সাম্প্রতিক খবর

অক্টোবর ২২, ২০১৯

দেশের সেরা কলকাতা ও যাদবপুর বিশ্ববিদ্যালয়, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

দেশের সেরা কলকাতা ও যাদবপুর বিশ্ববিদ্যালয়, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

বাংলার মুকুটে নয়া পালক। QS ইন্ডিয়া ইউনিভার্সিটি রাঙ্কিং ২০২০ তালিকায় ভারতের সরকারি বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে প্রথম স্থানে রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়৷ দ্বিতীয় স্থানে রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়।

মুখ্যমন্ত্রী টুইট করে জানান, “আমি আপনাদের সাথে একটি খুশির খবর ভাগ করে নিতে চাই। QS ইন্ডিয়া ইউনিভার্সিটি রাঙ্কিং ২০২০ তালিকায় ভারতের সরকারি বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে প্রথম স্থানে রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়৷ দ্বিতীয় স্থানে রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। জয় হিন্দ, জয় বাংলা।”

উল্লেখ্য, ২০১১ পর্যন্ত রাজ্যে ছিল ১২টি বিশ্ববিদ্যালয়, সেখানে গত সাত বছরে রাজ্যে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বেড়ে হয়েছে ৩০। আরও ৮টি নতুন বিশ্ববিদ্যালয় তৈরী হচ্ছে। উচ্চ শিক্ষা দপ্তরের বাজেটও বেড়ে হয়েছে ৩৯৬৪ কোটি টাকা বাজেট।