সাম্প্রতিক খবর

এপ্রিল ৫, ২০১৯

তৃণমূলের লোকসভা নির্বাচনের মিউজিক ভিডিও ভাইরাল

তৃণমূলের লোকসভা নির্বাচনের মিউজিক ভিডিও ভাইরাল

২০১৯-র লোকসভা নির্বাচনের জন্য তৈরী তৃণমূলের মিউজিক ভিডিওটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে আলোড়ন সৃষ্টি করেছে। ৩ লক্ষেরও বেশি ‘ভিউস’ পেয়ে ভিডিওটি এখন ‘ভাইরাল’।

মিউজিক ভিডিওটি বৃহস্পতিবার তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সামাজিক মাধ্যমে ওনার বিভিন্ন পেজে ‘শেয়ার’ করেন। তিনি লেখেন, “আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে তৃণমূল কংগ্রেসের নতুন মিউজিক ভিডিও ‘মা, মাটি, মানুষ’ আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভাল লাগবে।”

মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক পেজে ইতিমধ্যেই ভিডিওটি দেখেছেন আড়াই লক্ষেরও বেশি মানুষ। এছাড়াও তৃণমূলের বিভিন্ন সামাজিক মাধ্যমের পেজেও বেশ ভাল সাড়া পেয়েছে এই ভিডিও।

২ মিনিট ৩০ সেকেন্ডের এই ভিডিওতে একদিকে যেমন বাংলার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের কথা তুলে ধরা হয়েছে, তেমনই দেশের অন্যান্য জায়গায় যে ভয় ও দাঙ্গার পরিস্থিতির পরিবেশ তৈরি হয়েছে, সেটিও দেখানো হয়েছে।