সাম্প্রতিক খবর

এপ্রিল ১৭, ২০১৯

সিপিএম কংগ্রেস বিজেপি ভাই ভাই, জগাই-মাধাই-গদাইঃ জঙ্গিপুরে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

সিপিএম কংগ্রেস বিজেপি ভাই ভাই, জগাই-মাধাই-গদাইঃ জঙ্গিপুরে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

আজ মুর্শিদাবাদের জঙ্গিপুরে একটি নির্বাচনী সভা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ওনার বক্তব্যের কিছু অংশঃ

  • জঙ্গিপুরে আমি আগেও অনেকবার এসেছি। লালগোলা, ভগবানগোলা, সাগরদিঘি, ভরতপুর, বেলডাঙা, সামসেরগঞ্জ এসব আমার কাছে নতুন নয়। আমি আবার ছাত্র রাজনীতির সময় থেকে এখানে আসি।
  • মুর্শিদাবাদ জেলার একটা প্রসিদ্ধ ইতিহাস আছে। আমরা নবাব সিরাজদৌল্লাকে সম্মান করি।
  • আমরাও কংগ্রেস করতাম। ছেড়েছিলাম কারণ, কংগ্রেসের সঙ্গে সিপিএমের বন্ধুত্ব এত বেশী ছিল যে কংগ্রেস তাদের দলের পতাকা সিপিএমের কাছে বিক্রী করে দিয়েছিল। আজ বাংলায় সিপিএম কংগ্রেস নিজেদের পতাকাগুলো অনেক সময় বিজেপির কাছে বিক্রী করে দেয়।
  • সিপিএম কংগ্রেস বিজেপি ভাই ভাই। তাই, পঞ্চায়েত নির্বাচনে আমি স্লোগান দিয়েছিলাম জগাই মাধাই গদাই। এই ঘটনা আজ নতুন না।
  • এখানে আরএসএস বিজেপির কাজ করছে। ওরা সব সময় হিন্দু মুসলমান করে, আমরা ভাগাভাগি করি না।
  • আমি হিন্দু ঘরে জন্মেছি এটাই আমার একমাত্র পরিচয় না। আমি যেমন সকালে উঠে চন্ডী পাঠ করি অন্য ধর্মের মানুষরা তাদের ধর্ম পালন করবে।
  • আরএসএস টাকার বাক্স নিয়ে ঘুরে বেড়াচ্ছে। চারদিকে নজর রাখুন। পয়সা বিলি করতে দেখলেই পুলিশকে খবর করবেন।
  • আমরা এই জেলার জন্য অনেক কাজ করেছি। কলেজ, আইটিআই, হাসপাতাল সব করেছি। এখানকার বাবুরা দিল্লী গিয়ে বলবে আমরা সব করেছি।
  • কিছু বাবুরা শুধু ভোটের সময় এখানে আসে। এখান থেকে ফিরে গিয়েই এখানকার মানুষের কথা ভুলে যায়।
  • উন্নয়নে চাইলে তৃণমূলকে ৪২ শে ৪২ দিতে হবে। মুর্শিদাবাদের তিনটি আসন আমাদের দিতে হবে।
  • এনআরসির নাম করে ৪৫ লক্ষ বাঙালীকে তাড়াতে চায় ওরা।
  • এই সব করা হচ্ছে দেশকে ভাগ করার জন্য। কিন্তু, তৃণমূল এটা করতে দেবে না। দেশ ভাগ কি করে আটকাবেন? ওদের বিরুদ্ধে ভোট দিয়ে। গণতন্ত্রে এটাই একমাত্র রাস্তা জবাব দেওয়ার।
  • উত্তরপ্রদেশ ও বাংলা ঠিক করে দেবে সরকার কে গড়বে? বিজেপি আর ফিরবে না। সমস্ত রাজ্যে বিজেপি হারবে।
  • আমাদের দিল্লীর সরকার বদল করতে হবে। বিজেপিকে তাড়াতে হবে।