এপ্রিল ১৯, ২০১৯
সারা ভারতে তৃণমূল কংগ্রেসের সাংসদরা সবচেয়ে ভালো ফল করেছে: বালুরঘাটে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

আজ দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে প্রথম নির্বাচনী সভা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ওনার বক্তব্যের কিছু অংশঃ
- তৃতীয় দফায় এখানে নির্বাচন। আমাদের প্রার্থী অর্পিতা ঘোষ। অর্পিতাকে আপনারা যখন আগের বার জিতিয়েছিলেন তখন দিল্লীতে আমাদের সরকার ছিল না।
- বিজেপির ফ্যাসিবাদী রাজনীতির বিরুদ্ধে একমাত্র দল তৃণমূল কংগ্রেস সংসদের বাইরে ও ভেতরে লড়াই করে গেছে।
- সারা ভারতে তৃণমূল কংগ্রেসের সাংসদরা সবচেয়ে ভালো ফল করেছে। মূল্যবৃদ্ধি, পেট্রোল – ডিজেলের দাম বৃদ্ধি, সংখ্যলঘু, দলিত, সাধারণ মানুষের ওপর অত্যাচারের প্রতিবাদ করেছেন।
- এই নির্বাচন বাংলার নয়, দিল্লী গড়ার নির্বাচন। এবার যদি মোদী বাবু আবার ক্ষমতায় আসে তাহলে দেশে আর স্বাধীনতা থাকবে না, গণতন্ত্র থাকবে না, মানুষের অধিকার থাকবেনা, শ্রমিক-কৃষক-বেকার কারও অধিকার থাকবে না। তাই আমাদের সকলকে শপথ নিয়ে জোট বেঁধে এদের বিরুদ্ধে তৈরী হতে হবে।
- কারও কথা শুনে বিজেপিকে ভোট দেবেন না।
- শিল্পী, সাহিত্যিক, খেলাধুলো, নাট্যজগৎ এই সব কিছুকে নিয়ে বালুরঘাটের কৃষ্টি ও সংস্কৃতি।
- ৫ লক্ষ টাকা দিয়ে কয়েক হাজার ক্লাবকে সাহায্য করা হয়েছে, বিভিন্ন স্টেডিয়াম, খেলার মাঠ করা হয়েছে, শিল্প কেন্দ্র, MSME সেন্টার, তাঁত হাব, সেতু, রাস্তা, ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ সেন্টার হয়েছে, ৪০০০ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে, কলেজ, আই টি আই, পলিটেকনিক কলেজ, মাল্টি সুপার হাসপাতাল করা হয়েছে, নতুন বিশ্ববিদ্যালয় হয়েছে, কৃষি বিদ্যালয় ক্যাম্পাস হচ্ছে। আইসিইউ, সিসিইউ, এইচডিইউ, ন্যায্য মূল্যের ওষুধের দোকান, রবীন্দ্র ভবন, মিউজিয়ামের সংস্কার করা হয়েছে।
- রেলমন্ত্রী থাকাকালীন অনেক নতুন ট্রেন ও রেল লাইন চালু করেছিলাম, অনেক কাজ শেষ হয়নি। আমাদের সরকার এলে আমরা আরও কাজ করব।
- এখানকার নাট্য উৎকর্ষ কেন্দ্র মানুষের অনেক দিনের দাবী ছিল, তাও করে দেওয়া হয়েছে।
- বাংলায় কৃষকদের জমির খাজনা ও মিউটেশন ফি মুকুব করে দেওয়া হয়েছে। কৃষকদের শস্য বীমার সব টাকা দেয় রাজ্য সরকার। কৃষক বন্ধু প্রকল্পে কৃষকদের বছরে ২ বার ২৫০০ টাকা করে মোট ৫০০০ টাকা দেওয়া হয়। প্রান্তিক চাষিরাও পাচ্ছে।
- কোনও কৃষক মারা গেলে তার পরিবারকে ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার ব্যবস্থা করেছে রাজ্য সরকার।
- বালুরঘাটে নতুন বিমানবন্দর করা হয়েছে। এর ফলে মানুষের ব্যবসা বাড়বে, অনেক উপকার হবে।
- এখাকার তুলাইপঞ্জি চাল বিখ্যাত।
- এটা বর্ডার এলাকা। আমি সবাইকে অনুরোধ করব, রাজ্য আর সেন্ট্রাল ফোর্সের মধ্যে কোন তফাৎ নেই, সবাই মিলেমিশে কাজ করুন, আপনাদের কোন সমস্যা হলে প্রসাশনের সাথে কথা বলুন।
- দয়া করে বিজেপির কথা শুনে কোনও কাজ করবেন না, কারো কোনও অসুবিধা করবেন না। আজ ওরা ক্ষমতায় আছে কাল অন্য কেউ ক্ষমতায় আসবে। তখন আপনাদের সেই সরকারের সাথে কাজ করতে হবে। আপনারা ভালো করে কাজ করুন। আমি আপনাদের শ্রদ্ধা করি, স্যালুট করি।
- আমি পাহাড় ও বর্ডার এলাকার সব খবর রাখি, পঞ্চায়েত নির্বাচনে কে কি করেছিল সব খবর আমার কাছে আসে।
- কোন মানুষ বিপদে পরলে আমি রাজনীতির রঙ দেখিনা, সব পরিবারকে আবাসন এটা আমার প্রথম কাজ আর তাই আমি তৃণমূল করি, আমি সারাজীবন লড়াই করি।
- বিজেপির সরকার আমাদের টাকা দেয় না, অনেক রকমভাবে অত্যাচার করে, প্রতিবাদ করলে আমাদের নামে মিথ্যে কথা বলে, কুৎসা-অপপ্রচার করে, মানুষে মানুষে ভাগাভাগি করে, আমরা তা করি না।
- আমাদের বাবা মা শিখিয়েছে সবাইকে নিয়ে চলতে, বড়দের শ্রদ্ধা ও সম্মান করতে, এটাই আমাদের সংস্কৃতি।
- কি চলছে আজ দেশে? সিপিএমের লোক গিয়ে বিজেপির প্রার্থী হয়েছে, বামপন্থীদের কোন আদর্শ নেই।
- দরকার হলে তৃণমূল কংগ্রেস গুলি খাওয়ার জন্য তৈরী থাকবে কিন্তু বিজেপিকে এক ইঞ্চি জমিও ছাড়বে না।
- সব জায়গায় হেরে যাবে বলে মিথ্যে কথা বলে বাংলায় ঘুরে বেড়াচ্ছে, হিন্দু-মুসলমানের মধ্যে দাঙ্গা করছে, মানুষের মধ্যে ভাগাভাগি করছ , বাংলাকে ভাঙার পরিকল্পনা করছে।
- এখন প্রধানমন্ত্রী আর বিজেপি নেতাদের দেখে মানুষ ভয় পায়, কেউ তরোয়াল, কেউ গদা নিয়ে বেরিয়ে পরছে। রাজনীতি তরোয়াল গদা নিয়ে নয় বুদ্ধি সদিচ্ছা দিয়ে করার জন্য, মানুষের কাজ করার জন্য।
- মানুষকে বাঁচতে দিচ্ছে না, মানুষের অধিকার কেড়ে নিচ্ছে।
- একজন বুড়ো খোকা যখন দেশ আর মানুষ ভাঙে, তখন তাকে জবাব দিতে হয় গণতন্ত্রের মাধ্যমে – ভোটের থাপ্পরের মাধ্যমে।
- দেশের ইতিহাস বদলে দিচ্ছে। গান্ধীজী নেতাজী, আম্বেদকর সবাইকে ভুলিয়ে দিচ্ছে।
- মোদীবাবুর নামে সিনেমা, দোকান আর কোর্ট বানাচ্ছে, শুধু জুতো বানাতে বাকি আছে, সেটা হলে ওই জুতো পরে আমরা সারা দেশ ঘুরে বেড়াব।
- সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা দেবে বলেছিল। দিয়েছে?
- নির্বাচনের আগে এই করব সেই করব বলে চিঠি দিচ্ছে আর টাকা বিলোচ্ছে, জনগণের টাকা কেড়ে নিয়ে ভাবছে নির্বাচন জিতবে। একটা ভোটের দাম অনেক বেশী, তা টাকা দিয়ে কেনা যায় না, তাই আগামিদিনে সকলে জোট বাঁধুন।
- আমরা সবাই এক, আমরা সর্ব ধর্ম সমন্বয়ে বিশ্বাসী, সব ধর্ম ভালোবাসি।
- আমিও হিন্দু ঘরের মেয়ে। বিজেপি যে হিন্দু হিন্দু করে তা নাটক, কিন্তু আমরা রামকৃষ্ণ, সারদামার হিন্দু ধর্ম মানি। আমরা সব পুজো করি তাই বলে অন্য ধর্মকে অশ্রদ্ধা করি না, এটা আমাদের শিক্ষা নয়।
- বিজেপি হিন্দু হিন্দু করছে। অসমে ৪০ লক্ষ লোকের নাম বাদ দিয়ে দিয়েছে এর মধ্যে ২২ লক্ষ হিন্দু, বাকি মুসলমান, বিহারী সহ অন্য সম্প্রদায়ের মানুষও আছে। কারও বাবার, কারও মায়ের, কারও স্বামীর নাম বাদ গেছে, অনেক মানুষ আত্মহত্যা করেছে।
- কত বড় বড় কথা বলছে বাংলায় এনআরসি করবে, ওদের এনআরসির একটা রাজনৈতিক বদলা এনবিসি তৈরী করেছি আমরা। এনবিসি হল ন্যাশনাল বিদায় সার্টিফিকেট।
- অসমে ৫ জন বাঙালীকে গুলি করে মেরেছে। ওখানে বাঙালীরা ভয়ে কথা বলতে পারে না।
- নাগরিক বিল করে আপনাদের সব অধিকার কেড়ে নেবে, আপনাকে ৬ বছরের জন্য বিদেশী বানিয়ে দেবে তারপর নতুন করে নাগরিক অধিকার দেবে, যারা ইতিমধ্যেই নাগরিক আছে তাদের আবার নতুন করে নাগরিক বানাবে – নতুন করে নাটক শুরু করেছে।
- যখন আত্রেয়ি নদীর জল নিয়ে কথা বলা হয় তখন ওদের পাত্তা থাকে না, বালুরঘাটের মানুষ জল না পেলে ওদের কিছু যায় আসে না।
- তাই এবার সিদ্ধান্ত নিন, সবাই ভয়ে চুপ করে আছে, কিন্তু বাংলা ভয় পায় না, বাংলাই আগামিদিনে পথ দেখাবে, দিল্লীর সরকার তৈরী করবে মা মাটি মানুষ।