সাম্প্রতিক খবর

এপ্রিল ২২, ২০১৯

আমি মোদী নই, যা প্রতিশ্রুতি দিয়েছিলাম সব পূরণ করেছিঃ পূর্বস্থলীতে মমতা বন্দ্যোপাধ্যায়

আমি মোদী নই, যা প্রতিশ্রুতি দিয়েছিলাম সব পূরণ করেছিঃ পূর্বস্থলীতে মমতা বন্দ্যোপাধ্যায়

আজ পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে প্রথম নির্বাচনী সভা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ওনার বক্তব্যের কিছু অংশঃ

  • কত কয়েকদিন ধরে অনেক ঝড়বৃষ্টি হচ্ছে, অনেক মানুষ ক্ষতিগ্রস্ত তাদের সকলকে সাহায্য করবে রাজ্য সরকার। আমরা কৃষকদের পাশে আছি, থাকব। এর আগেও প্রাকৃতিক দুর্যোগে যাদের জমি ফসল ঘরবাড়ি নষ্ট হয়েছে তাদের ৩০০ কোটি টাকা সাহায্য করেছে রাজ্য সরকার।
  • বর্ধমান কৃষকদের গর্ব করার জেলা, কারণ এখানে সবচেয়ে বেশী ধান উৎপাদন হয়
  • এখানে একটি বড় সড়ক প্রকল্প হচ্ছে এর মাধ্যমে উত্তর ও দক্ষিণবঙ্গ যুক্ত হবে, কাজ শুরু হয়ে গেছে
  • কালনা ও শান্তিপুরের যোগাযোগ উন্নত করার জন্য একটি সেতু তৈরি করা হচ্ছে
  • এই জেলায় অনেক আইটিআই, পলিটেকনিক কলেজ, নতুন কলেজ হচ্ছে
  • উৎকর্ষ বাংলা প্রকল্পে বছরে ৬ লক্ষ ছেলেমেয়েকে প্রশিক্ষণ দেওয়া হয়
  • মাটি তীর্থ, ইন্ডাস্ট্রিয়াল হাব, ক্লাস্টার, মিষ্টি হাব হচ্ছে। ইতিমধ্যেই ৮০০০ কোটি টাকার বিনিয়োগ হয়েছে
  • ২ কোটির বেশি সংখ্যালঘু ছেলেমেয়েকে স্কলারশিপ দেওয়া হয়েছে। ৬০ লক্ষর বেশি তপশিলি, আদিবাসী ভাই-বোনেদের স্কলারশিপ দেওয়া হয়েছে। প্রায় ৭০ লক্ষ মেয়ে এখন কন্যাশ্রী পায়। সবুজ সাথী প্রকল্পে বিনামূল্যে ১ কোটি সাইকেল দেওয়া হয়েছে
  • কৃষক বন্ধু প্রকল্প চালু করা হয়েছে। ১০০ দিনের কাজে বাংলা প্রথম, বিনামূল্যে চিকিৎসা, ২ টাকা কিলো দরে চাল সব দিয়েছে আমাদের সরকার
  • বাংলায় কৃষকদের জমির খাজনা ও মিউটেশন ফি মুকুব করে দেওয়া হয়েছে। কৃষকদের শস্য বীমার সব টাকা দেয় রাজ্য সরকার, দিল্লীর দালালরা নয়
  • কোন কৃষক মারা গেলে তার পরিবারকে ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার ব্যবস্থা করেছে রাজ্য সরকার
    বাড়ির মহিলার নামে স্বাস্থ্য সাথী স্মার্ট কার্ড করে দেওয়া হচ্ছে, যার মাধ্যমে ৭ কোটি মানুষ উপকৃত হবেন। এর মাধ্যমে সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা ছাড়াও প্রাইভেট হাসপাতালে ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা করাতে পারবেন
  • এটা বাংলার নির্বাচন নয়, এটা দিল্লীর নির্বাচন। কেন্দ্রের সরকার গঠনের নির্বাচন
  • আজ দিল্লীর নেতারা এসে কৈফিয়ত চাইছেন, উনি ছিলেন দিল্লীর চেয়ারে ওনাকে কৈফিয়ত দিতে হবে উনি ৫ বছরে কি করেছেন
  • আরএসএস রা আগে হাফ প্যান্ট পরে ঘুরে দৌড়ত, মানুষের সেবা করত, আর এখন ওদের শপিং মল কালচার হয়ে গেছে। কোটি কোটি টাকার বস্তা নিয়ে ঘুরে বেড়াচ্ছে
  • কোথাও কোথাও হিন্দু মুসলমানদের মধ্যে গণ্ডগোল লাগিয়ে দিচ্ছে, তারপর হিন্দুদের কাছে গিয়ে বলছে মুসলমানরা হিন্দুদের ওপর অত্যাচার করছে, নিজে অত্যাচার করে অন্যের নামে চালাচ্ছে, এইসব নেতাদের আমি খুব ভালো করে চিনি
  • নির্বাচন এলে কটা চাকরি দিয়েছে বলে না, কজন কে খেতে দিয়েছে বলে না, কতজনের ওপর অত্যাচার করেছে, কতজন কৃষক আত্মহত্যা করেছে সেসব বলবে না। ওরা জনগণের কাজ করে না, নির্বাচনের আগে শুধু দাঙ্গা লাগায়
  • ১০ কোটি চাকরি দেবে বলেছিল উপরন্তু গত ১ বছরে ২ কোটি মানুষের চাকরি চলে গেছে
  • বাংলায় কোন আদিবাসী, সংখ্যালঘু কোন মানুষের ওপর কোন অত্যাচার হয় না, সকলে শান্তিতে আছে। বাংলার মানুষ যুদ্ধ, দাঙ্গা চায় না, শান্তি চায়।
  • বিজেপি কোন কাজ করে না, জনধনের নামে বড় বড় কেলেঙ্কারি করেছে, নোটবন্দির কথা মানুষ ভুলে যায়নি, শিল্প, অর্থনীতি, ব্যবসা, কৃষি, চাকরি নষ্ট করেছে
  • আজ ৫ বছর বাদে যখন মানুষ সুযোগ পেয়েছে তখন মোদী বাবুকে মানুষ বাতিল করে দেবে
  • নির্বাচনের আগে যা যা বলেছে, কোন কাজ করে নি। ৫ বছরে কিছু করেনি আর এখন বলছে ২ একর জমি থাকলে তবেই টাকা দেব, নাহলে দেবে না।
  • কৃষক বন্ধু প্রকল্পে বাংলার কৃষকদের বছরে ২ বার ২৫০০ টাকা করে মোট ৫০০০ টাকা দেওয়া হয়। প্রান্তিক চাষি যাদের এক একর বা তার কম জমি আছে তাদেরও টাকা দেওয়া হয়, ওরা করবে বলছে আর আমরা ইতিমধ্যেই করে দিয়েছি
  • মোদী বাবুর মত মিথ্যে কথা বলার জুরি কেউ নেই। বলছিলেন কালো টাকা ফিরিয়ে আনবেন। সকলের ব্যাঙ্ক একাউন্টে ১৫ লক্ষ টাকা দেবে বলেছিল। আপনারা পেয়েছেন?
  • নির্বাচনের আগে একটা করে ছবি দিয়ে চিঠি পাঠাচ্ছেন। ৫ বছরে ইতিহাস বদলে দিয়েছে, ব্যাঙ্কের টাকা লুঠেছে, বিদেশে ঘুরে বেড়িয়েছে, কৃষক শ্রমিক সবার রজগার কেড়ে নিয়েছে, দেশকে ভেঙে দিয়েছে, আজ মানুষ আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে
  • অত্যাচারী হার্মাদ সিপিএম গুলো আগে অত্যাচার করে মানুষকে এলাকায় ঢুকতে দিত না, এখন তারা বিজেপির ওস্তাদ হয়েছে। কংগ্রেস তো আগেই নিজেকে বিকিয়ে দিয়েছে
  • ৫ বছরে রাম মন্দির করতে পারেনি আর রাম বাবুর নাম নিয়ে ঘুরে বেড়াচ্ছে
  • মা দুর্গার হাতে অস্ত্র থাকে অশুভ শক্তিকে বধ করার জন্য, আর এখন বিজেপির গুণ্ডারা গদা আর তরোয়াল নিয়ে ঘুরে বেড়াচ্ছে, মাথায় ফেট্টি বেঁধে বেরোচ্ছে। গদা তরোয়াল দিয়ে পিটিয়ে ভয় দেখিয়ে ভোট নেবে
  • কোটি কোটি টাকা বিতরণ করছে আর এস এস এর লোকগুলো, টাকা দিয়ে ভোট চাইছে। এই টাকা আপনার ওরা লুঠ করেছে। তাই এই জোচ্চোরদের ভোট দেবেন না
  • সব জায়গায় হারবে তাই এখন বাংলায় আসছে। কোনদিন বাংলায় আসে না, বাংলার মানুষ বিপদে পরলেও আসে না, নির্বাচনের সময় বসন্তের কোকিলের মত আসে ভোট চাইতে। আগে বলত মিত্র, আর এখন সবাই ওনার শত্রু।
    মোদী এসে বলছে বাংলায় দুর্গা পুজো হয় না, কত বড় মিথ্যে কথা বাংলায় লক্ষ লক্ষ ঘরে দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কালী পুজো হয়, সব ধর্ম সব উৎসব পালন করা হয় বাংলায়।
  • নেতাদের মানুষ ভালোবাসে, শ্রদ্ধা করে, কিন্তু বিজেপির এই দুই সাইনবোর্ড নেতাদের দেখলেই মানুষ ভয় পায়, মানুষ আজ মোদীর বিদায়ের দিন গুনছে
  • ওনার ভয়ে কেউ কথা বলে না। একমাত্র তৃণমূল কংগ্রেস প্রতিবাদ করে। ওরা কোন কাজ করে না শুধু বড় বড় কথা বলে
  • আমাদের হিন্দু ধর্ম আমাদের গর্ব, আমাদের বাবা মায়েরা সব ধর্মকে সম্মান করতে শিখিয়েছে। এন আর সি করে ওরা মানুষকে তাড়িয়ে দিতে চাইছে । নাগরিক বিল করে মানুষকে বিদেশি বানিয়ে দেওয়ার চক্রান্ত করছে। আমি বাংলায় এন আর সি করতে দেব না, একটা মানুষকেও তাড়াতে দেব না। আমরা নাগরিক আছি থাকব, তোমাদের কথায় নাগরিক ও হব না, বিদেশিও হব না।
  • আমি কি করব কি খাব কি পরব ওরা ঠিক করে দেবে? আধার কার্ড প্যান কার্ডের তথ্য নিয়ে মানুষের ব্যাঙ্ক ফোন সবকিছুর ওপর নজরদারি চালাচ্ছে
  • আমি সব ধর্মের অনুষ্ঠানে যাই, সব ধর্ম পালন করি। আর ওরা আমাদের হিন্দু ধর্মের জ্ঞান দেবে? ওরা যে হিন্দু ধর্মের কথা বলে তা পাশবিক ধর্ম, যা মানুষ খুন করে তা কখনো মানবধর্ম হতে পারে না
  • গত ৫ বছরে সংসদে তৃণমূল কংগ্রেস সবচেয়ে ভালো কাজ করেছে
  • বিজেপি হাটাও দেশ বাঁচাও, একটা ভোট ও বিজেপিকে নয়