সাম্প্রতিক খবর

জানুয়ারী ১০, ২০২০

তিন কাঠা জমিতে বাড়ি করলে আর লাগবে না ছাড়পত্র

তিন কাঠা জমিতে বাড়ি করলে আর লাগবে না ছাড়পত্র

তিন কাঠা জমিতে বাড়ি তৈরীর জন্য আর বিল্ডিং প্ল্যানের অনুমোদন লাগবে না। লাইসেন্সপ্রাপ্ত বিল্ডিং সার্ভেয়রের (‌‌এলবিএস) ছাড়পত্রই যথেষ্ট। এ কথা জানালেন কলকাতার মহানাগরিক। মেয়র বলেন, বাড়ির নকশা অনুমোদনের জন্য আর শহরবাসীকে ছোটাছুটি করতে হবে না। 

জমির প্রকৃতি, মিউটেশন, সম্পত্তিকরের শংসাপত্র থেকে শুরু করে বাড়ির নকশা অনুমোদনের জন্য প্রয়োজনীয় সমস্ত কাজই করে দেবেন এলবিএস। এজন্য বিস্তারিত সমস্ত তথ্য দিয়ে তৈরী করা হচ্ছে নতুন ফরম্যাট। পরে যদি ওই জমিতে কোনও ত্রুটি ধরা পড়ে, তার জন্য দায়ী থাকবেন ওই এলবিএস। ওই এলবিএসের লাইসেন্স বাতিল করে দেওয়া হবে। তবে এটা নিজের বাড়ির ক্ষেত্রেই প্রয়োগ করা যাবে।

শহরের বাড়ির ক্ষেত্রে মিউটেশন প্রক্রিয়াকে ইতিমধ্যেই অনেক সরল করছে কলকাতা পুরসভা। মানুষের সুবিধা করতে অনলাইনে মিউটেশন সার্টিফিকেট দিচ্ছে কলকাতা পুরসভা। কলকাতা পুরসভায় ১লা আগস্ট থেকে চালু হয়েছে অত্যাধুনিক মিউটেশন সেন্টার। 

সঠিক পদ্ধতিতে যদি কেউ অনলাইনে মিউটেশন সংক্রান্ত নথি জমা করে থাকেন, তাহলে পুরসভার তরফে তা খতিয়ে দেখে কিছুদিনের মধ্যে অনলাইনে নির্দিষ্ট ব্যক্তি মিউটেশন সার্টিফিকেট প্রদান করছে। ওনার্স কাউন্টারে বাড়ির মালিক নিজেই তাঁর মিউটেশন কর জমা দিতে পারবেন।

সৌজন্যেঃ আজকাল