It is India’s misfortune that BJP is in power at Centre: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee today inaugurated and laid the foundation stones for several projects for Murshidabad district, at a function in Baharampur Stadium.

Some of the projects inaugurated include Shishu Siksha centres, Madhyamik Siksha centres, schools, classrooms for Madrassahs, Karma Tirtha, roads, Anganwadi centres, renovation work for Baharampur stadium, among others.

She laid the foundation stones for flood shelters, new roads, renovation work for ghats, watch towers for disaster management, among other projects.

She also distributed benefits for several schemes, such as, Kanyashree, Sabuj Sathi, Samaj Sathi, Gatidhara; the CM distributed tractors, Kisan Credit Cards and other benefits too.

Highlights of her speech:

My best wishes to all the students who are appearing for Madhyamik and Higher Secondary exams. Students are the future of the society. They will build the nation in future.

Murshidabad has a glorious history. We have undertaken a slew of developmental projects for the district. The tide of development will continue.

Power project worth Rs 7000 crore is coming up in Sagardighi.

We have set up Krishak Bazar, polytechnics, ITIs, multi super speciality hospitals, colleges. We are setting up Karma Tirthas as well.

I have chaired more than 395 administrative review meetings in districts. The amount of work we have done in Bengal in the last six years, is unmatched.

We must all feel proud about Bengal. Today we have distributed direct government benefits to nearly 1 lakh people.

Students are getting Sikshashree scholarship. 8 crore people are receiving rice at Rs 2 per kilo. Healthcare is free in Bengal.

Girls are getting Kanyashree scholarship for pursuing education. We are giving cycles for free to students of classes IX-XII. To ensure a bright future of kids, we are distributing saplings under ‘Sabuj Shree’.

Scholarship under Kanyashree has been increased to Rs 1000. We have started a new scheme ‘Ruposhree’. Families with annual income less than Rs 15 lakh will receive Rs 25,000 for the wedding of their daughters.

From birth (Sabuj Shree) till death (Samabyathi), we have a scheme for all. We are always with the people. No other government has done the work done by our government.

Self-help groups are getting 30% subsidy in loans. Interest rates have been reduced from 4% to 2%.

We are paying off the debt incurred by CPI(M). The BJP government in the Centre takes away Rs 48,000 crore from our revenues. Yet we are doing developmental works, without burdening the people.

Contractual workers, ASHA, ICDS workers, civic volunteers have been brought under Swasthya Sathi scheme. A separate insurance scheme has been started for SHGs.

We have started a pension scheme or bidi workers. Masons, drivers and other workers have been brought under social security schemes.

1.7 minority students are receiving scholarships. We are giving school uniforms, bags, books, shoes to children of primary schools. We send ambulances to ferry pregnant women to hospitals.

I respect priests as well as Imams. Bengal’s perspective of the world is wide. Our actions speak louder than words.

A lot of politics has happened over the development of Murshidabad district. People have been deprived for long.

Centre’s ‘Beti Bachao’ scheme is actually ‘Beti Hatao’. Their budget is only Rs 100 crore. We have spent nearly Rs 5000 crore for Kanyashree in the last five years (Rs 1200 crore per year).

Without any financial allocation, Centre has announced health insurance scheme. Now they want states to pay 40% of the cost. They should first learn to do their job properly.

Healthcare is free in Bengal. They should make Bengal the model for healthcare.

If you keep money in banks, you will lose it. If you invest in cricket or land, you will lose it. They are a government of

Several villages in Bengal do not have banks. We have started co-operative banks in those villages.

Centre is bringing FRDI Bill. People’s savings are not safe in banks anymore. People’s money is given away to others.

Not just Punjab National Bank, many other banks are involved in this scam. A thorough probe must be carried out to ascertain who is behind this scam.

Planning for this scam started a year before demonetisation. Senior officials in some banks were changed. There is proof. Facts never lie.

I never trust those who talk big and never deliver. They only deliver bhashan on TV and fail when it comes to working.

Farmers in Bengal are receiving farming equipment. We have waived off all tax on agricultural land. Even mutation fees on agri land have been waived off.

We have schemes for the welfare of all – SC/ST, Adivasi, OBC as well as general caste. We have to work for all.

We have constructed 25 lakh houses under Banglar Abaar Yojana. 5 lakh more houses will be constructed

We have constructed 23,000 km rural roads. Work for 13,000 km more has started.

We have to ensure road safety. Do not cross roads while talking on the phone. Drive cars carefully. Safe drive, save life.

It is our responsibility to ensure your well-being. Stay happy. Live in harmony. My best wishes to you all. Even when others indulge in riots, Murshidabad maintains peace.

We do not indulge in politics of division. We do not support riots. We do not make false promises. We do not deceive people by putting up false statements on TV.

It is India’s misfortune that BJP is in power. They are taking away the rights of the people.

They are asking people to link Aadhaar to their bank accounts. While some others are running away with crores of rupees. People live in misery, while they build grand offices.

Political parties must always work for the people. Parties should be proud of people power, not money power.

Democracy and the voice of the people can never be purchased with money power.

The more you work for the people, the happier you will be.

We have created 81 lakh employment opportunities. This year we will generate 10 lakh jobs. We will keep serving you in the future too.

Bengal is No. 1 in MGNREGA scheme. We are No. 1 in rural job creation.

We will fight, we will perform, we will build (a new Bengal), we will win.

 

ভারতবর্ষের দুর্ভাগ্য, কেন্দ্রে ক্ষমতায় বিজেপি: মুখ্যমন্ত্রী

আজ মুর্শিদাবাদ জেলার বহরমপুরের স্টেডিয়াম মাঠে পরিষেবা প্রদান অনুষ্ঠানের মঞ্চ থেকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বিভিন্ন প্রকল্পের শিলান্যাসও করেন।

মুখ্যমন্ত্রী যে সকল প্রকল্পের উদ্বোধন করেন, তার কয়েকটি হল, বিভিন্ন ব্লকের শিশু শিক্ষা কেন্দ্র, মাধ্যমিক শিক্ষা কেন্দ্র, বিদ্যালয়, মাদ্রাসার অতিরিক্ত শ্রেণীকক্ষ, অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে শিশু আলয়ে উন্নীতকরণ, কর্মতীর্থ, নতুন রাস্তা, বহরমপুর স্টেডিয়ামের সংস্কার, ভাগীরথী-দ্বারকা-ভৈরব নদীর পাড়ের উন্নতিসাধন ইত্যাদি।

তিনি যে সকল প্রকল্পের শিলান্যাস করেন, তার কয়েকটি হল, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, নতুন রাস্তা, বিভিন্ন মৌজায় মোট ১৪টি ফ্লাড শেল্টার, বিপর্যয় মোকাবিলার জন্য ওয়াচ টাওয়ার, জঙ্গীপুর পুরসভা-মুর্শিদাবাদ-জিয়াগঞ্জ ব্লকের তিনটি স্থানে ভাগিরথী নদীর পাড় সংরক্ষণ ইত্যাদি।

এছাড়াও তিনি কন্যাশ্রী, সবুজসাথী, সমাজসাথী, গতিধারা, ট্র্যাক্টর, কিষাণ ক্রেডিট কার্ড ইত্যাদি পরিষেবা প্রদান করেন।উপস্থিত ছিলেন আরও অনেক মন্ত্রী ও স্থানীয় জনপ্রতিনিধিরা।

তাঁর বক্তব্যের কিছু অংশঃ-

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সহ অন্যান্য পরীক্ষার্থীদের অনেক শুভেচ্ছা। ছাত্রছাত্রীরাই দেশ ও জাতির ভবিষ্যৎ। তারাই সমাজ গড়ে, তারাই সমাজের প্লাবন।

মুর্শিদাবাদের একটা ইতিহাস আছে। এই জেলায় অনেক উন্নয়ন হচ্ছে, উন্নয়নের কাজ এখনও চলছে।

সাগরদীঘিতে ৭ হাজার কোটি টাকা বিনিয়োগ করে বিদ্যুৎ প্রকল্প তৈরি হচ্ছে।

কৃষক বাজার, পলিটেকনিক, আই টি আই, মাল্টি সুপার হাসপাতাল, কলেজ তৈরি করা হয়েছে। কর্মতীর্থ তৈরির পরিকল্পনাও রয়েছে।

আজ পর্যন্ত আমি জেলায় জেলায় গিয়ে ৩৯৫টিরও বেশি প্রশাসনিক বৈঠক করেছি, বাংলায় আমরা ৬ বছর ধরে যা কাজ করছি তা আর কোথাও হয় না।

বাংলা নিয়ে গর্ব করা উচিত। আজ প্রায় ১ লক্ষ মানুষের কাছে সরকারী পরিষেবা পৌঁছে দেওয়া হল।

ছাত্রছাত্রীদের ‘শিক্ষাশ্রী’ স্কলারশিপ দেওয়া হচ্ছে। ‘খাদ্য সাথী’ প্রকল্পের আওতায় ৮ কোটির বেশি মানুষকে ২ টাকা কেজি দরে চাল, গম দেওয়া হচ্ছে। বিনামূল্যে চিকিৎসা পাওয়া যায়।

মেয়েদের উচ্চ শিক্ষার জন্য ‘কন্যাশ্রী’ স্কলারশিপ দেওয়া হচ্ছে। বিনামূল্যে সবুজ সাথীর সাইকেল দেওয়া হচ্ছে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের। ‘সবুজশ্রী’ প্রকল্পের আওতায় শিশুর জন্মের পর একটি করে গাছের চারা দেওয়া হয় তাদের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য।

কন্যাশ্রীর স্কলারশিপের টাকা ৭৫০ টাকা থেকে বারিয়ে ১০০০ টাকা করা হয়েছে। এবার বাজেটে নতুন ‘রূপশ্রী’ প্রকল্প চালু করা হয়েছে। এর মাধ্যমে যে সব পরিবারের বার্ষিক ইনকাম ১.৫ লক্ষ টাকা পর্যন্ত তাদের মেয়েদের বিবাহের জন্য ২৫০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে।

আমাদের সরকার জন্ম (সবুজশ্রী) থেকে মৃত্যু (সমব্যাথী) অবধি মানুষের সঙ্গে আছে, পাশে আছে। আমাদের সরকার যা করে তা কোনদিন কোন সরকার করতে পারবে না।

আমরা স্বনির্ভর গোষ্ঠীকে ঋণের ক্ষেত্রে ৩০% সাবসিডি দিই। সুদের হার ৪% থেকে কমিয়ে ২% করে দেওয়া হয়েছে।

সিপিএমের দেনা শোধ করছি, বিজেপি ৪৮০০০ কোটি টাকা কেটে নিয়ে যাচ্ছে। তারপরেও এত কর্মসূচি দেওয়া হচ্ছে সাধারণ মানুষের ওপর কোনরকম বোঝা না বাড়িয়ে।

চুক্তিভিত্তিক কর্মী, আশা-আই সি ডি এস এর কর্মী, সিভিক ভলেন্টিয়ারদের ‘স্বাস্থ্য সাথী’ প্রকল্পের আওতায় আনা হয়েছে। স্বনির্ভর গোষ্ঠীদের জন্য আলাদা বীমা চালু করা হয়েছে।

বিড়ি শ্রমিকদের জন্য পেনশন প্রকল্প চালু হয়েছে, এছাড়া যারা বাড়ি তৈরি করেন, যারা গাড়ি চালায় তাদের জন্যও প্রকল্প চালু করা হয়েছে।

১.৭১ লক্ষ সংখ্যালঘু ছেলেমেয়েরা স্কলারশিপ পাচ্ছে। প্রাইমারি স্কুলের বাচ্চাদের ড্রেস, ব্যাগ, বই-খাতা, জুতো, মিড-ডে মিল দেওয়া হয়। গর্ভবতী মায়েদের জন্য অ্যাম্বুলেন্স পাঠানো হয়।

আমি পুরোহিতদের যেমন সম্মান করি, ইমামদেরও তেমন সম্মান করি। বাংলার দৃষ্টিভঙ্গি অনেক বড়। আমারা কথায় নয় কাজে করে দেখাই।

মুর্শিদাবাদ জেলার উন্নয়ন নিয়ে অনেক রাজনীতি হয়েছে। এতদিন শুধু মানুষের থেকে নেওয়া হয়েছে, মানুষকে কিছু দেওয়া হয়নি।

কেন্দ্রীয় সরকারের বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পে (ওটা বেটি হাটাও প্রকল্প) বরাদ্দ ১০০ কোটি টাকা। আর আমরা কন্যাশ্রী প্রকল্পের জন্য খরছ করেছি ৫০০০ কোটি টাকা। বছরে ১২০০ কোটি টাকা বরাদ্দ করেছি এর জন্য।

কেন্দ্রীয় সরকার টাকা ছাড়াই স্বাস্থ্য সুরক্ষার পরিকল্পনা করছে।আবার বলছে রাজ্যকে ৪০% দিতে হবে। আগে কাজ শিখুন তারপর বড় বড় কথা বলুন।

বাংলায় বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়।ওদের উচিত বাংলাকে মডেল করে সারা ভারতে বিনাপয়সায় চিকিৎসা দেওয়া।

ওরা ব্যাঙ্কে, ক্রিকেটে, ল্যান্ডে টাকা রাখলে নিয়ে নেবে।

বাংলায় অনেক গ্রামে এখন ও ব্যাঙ্ক নেই, আমরা সেখানে কো-অপারেটিভ ব্যাঙ্ক চালু করেছি।

কেন্দ্রীয় সরকার এফ আর ডি আই বিল আনছে; এর মাধ্যমে মানুষের টাকা আত্মস্যাৎ করবে।মানুষের টাকা আজ ব্যাঙ্কে সুরক্ষিত নয়। জনগণের টাকা অন্যদের দিয়ে দেওয়া হচ্ছে।

শুধু পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক নয়, আরও অনেক ব্যাঙ্ক আছে, এদের মাথায় কোন কোন ছাতা আছে সেটা তদন্ত করার দরকার আছে।কারা সুরক্ষা দিয়েছে?

আমি মনে করি নোটবন্দির এক বছর আগে থেকে এই সব পরিকল্পনা করা হয়েছে। কিছু কিছু ব্যাঙ্কে ইচ্ছেমতো লোক নেওয়া হয়েছিল এর সব তথ্য আছে। তথ্য কখনো মিথ্যে কথা বলে না।

যারা শুধু মুখে বড় বড় কথা বলে তাদের আমি বিশ্বাস করি না। টিভি তে বড় বড় ভাষণ দেয় আর কাজের বেলায় লবডঙ্কা।

কৃষকদের কৃষি জমির যন্ত্রপাতি দেওয়া হচ্ছে। বাংলার কৃষকদের সব ঋণ মুকুব করে দিয়েছে সরকার। কৃষি জমির মিউটেশন ফি লাগবে না।

তপসিলি জাতি-উপজাতি, আদিবাসী, ওবিসি সকলের জন্য আমরা প্রকল্প চালু করেছি। সবুজ সাথী সাইকেল স্বামী বিবেকানন্দ স্কলারশিপ দেওয়া হয় জেনারেল কাস্টদের। সবাইকে নিয়ে চলতে হবে।

প্রায় ২৫ লক্ষ মানুষকে বাংলার আবাস যোজনায় বাড়ি দিয়েছি। আরও ৫ লক্ষ দেওয়া হচ্ছে।

প্রায় ২৩০০০ কিঃমিঃ নতুন গ্রামীণ রাস্তা আমরা করেছি। আরও ১৩০০০ কিঃমিঃ স্টার্ট করা হয়েছে।

এক্সিডেন্ট কমাতে হবে। মোবাইলে কথা বলতে বলতে রাস্তা পার হবেন না। জোর করে গাড়ি চালাবেন না, সেফ ড্রাইভ সেভ লাইফ।

মানুষ ভালো থাকলে তবেই আমরা ভালো থাকবো। সবাই মিলেমিশে চলবেন। যখন চারদিকে দাঙ্গা হয়, এই জেলা দাঙ্গা করে না, আপনাদের অভিনন্দন জানাই।

আমরা মানুষে মানুষে ভেদাভেদ করি না, দাঙ্গা লাগাই না। মিথ্যে কথা বলে ভোট নিই না। টিভির সামনে চাটুকারি করে বক্তৃতা দিয়ে মানুষকে প্রতারনা করি না।

ভারতবাসীর দুর্ভাগ্য, বিজেপির মতো দল ক্ষমতায় আছে। তারা মানুষের সব অধিকার কেড়ে নিচ্ছে।

মানুষকে বলছে আধার কার্ড নাও, সেই কার্ডে টাকা রেখে সব টাকা লোপাট হয়ে গেল। মানুষকে অন্ধকারে রেখে, নিজেরা নিজেদের সব থেকে ধনীদের পার্টি অফিস তৈরী করেছে।

রাজনৈতিক দল, মানুষের পাশে থাকবে, আমার কত টাকা আছে এ নিয়ে কখনও গর্ব করে না, গর্ব করে মানুষ নিয়ে।

গণতন্ত্র, মানুষ কখনও টাকার কাছে বিক্রি হয় না।

যত মানুষের জন্য খাটবেন, তত ভালো থাকবেন।

৮১ লক্ষ বেকার ছেলেমেয়েদের কর্মসংস্থান হয়েছে, এ বছরেও ১০ লক্ষ হবে। আগামী দিন আরও বেশী করে আমরা চেষ্টা করব।

১০০ দিনের কাজে বাংলা ১ নম্বরে, গ্রামীণ কর্মসংস্থান বৃদ্ধিতে আমরা নাম্বার ওয়ান।

আমরা লড়ব, করব, গড়ব, আমরা জিতব।

 

 

 

 

 

 

 

 

PNB fraud is tip of the iceberg, money laundering happened during demonetisation: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee on Sunday took a swipe at Modi government over the Punjab National Bank fraud saying, money laundering happened during demonetisation.

State-owned PNB has been rocked by the fraud involving billionaire diamond jeweler Nirav Modi who allegedly acquired fraudulent Letters of Undertaking (LoUs) from a branch in Mumbai to secure overseas credit from other Indian lenders.

“This is just the tip of the iceberg. This big banking fraud was fuelled at the time of Demonetisation. Big money laundering happened during DeMo,” she said in a tweet.

She further claimed that key bank officials were changed. “Who are these people put in? There are more banks involved. The full truth must come out,” she said.

 

নোটবাতিলের সময় বেড়ে যায় ব্যাঙ্ক দুর্নীতি: মমতা বন্দ্যোপাধ্যায়

পিএনবি দুর্নীতি নিয়ে আবারও সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তিনি বলেন নোটবাতিলের সময় টাকা তছরুপ হয়েছিল।

একটি টুইটে মুখ্যমন্ত্রী বলেন, এটা তো হিমশৈলের চুড়ো (the tip of the iceberg) মাত্র। নোটবাতিলের সময় এই ব্যাঙ্ক দুর্নীতি আরও বেড়ে গেছিল। নোটবন্দির সময় প্রচুর টাকা তছরুপ হয়েছিল।

তিনি আরও দাবি করেন ওই সময় উচ্চপদস্থ ব্যাঙ্ক অফিসারদের বদল করা হয়। তিনি দাবি জানান তাদের পরিচয় জনসমক্ষে আসুক। “আরও অনেক ব্যাঙ্ক জড়িত। সম্পূর্ণ সত্য প্রকাশ হোক” বলেন মুখ্যমন্ত্রী।

Now, get a ‘machh-bhaat’ meal for Rs 21 at govt stalls

Bengal Government is going to provide low-cost meals for citizens.

Ekushe Annapurna, named after the typically Bengali lunch of dal, rice and fish curry that will come at a princely sum of Rs 21, will start as a pilot project at five places in the city from March. The final plan envisages having a total of a hundred such stalls across the state.

Initially this pilot project will be rolled out at five places – the Ruby crossing, Gariahat, DLF in New Town, Shyambazar and Salt Lake — in Kolkata, where people will get their lunch at Rs 21 only. This will start from March. There will be a hundred stalls across the state from May.

The meals will be available at a specific time to start with but, at a later stage, there are plans to make this an all-day affair.

 

চালু হচ্ছে ‘একুশে অন্নপূর্ণা’ প্রকল্প, ২১ টাকাতেই মাছ-ভাত

কথায় বলে মাছে ভাতে বাঙালি। যত‌ই বিরিয়ানি বা চাউমিন দিয়ে উদরপূর্তি করা হোক না কেন, সারাদিনে একবার জমিয়ে মাছ ভাত না খেলে, বাঙালির যেন দিনের খাওয়া সম্পূর্ণ হয় না। কিন্তু মাছের যা দাম তাতে বাজারে গেলে আঁতকে উঠতে হয়। তবে রাজ‍্য মৎস্য দপ্তরের নতুন পাইলট প্রজেক্টের মাছ ভাতের জন‍্য আর হাপিত্যেশ করতে হবে না আম বাঙালিকে। ‘একুশে অন্নপূর্ণা’ নামের এই প্রকল্পে মাত্র ২১ টাকায় পাওয়া যাবে ৫০ গ্রাম মাছ, ভাত, ডাল ও সবজি।

পাইলট প্রকল্প হিসাবে বেসরকারি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগের এই প্রকল্প আপাতত চালু হয়েছে সল্টলেকের ডিএল‌এফ, রুবি, গড়িয়াহাট, শ‍্যামবাজার এলাকায়। আপাতত জেলার ডিএম অফিসের সামনে বিক্রি হবে। ব্যাটারিচালিত গাড়িতেই খাবার নিয়ে বিক্রেতারা পৌঁছে যাবেন এসব এলাকায়।

পরবর্তীকালে ১ মে থেকে রাজ‍্যের সব জেলার জেলাশাসকের দপ্তরের সামনে ও বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ‘একুশে অন্নপূর্ণা‘র স্টল দেওয়া হবে। এই প্রকল্পর কথা নবান্ন সূত্রে আগেই ঘোষণা করা হয়েছিল। এবার তারই পরীক্ষামূলকভাবে শুরু হচ্ছে শহরে। এমন আয়োজনে বড়সড় সাড়া মিলবে বলেই আশা প্রকল্পের সঙ্গে যুক্ত স্বনির্ভর গোষ্ঠীগুলিরও।

সস্তায় মাছ, ভাত খাওয়ার এমন সুবর্ণ সুযোগ করে দেওয়ায় সাধারণ মানুষের যে দারুণ সুবিধা হতে চলেছে, তা বলাইবাহুল্য। প্রত্যেকেই তাকিয়ে রয়েছেন, এই পরিষেবা কবে থেকে চালু হবে সেদিকে।

Bengal Govt’s Patha Sathi motels in all 23 districts

Chief Minister Mamata Banerjee’s initiative to set up motels along the state and the national highways – named Patha Sathi – has now spread across the state. All the 23 districts of Bengal now have Patha Sathi motels.

Each of the motels have toilets and rooms where people can take rest and have their breakfast and dinner. The State Housing Department has set up the motels. There are plans to set up more such motels in the future.

The motels are run by women belonging to self-help groups (SHG). They have helped the women to become financially self-reliant. Breakfast and dinner are prepared and served by women looking after the place. The rooms are spacious and have attached toilets. There are both air-conditioned and non-air-conditioned rooms.

Ever since Mamata Banerjee started visiting the districts regularly as a leader of the Opposition, after founding Trinamool Congress in 1998, she found that because of lack of toilets, those who travelled along state and national highways, particularly women, faced problems. In those days, petrol pumps along the highways also did not have toilets. So, after coming to power in 2011, she sanctioned the project.

After the upgrading of the state and national highways, more and more people are visiting different places in cars. Resorts have come up in remote areas and during holidays, people visit them by road. As the number of people traveling along highways has gone up, the necessity of motels for brief stays, where food is available along with clean toilets, has gone up too.

Hence, the project has been a huge success. In many places, the motels are booked almost throughout the year

 

রাজ্য সরকারের ‘পথ সাথী’ মোটেল এবার ২৩ জেলাতেই

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্য সড়ক ও জাতীয় সড়কের ধারে মোটেল এবার সারা রাজ্যে ছড়িয়ে পড়ল। এই মোটেল গুলির পোশাকি নাম ‘পথ সাথী’। এখন রাজ্যের ২৩টি জেলাতেই পথ সাথী মোটেল আছে।

প্রতিটি মোটেলেই শৌচালয় ও থাকার ঘর আছে। বাতানুকূল ও সাধারন দুই ধরনের ঘরই আছে। এই মোটেলগুলিতে মানুষ বিশ্রাম নেওয়ার পাশাপাশি প্রাতরাশ ও নৈশভোজও সারতে পারবেন। ভবিষ্যতে আরও মোটেল তৈরী হবে।

এই মোটেলগুলি স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা পরিচালনা করেন। এতে মহিলারাও স্বাবলম্বী হচ্ছেন। প্রাতরাশ ও নৈশভোজ তৈরী করা থেকে শুরু করে পরিবেশনও এই মহিলারাই করেন।

১৯৯৮ সালে তৃণমূল কংগ্রেস গঠনের পর থেকে বিরোধী নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক জেলা সফর করেছেন ও দেখেছেন রাস্তাঘাটে শৌচালয়ের অভাবে খুব অসুবিধায় পড়তে হয় মহিলাদের। তাই তিনি ২০১১তে ক্ষমতায় আসার পর এই প্রকল্পের অনুমোদন দেন।

রাজ্য সড়ক ও জাতীয় সড়কের সংস্কারের পর এখন অনেকেই গাড়িতে করে দূর-দূরান্তে যাতায়াত করেন। প্রত্যন্ত পর্যটন অঞ্চলগুলিতেও রিসর্ট তৈরী হয়েছে। যেহেতু পর্যটকের সংখ্যা বাড়ছে, তাই, মোটেলের প্রয়োজনও বাড়ছে।

স্বাভাবিক ভাবেই, এই প্রকল্পের সাফল্য তুঙ্গে। কোনও কোনও মোটেল সারা বছর বুক করা থাকে।

Source: Millennium Post

Bengal Govt coming up with Comprehensive Incentive Policy for investors

In order to ensure a structured approach to the giving of various incentives for setting up different types of industries in Bengal, the State Government is soon going to come up with a Comprehensive Incentive Policy.

A committee has been set up under the Chief Secretary to set up the Comprehensive Incentive Policy. It will comprise of the secretaries of all the departments linked to industry, like Micro, Small and Medium Enterprises (MSME), Information Technology, Food and Food Processing, Agriculture Marketing, Animal Resources Development, and others.

The policy would have clear indicators regarding every incentive and facility available to a person keen on investing in setting up units in any field

 

শিল্পে সুবিধা দিতে নয়া সুসংহত নীতি

রাজ্যে নতুন বিনিয়োগ করলে শিল্পের চরিত্র অনুযায়ী বিভিন্ন দপ্তরের নানা ধরনের আর্থিক সুবিধা দেওয়ার জন্য তৈরী হচ্ছে রাজ্যের নতুন ‘কম্প্রিহেনসিভ ইনসেন্টিভ পলিসি’। ঠিক হয়েছে নতুন সংস্থাগুলিকে আর্থিক সুবিধা দেওয়ার ক্ষেত্রে একটি সুনির্দিষ্ট নীতি কাঠামো তৈরী করা হবে, যা সব দপ্তরের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

মুখ্যসচিবের নেতৃত্বে এই ‘কম্প্রিহেনসিভ ইনসেন্টিভ পলিসি’ তৈরীর জন্য নতুন একটি কমিটি গঠন করা হয়েছে। শিল্প ও বাণিজ্য-সহ ক্ষুদ্র ও মাঝারি শিল্প দপ্তর, তথ্য প্রযুক্তি, খাদ্য ও খাদ্য প্রক্রিয়াকরণ, কৃষি বিপণন, প্রাণী সম্পদ প্রভৃতি দপ্তরের সচিবদের নিয়ে গড়া হয়েছে ওই কমিটি।

আগামী দুমাসের মধ্যে ওই কমিটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই বিষয়ে তাদের রিপোর্ট জমা দেবে। মুখ্যমন্ত্রীর সবুজ সঙ্কেত পেলেই বিনিয়োগের ক্ষেত্রে আর্থিক সুযোগ সুবিধার জন্য সুসংহত নীতি চূড়ান্ত রূপ পাবে।

এমন ভাবে বিষয়টি তৈরী করা হবে যাতে কোনও সংস্থা রাজ্যে বিনিয়োগের কথা ভাবলেই তারা এক নজরে জেনে নিতে পারে তাঁর জন্য রাজ্য সরকার কোন কোন ক্ষেত্রে কি কি বিনিয়োগ কি কি আর্থিক সুবিধা পেতে পারে।

Source: Anandabazar Patrika

Bengal Govt to name road in Bajemelia after the Singur martyr, Tapasi Malik

The State Government has decided to repair the main road at Bajemelia village in Singur and dedicate it to the village resident and Singur martyr, Tapasi Malik, by naming it after her.
It may be recalled that Tapasi Malik was one of the leaders against the then Left Front Government’s move to forcibly acquire land for a factory in Singur. She was a member of Save Singur Farmland Committee. She was raped and burnt to death by a CPI(M) leader, and her charred remains were discovered on December 18, 2006.

An estimated fund of Rs 5 lakh has been earmarked for this purpose. The process of preparing the detailed project report (DPR) for the repair of the road is already underway.
Tapasi Malik is always remembered by Chief Minister Mamata Banerjee as a martyr of the Singur Movement, and every December 18, the day her body was found, she tweets out her condolence.
After the Trinamool Congress Government took charge, it was at Mamata Banerjee’s initiative that two copper-coloured busts of Tapasi Malik and Rajkumar Bhul were constructed near the New Ujjwal Sangha Club in Bajemelia. The latter was killed in September 2006, when he jumped into a pond to escape the police.

 

শহীদ তাপসী মালিকের নামে রাস্তার নামকরণ হবে বাজেমেলিয়াতে

রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে সিঙ্গুরের বাজেমেলিয়া গ্রামের মূল সড়কের সংস্কার করা হবে; সিঙ্গুর আন্দোলনের শহীদ তাপসী মালিকের নামাঙ্কিত হবে এই রাস্তা।প্রসঙ্গত, এক বেসরকারি সংস্থার গাড়ি কারখানা গড়তে তৎকালীন বামফ্রন্ট সরকার সিঙ্গুরে বলপূর্বক কৃষি জমি অধিগ্রহণ করে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে সিঙ্গুরে যে আন্দোলন সংগঠিত হয়েছিল, তার অন্যতম সৈনিক ছিলেন তাপসী মালিক। তিনি সিঙ্গুর কৃষিজমি বাঁচাও কমিটির সদস্যা ছিলেন। ২০০৬ সালের ১৮ই ডিসেম্বর তাকে ধর্ষণ করে পুড়িয়ে মারা হয়।এই রাস্তার সংস্কারের জন্য আনুমানিক ৫লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। এই প্রকল্পের ডিপিআর তৈরির কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় সিঙ্গুর আন্দোলনের প্রসঙ্গে তাপসী মালিককে স্মরণ করেন। প্রতি ১৮ই ডিসেম্বর মুখ্যমন্ত্রী টুইটের মাধ্যমে তাপসী মালিকের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।২০১১ সালে তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসনভার গ্রহন করার পর, সিঙ্গুরের বাজেমেলিয়া গ্রামে নিউ উজ্জ্বল সংঘ ক্লাবের সন্নিকটে তাপসী মালিক ও রাজকুমার ভুল-এর প্রতিকৃতি স্থাপন করেন। রাজকুমার ভুল ২০০৬ সালের সেপ্টেম্বরে সিপিআইএম সরকারের মারমুখী পুলিশের থেকে প্রাণে বাঁচতে পুকুরে ঝাঁপ দিয়ে মারা যান।

Centre should learn from Bengal: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee today inaugurated and laid the foundation stones for several schemes and projects at Nadia district.

The CM also launched the construction work of 12,000 km of roads across the State from the stage. By 2019, 35,000 rural roads would be constructed in the State.

Some of the projects inaugurated by the CM today include blood component separation units, blood banks, power sub-stations, bridges, youth hostels, schools etc. She laid the foundation stones for power sub-stations, water supply projects, biogas plant, fisheries project, jetties among others.

The Chief Minister also distributed benefits under schemes like Kanyashree, Sabuj Sathi, Anandadhara, Gatidhara, and gave away land pattas, Kisan Credit Cards and other benefits.

 

Highlights of her speech:

  • Nadia district was neglected during the 34 years of Left Front rule. Now there is a tide of development.
  • Khajna tax on agricultural land has been abolished in Bengal. We have given compensation worth Rs 1200 crore for crops destroyed in floods
  • We have created a fund of Rs 100 crore so that farmers do not have to resort to distress selling.
  • Old age pension of farmers has been hiked to Rs 1000. Additional 34,000 farmers will receive the pension.
  • We have set up a Muslin Tirtha in Nadia district.
  • Tourism push in Nadia – Nabadwip heritage city and Mayapur World Heritage Centre.
  • 90% people of the State receive direct benefits from the State.
  • Construction of 12,000 km of roads have been flagged off today.
  • Our government never takes any decision which is against the interests of the people.
  • Our students are our pride.
  • We have increased the amount of Kanyashree scholarship to Rs 1000. University students have also been brought under the scheme.
  • We have started a merit scholarship for students to pursue higher education.
  • We have distributed 70,000 cycles to students of classes IX-XII.
  • We have started a new scheme ‘Ruposhree’ to help families, with annual income less than 1.5 lakh, in marrying their daughters off.
  • The Centre loves to beat their own drums. They have a scheme ‘Beti Bachao Beti Padhao’. Budget for the entire country is Rs 100 crore. In Bengal, we have spent Rs 5000 crore for Kanyashree.
  • The government is planning to bring FRDI Bill. Your savings will no longer be safe in banks. This will give rise to chit funds. Where will the poor people go? What will farmers, labourers, workers do?
  • In the name of demonetisation they have destroyed the economy. Small traders are suffering because of GST.
  • 12,000 farmers have committed suicide all over the country; mostly in BJP-ruled States.
    They are talking about doubling farmers’ income. How will they do it?
  • They announced a health insurance scheme without allocating money. Now they are saying States have to pay 40% cost. How can they force the States?
  • Bengal is a model in healthcare. Treatment is free at hospitals. Our Swasthya Sathi scheme covers 50 lakh people.
  • We have social security schemes for the unorganised sector.
  • We give rice and wheat at Rs 2/kg.
  • The Left Front Govt left behind a huge debt burden and the Centre takes away most of our revenue to pay off the instalments.
  • From birth to death, we have schemes for all phases of life.
  • We have reduced the interest rate on loans for self-help groups. We provide 30% subsidy on the loans.
  • স্বনির্ভর গোষ্ঠীগুলি যাতে ঋণ নিতে পারেন তাই আমরা সুদের হার কমিয়ে দিয়েছি
  • The Centre has stopped funds for ICDS and ASHA workers. But now we are running these projects with our own funds.
  • We have provided scholarships to more than 1.7 crore minority students. 57 lakh SC/ST students have received scholarships.
  • We will hand over land pattas to refugees very soon.
  • Some parties incite Hindu-Muslim tension, stoke communal fire to put hurdles in the path of development.
  • Do not pay heed to the BJP. We have to maintain communal harmony. I appeal to everyone to ensure peace.
  • Hinduism brings everyone together. The religion is centuries old. BJP, which was formed in the 1980s, stands an aberration in the name of Hinduism.
  • Our youths and students must strive to make Bengal the best in the world.

 

 

বাংলাকে দেখে শেখা উচিত কেন্দ্রের: মুখ্যমন্ত্রী

আজ নদীয়া জেলার পরিষেবা প্রদান অনুষ্ঠানের মঞ্চ থেকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বিভিন্ন প্রকল্পের শিলান্যাসও করেন।

আজ নদীয়া জেলা থেকে মুখ্যমন্ত্রী ১২০০০ কিঃমিঃ নতুন গ্রামীণ সড়ক নির্মাণের কাজ উদ্বোধন করেন। রাজ্য সরকারের পরিকল্পনা অনুযায়ী ২০১৯ সালের মধ্যে ৩৫০০০ গ্রামীণ সড়ক নির্মাণ সম্পূর্ণ হবে।

মুখ্যমন্ত্রী যে সকল প্রকল্পের উদ্বোধন করেন, তার কয়েকটি হল, ব্লাড কম্পোনেন্ট সেপারেশন ইউনিট, ব্লাড ব্যাঙ্ক, ডিজিটাল এক্সরে মেশিন, চক্ষু অপারেশনের জন্য বায়মেট্রিক মেশিন, ৩৩/১১ কে ভি সাব স্টেশন, চুর্নি নদীর ওপর সেতু, যুব আবাস, বিদ্যালয় ভবন, উচ্চ বাতিস্তম্ভ স্থাপন ইত্যাদি।

তিনি যে সকল প্রকল্পের শিলান্যাস করেন, তার কয়েকটি হল, ১৩২/৩৩ কে ভি সাব স্টেশন, ১০টি কর্মতীর্থ, ভাগীরথী নদীর জল পরিশ্রুতকরণ কেন্দ্র, ভাগীরথী নদীর তীরে পাড় বাঁধানো, মৎস্য প্রকল্প, ১৭টি বায়োগ্যাস প্ল্যান্ট, ২১০২ টি তাঁতঘর, বন্যাত্রান শিবির, স্থায়ী জেটি ইত্যাদি।

এছাড়াও তিনি কন্যাশ্রী, সবুজসাথী, গতিধারা, পাট্টা, কিষাণ ক্রেডিট কার্ড ইত্যাদি পরিষেবা প্রদান করেন।

 

মুখ্যমন্ত্রীর বক্তব্যের কিছু অংশ:

  • সিপিএমের আমলে নদিয়া জেলা অনেক অবহেলিত হয়েছে। এখন সেখানে উন্নয়নের জোয়ার।
  • বাংলায় কৃষকদের সব ঋণ মুকুব করে দেওয়া হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ১২০০ কোটি টাকা ক্ষতিপূরণ দিয়েছে সরকার।
  • কৃষকদের যাতে অভাবী ফসল বিক্রি করতে না হয় তার সহায়ক মূল্য হিসেবে একটি তহবিল তৈরি করা হয়েছে। এর জন্য বরাদ্দ করা হয়েছে ১০০ কোটি টাকা।
  • কৃষকদের পেনশন ৭৫০ টাকা বারিয়ে ১০০০ টাকা করা হয়েছে। আরও প্রায় ৩৪ হাজার কৃষক এই সুবিধার আওতায় নিয়ে আসা হবে।
  • নদিয়া জেলায় মসলিন তীর্থ তৈরী করা হয়েছে।
  • আগামী দিন নবদ্বীপ হেরিটেজ সহ মায়াপুর ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে গড়ে তোলা হবে। এর ফলে নদিয়া জেলার পর্যটন অনেক উন্নত হবে।
  • রাজ্যের সব জেলায় প্রায় ৯০ শতাংশ মানুষের কাছে সরকারী পরিষেবা পৌঁছে দেওয়া হয়েছে।
  • ১২,০০০ কিলোমিটার রাস্তা নির্মাণ করা হবে। আজ শুভ সূচনা হল।
  • আমাদের সরকার মা মাটি মানুষের সরকার। এই সরকার জনগণের বিরুদ্ধে কোন কাজ করে না। মা মাটি মানুষের সরকারের কথার দাম খুব বেশি।
  • আমাদের ছাত্র সমাজ আমাদের গর্ব।
  • কন্যাশ্রী স্কলারশিপের টাকা ৭৫০ টাকা থেকে বারিয়ে ১০০০ টাকা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদেরও এই স্কলারশিপের আওতায় আনা হয়েছে।
  • ছাত্রছাত্রীদের উচ্চ শিক্ষার জন্য আমরা মেরিট স্কলারশিপ চালু করা হয়েছে।
  • নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের বিনামূল্যে প্রায় ৭০ লক্ষ সবুজ সাথী সাইকেল দেওয়া হয়েছে।
  • নতুন প্রকল্প ‘রূপশ্রী’ চালু করা হয়েছে। বার্ষিক ইনকাম ১.৫ লক্ষ টাকা হলে সেই পরিবারের মেয়েদের ১৮ বছর বয়সের পর বিবাহের জন্য ২৫০০০ টাকা আর্থিক সহায়তা দেবে সরকার।
  • দিল্লির সরকার মুখে বড় বড় কথা বলে। ওদের একটি প্রোগ্রাম আছে ‘বেটি বাঁচাও বেটি পড়াও’, তার বাজেট মাত্র ১০০ কোটি টাকা আর বাংলার কন্যাশ্রী প্রকল্পে আমরা ৫০০০ কোটি টাকা খরচ করেছি।
  • কেন্দ্রীয় সরকার FRDI বিল আনার পরিকল্পনা করছে। এর ফলে জনগণের টাকা ব্যাঙ্কের দরকার মতো ব্যাঙ্ক নিয়ে নেবে জনগণকে জিজ্ঞেস না করেই। মানে সাধারণ মানুষ ব্যাঙ্কে টাকা রেখে নিশ্চিন্ত হতে পারবে না। গরীব মানুষ, কৃষক, শ্রমিক কোথায় রাখবে? এটা কালা কানুন। আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করেছি। দরকার হলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব।
  • নোটবন্দীর নামে মানুষের লক্ষ্মীর ভাঁড়গুলো কেড়ে নিয়েছ, জিএসটির জন্য একটা দোকান চলছে না ভালো করে।
  • ১২০০০ কৃষক সারা দেশে আত্মহত্যা করেছে, তাঁর মধ্যে সবচেয়ে বেশী যেখানে বিজেপির শাসন আছে। এখন বলছে কৃষকদের আয় বাড়াবো, কোথা থেকে বাড়াবে?
  • কেন্দ্র মিথ্যে কথা বলে দিল, আমরা হেলথ স্কিম করব, কোথা থেকে করবে? টাকা কোথায়? এখন বলছে রাজ্যকে ৪০ ভাগ দিতে হবে, কেন রাজ্য দেবে? রাজ্যের ক্ষমতা থাকলে, নিজে করবে।
  • বিনা পয়াসায় চিকিৎসা দিই আমরা। বিনা পয়সায় হাসপাতালে চিকিৎসা দিই আমরা। স্বাস্থ্য সাথী প্রকল্পে আমাদের ৫০ লক্ষ লোক আছে।
  • অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য আমাদের প্রকল্প আছে।
  • ২ টাকা কিলো চাল, গম আমরাই একমাত্র দিই।
  • সিপিএমের দেনা করে গেছে আর বিজেপির সরকার আমাদের থেকে কেটে ৪৮০০০ কোটি টাকা নিয়ে যায়।
  • জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, শিশুসাথী থেকে সমব্যাথী, প্রকল্প আছে আমাদের।
  • স্বনির্ভর গোষ্ঠীগুলি যাতে ঋণ নিতে পারেন তাই আমরা সুদের হার কমিয়ে ২% করে দিয়েছি, ৩০% সাবসিডি দিই আমরা।
  • কেন্দ্রীয় সরকার আইসিডিএস, আশা প্রোজেক্ট বন্ধ করে দিয়েছে, এখন আমরা নিজেরা টাকা দিয়ে এই প্রোজেক্ট চালু রেখেছি।
  • ১.৭১ কোটি সংখ্যালঘু, তফসিলি ও আদিবাসীদের ৫৭ লক্ষ ছেলেমেয়েরা স্কলারশিপ পেয়েছে।
  • যারা এন্টাইটেল্ড রিফিউজি তাদের পাট্টা দেওয়া হচ্ছে, ১৩ হাজার রেডি আছে পাট্টা।
  • যারা কাজ করে না, ধর্ম নিয়ে রাজনীতি করে, শুধু হিন্দু মুসলমান লাগিয়ে দেয়, গাড়ি জ্বালিয়ে দেয়, তাদের সমর্থন করি না।
  • সাম্প্রদায়িক দাঙ্গায় কেউ যাবেন না, বিজেপির কথা শুনে কেউ ঘর ভাঙবেন না, ওদের মতো সর্বনাশা দল কম আছে।
  • আমরা হিন্দুধর্মের লোক, আমরা হিন্দুকেও ভালবাসি, মুসলমানকেও ভালবাসি। বিজেপি একটা রাজনৈতিক দল, ১৯৮৪ সালে জন্ম, ওরা আমায় জ্ঞান দেবেন, আজ নতুন করে ওরা আমাদের হিন্দুধর্ম শেখাবে? ওরা হিন্দুধর্মকে অপমান করে।
  • ছাত্র যৌবন স্বপ্ন দেখুন এই বাংলাকে বিশ্বসেরা করে তোলার।

 

Books penned by Mamata Banerjee very popular at 42nd Kolkata International Book Fair

Bengal Chief Minister Mamata Banerjee’s books have always been favourites among the book-lovers who visit the Kolkata International Book Fair. This year has been no different.

Nine books penned by her released at this year’s edition of Kolkata Book Fair. on January 30, the day of the inauguration. With these nine, the total number of books penned by Mamata Banerjee touched 79. Many of these have been translated into English, Urdu and Ol Chiki too.

The books that released this year were:

  • Maa, Mati, Manush is a collection of her poems published in Hindi,
  • A book written in Ol-Chiki script,
  • Savera, written in Urdu,
  • My Journey, written in English,
  • Sishu Bela, a book for children,
  • Asahishnuta,
  • Rudraksha, a collection of her poems,
  • Amar Naba Prajanma,
  • Banglar Kanyashree Aaj Biswa Joyee – a book on the internationally-recognised Kanyashree scheme.

All the books are available at the Jago Bangla stall.

 

বইমেলায় জনপ্রিয় মুখ্যমন্ত্রীর লেখা বই

বিগত কয়েক বছরের মত এবছরের বইমেলাতে বিপুল চাহিদা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বইগুলির। ২০১৮র কলকাতা আন্তর্জাতিক বইমেলা উদ্বোধন হয় গত ৩০শে জানুয়ারি। সেদিনই প্রকাশ হয় তার লেখা ৯টি বই। সব মিলিয়ে তাঁর লেখা বইয়ের সংখ্যা ৭৯ ছুঁয়েছে।

প্রথম দিন থেকেই লক্ষ্য করার মতো চাহিদা দেখা গেছে মুখ্যমন্ত্রীর নতুন ও পুরনো বইগুলিকে ঘিরে।

‘মা মাটি মানুষ’ মমতা বন্দ্যোপাধ্যায়ের সংগ্রামী কবিতার হিন্দী সঙ্কলন যা প্রকাশ করছে রাজকমল প্রকাশন। অন্য একটি বই অলচিকি হরফে যা পশ্চিমবঙ্গ সাঁওতালি আকাদেমি প্রকাশ করছে।

মুখ্যমন্ত্রীর লেখা অন্যান্য বইগুলি হল, ‘সভেরা’ যা লেখা হয়েছে উর্দু ভাষায়। ‘মাই জার্নি’ আরেকটি ইংরাজি বই যা মুখ্যমন্ত্রীর নিজের লেখা নিজের সংগ্রামের দিনগুলিকে নিয়ে।

বাকি পাঁচটি বই বাংলায় লেখা – শিশুদের জন্য ‘শিশু বেলা’, কবিতার সঙ্কলন অসহিষ্ণুতা, রুদ্রাক্ষ, এ ছাড়া ‘আমার নব প্রজন্ম’, ‘বাংলার কন্যাশ্রী আজ বিশ্বজয়ী’।

জাগো বাংলার স্টলে পাওয়া যাচ্ছে বইগুলি।

 

Some pictures of Jago Bangla Stall at Kolkata International Book Fair 2018:

Jago bangla 10

 

 

 

 

 

 

 

A book-lover reading Mamata Banerjee’s books

 

Jago bangla 8

Innovative bookshelves at the Jago Bangla stall

 

Jago bangla 2

Huge crowds at Jago Bangla stall

 

Jago bangla 9

Bibliophiles’ delight

 

Jago bangla 7

Jago Bangla stall generating a lot of enthusiasm among book-lovers

 

Jago bangla 5 - baul

Baul performance at the Jago Bangla stall

 

Jago Bangla stall-Book fair -2018

Mamata Banerjee’s books on display

 

Jago Bangla stall-Book fair -2018 E

The Jago Bangla pavilion

Didi in Hills, inaugurates road named after Subash Ghisingh

Bengal CM today visited the Darjeeling Hills after a gap of seven months. During her visit, she attended a function naming Rohini Road after Subash Ghisingh. The CM recounted that Mr Ghisingh had a huge role in the construction of Rohini Road.

The CM said, “I am happy to be back in the Hills after seven months. Earlier I used to visit the Hills every two-three months. Darjeeling is a beautiful place.”

“Peace is prevailing in the Hills now. We have to work together, irrespective of ideological, political, religious or caste differences, for development,” she added.

The Chief Minister assured of all cooperation for the welfare of the people of the Hills and said she wants Darjeeling to keep smiling.

 

 

পাহাড়ে মুখ্যমন্ত্রী, উদ্বোধন করলেন সুভাষ ঘিসিংয়ের নামাঙ্কিত রাস্তা

 

সাত মাস পর আজ আবার পাহাড়ে পা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুভাষ ঘিসিংয়ের নামাঙ্কিত রাস্তা উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি।

মুখ্যমন্ত্রী বলেন, “আমি এখানে উপস্থিত সকলকে অভিনন্দন জানাচ্ছি। সুভাষ ঘিসিং দার্জিলিঙের জন্য অনেক দিন ধরে কাজ করেছেন, এই রোহিণীর রাস্তা তৈরীতে ওনার অনেক অবদান ছিল। ভালো কাজের জন্য সকলের একসঙ্গে কাজ করা উচিত। আমরা শান্তিপূর্ণ ভাবে কাজ করলে দার্জিলিং আরও উন্নতি করবে।”

তিনি আরও বলেন, “দার্জিলিং আমার রাজ্যের সুন্দর একটি এলাকা। আপনাদের যা চাই, আমরা সেটা দিতে চেষ্টা করব, একসঙ্গে শান্তিপূর্ণ ভাবে সবাই কাজ করলে। ঝগড়া করা, সব ভেঙে টুকরো করা, খুব সহজ কাজ কিন্তু সবাই একসঙ্গে কাজ করা, অনেক বড় ব্যাপার। জাত, ধর্ম, দল, মত, ভাষা নির্বিশেষে আপনারা আজ এখানে উপস্থিত হয়েছেন, ভালো কাজ করার জন্য। সবাই মিলে একসঙ্গে উন্নয়নের কাজ করুন। আমি চাই দার্জিলিং হাসতে থাক।”

Bengal Govt planning online platform for folk artistes

After the hugely successful Lok Prasar Prakalpa, comes another initiative by the Bengal Government for folk artistes – an online platform, using which one can easily approach the government to engage artistes who are enrolled under the Lok Prasar Prakalpa.

Chief Minister Mamata Banerjee had introduced the scheme, Lok Prasar Prakalpa to extend support to folk artistes across the state and to revive many art forms on the verge of extinction. In the first year itself, as many as 84,720 folk artistes were brought under the scheme, and gradually around 2 lakh artistes have been brought under its purview.

The online platform would be made accessible via a link in the official portal of the Bengal Government, Egiye Bangla.

Clicking on the link will take the user to another webpage, on which the details regarding the programme for which artistes enrolled under the Lok Prasar Prakalpa have been sought, need to be typed in. After going through the details of the programme, concerned State Government officials will take the required steps.

At present, one needs to approach district authorities for engaging the artistes enrolled under the scheme. With the introduction of the online platform, engaging them would be possible from any part of the globe.

The plan is to introduce the online platform during the next financial year, that is, 2018-19.

 

লোকশিল্পীদের জন্য ওয়েবসাইট আনছে রাজ্য

লোক প্রসার প্রকল্পের বিপুল সাফল্যের পর রাজ্য সরকার লোকশিল্পীদের জন্য নিল আরও এক উদ্যোগ – একটি নতুন ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মাধ্যমে লোক প্রসার প্রকল্পে শিল্পীদের অন্তর্ভুক্ত করতে যে কেউ আবেদন করতে পারবেন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোক প্রসার প্রকল্পের সূচনা করেন রাজ্যের লোক শিল্পীদের সাহায্য করতে। পাশাপাশি, বিভিন্ন লোকশিল্প যা বর্তমানে বিলুপ্তির পথে, সেগুলিকে পুনরুজ্জীবিত করাও উদ্দ্যেশ্য এই প্রকল্পের। ২ লক্ষ লোকশিল্পীকে এই প্রকল্পের আওতায় আনা হয়েছে।

লোকশিল্পীদের ওয়েবসাইটটিতে রাজ্য সরকারের ওয়েব পোর্টাল ‘এগিয়ে বাংলার’ মাধ্যমে ঢোকা যাবে।

এগিয়ে বাংলার ওয়েবসাইটের ওই বিশেষ লিঙ্কটিতে ক্লিক করলে একটি ভিন্ন ওয়েবপেজ খুলবে যেখানে বিভিন্ন অনুষ্ঠানের তালিকা থাকবে। যে অনুষ্ঠানের জন্য শিল্পী নিজের নাম নথিভুক্ত করতে চান, তা টাইপ করতে হবে। এর পর ওই অনুষ্ঠানের ব্যাপারে বিশদে জানার পর, ওই সংক্রান্ত সরকারি আধিকারিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

এই মুহূর্তে এই নাম নথিভুক্ত করার জন্য জেলা কর্তৃপক্ষকে জানাতে হয়। ওয়েবসাইট উদ্বোধনের হলে এই কাজ পৃথিবীর যে কোনো প্রান্তে বসে করা সম্ভব হবে।

Source: Millennium Post