সাম্প্রতিক খবর

এপ্রিল ৬, ২০১৯

আমরা বিজেপির চোখ রাঙানিতে ভয় পাইনাঃ বারোবিশায় বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

আমরা বিজেপির চোখ রাঙানিতে ভয় পাইনাঃ বারোবিশায় বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

আজ আলিপুরদুয়ার জেলার বারোবিশায় এক নির্বাচনী সভা করেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্থানীয় ভাষায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, স্থানীয় মানুষরা নিজেদের উন্নয়নের জন্য যেন যোগ্য প্রার্থীকে ভোট দেন। তিনি আশ্বস্ত করেন একমাত্র তৃণমূলই পারে বিজেপিকে কেন্দ্র থেকে উৎখাত করতে।

তাঁর বক্তব্যের কিছু অংশঃ

  • আমি প্রতি মাসে উত্তরবঙ্গ আসি।উত্তরবঙ্গ সচিবালয় উত্তরকন্যা, আলিপুরদুয়ার নতুন জেলা, এই জেলায় বিশ্ববিদ্যালয়, নতুন ভবন, হাসপাতাল, চা বাগানের উন্নয়ন সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ হয়েছে।
  • আর কিছু লোক আছে যারা কোন কাজ করে না আর নির্বাচনের সময় মিথ্যে ভাওতা দেয়, হিন্দু মুসলমানদের নাম করে
  • নির্বাচনের সময় বিজেপি টাকার বস্তা নিয়ে চলে আসে, পঞ্চায়েত নির্বাচনের সময়ও ওরা কাউকে ১০০০ টাকা কাউকে ৫০০০ টাকা দিয়ে ভোট লুঠ করে নিয়ে গেছে।
  • বাইরে থেকে ওদের এক নেতা আসেন যিনি আরএসএসের প্রচারক, লোককে টাকা দিয়ে ভোট চায়, এদের কথা শুনবেন না
  • গতবার বিধানসভা নির্বাচনে মাদারিহাটে সভা করে প্রধানমন্ত্রী বলেছিলেন বিজেপিকে ভোট দিলে ৭টি চা বাগান খুলে দেবেন, আজ পর্যন্ত একটা চা বাগানও খোলা হয়নি।
  • ৫ বছর আগে বলতেন উনি চা-ওয়ালা, আর এখন উনি চৌকিদার! আর লোক বলছে চৌকিদার চোর, মিথ্যেবাদী, দেশকে লুঠ করেছে, বরবাদ করেছে
  • আমরা ক্ষমতায় আসার পর থেকে বেশ কয়েকটি চা বাগান খোলা হয়েছে, এখন কোন চা বাগান বন্ধ হয়ে গেলে আমাদের সরকার ৩ মাসের মধ্যে সেইসব শ্রমিকদের দেড় হাজার টাকা দেয়, বিনামূল্যে জল, বিদ্যুৎ, ৪৭ পয়সায় ১৫ কেজি চাল ও ২০ কেজি গম দেয়। আদিবাসীদের স্কলারশিপ, কন্যাশ্রী দেওয়া হয়। আলিপুরদুয়ারে হিন্দি বিশ্ববিদ্যালয়, বানারহাটে হিন্দি কলেজ, শিলিগুড়িতে হিন্দি কলেজ হয়েছে।
  • একটা কমিটি গঠন করা হয়েছে যাতে আমরা চা বাগানের শ্রমিকদের পাট্টা দিতে পারি এবং তাদের জীবনযাত্রার মান আরও উন্নত করতে পারি। গরিব মানুষ, চা বাগানের শ্রমিক আমার প্রাণ
  • জন বার্লা কে? যাকে বিজেপি প্রার্থী করেছে, দুয়ার্সে দাঙ্গা করেছিল, ওনার নামে অনেক কেস রয়েছে, বিজেপির কি আর কোন প্রার্থী ছিল না? দাঙ্গাবাজকে কেন প্রার্থী করল? যার বিরুদ্ধে এত খুনের অভিযোগ কেন তাকে প্রার্থী করল? ওরা আবার আলিপুরদুয়ার জ্বালাতে চায়, তাই আপনারা ওনাকে ভোট দিয়ে আবার এখানে আগুন জ্বালাতে দেবেন না। আমরা পাহাড়ের মানুষের সঙ্গে ছিলাম, আছি, থাকব। এখন পাহাড় শান্তিতে রয়েছে।
  • আলিপুরদুয়ারের দীর্ঘ দিনের জমির সমস্যা আমরা সমাধান করে দিয়েছি। ছিট মহল থেকে শুরু করে আদিবাসীদের জমি, সকলকে তাদের জমির অধিকার দেওয়া হয়েছে।
  • অসমে এনআরসি করে প্রায় ২২ লক্ষ হিন্দু বাঙালী ও প্রায় ২৩ লক্ষ মুসলিম বাঙালীর নাম বাদ দিয়েছে। বাংলায় আমরা এনআরসি করতে দেব না। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্টের নাম করে আপনাকে ৬ বছরের জন্য প্রথমে বিদেশী করে দেওয়া হবে। এই সময়ে ঐ পরিবারগুলো কি করবে? দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস তারা কোথা থেকে পাবে?
  • কিষাণ ক্রেডিট কার্ড দেওয়া হয়েছে। কৃষকদের রোজগার তিনগুণের বেশী হয়েছে। এছাড়া, তাদের স্বাস্থ্য বীমা এবং অন্যান্য অনেক সুবিধা দেওয়া হয়েছে।
  • বিজেপি আবার এলে আপনাদের স্বাধীনতা চলে যাবে। সংবিধান বদলে দেবে, সংখ্যালঘুদের কোনও অধিকার থাকবে না। বিজেপির সরকার ফ্যাসিস্ট সরকার, হিটলারি সরকার।
  • আপনাদের ভোট যেন কিনতে না পারে। টাকার জন্য নিজের ভোট বেচবেন না। তৃণমূলকে ভোট দিন, তৃণমূল দেশ গড়বে। দাঙ্গা নয় শান্তি চাই। আপনাদের ভালো রাখতে যা যা করার দরকার, আমরা করব।
  • আমরা সব ভাষাকে সম্মান দিয়েছি। অনেক ভাষার জন্য আকাদেমি তৈরী করেছি।
  • কেন্দ্রীয় বাহিনী নিয়ে আমার কোনও সমস্যা নেই। কিন্তু, তারা যেন রাজ্য পুলিশের সঙ্গে একযোগে কাজ করে। বিজেপি সমস্ত পুলিশ আধিকারিকদের বদলি করছে। তাতে আমাদের কিছু ক্ষতি হবে না। পারলে আমায় বদলাক।
  • আমরা বিজেপির শাসানিতে ভয় পাইনা। আমাদের যত আটকাতে চাইবে, আমরা তত এগিয়ে যাব। বাংলায় হাতি এবং রয়্যাল বেঙ্গল টাইগার থাকে আমরা ওদের ভয় পাই না।