur district – third in state-level dance competition
  • Triparna Debnath of Kolkata
  • Trisha Puryakayastha of Kolkata
  • Anjali Goshai of Kolkata
  • Kuheli Basak from Nadia district – for contributing to her household income by running a cyber cafe-cum-photocopy shop

 

The best poster in 2017 in the scheme’s poster design competition:

  • Pritha Adak from Howrah district

 

The best poems in six languages in a contest among the Kanyashree beneficiaries:

  • Bengali: Debolina Ghosh from Malda district
  • English: Amisha Kami from Alipurduar district
  • Nepali: Lamu Sherpa from Jalpaiguri district
  • Hindi: Anshu Kumari Giri from Alipurduar district
  • Urdu: Saban Khatun from Kolkata district
  • Santhali: Anima Murmu from Bankura district

 

The top three schools to best implement the Kanyashree Scheme:

  • Badartala Madhyamik Balika Vidyamandir
  • Loreto St Mary’s Girls’ High School
  • Bansdroni Binay Balika VidyalayaGarden Reach Notubihari Girls’ High School received a special recognition

 

The top three colleges best implement the Kanyashree Scheme:

  • Sammilani College
  • Vidyasagar College
  • Sarsuna College

 

At the end, the top five districts for best overall performance in implementing the scheme during 2016-17 were awarded. They were:

  • Bankura
  • Alipurduar
  • Cooch Behar
  • North 24 Parganas
  • Dakshin Dinajpur

 

All the students awarded were given books and special-mention certificates, while the institutions and districts, whose representatives were called on stage, received certificates of honour.

 

কৃতি কন্যাশ্রীদের পুরস্কৃত করা হল

শুক্রবার ২৮শে জুলাই নেতাজি ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় কন্যাশ্রী উৎসব। ২০১৭ সালে ৬২টি দেশের ৫৫২টি সামাজিক প্রকল্পকে পিছনে ফেলে সেরার শিরোপা পায় আমাদের রাজ্যের “কন্যাশ্রী”। সেই ঐতিহাসিক জয়ের উৎসবই পালন করা হয় এই দিন। এদিন অনেক কৃতি কন্যাশ্রীকে পুরস্কৃত করা হয়।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি এই প্রকল্পের রূপকার ও প্রধান উদ্যোগী, তিনি প্রধান ৬টি বিভাগে কৃতিদের সম্মান প্রদান করেন। ২০জন কন্যাশ্রী যারা বিভিন্ন ক্ষেত্রে নজির গড়েছে, তাদের ডেকে নেওয়া হয় মঞ্চে।
১. বাঁকুড়া জেলার মামনি বাউরি, যিনি রাজ্য স্তরে সট-পাটে প্রথম স্থানাধিকারী
২. হুগলী জেলার তানিয়া আম্বালি, যিনি জাতীয় তাইকুন্ডু প্রতিযোগিতায় ভালো ফল করে
৩. হুগলী জেলার ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায়, যিনি মাধ্যমিক পরীক্ষায় ৮৫.৬ শতাংশ নম্বর পেয়েছেন
৪. জলপাইগুড়ি জেলার প্রতিমা ছেত্রী, যিনি মাধ্যমিকে ৮৫ শতাংশ নম্বর পাওয়ার পাশাপাশি তাইকুন্ডুতে জাতীয় স্তরে স্কুলের মধ্যে তৃতীয় হয়েছেন
৫. নদীয়া জেলার দেবোলিনা গোপ, জিমন্যাস্টিকস-এ অসাধারন কৃতিত্বের জন্য
৬. নদীয়া জেলার দেবস্ম্রিতা মণ্ডল, জিমন্যাস্টিকস-এ অসাধারন কৃতিত্বের জন্য
৭. পূর্ব বর্ধমান জেলার তমালিকা দত্ত, জিমন্যাস্টিকস-এ অসাধারন কৃতিত্বের জন্য
৮. হাওড়া জেলার প্রতিষ্ঠা সামন্ত, জিমন্যাস্টিকস-এ অসাধারন কৃতিত্বের জন্য
৯. হাওড়া জেলার মোনালিসা দে, কাবাডি-তে অসাধারন কৃতিত্বের জন্য
১০. হাওড়া জেলার অনুভা মণ্ডল, রাজ্য স্তরে যোগব্যায়ামে প্রথম স্থানাধিকারী
১১. আলিপুরদুয়ার থেকে চন্দ্রানি কর্মকার, মাধ্যমিক পরীক্ষায় চতুর্থ স্থানাধিকারী
১২. উত্তর ২৪ পরগণার রোকিয়া খাতুন, আলিম পরীক্ষায় প্রথম স্থানাধিকারী
১৩. উত্তর ২৪ পরগণার আরজিনা খাতুন, আলিম পরীক্ষায় পঞ্চম স্থানাধিকারী
১৪. দক্ষিণ ২৪ পরগণার বিদিশা গায়েন, জিমন্যাস্টিকস-এ অসাধারন কৃতিত্বের জন্য
১৫. উত্তর দিনাজপুরের বুধোরানি দেব শর্মা, সট-পাটে কৃতিত্বের জন্য
১৬. উত্তর দিনাজপুরের কোয়েল সাহা, রাজ্য স্তরে নৃত্য প্রতিযোগিতায় তৃতীয় স্থানাধিকারী
১৭. কলকাতার ত্রিপরনা দেবনাথ, ব্রেন ক্যান্সারকে হারিয়ে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য
১৮. কলকাতার তৃষা পুরকায়েত
১৯. কলকাতার অঞ্জলি গোঁসাই
২০. নদীয়া জেলার কুহেলী বসাক, ফটো-কপির দোকান চালিয়ে সংসার চালানোর জন্য
এই প্রকল্পের ওপর একটি আঁকা প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেই প্রতিযোগিতায় সেরা পোস্টার আঁকেন হাওড়া জেলার পৃথা আদক।
ছ’টি ভাষায় সেরা কবিতা লেখার জন্যও পুরস্কার দেওয়া হয়ঃ

বাংলাঃ মালদা জেলার দেবোলিনা ঘোষ
ইংরাজিঃ আলিপুরদুয়ার জেলার আমিশা কামি
নেপালিঃ জলপাইগুড়ি জেলার লামু শেরপা
হিন্দিঃ আলিপুরদুয়ার জেলার অংশু কুমারি গিরি
উর্দুঃ কলকাতা জেলার শাবানা খাতুন
সাঁওতালিঃ বাঁকুড়া জেলার অনিমা মুরমু

কন্যাশ্রী প্রকল্পের ওপর কাজের জন্য সেরা স্কুলগুলিও পুরস্কৃত হয়। প্রথম তিনটি স্কুল হলঃ
১.বাদারতলা মাধ্যমিক বালিকা বিদ্যামন্দির
২.লরেটো সেন্ট ম্যারি’স গার্লস হাই স্কুল
৩.বাঁশদ্রোণী বিনয় বালিকা বিদ্যালয়
বিশেষ স্বীকৃতি পায় গার্ডেনরিচের নটুবিহারি গার্লস হাই স্কুল

কন্যাশ্রী প্রকল্পের ওপর সেরা কাজের জন্য সেরা কলেজগুলিও পুরস্কৃত হয়ঃ
১.সম্মিলনী কলেজ
২.বিদ্যাসাগর কলেজ
৩.সরসুনা কলেজ

২০১৭ সালে জেলাভিত্তিক কন্যাশ্রী প্রকল্পের ওপর ভালো কাজ করার জন্য পুরস্কৃত হয় পাঁচ’টি জেলাঃ
১.বাঁকুড়া
২.আলিপুরদুয়ার
৩.কোচবিহার
৪.উত্তর ২৪পরগনা
৫.দক্ষিণ দিনাজপুর

সকল কন্যাশ্রী’কে বই ও বিশেষ স্বীকৃতি দেওয়া হয়। সেখানে প্রতিষ্ঠান ও জেলা গুলোকে সাম্মানিক স্বীকৃতি দেওয়া হয়।

Jatra going back to its golden days again

The Bengal Government is taking special steps to bring jatra back to the places where they were once very popular. The jatra palas or jatra operas (as the jatra groups are called) of Chitpore are slowly going back to seeing the face of profit.

Packed shows are again being organised in the districts of the two Medinipurs and the two 24 Parganas, and in those in north Bengal. Groups have been booked for 20 to 30 nights.

From last year, remuneration is also being provided to poor jatra artistes, at the rate of Rs 9,000 each. In 2016, 399 artistes were given this aid.

Jatra is a heritage entertainment and communication medium of Bengal, something unique to the state, especially in rural areas. Hence, the steps being taken by the State Government are very welcome.

 

Source: Bartaman

 

 

মুখ্যমন্ত্রীর উদ্যোগে সুদিন ফিরছে চিতপুরের যাত্রাপাড়ায়, বাড়ছে বায়না

 

একসময় যে জেলাগুলি থেকে লাভের অঙ্ক ঘরে ঢুকত, সেখানে কোনও অজ্ঞাত কারণে যাত্রাপালা হয়নি সেভাবে। এবার সেখান থেকেও যাত্রাপালার হাত ধরে ফের লক্ষ্মী ফিরছে চিতপুরে। তিনদিক খোলা মঞ্চে ফের মজছে দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, উত্তরবঙ্গের বিভিন্ন জেলা।

যাত্রাপালার জয়যাত্রায় বাড়তি অক্সিজেন জোগাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে রচিত যাত্রাপালাগুলি। যাত্রাশিল্পের অনিশ্চয়তার অন্ধকার মুছে দিতে মুখ্যমন্ত্রীর নিরলস প্রচেষ্টায় এ রাজ্যে যাত্রাশিল্পে জোয়ার এসেছে বলে মনে করেন এই শিল্পের সঙ্গে যুক্ত মানুষজন। এবার অন্যান্য বছরের তুলনায় চিতপুর যাত্রাপাড়ার শিল্পীদের গায়ে লেগেছে খুশির হাওয়া। বিভিন্ন যাত্রাসংস্থার বক্তব্য, ইতিমধ্যেই কোনও কোনও অপেরা ২০, ২৫ এমনকি ৩০ রজনীর বেশী যাত্রাপালার বুকিং হয়ে গিয়েছে। অথচ অন্যান্য বছরে এই সময়ে এত বুকিং হয়নি।

চিতপুরের যাত্রাশিল্পের সঙ্গে যুক্ত লোকজনের বক্তব্য, বাম সরকারের চূড়ান্ত উদাসীনতা এবং বিমাতৃসুলভ আচরণে এই ‘লোকশিক্ষা’র শিল্পটি ক্রমশ পিছনের সারিতে চলে যাচ্ছিল। নতুন সরকার ক্ষমতায় আসার পর এই শিল্প ফের মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করছে।

শুধু এই শিল্পই নন, যাত্রার সঙ্গে যুক্ত দুঃস্থ শিল্পী এবং কলাকুশলীদের বিষয়েও রাজ্য সরকার বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে। সরকারি সূত্রের খবর, ২০১৩ সাল থেকে দুঃস্থ শিল্পী এবং কলাকুশলীদের অনুদান বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি এমন প্রাপকের সংখ্যাও বাড়ানো হয়েছে। জানা গিয়েছে, ২০১৬-৭ অর্থবর্ষে ৩৯৯ জন দুঃস্থ শিল্পী ও কলাকুশলীকে ৯ হাজার টাকা হারে অনুদান দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চিতপুর যাত্রাপাড়া সূত্রে জানা গিয়েছে, যাত্রাদলের সংখ্যাও বাড়ছে। বিভিন্ন অপেরার লোকজনের বক্তব্য, বর্তমানে বিভিন্ন জেলাতেও নতুন নতুন যাত্রা কোম্পানি তৈরি হচ্ছে।

চলতি বছরে কন্যাশ্রী প্রকল্পের সাফল্য নিয়ে তৈরি ‘বিশ্ব আজ মমতাময়’ যাত্রাপালা সুপার-ডুপার হিট হবে বলে সংশ্লিষ্ট অপেরা কর্তৃপক্ষের আশা।

 

 

Idris Ali makes Zero Hour mention about developmental work which need to be taken up in his constituency, Basirhat

FULL TRANSCRIPT

Madam, I am going to make three points before you. In my constituency, Basirhat, there are no Central schools. I have given prayers several times but till today the Government has not taken any action.

Secondly, my area is a border area (adjacent to the Bangladesh border), and within the jurisdiction of the Central Government, the roads are in a very dilapidated condition, toh woh raaste koh bhi maramat karna chaihiye.

(interruptions)

Kanyashree girls are our pride: Mamata Banerjee

Bengal Government celebrated the international recognition and appreciation received by Kanyashree Prakalpa at a function today at Netaji Indoor Stadium in Kolkata.

Kanyashree Prakalpa was awarded the First Prize at United Nations Public Service Award Ceremony this year.

Representatives from all corners of the State at today’s function. Successful Kanyashree girls were felicitated by the Bengal Chief Minister Mamata Banerjee.

 

Excerpts from the Chief Minister’s speech:

Today is a day of pride for girls. This is the first time a scheme of a State from India won the first prize at United Nations Public Service Day. We dedicate this award to all the Kanyashree girls. We are indebted and grateful to UNICEF, United Nations, DFID. In the past, Kanyashree received several awards for e-governance. The award from UN was the cherry on top.

I had designed the logo and named this scheme. We have also composed a theme song for Kanyashree scheme. Today’s Kanyashree will shape the future. They will run the society. Kanyashree girls are our pride. They are our inspiration.

More and more girls are pursuing higher education now. Now we have K1 (for school girls) and K2 (for college students). We will now launch K3 programme for university students. We will give monthly stipend of Rs 2500 to girl students who score 45% marks.

We provide a sapling to families of newborn babies under Sabuj Shree scheme. We provide scholarships, mid-day meals, school uniforms, bags, shoes. We provide Sabuj Sathi cycles, Siksha Shree, Kanyashree. We have initiated Swami Vivekananda scholarship for meritorious students. We have also set up a fund for research scholars whose stipends have been stopped by UGC.

Poverty is not crime. Jonmo hok jotha totha, kormo hok bhalo. I struggled all my life but never bowed my head before anyone. This is just the beginning; whole life lies ahead. Do not be bogged down by failures. Let there be a competition on merit not money. Let there be a competition about culture, harmony, and humanity. A man is nothing without his character.

Rabindranath and Nazrul are our inspirations. Let them act as your guides in your life. Remember Tagore’s words: “Where the mind is without fear”. Remember what Nazrul wrote, “Samyer gaan gahi”. Swami Vivekananda said, “Na jagile Bharat lolona, ei Bharat jage na jage na.” Do not forget Netaji’s slogan “Jai Hind” or Bankim’s song “Vande Mataram”.

There is no difference between Maa, Mother and Amma. We are humans first, religion comes later. We expect our students to follow the path of humanity, culture and education.

What Bengal thinks today, India thinks tomorrow. Bengal will become the best in the world.

 

 

কন্যাশ্রীর মেয়েরা আমাদের গর্বঃ মমতা বন্দ্যোপাধ্যায়

মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প-‘কন্যাশ্রী’ আজ বিশ্বসেরা। আজ এই আন্তর্জাতিক স্বীকৃতি ও সম্মান উদযাপন করা হল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে।

এবছর সারা বিশ্বের ৬২টি দেশের ৫৫২টি সামাজিক প্রকল্পের মধ্যে বাংলার কন্যাশ্রীকে সেরা ঘোষণা করে রাষ্ট্রসংঘ। প্রথম পুরস্কার পায় মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প “কন্যাশ্রী”।

রাজ্যের সকল প্রান্ত থেকে কন্যাশ্রীদের সম্মানিত করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের কিছু অংশ:

আজ মেয়েদের গর্বের দিন। রাষ্ট্রপুঞ্জ থেকে প্রথম পুরস্কার পেয়েছে কন্যাশ্রী। কন্যাশ্রী এখন বিশ্বশ্রী। আমরা UNICEF, United Nations, DFID এর কাছে কৃতজ্ঞ। এছাড়াও কন্যাশ্রী e-governance এর জন্য বিভিন্ন পুরস্কার পেয়েছে।

কন্যাশ্রীর লোগো আমার আঁকা, প্রকল্পের নামও আমার দেওয়া। এই প্রকল্পের জন্য আমরা একটি থিম সং করেছি। আজকের কন্যাশ্রীরাই আগামীদিনের ভবিষ্যৎ। কন্যাশ্রী মেয়েরাই আমাদের গর্ব। ওরাই আমাদের অনুপ্রেরণা।

এখন অনেক মেয়েরা উচ্চ শিক্ষার সুযোগ পাচ্ছে। স্কুলের মেয়েদের জন্য আমাদের রয়েছে K1 এবং কলেজের মেয়েদের জন্য রয়েছে K2। বিশ্ববিদ্যালয়ের মেয়েদের জন্য আমরা K3 চালু করব। যারা ৪৫% নম্বর পাবে তাদের ২৫০০০ টাকা স্কলারশিপ দেওয়া হবে।

সবুজশ্রী প্রকল্পের আওতায় নবজাতকদের একটি করে চারাগাছ দেওয়া হচ্ছে। আমরা স্কুলের বাচ্চাদের স্কলারশিপ, মিড ডে মিল, স্কুল উনিফর্ম, ব্যাগ, জুতো দিচ্ছি। শিক্ষাশ্রী, সবুজ সাথী সাইকেল, কন্যাশ্রী দিচ্ছি আমরা। আমরা স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ চালু করেছি। UGC স্কলারশিপ দেওয়া বন্ধ করে দিয়েছে, যারা গবেষণা করেন তাদের জন্য আমরা একটি ফান্ড চালু করেছি।

দারিদ্র্য আমাদের জীবনের অপরাধ নয়। জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। আমি সারাজীবন অনেক কষ্ট করেছি কিন্তু কখনো মাথা নত করিনি। দারিদ্র্যকে জয় করতে হবে। জীবন সবে শুরু হয়েছে, এখনও সারা জীবন পরে আছে। হতাশা-চিন্তা-শঙ্কার কোন জায়গা নেই। আর্থিক নয় মেধার প্রতিযোগিতা হোক, সংস্কৃতির প্রতিযোগিতা হোক, মানবিকতার প্রতিযোগিতা হোক, সম্প্রীতির প্রতিযোগিতা হোক।

মানুষ শেষ হয়ে যায় যখন তার চরিত্র চলে যায়। শিক্ষা-সংস্কৃতি- সভ্যতার মেলবন্ধন, মানববন্ধনের মধ্য দিয়ে আমরা কাজ করি। মা মাটি-মানুষই আমাদের ধ্যান-জ্ঞান-মন-প্রাণ। কবিগুরু, নজ্রুল ইসলাম আমাদের অনুপ্রেরণা। কবিগুরুর একটা কথা মনে রাখবেন, ‘চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির’। মাথা উঁচু করে চলতে হবে। নজরুল বলেছিলেন, ‘সাম্যের গান গাই’। স্বামী বিবেকানন্দের কথা মনে রাখবেন, ‘না জাগিলে ভারত ললনা, এ ভারত জাগেনা’। যার আদর্শ-দর্শন-মনন-স্বার্থকতা আছে সেই বিশ্ব সেরা। নেতাজির ‘জয় হিন্দ’, বঙ্কিমের ‘বন্দেমাতরম’, কবিগুরুর ‘জনগণমন’ কখনো ভুলবেন না।

মা মাদার আম্মির মধ্যে কোন তফাত নেই। সবার আগে আমরা মানুষ। আমি আমার ছাত্রবন্ধুদের কাছে মানবিকতা আশা করি, শিক্ষা সভ্যতা-সংস্কৃতি-সম্প্রীতি-ভালবাসা প্রত্যাশা করি। ওরা জয়ী হোক।

বিশ্বজয় করেছ। আজ কন্যাশ্রী বিশ্ব সেরা পরিবার হয়েছে। বাংলাই আগামীদিনে পথ দেখাবে। What Bengal thinks today, India thinks tomorrow.

From floods to mob lynchings and GST on sanitary napkins, Trinamool MPs raise several issues in Parliament

Today, Trinamool Congress raised several issues of national importance in Parliament.

The grave flood situation in Bengal was raised by Sudip Bandyopadhyay and Saugata Roy in the Lok Sabha and by Dola Sen in the Rajya Sabha.

Click here for the full transcript of Sudip Bandyopadhyay’s speech

Click here for the full transcript of Saugata Roy’s speech

Sudip Bandyopadhyay demanded a discussion on the issue of mob lynchings in the Lok Sabha.

Click here for the full transcript of Sudip Bandyopadhyay’s speech

Pratima Mandal highlighted the woes of women from economically weaker section due to the application of GST on sanitary napkins.

Click here for the full transcript of Pratima Mandal’s speech

Sugata Bose demanded an updated statement from the External Affairs Minister on the situation in Mosul.

Click here for the full transcript of Sugata Bose’s speech

He also asked a question regarding the development of ports in eastern India.

Click here for the full transcript of Sugata Bose’s speech

Dola Sen spoke on the flood-like situation in several States during a Calling Attention Motion in the Rajya Sabha.

Click here for the full transcript of Dola Sen’s speech

Before the business of the day began, the Rajya Sabha MPs of Trinamool Congress, along with the MPs of Indian National Congress and the DMK held a protest against NEET examination inside Parliament complex.

 

This is man-made flood: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee today visited Amta, Khanakul and Joypur to monitor the flood situation in these areas. She spoke to the local people.

The Chief Minister said, “Every year farmers suffer crop losses due to floods. Houses are destroyed, cattle and animals die. The loss of property is huge.”

She added, “We have been asking the DVC to release water in lesser quantities so that the adverse effects here are minimised. Every time it rains, they release water from Jharkhand and Bengal suffers. Had dredging been carried out, more than 2 lakh cusecs of water could have been held in the reservoirs. There would not have been flood-like situation.”

“We have been vocal on this issue since 2012. We had talked to Manmohan Singh when he was the PM; we have also talked to Narendra Modi, but to no avail. Even day before yesterday, when I was in Delhi, I spoke to him about the situation and requested him to ensure DVC does not release any more water. They say water is released by regulatory commission not the DVC. They do not understand the problems of common people. This is dangerous. They do not bother to inform us,” the Chief Minister added.

This is a man-made flood, she commented. The Chief Minister assured that the administration was taking every measure for flood relief. She said that the Government is always with the people.

 

এটা ম্যান-মেড বন্যাঃ মমতা বন্দ্যোপাধ্যায়

 

আজ খানাকুল, জয়পুর ও আমতায় বন্যা পরিস্থিতি পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন।

এদিন আমতায় মুখ্যমন্ত্রী বলেন, প্রতি বছর কৃষকদের ফসল জলে তলায় চলে যায়। মানুষের ঘর বাড়ি নষ্ট হয়ে যায়। গবাদি পশু ও মানুষের মৃত্যু হয়। সম্পত্তির ক্ষয় ক্ষতি হয়।

আজ ৭ দিন ধরে যুদ্ধ করছি ওদের (ডিভিসি) সাথে। যখনই বর্ষা হচ্ছে ওরা ঝাড়খণ্ড থেকে জল ছেড়ে দিচ্ছে। আমরা অনুরোধ করেছিলাম অল্প জল ছাড়ার জন্য যাতে অল্প ক্ষয়-ক্ষতি হয়। পশ্চিমবঙ্গ দেখতে অনেকটা নৌকার মত, ওপর থেকে ওরা জল ছাড়ছে আর আমরা ডুবে যাচ্ছি। আমার মনে হয় ডিভিসি ২ লক্ষ কিউসেকের বেশি জল রাখতে পারে যদি ড্রেজিং করা হয়। তাহলে কোথাও এই বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় না।

২০১২ সাল থেকে আমরা এই নিয়ে লড়াই করছি। আমি মনমোহন সিং কেও জানিয়েছিলাম , নরেন্দ্র মোদীকেও চিঠি দিয়েছি। প্রতিবার এমনকি গত পরশু দিনেও যখন দিল্লি গেছিলাম তখনও আবার বলেছি। ওরা বলেছে ডিভিসি জল ছাড়ে না, রেগুলেটরি কমিশন জল ছাড়ে। ওরা সাধারণ মানুষের ব্যাপারটা দেখে না, বোঝেও না। এটা আরও বিপজ্জনক। আমাদের একবারও জানাবার প্রয়োজন মনে করে না। এটা পুরোপুরি ম্যান মেড বন্যা।

সরকার অনেক গুলি বাঁধ সংস্কার করেছে। জেলা প্রশাসনের তরফ থেকে সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে। মানুষের বিপদে মানুষের পাশে দাঁড়াতে হবে।

Nadimul Haque speaks on The Indian Institutes of Information Technology (Public-Private Partnership) Bill, 2017

FULL TRANSCRIPT

Sir, I rise to speak on The Indian Institutes of Information Technology (Public-Private Partnership) Bill, 2017.

Sir, I would like to raise few issues about the Bill for further consideration by the Minister and also seek clarification about the clauses of the Bill.

Sir, in this Bill, it is mentioned ‘the investment of capital required to establish the proposed institute will be borne by the Central Government, the concerned State Government and industry partners in the ratio of 50:35:15. The recurring expenditure in the first five years of operation will be made available by the Central Government’.

What about the recurring expenditure after the completion of the first five years? Who exactly is responsible if some recurring expenditure still exists? Are those costs transferred on to students via fees? The Government needs to bring in some clarification on this point.

If the chairperson of an institute is appointed by the Central Government which makes them work directly for the Government and its interests, this could violate the privilege of being an autonomous institution and also result in too much Government interference.

The Government has to clarify the vetting process of inviting industry partners into the PPP. They would be actively participating in the governance of the institute as well as co-creating programmes. Vested interests should not stifle the growth of the institute or the careers of the students.

In the Bill, ‘the Industry peers would look into the funding and mentoring of start-ups’. Again, vested interests should not come to the fore and it should be ensured that start-ups are encouraged and allowed to function on their own without any external pressures.

It is proposed in the Bill for the creation of a corpus fund by an institute for its working. The corpus fund’s and other fund’s accountability has to be sacrosanct. There should be a mechanism in place, including regular audits, to ensure that the funds have not been misappropriated.

Sir, I would like to raise two very important points which have also been raised by my colleague and friend Ms Pratima Mondal in the Lok Sabha –

1. Many IIITs, including IIIT, Kalyani in Bengal, do not have their own building and occupy rental premises, resulting in operational problems.
2. Standardisation of fee structure amongst all the different IIITs would help in promoting equality and attracting an assortment of merit.

I would request the Honorary Human Resource Development Minister to please take all this into consideration.

In recent times, we have seen massive lay-offs plaguing the IT sector. It is because the IT sector is going through turbulent times. The numbers of employees who have lost their jobs in the current year is more than the last three years.

Sir, there are an increasing number of incidents in the premier institutions of the country involving allegations of harassment and humiliation, illegal promotions, and gender discrimination. These are very serious issues which are to be addressed. Therefore, a proper grievance redressal mechanism has to be developed in all the 20 IIITs and also in the new ones which are to be set up.

Sir, another very important point which needs to be addressed is the rising number of suicides in college campuses. We need to look at the underlying reasons behind this. Counsellors must be available at all campuses to provide psychological support to all students. Professors must ensure that students are nurtured in a stress-free environment.

Thank you.

 

 

Saugata Roy makes a Zero Hour Mention regarding the flood situation in Bengal

FULL TRANSCRIPT

I want to raise the following matter in Zero Hour.

Our State of Bengal is facing the threat of floods in six districts, namely, Birbhum, Bankura, Murshidabad, Howrah, Hooghly and Purba Midnapur. Already three people have died in three districts. A large number of villages are facing water-logging. This flood situation is man-made. The flood situation has come due to release of water from the dams of Damodar Valley Corporation (DVC).

Since Bengal is on the lower reaches of the river Damodar, our suffering is more. The water level in Tenughat Reservoir of Jharkhand is already high and the dam is likely to release more water. DVC has released 2 lakh cusecs of water in three days from Mythan and Panchet dams, both of which are situated in Bengal. The State Government has been repeatedly requesting for desilting of the reservoirs in above dams for a long time. But, the DVC, which is under the Central Government, has taken no steps. Nor has the Centre given approval to the lower-Damodar Drainage Scheme.

Madam, the flood in Bengal is man-made. The Prime Minister went for an aerial survey of floods in Gujarat and sanctioned Rs 500 crore for flood relief, which is all right. But, he did not come to visit Assam, which is badly flood-affected or Rajasthan, let alone Bengal. We want the Prime Minister to deal with all the flood-affected states on equal footing and take adequate steps for the man-made floods in Bengal.

Thank you.

 

Sugata Bose demands an update to the Statement by External Affairs Minister regarding the situation in Mosul

FULL TRANSCRIPT

Within one hour of External Affairs Minister’s statement we saw pictures in the media that mass graves have been found around the Badush Jail. We appreciate the statement of External Affairs Minister. But, she also could have appreciated the work of a woman reporter from India who had sent the investigative report from the ground, telling us that the Badush Jail was in ruins.

So, I would urge the External Affairs Minister to provide an update to her statement and also provide the full circumstantial evidence of what is going on in Mosul and Badush area. We want to hear from the Government. We do not want to rely only on media reports. There should be an authoritative statement from the Government about the full and detailed position in Mosul.