এপ্রিল ২৬, ২০১৯
আমরা আসানসোলকে ‘দাঙ্গাস্তান’ হতে দেব নাঃ মমতা বন্দ্যোপাধ্যায়

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ আসানসোলে এক নির্বাচনী সভা করেন। তিনি সেখানকার মানুষদের আবেদন জানান, আসানসোলকে ‘দাঙ্গাস্তান’ হওয়া থেকে রুখতে বিজেপিকে একটাও ভোট না দিতে।
তাঁর বক্তব্যের কিছু অংশঃ
- আমি আসানসোলকে ‘দাঙ্গাস্তান’ এ পরিণত হতে দেব না।
- এখানকার যে সাংসদ আছেন, তিনি তাঁর নেতার মত এখানে মানুষদের খেপানো ছাড়া আর কোনও কাজ করেননি।
- আপনাদের দীর্ঘদিনের দাবী মেনে আমরা আসানসোলকে আলাদা জেলা করে দিয়েছি।
- এখানে অনেক উন্নয়নের কাজ হয়েছে। পানীয় জল থেকে শুরু করে সব ক্ষেত্রে কাজ হয়েছে।
- সকলেই পুজো করে। কিন্তু, পুজো করা মানে দাঙ্গার উস্কানি দেওয়া না। আমরা যুগ যুগ ধরে এদেশে সকলে মিলে শান্তিতে বাস করি। বিজেপি ক্ষমতায় এসেই মানুষকে উস্কানি দিচ্ছে দাঙ্গা করতে।
- হিন্দু ধর্ম শেখায় সকলে মিলে মিশে একসঙ্গে থাকার কথা বলে।
- প্রধানমন্ত্রী সাড়ে চার বছর বিদেশে ঘুরে বেড়িয়েছেন। তিনি আপনাদের ১৫ লক্ষ টাকা করে দেবে বলে এক টাকাও দেননি। উপরন্তু নোটবন্দী করে আপনাদের টাকা লুঠ করে নিয়েছেন।
- নোটবাতিল করে কোটি কোটি মানুষ কাজ হারিয়েছে, ১২ হাজার কৃষক আত্মহত্যা করেছে। আপনারা এবার বিজেপিকে বাতিল করে দিন।
- বিজেপি সারা দেশের কোথাও জিততে পারবে না, বাংলায় তো নয়ই। কি করে ওরা সরকার গড়বে?
- সমস্ত নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়েছে বিজেপি, শুধু মানুষের জীবনের মূল্য কমিয়ে দিয়েছে।
- আমি সারা জীবন মানুষের জন্য কাজ করেছি। আমি মোদীবাবুকে ভয় পাই না। আমি ওনাকে জাতি ধর্মের ভিত্তিতে দেশ ভাগ করতে দেবনা, পরিবার ভাগ করতে দেব না।