August 17, 2016
Aadhaar card impasse: TMC Parliamentary team will meet PM, says Mamata Banerjee

A Trinamool Congress Parliamentary team will meet the Prime Minister Narendra Modi and will urge him to resolve the impasse over issuing of Aadhaar cards, party Chairperson Mamata Banerjee said on Tuesday.
She said despite repeated requests, the Centre did not resolve the problem. Of 9 crore people in the state, more than 2.5 crore people have not received their Aadhaar cards. The problem started after the Centre decided to complete the procedure of issuing Aadhaar cards by August 31.
She said the state government would launch massive campaign involving all sections of people including students urging the people to maintain cool.
“The Centre has failed to resolve the issue and on the contrary has made Aadhaar cards mandatory for many of its projects,” the Chairperson said.
She had raised the issue during her meeting with the Prime Minister in Delhi recently. She maintained that non availability of Aadhaar cards was creating serious law and order problem.
Image Source: India Today
আধার সমস্যা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবে তৃণমূলের সংসদীয় দল
তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবে এবং আধার কার্ড সংক্রান্ত সবরকম সমস্যা সমাধান করার আর্জি জানাবে, মঙ্গলবার একথা জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেন, “আধার কার্ড নিয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। গুরুতর আইন-শৃঙ্খলার সমস্যা দেখা দিয়েছে”।
তিনি বলেন, বার বার অনুরোধ করা সত্ত্বেও কেন্দ্রে আধার কার্ড সমস্যা সমাধান করেনি। রাজ্যের ৯ কোটি মানুষের মধ্যে ২.৫ কোটির বেশি মানুষ তাদের আধার কার্ড পান নি। কেন্দ্র নিজের মত সময়সীমা ঠিক করেছে ৩১শে আগস্ট আর তারপর থেকেই সমস্যা শুরু হয়েছে।
মুখ্যমন্ত্রী বলেন, “কেন্দ্র আধার কার্ড সমস্যার সমাধান করতে ব্যর্থ হয়েছে এবং এর পরিবর্তে এই কার্ড বাধ্যতামূলক করেছে”।
সম্প্রতি দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তিনি বিষয়টি উত্থাপন করেছিলেন। তিনি বলেন যে আধার কার্ডের অপর্যাপ্ততা গুরুতর আইন-শৃঙ্খলা সমস্যা তৈরি করছে।