অক্টোবর ২৩, ২০১৯
দেশের সেরা শিশুবান্ধব পঞ্চায়েত সন্দেশখালিতে

বাংলার পঞ্চায়েতের মুকুটে নয়া পালক। ১০০ দিনের কাজে বেশ কয়েকবার সেরার শিরোপা পেয়েছে রাজ্য। এ বার পুরস্কার এল ছোটদের পাশে দাঁড়ানোর জন্য। উত্তর ২৪ পরগনার সন্দেশখালি-১ ব্লকের সরবেরিয়া আগরহাটিকে শিশুবান্ধব গ্রাম পঞ্চায়েতের স্বীকৃতি দিল কেন্দ্রীয় পঞ্চায়েতি রাজ মন্ত্রক। ২০১৭-১৮ অর্থবর্ষের জন্য বেছে নেওয়া হয়েছে ভারতসেরা ২২টি পঞ্চায়েতকে।
সন্দেশখালিতে শিশুসুরক্ষা কমিটির উপর জোর দিয়েছিল সরকার। যাতে গ্রামবাসীদের অংশগ্রহণ বাড়িয়ে নাবালক, নাবালিকাদের নিরাপত্তা সুনিশ্চিত করা যায়। পঞ্চায়েতের কাজ হিসেবে সাধারণ ভাবে রাস্তা, নিকাশি, ১০০ দিনের কাজকেই প্রাধান্য দেওয়া হয়। পঞ্চায়েত শিশুসুরক্ষায় এগিয়ে এলে সেই কাজও যে ভালো হয়, সরবেরিয়া আগরহাটি তার উদাহরণ।
শিশুবান্ধব পঞ্চায়েত বলতে বোঝায় শিশুরা যাতে সব ধরনের অধিকার পায়, তার জন্য সুষ্ঠু পরিবেশ তৈরী করা। যেমন, স্কুলছুট, পাচার, বাল্যবিবাহ, শিশুশ্রম আটকানো, পোলিয়ো কর্মসূচী, মিড ডে মিল প্রকল্প সফল করা, জন্মের আগেও যাতে শিশুর অধিকার সুনিশ্চিত হয়, তা-ও দেখা। যেমন, আইসিডিএসে অন্তঃসত্ত্বাদের পুষ্টির বন্দোবস্ত করা। হাসপাতালে প্রসব করানো। সরবেরিয়া আগরহাটি পঞ্চায়েতে পাড়ায় পাড়ায় শিশুদলও গঠন করা হয়েছে।